এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পাকিস্তান : পাকিস্তানবাসীর চোখে

    pi
    অন্যান্য | ০৩ আগস্ট ২০১১ | ৬০৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PM | 233.223.153.182 | ১৩ অক্টোবর ২০১৩ ১৫:০১482210
  • উৎসাহীদের নিচের টেলি-বিতর্ক শুনতে বলবো। পাকিস্থানের স্বাধীনতার ৬৪ বছর পরেও কি সাংঘাতিক কন্ফিউসন। পাকিস্থানের কেনো তৈরী হয়েছে তা নিয়েও আজ বিস্তর কন্ফিউসন-

  • π | ১৫ অক্টোবর ২০১৩ ০৯:৩৮482211
  • তরিক ফতেহর প্রথম ভিডিওটা শুনছিলাম। বেশ কিছু জায়গা অস্বস্তিকর। কানাডা আম্রিগা ব্রিটেন প্রেমে পুরো গদগদ মনে হল। কানাডার আদর্শের সাথে পাকিস্তানের মেলে না, তাই তার পতাকা তোলা যাবেনা। ওদিকে ব্রিটেনেরটা তোলা যাবে, কারণ তাদের সাথে সম্পর্ক ভাল। ফ্রান্সের বেলায় ফরাসী বিপ্লবের মহান আদর্শের দোহাই চলে এল, তো ব্রিটেনের বেলায় তাদের সাম্রাজ্যবাদী সব কাজকর্মের সাতখুন মাপ !!
  • দেব | 111.217.222.39 | ১৯ অক্টোবর ২০১৩ ১৫:৪৪482212
  • তারেক ফাতাহ এর লেখা পড়ে ঠিকঠাক ধারণা পাবেন না। কিছুটা একপেশে। একটা উদাহরণ দিই। পাকিস্তানী সেনাবাহিনীকে উনি প্রচন্ড সমালোচনা করেন সেটা ঠিক। কিন্তু আমেরিকার উপরে ওনার এত ভরসা কেন বোঝা মুশকিল। ওনার একটা ইন্টারভিউতে শুনেছিলাম - "পাকিস্তানী সেনা আর অভ্যুত্থান ঘটাতে সাহস করবে না। কারণ আমেরিকাতে কেরী-লুগার বিল পাশ হয়েছে। এই বিল অনু্যায়ী পাকিস্তান আমেরিকার থেকে যে অনুদান পায়, সেনাবাহিনী কোন রকম বেগড়বাঁই করলেই তা বন্ধ করে দেওয়া হবে।"

    পাকিস্তানে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমেরিকার দরদ ঠিক কতটা সেটা গত ষাট বছরের ইতিহাসটা একটু জানা থাকলে এই কথা শুনে যেকোন কারোর মুখের হাঁ বন্ধ করা মুশকিল। উনি সেটা জেনেও চেপে যাচ্ছেন। হয়তো আউট অফ ডেসপারেশন। আহমদ রশীদও এইরকম একটা স্ট্যান্ড নেন। পাকিস্তানের বর্তমান গণতান্ত্রিক সরকার যদি আমেরিকার বিডিং করতে অস্বীকার করে কালকেই নেক্সট ক্যূ গ্রীনলাইটেড হবে।

    ওনার চেজিং এ মিরাজ ও এইরকম ওয়ান সাইডেড। সৌদি আরব, ইরান এবং পাকিস্তানের রাষ্ট্রতন্ত্রে ধর্মকে ঢোকানোর ফলে কি হয়েছে তাই নিয়ে লেখা। ব্যাকগ্রাউন্ডটা উনি বিস্তৃত দেননি। ফলে অনেকটাই ডিকন্টেক্সচুয়ালাইজড। হিন্ট - এই মুহুর্তে সিরিয়ায় বিরোধীপক্ষ তুমুলভাবে ধর্মগোঁড়া। এবং.........পশ্চিমের স্নেহধন্য! এবং শাসক আলাওয়াইট গোষ্ঠী ইরানের থেকে অনেক বেশী রিপ্রেসিভ। কিন্তু ধর্মের ব্যাপারে উদার। এবং ইরানের দ্বারা সমর্থিত!

    পাকিস্তানে লিবারেল ইন্টেলিজেন্টশিয়া মোটামুটি সাইজেবল। কিন্তু ভারতের তুলনায় নিতান্তই দুর্বল। কারণ ভারতে সাথে পাকিস্তানের ফান্ডামেন্টাল পার্থক্য - ধর্মকে রাষ্ট্রের ব্যাপারে হস্তক্ষেপ করার অধিকার ভারতে নেই। পাকিস্তানে এটা খাতায়কলমে (আন্ডারলাইন) আছে। এবং এইখানেই গাড্ডা। পোলিওর টীকা বেদসম্মত কি না, পাসপোর্টের জন্য ফোটোগ্রাফ নেওয়ার ব্যাপারে মনুস্মৃতি কি বলে এই নিয়ে ভারতের প্রশাসনকে পাকিস্তানের মত নাজেহাল হতে হয় না। অবশ্যই কাগজের নিয়ম আর বাস্তব পরিস্থিতি দু'টো দেশেই অনেকাংশে কোরিলেট করে না। কিন্তু ধর্মকে অফিসিয়াল ছাপ্পা দেওয়ার ফলে পাকিস্তানের সমস্যা ভারতের থেকে অনেক বেশি।

    আসমা জাহাঙ্গীর, নাজাম শেঠি, নাদিম পরাচা, হাসান নিসার, নাজির নাজি, খালিদ হাসান, হুসেইন হক্কানী, মোনি মোহসীন এমন অনেকেই পাকিস্তানের লিবারেল ভয়েসের অংশ। দেশটির বিভিন্ন খবরের চ্যানেলগুলিতে ডিবেটের মান ভারতের তুলনায় অনেক অনেক উপরে। পুরোটাই যে রোজি এমন নয়। দুর্নীতিও আছে লিবারেল মিডিয়াতে। কিন্তু দেশটাকে ঠিকঠাক বুঝতে গেলে একজনের কাছেই যেতে হবে। তারিক আলি।



    ইনিও খারাপ না। আনাতোল লিভেন।



    এবং ফতিমা ভুট্টো।

  • PM | 233.223.155.234 | ২০ অক্টোবর ২০১৩ ১৪:৫৪482213
  • পাকিস্তনের ইতিহাস পাঠ্যসুচীতে তথ্য বিকৃতির ওপোর ওপেন টিভি ফোরাম



    ৬৬% মনে করেছেন তথ্য বিকৃতি হয়েছে

    "দেশটির বিভিন্ন খবরের চ্যানেলগুলিতে ডিবেটের মান ভারতের তুলনায় অনেক অনেক উপরে।" দেবের এই মন্তব্যের সাথে ১০০% একমত
  • PM | 233.223.155.234 | ২০ অক্টোবর ২০১৩ ১৫:৫৯482214
  • পাকিস্তানে মৃত্যুদন্ড রদ হলো!!!
  • দেব | 111.221.129.134 | ২১ এপ্রিল ২০১৪ ১৯:৫১482216
  • কিছুদিন আগে এক্সপ্রেস ট্রিবিউনের সাথে যুক্ত সাংবাদিক রাজা রুমির ওপরে হামলা হয়েছিল। এবার ভাড়াটে গুন্ডাদের নিশানায় সাংবাদিক হামিদ মীর। রাজা রুমি অক্ষত থাকলেও তার গাড়ীর ড্রাইভার প্রাণ হারান। মীর সাহেব গুরুতর ভাবে আহত। বাঁচবেন কি না ঠিক নেই।

    কে দায়ী? ভদ্রলোক দীর্ঘদিন ধরেই দেশটির সামরিক কর্তাদের চক্ষুশূল ছিলেন। সম্ভবত তাদের মধ্যেই কোন একটা গ্রুপ। রাজনীতিকদের হাতও থাকতে পারে।
  • PM | 233.223.159.193 | ১৪ মে ২০১৪ ০০:৫০482217
  • পাকিস্তানী নতুন প্রজন্মের চিন্তা ভাবনা---

    Jinnah made a mistake and I am ashamed of being Pakistani!

    http://blogs.tribune.com.pk/story/22231/jinnah-made-a-mistake-and-i-am-ashamed-of-being-pakistani/

    কিছু অংশ পড়ে মনে হলো" নদীর এপার কহে" কেস।

    I raise my eyes to our neighbouring country and see what could have happened if we were still a United India. Maybe we would have been polio free too. We would have been a unified part of a process of being the world’s next big force to reckon with. Of being a part of the next blazing economy.

