এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • রামদেবের ধর্ণা

    bb
    অন্যান্য | ০৫ জুন ২০১১ | ৬৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | 203.110.243.21 | ০৬ জুন ২০১১ ০৮:৫৮480553
  • রামদেবকে নিয়ে এইসব বিস্তৃত আলোচনা পড়ে আমার কেন জানিনা মনে হচ্ছে যে এই ফোরামেও অনেকেই আবাপ-র লাইন ধরেছেন। অর্থাৎ এখন কেন্দ্রের কংগ্রেস সরকারের চুরি-চাপাটি নিয়ে কোন কথা বলা যাবেনা - কেননা তাতে কেন্দ্রের শরিক তৃণমুলের ল্যাজে পা পড়তে পারে ...... কাজেই এমন কিছুর দিকে আলোচনাটা ঘুরিয়ে দেওয়া হোক যাতে কংগ্রেস-তৃণমুলের কেন্দ্রের সরকার যা কিনা mother of all corrupt governments সেই বিষয়টা ধামাচাপা পড়ে যায়।
  • siki | 122.162.75.10 | ০৬ জুন ২০১১ ০৯:০৮480554
  • আজকের টিওআই আর এইচটি দিল্লি এডিশনটা পড়ে ফ্যালো সবাই, ই-পেপার এডিশন। বিস্তারিত দেওয়া আছে।
  • pi | 72.83.97.171 | ০৬ জুন ২০১১ ০৯:১০480555
  • বিবি, প্রথমত: আমার কোন কোম্পানি নেই। আমার নিজের যা বক্তব্য তাই বলেছি। সেটা গুরুর বক্তব্য মনে করার ও কোন কারণ নেই।
    আর করাপশনের বা কংগ্রেস সরকারের পক্ষে কিছু বলেছি বলেও মনে পড়ে না। বরং বিপক্ষে বেশ কিছু কথা বলেছি বলেও মনে পড়ে।
    এই ধরণের অভিযোগ বিবি এ নিয়ে বহুবার করলেন। আমার লেখা টেনে নিয়ে গুরু আজ তৃণমূলের মুখপত্র হয়, ক্ষমতার কাছাকাছি চলে আসে, পেইড মিডিয়া হয়ে যায় তো কাল হয় কংগ্রেসের।
    কিছু বলতে গেলে শুনতে হয় আমেরিকায় বসে ক্যানো বলছি।
    এগুলো নিয়ে আর তর্ক করতে বা এক্সপ্লেইন করতেও ক্লান্ত লাগে।

    যাই হোক, আমি আর কিছু না লেখার চেষ্টা করবো। আপনারা আলোচনা চালিয়ে যান।

    খালি রঞ্জনদাকে বলার ছিলো, জানতে চেয়েছিলেন বলে। সমকামিতা 'ঠিক' হয়ে যায়, এরকম ধারণা অনেক গুরু, অনেক চণ্ডাল,সত্যি ই অনেকে পোষণ করেন :)
  • siki | 122.162.75.10 | ০৬ জুন ২০১১ ০৯:২০480556
  • পিটি,

    কেউ অস্বীকার করে নি। কপিল সিব্বাল, পি চিদাম্বরম, এই লোকগুলোর মতন করাপ্ট আর শ্রুড লোক কংগ্রেসে খুব কম আছে। বললাম না, দিল্লিতে ক্ষমতার একটু কাছাকাছি থাকার সুবাদে বেশ কিছু কিছু কেস জানি, কিন্তু প্রমাণ করতে পারব না।

    অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি। কংগ্রেসের এখন তাই অবস্থা। কোনও শক্ত অপোনেন্ট এই মুহূর্তে জাতীয় রাজনীতিতে নেই। কংগ্রেস তাই লুটে পুটে খাচ্ছে। মাঝে মাঝে দু একটা কুমীরছানা তুলে তুলে দেখাচ্ছে, এ রাজা, কানিমোঝি। সুরেশ কালমাডী।

    তাই বলে গুরুতে এই মুহূর্তে কেউই কংগ্রেসের কোলে ঝোল টেনে কথা বলছে না। এইগুলো ভুলভাল অ্যালিগেশন। এগুলো বাদ দিয়েও তো কথা চালানো যায়।
  • lcm | 69.236.173.93 | ০৬ জুন ২০১১ ১০:৫৭480557
  • বোঝো!
    যদি বলি রামদেব ভন্ড, তাহলে আমি কংগ্রেস সমর্থক, আর যদি বলি না রামদেব ইস্‌ রাইট তাহলে আমি লেফ্‌ট।

    মহা মুশকিল হল!
  • siki | 122.162.75.10 | ০৬ জুন ২০১১ ১০:৫৯480558
  • সুপ্রিম কোর্ট শো-কজ নোটিস জারি করেছে কেন্দ্রীয় সরকার, দিল্লি সরকার আর দিল্লি পুলিশ কমিশনারের কাছে। পরশু রাতের ঘটনার জাস্টিফিকেশন চেয়েছে দু সপ্তাহের মধ্যে।
  • Ishan | 122.248.183.1 | ০৬ জুন ২০১১ ১১:১৫480559
  • পাই একটা কোম্পানিও বানিয়ে ফেলল এর মধ্যে নাকি? আমাকে বলে নি তো। :(

    সিপিয়েম একবার বিজেপি হয়, একবার জনতা হয়, একবার কংগ্রেস হয়, একবার মায়াবতী হয়। কিন্তু গুরু কি আর সিপিয়েম, যে কোয়ালিশন না করলে টিকবেনা? :)
  • Bamdev | 117.195.174.94 | ০৬ জুন ২০১১ ১১:১৬480560
  • রঞ্জন, সিকি এবং পাই যা বলেছেন তার মধ্যে কোনও মতদ্বৈধ নেই এবং তা অবশ্যই সত্য। বাবু রামদেব চিরদিনই সন্দিগ্‌ধ চরিত্রের লোক। কংগ্রেস দলে যারা নীতি নির্ধারন করে, যদি দুর্নীতির প্যারামিটারটি আমরা মধ্যবিত্ত মানে রেখে দেখি, তবে তাদের থেকে দুর্নীতিগ্রস্ত, দুশ্চরিত্র ও অনৈতিক মানুষ দেশে কমই আছে। প্রশ্নটা এখন দাঁড়াচ্ছে, দুর্নীতির ইসুটাকে হাইজ্যাক করার জন্যই কি রামদেবের মতো একজন ভালনারেবল লোককে নিয়ে এতো নাটক করা হলো? যাকে একবার আয়কর বা ইডি-র লোকজন রক্তচক্ষু দেখালেই পাহাড় ছেড়ে স্কটল্যান্ডের নিজস্ব দ্বীপে স্বনির্বাসনে চলে যাবে।
  • dd | 124.247.203.12 | ০৬ জুন ২০১১ ১১:৩২480561
  • ঐ বামদেভ বাবু যা কইলেন,এমন ই আমারো খুব সন্দেহ হয় পুরো ব্যাপারটাই একটা ওয়েল রিহারস্‌ড রিয়েলিটি শো, বেশ সাজানো গোছানো।

    করাপশনের বিরুদ্ধে আন্দোলনটার একটা ল্যাজেগোবরে পরিণতি দেখানোই উদ্দেশ্য।
  • kallol | 220.226.209.2 | ০৬ জুন ২০১১ ১১:৫৯480563
  • ধুর ধুর, ব্যাটা গ্রেপ্তারের ভয়ে মেয়েদের মধ্যে মেয়ে সেজে বসেছিলো। তাপ্পর তো সেটাকে আবার উড়িয়ে নিয়ে ঘরে পৌঁছে দিয়েছে। ডরপোক।
  • lcm | 69.236.173.93 | ০৬ জুন ২০১১ ১২:১১480564
  • করাপশান খারাব, খুব খারাব, আর হের লগে আন্দোলন আরো খারাব।
    এক ইয়োগি-রে ফিট্‌ কর্‌সে করাপ্‌শনের বিরুদ্ধে ড্রামার লগে, তার ওপর আবার পুলিসে দেয় টিয়ার গ্যাস - মিডিয়া ছুইট্যা আসে...

    এই হাজারো ঝামেলায় বেচারা হাজারে...
  • lcm | 69.236.173.93 | ০৬ জুন ২০১১ ১২:১৩480565
  • কপিলের আসল ইন স্যুইং এর লক্ষ্য হাজারে।
    পরের ওভারে টার্গেট কে - বিনায়ক নাকি?
  • PT | 203.110.243.21 | ০৬ জুন ২০১১ ১২:৩৪480566
  • বিনায়ক এখন সিস্টেমের অংশ না? প্ল্যানিং কমিশনের কিসের যেন সদস্য হলেন কিছুদিন আগে?
  • dd | 124.247.203.12 | ০৬ জুন ২০১১ ১২:৪৪480567
  • আরে ঐ যে কপিল বাবু কি একটা এগ্রীমেন্টের কপি সবাইরে দিলেন। মানে গোটা আন্দোলনটাই একটা নাটক ছিলো।
    রামদেব সেটাকে অস্বীকার তো করলেন্না, সুদু কইলেন "গর্মেন্টে ওনারা কথা রাখেন্নি"।

    আন্না হাজারেকে সামনে রেখে একটা পিপল্‌স মুভমেন্ট দানা বাঁধছিলো এখন হাইজ্যাকড হয়ে পুরো ঘেঁটে ঘ। কাল পরশু যদি উইকিলিকে দেখায় সুইস ব্যাংকে সব নামকরা লোকেদের টাকা মজুতের খবর তখন কি হবে? আর মনে হয় একটা ভালো মতন হৈ হৈ করা যাবে না,রামদেভ এমনই চরিত্র যে পুরো আন্দোলনের সম্ভাবনাই নষ্ট হল।

    যাকে বলে এজেন্ট প্রোভোকেটিয়ার।
  • Ishan | 122.248.183.1 | ০৬ জুন ২০১১ ১২:৪৬480568
  • পাইকে: অ্যাকচুয়ালি রামদেবকে কোন গ্রাউন্ডে তুলে দেওয়া হয়েছে, সেটা আমি জানিইনা (সরকারও বিভিন্ন জায়গায় বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে)। এখানে সিকি লিখেছিল, যে, আমরণ অনশন বে-আইনী। আমি তার উত্তরে লিখেছিলাম, যে, মেধা, আন্না হাজারে, সবই বে-আইনী। কারণ এঁরা কেউই "আমরণ অনশন' করার জন্য জায়গা ভাড়া নেন নি।

    সরকার যে কারণে ধর্ণা তুলে দিয়েছে পড়লাম (তোমারই কোটেশন থেকে) :

    "He had promised only for yoga and the crowd would not exceed 5,000. But around 50,000 persons were present."

    ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বুদ্ধবাবু যদি এক লাখ লোকের জমায়েত হবে বলে পারমিশন নেন, আর মিটিনে যদি ১০ লাখ লোক হয়, সেখানে লাঠি চালিয়ে জামায়েত ভেঙে দেওয়া এবং বুদ্ধবাবুকে তুলে নিয়ে যাওয়া কি গণতান্ত্রিক হবে?

    "We had accepted all his demands in written. But Ramdev did not keep up his promise and politicized the issue."

    সরকার দাবী মেনে নিলে,কেউ প্রতিজ্ঞা ভঙ্গ করলে, এবং কোনো ইস্যুর রাজনীতিকরণ করলে সরকারের তার জমায়েত ভেঙে দেবার রাইট থাকে?

    "He cheated all his supporters."
    কেউ নিজের সমর্থকদের ঠকালে লোকশিক্ষের জন্য সরকার জমায়েত ভেঙে দিতে পারে?

    বাবা রামদেবের ভন্ডামি নিয়ে আমার বিশেষ সন্দেহ নাই। কিন্তু "ভন্ড' বলে কারো গণতন্ত্রিক অধিকারে হস্তক্ষেপ করা যায়? তাও এইসব বাজে অজুহাত দেখিয়ে? সেটই হল কোশ্ন।

  • ranjan roy | 122.168.48.233 | ০৬ জুন ২০১১ ১৭:১৩480569
  • বিবি,
    আমি হতবাক্‌। এতবড় একটা চার্জ অত তাড়াতাড়ি লাগানোর আগে আপনার সাক্ষ্য প্রমাণগুলো একটু খতিয়ে দেখলেন না?
    আমাকে নাম ধরে না বল্লেও পাই অ্যান্ড কোম্পানির রামদেব নিয়ে ক্যাম্পেন বল্লে স্পষ্টত:ই আমার গায়ে লাগবে। ( PT বাবুর বক্তব্য উপেক্ষা করলাম।)

    এক, আন্দোলনটি শুরু করে ছিলেন আন্না হাজারে, তখন থেকেই আর এস এস সমর্থনপুষ্ট বাবা রামদেব(হিন্দু পত্রিকার প্রবন্ধ দ্রষ্টব্য) আন্দোলনটি হাইজ্যাক করার ধান্ধায় আছেন। আমার চিন্তাটা সেইখানে।
    দুই, আন্না হাজারে নিয়ে গুরুর টই দেখুন।
    আমি তখন কোলকাতায়। আমি গুরুতে আন্না হাজারের আন্দোলনের পক্ষে ""কি লাভ, কি ক্ষতি'' এইসব না ভেবে আন্দোলনে সমর্থন করার ওকালতি করেছিলাম। আর কলেজ স্কোয়ার থেকে মিছিল বেরোবে খবরটা গুরুতে সময়-স্থান জানিয়ে দিয়ে আমি পায়ের ব্যথা নিয়েও দু-কিমি হাঁটবো জানিয়ে ছিলাম।
    কোথায় কংগ্রেসের ওকালতি করেছি বা ভ্রষ্টাচার বিরোধী আন্দোলনের বিরুদ্ধে কথা বলেছি?
    তিন,
    দু'বছর আগে আমি গুরুর টইয়ে বৃন্দা কারাতের পক্ষে এবং রামদেবের ভন্ডামীর বিরুদ্ধে যা বলেছিলাম কালও তাই বলেছি।
    তো কমরেড বৃন্দা ও কি তৃণমূলের দালাল?
    চার, খেয়াল করে দেখুন বিপ্লব পালের সিপিএম নিয়ে ফালতু গাল পাড়ার ক্ষেত্রে কি স্ট্যান্ড নিয়েছিলাম।
    বলিহারি যাই,ইলেকশানের ফল কি আপনাদের এত বড় ঝটকা দিয়েছে যে সামান্য ইয়ে হারিয়ে ফেলেছেন? আপনার থেকে আশা করিনি।
    পাঁচ,
    আপনি কিন্তু আমার একটা প্রশ্নের (অন্য সূতোয় তোলা) এখনও উত্তর দেন নি।
    আবার জিগাই---
    ছত্রধর মাহাতো যদি টিএমসি'র মাসতুতো ভাই হয়, তাহলে আলাদা ক্যান্ডিডেট হয়ে দাঁড়িয়ে বামেদের বিরুদ্ধ ভোট ভাগ করল কেন?

  • ranjan roy | 122.168.48.233 | ০৬ জুন ২০১১ ১৭:২০480570
  • আর একটা কথা। মাঝরাত্তিরে পুলিস দিয়ে মেয়ে-নাবালিকদের ঠেঙিয়ে ভ্যানে তোলার ব্যাপারে আমার মত একেবারে প্রাক্তন পুলিশ কমিশনার কিরণ বেদীর অনুরূপ।
    -এটা বে আইনী এবং সরকার যে ধৈর্য্য হারিয়েছে তথা প্রশাসন অক্ষমতার পরিচয় দিয়েছে তাতে কোন সন্দেহ নেই।
    আমরা চাই আইনের শাসন।
    অগণতান্ত্রিক ভাবে কাউকে শাস্তি দিলে বিরোধিতা করব--- সে রামদেব, চোর-রেপিস্ট, মাওবাদী- সিপিএম-আর-এস এস বা কংগ্রেস, যার সঙ্গেই হোক।
    কারণ স্পষ্ট।
    নইলে কাল সেইসব দাওয়াই আমার বিরুদ্ধে ব্যবহৃত হবে, সেদিন আমার পাশে কেউ থাকবে না।
  • bb | 115.113.115.130 | ০৬ জুন ২০১১ ১৭:৪৩480571
  • @রঞ্জন , স্পষ্টই লিখেছি,
    রামদেবের ওপর আমার কোন দাবী নাই , ইনি ভারতে যোগব্যায়াম কে নতুন করে প্রাণ দিয়েছেন এই পর্যন্ত।
    কিন্তু এই মুহুর্তে ওনার যোগে সমকামিতা সারে এই দাবীর স্বারবত্তা কি আমাদের বিচার্য না বিবেচ্য। আসল ব্যাপার হোল ওনার মূল দাবী, যা ন্যায্য। এর থেকে মুখ ঘোরানর জন্য কংগ্রেসের চেলারা এই সব বলছে।
    আপনার অন্য প্রশ্নের উত্তরে জানাই যে ছত্রধরদের মধ্যদিয়ে তৃণমূল বেশী টাকা খরচা করতে পেরেছে আর বুথে বুথে বেশী করে নিজের লোক রাখতে পেরেছে, সেটাই যথেষ্ট নয় কি? আপনি সেই প্রশ্ন তুললে একই কথাই মনে হয়।

    পাই আপনি সারাক্ষণ লাঠি চলেছে কি না, বা আমারণ অনশন করার পার্মিশান ছিল কিনা ইত্যাদি কুট প্রশ্ন করে আলোচনার মুখ ঘুরিয়ে দেবার জন্য , তাতে আর যাই হোক সুস্থ আলোচনা হয় না।
    শমীক যেমন দুই পক্ষের ই দৃষ্টিভঙ্গী দিয়েছে আপনার আলোচনায় তা নেই।
    যাই হোক এই নিয়ে আর আলোচনায় আমি আগ্রহী নই।

  • kallol | 220.226.209.2 | ০৬ জুন ২০১১ ১৭:৫২480572
  • রামদেবটেব ইগনোর করাই ভালো।
    পুলিশ দেখে যেভাবে ভয়ে মেয়ে সেজে ফেল্লেন, সেটা একদম খোরাকস্য খোরাক।
    যেভাবে ওদের উপর পুলিশ অত্যাচার করেছে সেটা জঘন্য। যে বাহনায় করেছে সেটা আরও খারাপ।
    এমনিতে ওনার যোগ শিবিরে প্রচুর লোক আসেন। ওনার টিভি অনুষ্ঠানের টিআরপি সাংঘাতিক। কিন্তু একটা জিনিস দেখুন। এতো কিছু ঘটে যাবার পরও রামদেব শিষ্যকূল দেশ জুড়ে চুপচাপ। রামদেব হিংসায় না করেছেন প্রতিবাদে নয়। প্রতিবাদ কই?
    আমি তো ভেবেছিলাম অন্তত: ব্যাঙ্গালোর, দিল্লী, মুম্বাই, আহমেদাবাদে প্রতিবাদের ঝড় বয়ে যাবে। কোই?

  • aka | 168.26.215.13 | ০৬ জুন ২০১১ ১৮:৩৭480574
  • অমন দাড়ি নিয়ে মেয়ে সাজলেন কি করে সেটাই মাথায় ঢুকছে না।
  • saikat | 202.54.74.119 | ০৬ জুন ২০১১ ১৮:৪৭480575
  • ছত্রধর তো মাওবাদীদের মুখোশ।

    বাবা রামদেবও বিজেপি-আরএসএস-এর মুখোশ। (মানে কংগ্রেস আর তার চ্যালারা যেমন বলছেন আর কি)

    কিন্তু তিনি আবার পার্টি গড়ে ভোটে দাঁড়ালে বিজেপি-র ভোট কাটা যাবে না?

    কিন্তু বিজেপি হয়ত সেটা চাইতে পারে। যেমন ছত্রধরের ভোটে দাঁড়ানো তৃণমূলের চাল।

    কিসে যে কী হয়, ভগাই জানেন।

    আর এইসব হল বলেই তো গতকাল দিল্লীতে ঘুম থেকে উঠে, কোথায় কী হবে ভেবে প্লেন ধরব বলে সেই আগে থেকে গিয়ে এয়ারপোর্টে বসে থাকলাম !

    যত্ত ঝামেলা।
  • saikat | 202.54.74.119 | ০৬ জুন ২০১১ ১৮:৪৮480576
  • আকার প্রশ্নটা নিয়ে কালকে টিভিতেও দেখলাম সাংবাদিকরা চিন্তিত।
  • pinaki | 122.164.222.43 | ০৬ জুন ২০১১ ১৯:২২480577
  • আকার কোশ্নোটা সিরিয়াস এবং যথেষ্ট অভিনিবেশের দাবী রাখে।

    আবার একই সাথে এটা মূল বিষয় থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার চক্রান্ত হতে পারে এবং এর পিছনে সি আই এর কালো হাত থাকলেও খুব অবাক হব না।
  • pinaki | 122.164.222.43 | ০৬ জুন ২০১১ ১৯:২৪480578
  • পৃথিবী জুড়ে যারা বাম শক্তিকে দুর্বল করতে চায় তার তো এই সমস্ত ক্রুশিয়াল সময়ে ডান শক্তিকে প্রোটেক্ট করবেই।
  • pinaki | 122.164.222.43 | ০৬ জুন ২০১১ ১৯:২৭480579
  • পুরুলিয়ায় যারা অস্ত্র ফেলে, তারাই আবার জালিয়ানওয়ালাবাগ স্টাইলে জনতার উপর লাঠি চালায়, তারাই আবার কালো টাকা নিয়ে যে-ই প্রশ্ন তুলুক না কেন, সাথে সাথে তার পার্সোনাল ইন্টিগ্রিটি নিয়ে প্রতিপ্রশ্ন করে পুরো জিনিসটা ঘুলিয়ে দিতে চায়।

    এরা দেশের শত্রু। এদের চিনে নিন।
  • Arpan | 112.133.206.22 | ০৬ জুন ২০১১ ১৯:২৮480580
  • ইওগা করে ক্যামোফ্লেজ করা যায়। দু'পাতা পড়ে তোমরা তো আজকাল কিছুই মানো না।
  • aka | 168.26.215.13 | ০৬ জুন ২০১১ ১৯:৪৩480581
  • স্ট্র্যাটেজীতে প্রবলেম আছে, পুলুশ ক্যামোফ্লেজ করলেই হত। রামদেব নিজেই নিজেকে খুঁজছেন।
  • pinaki | 122.164.222.43 | ০৬ জুন ২০১১ ১৯:৪৫480583
  • ওরে ফাগল, মানুষ সারা জীবন ধরেই নিজেকে খুঁজে বেড়ায়। রামদেব তো মাত্র পুলুশের লাঠির সামনে পড়ে নিজেকে খুঁজেছে।
  • r2h | 198.175.62.19 | ০৬ জুন ২০১১ ১৯:৪৫480582
  • আবাপতে ছবি বেরিয়েছে তো।
    কিন্তু সেখানে তো লিখেছে বলে বুঝতে পারলাম তিনি মেয়ে সেজেছেন, পুলিশ কি করে বুঝলো কে জানে। হুঁহুঁ, পুলিশ সব বোঝে, তার ওপর আবার দিল্লী পুলিশ।
  • aka | 168.26.215.13 | ০৬ জুন ২০১১ ২০:০৬480585
  • বাবা রামদেবের গ্রেপ্তারিতে আমি এই গানটা উৎসর্গ করলাম।



    স্টেট কিংবা সে¾ট্রাল গরমেন্টে বা আইআরএসে আমার নামে কমপ্লেন করতে সত্বর যোগাযোগ করুন, আগে আইলে বিশেষ ছাড় দেওয়া হইতেছে সঙ্গে গুরুর পাস থাকিলে এক্কেরে ফিরি। সিভিক ডিউটি পালন করিবার এমন মোক্ষম সুযোগ হেলায় হারাইবেন না। (অফার অ্যান্ড রিবেট সাবজেক্ট টু ভ্যারি)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন