এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামদেবের ধর্ণা

    bb
    অন্যান্য | ০৫ জুন ২০১১ | ৬৬৩৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৮:২২480748
  • কান্তি,

    আপনি যে রামদেবের ফলোয়ার সে আমি আপনার প্রথম পোস্টেই বুঝেছিলাম। আমাদের দেশে অনেক তাবড় তাবড় উচ্চশিক্ষিত উচ্চমেধাসম্পন্ন ব্যক্তিরও দশ আঙুলে গ্রহরত্নভরা আঙটি বগলে মাদুলি গলায় বাবাদুলি শোভা পায়। অনেক উচ্চশিক্ষিত মানুষই সময়ে সময়ে মন্দিরে গিয়ে নিয়ম করে "ম্যা-ম্যা' করে ডাক ছেড়ে আসেন, ওমুক বাবা তোমুক মায়ের চরণে গিয়ে মাথা ঘষে আসেন। এটাই তো ভারত নামক দেশটির বিউটি।

    যোগ শেখান, সেই যোগে শারীরিক অনেক প্রবলেম মিটে যায়, চিরতরে দূর হয়ে যায়, সে তো আমি আজকের প্রথম পোস্টেই বলেছি, বলি নি কি? একটু ফিরে দেখুন তো! তা আপনি যখন বাবার যোগবলের ফলোয়ার (আমার মা-ও তাই, অশিক্ষিত নন বলেই জানি), তা আপনিও নিশ্চয়ই বিশ্বাস করেন যে যোগ করলে ক্যানসার সমকামিতা এইডসের মত রোগ ইত্যাদি সেরে যায় টায়? না মানে, রামদেব বাবার এই রকমই দাবি কিনা!

    সত্য সাঁইবাবার ফলোয়ারও এই দেশে প্রচুর আছে, এবং যথেষ্ট শিক্ষিত লোকজনই আছে তাদের মধ্যে। তাই বলে সত্য সাঁইবাবা যে ধর্মের নামে ভণ্ডামী করতেন সেই তথ্যটা তো অস্বীকার করা যায় না!
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৮:২৪480749
  • ম্মু, এইসব কাজ কি কেউ ডেজিগনেট করে দিতে পারে? যে এটা রামদেব করবে বা শচিন তেন্ডুলকার করবে?

    আন্না হাজারের কি এটা কাজ ছিল? তাঁর কাজ তো ছিল আর্মির ট্রাক চালানো, আর রিটায়ার করে বালবাচ্চা নাতিপুতি নিয়ে সুখে জীবন কাটানো। কী দরকার পড়েছিল তাঁর জন্তর মন্তরে গিয়ে অনশন করার?
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৮:৩২480751
  • একজন "আইকন' বা "নেতা' না-হলে আম ভারতীয়ের দৈনিক ভাত হজম করা খুবই চাপ হয়ে দাঁড়ায়। ঐ যে বললাম, ভারত নামক দেশটির এটাই বিউটি। জাতিধর্মনির্বিশেষে একজন আইকন চাইই জীবনে শয়নে স্বপনে খাড়া হয়ে দাঁড়াবার জন্য, যাঁর কাছে মাথা বিকিয়ে না দিতে পারলে জীবন বৃথা। সে রামদেব হোক বা মমতা ব্যানার্জি, জ্যোতি বসু হোক বা বাল ঠাকরে, রবীন্দ্রনাথ হোক বা সত্য সাঁইবাবা। একজনকে ভগবান বা ধম্মবাপ না বানালে ভারতীয় জনতার পেট ঠিক থাকে না। বেল খেতে বল্লেও তখন গা চিড়বিড় করে :)

    আর যাঁকে এই আইকন বা ধম্মবাপ/ধম্মমা বানানো হয়, তিনি সর্বাঙ্গসুন্দর হন। তাঁর কোনও দোষত্রুটি থাকতে পারে না, তিনি গাইলেই লোকে বলবে শানু, আর নাচলেই মমতাশঙ্কর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র্‌, আর ছবি আঁকলেই কোটি টাকার নিচে বিক্কিরি হবে না।
  • Mmu | 79.86.171.253 | ০৫ জুন ২০১১ ১৮:৩২480750
  • তা ভালো তা ভালো!!

    আমিও তাহলে করতে পারি কি বলেন siki ?
    দেখি কোন ইস্যু পাওয়া যায় কিনা........
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৮:৩৫480752
  • ম্মু, আপনিও পারেন। চেষ্টা করে দেখুন না। কাউকে ফলো না করে এমন করতে পারেন যাতে অনেক লোক আপনাকে ফলো করে। ফলোয়ারের কমতি হয় না এ দেশে।
  • Mmu | 79.86.171.253 | ০৫ জুন ২০১১ ১৮:৩৬480753
  • চালিয়ে যান siki
  • Mmu | 79.86.171.253 | ০৫ জুন ২০১১ ১৮:৪১480754
  • siki আমি কারোর না শুধু আপনার ফলো য়ার হতে চাই।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ১৮:৪৭480755
  • খুব ভালো কথা। কিন্তু আমি তো কোনও ইস্যু লইয়া নাড়া লাগাই নাই। নেতা হবার শখও নাই। :)
  • umesh | 86.2.245.95 | ০৫ জুন ২০১১ ১৮:৫২480756
  • শমীক এর 6:32 পোস্ট টা একদম আমার মনের কথা।
  • Mmu | 79.86.171.253 | ০৫ জুন ২০১১ ১৮:৫৬480758
  • তবুও আমি উপকৃত। আপনাকে ভুললে চলবে না। আপনি একটা নতু ন দলও করতে পারেন। আমি থাকব আপনার সাথে। গুরুর অনেকে থাকবে। কিন্তু যেহেতু আমি প্রথম তাই আমাকে একটা ভল পদ দিতে হবে। পার্থ চাটুজ্জের মত একটা পদ :-)
  • bb | 117.195.165.115 | ০৫ জুন ২০১১ ১৯:১৮480759
  • আবার একটা বামুন নেতা। আমরা এবার নিম্নবর্গের নেতা চাই। বাড়ুঁজ্জে, চাটুজ্জে,মুখুজ্জে, দাশগুপ্ত, সেনগুপ্ত চলবে না :)
  • aka | 24.42.203.194 | ০৫ জুন ২০১১ ১৯:২২480760
  • নেতা বানানো হলে আমি নামও চেঞ্জ করে নিতে পারি। সিকি ভেবে দেখতে পারে।
  • bb | 117.195.179.88 | ০৫ জুন ২০১১ ১৯:৫৯480761
  • এবার আন্না হাজারে আবার অনশন শুরু করবেন ৮ তারিখ থেকে। UPA-II এর দুর্নীতির লাগাম ছাড়া অবস্থা।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২০:০৭480762
  • একটা প্যানেল ডিসকাশন শুরু হল।

    http://ibnlive.in.com/livetv/

    কান্তিবাবি কি বাই এনি চান্স দাবি দাওয়া নিয়ে x এর পোস্টটা রেফার করছেন ?
  • nyara | 122.172.167.140 | ০৫ জুন ২০১১ ২০:১০480763
  • এই আন্না হাজারে আর রামদেবের এপিসোড আরও দেখিয়ে দেয় ভারতে বিরোধীদের কী অবস্থা। কোন রাজনৈতিক দল এই প্রতিবাদকে গ্যালভানাইজ করতে পারল না কেন? কারণ সব দল হয় tainted আর নইলে incompetent। ম্যাংগো পাবলিক আর কোন দলকেই বিশ্বাস করে না? এই করেই কি democratic process ভেঙে পড়বে?
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২০:২০480765
  • সাঙ্ঘাতিক সব স্টেঅটমেন্ত আসছে তো !
    হিউম্যান রাইট্‌স অ্যাক্টিভিস্ট শবনম হাসমী খুব কনফিডেন্টলি জানাচ্ছেন (ওনাদের কাছে নাকি নেটওয়ার্ক সূত্রে তথ্য ছিল), রাত তিনটের সময় প্যাণ্ডেলে আগুন লাগানো হত ( আর-এস-এসে এর পরিকল্পনা), বাবা এবং অনেকে মারা যেতেন। সেটাকে ইস্যু বানানো হত। এটা এড়াতেই নাকি এই হঠাৎ এভিকশান।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২০:২০480764
  • না, শুরু করবেন না। একদিনের টোকেন অনশন। কালকের সরকারের অমানবিক ব্যবহারের প্রতিবাদে, ৮ তারিখ একদিনের অনশন।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২০:২৫480766
  • ন্যাড়াদা, রামদেবের বেলায় আরেসএস-বিজেপি পুরোমাত্রায় অছে তো।
  • bb | 117.195.179.88 | ০৫ জুন ২০১১ ২০:৩০480767
  • ন্যাড়া আপনি ঠিক, সবদলই ভীত তাই কেউই এই ইস্যুটাকে সর্বান্তকরণে সমর্থন করতে পাচ্ছে না।
    পাই এটা কগ্রেসের কথা, বিজেপিও ভয় পাচ্ছে কারণ কালোটাকা সেই দলও যথেচ্চ ব্যবহার করে
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২০:৩৩480769
  • উফ্‌ফ ! লালু কী ভাট বকেন !
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২০:৪৬480770
  • দি গ্রেট ইণ্ডিয়ান তামাশা :-)
  • nyara | 203.83.248.37 | ০৫ জুন ২০১১ ২১:১১480771
  • বিজেপি-আরএসএস তো চিয়ারলিডারের কাজ করছে, বেসিকালি, 'এলোমেলো করে দে মা, লুটেপুটে খাই' স্ট্র্যাটেজি। রামদেব যদ্দুর মনে হচ্ছে ওদের ফ্রন্টম্যান। আন্না হাজারের কেসে এখনও সেরকম কোন ইঙ্গিত পাওয়া যায়নি বলে আন্না হাজারে এখনও অনেক বেশি পোটেন্ট।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২১:১৭480772
  • রাম জেঠমালানি তো আরো ভাট বকছেন। আর রাজদীপ সরদেশাই ভালো চাটছেন! :)
  • a | 208.240.243.170 | ০৫ জুন ২০১১ ২১:৩০480773
  • পাই যথারীতি প্রশ্নটা এড়িয়ে গেলেন। আমি বলেছি আপনি "আয়রনি" বল্লেন কেন? আপনি কি জানেন উনি ট্যাক্স দেন কি না? (সিকির কাছ থেকে লিং ধার নিন :) )

    যাক, মোটের উপর কালো টাকা ফেরত আনা আর যে নাম সরকারের হাতে আছে, সেগুলো অবিলম্বে প্রকাশ করা, এই দুই দাবির প্রতি টোটালি একমত। সে মোদি বলুক, মমতা বলুক কি গৌতম দেব বলুক, কি আরেসেস বলুক।
  • Arpan | 112.133.206.22 | ০৫ জুন ২০১১ ২১:৪৪480774
  • ন্যাড়াদা, বিজেপি চিয়ারলিডারের কাজ করছে বটে, কিন্তু যদ্দূর জানি রামদেবের ওপর আরেসেসের ক®¾ট্রাল নেই।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২১:৫৫480775
  • পাই খুব অন্যায় করেছে। পাই কি জানে জামা মসজিদের ইমাম সরকারকে জামা মসজিদের জন্য প্রপার্টি ট্যাক্স দেয় কিনা? না জেনে জামা মসজিদের ইমামের নামে খিল্লি করা একেবারে উচিত নয়।

    পাই, গুগুল না করে এ রকম মন্তব্য আর কখনও কোরো না।
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২১:৫৬480776
  • a, আমি আগেই উত্তর দিয়েছি।
  • nyara | 203.83.248.37 | ০৫ জুন ২০১১ ২২:১৫480777
  • ফ্রন্টম্যান বলতে আমি কোন কনস্পিরেসি থিওরি দিচ্ছি না যে বিজেপি-আরএসএস বাবাকে মাঠে নাবিয়েছে। আমি বলছি বাবা বিজেপি-আরএসএসের প্রধান কিছু অ্যাজেন্ডা ফরোয়ার্ড করছে। সেটা যদ্দিন হবে, পেছন থেকে আত্মিক ও, হয়তো, জাগতিক সাপোর্ট বিজেপি-আরএসএস করে যাবে। সেটাকেই আমি ফ্রন্টম্যান হিসেবে ধরছি।
  • a | 208.240.243.170 | ০৫ জুন ২০১১ ২৩:০১480778
  • সিকি, আমি একবারো বলিনি রামদেব ধোয়া তুলসিপাতা।

    কিন্তু কিছুদিন আগেই "কি করে জানলেন" জাতের তর্জা কি মনে নেই? সেটাই এক্সট্রাপোলেট করছিলাম। তা করতে গিয়ে কি লিং পেলাম? দিগ্বিজয় সিং বলেছেন ব্লা ব্লা।

    তো? এই কি উত্তর? পাইয়ের? "আইরনি" বলবার?

    পাই স্বীকার করে নিন যে "উনি জানেন না, কিন্তু ওনার মনে হয়" যে রামদেবের প্রপার্টি ভুয়ো/রামদেব ভন্ড ইত্যাদি যা কিছু, আমি মেনে নেব। টোটালি। যে কারুর, অন্য যে কারুর প্রতি, যে কোন জিনিস মনে করবার স্বাধীনতা আছে, অন্তত এখানে।

    যেমন সিকি করেছে, বলে দিয়েছে রামদেব পাতি ভন্ড ইত্যাদি। আমার কিছু বলার নেই। এগ্রি করতে পারি, নাও পারি, কিন্তু এটা মেনে নিতে সমস্যা নেই যে এটা ওর পার্সেপশন, আর তার বিরুদ্ধে কথা বলার মানে নেই। কিন্তু পার্সেপশন না বলে রিয়ালিটি বল্লে তর্ক করব।
  • kanti | 111.93.160.202 | ০৫ জুন ২০১১ ২৩:০৫480780
  • সিকি,আমার পোষ্টের জবাবে আপনার লেখা একটু দেরিতে দেখলাম।
    এবং আপনার মানুষ চেনার ক্ষমতার তারিফ না করে পারলাম না।
    তবে আপনার অবগতির জন্য জানাই,আমি আপনার চাইতে নিজেকে অনেক বেশি বাস্তববাদি
    যুক্তিবাদি মনে করি।আমার কোন দেবতা বা বাবা অবতারে বিশ্বাস নেই।তাবিজ, কবজ বা আংটি
    ধারনে বিশ্বাস নেই।তবে রামদেবের যোগ প্রচারের আন্দোলনের কল্যানকর দিকটি তে বিশ্বাসী।
    আপনার মায়ের সংগে আমার তুলনা নাটানলেই ভালো কোরতেন।তাঁর মানসিকতা আমি বুঝি।
    কারন তিনি হয়তো আমার দিদির বয়সি হবেন।মেঘে মেঘে বেলা আমারও অনেক গড়ালো।
    কিন্তু আপনার মত বৃহত জ্ঞানীদের নিয়ে বড় ভাবনাহয়। ভালো থাকবেন। কান্তি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন