এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • এলোপাথাড়ি, আবোলতাবোল

    Lama
    অন্যান্য | ১১ জুন ২০১১ | ৭৭৩৬ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 24.97.44.135 | ১৩ এপ্রিল ২০১৩ ২৩:০৯480171
  • :-))))
  • Lama | 126.203.173.236 | ১৪ এপ্রিল ২০১৩ ০৭:২২480172
  • মোবাইল চুরি যাবার পর বাহুল্যবোধে পুলিশকে জানাই নি (কারণ যার জিনিস চুরি গেছে সে মন্ত্রী বা বিধায়ক না হলে পুলিস চোরকে ধরেছে এরকম কখনো ঘূণাক্ষরেও শুনি নি) বা কোম্পানীতে ফোন করে নম্বরটা বাতিলও করি নি। কিন্তু গিন্নি ছাড়ার পাত্রী নন- উনি সোজা আমার সেই নম্বরে ফোন করলেন।

    পরবর্তী কথোপকথন নিম্নরূপঃ

    "আপনি এই মোবাইলটা কোথায় পেলেন?"
    ...
    "আপনার হাজব্যান্ড কেনেন নি, আমার হাজব্যান্ডের কাছ থেকে চুরি করেছেন"

    ...বলা বাহুল্য, চুরির কোন সুরাহা হল না।

    এক সপ্তাহ পর একদিন অফিস থেকে ফিরে শুনি গিন্নি কার সঙ্গে যেন ফোনে কথা বলছেন

    "এখনো ফেরেন নি? আমার উনিও আজ দেরী করে ফিরেছেন।"

    কেমন একটা কৌতূহল হল। জিজ্ঞাসা করলাম, "কার ফোন ছিল?"

    গিন্নিঃ "গোপার।"

    আমিঃ "গোপা কে?"

    গিন্নিঃ "ওই যে গো, সেই ভদ্রলোকের ওয়াইফ।"

    আমিঃ "কোন ভদ্রলোক?"

    গিন্নিঃ "ঐ যে, যিনি তোমার মোবাইল..."
  • Arin | 212.180.89.224 | ১৪ এপ্রিল ২০১৩ ০৭:৫৩480173
  • ফাটাফাটি হয়েছে সাধু ও দুধের পারিবারিক গল্পটা, লামা । কিন্তু দুধের গেলাসটা সাধুকে কে দিতে গেছিল? কি কারণে চাইছিলেন তখন বোঝা গেল না ? যাকগে যাক, খাসা গপ্প !
  • pharida | 132.161.141.127 | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:০৭480174
  • লামার অনেক অনেক লেখার সময় হোক...।।
  • Abhyu | 107.89.16.201 | ১৪ এপ্রিল ২০১৩ ০৮:১৩480175
  • লামা যুগ যুগ জিও!
  • শ্রী সদা | 127.194.197.238 | ১৪ এপ্রিল ২০১৩ ০৯:০৬480176
  • লেভেল, লেভেল।
  • ব্যাং | 132.167.68.230 | ১৪ এপ্রিল ২০১৩ ১১:৪১480177
  • দুধের গপ্পোটা ফাটাফাটি।
  • nina | 79.141.168.137 | ১৪ এপ্রিল ২০১৩ ১৯:৫৪480178
  • আহা--নতুন বছর শুরু হব হব --লামা একেবারে দুরন্ত সুন্দর করে দিল----
    নতুন বছরে লামার লেখার সময় অনেক অনেক বেশি হউক--হে ভগমান!!
    ঃ-))))))))))))))))))))
  • গান্ধী | 69.93.245.41 | ১৫ এপ্রিল ২০১৩ ০০:১৩480179
  • জ্জিও লামাদাঃ) (নাকি লামাদার গিন্নি???)
  • Lama | 126.203.188.189 | ২৮ আগস্ট ২০১৩ ০১:২৩480181
  • অনেক দিন আগে কারা যেন যাচ্ছিল।

    মাঝরাত ছিল। গাড়িঘোড়া সব বন্ধ হয়ে গিয়েছিল। শীতকাল, তাই কুয়াশা ছিল। ল্যাম্পপোস্টে হলদেটে বাতি ছিল।

    দুটো ছোট ছোট ছেলে অত রাতে কোথা থেকে যেন আসছিল। তাদের সামনে ঠিক কুড়ি পা ব্যবধান রেখে চারটে ছায়া ছায়া লোক হাঁটছিল। কি যেন একটা টানতে টানতে নিয়ে যাচ্ছিল তারা- বস্তার মত। দুজনের হাতে আবার লাঠি ছিল। লাঠি, না বর্শা।

    স্বাভাবিকভাবেই ছোট ছেলে দুটো ভয় পেয়েছিল। কুড়ি পা সামনে হেঁটে চলা ছায়ামূর্তিগুলো এদের অস্তিত্ব টের পেয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছিল না। কিন্তু টের পেলে বিপদ আছে বোঝা যাচ্ছিল।

    ছোট ছেলে দুটো যতদুর সম্ভব আস্তে পা ফেলে। ইচ্ছে করেই গতি কমায়, ব্যবধান বেড়ে যায়। হিঁচড়ে নিয়ে চলা বস্তাটার ভেতরে কি যেন নড়ে ওঠে।

    বস্তাবন্দী একটা ছমছমে রহস্যকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে চারটে ছায়ামূর্তি কুয়াশায় হারিয়ে গিয়েছিল।
  • | 24.97.125.142 | ২৮ আগস্ট ২০১৩ ১০:০৬480182
  • :-(

    আর বড় হয়ে ছেলেদুটোর একটাও ঠিক করে গল্পগুলো লেখে না।
  • nina | 78.37.164.19 | ২৯ আগস্ট ২০১৩ ০৩:০২480183
  • দমু একটার কান তুমি মলো ওখানে--অন্যটার আমি মলে দেব এখানে!
  • Lama | 126.193.136.192 | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৩৪480184
  • তুষ্টু,

    যখন আমি তোমার মত ছোট,
    ভেবেছিলাম একটু বড় হলে
    খেলনাগুলো ফেলব কিনে সবই
    পকেটভরা পয়সাকড়ি পেলে।

    আমার বাবা, তোমার যিনি দাদু
    ভেবেছিলেন অনেকদিন পরে
    ছেলেটি তাঁর অনেক বড় হবে-
    বয়েসে নয়, অন্য কোনো জোরে।

    তাই তো তিনি নিজেই হাত ধরে
    শিখিয়েছেন রাস্তা দিয়ে চলা।
    সাঁতার কাটা, সাইকেলেও চড়া,
    সময়মতো উচিত কথা বলা।

    এখন থেকে অনেকদিন আগে
    বাবারা হত বাঘের মত কড়া।
    তবুও আমি ঠিক তোমারই মত
    বাবার মুখে শুনেছি কত ছড়া।

    আজকে দেখি সত্যি বড় হয়ে
    এখন আছে পকেটটাতে টাকা।
    খেলনা কেনা হয়নি তবু আজও,
    বাবার কাছ হয়নি কথা রাখা।

    আমার সাথে করলে তুমি আড়ি
    ভাবটি করা হয় না খুব সোজা।
    বাবার মতো বড় হওয়ার হ্যাপা
    ঠেলায় পড়ে তখন যায় বোঝা।

    আসলে বুঝি সব ছোটরা ভাবে
    বড়ই সোজা বাবার মত হওয়া।
    সত্যি বড় হলেই যায় বোঝা
    কঠিন কাজ- তেমন বোঝা বওয়া।

    তাই তো বলি খেলার মাঠে হেরে
    হতাশ হয়ে পালিয়ে যেও নাকো।
    তবেই হবে বাবার চেয়ে বড়ো।
    বরং তুমি নিজের মত থাকো।

    ইতি,
    বাবা
  • SG | 134.124.204.10 | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৪৩480185
  • অসাধারণ ।।।।।।।
  • nina | 22.149.39.84 | ২২ অক্টোবর ২০১৩ ১৭:৫১480186
  • লামা
    আমার কেন যে চোখে জল এসে যায় -----জলভর্তী চোখে ছাই কিচ্ছু লিখতেই পারছিনা---
    এমন কথার মালা যে গাঁথতে পারে সে পারে---সবাই পারেনা!
  • Reshmi | 129.226.173.2 | ২২ অক্টোবর ২০১৩ ১৮:০১480187
  • বাঃ। এটা আজ বাড়ি গিয়েই ছেলেকে পড়ে শোনাব।

    পড়তে পড়তে "হাত-পা-বাঁধা বাবা" মনে পড়ে গেল।
  • san | 69.144.58.33 | ২২ অক্টোবর ২০১৩ ১৮:০৬480188
  • এট্টু ইমোশনাল হয়ে গেলুম।
  • dd | 132.167.12.166 | ২২ অক্টোবর ২০১৩ ১৯:৫৭480189
  • বিউটিফুল হয়েছে।
  • নেতাই | 131.241.98.225 | ২২ অক্টোবর ২০১৩ ২১:০৭480190
  • অসাধারণ
  • aranya | 154.160.5.25 | ২২ অক্টোবর ২০১৩ ২১:৫৪480192
  • বাঃ, বাবা-দের পক্ষ থেকে কুডোস
  • সিকি | ২২ অক্টোবর ২০১৩ ২৩:১২480193
  • আমারো মনে পড়ে গেল "ইতি তোমার হাত-পা-বাঁধা বাবা"।

    অসংখ্য কুর্নিশ কুম্ভমেলাকে।
  • khilli | 131.241.218.132 | ২৩ অক্টোবর ২০১৩ ১৪:৫৫480194
  • আমিও খুদে আমি কে শোনাব - আরেক বাবা
  • Shibanshu De | ২৩ অক্টোবর ২০১৩ ১৬:২২480195
  • বাহ...
  • kumu | 133.63.112.101 | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:০৫480196
  • কী ভাল
  • de | 69.185.236.51 | ২৩ অক্টোবর ২০১৩ ১৭:১২480197
  • তুষ্টু কি আড়ি কল্লো? ভাব হয়েচে বাপ - মেয়ের?

    কি ভালো হয়েচে লেখাটা!
  • Lama | 213.171.246.92 | ১৩ নভেম্বর ২০১৩ ২৩:৩০480198
  • এটা এখানে থাকুক।

  • Abhyu | 34.181.4.209 | ১১ ফেব্রুয়ারি ২০১৪ ১১:২৪480199
  • লামাদা...
  • Lama | 113.242.199.214 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১480201
  • Punটি আমার ক্ষমা করো প্রভু
    -------------------------------

    লক্ষ্য করছি সম্প্রতি একটু punদোষ হয়েছে। এমন নয় যে pun থেকে চুন খসলেই যারা রোষবশতঃ খুন করতে পারে আমি তাদের একজন। বুঝতে পারছি, অভ্যাসটা ভাল নয়, যেমন ভাল নয় অতিরিক্ত punতুয়া খাওয়া। তবুও প্রতিটি লাইনে নিজে থেকেই pun:পুনঃ pun ঢুকে পড়ছে, টুকে লিখি আর বুক ঠুকে নিজেই লিখি না কেন। Pun ছাড়া বাংলা বাক্য লেখা যেন punতাভাতের মত punসে লাগছে।

    কিন্তু কি আর করা, নিজেকে তো আর punইশমেন্ট দেওয়া যায় না। আর শিব্রামের মতো punডিত্যও নেই, রাম জাতীয় punঈয় pun করলেই শিবনেত্র হয়ে যাই। punইণি বা সুীতিকুমার, কারো ব্যাকরণই পড়া নেই। punডিতমশাই যে বলতেন আমি ছাগলের মতো ব্যা ব্যা করে বেড়াই তাতে পাগলেও অবিশ্বাস করবে না। সে যতই ইস্কুল কলেজে জলpunই পাই না কেন। আর এক যুগ আগে যাঁর punইগ্রহণ করেছিলাম (বা যিনি আমার punইগ্রহণ করেছিলেন) তিনিও ব্যাপারটাকে আর ফানি ভাবতে নারাজ।

    যাই হোক, আশা করি এই punজা লড়া আমার দুদিনের। punথশালার অতিথির মতো বা বানভাসি কচুরিpunআর মতোই সে দুদিন পর বিদায় নেবে। আমিও punর্মুষিক হব।

    puশ্চঃ দলের যে punডা আমাকে এই punআসক্তি ধরিয়েছে তাকে যদি একবার বাগে পাই...
  • Lama | 113.242.197.137 | ২১ ফেব্রুয়ারি ২০১৪ ২৩:৪১480200
  • বর্ণপরিচয় বা একটি বর্ণবিদ্বেষমূলক সংলাপ

    অ- অসভ্য কোথাকার!
    আ- আমি তো কিছু করি নি।
    ই- ইংরেজি বলেন নি, আজকের দিনে? এই একুশে ফেব্রুয়ারি?
    ঈ- ঈশ্বর জানেন, আমি বাংলা ভাষাকে অশ্রদ্ধা করতে চাই নি।
    উ- উড়িয়ে দেওয়া যায় না! বুঝলেন? সবকিছু এইভাবে উড়িয়ে দেওয়া যায় না।
    ঊ- ঊনবিংশ শতাব্দী্র মানুষের মতো কথা বলছেন কিন্তু এবার!
    এ - এ বাবা! আপনিও তো ঝগড়াটে কম নন?
    ঐ- ঐ তো! একজনকে চিনতে হলে তো সময় দিতে হয়। সময় নিতেও হয়।
    ও - ও তাই? আপনাকে তো কালটিভেট করতে হচ্ছে?
    ঔ- ঔপনিবেশিক ভাষায় কথাটা কিন্তু এবার আপনি বললেন। তাই বলে কি আপনার সঙ্গে আমি ঝগড়া করছি? ঝগড়ার জন্য তো বাকি জীবন পড়েই আছে।

    যাঃ
  • লামার হয়ে | 132.167.200.209 | ০৬ নভেম্বর ২০১৪ ০৯:৪১480203
  • ভাসিয়ে রাখলাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন