এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • উচ্চশিক্ষা মানে প্রেসিডেন্সি-পশ

    Biplab Pal
    অন্যান্য | ১৩ জুন ২০১১ | ২২৩২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | 184.195.49.128 | ২৯ জুন ২০১১ ১৮:১১479853
  • অনিচ্ছুক ছাত্রদের ফী বাড়ানো কি উচিৎ?
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৮:১৭479854
  • কত শতাংশ ইচ্ছুক ছাত্র?
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৮:২০479855
  • শিবু দা, আমার তো মনে হয় ফী সময়োপাযোগী করা উচিত। আমি BSc পড়ার সময় সব মিলিয়ে মনে হয় ১০০০ টাকা ও ফী দিই নি। MSc পড়ার সময় ও তাই। এখনকার দিনে কি ঐ ফী তে চলে? যেখানে আমরা আধুনিক ল্যাব, লাইব্রেরী র সুযোগ/সুবিধে দাবি করছি।
  • dukhe | 122.160.114.85 | ২৯ জুন ২০১১ ১৮:২৭479856
  • আর এই শিবুদা - ফি দেওয়া দূরস্থান - পড়ার জন্য দস্তুরমত পয়সা নিয়ে সরকারকে ধন্য করতেন !
  • PT | 203.110.246.230 | ২৯ জুন ২০১১ ১৮:৫১479857
  • ২০০১ সালে সরকার ফি বাড়ানোর চেষ্টা করেছিল। তখন ব্রতিনের মত শুভবুদ্ধিসম্পন্ন ছাত্ররা কোথায় ছিল কে জানে!!

    A section of students at Jadavpur University today gheraoed vice-chancellor A.N. Basu and executive members to protest their decision to increase fees and introduce a new fee structure from the current academic session.

    The DSO, the students' arm of the SUCI and the All India Students Association (AISA), a Naxalite students union, organised the gherao after the university decided to introduce a new fee structure. "We will continue it until the new fee tructure is withdrawn," a DSO spokesman said.
    http://india.indymedia.org/en/2001/08/178.shtml
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৯:০২479858
  • PT দা দেখুন বাংলা করে লেখা আছে আমি শিবু দার কাছে জানতে চেয়েছি । আপনার কাছে নয়।

    আপনার সাথে কোনরকম আলোচনায় আমি শক্তি আর সময় নষ্ট করতে রাজি নই। তবে আপনি হাসির হাসির লিঙ্ক দিলে সেগুলো পড়ে একটু হাসতে পারি বড়জোর। এই অবধি...
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৯:০৪479859
  • আর আমার লেখা পড়ে কখনও মনে হয়েছে আমি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত? যদি মনে হয়ে থাকে তাহলে আমার বোঝানোর অপারগতার জন্যে ক্ষমা চেয়ে নিচ্ছি।
  • PT | 203.110.246.230 | ২৯ জুন ২০১১ ১৯:৩২479860
  • @Bratin
    তোমাকে সরাসরি জানানোর উদ্দেশ্য থাকলে @Bratin লিখতাম। লিখিনি কারণ তোমাকে যেহেতু চিনি-ই না তাই তুমি DSO বা AISA-র হয়ে আন্দোলন করেছ এইরকমটি মনে করার মত নির্বোধ আমি নই। আমি তখনও ফি বাড়ানোর পক্ষে ছিলাম - এখনও আছি। কাজেই "শুভবুদ্ধিসম্পন্ন" বিশেষণটা তোমার অপমানজনক মনে হলে আমি তার জন্য দু:খ প্রকাশ করছি।
  • Bratin | 122.248.183.1 | ২৯ জুন ২০১১ ১৯:৪৫479861
  • মুশকিল হল আপনার লেখা বোঝাবার জন্যে মাঝেমাঝেই আবার ডিসক্লেমার দেবার দরকার হয়!! যাই হোক আর কি!!
  • PT | 203.110.247.221 | ২৯ জুন ২০১১ ১৯:৫০479863
  • সকলেই তো সব বিষয়ে সমান প্রতিভাধর হয়না........
  • fevi | 77.57.175.253 | ২৯ জুন ২০১১ ২২:০৫479864
  • কি সুন্দর আলোচনা টা ঘুরিয়ে দিল। বুদ্ধি আছে । ব্রতীনের।
  • Bratin | 117.194.101.239 | ২৯ জুন ২০১১ ২৩:০৭479865
  • এই যে ফেভি বাবু, আপনি আবার শুরু করে দিন না। আমাকে একটা কথা বলা হয়েছে আমি তার প্রতিবাদ করেছি । ব্যাস। এর সাথে আলোচনা ঘুরিয়ে দেবার কোন মহৎ উদ্দেশ্য আমার ছিল না।
  • ranjan roy | 122.168.227.188 | ৩০ জুন ২০১১ ২১:৫৭479866
  • এইডারে কয় আলোচনা?
    পিটিবাবু--তখনো ফি বাড়ানোর পক্ষে ছিলেন, এখনো আছেন। সেটা আগে না বলে ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলন নিয়ে অনেক স্পেস নিলেন। ব্রতীন জিগানোয় ওনার স্ট্যান্ড জানা গেল।
    আর ব্রতীন নাকি সুন্দর আলোচনারে কায়দা কইর‌্যা ঘুরাইয়া দিল, সত্য সেলুকাস!
  • Sibu | 66.102.14.1 | ৩০ জুন ২০১১ ২৩:২৭479867
  • বোতীন তো ফী বাড়াতে ইচ্ছুক ছাত্র। আমি তো অনিচ্ছুক ছাত্রদের কথা কইছিলাম, এই আমার মত।
  • aka | 168.26.215.13 | ৩০ জুন ২০১১ ২৩:৫০479868
  • কথা হল টাকা সেই বাপকেই দিতে হবে কোন না কোন ফর্মে। আইদার সরাসরি ফি হিসেবে নয়ত ট্যাক্সো হিসেবে। আমি বাপ হলে হার্ডলি ম্যাটারস। সরাসরি দিতে বেশি ইচ্ছুক কারণ তাহলে এনসিওর করা যায় সেটা অন্তত ঠিক খাতে গেল। ট্যাক্সোর পয়সা তো পাঁচ ভুতে লুটে খায়।
  • Sibu | 66.102.14.1 | ৩০ জুন ২০১১ ২৩:৫৬479869
  • কথা হল কার বাপকে দিতে হবে? আমার বাপকে কি টাটার বাপকে :)।
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১১ ০০:০১479870
  • কেন টাটার বাপ কেন? আমার ছেলের পড়ার পয়সা টাটা দেবে কেন?
  • Sibu | 66.102.14.1 | ০১ জুলাই ২০১১ ০০:০৮479871
  • ট্যাকসোর টাকায় এডুকেশন ফান্ড করলে বেশী টাকা টাটার বাপ দেবে। মানে প্রোগ্রেসিভ ট্যাকসোর জমানায়।
  • aka | 168.26.215.13 | ০১ জুলাই ২০১১ ০০:২০479872
  • তাই হয়ত। তাতেও কোলায় না বোধহয়। ট্যাক্সোর টাকায় হাসপাতাল হবে, রাস্তা হবে, স্কুল হবে, কলেজ হবে, পাঁচ ভুতে খাবে। এরপরে লোকে ট্যাক্সোকে কূমীরছানা বলে ডাকবে।

    আর ব্যক্তিগত ভাবে আমি প্রোগ্রেসিভ ট্যাক্সকে অনৈতিক মনে করি।
  • Sibu | 66.102.14.1 | ০১ জুলাই ২০১১ ০০:২৭479874
  • :)

    না কুলোলে ট্যাক্সো বাড়ালেই হবে।

    আমি কোন পার্টিকুলার পজিশন অ্যাডভোকেট করছি না। যাস্ট পয়েন্ট আউট করছি - ফান্ডিং থ্রু ট্যাক্সেশন, আর পার্সোনাল ইনডাইরেক্ট ফান্ডিং (উইথ পসিবল ওয়েস্টেজ) ঠিক এক ব্যাপার নয়। ডিস্ট্রিবিউশনাল আসপেক্ট দেখলে তো নয়ই।

    আর মরালিটির কোশ্নো এখানে ইরেলেভ্যান্ট। আমি প্যাসিফিস্ট। তাই বলে আমার ট্যাক্সোর টাকায় আর্মি, পুলিস পোষা বন্ধ হয় না তো।
  • ranjan roy | 122.168.204.111 | ০১ জুলাই ২০১১ ০৬:২০479875
  • আকা যা বলছেন সেই স্ট্যান্ডপয়েন্ট থেকেই মিল্টন ফ্রিডম্যান জোরদার আর্গু করেছেন যে আমার পরিশ্রমের টাকায় কেন অন্য ""আলসে'' লোকজনের সোশ্যাল সিকিউরিটি বীমা দেয়া হবে? আমার বাচ্চা স্কুলে পড়ে না, তো আমি কেন এডুকেশন সেস দেব-- ইত্যাদি।
    অবশ্যই বিরুদ্ধ মতের স্টিগলিজের পাল্টা বক্তব্য আছে।
  • PT | 203.110.243.21 | ০৫ জুলাই ২০১১ ২৩:৩৪479876
  • @RR
    আপ্নে কোনদিন জিগাননি তাই ফি নিয়ে স্ট্যান্ড আপনার কাছে কিলিয়ার করতে পারিনি। প্রতি বছর মোটামুটি মুদ্রাস্ফিতির কাছাকাছি হারে ফি বাড়ালে এতটা সমস্যা হয় না। আর সমস্যা হচ্ছে দ্বিচারিতা নিয়ে। গত সাত আট বছর ধরে যিনি হাসপাতালে হাসপাতালে রুগী মরলেই লন্ডভন্ড করার নেতৃত্বে ছিলেন তিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েই হাসপাতালে পুলিশ ফাঁড়ি খোলার আয়োজন করছেন। সেরকমই কলেজে কলেজে রামধনু রঙের যে জোটে টিএমসিপি ছিল তারা সকলেই ফি বাড়ানোর বিপক্ষে ছিল বামফ্রন্টের আমলে।
  • prateek | 129.108.242.205 | ০৬ জুলাই ২০১১ ০০:২৯479877
  • ফি বাড়ালে আপত্তি কিসের? differential tuition structure ই বা চালু হয়না কেনো?? ইস্কুলে ১০০০ টাকা মাইনে দিয়ে কলেজে এসে ১৫০ টাকা বাড়লে প্রতিবাদ??

    যাদের ভর্তুকির দর্কার নেই তারাও পাবে কেনো?
  • Sibu | 173.117.113.162 | ০৬ জুলাই ২০১১ ০০:৩৯479878
  • সিলেকটিভ ভর্তুকি দিলে টু টিয়ার সিস্টেম তৈরী হয়। একটি এলিটদের জন্য, অন্যটি আম জনতার জন্য। সেক্ষেত্রে আম জনতার জন্য তৈরী সিস্টেমটি গোল্লায় যায়। আম জনতার জন্য ভাল সিস্টেম চাইলে এলিটদেরও ঐ এক সিস্টেমে আনতে হবে। এটি সব পাবলিক সার্ভিসের সম্পর্কেই চলে। সিক্ষা, চিকিৎসা ইত্যাদি ইত্যাদি।

    ডি: এটি আমার অবজার্ভেশন। আম জনতার জন্য ভাল সিস্টেম চাই কি চাই না - সে নিয়ে আমার কুন বক্তব্য লাই।
  • prateek | 129.108.242.205 | ০৬ জুলাই ২০১১ ০০:৫০479879
  • শিবুদা, তা কেন? একি institution ৫০% (এস্তিমেট) ধরুন merit+need বেসড scholarship দেয়া হল আর বাকিটা ফি নেয়া হল
  • ranjan roy | 122.168.222.196 | ০৬ জুলাই ২০১১ ০০:৫৭479880
  • পিটি,
    এই দ্বিচারিতার প্রশ্নে আপনার সঙ্গে একমত হলাম।
    তবে এই ব্যাপারে কোন রাজনৈতিক দল ব্যতিক্রমী নয়। কং-বাম-ঘাস-মাও কেউ না।
    বামেদের দ্বিচারিতা: পস্কো আন্দোলন।
    মাওদের: ওদের ম্যানিফেস্টোতে স্ট্রং ইন্ড্রাস্টিয়াল বেস গড়ে তুলতে খনিজের ব্যবহার।
    ক্যাঙারু কোর্ট, খনিজ ব্যবসায়ীদের থেকে ট্যাক্সো।
    বাকিদের স্বত:সিদ্ধ।
  • Sibu | 173.117.218.13 | ০৬ জুলাই ২০১১ ০১:০২479881
  • ঐ মেরিট-বেসড কম্পোনেন্টটি যদি আসে তো তুমি আম জনতাকে ইকুয়ালি ট্রীট করছ না। এটা দিভাবে দেখা যায়। প্রথম, যখনই তুমি মেরিট আনছ তখনই তুমি বলছ - বাবা এলিট হলে (পয়্‌সা থাকলে) ছেলে একটু গাধা হলেও তার লেখাপ্‌ড়া চলবে। দ্বিতীয়, বাজেট ঘাটতি হলেই ঐ মেরিট কম্পোনেন্টটি বাড়িয়ে (ফলশ্রুতি কম স্কল) ঘাটতি কমানোর চাপ বাড়বে। অর্থাৎ নন-এলিট সবসময়েই একটু প্রিক্যারিয়াস (পড় সেকেন্ড ক্লাস সিটিজেন) সিচুএশনে থাকবে।
  • prateek | 129.108.242.205 | ০৬ জুলাই ২০১১ ০১:৪৯479882
  • মনে হয় বোঝাতে পারছিনা। ধরুন, প্রেসি তে ম্যাথ হনার্সে ৪০ টা সিট, ভর্তি হবার মানদন্ড এখন যা আছে তাই রাখা হক,অর্থাত marks,admission test ইত্যাদি।।।এবারে ধরুন যারা আউটস্ট্যান্ডিং করেছে( সেই সংখ্যাটা খুব বেশি হয়না,ধরুন ৫ জন) আর income profile করে আরো ১৫ জন কে low income category র স্কল দেয়া হলো।।বাকি ২০ জন full,non-subsidised টিউশন দিয়ে পর্বে।।।মেরিট ডাইলুটেড হলনা আবার economically underprivileged বিনা পয়সায় প্রেসিতে পড়তেও পার্ল।।

    সিস্টেম টা তো একি।।।এক্ষিস্টিং সিস্টেমে কি বড়লোকের ছানারা পড়ে?
  • Sibu | 173.117.218.13 | ০৬ জুলাই ২০১১ ০১:৫৯479883
  • মানে তুমি বলছ অ্যাডমিশন প্রসেস শুধু মেরিটের ওপর হোক। তারপর যারা একটা লেভেলের নীচে আয় করে তাদের একটা স্লাইডিং স্কেলে স্কল দেওয়া হোক। রাইট?

    এটা করলে ঐ প্রশ্ন ওঠা অবশ্যম্ভাবী - আমার ট্যাকসোর টাকায় অন্যের ছেলে পড়বে কেন? আর ঐ লো ইনকাম ক্যাটিগরী কিভাবে ঠিক হবে? কি করে এনশিওর করবে যে বাজেট ঘাটতি কমানোর জন্য ঐ লেভেলটা ম্যানিপুলেট করা হবে না?

    এক্সিস্টিং সিস্টেমে সব্বাই সাবসিডাইজড।
  • fevi | 77.57.175.253 | ০৬ জুলাই ২০১১ ০৪:০২479885
  • দেবুদার কাছে আরেকবার গেলেই তো হ'য়ে যায়। সবাই কে এলিট বানানো হোক, এই দাবী নিয়ে। সব দিক রক্ষা হয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় প্রতিক্রিয়া দিন