এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২২৩১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১১:২৭480117
  • আমাকে PT দা ফোন করেছিলেন। পন্ডিত মানুষ। প্রায় এক ঘন্টা না বিষয়ে কথা হল। খুব ভালো লাগলো।
  • PT | 203.110.243.23 | ১৫ জুন ২০১১ ১৩:৫৪480118
  • যাঁরা প্রেসির উৎকর্ষ নিয়ে লাফালাফি এবং রাজনৈতিক নাটক করছেন তাঁরা কেউই এই মানুষটি বেঁচে থাকতে খুব একটা পাত্তা দেননি। এখনও একমাত্র সাব্জেক্টের লোক না হলে এঁর নাম প্রায় কেউই জানেনা।

    Amal Kumar Raychaudhuri (14 September 1923-18 June 2005) was a leading physicist well known for his contributions to relativistic cosmology, particularly Raychaudhuri's equation, which is a key ingredient in proving the Penrose-Hawking singularity theorems of general relativity. This result has played such a key role in the development of this subject that for this reason alone, it has been said, Raychaudhuri belongs in the first rank of Indian physicists.

    .....In 1961, he joined Presidency College fromwhere he retired in 1986.

    http://en.wikipedia.org/wiki/Amal_Kumar_Raychaudhuri

    http://www.springerlink.com/content/85m0511882n6l84t/fulltext.pdf

    http://video.google.com/videoplay?docid=-7361442212004324371#

  • prateek | 128.138.65.254 | ১৫ জুন ২০১১ ১৪:০৩480119
  • এই ইন্টারভিউ তে উনি কিছু লোকের পোল ও খুলে দিয়েছিলেন।।।PT অনেক ধন্যবাদ আপনাকে।।google video link ত খুঁজে দেবার জন্য
  • kumudini | 122.160.159.184 | ১৫ জুন ২০১১ ১৪:১৩480120
  • আমি দেখেছি অধ্যাপক রায়চৌধুরীকে।আমাদের ফিজিক্সের পাস কোর্সের ক্লাস নিতেন,পাস কোর্সের পড়াতে প্রায় কেউই মন দিত না,বেজায় হট্টগোল হত ক্লাসে।পন্ডিত মানুষটিকে অসহায় মনে হত।
    আমরা জানতাম উনি একজন দিকপাল,কিন্তু ওনার পান্ডিত্যের বিশালতা বোঝার উপায় ছিল না।
  • de | 59.163.30.2 | ১৫ জুন ২০১১ ১৪:২৬480121
  • অমলবাবুর কাছে পড়বার সৌভাগ্য হয়নি, তার অনেক আগেই উনি রিটায়ার করে গেছেন, তবে সায়েন্স কলেজ আর এসাইয়েনপি তে ওনার টক শুনতে যেতাম,

    তবে অমিতাভ রায়চৌধুরির কাছে পড়েছি আমরা, কোয়ান্টাম আর হাই-এনার্জি পড়াতেন -- উনিও অপূর্ব পড়াতেন!
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৪:২৭480122
  • @Rimi। শিক্ষকের দরকার করে -

    ১। ডিরেকশন দেবার জন্য। অর্থাৎ কি কি পড়া দরকার, কি অর্ডারে পড়লে সুবিধা হবে, কোন বইতে কোনটা ভাল আছে এই সব বলে দেবার জন্য।

    ২। পরীক্ষা নেওয়া, গ্রেড দেওয়া ও সিলেবাস ঠিক করার জন্য।

    ৩। ছাত্রদের এন্টারটেইন করার জন্য। মানে, একদম ফাঁকা বাড়ীতে তো পড়াশুনো করা মুশকিল।

    ৪। ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য। অর্থাৎ টুকলি ইত্যাদি ভাইস থেকে রক্ষা করার জন্য।

    ৫। রিসার্চ প্রজেক্টে কোহেসন রক্ষা করার জন্য। অর্থাৎ কি নিয়ে কাজ করা হবে, কে কোন সাব-প্রবলেম নিয়ে কাজ করবে, এই সব অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার দ্যাখার জন্য।

    তার পর কোন কোন শিক্ষক খুব ইনস্পায়ারড টিচিং করতেই পারেন। কিন্তু তাদের সংখ্যা কোন দেশেই এত বেশী নয় যে তাদের ওপর নির্ভর করে একটা ব্যবস্থা চালানো যায়।
  • Bratin | 122.248.183.1 | ১৫ জুন ২০১১ ১৪:৩১480123
  • শিবু দা, এখন কি চীনে?
  • de | 59.163.30.6 | ১৫ জুন ২০১১ ১৪:৩২480124
  • ভিডিও লিংক টার জন্য পিটিবাবুকে অসংখ্য ধন্যবাদ!

  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৪:৪২480125
  • @Bratin। না, জুরিখে।
  • PT | 203.110.243.23 | ১৫ জুন ২০১১ ১৪:৪৯479797
  • Had he the benefit of a good mathematical group equipped with the sophisticated techniques of differential geometry and
    global analysis, it was quite possible that he could have before the advent of Penrose and Hawking on the scene, proved the famous singularity theorems. Further, had he met with encouragement and appreciation in his early research career,things might have been different. Least
    of all, Calcutta University would not have remained oblivious of him and AKR would have been among the top practising scientists.

    http://www.ias.ac.in/currsci/aug102005/569.pdf


    এসবই ৩৪ বছরের অপশাসনের অনেক আগের কথা। সেই সময় নাকি উচ্চমেধার মানুষদের প্রতিভার স্বীকৃতি মেলার কোন সমস্যাই ছিলনা!!
  • rimi | 168.26.215.135 | ১৫ জুন ২০১১ ১৮:৩৩479798
  • ১, ৪ এবং ৫-এর জন্যে নিয়মিত স্কুল কলেজের কি দরকার? এতো বছরে একবার কিম্বা তিন বছরে একবার করলেই হয়ে যায়। এর জন্যে এইরকম একটা এক্সপেনসিভ শিক্ষাব্যবস্থা, এতো মাইনে দিয়ে টিচার পোষার কি দরকার? আর এন্টারটেইনমেন্ট - সেটা ছাত্ররা, বিশেষ করে যারা স্বশিক্ষিত হবার ক্ষমতা রাখে, তারা নিজেরাই দল বেঁধে করতে পারে। ইন ফ্যাক্ট, অনেক বেশি ভালোভাবে করতে পারে, বিশ্বাস করো, আমিও একদিন ছাত্র ছিলাম তো!

    তাহলে আদর্শ শিক্ষাব্যবস্থা, তুমি যা বলছ, অনেকটা হোম স্কুলিংএর মতন ব্যপার। এইটা প:বঙ্গের মতন ঋণজর্জরিত রাজ্যে চালু হলে মন্দ হয় না। শিক্ষকরা বছরে একবার সিলেবাস, তিনমাস অন্তর একবার পরীক্ষা এবং গ্রেড দেওয়া, আর পরীক্ষার সময় প্রক্টরিং করবেন। বাকি সময়ে প্রাইভেট সেক্টরে কাজ করবেন, কিম্বা নিজের ব্যবসাও চালাতে পারেন। আর তেমন তেমন পৈতৃক সম্পত্তি থাকলে বাকি সময় ঘুরে বেড়াবেন, মদ জুয়া খেললেও আপত্তি নেই।

    সত্যি বলতে কি, শিক্ষকের দায়িত্বের যা লিস্টি দিয়েছ, সেই অনুযায়ী শিক্ষাব্যবস্থার একটা রিফর্ম করলে যে কোনো দেশেরই প্রচুর বাজে খরচ বেঁচে যাবে :-)))
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৮:৪২479799
  • নট রিয়েলি। ১ নম্বর বছরে দু-একবার করলে হয় না। ইন ফ্যাক্ট, আমি যে কটা জিনিষ বলেছি তার কোনটাই বছরে দু-একবার করলে হয় না। অনগোয়িং বেসিসে করতে হয়।

    আর ছাত্র তো আম্মো ছিলাম। ইনস্পারড টীচার কোথাও গাদা গাদা দেখিনি। আমার বক্তব্য হল, ইনস্পায়ার্ড টিচার অনেক পেলে ব্যাপারটা মন্দ হবে না। কিন্তু সে একটা ইউটোপিয়া। আপাতত: সেটা সত্যি হবার কোন সম্ভাবনা নেই। আর সেটা সত্যি না হলে যে দুনিয়া রসাতলে যাবে এমনও না। (মানে, প্রচুর ইনস্পায়ার্ড টিচার না থাকলে যদি দুনিয়া রসাতলে যাবার হয় তো এতদিনে দুনিয়া রসাতলে চলে গেছে :))।
  • dd | 122.165.62.104 | ১৫ জুন ২০১১ ১৮:৪৮479800
  • ইন্‌স্‌পায়ার্ড টিচার দেখিচি, কনস্পায়র্ড টিচারকে ছলো ছলো চোখে বাড়ী ফিরে যেতে দেখিছি, এক্সপায়ার্ড টীচারকে দেখিচি সেই সাতাত্তর বছর আগেকার নোট ক্লাস রুমে ঘ্যান ঘ্যান করে আউড়ে যেতে।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৮:৫১479801
  • এই এক্সপায়ার্ড টীচারটা একঘর :))।
  • dd | 122.165.62.104 | ১৫ জুন ২০১১ ১৮:৫৩479802
  • ইনস্পায়ার্ড টীচারেরা অনেকেই তাদের ইনি্‌স্‌পরিশনকে আল্টিমেটলি বিয়ে করে ফেলতেন। দু একজন সুখেই থাকতেন।

    তবে হাবসোল খুব বেশী হতো।
  • Sibu | 74.125.57.33 | ১৫ জুন ২০১১ ১৯:০০479803
  • ডিডিদার এই কথাটা শুনে আমার (এবং আকার, এবং রিমির, এবং অভ্যু, ইন্দুরাস ও অন্যান্যদের) এক মাস্টারমশায়ের কথা মনে পড়ে গেল। তার ইন্সপিরেশনটিকে আমরা ঘোড়াদি বলে ডাকতাম। মানে তার একটি চমৎকার পোনিটেল ছিল, তাই। আমাদের বাড়ীতে চা খেতে এসে মাস্টারমশাই অনেক্ষণ ধরে আমার ও আমার স্ত্রীর কাছে ঘোড়ার গল্প করেছিলেন। আমার মা চা দিতে এসে দু-চারটে ছেঁড়া-ছেঁড়া কথা শুনে তাঁকে জিজ্ঞেস করেছিল - তুমি বুঝি ঘোড়া পোষ বাবা।
  • amit | 128.103.93.210 | ১৫ জুন ২০১১ ২১:০৫479804
  • দুটো ক্ল্যারিফিকেশন:

    প্রথমত: কোন ইউনি থেকে পাশ করে সেই ইউনিতেই প্রফেসর হিসাব যোগ দেওয়া যাবে না, এরকম নিয়ম আমদের দেশেও কিছু ক্ষেত্রে আছে। উদা: আইআইটি গুলি, আই আই এস সি bangalore। এগুলি থেকে PhD করে এখানেই যোগ দেওয়া যায় না। M.Sc. করে থাকলে অসুবিধা নেই।

    দ্বিতীয়ত: কলেজ সার্ভিস কমিশনে লাল পার্টি এবং কিছু স্যারের লবি ছিল, আছে। কিছু নাম জানি (অনেকেই জানে) কিন্তু পাবলিক ফোরামে বলা সিম্পলি সম্ভব না।
  • Tim | 198.82.22.189 | ১৫ জুন ২০১১ ২৩:১৬479805
  • পিটিদাকে থ্যাঙ্কু লিংকের জন্য। ঐ ভিডিওটা আগেও একবার দেখেছিলাম। সামনে থেকে ওঁকে দেখার সৌভাগ্য হয়নি।
  • Mmu | 79.86.171.253 | ১৬ জুন ২০১১ ০১:৪৫479806
  • পিটি দা,আপনার ফোন নং চাই,আপনাকে ফোন করব ।
  • Mmu | 79.86.171.253 | ১৬ জুন ২০১১ ০১:৪৭479808
  • পিটি দা,আপনার ফোন নং চাই,আপনাকে ফোন করব ।
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১০:৩৬479809
  • @ amit
    কিছু কিছু ক্ষেত্রে পার্টির ক্ষমতার অপপ্রয়োগ অবশ্যই হয়েছে। কিন্ত আমার চেনা জানা অসংখ্য ছাত্র সরাসরি কলেজ (এবং স্কুল) সার্ভিস কমিশনের মাধ্যমে চাকরি পেয়েছে। আর লবির কথা যত কম বলা যায় তত ভাল। সেরকম ক্ষমতাশালী অধ্যাপক/বৈজ্ঞানিকেরা তাঁদের সন্তান সন্ততি, ছাত্র, ছাত্রী, বন্ধুর ছাত্র, ছাত্রের ছাত্র অবলীলায় ঢুকিয়েছেন। আপনাকে তার একটা লম্বা লিস্টও দিতে পারি। আসলে আমরা দাদাগিরি পছন্দ করি - এখন সেটা স্যারেদের হাত থেকে পার্টির হাতে গিয়েছে।

    আরেকটা কথা। আইআইটিতে পিএইচডি করে সেই আইআইটিতেই চাকরী পাওয়া যায়।
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১০:৩৮479810
  • Mmu
    আপনি কি দেশে এসেছেন? ফোন নং দিন - আমি যোগাযোগ করব। বিদেশের নাম্বারও দিতে পারেন।
  • Bratin | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১০:৫৫479811
  • স্কুল আর কলেজ সার্ভিস কমিশন তো হালে হয়েছে? তর আগে?

    পঞ্চায়েত প্রধানের তেমন সুন্দরী নয় মেয়ে কে বিয়ে করে বা পার্টি ফান্ডে মোটা টাকা চাঁদা দিয়ে স্কুলে চাকরী কেউ পান নি বলতে চান? :-))
  • PT | 203.110.243.21 | ১৬ জুন ২০১১ ১১:০২479812
  • তাহলে বামফ্রন্টের আমলে অন্তত: দুটো ভাল কাজ - স্কুল আর কলেজ সার্ভিস কমিশন - হয়েছে বলে ধরে নেওয়া যেতে পারে।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১১:১২479813
  • বামপন্থী জুজুর প্রবাদের হাত থেকে মুক্তি নেই। তাই চেষ্ট না করাই ভাল। গত ৩৪ বছরে সবই কি আর নিয়ম মেনে হয়েছে? তা হতে পারেনা। তবে অন্য কোন দল এতকাল ক্ষমতায় থাকলে মনে হয় ভারতের মানচিত্রে পশ্চিমবঙ্গকে খুঁজে পাওয় যেত না।
  • dukhe | 122.160.114.85 | ১৬ জুন ২০১১ ১১:৩৭479814
  • বাংলাদেশের মানচিত্রে ঢুকে পড়ত ?
    নাকি স্বাধীন দেশ হত ?
  • Bratin | 122.248.183.1 | ১৬ জুন ২০১১ ১১:৩৮479815
  • PT দা, একদম ঠিক।
  • abastab | 61.95.189.252 | ১৬ জুন ২০১১ ১১:৪১479816
  • এখানে ঠিক ভৌগোলিক মানচিত্রের কথা বলা হচ্ছেনা।
  • Mmu | 79.86.171.253 | ১৬ জুন ২০১১ ১৭:৫১479817
  • পিটিদা আমি এখনো দেশে ফিরিনি । এখনো প্যারিসে । আমার নংঅএ দেশ থেকে ফোন করাটা ব্যয়বহুল তাই আপনারটা দিন আমিই করব।
  • amit | 128.103.93.210 | ১৬ জুন ২০১১ ২১:১০479819
  • পিটি দা,

    আইআইটি সংক্রান্ত: সেরকম হওয়ার কথা নয়, দু একটা কেস আছে আগেকার। এখন (২০০৩ এর আগের কথা বলতে পারব না) হওয়ার কথা নয়। আইআইএসসি তেও এই নিয়ম চালু হয়ে গেছে। অবশ্য engineeringএর কথা জানি না, তাদের অনেক কিছুই জেনারেল লাইন এর থেকে আলাদা। হে হে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন