এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গানের খাতা

    Samik
    অন্যান্য | ২৮ জুলাই ২০১১ | ১৮৩৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.162.75.8 | ৩০ জুলাই ২০১১ ২৩:৩৩483555
  • গানটার আরেকটা ভার্সন দিতে পারতাম, কিন্তু দেব না।

    :-)))
  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ০৮:৪৬483556
  • সুমনের এই প্রোগ্রামটা দেখে নিন। দুর্দান্ত। গান নয় কিন্তু গানের খাতায় দেবার যোগ্য। (কার্টসি অক্ষদার মুখবই)

    #at=1790
  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ০৮:৫৮483557
  • যাচ্চলে , এটা তো ওটাই।
  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ০৯:০৭483558
  • কোনটা কোনটা?
  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ০৯:১৭483559
  • রঞ্জনদা, একেবারে একমত। এই ছাতার মত গজানো ইংলিশ স্কুলে যে কি ছাতার মাথা শিক্ষা দেওয়া হয় তা নিজে চোখে না দেহলে বিস
    অঙ্‌ক্‌ক করতে দিয়েছি। তো, বলে, দিদি, কোন পাতার অঙ্ক ?
    বলে দিলেই উত্তর বলে দেবে !
    ইংলিশে ই।

    এদিকে প্রায় কোন শব্দেরি আলাদা করে মানে জানে না।
    এদিকে পুর বই মুখস্থ। ইংলিশে। সে অঙ্কের বই জোক কি ভূগোল।

    মা, বাবা খুশি । বাচ্ছারা 'ইংলিশ' স্কুলে পড়ছে। লোকের বাড়িতে বাইয়ের কাজ করে, সিকিওরিটি গার্ডের চাকরি করে যেটুকু মাইনে হাতে আসে তার হয়তো এক-চতুর্থাংশ ই খরচ হয়ে যাচ্ছে এই পড়ানোর পিছনে। কারণ স্কুলের ভালোরকম মাইনে ছাড়াও রয়েছে এটা সেটা। রয়েছে আলাদা 'টিউশন'এর খরচ । যেখানে কী করা হয় ? না, আরো ভাল করে 'মুখস্থ' করানো হয়। টেক্সটবুকের সাথে আরেকটা ওয়ার্কবুকও।

    মুম্বইয়ের গীতানগরে পড়ানোর অভিজ্ঞতা।
    মজা হল, যতুপরের ক্লাস, তত ভয়াবহ অভিজ্ঞতা।

    আর সবচে মজা হল, যেখানে আমরা পড়াতাম, আমরা ক্লাস ফোর থেকে শুরু করতাম। তার নিচের ক্লাসের বাচারাও ঐ ঘরেই থাকতো। তাদের বেসিরভাগেরই দাদা দিদিরা আমাদের ছাত্র-ছত্রী।
    ক্লাস ফোর ফাইভে সহজ সহজ গুণ ভাগ দাদা দিদিরা পারছেনা। এমনকি যোগ বিয়োগ ও ভুল করছে ! আর পাশ থেকে ভাই বোনেরা ঠিক উত্তরটা বলে দিচ্ছে !!

    আগে অনিল সদগোপালের কাচেও একই অভিজ্ঞতা শুনেছিলাম। নিজেরাও টের পেলাম, এই মুখস্থ করার চাপ সহজ স্বাভাবিক বুদ্ধি কীভাবে নষ্ট করে দিতে পারে।
    ঐ ভাই বোনগুলো , যারা ঠিকঠাক উত্তর দিয়ে দিচ্ছিলো, এই সিস্টেমে বেশিদিন থাকলে, দাদা -দিদির ক্লাসে উঠলে তাদের অবস্থাও অমনিই হবে।

    একে তো পুরো মুখস্থ, তার উপর একটা বিদেশী ভাষায়। যার ৯০% শব্দের মানে তারা জানেনা।

    হিন্দিতে বললে , স্বাভাবিক বুদ্ধি থেকেই অনেক কিছু ঠিকঠাক বলতে পারতো কিন্তু। বুঝতেও।

    আমাদের কিচেন স্টাফদের অনেকের ই ছেলে মেয়েদের ssc র অনলাইন রেজাল্ট দেখে দেবার জন্য ল্যাবে আমাদের বলতেন। দেখতাম তখন। জাস্ট কোনোমতে কেবল পাশ মার্কটুকু নিয়ে পাশ।
    বাবা কিন্তু খুশি।
    'ইংলিশ' স্কুল থেকে তো পড়েছে। ইংলিশে দু'চার-লাইন বলতে পারে। নৌকরি কিছু একটা মিলে যাবে।
    আর কীসের চিন্তা।

  • Abhyu | 97.81.68.136 | ৩১ জুলাই ২০১১ ০৯:২০483560
  • টইটাকে বেলাইন হতে দেওয়া ঠিক না

  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ০৯:২১483561
  • আবার যাচ্চলে :(

    আকাদা, ঐ অন্য টইতে এটাই আবার দিলাম আমি !
  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ০৯:২৫483562
  • অ্যাঁ! মানে একি অভ্যু রবীন্দ্র সংগীত ছেড়ে অন্য কিছু শুনছে। ক্ষী ক্ষাণ্ড।

    তা অভ্যুরে লাইনে আনার জন্য দিলাম।


  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ০৯:৩২483563
  • খুব বেশি ওভারডোজ হয়ে গেলে এইটা রইল।


  • I | 14.96.149.142 | ৩১ জুলাই ২০১১ ০৯:৪৯483565
  • আমার জীবন-নদীর ওপারে , ছুটি ফিল্ম থেকে-

  • I | 14.96.149.142 | ৩১ জুলাই ২০১১ ০৯:৫১483566
  • আমার হাত ধরে তুমি-আরো প্রতিমা-

  • Abhyu | 97.81.68.136 | ৩১ জুলাই ২০১১ ০৯:৫২483567

  • Abhyu | 97.81.68.136 | ৩১ জুলাই ২০১১ ০৯:৫৩483568
  • ওটা আজ্জোর জন্যে ছিল - অমানুষিক গান (হাসি)
  • Abhyu | 97.81.68.136 | ৩১ জুলাই ২০১১ ০৯:৫৯483569
  • বেশ উমা বসু (হাসি) -র মতো দেখাচ্ছে !
  • pi | 72.83.100.43 | ৩১ জুলাই ২০১১ ১০:১২483570
  • যাহোক, বেলাইন করার জন্য একটু জরিমানা দিয়ে যাই।

    http://vimeo.com/27086720

    ডানদিকেও স্ক্রোল দেখতে থাকুন। এ এক রত্নভাণ্ডার !

    এমনি আরো আরো আসুক, কুলদাদা, আরো, আরো!

  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ১০:৪১483571
  • এইটা অভ্যুর জন্য রইল। (অভ্যুকে মানুষ করার চেষ্টা করছি)


  • aka | 24.42.203.194 | ৩১ জুলাই ২০১১ ১০:৪৯483572
  • তা ওটা শোনা হয়ে যাবার পরে এটা শুনিস নে।


  • Abhyu | 97.81.68.136 | ০১ আগস্ট ২০১১ ০২:২১483573

  • Abhyu | 97.81.68.136 | ০১ আগস্ট ২০১১ ০৩:৫৩483574
  • নজরুলগীতি (রফি)

  • aka | 24.42.203.194 | ০১ আগস্ট ২০১১ ০৪:১৮483576
  • এটা অতি ধুর গান মানে রফির নজরুল গীতি।
  • aka | 24.42.203.194 | ০১ আগস্ট ২০১১ ০৪:৩৪483578
  • ঠিক করে লিংক দে। খুল্লো না।
  • Abhyu | 97.81.68.136 | ০১ আগস্ট ২০১১ ০৫:০২483580

  • Abhyu | 97.81.68.136 | ০১ আগস্ট ২০১১ ০৫:০২483579
  • ওয়েবসাইট ডাউন - কাল দেখো।
    এটা শুনে দ্যাখো - ভালোবাসা কেমন moronএর বুদ্ধি বাড়ায় (45th সেকেণ্ড অফ দিস সঙ্গ)
  • Shibanshu | 117.195.161.26 | ০১ আগস্ট ২০১১ ১৮:৩৫483581
  • যতোক্ষণ জেগে থাকি, ঘরে, অফিসে নিজের চেয়ারে, গাড়িতে, সান্ধ্য পদচারণায়, সব অবস্থাতেই, কোনও না কোনও গানের সঙ্গে বা সুরের সঙ্গে থাকি। সুর নিয়ে কোনও অস্পৃশ্যতার ভারে পীড়িত হইনি কখনও। সবই শুনি। গুলাম আলির কথা মতো, ' ম্যাঁয় তো সুর কা গুলাম হুঁ। জো ভি সুর সে গাতে বজাতে হ্যাঁয়, ম্যাঁয় উনকা গুলামি করতা হুঁ।' বারোটা মাত্র স্বরের জগত কতোভাবে যে সতত ডুবিয়ে রাখে, পাইনে তাহার দিশা। যে কথাটা মাঝে মাঝেই মাথার ভিতর ঘোরাফেরা করে তা হলো গান শোনাটা কি একটা ইচ্ছে না অভ্যেস? ব্যসন না আবশ্যিক, অতিসচেতনতা না নিছক পাগলামি? শুনলে কী পাওয়া যায়? বা না শুনলেই বা কীই ক্ষতি বৃদ্ধি হয়? আবার চিন্তাটা এলো যখন পাইদিদির 'নিশিরাত বাঁকা চাঁদ' শুনছিলুম। ঠিক তার আগেই ডরিস ডের 'কে সেরা সেরা' শুনলুম বার দশেক। ডরিস ডে এলে জুলি য়্যান্ড্রুজই বা বাকি থাকেন কেন? তার মধ্যে একজন বন্ধু জিম রিভসের 'আমাকে ভোলা কী এতো সহজ' পাঠিয়েছে। শতবার শোনা তবু তো শুনতে হয়। মজার ব্যাপার হচ্ছে এর মধ্যেই আর যা যা শুনলুম তার মধ্যে রাজস্থানের কচড়া খানের সুফি মান্ড, পন্ডিত উলহাস কশলকরের নট ভৈরব এবং আমাদের হেমন্তের 'মেঘ কালো, আঁধার কালো' এবং রামকুমারের 'লিখিতে শিখিলাম আমি কই'। এই সব সুরই তো বেঁচে থাকার অভ্যেসের সঙ্গে ওতপ্রোত। নিশ্বাসের সঙ্গে যখন অক্সিজেন গ্রহণ করি তখন তা নেহাত স্বাভাবিক। কিন্তু যদি কখনও কার্বন ডাই অক্সাইডে নিশ্বাস নিতে হয়, তখন হয়তো পার্থক্যটা বুঝতে পারবো। 'বেসুর' বেদর্দি আওয়াজ হয়তো এরকমই কোনও কষ্টে রাখে। এই টইটিতে সবাই নিজের প্রিয় গানগুলির লিস্টি দিচ্ছেন। কেন তারা বেশি প্রিয়, হৃদয়ের অধিক কাছে? তা কি শুধু পরিচয়ের স্বাচ্ছন্দ্য, অভ্যেসের আরাম, না নিছক আত্মপরতার ইশারা? উত্তরটি আমার কাছে খুব স্পষ্ট নয়, আপনার কি কিছু বলতে পারেন?
  • pi | 72.83.100.43 | ০১ আগস্ট ২০১১ ২২:০৭483582
  • শিবাংশুদা, ভালো লাগল :)

    আর, খুব মনের মত প্রশ্ন তুলেছেন।
    কেন প্রিয়, আমার কাছে খুব স্পষ্ট না হলেও
    তেমন অস্পষ্টও নয়। অন্তত কিছু কারণ আছে। এবার সেটা ভালো লাগার কারণ , নাকি ভালোলাগে বলে কারণগুলো খুঁড়ে বের করেছি , বলা মুশকিল :)
    কিছু কিছু লিখেছিলাম ভাটে। পারলে টুকটাক লিখবো।

    আপনিও আরো লিখুন।
  • S | 90.200.14.201 | ০১ আগস্ট ২০১১ ২২:৪২483583

  • I | 14.96.204.176 | ০১ আগস্ট ২০১১ ২৩:০৬483584
  • এই গানটা কেউ দেবেন--- নিদ নাহি আঁখিপাতে ....
  • hu | 12.34.246.72 | ০১ আগস্ট ২০১১ ২৩:২৬483585
  • এটা ইস্নিপসে আছে রেজওয়ানার গলায়। আপিস থেকে তো খুঁজতে পারছি না :-(
  • pi | 128.231.22.99 | ০১ আগস্ট ২০১১ ২৩:২৭483587

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন