এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামদেবের ধর্ণা

    bb
    অন্যান্য | ০৫ জুন ২০১১ | ৬৭৩৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.97.171 | ০৫ জুন ২০১১ ২৩:০৬480781
  • আপনার এই প্রশ্নের উত্তর আমি আগেই লিখেছিলাম।
    না পড়ে থাকলে পড়ে নিন।
    না বুঝে থাকলে আমি অপারগ।

  • Bratin | 117.194.100.122 | ০৫ জুন ২০১১ ২৩:১৬480782
  • আচ্ছা একটা প্রশ্ন পাচ্ছে আমার। রামদেব বাবা যেমন ই হন তার কাছে উপকার পেয়ে কে যদি তার ফলোয়ার হন তবে তাকে পার্সোনাল অ্যাটাক কেন করা হবে? আমি নিজে আংটি ,তাবিজ ই সব নাই বিস্বাস করতে পারি। যোগ এ আমর বিশ্বাস নাই থাকতে পারে। কিন্তু যার আছে তকে খামোকা হ্যাটা করবো কেন?

  • a | 208.240.243.170 | ০৫ জুন ২০১১ ২৩:১৯480783
  • না:, লেখেন নি। দিগ্বিজয় সিং এর একটি কোটেশনের লিংক দিয়ে কি আর উত্তর হয়!! যাক, কাটান।

    আরো প্রশ্ন, সবার কাছেই। করাপশনের এগেন্সটে বলতে গেলে কি পার্সোনাল ক্রেডিবিলিটির প্রমাণ দিতে হবে?
    যদি তাই হয়, তাহলে ভূষণ দের ক্ষেত্রেই বা নয় কেন?

    আমার মতটাই জানিয়ে যাই, যে কেউ করাপশনের বিরুদ্ধে থাকলে, আমি তার সমর্থনে আছি।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২৩:২৯480784
  • ১। রামদেব পাতি ভণ্ড, এ কথা বোধ হয় আমি কোথাও বলি নি। রামদেব একজন সফল যোগ টিচার, যোগের মাধ্যমে অনেক ক্রনিক অসুখ সেরে যায়, সেটা পরীক্ষিত সত্য। রামদেব ওষুধ বেচেন, সেই ওষুধ আয়ুর্বেদগুণসম্পন্ন, তাতেও অনেক অসুখ সারে, সেটাও প্রমাণিত সত্য। সেই হিসেবে রামদেবের যোগশিক্ষা এবং ওষুধবিক্রির একজন গুণগ্রাহী আমি। ঠিক যেমন গুণগ্রাহী টেকনিকাল শিক্ষক হিসেবে আইআইটির টিচারদের, কিংবা সফল ব্যবসায়ী হিসেবে নারায়ণমুর্তির।

    কিন্তু ব্যবসাটা ধর্মের মোড়কে করার ঘোর বিরোধী আমি। গেরুয়া পরে, দাড়ি রেখে, ভগবানের নাম নিয়ে যোগ শেখানো আর ওষুধ বেচাকে ভণ্ডামিই মনে করি। এই ধর্মের মোড়কটার কেন দরকার ছিল? যাতে করে ব্যবসার মাধ্যমে করা আয়টাকে আয়করের আওতার বাইরে রাখা যায়। কে না জানে, ধর্মীয় প্রপার্টি আর ধর্মীয় আয়ের ওপরে আয়কর লাগানো যায় না।

    ২। যোগের কল্যাণকর দিকটাতে আমিও বিশ্বাসী। আগের প্যারাতেও তাইই বলেছি। কিন্তু কেউ যদি বলে যোগের মাধ্যমে ক্যানসার সারানো যায়, সমকামিতা নামক "রোগ'কে সারানো যায়, এইড্‌স সারানো যায়, তা হলে তাকে আবার ভণ্ড বলা ছাড়া আর কোনও রাস্তা থাকে না।

    ৩। একজন যোগশিক্ষকের (অনেকে আদিখ্যেতা করে যোগ"গুরু' বলেন) প্রাইভেট জেট আছে, প্রাইভেট আইল্যান্ড আছে, আইনি কি বেআইনি কেউ জানে না কিন্তু সো-কল্‌ড একজন সন্ন্যাসী টাইপের মানুষের কাছে এত কোটি টাকার সম্পত্তি আছে, তারপরেও তিনি পয়সা নিয়ে ওষুধ বেচেন, সেই তিনিই যখন কালো টাকা নিয়ে অনশনে বসেন, সেটাকে আয়রনিই মনে হয়। নিজের একটা ক্লিন ইমেজ থাকা দরকার হয় অন্যের বিরুদ্ধে ভ্রষ্টাচারের আঙুল তোলার আগে। রামদেবের, আনফরচুনেটলি, সেই ক্লিন ইমেজটা নেই। সেটা আপনিও জানেন নিশ্চয়ই।

    ৪। আমি নিজেকে বৃহৎ জ্ঞানী মনে করি না। চোখ কান খোলা রেখে যেটুকু যা জেনেছি দেখেছি, সেইটুকুই আলোচনা করেছি। আলোচনার রাস্তায় না গিয়ে কাউকে "বৃহৎ জ্ঞানী' বলে দেওয়া, কারুর মানসিকতাকে "কদর্য' বলে দেওয়া, বোধ হয় আপনার বয়েসে পৌঁছেই করা সম্ভব। আপনার বয়েসকে আমি করুণা জানাই।
  • lcm | 69.236.173.93 | ০৫ জুন ২০১১ ২৩:৩৩480785
  • নাম শুনেছিলাম। "ইয়োগা' দ্বারা ক্যান্সার সারানো সম্ভব বলে দাবী করছেন এক ভারতীয় যোগী - এরকম একটা খবর কোথাও দেখেছিলাম।
    তো, ২০১০-এ কলকাতা ট্রিপে.. যা হয়, প্রথম কয়কেদিন জেট ল্যাগে খুব ভোরে ঘুম ভেঙ্গে যায়.. একদিন ভোরে এক টিভি চ্যানেলে দেখি রামদেব-এর অনুষ্ঠান। দেখলাম নানারকম যোগাসন করছেন, সামনে প্রচুর লোক বসে আছে। আর একটানা নানা বিষয় নিয়ে কথা বলে যাচ্ছেন রামদেব। সুবক্তা, পরিষ্কার হিন্দী, মাঝে মধ্যে একটু আধটু ইংরেজি। মিনিট পোনেরো শুনলাম, তার মধ্যে, শচীন তেন্ডুলকর, চায়্‌নার অর্থনৈতিক অগ্রগতি, আইআইএম-এ ম্যানজমেন্ট গ্যাজুয়েটদের কি শেখানো হয় না... নানা টপিক এলো। খুব ইন্টারেস্টিং পার্সোন্যালিটি। এখানে দীপক চোপরা শুনেছি, কেন জানি মনে হল তারই এক অন্য ভার্শান। যদিও ড: চোপরা পন্ডিত ব্যক্তি, কিন্তু "মাইন্ডলেস বডি, এবং বডিলেস মাইণ্ড' এই সব টপিক নিয়ে দীর্ঘ ভাট মারেন।
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২৩:৩৭480788
  • অয়ন, করাপশন সম্বন্ধে তোমার আইডিয়াগুলো, সত্যি বলতে কি, টোটালি আনরিয়েলিস্টিক। ঐ আন্না হাজারের সুতোয় তার পরিচয় পেয়েছি।

    মোল্লা নাসিরুদ্দিনের গল্প পড়েছো নিশ্চয়ই? অন্যকে চিনি খাওয়ার বদভ্যেস ত্যাগ করতে বলার আগে নিজের চিনি খাবার বদভ্যেসটা ত্যাগ করতে হয়। সেটা মানো নিশ্চয়ই? ঠিক সেই কারণেই করাপশনের বিরুদ্ধে কেউ আঙুল তুলতে গেলে আগে তার নিজেদের ক্রেডিবিলিটির প্রমাণ দিতে হয়।

    এটা মনে রেখো, তুমি যখন তর্জনীটা অন্যের দিকে ওঠাচ্ছো, তখন হাতের বাকি চারটে আঙুল কিন্তু তোমার দিকেই ফেরানো। এটা তোমার অন্যেও সত্যি, আমার জন্যেও সত্যি, রামদেবের জন্যেও সত্যি।