    শাইনিং ইন্ডিয়া দেশী লোকেরা না খেলেও পাকিস্তানীরা দিব্বি খাচ্ছেন ঃ)
  • দেব | 111.221.130.90 | ১২ অক্টোবর ২০১৪ ১০:৪৭482218
  • কি অদ্ভুত আয়রনি! কোন দেশের, বিশেষ করে গরীব দেশের কেউ নোবেল প্রাইজ পেলে তাকে দেশবাসীর মাথায় তুলে নাচার কথা। পাকিস্তানের কপালে বোধহয় এর উলটোটাই হওয়া নিয়ম। সেই ৭৯ সালে ওদেশের আব্দুস সালাম পেয়েছিলেন ফিজিক্সে। তাকে নিজের দেশ গ্রহণ করেনি। কারণ ধর্মবিদ্বেষ। সালাম ছিলেন আহমদিয়া। মুসলিমদের মধ্যে একটি ছোট গ্রুপ। পাকিস্তানে এরা হেরেটিক বা ধর্মচ্যূত বলে মনে করা হয়।

    আজ ৩৫ বছর পরে আরেক পাকিস্তানী, কিশোরী মালালা ইউসুফজাই নোবেল প্রাইজ পেল অথচ এবারেও সেদেশের একটা বড় (সম্ভবত সংখ্যাগরিষ্ঠ) অংশ তাতে নিতান্ত নাখুশ। এনাদের মতে মালালাকে নোবেল প্রাইজ দেওয়াটা পশ্চিম বিশ্বের একটা চাল।

    ভাবছেন কেন? এবারের কারণটা অবশ্য রাজনৈতিক। এবং টু এ লার্জ এক্সটেন্ট জাস্টিফায়েড। মালালার নোবেল প্রাইজের বিরুদ্ধে অভিযোগ নেই, কিন্তু গত সাত আট বছরে পাকিস্তানে আমেরিকার ড্রোন হামলায় এখনো পর্যন্ত মারা গেছে ৩০০+ শিশু। এনি ওয়ার্ড ফর দেম? নোপ। উল্টে ওবামাও নোবেল পেয়েছেন! এই দ্বিচারিতাই পাকিস্তানে জন্ম দিয়েছে এই প্রতিক্রিয়ার।
  • | ১২ অক্টোবর ২০১৪ ১১:২৭482220
  • শুধু পাকিস্তান নয়, বাংলাদেশেওমালালা'র জন্য বেশ বিরূপ প্রতিক্রিয়া।
  • π | ১২ অক্টোবর ২০১৪ ১২:৩৩482221
  • বাংলাদেশের অদিতি ফাল্গুনী এই নিয়ে এই নোটটি দিয়েছিলেন ঃ
    ফেসবুকে গতকাল থেকে মালালা ইউসুফজাইয়ের নোবেল শান্তি পুরষ্কার পাওয়া নিয়ে পক্ষ-বিপক্ষে নানা মতামত দেখছি। পাকিস্থানের উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশের পাঠান বা পাখতুনরা বরবারই কঠিন ধর্মীয় উগ্রতা আর বিপরীতে যুক্তিশীল মননের লড়াইয়ে দীর্ণ। যে ‘পাখতুনওয়া’ বা পাঠান এলাকার মেয়ে এই মালালা। কবি ও মার্ক্সিস্ট পিতা জিয়াউদ্দিন পাখতুনিস্থান ও আফগানিস্থান এলাকার কবি ও যোদ্ধা নারী ‘মালালা’র নামে মেয়ের নাম রেখেছিলেন। পশতুন ভাষায় ‘মালালা’ শব্দের অর্থ ‘বিষাদ আচ্ছন্ন।’

    সতেরো বছরের মেয়ের নোবেল পাওয়াটা একটু বাড়াবাড়ি হলো কিনা যেখানে দীর্ঘ জীবনের অনেক লড়াই, ত্যাগ-তিতিক্ষার পর কেউ নোবেল পায়, পশ্চিমা সা¤্রাজ্যবাদের ঠাট্টা এটা ইত্যাদি নানা মতামত শোনা যাচ্ছে। আলোচনা-সমালোচনা থাকতেই পারে। কিন্ত গতকাল ওপার বাংলার এক মার্ক্সিস্ট দেখলাম শুকরের মাংস রান্নার ছবি ফেবুতে আপলোড করে সেটাকে ‘মালালা পর্ক কারি’ নাম দিয়েছেন। এত ঘৃণা হে মার্ক্সিস্ট ভাই? মার্কিন সা¤্রাজ্যবাদের সাথে লড়াইয়ের ক্ষমতা নেই বলে কাদের পক্ষ নিচ্ছেন? মালালার নোবেল প্রাপ্তি বাড়াবাড়ি বা হাস্যকর কিনা সে মন্তব্যে যাবার আগে নিচের কয়েকটি ছোট তথ্য কি আমরা পুনর্বার দেখে নিতে পারি?

    ক. ২০০৮-এ বা আজ থেকে ছয় বছর আগে এগারো বছরের মেয়েটিকে নিয়ে তার প্রগতিশীল বাবা যখন স্থানীয় প্রেস ক্লাবে নিয়ে যেতেন বালিকাদের স্কুল শিক্ষার পক্ষে কথা বলতে সেসময় মাওলানা ফজলুল্লাহের নেতৃত্বে তালিবান বাহিনী এসে পাখতুনিস্থান বা উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশে মাত্রই টেলিভিশন, গান, নারী শিক্ষা ও মেয়েদের স্কুলে যাওয়া নিষিদ্ধ করে।

    খ. ১৫ জানুয়ারি ২০০৯-এ তালিবানরা ফতোয়া দিল স্বাত উপত্যকা অঞ্চলে আর কোনদিন কোন বালিকা বিদ্যালয় চলবে না। এই ফতোয়ার বিরুদ্ধে স্থানীয় ছেলেদের স্কুলগুলো পর্যন্ত ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকলো মেয়েদের শিক্ষার অধিকারের সাথে সংহতি প্রশ্নে। ভুলে গেলে চলবে না এই উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশেই জন্ম নিয়েছেন খান আব্দুল গাফফার খান বা সীমান্ত গান্ধি খানের মত মানবতাবাদী নেতা।

    গ. এলাকার সহশিক্ষা স্কুল ত’ বন্ধ করাই হয়, তালিবানরা এসময় মেয়েদের স্কুলগুলোও বন্ধ করে দিতে থাকে। অনেক জায়গায় তারা মেয়েদের স্কুলগুলো ভেঙ্গেও ফেলতে থাকে। তবে পাকিস্থানের প্রগতিশীল মানুষ যেমন বিবিসি উর্দূ বা স্থানীয় প্রেসক্লাব,পশতু টিভি চ্যানেলগুলোয় মেয়েদের শিক্ষার অধিকারের পক্ষে মত ব্যক্ত হতে থাকলে তালিবান নেতা অবশেষে মেয়েরা শুধু ‘গার্লস স্কুলে’ যেতে পারবে বলে সম্মত হন। তবে, তাদের বোরখা পরে যেতে হবে।

    ঘ. মালালার বাবা যিনি মালালার দুই ছোট ভাইকে ঘুম পাড়িয়েও মেয়েকে দেশের নানা অসঙ্গতি নিয়ে বলতেন বা বোঝাতেন, মেয়েকে ডাক্তারের বদলে রাজনীতিবিদ হতে বলেছেন, মেয়েকে নারীশিক্ষার প্রশ্নে ব্লগ লেখায় উদ্বুদ্ধ করেন। পাকিস্থানী এই পিতা মেয়ের হাতে তুলে দিয়েছেন রবীন্দ্র রচনাবলী। বাচ্চা মেয়ে মালালা কবে বাংলাদেশের ক্রিকেট টিমকে ‘বিড়ালের বাচ্চা’ বলায় যে বাঙালী জাতীয়তাবাদীরা ক্ষুব্ধ, তাদের বলি আমরা আমাদের দলকে ‘টাইগার্স’ বলি না? ভিন্ন দেশ নিয়ে খেলার লড়াইয়ে ঠাট্টা-তামাশা করি না?

    ঙ. দায়িত্বশীল পিতা জিয়াউদ্দিন সেদেশের প্রেক্ষিত বুঝে মেয়েকে ত’ স্কার্ট পরান নি। কিশোরী মেয়ে মাথায় কালো চাদর জড়িয়ে স্কুলে যেয়েও মুক্তি পায় নি। তাকে তালিবানরা নারীশিক্ষার পক্ষে বলায় আখ্যা দিল ‘অশ্লীলতার সমর্থনকারী’ বলে। স্কুলে যাওয়া অশ্লীলতা? মালালার বাবা মেয়েকে নিয়ে দেশের বাইরেও যেতে চান নি। এ সমাজের ভেতরে থেকেই লড়তে চেয়েছেন। তালিবানরা তাদের বাড়ি-ঘরও গুঁড়িয়ে দেয়।

    চ. অবশেষে এলো সেই ভয়ানক দিন। ৯অক্টোবর ২০১২ তারিখে মালালার মাথায় যেদিন গুলি করা হয়...হে ফেসবুকের বড় বিপ্লবীগণ, আপনি বা আমি কেউই ৮টি দিন কোমায় থাকি নি। পনেরো বছরের এই বাচ্চা মেয়েটি ১৭ অক্টোবর পর্যন্ত কোমার সাথে লড়েছে। ২০১৩-এর ২রা ফেব্রুয়ারি মালালার মাথার খুলি ও কাণের শ্রবণশক্তি পুনরুদ্ধারে পাঁচ ঘণ্টা ধরে একটি অস্ত্রোপচার করা হয়। না, ফেবু বিপ্লবীরা...আমি-আপনি কেউই এমন কষ্টকর অভিজ্ঞতার ভেতর দিয়ে এত বয়সের জীবনে যাই নি।

    ছ. মালালাকে অধিকাংশ পাকিস্থানী ঘৃণা করে এটা আর একটা ভুল ও মিথ্যা তথ্য। তার মাথায় গুলি করার পর বিশ লক্ষ পাকিস্থানী ‘শিক্ষার অধিকার বিল’-এ স্বাক্ষর করে।

    জ. মার্ক্সিস্ট ভাই-বোণেরা আরো পরিষ্কারভাবে শুনে রাখেন: ২০১২-এর জুলাইয়ে মালালা পাকিস্থানের ‘মার্ক্সিস্ট ন্যাশনাল সামার স্কুলে’ যোগ দিয়েছিল ও মার্ক্সবাদের সাথে পরিচিত হতে পেরে নিজেকে ধন্য মনে করেছিল।

    ঝ. গতবছর ইউনাইটেড নেশনস-এর জেনালের এ্যাসেম্বলিতে বক্তৃতার সময় মালালা যখন শিক্ষা বিশেষত: নারী শিক্ষার জন্য সমাজতন্ত্রকে জরুরিতম শর্ত মনে করে, এদেশে অনেক মার্ক্সিস্ট বিদ্রুপ ভরে ফটো কার্টুন আপলোড করেছিল ফেবুতে: ‘আহারে- নোবেলটা পেয়েই যেতি! আর পাবি না!’

    নো- ডিয়ার কমরেডসৃ...Imperialism আপনাদের থেকে অনেক বেশি বুদ্ধি রাখে আর অনেক বেশি সে উইটি আপনাদের চেয়ে। মালালা বা তার পিতা জিয়াউদ্দিনদের লড়াইকে নিজের না করে তাদের যদি USA- ক্রীড়নক হয়ে যেতে দেন, সে দায় সবচেয়ে বেশি আপনাদের!

    মালালার জন্য: পলিতকেশ বৃদ্ধ বা বৃদ্ধা হয়েই সব পেতে হবে এমন নয়। ওয়েল ডান মালালা! এবার নিজেকে আরো প্রমাণ করার লড়াই। স্বাত উপত্যকার শিক্ষা বঞ্চিত মেয়েরা তোমার নেতৃত্বে বাঁধার পাহাড় ডিঙ্গাক।
  • | ১২ অক্টোবর ২০১৪ ১২:৪১482222
  • উফ্‌ 'বাংলাদেশের ক্রিকেট দলকে বিড়ালের বাচ্চা' ঐটা মালালা বলে নি রে বাবা। ওটা মালালা'র নামে ক্রিয়েট করা একটা ফেক্প্রোফাইল থেকে ছড়ানো হয়েছিল। ঐ ফেক প্রোফাইল ক্রিয়েশানের ডেট দেখলে বোঝা যায় সেইসময় মালালা হাসপাতালে মৃত্যু সাথে লড়ছে।

    আর 'পাকিস্থান' নয় 'পাকিস্তান'
  • PM | 233.223.154.70 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:০৬482223
  • প্রসঙ্গত, পাকিস্তানে ইমরান খন গত ভোটে পরাজিত হন। উনি দাবী Kঅরেন যে ঐ ভোটে রিগিং হয়েছিলো। গত প্রয় ২ মাস উনি ইসলামাবদে ধর্নারত। দাবী কি? না নির্বাচিত সরকারকে পদত্যাগ করতে হবে।

    উনি এ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেন নি--পর্লামেন্টে লড়াই করেন নি। তার বদলে ওনার অনুগামীরা পিটিভি অফিস ভাংচুর করেছে। পার্লামেন্ট আক্রমনের চেষ্টা করেছে। শোনা যায় তলে তলে সেনার সাথে তলে তলে হাত মেলাবার-ও চেষ্টা চলছে। চলছে নির্বাচিত সরকারকে ব্ল্যকমেলএর চেষ্টা।

    ইমরানের স্লোগন "নয়া পাকিস্তান"। এই স্লোগন দেখে আর ওনার আন্দোলনের ধারা দেখে আমার পঃবঃ এর "পরিবর্তন" আন্দোলনের সাথে তুলনীয় বলে বার বার মনে হয়। উপায় থাকলে ওদের বলে আস্তাম "পরিবর্তনের" চক্করে আমাদের কি হাল হয়েছে
  • PM | 233.223.154.70 | ১২ অক্টোবর ২০১৪ ১৩:৪৬482224
  • ডঃ অবদুস সালাম শুধু পাকিস্তনের নয় বিশ্বের প্রথম মুস্লিম নোবেল প্রাপক। ১৯৭৪ সালে পাকিস্তান আইন করে আহমেদী দের মুসলিম হিসেবে গন্য করা নিষিদ্ধ করে। প্রতিবাদে আবদুস সালাম পাকিস্তান ত্যাগ করেন।

    আহমেদী দের সমস্ত কিছুই মুস্লিম ধর্ম , কোরান/হাদিস অনুযায়ী। শুধু ওঁরা মুহম্মদকে শেষ নবী হিসেবে মানেন না। আহমেদী সম্প্রদায়ের উদ্ভব ভারতেই। আর এর মধ্যমে ধর্মকে ভারতীয়করনের একটা চেষ্টা হয়েছিলো। পুরো সফল হলে হয়তো ভারতীয় ইস্লাম মধ্যপ্রাচ্যের মুখপেক্ষী থাকতো না। সৌদিরা সাধ্যমতো চেষ্টা করেছে এর অহমেদী প্রভাব থেকে এই উপমহাদেশকে মুক্ত রাখা। সৌদি চাপেই পাকিস্তানের ঐ আহমেদী নিষিদ্ধ করন আইন।

    সালামের শেষ ইচ্ছা অনুযায়ী ওনার মৃত্যুর পরে সমাধী দেওয়া হয় ওনার জন্মভুমী পাকিস্তানের। কিন্তু-----

    "Unfortunately, he was not even spared in death.

    The epitaph on his tombstone was defaced and the word ‘Muslim’ was erased on the orders of the local magistrate. This final disgrace explains why this hero was abandoned in the first place. The theological amendment in the constitution of Pakistan does not allow members of the Ahmadiyya faith to call themselves Muslims.

    http://ahmadiyyatimes.blogspot.in/2013/11/forgotten-hero-we-are-sorry-dr-abdus.html

    http://www.dawn.com/news/691928/salam-sahab-we-have-failed-you>

    <http://www.pakpassion.net/ppforum/showthread.php?31238-The-tragedy-of-our-treatment-of-Dr-Abdus-Salam
  • দেব | 111.210.238.120 | ১২ অক্টোবর ২০১৪ ১৮:৪১482226
  • প্রথম মুসলিম নোবেল প্রাপক সালাম নন, ইজিপ্টের প্রেসিডেন্ট আনওয়ার সাদাত। নোবেল শান্তি পুরস্কার পান সালামের এক বছর আগে ৭৮ এ। সালাম দ্বিতীয়।

    সালামের প্রতি হওয়া অবিচার নিয়ে রাগীব হাসান একটা পোষ্ট দিয়েছিলেন (সচল কিংবা সামহোয়্যারইন এ ঠিক মনে নেই)। তখনও বাংলাদেশী ব্লগারদের অন্ধ পাকিস্তান বিদ্বেষ দেখেছিলাম সেই পোষ্টে। আহমদি হওয়া নিয়ে কেউ কিছু বলেনি কিন্তু যেহেতু উনি পাকিস্তানী অতএব আর কথা কি টাইপের প্রতিক্রিয়া চোখে পড়েছিল। এটা কাটতে সময় লাগবে।

    আহমদিদের প্রতি অবিচার শুধু সৌদি এফেক্ট নয়। ইসলামের একদম কোর বিশ্বাস হচ্ছে মুহম্মদ শেষ নবী। আহমদিয়ারা যে গুরুর অনুসারী সেই মির্জা গুলাম আহমেদ নিজেকে পরবর্তী নবী বলে দাবী করায় ভারতের মুসলিম সমাজেই প্রচন্ড ক্ষোভের জন্ম হয়েছিল। ব্রিটিশ আমলে মাথাচাড়া দিতে পারেনি কিন্তু স্বাধীনতার পরেই পাকিস্তানে ৫৪ সালে আহমদীয়াদের বিরুদ্ধে ব্যাপক দাঙ্গা হয়। তখনও সৌদি টাকা সেভাবে প্রাসঙ্গিক ছিল না। সুতরাং বিদ্বেষের বীজটা ভেতরেই ছিল। সেটা ৭০এর দশকে পেট্রোডলারের প্রভাবে পুরোপুরি সামনে আসে।

    ইমরান মামলা করেননি কথাটা ঠিক নয়। করেছিলেন। কয়েক সপ্তাহ আগেই পাকিস্তানের কোর্ট অন্তত একটি কেন্দ্রে (সম্ভবত করাচীতে) পুনর্নির্বাচনের আদেশও দিয়েছেন। ভোটে রিগিংএর অভিযোগটাও সত্যি। পাকিস্তানের বড় ফোরাম 'পাকিস্তান ডিফেন্স'এ যাতায়াত করার সুবাদে জানি প্রায়্ প্রত্যেকেই স্বীকার করে। তবে রিগিং না হলেই যে উনি সারা দেশে জিততেন এমন আদপেই মনে হয় না। নওয়াজ সরকারকে পদত্যাগ করার দাবীটা খুব সম্ভবত দরকষাকষীর অংশ। ওনার সাথে আরেকজন আছেন। তাহির উল কাদরি বলে এক ধর্মগুরু। খিচুড়ি ব্যাপার।
  • PM | 233.223.153.219 | ১২ অক্টোবর ২০১৪ ১৯:২৪482227
  • কাদরী আবার কানাডার নাগরীক যিনি পাকিস্তানে এসে আন্দোলন করছেন সরকার/সিস্টেম বদলের জন্য। সত্যি খিচুরী ব্যাপার।
  • PM | 233.223.153.219 | ১২ অক্টোবর ২০১৪ ২০:০০482228
  • দেব, সাদাত ১৯৭৮ এ শান্তি পুরস্কার পেয়েছিলেন। অনেকে শান্তি পুরস্কারকে ঠিক নোবেল পুরস্কারের মর্যাদা দেন না। ওনার সমাধিতেও " প্রথম মুস্লিম নোবেল প্রাপক " লেখা ছিলো।

    "Salam was buried in Bahishti Maqbara, a cemetery established by the Ahmadiyya Muslim Community at Rabwah, Punjab, Pakistan, next to his parents' graves. The epitaph on his tomb initially read "First Muslim Nobel Laureate". The word "Muslim" was later obscured on the orders of a local magistrate, leaving "First Nobel Laureate".[102] Under Ordinance XX,[103] Being an Ahmadi Muslim, he was considered a non-Muslim according to the definition provided in the II Amendment to the Constitution of Pakistan"

    আসলে ডঃ সালামকে প্রথম নোবেলপ্রাপ্ত মুসলিম বিজ্ঞানী বলাটাই ঠিক হবে
  • দেব | 133.63.241.33 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১৪:৫৬482231
  • দেশটা ভাঙ্গল বোধহয় এবার। সিডনির ঘটনাটা এতক্ষণে শুনেছেন হয়ত সবাই। তার থেকে একশগুন মারাত্মক ব্যাপার এই মুহূর্তে ঘটে চলেছে পেশোয়ারে। পাকিস্তানী সেনা পরিচালিত একটি স্কুল টিটিপি জঙ্গিরা দখলে নিয়েছে। এখনো পর্যন্ত ১০৪ জন নিহত যার মধ্যে ৮০র মতন বাচ্চা রয়েছে। আরো ৫০০র মতন বন্দি।
  • Reshmi | 129.226.173.2 | ১৬ ডিসেম্বর ২০১৪ ১৫:০২482232
  • উফ্ফ! আর কত? স্কুলের বাচ্চদেরও নিস্তার নেই ......., এ কোন পৃথিবীতে নিয়ে এলাম আমাদের সন্তানদের?
  • সিকি | ১৬ ডিসেম্বর ২০১৪ ১৫:০৮482233
  • খুব অসহায় লাগছে। কতটাই বা দূর আমাদের শহর থেকে, পেশোয়ার?
  • dd | 132.172.81.14 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২০:০৭482234
  • দাঁড়ান।

    এখোনি পোস্ট পরবে আপগানিস্তান/সিরিয়া/পাকিস্তানে ড্রোন আক্রমনে কোনো মৃত শিশুর ছবি নিয়ে। ব্যাস, ব্যালেন্স হয়ে গ্যালো। এ ইজ ইকুয়াল টু বি =সব কাটাকুটি করে ফলাফল জিরো।

    বা আরো বেশী, কবিতা আসবে। "হে তালিবান, তুমি কি মহান" ইঃ। এই সব নিয়ে।

    অল্পো অপেক্ষা করুন।
  • jhiki | 121.95.121.24 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২০:৩২482235
  • আমিও ঠিক ডিডিদার লাইনেই ভাবছিলাম...
  • দেব | 111.221.131.195 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২১:৫৭482236
  • শেষ অবধি সংখ্যাটা গিয়ে দাঁড়াল ১৪১এ। ১৩২ জন বাচ্চা। ভগবান।
  • সিকি | ১৬ ডিসেম্বর ২০১৪ ২২:১৩482237
  • ভগবানকে ডেকে কি ঠিক কোনও লাভ আছে? নেহাতই অভ্যাসবশে ডাকা। বেসিকালি ঐ লোকটাই তো আসল কালপ্রিট।
  • trx | 117.167.99.191 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২২:৫২482238
  • "For the children and the flowers are my sisters and my brothers,
    their laughter and their loveliness would clear a cloudy day."

    When they butcher the flowers, tears rain. RIP humanity.
  • trx | 117.167.99.191 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২৩:১২482239
  • সুহেল শেঠ টুইট করেছে - "Pakistan would do better by borrowing Narendra Modi for a week and see what he does to the Taliban? You need leaders not wimps."

    অপোগণ্ড
  • Tim | 101.185.30.61 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২৩:২১482240
  • অলরেডি বিভিন্ন ফোরামে ইসলাম এইসব সমর্থন করেনা আল্লাহ এইসব জিহাদিদের শাস্তি দিন ইত্যাদি ভাট শুরু হয়ে গেছে।
    ডিডিদাকে ক।
  • দেব | 111.221.131.195 | ১৬ ডিসেম্বর ২০১৪ ২৩:৪৩482242
  • অপোগন্ড কি সুহেল শেঠকে বললেন? তাই হলে একমত।

    @সিকি
    নাঃ। ভগবানের বিশেষ হাত নেই এতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন