এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাকিস্তান : পাকিস্তানবাসীর চোখে

    pi
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১১ | ৬১২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ০৭:৪২482152
  • পাকিস্তানবাসীর চোখে পাকিস্তান -- বুলবুলভাজায় ও অন্যত্র প্রকাশিত লেখা,ডকুমেন্টারি ইত্যাদি থাকুক এখানে। তাই নিয়ে মন্তব্য, আলোচনাও।

    এবারের বুবুভার লেখাটি :

    বিকৃত আদর্শের ব্যবসা
    -ওয়াক্কাস মীর
    ----------------

    "উগ্রপন্থা'; এই একটা জিনিষই আমাদের দেশটাকে পুরোপুরি বদলে দিয়েছে। আমাদের দেশ, যে পাকিস্তানে আমরা বড় হয়েছিলাম। আজ এই এক একটা বোমা বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার চেনা দেশটাও যেন খানখান হয়ে যায়। চারধারে শুধু ধ্বংসের তান্ডব দেখতে পাই। অবাক লাগে যে এর পরেও দিব্যি চলছে ; আমাদের দেশের দিনগুলো। বোমার ঘায়ে শুধু যে মানুষের হাত পা এমনকি প্রাণটাই উড়ে যাচ্ছে তাইই নয়,একের পর এক হামলা দেখে দেখে আমরা এই হিংসাত্মক পরিবেশেই যেন অভ্যস্ত হয়ে পড়ছি। বোমাবাজি আর হানাহানিই আমাদের কাছে রোজকার ব্যপারের মতো জলভাত হয়ে দাঁড়াচ্ছে। আমাদের মন এখন আর যুক্তি দিয়ে এর বিচার করে দেখতে ভুলে যাচ্ছে। আমার মতে এও এক বিশাল ক্ষতি।

    আতংকে, দু:খে সমাজটা অচল হয়ে পড়লে চলবেনা তা মানি। কিন্তু এরকম সময়ে সমাজের অন্তত একবার থমকে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে দেখাটা খুব দরকার। আতংকবাদের আঘাতে আজ মনে হয় আমাদের চিন্তাশক্তিও টুকরো টুকরো হয়ে উড়ে গেছে। আঠেরোশ'র শতকে অ্যাডাম স্মিথ লিখেছিলেন যে সহানুভূতি জিনিষটা আসলে মানুষের ভাবনাতেই বেশি করে রয়েছে। সেই সময়ে অনেকেই ওঁর কথাটার "মানে' নিয়ে ধন্দে পড়েছিলো। আজকে আমার বলতে দ্বিধা নেই যে এদেশের জন্য না আছে আমাদের কোনো সহানুভূতি, না আছে কোনো লজ্জা। কেননা এই দুটো অনুভব করতে গেলে মানবিকতার দরকার হয়,নিজেদের দিকে তাকিয়ে দেখার হয়।অ।অকিন্তু সেদিকে আমাদের নজর কোথায়?এই যে আজ প্রায় সারা দুনিয়াই আস্তে আস্তে আমাদের দেশের প্রতি বিরূপ হয়ে উঠছে এতে আর যাই হোক, কোনদিন দেশের ভালো হবে না। এরকমটা যে হচ্ছে তার অনেক কারণ আমাদের নিজেদের দেশেই শিকড় গেড়ে রয়েছে। আর তার দিক থেকে মুখ ফিরিয়ে থেকে আমরা নিজেদের দেশের কবর নিজেরাই খুঁড়ে চলেছি।

    প্রায় দশ বছর ধরে আমরা বলে চলেছি যে আমাদের দেশে সন্ত্রাসবাদ এত বাড়তে পেরেছে তার কারণ হলো আমাদের গরিবী। এই কথাটা দুনিয়ার বেশির ভাগ দেশই বিশ্বাস করে। তা না হলে অন্যান্য দেশ আমাদের অর্থসাহায্য করতে এগিয়ে আসতোনা। কিন্তু হালে চারজন অ্যামেরিকান শিক্ষাবিৎ একটা সমীক্ষা করেছেন, তাতে দেখা গেছে যে দেশের মধ্যে যাঁরা সামরিক নীতি কিম্বা যুদ্ধবিগ্রহের রাস্তা মেনে নিতে সবচেয়ে বেশি অরাজী তাঁরা হলেন আর্থিক দিক দিয়ে সবচাইতে নীচু তলার লোক .... হ্যাঁ, সব চাইতে গরীব মানুষেরা। এর পরে কিন্তু আর গরিবীকেই সন্ত্রাসবাদের কারণ বলে চালানো চলেনা। গরিবী হঠানোর জন্য চেষ্টা করতে হবে বৈকি, কিন্তু সন্ত্রাসবাদের আসল কারণটা যে অন্য জায়গায় তা অস্বীকার করলে তো চলবেনা। আমার মতে ঐ আসল কারণ হলো শিক্ষা। হ্যাঁ, আমাদের দেশের চালু শিক্ষা-ব্যবস্থাতেই গলদটা রয়েছে। আমি যা দেখেছি, এই শিক্ষাব্যবস্থায় ইতিহাসকে বিকৃত করে দেখানো হয়। তার ফলে জন্ম হয় অসহিষ্ণুতা আর জাতিবিদ্বেষের। আরো স্পষ্ট করে বলা যায় সবকিছুর মূলে হলো একটা বিশেষ ছাপ্পা মারা রাজনৈতিক ইসলামীয় শিক্ষা যাতে ধর্মের নামে চরম হিংসার রাস্তা বেছে নিতে উস্কানি দেওয়া হয়। শুধু পাকিস্তানই নয়, সারা দুনিয়ার মুসলিমদেরই আজ এই ধর্মের দোহাই দিয়ে গড়া হিংস্র, ভয়ংকর, বন্দুকের নলে ঝোলানো অন্ধতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এসেছে।

    কাকে আমরা ফাঁকি দিচ্ছি বলুন? কাকে চোখ ঠারছি? ড্যানিয়েল পার্লকে খুন করার জন্য যে ওমর শেখের মৃত্যুদন্ড হলো তিনি অ্যাচিনসন কলেজ থেকে পাশ করেছিলেন, কোনো মাদ্রাসা থেকে নয়। খালিদ শেখ মোহম্মদ, ৯/১১ ঘটনার প্রধান সূত্রধরদের একজন ,কোনো বস্তিরে গরিবের ঘরে জন্মাননি। ওসামা বিন লাদেন,জোয়াহিরি,৯/১১তে যাঁরা প্লেন ছিনতাই করেছিলেন বা ৭/৭ এ ট্রেন বিস্ফোরণ ঘটিয়েছিলেন কেউই গরিবীর তাড়নায় এরকম কাজ করতে নামেননি। আমি লাহোরের বাজারে অনেক দোকানে দেখেছি দোকানীরা "কাশ্মীরের কাজে' লেগে থাকা প্রতিষ্ঠানের জন্য "অর্থসাহায্যের' বাক্স নিয়ে বসেন। অর্থসাহায্য!! যাদের কাছে মানুষের জীবনের বিন্দুমাত্র দাম নেই, যারা নিজেরা কোনদিন গরিবিয়ানার ধার দিয়েও হাঁটেনি তাদের জন্য "অর্থসাহায্য'!! যতদিন না আমরা ইসলাম ছাড়া অন্য ধর্মকে শ্রদ্ধা করতে শিখবো, যতদিন না আমরা অন্য দেশের, অন্য সংস্কৃতির, অন্য মতের মানুষদের জীবনের দাম বুঝতে শিখবো, ততদিন কোনোভাবেই সন্ত্রাসবাদকে থামানোর রাস্তা খুঁজে পাওয়া যাবেনা। গরিবীকে পুরোপুরি মিটিয়ে ফেলতে পারলেও নয়। দিনের পর দিন এত মানুষ যে উগ্রপন্থী দলে নাম লেখাচ্ছে গরিবী তার একটা কারণ হলেও হতে পারে, কিন্তু একমাত্র কারণ কখনৈ নয়। চারদিকে এইসব হানাহানির ঘটনা গুলো একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে এর কারণ শুধুমাত্র বিকৃত আদর্শ আর জাতি-বিদ্বেষ। আর একে থামানোর দায়িত্বই বলুন আর উপায়ই বলুন সে শুধু আমাদের হাতে। না, পৃথিবীর আর কোনো দেশের নয়, শুধু আমাদের।

    ধর্মের মূলকথাই হলো মানবিকতা। ধর্মকে বোঝার আর বোঝানোর মূলকথাও তাই। কোরানের ব্যাখ্যা করতে হলে আগে দেখা দরকার যে আমরা কোন পথে হাঁটবো। আমরা কি সেই পুরনো সময়ে আটকে থাকা আক্ষরিক মানে বেছে নেবো? নাকি দেশ-কালের উপযোগী ভাবার্থকে নিয়ে এগোবো? বলতে বাধ্য হতে হয় যে আমাদের মুসলিম বুদ্ধিজিবীদেরই কোথায় যেন খামতি থেকে গেছে। যাঁরা ইসলামের আসল ব্যখ্যা তুলে ধরতে পারতেন, ধর্মাচরণের রাস্তায় কোথায় যেন তাঁরা পিছিয়ে পড়েছেন। তার ফলে ধর্মকে লড়াইয়ের হাতিয়ার বানিয়ে একদল তথাকথিত ধর্মগুরু আজ সারা মুসলিম দুনিয়া কাঁপিয়ে বেড়াচ্ছে। এদের কাজই হলো মুসলিম ধর্মাবলম্বীদের বোঝানো যে "আমাদের ওপর অন্যায় হয়েছে, তাই এখন শোধ তোলার দিন'। এদেরই প্ররোচনায় মানুষের মনে প্রতিনিয়ত ঘৃণা আর তিক্ততা ভরে যাচ্ছে। আর সেই থেকেই রোজ তৈরী হচ্ছে হাজার হাজার সন্ত্রাসী, খুনে, আতংকবাদী। কোনো অর্থাভাব নয়, কোন বঞ্চনা নয়, শুধুমাত্র ঘৃণা আর বিকৃতির আদর্শ রোজই জন্ম দিচ্ছে উগ্রপন্থার।

    এই "ভিক্টিম কমপ্লেক্স' থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। যারা আমাদের ধর্মকে বিষিয়ে দিয়েছে, রোজই আরো আরো বিকৃত করছে তাদের থামাতে হবে। তা না করতে পারলে দুনিয়া কোনোদিনই শান্তিকামী আমাদের, আসল ধর্মভীরু মুসলমানদের চিনবেনা, বিশ্বাসও করবেনা। ধর্মের সত্যি ব্যাখা করা,এ নিয়ে আরো পড়া, বিভিন্ন জায়গায় লেখা এখন খুব দরকার। দরকার আত্মসমীক্ষা আর আত্ম-বিশ্লেষণও। একমাত্র তাহলেই এই খুনিয়া ধর্মের ব্যাপারীদের পায়ের তলার মাটিতে কাঁপন ধরানো সম্ভব। আর কোনৈ রাস্তা নেই।

    ওয়াক্কাস মির লাহোরবাসী আইনজীবী। বুলবুলভাজায় প্রকাশিত হচ্ছে তাঁর অনিয়মিত কলাম।

    অনুবাদিকা: কৃষ্ণকলি রায়।
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ০৭:৪৫482263
  • কুলাদাদা, এখানে লিখতে থাকুন।
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ০৭:৫৪482283
  • Name:AtanuBanerjeeMail:Country:

    IPAddress:14.98.141.249Date:23Jul2011 -- 02:34AM

    মির সাহেবের লেখা পড়ে মন ভালো হয়ে গেলো।অএমন লেখা যত আসে ততই ভালো।
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ০৭:৫৫482294
  • ওয়াক্কাস মীরের এই লেখাটি খুবই গুরুত্বপূর্ণ। এই লেখাটি অনুবাদ এবং প্রকাশের জন্য গুরুচণ্ডালীকে ধন্যবাদ জানাচ্ছি।
    মীর সাহেব যে সমস্যাটি নিয়ে কথা বলছেন--তা কেবল পাকিস্তানরেই সমস্যা নয়--বাংলাদেশেরও একই সমস্যা। হয়তো ভারতেরও একই সমস্যা। ধর্মের ভেতর থেকে মানবিকতাকে ঠেলে দিয়ে দানবিকতা ঢুকিয়ে দিয়েছে কিছু লোকজন। ধর্মকে দেওয়া হচ্ছে সাংগঠনিক কাঠামো। ফলে ধর্ম শান্তি শান্তি না বলে--হালুম হালুম করছে। আমরা ধর্মের নখদন্ত দেখছি। শান্তশ্রীটা হারিয়ে যাচ্ছে। বিপদটা ওখানে। ধর্ম নিয়ে আমরা বিপদে আছি। (মন্তব্য/১)

  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ০৯:০৯482305
  • আমার চারজন পাকিস্তানী বন্ধু আছে। একজন অবসরপ্রাপ্ত কর্ণেল আশরাফ। আরেকজন ডাক্তার আল্লারাখা শেখ। আরেকজন কারখানামালিক মুহাজীর-- মাহমুদ। তৃতীয়জন সোহেল সফি সাধারণ পরিবার থেকে এসেছেন।
    এদের সঙ্গে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্কটা বেশ ভাল। গল্পগুজব করি।
    এই চারজনই ব্যক্তিগত জীবনে ধর্মের প্রতি খুবই অনুরক্ত। আশরাফ নিয়মিত নামাজ পড়েন। ধর্ম সম্পর্কে তাঁর ধারণাও গভীর। ডাক্তার আল্লারাখাকে কখনো নামাজ পড়তে দেখিনি। তবে তার ধর্ম ইসলাম বিষয়ে গভীরভাবে অনুরক্ত। সোহেল শফি হিন্দি সিনেমা দেখতে পছন্দ করে। হিন্দি গান শুনতে পছন্দ করে। বছর দুএক আগে তাকে নামাজ পড়তে দেখিনি। ডায়াবেটিস রোগ ধরা পড়ার পরেই রেগুলার নামাজ পড়তে শুরু করেছে। কোরআন শরীফ সব সময় হাতের কাছে রাখে। সময় পেলেই পড়ে। শফি এখন বলে—এইসব সিনেমা দেখা হারাম। গান শোনাও ঠিক নয়। তবে আমার কাছ থেকে লতা, কিশোর, মেহেদী হাসানের গান শোনে। শোনে যখন তাঁর মন খারাপ থাকে। ক্লান্ত থাকে। তবে শফি আমাকে সুযোগ পেলেই মুসলমান ধর্মগ্রহণের আমন্ত্রণ জানায়। কদিন আগে আমাকে এক কপি কোরআন শরীফ জোগাড় করে দিয়েছে। ধর্ম বিষয়ে শফির পড়াশুনা খুব বেশি নয়। গুনাহর ভয়ে এখন সব সময় ভয়ে ভয়ে থাকে। আর মাহমুদকে কখনো নামাজ পড়তে দেখিনি। বুড়ো মানুষ। বলে বাসায় গিয়ে নামাজ কাজা করে পড়ে। তার মনে খুব দু:খ, পাকিস্তানের প্রতি অবিচল আস্থা থাকা সঙ্কেÄও পাকিস্তানীরা মোহাহিরদের দেশে পাত্তা দিতে চায় না। তাদেরকে পাকিস্তানীই মনে করে না।
    আমি লক্ষ করেছি এই চারজনেরই আলাপের প্রধান অংশই থাকে ধর্ম। ধর্মের বিষয়ে এরা খুবই স্পর্শকাতর। তারা মনে করেন তাদের ধর্মই শ্রেষ্ঠ ধর্ম। অন্য ধর্ম ভুল। ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া কারো মুক্তি নেই। জিহাদ অতি আবশ্যক। ইত্যাদি। (মন্তব্য/২)

  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ০৯:২২482316
  • ওরা আমার সঙ্গে প্রথমদিকে মিশতে চায়নি। দুটো কারণ—প্রথমত আমি হিন্দু। দ্বিতীয়ত আমি বাংলাদেশী। হিন্দুরা কাফির। তারা লোক ভাল না। আর বাংলাদেশীরা ১৯৭১ সালে ভারতের ষড়যন্ত্রের কারণে পাকিস্তান থেকে আলাদা হয়ে গেছে।

    কিন্তু যখন এই চারজন পাকিস্তানী দেখলেন, হিন্দু হলেও আমার মধ্যে হিন্দুত্ব নেই। বাংলাদেশী হলেও ভারতকে সমালোচনা করি—সে করণে তারা আমার সঙ্গে মিশতে দ্বিধা করেননি। রোজার সময়ে তাদের সঙ্গে ইফতারি খেতে ডাকেন। ঈদে কোলাকুলি করেন। খির রেধে নিয়ে আসেন। আমার স্ত্রীর রাধা মাছ খেতে পছন্দ করেন। দইও তাদের প্রিয়। পাকিস্তান থেকে আমার জন্য উপহার নিয়ে আসেন। বলেন, রায় লোকটা হিন্দু বাংলাদেশী হলেও খারাপ নয়।

    এদের সঙ্গে বন্ধুত্বের কারণে মোহাম্মদ আকন্দ নামে আমার এক সহকর্মী আমাকে অপছন্দ করেন। মোহাম্মদ আকন্দ বাংলাদেশী এবং মুসলমান।
    (মন্তব্য/৩)
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ০৯:৪১482327
  • মোহাম্মদ আকন্দ বলেন, পাকিস্তানীরা আমাদের দেশের ৩০ লক্ষ মানুষকে মেরেছে। অসংখ্য মাবোনকে ধর্ষণ করেছে। লুটতরাজ করেছে। পূর্ব পাকিস্তানী মুসলমানদের তারা কখনৈ মুসলমানই মনে করেনি।অহিন্দুদের মেরেছ। বাঙালিদেরকে মেরেছে। তারা খুনী। হিংসুক। মৌলবাদি। জঙ্গী। ১৯৪৭ থেকে ১৯৭১ পর্যন্ত তারা মনে করত, তারা প্রভু। আমরা ভৃত্য। তাদের সঙ্গে বন্ধুত্ব করা ঠিক নয়।

    আকন্দ সাহেবও বয়স্ক। পেশা ব্যবসা। তিনি রাজনীতি নিয়ে কথা বলতে পছন্দ করেন। ধর্ম নিয়ে নয়। তাকে নামাজ পড়তে দেখিনি। তবে বাসায় নামাজ পড়েন। শুক্রবারে মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়েন। আমাকে হিন্দু বলে কখনো খারাপ চোখে দেখেননি। ইসলাম ধর্মকে বিষয়ে তার ধারণাটাও ভাল। তিনি আওয়ামী লীগের রাজনীতির সমর্থক। তবে মনে করেন—সংখ্যাগুরুর ধর্ম হিসাবে বাংলাদেশে রাষ্ট্রধর্ম ইসলাম থাকা ঠিক। ভারতের অনেক সমস্যা আছে। তারা আমাদের সঙ্গে বড়ভাইগিরী করছে। কিন্তু পাকিস্তানের চেয়ে ভারত অনেক ভাল।
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ০৯:৪২482338
  • টাইপো-অহিন্দুদের মেরেছে'র বদলে 'হিন্দুদের মেরেছে' পড়ুন।
  • Abul Khayer | 113.11.85.127 | ০৩ আগস্ট ২০১১ ১০:০৩482349
  • #২৪৫৮;#২৫০৩;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭১; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৮;#২৫০৩;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৪৯৪; #২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮৮; #২৪৭৮;#২৪৯৬;#২৪৮০;#২৪৮৮;#২৪৮৯; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬; #২৪৭৬;#২৪৯৭;#২৪৭০;#২৫০৯;#২৪৭১;#২৪৯৫;#২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৯৬;#২৪৮০;#২৪৯৪; #২৪৫৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৯;#২৪৯৪;#২৪৫৩;#২৪০৪; #২৪৩৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৩; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৫; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬; #২৪৫৩;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৯৫;#২৪৭২;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩;#২৪৫১; #২৪৫৯;#২৪৯৫;#২৪৮২; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৭১;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭০;#২৫০৭;#২৪৮৯;#২৪৯৪;#২৪৩৯; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭০;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৫;-#২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৫; #২৪৬৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৫০৭;#২৫২৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৮;#২৪৯৭;#২৪৮৮;#২৪৮২;#২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৯;#২৪৬৯;#২৪৫৩; #২৪৩৮;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৭৭;#২৪৯৮;#২৪৭৮;#২৪৯৫; #২৪৬৮;#২৫০৪;#২৪৮০;#২৪৯৬; #২৪৮৯;#২৪৮২;#২৫০৭;#২৪০৪; #২৪৩৮;#২৪৭৮;#২৪৮০;#২৪৯৪; #২৪৬৮;#২৫০৭; #২৪৭৬;#২৪৫৭;#২৫০৯;#২৪৫৫;#২৪৭৬;#২৪৭২;#২৫০৯;#২৪৭১;#২৪৯৭; #২৪৭৮;#২৪৯৭;#২৪৬০;#২৪৯৫;#২৪৭৬; #২৪৫১; #২৫৩৮; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৪৯৬;#২৫২৭; #২৪৭২;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৭২;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৬;#২৫০৩; #২৫৩৭;#২৫৩৪; #২৪৮২;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭; #২৪৭৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৭;#২৪৮৭;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৯৬;#২৪৭৬;#২৪৭২; #২৪৩৮;#২৪৮০; #২৫৩৬; #২৪৮২;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭; #২৪৭৮;#২৪৯৪;-#২৪৭৬;#২৫০৭;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৭;#২৫০৯;#২৪৮০;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৫;#২৪৭৮;#২৫২৭;#২৫০৩; #২৪৮০;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৭৪;#২৫০৩;#২৫২৭;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪০৪; #২৪৪৭;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮০; #২৪৬৪;#২৫০৩;#২৪৮২;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৭;#২৪৬১;#২৫০৭;! #২৪৭১;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৭২;#২৪৯৬;#২৪৬৮;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৫;#২৪৯৭;#২৪৮২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৮৮;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৭২;#২৪৮০; #২৪৬৮;#২৪৮৯;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৪; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮;#২৪৫৩; #২৪৭৬;#২৫০৩;#২৪৮৯;#২৫০৩;#২৪৮৬;#২৪৬৮;#২৪৯৬; #২৪৮৬;#২৪৮০;#২৪৭৬;#২৫১০; #২৪৫৪;#২৫০৩;#২৫২৭;#২৫০৩; #২৪৩৮;#২৪৫৪;#২৫০৩;#২৪৮০;#২৫০৩; #২৪৫৯;#২৪৫১;#২৫২৭;#২৪৯৪;#২৪৭৬; #২৪৭৮;#২৪৯৫;#২৪৮২;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩; #২৪৭৬;#২৫০৪;#২৪৫৩;#২৪৯৫;!!! #২৪৭৬;#২৪৯৪;#২৪৮০;#২৫০৭; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৫৩;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৭;#২৫২৪;#২৫০৩;#২৪৮০; #২৪৬৮;#২৫০৩;#২৪৮০;#২৫০৭; #২৪৮৯;#২৪৯৪;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৫;#২৪৫৮;#২৪৯৫;#২৪০৪; #২৪৮৮;#২৪৭৬; #২৪৮০;#২৪৯৪;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৫০৯;#২৪৮০;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৬; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৩৮;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৬;#২৪৮০; #২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৩;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৪;#২৫২৭; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৮০;#২৪৯৪;#২৪৮৭;#২৫০৯;#২৪৬৩;#২৫০৯;#২৪৮০;#২৪০৪; #২৪৬৮;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৩৯; #২৪৬৯;#২৫০৩;#২৪৭৮;#২৫০৩; #২৪৬৯;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩;#২৪৭২;#২৪৯৫;, #২৪৮৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৭৬;#২৪৯৪;#২৪৮৯;#২৪৯৫;#২৪৭২;#২৪৯৬;#২৪৮০;#২৪৫১; #২৪৭৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৫;#২৪৫৩; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৭৮; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৩৯;#২৪৪৭;#২৪৮৮;#২৪৩৮;#২৪৩৯;! #২৪৭৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৮৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৮৮;#২৪৯৬; #২৪৮৯;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮; #২৪৮২;#২৪৭৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৫৩;#২৫০৭; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৬৪;#২৫০৩;#২৪৫৩;#২৫০৩;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৫৩;#২৫০৩;#২৪৭৬;#২৪৮২; #২৪৬৮;#২৫০৭; #২৪৮৬;#২৪৯৭;#২৪৮০;#২৪৯৭; #২৪৭৬;#২৪৫৪;#২৪৬৮;#২৪৯৫;#২৫২৭;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৪;#২৪৯৫;#২৪৮২;#২৪৬০;#২৪৯৬;#২৪৮০; #২৪৭৬;#২৪৩৪;#২৪৮৬;#২৪৭১;#২৪৮০;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৩৮;#২৪৮০;#২৫০৭; #২৪৭০;#২৪৯৫;#২৪৭২; #২৪৭৬;#২৪৯৪;#২৪৫৩;#২৪৯৬; #২৪৩৭;#২৪৭৪;#২৫০৩;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪;#২৫২৭; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩;#২৪০৪; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭১;#২৪৯৭; #২৪৮৬;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৯৪; #২৪৭৬;#২৫০৯;#২৪৭৯;#২৪৭৬;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৪;#২৪৮০; #২৪৫৩;#২৪৬৯;#২৪৯৪; #২৪৭৬;#২৪৮২;#২৪৮২;#২৫০৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩;!!! #২৪৭৯;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৮৮;#২৫০৩;#২৪৭২;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৭২;#২৪৯৬;#২৪৬৮;#২৪৯৫; #২৪৮৮;#২৫০৩;#২৪৫৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৪৭;#২৪৩৯; #২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৭;#২৪৬৮;#২৪৯৫;#২৪০৪; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭; #২৪৭৪;#২৪৮০;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৫০৩;#২৪৮০;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;#২৪৬৮;#২৪৭২;#২৫০৩;#২৪৩৯; #২৪৩৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮; #২৪৭৪;#২৫২৪;#২৪৯৪;#২৪৭২;#২৫০৭; #২৪৮৯;#২৫২৭; #২৪৭২;#২৪৯৪;#২৪০৪; #২৪৫৩;#২৫০৩;#২৪৭২;??? #২৪৩৮;#২৪৮০; #২৪৭৭;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৮; #২৪৭৬;#২৪৯৪; #২৪৭৬;#২৪৯৪;#২৪৩৪;#২৪৮২;#২৪৯৪;#২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৩;#২৪৮০; #২৪৭৮;#২৪৬৮;#২৫০৭; #২৪৩৮;#২৪৭৭;#২৫০৯;#২৪৭৯;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৮০;#২৪৯৬;#২৪৬৭; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৫০৩;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০;#২৫০৩; #২৪৮৬;#২৪৯৪;#২৪৮৮;#২৪৭২;-#২৪৮৮;#২৪৩৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪; #২৪৭২;#২৫০৩;#২৪৩৯;#২৪০৪; #২৪৮৮;#২৪৭৮;#২৪৮৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪; #২৪৩৮;#২৪৫৯;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৯;#২৪৫৩; #২৪৪১;#২৫১০;#২৪৭৪;#২৪৯৪;#২৪৭০;#২৪৯৫;#২৪৬৮; #২৪৪৭;#২৪৭৬;#২৪৩৪; #২৪৮০;#২৪৭৪;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৪৯৬;#২৪৫৩;#২৪৯৯;#২৪৬৮;#২৪০৪; #২৪৮৮;#২৪৯৭;#২৪৬৮;#২৪৮০;#২৪৯৪;#২৪৩৪;, #২৪৮৯;#২৫২৭; #২৪৭৪;#২৪৯৭;#২৪৫৩;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৮৮;#২৪৭৮;#২৪৯৮;#২৪৮২;#২৫০৩; #২৪৭১;#২৫০৯;#২৪৭৬;#২৪৩৪;#২৪৮৮; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; #২৪৭২;#২৪৬৮;#২৪৯৭;#২৪৭৬;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৪৬৩;#২৪৯৫;#২৪৫৩;#২৫০৩; #২৪৭৫;#২৪৯৫;#২৪৮০;#২৫০৩; #২৪৭৯;#২৫০৩;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৭৬;#২৫০৩; '#২৫৪১;#২৫৩৪;-#২৪৪৭;#২৪৮০; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৮;#২৪৭২;#২৪৫৩;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৬;#২৪৭২; #২৪৮৮;#২৪৭৮;#২৫২৭;#২৫০৩;#২৪০৪; #২৪৭৯;#২৪৫৪;#২৪৭২; #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০;#২৪৯৪; #২৪৭০;#২৫০৩;#২৪৮৬;#২৫০৩;#২৪৮০; #২৪৩৮;#২৪৭৪;#২৪৯৪;#২৪৭৮;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৪৮৮;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; #২৪৮৮;#২৪৯৪;#২৪৬৯;#২৫০৩; #২৪৭২;#২৪৯৫;#২৪৮০;#২৫০৯;#২৪৭৬;#২৪৯৪;#২৪৫৮;#২৪৭২;#২৪৯৬; #২৪৭৫;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৫;#২৪৮২; #২৪৭২;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৬৮;#২৪৯৪;#২৪৭৮;#২৪৯৪;#২৪৮৬;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪; #২৪৮৮;#২৪৩৪;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭১;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৭;#২৫২৭;#২৪৭২;#২৫০৩; #২৪৮০;#২৪৯৪;#২৪৬০;#২৪৭২;#২৪৯৬;#২৪৬৮;#২৪৯৫;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭০;#২৪৭০;#২৫০৩;#২৪৮০; #২৪৪১;#২৪৭৪;#২৪৮৯;#২৪৯৪;#২৪৮৮;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৮৯;#২৪৯৫;#২৪৮৮;#২৫০৩;#২৪৭৬;#২৫০৩; #২৪৪১;#২৪৭৪;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৯;#২৪৯৪;#২৪৭৪;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩;#২৪৫৯;#২৪৯৫;#২৪৮২;#২৪০৪; #২৪৭৪;#২৪৯৪;#২৪৭৪;#২৪৯৪;#২৪৫৮;#২৪৯৪;#২৪৮০;#২৫০৩; #২৪৬০;#২৪৮০;#২৫০৯;#২৪৬০;#২৪৮০;#২৪৯৫;#২৪৬৮; #২৪৮০;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৯;#২৪৬৮; #২৪৮৯;#২৪৮৮;#২৫০৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৭৬;#২৪৯৪;#২৪৮২;#২৫০৩;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৪;#২৫২৭;#২৪৭০;#২৪৯৪; #২৪৫৩;#২৪৮০;#২৪৯৪; #২৪৭৯;#২৪৯৪;#২৫২৭;; #২৪৫৫;#২৪৬৭;#২৪৬৮;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৫০৯;#২৪৮০; #২৪৭২;#২৫২৭;#২৪০৪; #২৪৮৮;#২৫০৩; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৮৬;#২৪৯৭;#২৪৭১;#২৪৯৭; #২৪৭৮;#২৪৮২;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৫; #২৪৭২;#২৫২৭;, #২৪৩৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৮;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৯৪;#২৪৫৫; #২৪৫৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪০৪; #২৪৪৭;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৬৭;#২৫০৩; #২৪৭২;#২৪৯৪;#২৪৫৩;#২৫০৩; #২৪৫৪;#২৪৬৮;#২৫০৯; #২৪৭০;#২৪৯৫;#২৫২৭;#২৫০৩; #২৪৭৪;#২৪৯৭;#২৪৭২;#২৪৮০;#২৪৯৪;#২৫২৭; #২৪৬০;#২৪৭২;#২৪৮৮;#২৪৯৪;#২৪৭১;#২৪৯৪;#২৪৮০;#২৪৬৭;#২৫০৩;#২৪৮০; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৮;#২৫০৯;#২৪৭৯;#২৪৫৩;#২৫০৯;#২৪৮৭; #২৪৭৭;#২৫০৭;#২৪৬৩;#২৫০৩; #২৪৫৫;#২৪৬৭;#২৪৭৪;#২৪৮০;#২৪৯৫;#২৪৮৭;#২৪৭০; #২৪৬৮;#২৫০৪;#২৪৮০;#২৪৯৬; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৮৮;#২৪৩৪;#২৪৭৬;#২৪৯৫;#২৪৭১;#২৪৯৪;#২৪৭২; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৬৭;#২৫২৭;#২৪৭২; #২৪৫৩;#২৪৮০;#২৫০৩; #২৪৮৮;#২৫০৯;#২৪৭৬;#২৪৫৮;#২৫০৯;#২৪৫৯; #২৪৫৫;#২৪৬৭;#২৪৬৮;#২৪৯৪;#২৪৭২;#২৫০৯;#২৪৬৮;#২৪৯৫;#২৪৫৩; #২৪৭৪;#২৫০৯;#২৪৮০;#২৪৫৩;#২৫০৯;#২৪৮০;#২৪৯৫;#২৫২৭;#২৪৯৪; #২৪৫৮;#২৪৯৪;#২৪৮২;#২৪৯৭; #২৪৭৭;#২৪৯৫;#২৪৭২;#২৫০৯;#২৪৭২; #২৪৩৭;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৫৩;#২৫০৭;#২৪৭২;#২৫০৭; #২৪৪১;#২৪৭৪;#২৪৯৪;#২৫২৭; #২৪৭২;#২৪৯৪;#২৪৩৯; #২৪৫৫;#২৫০৭;#২৪৮২;#২৪৯৪;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৯৪;#২৪৬৮;#২৫০৩;#২৪৮০;! #২৪৬৮;#২৪৯৪;#২৪৮০; #২৪৩৮;#২৪৫৫;#২৫০৩; #২৪৩৭;#২৪৬৮;#২৪৯৬;#২৪৬৮; #২৪৫৩;#২৪৯৯;#২৫১০;#২৪৫৩;#২৪৮০;#২৫০৯;#২৪৭৮;#২৫০৩;#২৪৮০; #২৪৬০;#২৪৭২;#২৫০৯;#২৪৭৯; #২৪৫৩;#২৪৮০;#২৪৬০;#২৫০৭;#২৫২৪;#২৫০৩; #২৪৫৩;#২৫০৯;#২৪৮৭;#২৪৭৮;#২৪৯৪; #২৪৫৮;#২৪৯৪;#২৪৩৯;#২৪৬৮;#২৫০৩; #২৪৮৯;#২৪৩৯;#২৪৭৬;#২৫০৩;#২৪৫৩;!!!
  • Abul Khayer | 113.11.85.127 | ০৩ আগস্ট ২০১১ ১০:০৮482153
  • চেষ্টা এবং নানাবিধ প্রচেষ্টা ওয়াক্কাস মীরসহ পুকিস্তানী বুদ্ধিজীবীরা চালিয়ে যাক। ইতিহাসে পুকিস্তান নামে কোনে জাতি বা দেশ কস্মিনকালেও ছিল না। ধর্মের দোহাই দিয়ে দ্বি-জাতি তঙ্কেÄর মোড়কে মুসলমানদের পৃথক আবাসভূমি তৈরী হলো। আমরা তো বঙ্গবন্ধু মুজিব ও ৪ জাতীয় নেতার নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের জীবন আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্ষা পেয়েছি। এবার ঠেলা বোঝো! ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে সুরাবানর তহুরা নামক বেহেশতী শরব্‌ৎ খেয়ে আখেরে ছওয়াব মিলেছে বৈকি!!! বারো হাত কাকুড়ের তেরো হাত বিচি। সব রাষ্ট্রের সেনাবাহিনী থাকে আর পুকিস্তানে সেনাবাহিনীর মালিকানায় আছে রাষ্ট্র। তাতেই থেমে থাকেনি, সেনাবাহিনীরও মালিক আছে নাম তার আইএসআই! যার সন্ত্রাসী হস্ত লম্বা হতে হতে মস্কো পর্যন্ত ঠেকেছে। কেবল তো শুরু বখতিয়ার খিলজীর বংশধরদের জন্য আরো দিন বাকী অপেক্ষায় আছে। শুধু শিক্ষা ব্যবস্থার কথা বললে হবে!!! যেখানে সেনারাজনীতি সেখানেই এই পরিণতি। পুকিস্তানে কোনো পর্যায়েরে বিদ্যায়তনেই ইতিহাস পড়ানো হয় না। কেন??? আর ভারত বা বাংলাদেশে পুকিস্তানের মতো আভ্যন্তরীণ ক্ষেত্রে শাসন-সংক্রান্ত সমস্যা নেই। সমস্যা যা আছে তা পুকিস্তান কর্তৃক উৎপাদিত এবং রপ্তানীকৃত। সুতরাং, হয় পুকিস্তান সমূলে ধ্বংস হবে নতুবা দেশটিকে ফিরে যেতে হবে '৭০-এর নির্বাচনকালীন সময়ে। যখন তারা দেশের আপামর জনসাধারণের সাথে নির্বাচনী ফলাফল নিয়ে তামাশা করেছিল। সংবিধান প্রণয়নে রাজনীতিবিদদের উপহাসের পাত্র হিসেবে উপস্থাপন করেছিল। পাপাচারে জর্জরিত রক্তাক্ত হস্তে বালেতান পয়দা করা যায়; গণতন্ত্র নয়। সে জন্য শুধু মলত্যাগ নয়, আত্মত্যাগ চাই। এক্ষণে নাকে খত দিয়ে পুনরায় জনসাধারণের প্রত্যক্ষ ভোটে গণপরিষদ তৈরী করে সংবিধান প্রণয়ন করে স্বচ্ছ গণতান্তিক প্রক্রিয়া চালু ভিন্ন অন্য কোনো উপায় নাই গোলামের জাতের! তার আগে অতীত কৃৎকর্মের জন্য করজোড়ে ক্ষমা চাইতে হইবেক!!!
  • kc | 178.61.96.29 | ০৩ আগস্ট ২০১১ ১০:৪৩482164
  • বাপ্রে!! কি তেজ!!
  • dd | 124.247.203.12 | ০৩ আগস্ট ২০১১ ১০:৫৬482175
  • নিয়মিত the dawn কাগজটি পড়ি। বোঝাই যায় পাকিস্তানের মধ্যেও এক বিশাল আন্দোলন আছে আধুনিকমনষ্কতার। এমন সাহসী মৌলতন্ত্র বিরোধী লেখাও পড়েছি মনে হয় সেরকম লেখা ভারতবর্ষের মেইন লাইন পত্রিকা ছাপাতে সাহস পাবে না। আজমল কাসভের আইডেনটিটি প্রথমেই খুঁজে বার করে এক পাকিস্তানি টি ভি। যা ছিলো সে সময়ের সরকারি লাইনের একেবারে উল্টোপথে হাঁটা।

    তবে ওয়াক্কাস মীর যখন শুরুই করেন " ধর্মের মূল কথাই হলো মানবিকতা" তখন নিতান্তই ভক্তি চটে যায়। ধর্ম ও ধর্ম ভিত্তিক সব কিতাবই নিছক নিজের দলের পরিপুষ্টি ও অন্য দলের বিনাশ/অন্তর্ভুক্তির বাইরে কিছু নয়। বিজ্ঞান মনষ্কতায় জিরো,প্রচন্ড নারী বিদ্বেষী ও মোল্লা পুরোহিতের হাতের পুতুল। ভালো কথাও আছে, নইলে পপুলার হয়েছিলো কি করে? কিন্তু খারাপও প্রচুর।

    ঐ,সব ধর্মই ভালো, সবাই ভালো। ধর্মীয় কিতাবের কথা ঈশ্বরের বানী,শুধু সুব্যাখ্যাতেই বিশ্বাস রাখুন আপনারা। অথচ অলংঘনীয় শাস্ত্রে নিয়মিত অজাচার,পরী,পক্ষীরাজ এবং সর্বাংশে ভুল অ্যাস্ট্রোনমি গিজগিজ করছে। তাও মানতে হয় এগুলি অলংঘনীয়, গুরু যা বলেন সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে,ইত্যাদি ?

    কি জানি? হয়তো আরেক জেনারেশন লাগবে। যখন দিব্বি প্রবন্ধ লেখা শুরু হবে "সব ধর্মই একটি ঢপের চপ"বলে।
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ১৭:৪৫482186
  • লাদেন যেদিন মারা যাW সেদিন কোনো পাকিস্তানীই বিশ্বাস করেননি। তারা বলেছে—এটা বানানো গপ্প। বিশেষ করে শফির ধারণা সে এখনো বেঁচে আছে। লাদেন বীর জেহাদী। তারা চারজনই এ বিষয়ে মুখর হয়ে লাদেনের পক্ষে ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করে। কিন্তু মোহাম্মদ আকন্দ সেদিন মিষ্টি কিনে আনে। সবাইকে সোল্লাশে খাওয়ায়। বলে, ইসলামের শত্রু মারা গেছে। তার ধারণা লাদেন সারা পৃথিবীতেই জঙ্গিত্ব ছড়িয়ে দিয়ে মুসলমানদের ক্ষতি করেছে। মুসলমানদের সবার চোখে হেয় করেছে। এমন কি তারা বাংলাদেশে জঙ্গীদের মদদ দিচ্ছে। একযোগে বোমা হামলা করেছে। গ্রেনেড মেরেছে জনসভায়, সাংস্কৃতিক অনুষ্ঠানে, বিচারালয়ে। এই বিষয় নিয়ে মোহাম্মদ আকন্দের সঙ্গে আশরাফ, আল্লারাখা, মাহমুদ এবং সোহেল সফির ঝগড়া হয়। তারা পরস্পরের মধ্যে বাক্যালাপ বন্ধ করে দেয়।

    একদিন মাহমুদ খুব মন খারাপ করে বলেন যে, তিনি জ্যাকশন হাইটসের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তখন তার দিকে কজন বাংলাদেশী এক ধরনের ঘৃণা নিয়ে তাকিয়েছিল। মাহমুদ বললেন, দ্যাখো, পাকিস্তান আমলে এই বাংলাদেশটা বন্যায় ডুবে যেত। দুর্ভিক্ষে না খেয়ে থাকত। আমরা পাকিস্তানীরা তাদের খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। তারা হিন্দু হয়ে যাচ্ছিল। তাদেরকে আমরা সঠিক ইসলামের দিকে ফিরিয়ে আনার চেষ্টা করেছিলাম। মুসলমানের জাত শত্রু ভারতের ষড়যন্ত্র থেকে তাদের ফেরাতে চেয়েছিলাম। আজ আমাদের শত্রু বলে তারা ঘৃণা করছে।

    এ বিষয়ে আকন্দ জবাব দিয়েছিলেন—আমাদের দেশে বন্যা হত মাঝে মাঝে। এই বন্যা থেকে বাঁচানোর জন্য পাকিস্তান কোনো উদ্যোগ নেয়নি। আমাদের পাটসম্পদ ওরা লুটে পুটে নিয়েছে। আমাদের পাওনাগুলো ওরা পশ্চিমপাকিস্তানে ব্যয় করেছে। আর দেখো, একাত্তরের পরে যুদ্ধের কারণে একটা দুর্ভিক্ষ হয়েছিল। পরে বন্যাও হয়েছে বিভিন্ন সময়। কিন্তু বন্যার কারণে কখনো দুর্ভিক্ষ হয়নি। আমরা এখন স্বাধীন দেশে বন্যা নিয়ন্তণে অনেক ভাল ব্যবস্থা নিতে পারছি। কারো মুখাপেক্সী থাকতে হচ্ছে না। ওরা যে বলেছে, আমাদের পাকিস্তান খাইয়ে পরিয়ে বাঁচিয়ে রেখেছে—এটা মিথ্যে কথা। আমাদের সব কিছুই ওরা লুটপাট করেছে। আমরা কখনৈ হিন্দু হইনি। হিন্দুদের সঙ্গে সম্প্রীতির মধ্যে থেকেছি। আমরা বাঙালি হয়েছি। বাঙালির চেতনার মধ্যে সর্বধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান আছে। পাল্টা প্রশ্ন করেছেন আকন্দ, পাকিস্তানীরা তাহলে ৩০ লক্ষ বাঙালি মারল কেন? ২ লক্ষ মানুষকে হত্যা করল কেন? কেন লুটপাট করল। ওরা আমাদের দেশটাকে ধংশ করার চেষ্টা করল একাত্তরে। আমাদের এখন দেশে তবু অনেকটাই গণতন্ত্র আছে। পাকিস্তানের চেয়ে রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক, সাংস্কৃতিক পরিস্থিতি অনেকগুণ ভাল। কিন্তু পাকিস্তানে সেনাতন্ত্র ছাড়াতো আর কিছুই নাই।

    এ বিষয়ে মাহমুদের উত্তরে—একাত্তরে পাকিস্তানীরা কিছুই করেনি। আকন্দ যা বলছে—সবই মিথ্যা। অপপ্রচার। পাকিস্তানী বাহিনী ৩০ লক্ষ মানুষ মারেনি। বাঙালিরাই পাকিস্তানপন্থী বিহারীদের মেরেছিল। দেশটাকে ভারতের ষড়যন্ত্রে ভাগ করতে চেয়েছিল। বিহারীদের বাঁচানোর জন্য এবং পাকিস্তানকে বাঁচানোর জন্যই তারা সেনা অভিযান করেছে। গণতন্ত্র একটা কুফরী মতবাদ। ওটা অনৈসলামিক। সুতরাং গণতন্ত্র থাকার দরকার নেই। তারচেয়ে শরিয়া আইনই ভাল। এই আইনটিকে রক্ষা করার জন্য সেনাশাসন মন্দ নয়।

  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ১৭:৫৮482197
  • ফেসবুকে মীরের লেখাটি পোস্ট দিয়েছিলাম। সেকানে মন্তব্য আসছে--
    ------------------------------------------
    .KaziMamun: বাংলাদেশেরও একই সমস্যা। ধর্মের ভেতর থেকে মানবিকতাকে ঠেলে দিয়ে দানবিকতা ঢুকিয়ে দিয়েছে কিছু লোকজন।
    9hoursago·Unlike·3people

    .RajibNoor:Thankyoudada.....
    8hoursago·Unlike·1person

    .HillolDutta সেইরকম! কিন্তু কে কাকে বোঝাবে? তারপরও ধর্মের কুনু দুষ নাই। ধর্ম কুবই বালো।
    8hoursago·Unlike·3people

    4.AbulKhayer চেষ্টা এবং নানাবিধ প্রচেষ্টা ওয়াক্কাস মীরসহ পুকিস্তানী বুদ্ধিজীবীরা চালিয়ে যাক। ইতিহাসে পুকিস্তান নামে কোনে জাতি বা দেশ কস্মিনকালেও ছিল না। ধর্মের দোহাই দিয়ে দ্বি-জাতি তঙ্কেÄর মোড়কে মুসলমানদের পৃথক আবাসভূমি তৈরী হলো। আমরা তো বঙ্গবন্ধু মুজিব ও ৪ জাতীয় নেতার নেতৃত্বে ৩০ লক্ষ মানুষের জীবন আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে রক্ষা পেয়েছি। এবার ঠেলা বোঝো! ধর্মের সাথে রাজনীতিকে গুলিয়ে সুরাবানর তহুরা নামক বেহেশতী শরব্‌ৎ খেয়ে আখেরে ছওয়াব মিলেছে বৈকি!!! বারো হাত কাকুড়ের তেরো হাত বিচি। সব রাষ্ট্রের সেনাবাহিনী থাকে আর পুকিস্তানে সেনাবাহিনীর মালিকানায় আছে রাষ্ট্র। তাতেই থেমে থাকেনি, সেনাবাহিনীরও মালিক আছে নাম তার আইএসআই! যার সন্ত্রাসী হস্ত লম্বা হতে হতে মস্কো পর্যন্ত ঠেকেছে। কেবল তো শুরু বখতিয়ার খিলজীর বংশধরদের জন্য আরো দিন বাকী অপেক্ষায় আছে। শুধু শিক্ষা ব্যবস্থার কথা বললে হবে!!! যেখানে সেনারাজনীতি সেখানেই এই পরিণতি। পুকিস্তানে কোনো পর্যায়েরে বিদ্যায়তনেই ইতিহাস পড়ানো হয় না। কেন??? আর ভারত বা বাংলাদেশে পুকিস্তানের মতো আভ্যন্তরীণ ক্ষেত্রে শাসন-সংক্রান্ত সমস্যা নেই। সমস্যা যা আছে তা পুকিস্তান কর্তৃক উৎপাদিত এবং রপ্তানীকৃত। সুতরাং, হয় পুকিস্তান সমূলে ধ্বংস হবে নতুবা দেশটিকে ফিরে যেতে হবে '৭০-এর নির্বাচনকালীন সময়ে। যখন তারা দেশের আপামর জনসাধারণের সাথে নির্বাচনী ফলাফল নিয়ে তামাশা করেছিল। সংবিধান প্রণয়নে রাজনীতিবিদদের উপহাসের পাত্র হিসেবে উপস্থাপন করেছিল। পাপাচারে জর্জরিত রক্তাক্ত হস্তে বালেতান পয়দা করা যায়; গণতন্ত্র নয়। সে জন্য শুধু মলত্যাগ নয়, আত্মত্যাগ চাই। এক্ষণে নাকে খত দিয়ে পুনরায় জনসাধারণের প্রত্যক্ষ ভোটে গণপরিষদ তৈরী করে সংবিধান প্রণয়ন করে স্বচ্ছ গণতান্তিক প্রক্রিয়া চালু ভিন্ন অন্য কোনো উপায় নাই গোলামের জাতের! তার আগে অতীত কৃৎকর্মের জন্য করজোড়ে ক্ষমা চাইতে হইবেক!!!
    7hoursago·Like·4people

    5.ShahnazParveen ধর্মই যত অধর্মকে টেনে আনছে।
    7hoursago·Unlike·2people

    6.VamtiHossenbangladesherhindukhubbeshihindumusholmankhubbeshimusholman
    7hoursago·Unlike·1person

    .HillolDutta ভামতির পর্যবেক্ষণটি স্টেরিওটাইপড বটে, তবে কিছুটা সত্যতা এর মধ্যে আছে বটে।
    7hoursago·Unlike·1person

    RifatIstiak মানুষ যেমন আদীতে সংগঠিত হতে, মানবিক হতে ধর্ম সৃষ্টি করেছিল আজ সেই মানুষই তার ব্যক্তিস্বার্থের সাথে সাথে ধর্মের নতুন কাঠামো দিতে চাইছে... যেখানে, হয়তবা ব্যক্তির স্ব বিশ্বাস কিঞ্চিত থাকলেও সামগ্রিক মানবিকতা, সহমর্মিতা উধাও হয়েছে...
    ধর্মের রাজনীতি এ সামগ্রিক ধর্মিয় ক্ষেত্রকে আরো ব্যক্তিকেন্দ্রীকতায় কলুষিত করছে...
    6hoursago·Like

    .SafiaNaylaShuvra পাকিস্তানের বাস্তবতা ভিন্ন আর দেশটির অস্তিত্তই ধর্মভিত্তিক। তাই ধর্মকে বাদ দিয়ে সে দেশে কোনো সংস্কার সম্ভব হবেনা, এমনকি ধর্মীয় নীতির নামে যে অন্যায় আর বৈষম্যমূলক নীতি গুলো রয়েছে, সেগুলোর মাত্র একটিকে সংস্কার করতে যেয়ে নিজ দেহরক্ষীর হাতে প্রাণ দিতে হয়েছে একজন প্রগতিশীল রাজনীতিবিদকে। কূপমন্ডুকতা আর সাম্প্রদায়িকতার বিষবাস্প এমন ভাবেই ঘিরে রেখেছে সেখানকার মানুষের মন। তাই সবার আগে ঐ ধর্মের মধ্যেই ধর্মের উদারনৈতিক দিকটি মানুষের মননে উদ্ভাসিত করতে হবে। আর শিক্ষা ছাড়া এর বিস্তার সম্ভব নয় কিন্তু সেটির সিদ্ধান্ত কেবল নিতে পারেন পাকিস্তানের রাজনীতিবিদেরা যে তারা তাদের জনগণ তথা আগামী প্রজন্মকে কিভাবে গড়ে তুলবেন ! রাজনীতির মধ্যে গুণগত পরিবর্তনটা ভিষণ ভাবে জরুরী তাই। একবারে হবেনা, সময় নেবে কিন্তু সেজন্য ওয়াক্কাস মীরের মত প্রগতিশীল কিছু মানুষকে পরিবর্তনের জন্য সবসময় তাদের এই নোংরা,পুঁতি-গন্ধময়, ক্ষয়ে যাওয়া সমাজের উপর নজরদারী এবং চাপ প্রয়োগ অব্যাহত রাখতে হবে। পাকিস্তানের জণগনকে এটাও মনে রাখতে হবে, পরিবর্তনটা তাদেরই করতে হবে, বাইরের কোন দেশ বা শক্তি'র উপর বিশেষ করে আমেরিকার মত কারো উপর নির্ভর করলে হবেনা, নির্ভর করলে যে কি হয় তার অসংখ্য উদাহরণ চোখের সামনেই রয়েছে। পাকিস্তানকে ঘুরে দাঁড়াতেই হবে।
    6hoursago·Like

    .AbulKhayer প্রথম অংশ নয় শেষাংশে কিছু সত্যতা আছে বৈকি! বছর তিনেক আগেও হিন্দু ধর্মাবলম্বীগণ ধর্মীয় পরিচয় দিতে কুণ্ঠিত ছিলেন। ২০০১-এর ভবহ অত্যাচার তাদের নিরাপত্তাহীন করে তুলেছিল। এমন কী বিবাহিত রমণীগণ পথে বেরুতে সিঁদুর চিহ্ন ব্যবহারে অনীহা দেখাতো। ঢাকা বরিশাল এবং সিলেটে এমনটা দেখেছি। আর হালে যেটা প্রকটভাবে দৃশ্যমান। কোনো যুবককেই পুরো নাম বলতে শুনি নি। কেবল ডাক নাম যেমন- জুয়েল, হিমেল, দোদুল, বাবু, বাবুল, পুলক ইত্যাদি। পুরো নাম প্রকাশে সংকোচ পাছে কে কীভাবে নেয়! ১৯১১তে বাংলাদেশে বসবাসরত মোট জনসংখ্যার ৪৬% ছিল হিন্দু। এক্ষণে তা নেমে এসেছে ১২-১৫%-এ। অর্থাৎ ৩৪-৩১% বেমালুম গায়েব! কী এমন গায়েবী ওহী নাজেল হয়েছিল যে এতো বিপুল সংখ্যক মানুষ বাস্তুভিটা ত্যাগ করলো??? এসব খতিয়ে দেখা উচিৎ! কেননা মূল্য দিতে হচ্ছে। প্রইমারী স্কুল থেকে শুরু করে কলেজ-বিশ্ববিদ্যালয় পর্যন্ত গণিত, বিজ্ঞানের ভালো শিক্ষকের অভাব এখন প্রকট আকার ধারণ করেছে। হিন্দুর সম্পত্তি আর নারী দখলে মুসলমানের লোভাতুর দৃষ্টি রয়েছে। এটি ঐতিহাসিক সত্য। সর্বব্যাপী দখলীকৃত এবংবিধ নিকৃষ্ট-ইতর মানসিকতার আশু অবসান জরুরী।
    6hoursago·Like·1person

    ১০.SraboniEndowChowdhury"আজকে আমার বলতে দ্বিধা নেই যে এদেশের জন্য না আছে আমাদের কোনো সহানুভূতি, না আছে কোনো লজ্জা। " .....lekhokkhubsottikothabolechen.Ekattoreoralojja, bibek, manobikota...bishorjondiyeche.Folosrutiteajkeeidosha.manobikotaitodhormo.Amaketagkorarjonnooshonkhodhonnobad.KuladaRoy
    6hoursago·Like·1person

    ১১.KrishnakoliAkash‎@AbulKhayer, Hindu%aarokomekhon....its4/5%....plscheck
    5hoursago·Like

    ১২.AbulKhayerKrishnakoliAkash@ ২০০১-এর নির্বাচনের আগের হিসাব। বশংবদ তঙ্কÄ¡বধায়ক লতিফুরের নির্বাচনের পর বিএনপি-জামাত কর্তৃক সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর যে ভবহ অবস্থার সৃষ্টি করা হয়েছিল তাতে অস্বাভাবিক হলেও কমাটাই স্বাভাবিক!?
    aboutanhourago·Like
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ১৯:১৬482208
  • আমার মনে হয়েছে—বাংলাদেশর মুসলমানগণ ধর্ম বিষয়ে পাকিস্তানের বিষয়ে ভাল জানেন। যেমন দুকাঁধে দুজন ফেরেশতা থাকেন। তাদের একজন পাপ লেখেন। আরেকজন পূণ্য লেখেন। এদের নাম এবং কে কোন কাজটি করেন—সে প্রশ্ন করলে পাকিস্তানের একমাত্র আশরাফই বলতে পেরেছেন তাদের কাজের নামটি। অন্য তিন পাকিস্তানী বলতে পারেন নাই। কিন্তু এ প্রশ্নটি বাংলাদেশের এক গৃহবধুকে করার সঙ্গে সঙ্গেই তিনি সঠিক উত্তর বলে দিলেন। তাদের কে কোন কাজ করেন তাও ঠিক ঠিক বলেছেন। এই বাংলাদেশীদের মধ্যে কেউই আমাকে কখনো হিন্দু ধর্ম ছেড়ে মুসলমান হতে অনুরোধ করেননি। সেদিন আমার ছোটো মেয়ের (১২ বছর বয়স) ব্যালে শো ছিল। তার সঙ্গে নেচেছে ঐন্দ্রিলা ভুঁইয়া। ব্যালে শেষে যখন ওদের খাবার দেওয়া হল—তখন ১২ বছর বয়স্ক মেয়ে ঐন্দ্রিলা খাবার খায়নি। রোজা রেখেছে। ঐন্দ্রিলার বাড়ি বাংলাদেশে। ওদের পরিবারে সঙ্গে মাঝে মাঝে আমার দেখা হয়। তারা বাংলাদেশের প্রতিবেশি হিন্দুদের সম্প্রীতিময় স্মৃতি স্মরণ করেন এই নিউ ইয়র্কে। বাংলাদেশে জঙ্গীবাদি ঘটনার কোনো খবর শুনলে উদ্বিঘ্ন হন।
  • siki | 122.162.75.242 | ০৩ আগস্ট ২০১১ ২০:৪২482219
  • আর মানুষ? মানুষ কত পার্সেন্ট আছে? যার পরিচয় হিন্দুও নয়, মুসলমানও নয়, কেবল মানুষ? কেবল বাংলাদেশী? কত পার্সেন্ট?

    ধর্মপরিচয় ছাড়া বাঁচা কি এতই কষ্টকর?

    কুলদাবাবু, অত্যন্ত অত্যন্ত ভালো লাগছে। আরও লিখুন। পড়ছি মন দিয়ে।
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ২২:০২482230
  • আবার আজিজুর রহমান নামে আরেকজন সিলেটি ভদ্রলোক সেদিন ফোন করে জানালেন, তার পুত্রবধু ঝামেলা করছেন। সেজন্য তারা একজন আইনজীবী খুঁজছেন। আইনজীবীটি হতে হবে ইহুদিদের মধ্যে থেকে। ইহুদিরা খুব আন্তরিকভাবে কাজ করে এবং কোনোরূপ বেঈমানী করে না। তিনি জানালেন। অথচ আজিজুর রমানের কাছে আমি বহুবার শুনেছি---ইহুদিরা মুসলমানদের জাতশত্রু। তাদের প্রতি ঘৃণা পোষণ করেন সকল মুসলমানই। কিন্তু ব্যক্তিগত সমস্যা থেকে উত্তরণের জন্য মুসলমান বাংলাদেশী আইনজীবীর বদলে ইহুদী আইনজীবীতেই আজিজুর রহমানের আস্থা। এবং এই বিষয়ে পরামর্শ নিচ্ছেন একজন হিন্দুর কাছে। আজিজুর রহমান আমাকে অনুরোধ করেছেন, যেন আমি এই ঘটনাটি কোনো বাংলাদেশী মুসলমানের কাছে না বলি। এক্ষেত্রে ধর্মের সীমারেখাটি অতিক্রম করে যাচ্ছেন।

    আমি লক্ষ করেছি—এই চার পাকিস্তানী বন্ধু স্বল্পবসনা মেয়েদের দেখেন। তাদের নিয়ে গল্পগুজব করেন। মোহাম্মদ আকন্দ বিভিন্ন উপহারের বিনিময়ে এই ভিন্নধর্মের বিদেশিনীরদের কাছ থেকে আলিঙ্গন কামনা করেন। আর পাকিস্তানী মাহমুদ সময় পেলেই রাস্তায়, পার্কে ঘুরে বেড়ান। নারীদের দেখেন। কেমন দেখেন সেগুলোর রগরগা বর্ণনাও দেন। এই ঘুরে বেড়ানো আর দেখাদেখি নিয়ে মাহমুদের পরিবারের লোকজন অখুশী। বলেন বুড়োর ভীমরতি ধরেছে। মাহমুদ এ বিষয়ে বলেন, দ্যাখো, আমার বিবি কোনোকালেই আমাকে ভালবাসেনি। ভূস্বামী বলে অহংকারে আমার মা-ভাইবোনদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে। আমি মুহাজের বলে ঘৃণা করে। আমি সেই কারণে স্ট্রিট শো দেখে সময় কাটাই। আমি লক্ষ করেছি-- এরা কিন্তু যখন ধর্ম নিয়ে কথা বলেন, তখন বোরকার উপকারীতার কথা বলেন। বলেন—বোরকা ছাড়া মেয়েদের চলা উচিত নয়। এবং স্বল্পবসনা হওয়ার কারণে এরা দোজখে যাবে।

  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ২২:১৭482241
  • নিউ ইয়র্কে বাংলাদেশীদের মসজিদ আছে। বাংলাদেশীরা নিয়মিত মসজিদে যায়। আবার পাকিস্তানীদের মসজিদও আছে। কিন্তু বাংলাদেশীরা বাংলাদেশী মসজিদে যেতে পছন্দ করেন। পাকিস্তানীরা পাকিস্তানীদের মসজিদই খোঁজেন। এটা অসাধারণ একটা বৈপরীত্য। বাংলাদেশীরা বাংলাদেশী মুদিখানায় যায়। পাকিস্তানীরা কখনো বাংলাদেশী মুদিখানা যায় না। বাংলাদেশী হিন্দুরা মুসলমান মালিকানাধীন বাংলাদেশী মুদিখানায় যাওয়াটাই ভাল মনে করেন। ভারতীয় মুদিখানাও তাদের অপছন্দ নয়। এক্ষেত্রে ধর্ম সমস্যা নয়। তারা আগে দেখছেন ভাষা, দেশের টান, প্রয়োজনের তাগিদটা। ধর্মের পছন্দটা তেমন কাজে লাগছে না। আবার বাংলাদেশীরা তাদের অনুষ্ঠানে উৎসবে ভারতীয় শিল্পীদের আমন্ত্রণ করে আনছেন। তাদের গান শুনছেন। কিন্তু পাকিস্তানী শিল্পীদের আনছেন না। আর ভারতীয় বাঙ্গালীরা বাংলাদেশী শিল্পীদের নেওয়ার কোনো চেষ্টাই করেন না। এ ব্যাপারে বাংলাদেশী আর ভারতীয় বাঙালিদের মধ্যে পার্থক্য সুস্পষ্ট। আর পাকিস্তানীদের উৎসবতো ধর্মীয় জলসা।
  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ২২:২৭482252
  • কুলদাদা, ইন্টারেস্টিং লাগছে।
    তবে মুদিখানার ব্যাপরটা এখানের সাথে খুব মিলছে না।

    আর, ভারতীয় আর পাকিস্তানেদের মধ্যে কিন্তু অনেক বেশি সদ্ভাব দেখেছি এখানে। সে মুদীখানার মালিক হোন কি ক্যাব চালক।
    কিছু মনে রাখার মত অভিজ্ঞতাও আছে। পরে লিখবো।

    আপনি ও অন্যরা লিখতে থাকুন।
  • Nina | 12.149.39.84 | ০৩ আগস্ট ২০১১ ২২:৪৮482264
  • কুলদাভাই, খুব ভাল লাগছে আপনার চোখে দেখা ঘটনাগুলি--কিছু মিলছে কিছু মিলছেনা---আর অনেক জানতে পারছি।
    পাকিস্তানি ও বাংলাদেশি দুইরকমেরই বন্ধু আছে ---মনে হয় কিছু মানুষ যে দেশেরই হোন--মানুষ হিসেবে মেশেন---সে ভারতীয়, বাংলাদেশি কি পাকিস্তানি, সবের মধ্যেই অছেন।
    বাংলা দেশের ইফত আরার গান শোনার জন্য আমাদের এই সাউথ জার্সিতে লোকে খুউব উৎসুক---দুবার শোনার সৌভাগ্য হয়েছে---আমাদের ভারতীয় জলসা তেও আবার বাংলাদেশি বন্ধুদের বাড়ীতে।
    রিসেন্টলি অ্যাট্‌লান্টিক সিটিতে শ্রেয়া ঘোষাল ও পাকিস্তানের আতিফ আসলাম একই মঞ্চে গেয়ে গেলেন---শ্রোতা তিনজায়গারই ছিলেন।
    আমাদের ছেলেমেয়েদের মধ্যে মেলমেশা আরও স্মুথ, তারা পরস্পরকে বিভিন্ন অরিজিনের কিন্তু একই ভাবে মেশে---কিছু এক্সসেপশন তো থাকতেই পারে --কিন্তু তারা একেবারেই সহজ।
    খুব মন দিয়ে পড়ছি আপনার লেখা--

  • pi | 72.83.100.43 | ০৩ আগস্ট ২০১১ ২২:৫৩482274
  • কুলদাদা, দ্বিতীয় প্রজন্ম , মানে এই ধরুন আপনার মেয়েদের বন্ধুদের মধ্যে বাংলাদেশী, পাকিস্তানীদের সম্পর্কের সমীকরণ কেমন ?
  • Kulada Roy | 74.72.54.134 | ০৩ আগস্ট ২০১১ ২৩:১৩482275
  • আমি আসলে আমার অভিজ্ঞতাটাই বলছি। আগে নিউ ইয়র্ক শেষ করব। তারপর বাংলাদেশ পর্বটা বলব।
    আর ভাষাগত কারণে ভারতীয় হিন্দিভাষী ও উর্দুভাষীদের সঙ্গে আলাপ জমে ভাল। এখানে ধর্মের জোরটা থাকে না। আতিফ আসলাম পাকিস্তানী শিল্পী হলেও তার জনপ্রিয়তা তো মুম্বাই ফিল্ম থেকেই। তার চেয়েও বড় বিষয় তিনি ভাল গায়ক। তার গান ভাল লাগে। এ কারণেও তার গান হলে শুনতে যায়। আর ভারতীয় শিল্পীদের প্রতি কিন্তু বাংলাদেশীদের অনুরাগ ব্যাপক। এ বিষয়ে কোনো বিদ্বেষ কাজ করে না। ধর্মের চেয়ে ভাষা, ভুগোল, দেশ অনেক বেশী মানুষকে একত্রিত করে। পরে ধর্মটা ধর্ম পালনের ক্ষেত্রে আসে।
  • i | 137.157.8.253 | ০৪ আগস্ট ২০১১ ০৯:৪৯482276
  • পাকিস্তানের সাহিত্যিক গল্পকার কবিরা কি ভাবে ধরছেন পাকিস্তানকে - কেউ যদি লেখেন...ওয়াপসি সিধয়া, কামিলা শামসি বা সেরা সুলেরির মত যারা পাশ্চাত্য দুনিয়ায় সবিশেষ পরিচিত এবং জনপ্রিয়- মূলত: ইংরিজিতেই লেখেন। এর বাইরে যে বিরাট লেখালেখির জগত-ঊর্দূ , সিন্ধি ,বালুচি বা পশতু ভাষায় যে সব লেখাপত্র - বাইরের জগতে কতখানি পরিচিত সাহিত্যে পাকিস্তান কিভাবে এসেছে জানার আগ্রহ রইল।
  • i | 137.157.8.253 | ০৪ আগস্ট ২০১১ ০৯:৫০482277
  • বলতে চাইলাম-বাইরের জগতের কাছে সে সব লেখা কতখানি পরিচিত মানে অনূদিত হয়েছে আর সেই সব লেখায় পাকিস্তান কিভাবে এসেছে জানার আগ্রহ রইল।
  • pingo | 173.253.131.51 | ০৫ আগস্ট ২০১১ ০৪:০৯482278
  • kuladaroyerlekhakhubbhalolaglo.
  • i | 137.157.8.253 | ০৫ আগস্ট ২০১১ ০৮:৪৫482279
  • কুলদাবাবু কৈ গেলেন?

    আর আপনারা লিখুন না পাকিস্তানের সাহিত্যে কতখানি প্রতিফলিত সে দেশ, ব্যাকড্রপ সরিয়ে নিলেই সে কি যে কোনো দেশের গল্প হয়ে যায়?

  • pi | 128.231.22.99 | ০৫ আগস্ট ২০১১ ০৮:৫৩482280
  • কুলদাদা জানিয়েছেন, আসছেন, আসছেন। একটু সময় দিতে।
    অন্যরাও লিখুক না।

    সামরানদি ?

    প:বঙ্গের প্র্যাকটিসিং মুসলিমদের নিয়ে ও মুসলিম পরিচয় নিয়ে প:বঙ্গে থাকা নিয়ে পিঙ্গোর তো অনেক অভিজ্ঞতা আছে। সেগুলোও আসুক। পাকিস্তানের পরিস্থিতি অন্যরকম কিনা বুঝতে সুবিধা হবে।
  • kallol | 115.184.50.193 | ০৫ আগস্ট ২০১১ ০৮:৫৭482281
  • কুলদা বা সামরান লিখুক। কিন্তু পাকিস্তানের মানুষ পাকিস্তান নিয়ে কি ভাবেন - সেরকম লেখা জোগাড় করা যাবে কি?
  • i | 137.157.8.253 | ০৫ আগস্ট ২০১১ ০৯:৫০482282
  • ইংরিজিতে লেখা ,বা ইংরিজি অনুবাদ হয়েছে এরকম অনেক বই-ই আছে। সেদিন কয়েকজন জনপ্রিয় মহিলা লেখকের নামও উল্লেখ করলাম। সময়াভাবে অন্য কারো কথা লেখা হয় নি। আবার সব লেখা তো পাকিস্তান নিয়েও নয়। পাকিস্তানে বসে পাকিস্তানকে উপজীব্য করে কিছু লেখা নিয়ে আলোচনা পেলে ভালো হত।
    আমার কাছে পাকিস্তানের ১৩ জন মহিলা লেখকের ছোটো গল্পের কালেকশন আছে একটি। আমি একটু সময় করে এই সুতোতে জট না পাকিয়ে নতুন সুতোয় লিখবখন।

    কুলদাবাবু , বাকি সকলে লিখুন।
  • pi | 72.83.100.43 | ০৫ আগস্ট ২০১১ ১০:৩০482284
  • কল্লোলদা, ওয়াক্কাস মীর তো লিখছেন। কুলদাদাও ওঁর পাকিস্তানী বন্ধুরা কী ভাবেন , লিখছেন, লিখবেন।
    এরকম অনেকের পাকিস্তানি বন্ধু বান্ধবই তো আছেন। তাঁদের কথা একটু শেয়ার করা হোক না কেন।

    তবে, i দির দাবিটাও সাথে রইলো।অএবং i দির কাছেও :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ প্রতিক্রিয়া দিন