এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাকিস্তান : পাকিস্তানবাসীর চোখে

    pi
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১১ | ৬১৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 198.82.23.40 | ১৫ নভেম্বর ২০১১ ০০:৪০482351
  • সময়াভাবে আগে পড়া হয়নি। এখন পড়ে ফেললাম আগাগোড়া। কুলদাবাবু এবং পিঙ্গোকে অভিনন্দন এই বিষয়ে লেখার জন্য। আরো লিখুন। পাকিস্তান-বাংলাদেশ মিলিয়ে আমারও কয়েকজন বন্ধু হয়েছে এদেশে থাকাকালীন। লিখবো কখনও তাদের কথা।
  • Amit Lahiri | 59.93.202.9 | ৩০ ডিসেম্বর ২০১১ ২৩:৩৩482352
  • bangladeshermusalman, pakistanerhindu, bharatermuslim, nepalerhindu, tibbaterbouddha, srilankarchristan, paschimbangermusalman, pakistanerchristan, kashmirerpakistani, srilankartamil, ...uffff, mathatabhno-bhnokorchhena? duniyarsobdeshesobkalemonishiraekbakyeswikarkorechhen "sobaruporemanushsotyo" ...Rabindranathtoknedeknedehediyemoregelen.ajoamramanushhoteparlamna, ....konodinoparboki?
  • Amit Lahiri | 59.93.202.9 | ৩১ ডিসেম্বর ২০১১ ০১:১৭482353
  • আগের কমেন্‌ট্‌টা করেছিলাম কেবল প্রথম পাতাটা পড়েই, সেজন্য দু:খিত। অসামান্য টই - আড্ডাটা চলুক, আমরা স্নাত হই। তবে মানুষ হয়ে ওঠার প্রস'গে আমার মতামতটা অপরিবর্তিতই থাক্বে।
  • pi | 72.83.80.169 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৮482354
  • তুললাম।
  • Nina | 12.149.39.84 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪২482355
  • পিঙ্গো ফিরেছে বুঝি, পাই??
  • pi | 72.83.80.169 | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:০৩482356
  • বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে আজ ফেসবুক গ্রুপে বিস্তর আলোচনা হচ্ছে। অনেকরকম পার্স্পেক্টিভ উঠে আসছে। এদিক থেকে আমাদের হিন্দুত্ববাদীদের দাবি ওখানে হিন্দু 'জেনোসাইড' চলছে। যদিও তার কোনো তথ্য প্রমাণ দিতে পারছেন না।
    বাঁলাদেশের হিন্দু মুসলমান অনেকেই লিখহি্‌চলে্‌ন, ওখানকার অবস্থাটা নিয়ে। 'জেনোসাইড' কোন্‌ব্‌হাবেই বলা চলেনা। কিন্তু জামাত থেকে থেকে থেকেই কিছু 'পরিকল্পিত' আক্রমণ করা হয়। এমনিতে 'সংগ্‌খ্‌য়ালঘু' হবার কারণেই দুরবস্থা কি না, সেই নিয়ে বিতর্ক চলছে। সবাই একমত নন দেখলাম।
    হয়তো লিখবেন এখানে।

    এদিকে প:বংগ থেকে মোহিত রায় এই কাজটা করেছেন, সেটার রেফারেন্স দিয়েছেন একজন। প:বংগে নাকি হিন্দুরা মাইনরিটি হয়ে যাবেন !
    http://caambkolkata.webnode.com/publications/

    এই মোহিত রায় ই কি 'পরিবেশের জাতপাত'এর লেখক ?
  • riddhiman | 108.218.136.234 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:০৩482357
  • ইয়ারকির একটা লিমিট আছে। ৪ টে ডেটা পয়েন্টের ওপর মডেল তৈরি করেছে। সেটার ওপর প্রেডিকশান। ঠিক আছে, নাদান , স্ট্যাট ভাল জানে না, বলে ছেড়ে দেয়া যেত।
    কিন্তু নির্লজ্জতার চরম হচ্চে, এই চারটে ডেটার ওপর আক্ষরিক অর্থে এক ডিগ্রী ওপরে গিয়ে কোয়াড্রাটিক ফিট করেছে আর গর্বের সাথে দেখাচ্চে আর স্কোয়ার .99.
    JaasT ekaTu niche neme Jadi tinaTe deTaa payenT nito aar skoyaar 100 paarasenT pet. erar 0. paachaTaa DeTaa niye 4 Digri palinamiyaal phiT karaleo taai. khaape khaap phiT. sTyaaT 101 er ekadam praathamik stare 'ki 'naa' karite haibe' r taalikaai ei dharaner udaaharan aase. taao ekaTu riyaalisTik dekhaanor jany etaTaa pyaatholajikaal uda: dey naa. aar eiTaa hal kinaa ei lekhaaTaar men resaalT! (aager bishyudbaari ei klaaser ekaTaa homoyaark kare elaam, tai puraki sahakaare likhachhi)

    eke bale obhaaraphiTi`m. erakam esTimeT niye 2050 er preDikashaan baddha unmaad chharhaa keu karabe naa. paabalik ke gaanDu bhaabe naaki?

    aabaar aabadaar dekh, ken samaajabid, arthanItibidaraa aamaar pepaar dekhe kichhu balachhe naa , ken aamaar aar-skoyaar dekhe aamaake bhaarataratn deyaa habe naa? or guru shyaa: mu: r baabaa a`mker ei baahaar dekhale charhiye laal kare dit.
  • riddhi | 108.218.136.234 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:০৪482358
  • সরি, রোমান পার্ট টা এরকম হবে:-

    যাস্ট একটু নিচে নেমে যদি তিনটে দেটা পয়েন্ট নিতো আর স্কোয়ার ১০০ পারসেন্ট পেত। এরর ০। পাচটা ডেটা নিয়ে ৪ ডিগ্রি পলিনমিয়াল ফিট করলেও তাই। খাপে খাপ ফিট। স্ট্যাট ১০১ এর একদম প্রাথমিক স্তরে 'কি 'না' করিতে হইবে' র তালিকাই এই ধরনের উদাহরন আসে। তাও একটু রিয়ালিস্টিক দেখানোর জন্য এতটা প্যাথোলজিকাল উদ: দেয় না। আর এইটা হল কিনা এই লেখাটার মেন রেসাল্ট! (আগের বিশ্যুদ্বারি এই ক্লাসের একটা হোমোয়ার্ক করে এলাম, তই পুরকি সহকারে লিখছি)

    একে বলে ওভারফিটিং। এরকম এস্টিমেট নিয়ে ২০৫০ এর প্রেডিকশান বদ্ধ উন্মাদ ছড়া কেউ করবে না। পাবলিক কে গান্ডু ভাবে নাকি?

    আবার আবদার দেখ, কেন সমাজবিদ, অর্থনীতিবিদরা আমার পেপার দেখে কিছু বলছে না , কেন আমার আর-স্কোয়ার দেখে আমাকে ভারতরত্ন দেয়া হবে না? ওর গুরু শ্যা: মু: র বাবা অংকের এই বাহার দেখলে চড়িয়ে লাল করে দিত।
  • pi | 128.231.22.249 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:১৩482359
  • বল্লে হবে ?

    পুনে ইউনিতে Dept of Politics & Public Administration -Hl ‘Migration and Its Impact on Indian State and Democracy’ এ প্রেজেন্ট করা পেপার। HHB 8-)
    চারটে পয়েন্ট ধরে ট্রেণ্ড দেখিয়ে দিয়েছেন, ২০৫১ এর মধ্যে প:বঙ্গে হিন্দুদের ফিউচর ডুম ডুম ডুম।
  • riddhi | 108.218.136.234 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৪০482154
  • দেখুন, এখানেই জোচ্চুরি আর পাঁঠামো খুব সহজে ফারাক করা যায় । পাতি লে-ম্যান হলে একটা লাইন ফিট করত। উনি কার্ভ ফিট করার বিদ্যে টুকু রাখেন, আর ওভারফিটিং কি জানেন না?
    এতটাই পুরকি যে লিনিয়ার করলেন না। তাহলে মাইনরিটি হতে ২১২০ খ্রী: লেগে যেত। ততদিন বাঁচব না কেউই। তাই সেকেন্ড ডিগ্রী।
  • pi | 128.231.22.249 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৮:৫৪482155
  • :)
  • potke | 180.151.34.130 | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২১482156
  • বালের পেপার
  • pi | 128.231.22.249 | ০১ মার্চ ২০১২ ০০:৩১482157
  • এই যে ঋদ্ধিমান, পটকেদা, এই পেপার নিয়ে সমালোচনা করার জন্য লোকজন হেব্বি বকেছে। 'অনুষ্টুপে' বেরিয়েছিল, আর তার তোমরা ভুল ধরতে এয়েচ ? ইয়ার্কি হচ্ছে, অ্যাঁ ?
  • পাই | 82.83.85.246 | ৩০ মে ২০১২ ১৮:৪৫482158
  • বাংলাদেশে হিন্দু নির্যাতনের টইটাতে অনেকটা প্রায় একই আলোচনা চলছে। এটা তুললাম।
  • maximin | 69.93.201.57 | ৩১ মে ২০১২ ০১:১৮482160
  • এত ধর্মবিশ্বাস কোথায় রাখবে পাকিস্তান? করাচীতে রায়ট লেগেই আছে। রোজদিনই পড়ি 'রিনিউড ওয়েভ অফ ভায়োলেন্স।' মুসলমান মুসলমানকে মারছে।

    যেমন এইমাত্র একটা খবর পড়লাম -- করাচী ভায়োলেন্সে সাত জন মারা গেছে, এর প্রতিবাদে লইয়ার সহ সমস্ত জুডিশিয়াল স্টাফ আজ কোর্ট বয়কট করেছেন।
  • maximin | 69.93.201.57 | ৩১ মে ২০১২ ০১:১৮482159
  • এত ধর্মবিশ্বাস কোথায় রাখবে পাকিস্তান? করাচীতে রায়ট লেগেই আছে। রোজদিনই পড়ি 'রিনিউড ওয়েভ অফ ভায়োলেন্স।' মুসলমান মুসলমানকে মারছে।

    যেমন এইমাত্র একটা খবর পড়লাম -- করাচী ভায়োলেন্সে সাত জন মারা গেছে, এর প্রতিবাদে লইয়ার সহ সমস্ত জুডিশিয়াল স্টাফ আজ কোর্ট বয়কট করেছেন।
  • maximin | 69.93.201.57 | ৩১ মে ২০১২ ০১:২৫482161
  • ইস্যুটিকে মীর সাহেব সুন্দর অ্যাড্রেস করেছেন। ভালো লাগল।
  • Nishan | 82.89.200.226 | ৩১ মে ২০১২ ০২:১৩482162
  • পাকিস্তান মোটেই ভালো জায়গা না, আমার সবচেয়ে ভালো বন্ধু পাকিস্তানি, তার বাপ মা আজাদ কাশ্মীরের, সে ব্রুকলিনে বড় হয়েছে, তার কাছ থেকে শোনা কথা, সে যখন US Marine হিসেবে join করতে যায়, তার বাড়ি লেখা হয় J&K India :P কারণ মার্কিন সরকার অনুযায়ী কাশ্মীর গোটাগুটি ভারতের অংশ! এই বাওয়ালটা দেখা যায়, google china, US, India তে আলাদা আলাদা করে ভারতের ম্যাপ দেখলে!

    মুশকিল হোলো এই আজাদ কাশ্মীরের লোকেরা ভারতীয় নন, আবার সাধারণ অ-কাশ্মীরী পাকিস্তানীরা তাঁদের পাকিস্তানী মনে করেন না!

    তার কাছ থেকে শোনা আরেকটা কথা হোলো লেখাপড়া, আমার নিজের জ্ঞান অঙ্কের বাইরে বিশেষ বিস্তৃত নয়(অঙ্কেও নয় যদিও) কাজেই আমি অঙ্ক নিয়েই বলবো।

    পাকিস্তানে একখানা mathematical society আছে, যারা আছে সবাই সবাই কে চেনে, কারো বাইরের কোন ডিগ্রী প্রাইজ নেই, খালি নিজেদের মধ্যে প্রাইজ দেওয়া নেওয়া হয়!! কেউ কিছু জানে না!! ভারতেও অবস্থা খারাপ তবে এর থেকে ভালো!

    নিউ ইয়র্কে বাঙালী নিয়ে আমার ভালো খারাপ দুই অভিজ্ঞতা আছে, বাজার করার বিষয়ে আমার প্রথম পছন্দ বাংলাদেশি দোকান ( চানাচুর বাদে) দ্বিতীয় ভারতীয় দোকান, পাকিস্তানী দোকান সম্বন্ধে আন্দাজ নেই বিশেষ!

    চানাচুর ভালো পাওয়া যায় Astoria র এক বাংলাদেশি দোকানে, তা বাদ দিলে বাংলাদেশি চানাচুর মোটে ভালো না, আর ভারতীয় চানাচুর মানে হলদিরাম আর বিকাণীর ভুজিয়াওয়ালা, সে জিনিস ভুজিয়া নবরতন মিক্স যাই হোক না কেন, চানাচুর নয়!

    বাজে অভিজ্ঞতা বলতে গেলে
    ১) Chicken over rice কিনতে গেছি, দোকানে পাঞ্জাবী মহিলা বাওয়াল দিচ্ছে, চল যাবার পর দোকানী একগাল হেসে বললো "বুঝেনই তো, ইণ্ডিয়ার লোকজন সব!" আমি ভারতীয় জানানোতে বললেন "ও ভাইয়া বুঝতে পারি নাই বুঝলে বলতাম না!
    ২)বাঙলায় কথা বলা শুরু করলাম উত্তর এলো ইংরিজিতে পরে জানা গেলো আমার ভাষা খুব পরিষ্কার বলে বাংলা বলে বুঝতে পারেননি!
    ৩)পিজা ডেলিভারী বয় বাংলাদেশি দেখে বাংলায় কথা বললাম, আমি ভারতীয় শোনায় বিস্মিত হয়ে বললো "সেকি ভারতে লোকে বাংলায় কথা বলে নাকি?"
    ৪)এটা আমার বাড়ির কাছের দোকানে, দোকানী সিলেটের অতি ভদ্রলোক, খুব খাতির করেন, ওখান থেকেই কেনাকাটা করি আজকাল, Jackson Height যেতে হয় না, সে দোকানে একবার এক বাংলাদেশি ভদ্রলোকের সাথে আলাপ হোলো, আমার নামের মহৎ গুণ হিন্দু না মুসলমান বোঝার জো নেই! ( এমনকি অনেক আরবি লোকও নাম শুনে ভাবে আমি আরবি ) অতএব দাদা ধরে নিলেন আমি মুসলিম এবং অতএব বাংলাদেশি! জিগালেন মসজিদে যাই নাকি, আমি Rude হতে চাইনি, তাই ঘুরিয়ে জানালাম, বাড়ি আর ইশকুল বাদে কোথাওই যাই না অতএব মসজিদে যাবার প্রশ্ন আসেনা, তিনি আমণ্ত্রণ জানালেন। সঙ্গে ছিলো শান্তনু, আমার রুমমেট, তার নাম জিজ্ঞেস করতেই জানা গেলো আমরা ভারতীয়, দাদা বললেন সেকি দেখেছেন আপনাদের মসজিদের কথা বললাম। আমি হাঁ, আমি ভারতীয় ঠিক আছে, কিন্তু ওনার কথার আগাপাশতলা শুনে বোঝা গেলো ওনার ধারণা বাংলাদেশী মাত্রেই মুসলমান, ভারতীয় মাত্রেই হিন্দু, পরের কথাটা আরো মারাত্মক, জানালেন আমি ভারতীয় আগে বুঝলে এত "interest" নিয়ে কথা বলতেন না! পরেও দাদাকে দু চারবার দেখেছি সে খেপে আমিই আর interest নিইনি!

    ভালো অভিজ্ঞতা
    ১)ট্যাক্সি করে প্রেমিকাকে নিয়ে JFK থেকে ফিরছি, ট্যাক্সি নিলাম, পথে ঝগড়া, এবং মাথা জ্বলে আদা, ট্যাক্সিওলার সাথেও বেশ বদ গোছের ব্যবহার করলাম, তিনি কিন্তু আমাদের বাংলায় কথা বলতে শুনছেন, নামার পর জানালেন তিনি বাংলাদেশি, এবং আমার তেজ দেখানোয় কিছু মনে করেননি কারণ After all আমি বাঙালী :)
    ২)ঐ দোকান, দাদা মানে দোকানের মালিক ভারী খাতির করেন, বেছে বেছে ভালো জিনিস সস্তায় দিয়ে থাকেন :)
    ৩)Jackson Height এর প্রায় প্রতি দোকানের লোকজন আমাকে চেনেন, বেশ কয়েকদিন না দেখলে খোঁজ নেন কেমন আছি আর মাঝে মাঝে কম টাকা নিয়ে বলেন দাদা অনেক দিন পর এলেন তো তাই কম নিলাম :) মেরিট কাবাবে এ ঘটনা ঘটেছে একাধিক বার, এদিকে প্রিমিয়াম সুইটসে আমাকে চেনে আমার প্রেমিকা রুমমেটকেও চেনে আমার মারফৎ, আমি একা গেলে জানতে চান আজ একা কেন, খুঁটিয়ে জেনে খাবার দেন, এবং কখনো যদি বুঝতে পারেন আমি এতটা খেতে পারবো না সেটাও জানান :) Particularly রীতাদি!

    আর খুব সত্যি কথা বলতে যেকোন জায়গাতেই আমার ভালো অভিজ্ঞতাগুলোই বেশি, খারাপ যেগুলো বললাম সেগুলো হাস্যকর কিন্তু ক্ষতিকর কখনোই নয়! আমার বাড়ির মোড়ের আরবি দোকানদার আমাকে অধিকাংশ জিনিস 50¢ কম দামে দেন :) সেই দোকানে একবার রাত এগারোটায় এক পোলিশ চিত্রকরের সাথে আলাপ হয়ে গেসলো, জোর করে বাড়িতে ধরে নিযে গেলেন, একসাথে বসে মদ্যপান এবং সবিতামঞ্জরী সেবন করলাম, আসার সময় নিজের আঁকা একটি ছবি দিলেন :) অনেক সময় আমার কাছের অনেক লোক বলেন এইভাবে আলপটকা লোককে বিশ্বাস করে বিপদে পড়বো কোনদিন, আমার মনে হয় অবিশ্বাস করে রোজ বাঁচা তিলে তিলে মরার সমান, বিশ্বাস করতে গিয়ে যদি মরেও যাই মরবো তো শালা একবারই রোজ তো আর অবিশ্বাসের বিষ নিয়ে জ্বলতে হবে না, মানুষ আদতে ভালো প্রাণী, যেকোন লোকের থেকে ভালোটা বের করে আনা বা না আনার কাজটা আমারই, সেই যে পুরোন কথা "আপনার ব্যবহারই আপনার পরিচয়" :)
  • maximin | 69.93.201.57 | ৩১ মে ২০১২ ০৩:০২482163
  • আমার অভিজ্ঞতাও বলি। অর্কুটে যেটি আমার সবচেয়ে প্রিয় কমিউনিটি সেখানে নানা দেশের লোকজন আসে। ভারতীয় ও পাকিস্তানীরা সংখ্যায় সমান সমান। মিলমিশ ছিল।

    এদের সবচেয়ে কাছের যে, সে পেশোয়ারের ছেলে, ডাক্তার, এখনও বিয়ে হয়নি, ক্যারিয়ার আপডেট দেয়, মাবাবা বোনের আপডেট দেয়। আজ প্রায় ৬ বছর প্রতি জুম্মাবারে আমার জন্যে প্রার্থনা করে আসছে। বৃহস্পতিবারে জেনে নেয় এ সপ্তায় আল্লার কাছে আমার জন্যে কী চাইবে। ধর্মবিশ্বাসী, নিরীহ, নরম স্বভাবের ছেলে।

    মুসলমান নিয়ে আলাদা করে কিছু বলার নেই। প্রেসিডেন্সি কলেজের সহপাঠী জাহিদার বাড়ি গেছি দুএকবার। বাবার আইনজীবী বন্ধুদের মধ্যে যারা ক্লোজ ছিলেন, দুজন বাদ দিলে বাকি সবাই মুসলমান। যাওয়া আসা খাওয়াদাওয়া ছিল। এটা কিন্তু এক জেনারেশন আগেকার কথা।
  • maximin | 69.93.201.57 | ৩১ মে ২০১২ ০৩:০৬482165
  • পাকিস্তানের বর্তমান অবস্থার কথা খবরের কাগজে পড়ি। ঐ দেশে যারা পাকাপাকি থাকেন তাদের জন্যে খারাপ লাগে।
  • ঝিকি | 229.83.85.197 | ৩১ মে ২০১২ ০৮:০১482166
  • সেজন্য পাকিস্তান টীম জিতলে আমার এখন খুব ভালো লাগে। এত প্রতিকুল পরিবেশেও ওরা খেলার স্পিরিটটা টিকিয়ে রেখেছে, এটা দেখতে ভালো লাগে।
  • bb | 127.195.168.231 | ৩১ মে ২০১২ ০৯:৫৩482167
  • ২০০২ এ ছিলাম স্যান্টা ক্ল্যারায় এক পাকিস্থানী চালিত ESA তে- অসাধারন ব্যবহার পেয়েছিলাম। তিন মাস ছিলাম-সব্সময় খবর নিতেন, বাড়ী থেকে চি্কেন এনে খাইয়েছেন। ছেড়ে আসার সময় খুব কষ্ট পেয়েছিলাম।
    পরে ছিলাম একবার ডেট্রয়েটে- সেখানে এক পাকিস্থানী ড্রাইভার "মহম্মদ ভাই" পেয়েছিলাম। তিনি আসার সময় আমার মেয়েকে সোনার গয়না দিয়েছিলেন।
    আবার এই সেদিন হিউস্টনে অফিসে এক বাংলাদেশীর সঙ্গে আলাপ হতেই weekend এ হাজির হয়ে তার বাড়ীতে নিয়ে গেলেন। একরাত কাটালাম তাঁর বাড়ীতে।
    মানুষ সাধারণত ভালই , এই সবক্ষেত্রেই ধর্ম বা দেশ কিন্তু বাধা হয় নি।
  • Fatbottom | 24.96.64.179 | ২৫ মে ২০১৩ ১৮:৫৯482168
  • 'জেহাদ' বা 'জিহাদ' ব্যাপারটা কেউ একটু বুঝিয়ে বলবেন ?
  • দেব | 127.194.11.100 | ২৫ মে ২০১৩ ২১:০৭482169
  • ইউটিউবে জাকির নাইক + জিহাদ দিয়ে সার্চান, ডিটেল পেয়ে যাবেন।

    আমার যেটুকু জানা, শব্দটার মানে হল কোন অপশক্তির (সেটা মেটিরিয়াল/স্পিরিচুয়াল যা খুশি হতে পারে) বিরুদ্ধে সংগ্রাম।
  • Fatbottom | 24.99.135.223 | ২৬ মে ২০১৩ ১৯:০৭482170
  • দাদা, তবুও বোঝা গেল না । শিয়ারা কেন সুন্নিদের চোখে 'অপশক্তি' ?
  • siki | 132.177.34.235 | ২৬ মে ২০১৩ ২০:৫২482171
  • জিহাদ মানে তো ধর্মযুদ্ধ। অন্য ধর্মের প্রতিকূলতায় নিজের ধর্মকে জিতিয়ে রাখার সংগ্রামকেই তো জিহাদ বলে। ডিঃ বুকিশ নলেজ।

    শিয়া সুন্নিদের কেসটা সেই কারবালা প্রান্তরে হাসান হোসেনের মৃত্যুর সাথে রিলেটেড।

    কেউ একটু বিশদে লিখলে ব্রাশাপ কত্তে সুবিধে হয়।
  • দেব | 127.197.241.122 | ২৭ মে ২০১৩ ১০:৪৮482172
  • মুহম্মদের মৃত্যুর পরে মুসলিমদের মধ্যে পরবর্তী নেতা কে হবেন এই নিয়ে একটা প্রশ্ন ওঠে। একদল এ ব্যপারে ভোট নেওয়ার পক্ষপাতী ছিলেন এবং মুহম্মদের নির্দেশও এটাই ছিল। আরেকদল বললেন মুহম্মদের জামাই আলির হওয়া উচিত পরবর্তী নেতা এবং শুধু তাই নয়, আলির দুই ছেলে, হাসান ও হোসেন এবং শুধু তাদের বংশধরেরাই হবেন মুসলিমদের নেতা, ফর এটারনিটি। কারণ তারা বললেন এটা ডিভাইনলি অরডেইন্ড। এই নিয়ে ঝগড়া শুরু। প্রথম দল আবু বকরকে নির্বাচন করলেন। এরা পরিচিত সুন্নি নামে। দ্বিতীয় দল হল শিয়া। দুই দলের মধ্যে লড়াইএ মারা গেলেন হাসান ও হোসেন।

    এরপর ওভার টাইম আরো অনেক দাবীদাওয়া দুই সাইডে যোগ হয়েছে, তবে এই হল শুরুর পলিটিক্স। আজকে শিয়া-সুন্নি দুই দলের মধ্যেই অনেক উপদল তৈরী হয়েছে।

    কড়া সুন্নিদের বিশ্বাস কোন মানুষই ডিভাইন নন (ক্রিশ্চিয়ানদের এই নিয়ে এদের কাছ থেকে ঠাট্টা শুনতে হয়, দে মেড এ ডিভাইন ফিগার আউট অফ জিসাস) এবং মুসলিমদের নেতৃত্ব দেওয়ার ব্যপারে ডাইন্যাষ্টি পলিটিক্স চলবে না। শিয়াদের বিশ্বাস এর উলটো। তাদের বিশ্বাস মুহম্মদ ও তার বংশধরেরা ডিভাইন ফিগার।

    সুন্নিদের মধ্যে অবশ্য ভ্যারিয়েশন আছে। এটা একটা স্পেকট্রাম। এক প্রান্তে আছে সৌদি ওয়াহাবী/ভারতীয় দেওবন্দীরা যারা যেকোন রকমের মুহম্মদ 'পুজোর' বিরোধি। মাঝামাঝি আছেন কিছু যেমন বারেলভি গোষ্ঠী যারা ছুটকো ছাটকা পুজোয় (যেমন মুহম্মদের জন্মদিন পালন) আপত্তি করেন না। অন্য প্রান্তে সুফি সাধকরা যারা হিন্দুদেরও চ্যালা বানান ধর্ম পরিবর্তন না করলেও। এবং এই অর্ডারে এক সম্প্রদায় নেক্সটির ওপরে সর্বদাই চটা। ডেভিয়েট করেছেন 'সঠিক' পথ থেকে শুনবেন সবসময়। এবং শিয়ারাও সেই হিসেবেই চলে আসেন।
  • b | 135.20.82.164 | ২৭ মে ২০১৩ ১১:৪২482173
  • সুফিদের পাল্লা শিয়ার দিকে ঝুঁকে না? কারণ সুফি সং বলে যা বাজারে চলে তা তো সব-ই আলির নামে। "মন কুনতো মৌলা/ ফা আলি উন মৌলা", (যে আমাকে শিক্ষক হিসেবে ভাবে, সে যেন আলিকেও শিক্ষক হিসেবে নেয়ঃ মহম্মদের উক্তি), কিম্বা দমাদম মস্ত কলন্দর/ আলি দম দম দে অন্দর।
  • Fatbottom | 24.99.66.249 | ২৭ মে ২০১৩ ১১:৫৩482174
  • আরও জটিল হয়ে গেল । দমাদম মস্ত কলন্দর তো একটা গান । তাহলে গান যারা গায় তাদেরও বিরুদ্ধে কেন জিহাদ ? কোরানে জিহাদ সম্পর্কে কী বলা হয়েছে তা কেউ যদি একটু জানান ।
  • দেব | 127.201.163.253 | ২৭ মে ২০১৩ ১২:২৪482176
  • সুফি সাধক শিয়াদের মধ্যেও আছেন। তবে ঐ যা বললাম, এরা হচ্ছেন সফটেস্ট। এদেরকে আপনি কোন দলে ফেলতে পারবেন না। এদের অনেকটা যত মত তত পথ টাইপের কুল ব্যপার।

    গান গাওয়াটা নিয়েও ডিভাইডেড। আসলে মুসলিমদের একটা মনোলিথিক ব্লক ধরে নেওয়াটা চোখ বন্ধ করে থাকার সামিল।

    আর এত জিহাদ জিহাদ শুনে কনফিঊসড হবেন না। যেকোন হিন্দুধর্মগুরুর বচনও একই ধাঁচের হয়। কজন সিরিয়াসলি নেয়?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই প্রতিক্রিয়া দিন