    আমিও অসৎ, অনেক ক্ষেত্রে। এমন অনেক জায়গায় পয়সা দিতে হয়েছে, যেটা সৎ উদ্দেশ্যে দেওয়া নয়, কাজ করিয়ে নেবার জন্য দিতে হয়েছে। কিন্তু তার পরেও দিনের শেষে, আমার কোনও আনডিক্লেয়ার্ড অ্যাসেট নেই, আমার বিরুদ্ধে করাপশানের কোনও ভ্যালিড বা ইনভ্যালিড চার্জ নেই, কাউকে অন্যায্য ভাবে কিছু পাইয়ে দেবার অভিযোগ নেই। আমি তাই রামদেবের বিরুদ্ধে আঙুল তুলতে পারি, কিন্তু কেউ পুলিশকে ঘুষ দিলে তার বিরুদ্ধে আঙুল তুলতে পারি না। পুলিশের বিরুদ্ধে কিন্তু আমার আঙুলটা উঠে থাকবেই, সব সময়ে। আমি নিজেও যে ভুক্তভোগী।
  • Bratin | 117.194.100.122 | ০৫ জুন ২০১১ ২৩:৩৭480787
  • সিকি মোটামুটি গুছিয়ে লিখে দিয়েছে লাস্ট পোস্ট।

    ৪ নম্বর পয়েন্ট বাদে এগ্রিড।
  • dukhe | 117.194.240.30 | ০৫ জুন ২০১১ ২৩:৩৭480786
  • কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল কী বলে ? যোগে ক্যানসার সারে ? নাকি সারে না ?
  • siki | 122.162.75.10 | ০৫ জুন ২০১১ ২৩:৪৬480789
  • দিল্লিতে বসে, করাপশন তো কম দেখলাম না। বউয়ের চাকরির সুবাদে সে¾ট্রাল পাওয়ারের খুব কাছাকাছি থেকে বিভিন্ন জিনিস ডিরেক্টলি বা ইনডিরেক্টলি দেখার সুযোগ পাই। মিডিয়াতে প্রকাশ পায় না, সরকারের এমন বেশ কিছু করাপশানের খবরও আমি জানি, আর নিয়মিত জানতেই থাকি। এরা কোনওদিন মিডিয়াতে প্রকাশ পাবে না, কোনওদিনও না।

    আমাদের দেশে করাপশানকে, চাইলেই এই রকম তিন চারদিনের অনশন করে নির্মূল করে দেওয়া যায় না। করাপশান অনেক, অনেক ডিপ রুটেড। সার্বিক মানসিকতার একটা পরিবর্তন চাই, আইনশৃঙ্খলা সংবিধানের অনেক কিছুই এখনো ব্রিটিশ জমানার নিয়ম মেনে চলে, সে সবের পরিবর্তন চাই, সর্বোপরি ভারত যে এক দেশ, একটা দেশ, সেই ধরণের একটা সার্বিক জাতীয়তাবোধ দেশের প্রতিটি কোণায় গড়ে ওঠা চাই। তার জন্য দরকার মানুষের ন্যূনতম প্রয়োজনগুলো মেটানো। খাদ্য, শিক্ষা, বাসস্থান। এই বেসিক কিছু জিনিস যতদিন না মিটবে, ততদিন নর্থ ইস্টকে আমরা চ্যাং, চিঙ্কি বলে যাবো, ওরা কোনওদিনও নিজেদের ভারতীয় বলে স্বীকার করবে না, তামিলরা উত্তর ভারতীয়দের বিষবৎ পরিত্যাগ করতে থাকবে, বাঙালিরা জোর করে হিন্দি চাপিয়ে দেবার প্রতিবাদে জোর করে হিন্দি শেখা থেকে বিরত থাকবে, আরো অনেক অনেক রিজিওনাল ইস্যু দিনরাত মাথা তুলে দাঁড়াতে থাকবে। ভারত সম্বন্ধে আমরা যে বলি, ইউনিটি ইন ডাইভার্সিটি, এই শব্দবন্ধের মধ্যে ইউনিটি শব্দটা দিন দিন ফিকে হয়ে আসছে। ডাইভার্সিটিই প্রাধান্য পেয়ে যাচ্ছে। আমাদের সবার আগে এই ইউনিটিটা ফিরিয়ে আনতে হবে। একটা দেশকে, "একটা' দেশ বানাতে হবে। করাপশানের উচ্ছেদ চলবে তার পাশে পাশে।

    খুব দীর্ঘমেয়াদী প্রসেস। লোকপাল বিল তার একটা প্রাথমিক উদ্যোগ মাত্র। অতি প্রাথমিক। হয় তো বিশেষ এফেক্টিভ হবে না। কিন্তু শুরু তো হবে। বিতর্ক চলুক।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:০৯480530
  • a, আমি প্রশ্ন করেছিলাম, 'ট্যাক্স দ্যান' ? :)

    তবে আমি ও আপনার সাথে ঝগড়া করতে ইন্টারেস্টেড নই। তাই কাটান দ্যান।
  • a | 208.240.243.170 | ০৬ জুন ২০১১ ০০:১৭480531
  • তুমি বলতে চাও আন্না হাজারের মিছিলে যারা সামিল হয়েছিলেন, তারা সবাই সো কল্ড করাপশন ফ্রী? মানে, ঐ লাখখানেক মানুষ, কোনদিন ঘুষ নেয়নি, দেয়নি, খায়নি, বাড়ি বানানোর সময় ব্ল্যাকে পয়সা দেয়নি, ইত্যাদি ইত্যাদি??

    করাপশনের কোন লেভেল হয় না, সরি। তাই তার প্রতিবাদেরো লেভেল হয় না। একে আনরিয়ালিস্টিক বল্লে বলো, কিন্তু এ জিনিস সরাতে সবার মদত লাগবে, তখন তুমি ২০০ টাকার কোরাপ্ট, তুমি বিজেপির কোরাপ্ট, তুমি সেক্সের কেসে কোরাপ্ট এসব ভাগাভাগি করলে নিজেদের ভিতর খেয়োখেয়ি ছড়া কিছুই হবে না, যেটা আজ সারাদিন ধরে হচ্ছে।
  • a | 208.240.243.170 | ০৬ জুন ২০১১ ০০:১৯480532
  • পাই, আমি প্রশ্ন করেছিলাম, আইরনি কথাটার জাস্টিফিকেশন নিয়ে।
  • lcm | 69.236.173.93 | ০৬ জুন ২০১১ ০০:২৪480533
  • ওহ্‌! করাপশন নিয়ে সকলে এত অবসেস্‌ড...
    করাপশন ফ্রি সোসাইটি -- এই সব ইউটোপিয়ান চিন্তাধারা...

    খুব বেশী করাপশন হলে, মানে যে জায়গায় সেটা প্রায় নর্ম হয়ে গেছে, তখন তাকে লিগালাইজ করে দাও।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:২৭480534
  • ভাল কথা, পুলিশ তো লাঠিচার্জ করাই অস্বীকার করছে! মহিলা, শিশুদের উপর লাঠিচার্জ তো দূরস্থান।
    ওখানে তো মিডিয়া ছিল। ছবিও নিশ্চয় উঠেছে। তাহলে এরকম অস্বীকার করছে কীকরে ?
    cnn-ibn এর ভিডিও তে কিছু স্পষ্ট বোঝা যাচ্ছে না। পুলিশ টিয়ার গ্যাস, শেল ছুঁড়ছে, টেনে টুনে লোকজনকে উঠিয়ে দিচ্ছে, এটুকু বাদে।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:২৮480535
  • কৌশিক বসুর সল্যুশন টা কিন্তু ভাল ই ছিল।
  • siki | 122.162.75.10 | ০৬ জুন ২০১১ ০০:৩১480536
  • ৪১ জন হসপিটালাইজড, ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

    আইবিএন সেভেন।
  • dukhe | 117.194.240.30 | ০৬ জুন ২০১১ ০০:৩২480537
  • কোরাপশনের লেভেল নাই । পাড়ার কনস্টেবল আর কানিমোজি একই বস্তু । সবই ব্রহ্ম । সবই মায়া । এরে কয় সাম্যবাদ ।
    গোঁফটুকুই যা আলাদা ।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:৩৫480538
  • সিকি, তাহলে পুলিশ এই ধরণের স্টেটমেন্ট দিচ্ছে কীকরে ? কোন মিডিয়াতে লাঠিচার্জ দেখিয়েছে ?
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:৩৯480539
  • দুখেদা, হ্যাঁ।
    কানিমোঝির উকিল রাম জেঠমালানিকেও দুর্নীতির বিরুদ্ধে বলা নিয়ে একদম কোন প্রশ্ন করা উচিত না। রাজদীপ সরদেশাই প্রশ্ন করাতে তাই উনি এত রেগে গেছিলেন :)

  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০০:৪১480541
  • তবে শবনম হাসমি এরকম একটা সিরিয়াস অভিযোগ করলেন, সে নিয়ে আর কোন কথা ই হতে দেখলাম না। এরকম অভিযোগ করলে কিছু প্রমাণ ও তো দেওয়া উচিত।
  • siki | 122.162.75.10 | ০৬ জুন ২০১১ ০০:৪৩480542
  • আমি সকাল থেকে ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন চ্যানেল দেখেছি। আলাদা করে মনে নেই। তবে পুলিশ হাতাহাতি করছে, লাঠি চালাচ্ছে, টিয়ার শেল ছুঁড়ছে, রামদেব স্টেজ থেকে লাফিয়ে পড়ছেন, ভক্তরা কাঁধে নিয়ে রামদেবকে বাঁচাবার চেষ্টা করছে, ভেঙে তছনছ করে দেওয়া সাউন্ড সিস্তেম পড়ে আছে, পেডেস্টাল ফ্যান উল্টে পড়ে আছে, এই রকম সিন সমস্ত চ্যানেলেই সকাল থেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছে। সবাই একবাক্যে বলছে যা হয়েছে তা ইমার্জেন্সীর সময় মনে পড়িয়ে দিচ্ছে, ইফ নট জালিয়াঁওয়ালাবাগ। প্রচুর মহিলা, বাচ্চা এবং বৃদ্ধ আহত। প্রায় পঞ্চাশহাজার জমায়েত হয়েছিল, পুলিশের হামলায় যা হবার তাইই হয়েছে। ভাগ্য ভালো কেউ মারা যায় নি।
  • a | 208.240.243.170 | ০৬ জুন ২০১১ ০০:৫৫480544
  • পাই, বুঝলাম না!! রাম জেঠমালানি কোথা থেকে এলো কানিমোঝির উকিল হিসেবে?

    যদি ঠিক বুঝে থাকি, তাহলে কি আপনি বল্লেন কানিমোঝিকে ডিফেন্ড করেন বলে জেঠমালানি দুর্নীতির বিরুদ্ধে কথা বলার অধিকার হারিয়েছেন?
  • aka | 24.42.203.194 | ০৬ জুন ২০১১ ০০:৫৮480545
  • কবেই বলেছি কৌশিক বসুর সলিউশন হেব্বি। তা দিয়ে বড় বড় স্ক্যাম অবিশ্যি আটকানো যাবে না।
  • ranjan roy | 122.168.203.162 | ০৬ জুন ২০১১ ০১:৪৭480546
  • রামদেবকে নিয়ে আমার দু'পয়সা:
    ---------------------------------------
    আগেই বলে রাখি, আজ থেকে বছর দুই আগে শুধু এই নিয়েই একটি সুতো খোলা হয়েছিল। পুরনো গুরু থেকে কেউ তুলে দিতে পারলে ভালো হয়। তাতে দিগ্বিজয়ের বক্তব্যের থেয়ে ভাল লিং দেয়া হয়েছিল।
    কেউ যদি তুলে দিতে পারেন তো ভাল হয়।
    এক, যোগগুরু:
    যোগাসন নিয়ে উনি নতুন কিছু বলেন নি। আমাদের ছোটবেলা থেকে আয়রন ম্যান নীরদ বাবুর, বা মনোহর আইচ এর আসনের বই, চার্টে যা ছিল ( বা বিষ্টু ঘোষের সংগঠন) তার চেয়ে নতুন কোন মাত্রা সংযোজিত জয় নি। তফাৎ শুধু ব্যাপক প্যাকেজিং ও মার্কেটিং স্কিলের।
    দুই, ওনার ওষুধ:
    বৃন্দা কারাত ওনার ফার্মেসিতে তৈরি ওষুধের ব্যাপারে ওনার কারখানার মজদুরদের প্রেসের সামনে দাঁড় করিয়ে যে অভিযোগ করেছিলেন , অর্থাৎ, ওনার ওষুধের মধ্যে মাংস-হাড় ইত্যাদি উপাদান হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু সেটা ব্যবহারকারীদের জানানো হয় না--- এটা ব্যব্‌সায়িক অসাধুতা। তখন গালাগাল দিয়ে বৃন্দার ভুত ভাগিয়ে দেয়া হল।
    এবং তড়িঘড়ি উত্তরাঞ্চলের অশীতিপর কংগ্রেসী নেতা নারায়ন দত্ত তিওয়ারি ওখানে সার্টিফিকেট দিয়ে ওখানের একটি ল্যাব থেকে রামদেবের পক্ষে প্রমান্‌পত্র দেয়ালেন। ( এখন রামদেব দেরাদুনে এন ডি'র সঙ্গেই কংগ্রেসের বিরুদ্ধে জোট বাঁধছেন।)
    কিন্তু হায়দ্রাবাদের যে সরকারি ল্যাব বৃন্দার পক্ষে রায় দিল তা শুধু TOI খুব ছোট্ট করে ছাপল, আর কেউ বোধহয় বের করে নি।
    তিন: ক্যান্সারে বা হার্ট অ্যাটাকে যোগ:
    বেশ কিছু হার্ট স্পেশালিস্ট টিহি বিতর্কে বলেছেন যে এই দাবি গুলো বাড়াবাড়ি। যোগাসনে সাধারণ ভাবে শরীরে রক্তচলাচল এবং অন্যান্য সিস্টেম কে সক্রিয় রেখে প্রিভেন্টিভ ভূমিকা পালন করে, কিন্তু ক্যান্সার- হার্ট অ্যাটাকে যোগাসন কিউরেটিভ ভূমিকা নেয় -এই দাবি বাগাড়ম্বর।
    রামদেব আগে নিজের চোখের প্যারালিটিক প্রবলেমটা সারান।
    আর সমকামিতা রোগ নাকি যে সারবে? গুরু ও চন্ডালেরা কি বলেন? যাই হোক, আমার সারে নি।:))))))
    চার, ব্যবসায়িক অসাধুতা:
    বৃন্দার বক্তব্যের মূল ব্যাপারটা সবার চোখে এতটা পড়েনি।
    যে কোন ওষুধ কমার্শিয়ালি বিক্রি করলে তার কম্পোজিশনগুলি বোতলে লেবেল লাগিয়ে ক্রেতাকে জানানো উচিত। এটা আইনি বাধ্যবাধকতা, লোকের জীবনরক্ষার সঙ্গে জড়িত। রামদেব নিজেকে ও নিজের ওষুধকে এসবের উর্ধ্বে দাবি করছেন।
    পাঁচ: কমার্শিয়াল উদ্দেশ্য:
    ওনার আসনের শিবিরে আসন বুক করতে হলে সামনের সারির ফি ১০০০/-, যত পেছনে তত কম। কেন জনহিতের ভান?
    ছয়: মিথ্যাচার:
    ক'বছর আগে সমস্ত নিউজ চ্যানেল দেখালো বাবার শিবিরে একটি ছেলে ক্যামেরা নিয়ে অনাধিকৃত রূপে ঢুকে বাবার পাশে পাশে ঘুর ঘুর করছে। বলা হল এ সম্ভবত: বহুজাগতিক কোম্পানিগুলোর পাঠানো আততায়ী।
    ছেলেটিকে ব্যাপক কেলিয়ে হাজতবাস করানো হল। নিউজ চ্যানেলের নীচে লাগাতার ভক্তদেয় পোস্ট আসতে লাগলো--- বাবার জীবন সংশয়। সরকার ওনাকে জেড ক্যাটিগরির সুরক্ষা দিন।
    তারপর ছেলেটির বাবা প্রেসের সামনে বললেন-- পুরো ব্যাপারটা ওভার প্লেড্‌ রিয়েলিটি শো।
    ছেলেটি বাবার দিব্য টাইমস্‌ হাউস জার্নালের বাবা নিযুক্ত পত্রকার। ওকে বাবার নির্দেশেই নিউজ কভার করতে কাছকাছি থাকতে বলা হয়েছিল। প্রমানস্বরূপ ওনাদের জারি ছেলেটির ফোটো সম্বলিত আইডেন্টিটি কার্ড ও নিযুক্তি পত্র দেখানো হয়। ছেলেটি তৎক্ষণাৎ ছাড়া পায়। বাবা আমতা আমতা করে চেপে গেলেন। ছেলেটির জন্যে কোন দু:খপ্রকাশ করেন নি।

    অ,
    আন্না হাজারে বা বাবার জমায়েতে আসা ব্যাপক জনতার চরিত্র নিয়ে প্রশ্ন হচ্ছে না, কিন্তু যিনি নেতৃত্ব দেবেন বা কোন আন্দোলনের আইকন হবেন তাঁকে সেই বিষয়ে অবশ্যই সীজারের বৌয়ের মত বেদাগ হতে হবে।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৩:২০480547
  • রঙ্‌জনদার রামদেবনামার সাথেও এটাও বরং থাক। ।

    Creating Baba Ramdev
    Smita Gupta

    New Delhi: It was not that long back that Baba Ramdev, a Yadav from Haryana, was just a superior yoga instructor with a mass following, a people's Sri Sri Ravi Shankar, whose clientele was at the upper end of the social spectrum.

    Today, Baba Ramdev heads a yoga and health empire, worth hundreds of crores, with even an island off the coast of Scotland, gifted to him by grateful devotees, to run a yoga ashram and a spa. He swishes around in chartered private planes — and, significantly, has a team of advisers with impressive credentials.

    First, there is Acharya Balakrishna, who is credited with marketing his yogic skills and creating an empire — government sources allege that the Acharya is the proud possessor of three passports. Then there is the Lok Ayukta of Punjab and Haryana, Justice Pritam Pal, who has shared the stage with him and who, along with journalist Devinder Sharma – an anti-GM proponent of organic agriculture -- were with him, when he met the four Cabinet Ministers at the airport earlier this week.

    Then there is former Intelligence Bureau chief Ajit Doval and veteran journalist Ved Prakash Vaidik, who has close connections with the RSS family. Then there is S Gurumurthy, a chartered accountant by training and RSS person by ideology, who was once a close aide of the newspaper magnate, the late Ramnath Goenka. And the “remote control” is with K.Govindacharya, who in the late 1980s and early 1990s was a key BJP functionary and senior ideologue of the party, and played a critical behind the scenes role in the formation of the V.P. Singh government in 1989. Of late, he has been in close touch with his old mentor, L.K. Advani, and it is Mr. Govindacharya's Bharat Swabhiman Trust along with the RSS that has played a major role in mobilising people for his camp.

    http://www.hindu.com/2011/06/06/stories/2011060662421200.htm

  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৬:২৫480550
  • মামু,

    এ টইয়ের শুরুর দিকে অনশন লিগালিটি নিয়ে আলোচনা ইস্তক খচখচ একটু করছিলো। হ্যাঁ,একথা ঠিক, সুইসাইড আমাদের দেশে ক্রাইম হিসেবে গণ্য আর আমরণ অনশনকেও তার প্রচেষ্টা বলে ইল্লিগাল বলা যেতেই পারে।
    অবাক লাগছিল, এই কথাটা তাহলে মিডিয়ার এই এত্ত খবর , আলোচনায় কখনো কোথাও আসছে না কেন।
    ইল্লিগাল বলার জন্য বা এভিকশানের কারণ হিসেবে মেডিক্যাল ক্যাম্পের অজুহাতে নেওয়া, ৫০০০ এর জায়গায় ৫০,০০০ দেওয়া, সরকারের সাথে চুক্তির খেলাপ ইত্যাদি সবরকম কথা আনা হচ্ছিলো, অথচ এটা আসছেই না। অত কিছু ছোটোখাটো কারণ না দর্শিয়ে এই দিয়ে তো তাহলে যেকোন সময়েই শুধু এই গ্রাউণ্ডেই 'গ্রেপ্তার' করা যায়।
    অবাক লাগছিল, আগেও একবার বলেছিলাম,মেধা বা আন্না বা আরো অনেকের অনশন ও তো কখনো এই গ্রাউন্ডেই যখন তখন তুলে দেওয়া যেত।
    আর, এই গ্রাউণ্ডগুলো পাবার জন্য সরকারী অনুমতি তো লাগেই। তুমি বলেছিলে, বাবা রামদেবের মত ই অন্যরাও কেউ অনশন করবো বলে অনুমতি নেন না। অন্য কোনো কারণ দর্শিয়ে তারপর অনশন শুরু করেন। এটাতেও খটকা লাগছিল।
    তারপর আজ দেখছিলাম, রামদেব বাবা মায়াবতী সরকারের কাছে অনশন করার অনুমতি চেয়েছেন। খটকা বাড়লো।
    সরকার তাহলে একটা সম্পূর্ণ বে-আইনি কাজের জন্য অনুমতি দেবে ?

    একটু আগে মেধার এক ঘনিষ্ঠ সহযোগীর সাথে কথা বল্লাম। তিনি বল্লেন, হ্যাঁ, একথা ঠিক,সুইসাইড আমাদের দেশে ক্রাইম হিসেবে গণ্য আর আমরণ অনশনকেও তার প্রচেষ্টা বলে ইল্লিগাল বলা যেতেই পারে।
    কিন্তু তাঁরা যখন অনশন করেন , তখন যে কথাটা বলেন ও যে কারণটা দর্শান, তা হল, অনির্দিষ্ট কালের জন্য অনশন বা দাবি না মেটা অব্দি অনশন ( indefinitefast, fastuntildemandsaremet )। এটা আর fastuntodeath টেকনিক্যালি এক নয়। তাই indefinitefast ইল্লিগাল ও নয়।
    এই fastuntodeath কথাটা ওনারা নাকি বলেন ও না, অন্তত অনুমতি চাইবার অফিশিয়াল কারণ দর্শানোর সময় তো না ই । ওনার বক্তব্য এই টার্মটা মিডিয়া ব্যবহার করে, ওনারা না।
    আর, ওনারা এরকম মেডিক্যাল গ্রাউণ্ডের মত অন্য কারণ দেখিয়েও অনুমতি নেন না। নিলে , সরকার আইনত ডিটেইন, এভিক্ট কি গ্রেপ্তার ও করতে পারে।

    এবার এই রকম অনশন করতে করতে শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে, মৃত্যুর আশঙ্কা দেখা দিলে সেটাকে স্যুইসাইডাল প্রচেষ্টা বলে আইনি বলেই সরকার বাধা দান করতে পারে। ফোর্স ফিডিং করাতে পারে।
    বা, যেবারে ঐ সর্দার সরোবর ড্যামের জলে গ্রাম ডুবে যাবার সময় মেধা বলেছিলেন, সেই জলে ই উনি দাঁড়িয়ে থাকবেন, গ্রাম ডোবাতে হলে ওনাকেও ডোবাতে হবে, তখন সেটা বে-আইনি ছিল, আর আইন প্রয়োগ করেই ওনাকে জোর করে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়।
    আর আগে থেকে ওটা ঘোষণা করার সময় নাকি উনি আণ্ডারগ্রাউণ্ড ছিলেন। কারণ এই ঘোষণা টাই সুইসাইড অ্যাটেম্‌প্‌ট হিসেবে গণ্য হয়েছিল ও এর ভিত্তিতে আগেই পুলিশ ওনাকে গ্রেপ্তার করতে পারতো।

    আরো একটা কথা বল্লেন, খুব জোর দিয়ে।
    অনশনকে ওনারা একেবারে lastresort হিসেবে দেখেন। তার আগে আর যা যা ভাবে আলাপ, আলোচনা, প্রতিবাদ করা সম্ভব, সব কিছু করে ব্যর্থ হলে, তবেই।
  • bb | 115.184.121.72 | ০৬ জুন ২০১১ ০৮:১২480552
  • অন্তত: হাস্যকর লাগছে পাই এবং কোম্পানীর রামদেবকে নিচে নামিয়ে আসল প্রশ্নের মুখ ঘুরিয়ে দেওয়ার চেষ্টা।
    গুরুকি কংগ্রেসের মুখপত্র হয়ে গেল নাকি যেমন আনন্দবাজার , এই খবরগুলি চেপে যাওয়ার চেষ্টা করেছে।
    প্রশ্নটা দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলার যেটা আন্না হাজারে বা রামদেব করেছেন। সরকার অত্নত: খারাপ ভাবে এটা মোকাবিলা করেছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে প্রতিক্রিয়া দিন