এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গানের খাতা

    Samik
    অন্যান্য | ২৮ জুলাই ২০১১ | ১৮৭৩৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.162.75.8 | ২৮ জুলাই ২০১১ ০৯:১৩483341
  • সূরজ কি গরমি সে
    একই গান, নতুন গান। ছায়া সিনেমা থেকে।
    করোগে য়াদ তো, হর বাত ইয়াদ আয়েগি
    ডরিস ডে। কে সেরা সেরা।
    ফ্র্যাঙ্ক সিনাত্রা। সামথিং স্তুপিড।
    জানে কেয়া সোচ কর। কিনারা।
    আপ কী ইয়াদ আয়ি রাতভর।
    এক হি খ্‌য়াব কয়ি বার দেখা হ্যায় ম্যায়নে।
    হুজুর ইস কদর না ইত্‌রাকে চলিয়ে। মাসুম।
    ধন্নো কি আঁখোঁ মে।
    ক্রিশ বটি, নো অর্ডিনারি লভ।
    মেঘা ঝর ঝর বরসাত রে। কিশোরী আমনকর।
    আল্লাহ্‌ তেরো নাম। অন্বেষার গলায়।
    http://www.muzigle.com/track/anugato-jane অনুগতজনে কেন করো এত প্রবঞ্চনা।
    সাউন্ড অফ মিউজিক। এডেলউইস।
    না কোই। আমীর খানের প্রথম সিনেমা, হোলি থেকে।
    হোলি। ইয়ে ক্যায়সা সফর হ্যায়।
    জনি ক্যাশ। হার্ট।
    সুর ভুলে যে ঘুরে বেড়াই। জর্জ বিশ্বাস।
    বাচকে রেহনা রে বাবা। পুকার।
    বিপুল তরঙ্গ রে। পারমিতার একদিন।
    জিন্দগী জিন্দগী। জনম সিনেমা থেকে।
    আজি কমলমুকুলদল খুলিল। দুর্গাপুজোয় যৌথনৃত্য।
    আজি ঝড়ের রাতে। উস্তাদ রাশিদ খান।
    বিক্রম সিং। আরো আঘাত সইবে আমার।
    বিক্রম সিং। যখন এসেছিলে অন্ধকারে।
    মানা হো তুম বেহদ হসীন।
    আঁকি চলি বাঁকি চলি। নমকিন।
    জব দীপ জ্বলে আনা। চিতচোর।
    চিরসখা হে। রাজেশ্বারী দত্ত।
    কোই গাতা ম্যায় সো জাতা
    শাম রঙ্গ রঙ্গা রে। আপনে পরায়ে।
    আমি তো ছিলাম বেশ নিজের ছন্দে।
    গোরি তের গাঁও বড়া প্যারা
    বিতি না বিতায়ে রয়না
    কথা কিছু কিছু বুঝে নিতে হয়।
    দো নয়না অওর এক কহানি
    দো নয়নোঁ মে আঁসু ভর আয়ে। খুশবু।
    ন জাও সঁইয়া
    ব্রায়ান হাইল্যান্ড। সিল উইথ আ কিস।
  • siki | 122.162.75.8 | ২৮ জুলাই ২০১১ ০৯:২৬483452
  • আরেকটি ডিভো।


    প্রহার সিনেমা থেকে। মান্না দে।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ০৯:৩১483520
  • সিকির প্রিয় একটি প্রার্থনাসঙ্গীত

  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ১১:১৫483531
  • ন্যাট কিং কোল
  • kumu | 122.161.8.131 | ২৮ জুলাই ২০১১ ১৭:০৮483542
  • http://www.esnips.com/doc/85fac604-034c-4406-a6a6-3bc59022f64b/Hrid-Ma
    jhare-Rakhboহৃদমাঝারে

    .
  • kumu | 122.161.8.131 | ২৮ জুলাই ২০১১ ১৭:১৩483553

  • কেডিদার নাতনীর বাজনা ও হাসিটি।
  • kumu | 122.161.8.131 | ২৮ জুলাই ২০১১ ১৭:১৫483564
  • হৃৎকমলে এত বড় জায়গা ছিল?
  • I | 14.96.19.220 | ২৮ জুলাই ২০১১ ২১:১২483575

  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২১:১৪483586
  • আহা আমার বড় প্রিয় গান। একটু বর্ডার লাইন কেনু। কিন্তু তাতে কি?
  • I | 14.96.19.220 | ২৮ জুলাই ২০১১ ২১:২০483342
  • তা হোক গে। ১৯৫৮ সালে ওরকম একটু-আধটু কেনু না হলে চলবে কেন?
    হ্যাঁ, ভালো কথা, ইন্দ্রাণী ফিল্মের সঙ্গীত-পরিচালক কে ছিলেন? তাঁকে আমার ভাগ থেকে একটা নোবেল প্রইজ দিয়ে দিলাম।
  • Arpan | 112.133.206.22 | ২৮ জুলাই ২০১১ ২১:২৪483353
  • বর্ডার লাইন কেনু?!
  • nyara | 122.167.172.70 | ২৮ জুলাই ২০১১ ২১:২৬483364
  • ইন্দ্রণীতেই 'মউ বনে আজ' আর 'সূর্যডোবার পালা' কী? তাহলে নচিকেতা ঘোষ। আমার তরফ থেকেও নোবেল।
  • Tim | 198.82.21.76 | ২৮ জুলাই ২০১১ ২১:২৮483375
  • টোকাই হচ্ছে যখন, এইটাও থাক।

  • Tim | 198.82.21.76 | ২৮ জুলাই ২০১১ ২১:৪০483386
  • এইটা কেনু বলতে পারো, তবে পোচোন্ডো নস্টালজিক গান। সেই গ্রীষ্মের ছুটিতে লুকিয়ে দেখা শো থিমের দিনগুলো.....



  • I | 14.96.19.220 | ২৮ জুলাই ২০১১ ২২:৫২483397
  • না যাও সঁইয়া আর অলির কথা শুনে কী একই সুর? হ্যাঁ ন্যাড়াদা? এবং বাকি জনগণ?
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৫483408
  • হ্যাঁ তো।
  • S | 90.200.14.201 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৬483419
  • তাই তো লাগে। কিন্তু কেনু মানে কি নেকু? তাইলে এটাই বা কম কি

  • I | 14.96.19.220 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৮483441
  • পাই আগেই জানতিস?

  • I | 14.96.19.220 | ২৮ জুলাই ২০১১ ২২:৫৮483430
  • সূর্য ডোবার পালা-

  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৬483453
  • এক সুরের বহু গানেই দেখেছি হিন্দিতে বেশি খোলে ( আমার কাছে)।
    সে না যাও সাঁইয়াই হোক কি ইয়ে শাম মস্তানি কি কঁহি দূর যব কি ও সজনা বা না জানে কিঁউ।

    গায়ক পরিবর্তনের জন্য না।
    জানিনা কেন, হিন্দিতে কথাগুলো সুরের মুডের সাথে বেশি মেলে বলে মনে হয় । শুধু মানের দিক থেকেই নয়, শুনতেও।

    উল্টো উদাহরণও কিছু কিছু আছে অবশ্য।

    মন দিল না বঁধূ আর জানে ক্যয়া তুনে কহি র মধ্যে কিছুতেই বাছতে পারবো না।

    আর ডি র গানগুলোতে এটা সবচে বেশি লাগে।

    এও হতে পারে, যেগুলো অরিজিন্যালি হিন্দিতে করা, পরে বাংলা হয়েছে, সেগুলোতে এমনি লাগে।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৯483475
  • ইন্দোদা, জানতাম তো।
    আমার কাছে এরকম গানগুলোর একটা লম্বা লিস্টি ছিল তো :)

    একটা ফোল্ডারে এরকম কালেকশন ও করা আছে :)
  • aka | 168.26.215.13 | ২৮ জুলাই ২০১১ ২৩:০৯483464
  • আরডি ব্যপক টুকেছে। নিজের বাংলা থেকে হিন্দি বা হিন্দি থেকে বাংলা তো আছেই। কিন্তু বিদেশী গান থেকে হুবহু কপি পেস্ট ও আছে।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২৩:১১483486
  • ইন্দোদা, আমি যে গানগুলোর নাম বল্লাম, শুনে দ্যাখো। ওরকম লাগে কিনা।

    বাংলা কোনগুলো, জানোই হয়তো। নয়তো শুনলেই বুঝে যাবে।
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২৩:১৭483497
  • ইয়ে শাম মস্তানি তে এটা ভীষণরকম মনে হয়।
    তুলনা করার জন্য এটা একদম ঠিক ও । কারণ গায়ক ও একই।

    কিছুতেই আকাশ কেন ডাকে শুনে সেই ভালোলাগাটা আসেনা।

    শাম, মস্তানি, মদহোশ , এই শব্দগুলোর এফেক্ট কি ?
  • pi | 72.83.100.43 | ২৮ জুলাই ২০১১ ২৩:২৬483508
  • ও সজনা আর না যেওনা তে খুব তফাত করবো না।
    যেটুকু আছে তার মূল কারণ ও সজনাতে সেতারের ঐ ইন্টারল্যুডটা। পুরো বৃষ্টি নামিয়ে দিয়েছে।

    তবু, তবু, না:। শব্দগুলোর মধ্যেও একটা ব্যাপার আছে।
    বরখা বাহার, রসকি পুহার, সাঁওলি সালোনি .. ধ্বনিমাধুর্য ?

    ঐ সাঁওলি সালোনি উচ্চারণ করে নিজের কানে ঢোকানোর জন্যই যেন ঐ লাইনটা বারবার গাইতে ইচ্ছা করে !
  • Zzzz | 216.94.113.242 | ২৮ জুলাই ২০১১ ২৩:২৮483516


  • r2h | 198.175.62.19 | ২৮ জুলাই ২০১১ ২৩:৪৯483517
  • হুঁ, এই হিন্দি বাংলার ব্যাপারটা আমিও ভাবি। উল্টোটাই তো হওয়ার কথা, কিন্তু হিন্দিগুলো বেশী ঝরঝরে, স্বচ্ছন্দ মনে হয়।
  • nyara | 122.167.172.70 | ২৮ জুলাই ২০১১ ২৩:৫০483518
  • আই ডিফার। আমার 'আকাশ কেন ডাকে' 'শাম মসতানি'-র থেকে ভাল লাগে। মিউজিকালি। বাংলাটায় শুরুতে শুধু পিয়ানোর কর্ডিং গানটার স্পিরিটটাকে যেরকম খুলেছে, হিন্দির অ্যারেঞ্জমেন্ট সেটা দিতে পারেনি।

    জেনেরালি আমার বাংলা-হিন্দির মধ্যে বাংলা বেশি ভাল লাগে। ব্যতিক্রমের মধ্যে 'ঘুম ভুলেছি' আর 'হম বেখুদিমে' সমান-সমান।

    ডাক্তারের প্রশ্নের জবাব তো পাই দিয়ে দিয়েছে। আমারও উত্তর হ্যাঁ এবং হ্যাঁ।
  • byaang | 122.172.229.74 | ২৮ জুলাই ২০১১ ২৩:৫৭483519
  • মৌবনে আজ মৌ জমেছেটা বন্ধু সিনেমার গান না? অসিতবরণ, উত্তম কুমার আর মালা সিনহা মনে হয়।
  • pepe | 173.11.173.66 | ২৯ জুলাই ২০১১ ০০:০১483521
  • মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাইনা। অর্নব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে মতামত দিন