এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২১৯৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০১:৪৭480084
  • চীনা হোক, জার্মান হোক, জাপানী বা ফরাসী বা স্প্যানিশ - যে কোন একটা ভাল জানা থাকলে একটা মোটামুটি চাকরী পেতে অসুবিধা হয় না বোধহয়। যে কোন ভাষার শেখার আন্তরিক ইচ্ছে থাকলে এ রাস্তাটা খারাপ না।

    মার্ক্টেটে কি খাবে, বাজারে কি চাহিদা আছে - সেটা প্রেডিক্ট করতে যে ভাল পারে, তার সাফল্য সহজ। আর গড ফাদার ধরে চাকরী কি শুধু সরকারীতে হয়? ধরে টরে প্রথম চাকরী কি হয় না বেসরকারী জগতে? নাক মুখ গুঁজে ২ বছরের অভিজ্ঞতা বানালে আর চিন্তা নেই - আইটি দুনিয়ায় তো এটা বোধহয় সবাই মানে।
  • Tim | 198.82.17.1 | ১৫ জুন ২০১১ ০২:০১480085
  • কমার্স নিয়ে কথাটা ঠিক না। বেশ কয়েক বছর ধরেই ভালো ছাত্রছাত্রীদের একটা অংশ কমার্স পড়ে। যে কারণে বেশিরভাগ ছেলেমেয়ে বিজ্ঞান পড়তে দৌড়োতো একটা সময়, সেই কারণেই পড়ে, অর্থাৎ ভালো চাকরি পাওয়ার লক্ষ্যে। তারপর তারা নানা চ্যানেলে পড়াশুনো করে বেশ ভালোভাবেই প্রতিষ্ঠাও পায়।
    হিউম্যানিটিজ নিয়ে খুব একটা জানিনা। হতেই পারে চাকরি পাওয়া না গেলে কেউ নিতে চায়না এখনও।
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ০২:০৩480086
  • বেসরকারীতে গড ফাদার ধরে চাকরি হয় না। তবে অবশ্যই ""নেটওয়ার্ক"" কাজে লাগে। নেটওয়ার্ক স্কিল থেকেই তৈরি হয়। নইলে যাস্ট কিছু তাঁবেদার রেখে মাইনে দেওয়ার মতন বিলাসিতা বেসরকারী চাকরিতে কেউ করতে পারে না। প্রতিটা পেনির জন্য লোকে অ্যাকাউন্টেবল থাকে। আর চেনা স্কিলফুল লোকের সাথে কাজ করা খুব ইজি, যেকারণে দলতন্ত্র হয়। খুব স্বাভাবিক।

    তবে র‌্যাটাস সেই দুই বছরের গপ্পো আর নাই। বিশেষত কলকাতায়, সেই সেক্টর ফাইভও নাই, সেই এসডিএফও নাই, সেই দীপঙ্করের দোকান থাকলেও, সেই নেটওয়ার্ক আর নাই। কলকাতায় নেটওয়ার্ক লাগিয়ে চাকরি পাওয়া কতটা সম্ভব কেজানে।
  • Tim | 198.82.17.1 | ১৫ জুন ২০১১ ০২:০৬480087
  • আকাদাকে ক। এক্ষেপশন ধরলে হিসেব মিলবে না। জয়েন্টে শেষের দিকে র‌্যাঙ্ক করে বি ফার্মে ভর্তি হওয়া ছেলে, অতিষ্ঠ হয়ে (ভাগ্যিস!) ক-বি তে ফিজিক্স পড়তে এসেছিলো, সেসন শুরুর তিনমাস পর। তারপর সে কালক্রমে এমেসসিতে মেঘনাদ সাহার রেকর্ড প্রায় ভেঙে দেয়, আর টিআইএফার তাকে নিতে ঝুলোঝুলি করে। কিন্তু এর মানে এই না যে যারাই বি ফার্মে ভর্তি হয় তারা সকলেই জিনিয়াস ফিজিসিস্ট। :-)
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০২:১২480088
  • দুবছরের গপ্পো নাই - মানা কঠিন। প্রথম চাকরী পেতে কপাল (যুতসই প্রোজেক্ট ট্রেনী), ক্যাম্পাস আর দাদা-মামা এখনো আছে কাকা।
    মাত্র ৪-৫ বছরের আগে আমি নিজে দাদা-মামা হয়ে ৬-৭টি ছানাকে গুঁজে দিয়েছিলাম আমার তৎকালীন কোং-এ। আজ তারা আম্রিকা - ইউরোপে বেশ বগল বাজিত হচ্ছে। তবে কোয়ালিটি ভাল না হলে ২-৩ বছরের পরে নিজের দক্ষতায় উপরে যাওয়া বা কোং পাল্টানো - দুইই কঠিন -- সে চীনা ভাষা শিখুন বা কোকোয়া
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০২:২১480089
  • টিম, তারপর? সেই ছেলেটা এখন কী করছে? কোথায় আছে? সে কি টিআইএফারে গেছিলো?
  • aka | 168.26.215.13 | ১৫ জুন ২০১১ ০২:২৩480090
  • জেনারাল লাইন সম্বন্ধে ধারণা অনেকদিনই বদলেছে। আমাদের ক্লাসের অধিকাংশই আইএসাই চান্স না পাওয়া ছিল। জয়েন্ট চান্স না পাওয়া নয়। কিছু ছিল, যারা পরের বার জয়েন্ট দিয়ে চলে যায়।

    এখন অনেক কিছু করেই চাকরি বাকরি পাওয়া যায় আশির দশকে বা নব্বইয়ের দশকেও যা ভাবা যেত না। তাও কেন্দ্রের অর্থনৈতিক উদারীকরণকে গালি দেব, কারণ উহা বুর্জোয়া বা মতান্তরে সাম্রাজ্যবাদী শক্তির চক্রান্ত।
  • Sibu | 193.247.250.9 | ১৫ জুন ২০১১ ০২:২৫480091
  • গডফাদার ধরে চাকরী সর্বত্রই হয়। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে এরকম গুজব তো শোনাই যেত যে অমুক স্যারের ছাত্র হলে (বা নেকনজরে থাকলে) লেকচারার হওয়া সহজ। সেই সব স্যারেদের পলিটিক্যাল মাসল কিছু ছিল বলেই শোনা যেত। আর সেই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন সব সময় যে রুলিং পার্টির-ই ছিল তাও নয়। আবার তাঁরা যে সব সময় একেবারে অযোগ্য লোককেই চাকরী দিতেন তাও না। আসলে বোধহয় তাঁদের এই ব্যাপারে ঐ Dijkstra-র মত একটা মনোভাব ছিল। শুনেছি এক পিএইচডি ছাত্রের ডিফেন্সে ছাত্রটি প্রচুর ধ্যারানোর পর Dijkstra কমেন্ট করেছিলেন - পোচ্চুর গাধা নামের পাশে ড: লেখে, তাদের সংখ্যা আর একটা বাড়লে আর এমন কি ক্ষেতি? আইনস্টাইন না হলে পড়ানোর চাকরি দেব না কইলে পড়ানোর লোক পাব কোথায়?

    আর এই অযোগ্য লোককে চাকরী দেবার অভিযোগ অনেক সময়ে স্যারেদের নিজেদের ভেতরে আকচা-আকচি জনিত কারনেও উঠতো। অ্যাকাডেমিক জনতার মধ্যে আকচা-আকচি সর্বত্রই হয়। ঐ রিমিদের ইউনির এক অধ্যাপক অন্য এক বিখ্যাত জনতার ছাত্র ছিলেন। তিনি একটু মাল খেয়ে গপ্পো করেছিলেন তার অধ্যাপক অন্য একজন শত্রুর পেপার রিজেকশন লেটারে লিখেছিলেন - রিভিউয়ারের তোমার পেপার ভাল বলেছে বলেই আমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এমন কোন কথা নেই। যাদের নিয়ে এই গপ্পো তাদের দুজনেই গ্রাফ থিওরির ছাত্রদের পক্ষে হাউসহোল্ড নেম। আর এক ইউনিতে এক অধ্যাপক বলেছিলেন তিনি যে কোন অফিসে বসতে রাজী, যতক্ষণ সেটা তার শত্রুর অফিস থেকে অন্তত: তিনটে দরজা দূরে।

    এই সব কারনে আম্রিকান সিস্টেমে কোন ইউনি থেকে পাস করলে সেখানে চাগরি দেওয়া হয় না। সেই প্রথা দেশে চালু করলে মন্দ হয় না। ইউনিতে বা তার কলেজে পড়াতে হলে অন্য কোন ইউনি থেকে টার্মিনাল ডিগ্রী করতে হবে। তবে আমার সন্দেহ সেরকম কিছু চালু করার চেষ্টা করলে সব মাস্টারমশায়েরাই রে-রে করে উঠবেন, ইরেস্পেকটিভ অফ দেয়ার পলিটিক্যাল অ্যাফিলিয়েশন (অর অ্যাবসেন্স অফ ইট)।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০২:৩১480092
  • এই যে ডিগ্রী লাভ করে ভিন্ন জায়গায় যাবার ব্যাপার, এটা খুব ভালো। এতে দৃষ্টিও প্রসারিত হয়, নতুন লোকজন নতুন জায়গা চেনা হয়, এতে অভিজ্ঞতাও বাড়ে।
    তবে কিনা "আমার নাম বলবি কম পয়সায় জিনিস পাবি", "অমুককে আমার নাম বলবি চাকরি পাবি" এই ধরনের কর্তাভজা দেশে এটা হওয়া খুব মুশকিল।
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০২:৩২480094
  • প:ব: তো কলেজ সার্ভিস কমিশন বলে একটা পরীক্ষা হয় শুনেছি। তাতে পাশ করতে গেলে চামরার রংএর প্রি-কন্ডিশন আছে বলেও তো শুনিনি। পছন্দের কলেজে পেতে গেলে সেটা লাগতে পারে হয়ত।

    অপ্রসঙ্গত: - এটা দুর্নীতি বন্ধে বিগত ৩৪ বছরের মধ্যেই একটা পশ্চিমবঙ্গীয় সরকারের পদক্ষেপ।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০২:৩৭480096
  • কলকাতার বাইরের কলেজগুলোর হাল ফেরানোর ব্যাপারে কেউ কিছু বলেছেন? আর সামগ্রিকভাবে উচ্চশিক্ষার দৃষ্টিভঙ্গী আপডেট করার ব্যাপারে???
  • Sibu | 193.247.250.9 | ১৫ জুন ২০১১ ০২:৩৭480095
  • ইন্দুরাস ঠিক বলেছে। কলেজে পড়াতে ব্যাকিং আর ততটা কাজে আসে না। তবে ভাল পোস্টিং পেতে শুনেছি সেটা লাগে। আর সে ব্যাকিং সব সময়ে পলিটিক্যাল নয়।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০২:৪১480097
  • টিম কি আমার প্রশ্নটা দেখলো ই না নাকি? (ভাবিত হবার ইমো :-? )
  • Tim | 198.82.17.1 | ১৫ জুন ২০১১ ০২:৫০480098
  • ওহো নিশিকা কোশ্নো করেছে। দেখবো কি, এই মাত্র এলাম। :-)
    হ্যাঁ সে গেছিলো টিআইএফারে। তারপর কয়েক বছর খবর পাইনি। এই গতবছর আবার খবর পেলাম। বিদেশে চলে এসেছে।
  • RATssss | 63.192.82.30 | ১৫ জুন ২০১১ ০৩:০২480099
  • হাল ফেরানোটা বোধহয় কলকাতার বাইরের কলেজ বলে নয়, কলকাতার অনেক কলেজের নাম শুনলেও তুমি আমি এখনো নাক কুঁচকোই। হাল ফেরাতে হবে সর্বত্র। সবকটা কলেজ-ই এমন ভাল হোক - সবাইকে ইউনি না হোক ডিমড ইউনি বলতে পারি .... আমি জানি চাইছি নেহাৎ স্বর্গরাজ্য - আজথেকে ৩৪ বছর পরে এটাই হবে সবার গ্রাহ্য।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৩:১৪480100
  • আরে টিম, তবে তো প্রশ্ন দেখেছ। :-)
    ছেলেটা শেষে যদি বিদেশেই গেল, তবে আউগাইলো টা কী? শিওর শট প্রতিষ্ঠান থেকেও যদি দেশের জন্য কাজ না করতে পারে, তাইলে রাজপথে গলিপথে খালে বিলে সাগরে তফাৎ রইলো কোথায়????
  • Tim | 198.82.17.1 | ১৫ জুন ২০১১ ০৩:২২480101
  • "দেশের" জন্য কাজ করতে চায়নি হয়ত। হয়ত শুধুই ব্যক্তিগত মাইলস্টোনে পৌঁছতে চেয়েছে। জানিনা ঠিক। কিন্তু এ আর নতুন কি?
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৩:৩৯480102
  • আগে আমার একটা ধারনা ছিলো এইসব টিআইএফার আই আইএস সি এইধরনের প্রতিষ্ঠানগুলো খুবই আন্তর্জাতিক মানের, "বিদেশে" যেখানে কিনা উল্লেখযোগ্য কাজ হয়, সেগুলোর সাথে তুলনীয়। তাই সেসবে যারা পৌঁছতে পেরেছে, তাদের পক্ষে মাইলস্টোন ধরতে পারা মানে বলতে চাইছি কাজ করার দুয়ার খুলেছে। সেখানে ওরকম দলাদলি পেছনে টেনে ধরা এসব নেই তা নয়, তবে কম। কিন্তু সম্প্রতি এক নিকটাত্মীয়ের অভিজ্ঞতা শুনে মনে হলো আমার ধারনাটা হয়তো ঠিক নয়।
    যদি তাই হয়, তবে এইসব গর্বের প্রতিষ্ঠান গুলোর ও তো শুদ্ধিকরণ দরকার! তাই নয়?????
  • Biplab Pal | 72.81.226.222 | ১৫ জুন ২০১১ ০৪:৫৯480103
  • [] ভালো চাকরীর জন্যে গড ফাদারদের সুপারিশ পৃথিবীর সর্বত্র লাগে-সরকারি এবং বেসরকারী ক্ষেত্রেও। আমার ক্যারিয়ার গ্রাফের পেছনে গড ফাদারদের বিশিষ্ট ভূমিকা আছে -তবে তাদের খুশী করতে হয়েছে স্বীয় ক্ষেত্রে কর্মদক্ষতা দেখিয়েই। সুতরাং গড ফাদার মানেই গেল গেল -এমন নাও হতে পারে। তবে গড ফাদাররা যদি কর্মদক্ষতা না দেখে সিপিএম ললিটি মেনে চ্যালা খোঁজেন -সেখান পতন হবে।

    [] একজন শিক্ষকের প্রথম যোগ্যতা পড়ানো ব্যাপারটা সেক্সের থেকে বেশী ভাল লাগতে হবে। কারন পড়িয়ে যে আনন্দ আছে-সেটা কোথাও নেই। প্রশ্ন উঠবে-এর পরেও আমি শিক্ষকতা বেছে নিই নি কেন! কেন কর্পরেটে রট মারছি! এর বড় কারন কর্পরেট হচ্ছে ব্ল্যাকহোল- একবার ইভেন্ট রেডিয়াসের মধ্যে ঢুকে গেলে, সব শুষে খালাস।

    কেন গ্রামে পড়াতে যাবে? কারন পড়াতে ভাল লাগে।
    এটাই একমাত্র গ্রহণযোগ্য যুক্তি হওয়া উচিত।
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৫:৪৪480105
  • :) গ্রামে কাউকম করলে কেমন হয়, সাপও মরবে লাঠিও ভাঙবে না।
  • Tim | 198.82.17.1 | ১৫ জুন ২০১১ ০৬:০২480106
  • কাউকম করতে সেক্ষের থেকে ভালো লাগলে তাই করবে, এ আর জিগ্যেস করার কি আছে। ;-)
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৬:১০480107
  • এখন কথা হল কাউকম সেক্ষের থেকে বেশি ভালো না, পড়ানো বেশি ভালো, এই নিয়ে কি কোন পেপার আছে? নিদেন পক্ষে ক্যাপিটালে কি কিছু লেখা আছে?
  • ranjan roy | 122.168.204.176 | ১৫ জুন ২০১১ ০৬:১৭480108
  • আমার কি হবে? আমার যে কখনও সেক্স ভাল লাগে, কখনো পড়ানো? নিরবচ্ছিন্ন কোনটাই না!
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৬:৩৬480109
  • আপনি এক্সেপশন। তবে ব্যাপরটাকে এতক্ষণে থিওরাইজ করা গেছে।

    পৃথিবীতে দুই ধরণের লোক এক, যাদের সেক্ষ ভালো লাগে কিন্তু পড়ানো না। তারা পড়ানোর জন্য গ্রামে কিছুতেই যাবে না। এ তো প্রুভড।

    দুই, যাদের সেক্ষের থেকেও পড়ানো ভালো লাগে কিন্তু বেচারিরা কর্পোরেটের ব্ল্যাক হোলে আটকে গেছে।

    তাই গ্রামে পড়ানোর লোকের সেটটা হল নাল সেট। বেচারা গ্রাম।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪১480110
  • আকা ওরে আকা :-) :-) :-)
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪২480111
  • আর যাদের কাউকম করতে সেক্ষের থেকে বেশী ভালো লাগে??? তারা যাবেটা কোথায়????
  • aka | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৬:৪৪480112
  • কাউকম হল ব্ল্যাক হোলের মধ্যে ছোট্ট এট্টু প্রাণ।
  • nk | 151.141.84.194 | ১৫ জুন ২০১১ ০৬:৫১480113
  • ছোট্টো এট্টু প্রাণ? তবে তো সেক্ষ এড়াইবার উপায় নাই! :-)
    পলাইবার পথ নাই যম আছে পিছে! :-)
  • Bratin | 117.194.96.167 | ১৫ জুন ২০১১ ০৮:১১480114
  • আমার যত টুকু exp IT কোম্পানী তে বাবা/কাকা ধরে এ চাকরী পাওয়া সম্ভব নয়। তোমার পরিচিতের সোর্স দিয়ে তোমার সিভি টা প্লেস করা যেতে পারে। একটা ইন্টারভিয়্যু ব্যবস্থা করা যেতে পারে। বাকি হার্ডেল টা তোমাকেই টপকাতে হবে। আর বছর বছর একটা মূল্যায়নের ব্যবস্থা আছে। সেখনে ভালো না করলে মাইনে কমতে পারে। অনেক দিন ধরে বাজে পারফর্ম করলে চাকরী থেকে হাত ধুতে হবে। প্লেন এবং সিম্পিল।
  • rimi | 24.42.203.194 | ১৫ জুন ২০১১ ০৯:০০480116
  • সিবুদা, ভালো ছাত্র যারা তারা যদি সবাই স্বশিক্ষিতই হবে, আর খারাপদের নিয়ে মাথা ঘামানোর দরকার নাই থাকবে, তাহলে আর শিক্ষকতার প্রফেশনটা রাখার দরকার কি? তুলে দিলেই হয়, সরকারের প্রচুর পয়সা বাঁচে।

    আমি যখন কলেজে পড়তাম, মাঝে মাঝে সেটা আমার মনে হতই, তখনি আবার ভাবতাম কলেজ না থাকলে প্রেম, আড্ডা এবং বাঁদরামোগুলো করতে পারতাম না তো!! সেদিক দিয়ে অবিশ্যি কলেজের উপযোগীতা অস্বীকার করা যায় না।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন