এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০১৭২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০২:৪৮485528
  • আর সরি, রিফিউজি,অ্যাসাইলাম সিকারের স্ট্রাগলের সাথে এই ইচ্ছাপূরণের স্ট্রাগলকে এক করে দেখতে পারলাম না, সুদি।
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০২:৫২485529
  • সোশ্যাল লাইফ এখন আর গাছের ফলের মতন টুপ করে এসে পড়ে না। নিজেকে বানিয়ে নিতে হয়। কম খাটুনি নয় :-)

    আগের প্রজন্মের অনেক বাবা মাই ভাবেন নি যে ছেলে তাঁদের সঙ্গে থাকবে না। তাঁরা তাই আলাদা করে সোশ্যাল লাইফ তৈরীর চেষ্টা করেন নি। (সবাই নন, অনেকে)। ফলে হয়ত নি:সঙ্গতায় ভোগেন। কিন্তু অনেকেই আবার দিব্বি নিজের বয়সী লোকেদের সঙ্গে ভালো সোশ্যাল লাইফ বানিয়ে নিয়ে মজায় আছেন বুড়ো বয়সে।

    অন্যদিকে ছেলেমেয়েরা যদি একই বাড়িতেও থাকে, তাহলেও কতটুকু সঙ্গ তারা বাবা মাকে দেয় বা দিতে পারে? তাদের নিজেদের কর্মজগত, বন্ধুদের জগত সেসব ছেড়ে বুড়ো বাবা মার সঙ্গে কজন সময় কাটায়? নাতি নাতনিরা যখন ছোটো থাকে তখন তারা দাদু দিদার কাছে থাকলেও, তারা বড় হলে তাদেরো নিজের জগত হয়, তারাও দাদু ঠাকুমাকে সেভাবে সময় দিতে পারে না। আমার বড়মার বাড়িভর্তি লোকজন ছিল, তিন ছেলে, তাদের বৌ,তাদের ছেলেমেয়ে, - সবমিলিয়ে বিরাট জয়েন্ট ফ্যামিলি। কিন্তু বড়মার সঙ্গে কেউ দুমিনিটের বেশি কথা বলত না। সময় করে খেতে দিত এই পর্যন্ত। তারপরেই যে যার মতন ব্যস্ত। একমাত্র বড়মার মেয়েরা বাপের বাড়ি এলে বড়মার সঙ্গে গপ্প করত।
  • Tim | 198.82.20.16 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৩:২১485530
  • রিমিদি আবারো টাইপ করার পরিশ্রম বাঁচিয়ে দিলো। বড়ো করে ক।

    পাইকে,
    ""আমেরিকাহীনতায়..."" ইত্যাদি শব্দগুচ্ছ একেবারেই আমেরিকা নিয়ে হামলে পড়াকে খিল্লি করে। নইলে এই তর্কটাই শুরু হয়না।
  • kiki | 59.93.246.77 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৬:০১485531
  • তিমি যেটা বলতে চাইছে, সেটা বোদহয় এই লেখাটার পর ঐ খিল্লিটা বেশ চোখে লাগলো, যিনি লিখেছেন তিনি তার স্ট্রাগলটা লিখেছেন, সাকসেস পেয়ে খুশী, একটু শেয়ার করলেন।এই ট্রিট টা একেবারেই ভালো লাগেনি।স্পষ্ট বলে গেলুম বাপু। আর ওনাকে এই প্রথম দেখলাম, ছেলেপিলেদের বদামো নিয়ে অভ্যস্ত হয়তো নন।আমরা তো পরেই আছি খিল্লির জন্নো।জ্বালাতন যত সক্কাল সক্কাল। যাগ্গে তিমি কে ক,সেই প্রথম ক্ষেপে ওঠার জন্যো। ঘুম চোখে পি পাকিয়ে গেলাম কে জানে! আবার কখন যে গুরু খুলবো তাও কে জানে!হায়! আমার ল্যাপী আজকাল আর আমার কাছে খুবেট্টা থাকেনা।
  • aka | 75.76.118.96 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৬:১৫485532
  • কিকি এবি ওটা মনে হয় না কোন এক ব্যক্তিকে বলেছেন। ইন জেনারাল।
  • rimi | 75.76.118.96 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৬:২৯485533
  • তিমি আমাকে কিসে ক দিলি?

    মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়ি যাওয়াটা আনফেয়ার কি না, সেই ব্যপারে কোনো ছেলেই হ্যাঁ না স্পষ্ট করে কিছু কইল না। কোনোদিনই বলে না। সামনাসামনি জিগালে অন্যদিকে তাকিয়ে গুনগুনিয়ে গাইতে থাকে, যেন কথাটা কানেই যায় নি :-))

    তবে আমিই আরো স্পষ্ট করে বলি, হয় দুজনেরি দুজনের বাবা মা'র সঙ্গে থাকা উচিত, নয়ত কারুর নয়। তাহলেই ফেয়ার হয় ব্যপারটা, তাই না? :-))
  • nk | 151.141.84.221 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩৭485534
  • অন্যদিকে তাকিয়ে গুন গুন গান গায়???
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৬485535
  • মেয়েদের বিয়ে হলে শ্বশুরবাড়ি যাওয়াটা ভারী আনফেয়ার, নতুন বৌ এর যাতে কোন অসুবিধে না হয় তাইতে বাড়ি শুদ্ধু লোকে তটস্থ থাকে। আমি প্রস্তাব দিচ্ছি সমস্ত ছেলেদের ঘরজামাই করে জামাই আদরে রাখা হোক।
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:১৮485536
  • মনোরমাদির ইউরোপ বেড়ান হল কিনা তার কোন খবর তো পাওয়া গেল না।
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:২০485538
  • রিমির পরের প্রস্তাব আমার খুব পছন্দ তবে একটাই অসুবিধে কোন বাড়িতে থাকা হবে?
  • Tim | 173.163.204.9 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:২১485539
  • রিমিদি,
    ২:৫২ র পোস্ট। :-)

  • aranya | 68.38.243.161 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:২৫485540
  • কারুর-ই বাবা মার সাথে থাকা উচিত নয়, মানে রিমির শেষ প্রস্তাবটা। তবে দু পক্ষের বাবা মা-দের বাড়ীগুলো ছেলে মেয়েদের বাড়ীর কাছাকাছি থাকলে ভাল, তাতে বাবা মা-র সাথে ছেলে মেয়েদের দেখাশুনো হয়, নাতি নাতনী-রাও দাদু দিদাদের সাথে কিছু সময় কাটাতে পারে।
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:৩৫485541
  • ওরম বাবা মার সাথে থাকা উচিত অনুচিত বললে হবে না, পয়েন বাই পয়েন বলতে হবে।

    সুবিধে: রোজ কোন রান্না কি করে করতে হবে তা বৌকে শেখাবার দরকার নেই।

    অসুবিধে: শান্তিতে ঝগড়া করা যাবে না।
  • aka | 75.76.118.96 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:১১485542
  • তবে পাওলি দাম থেকে আমেরিকায় থাকা সমস্ত বিষয়কে নারী পুরুষ নামক গরুর রচনায় নিয়ে যাওয়ার বিশেষ ক্ষমতাও নিজেকে বানিয়ে নিতে হয়। টুপ করে এসে পড়ে না। কম খাটুনি নয়। ;)
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:১৬485543
  • মনোরমাদির কাছে একটি কৌতূহলী প্রশ্ন ( উত্তর দেওয়ার কোনো চাপ নাই )। আমেরিকায় সেটল না করে ইউরোপে করলেন না কেন ? তাহলে ইউরোপ বেরানোর আরো বেশি সুবিধা হতনা কি ?
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬485545
  • উপরের অনেকগুলো পোস্টের জন্য , :D
  • Tim | 173.163.204.9 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৬485544
  • আজ্জোদা,
    :-)
  • santanu | 95.141.130.90 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:২৮485546
  • এই লেখাটা পড়ে আমারো পাই এর এই প্রশ্নটাই মাথায় এসেছিল - তারপর মনে হলো, উনি বোধ হয় সারা বিশ্ব ঘুরে বেরানোর কথা ভেবেছিলেন।

    তা যদি হয়, উনি সেটা অ্যাচিভ করতে প্রচুর চাপ নিয়েছেন - ৮ বছরের স্ট্রাগল।
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৮485549
  • *বেড়ানো
  • Jhiki | 182.253.0.98 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৮485547
  • রিমি, বিয়ের পর শ্বসুরবাড়ী তে থাকবে থাকবে না আলাদা থাকবে, এইসমস্ত জিনিস বিয়ের আগে ঠিক করে নেওয়াই ভালো... বিয়ে একটা contract ই তো :)

    বাবা-মার একাকীত্বের চেয়েও বড় সমস্যা হল তাদের অসুস্থতা, বিশেষ করে নিয়মিত তাঁদের ক্লিনিক/হাসপাতাল নিয়ে যাওয়াটা বড্ড চাপের..... একটা সাপোর্ট সিস্টেম থাকলে ভালো হয়.... যাতে বাবা-মাকে নিয়মিত চেক-আপের জন্য হাসপাতাল নিয়ে যাওয়া-ওষুধ এনে দেওয়া এই দায়িত্বগুলো কিছুটা কম করা যায়..... আমার দাদা আর দেওরের অবস্থা দেখে সত্যি আমরা খুব অপরাধবোধে ভুগি.....

    আর মনোরমা কে একটাই কথা, খুব সুন্দর করে নিজের কথা লিখেছেন আপনি, কিন্তু শুধু স্ট্রাগল করলেই হবে, একটু বাঁচতেও তো হবে, তাই নয় কি??
  • santanu | 95.141.130.90 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪১485550
  • একিরে, আমি পাই এর দেখে 'বেরানো' লিখলাম - আর পাই খাতা জমা দেবার পর ফিরে এসে ঠিক করে দিল।
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:৫৯485551
  • শান্তনুদা, :))
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩৬485552
  • আহা আমার সেই নস্টালজিয়া ... :)
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:১২485553
  • ও ঝিকি, তোমার এই আগে থেকে ঠিক করে নেওয়া দেখে নিজের জীবনের কত 'মজার' ঘটনা মনে পড়ে গেল। বেশ কয়েক বছর প্রেম করার পরে যখন বিয়ের সব ঠিকঠাক, (মানে তার আগে বহু জিনিস ঠিক করে নেওয়া হয়ে গেছে, এমন কি কাজের লোক না এলে কে বাসন মাজবে আর কে ঘর মুছবে সেইসবও ঠিক করা হয়ে গেছে) ডেট ফিক্সড, বিয়েবাড়ি ভাড়া নেওয়া, বিয়ের কার্ড ছাপানো হয়ে গেছে, তখন দেখলাম আরেকজন উঠে পড়ে লেগেছেন জিম্যাট পরীক্ষা দেওয়ার জন্য। ওমা, এই যে আমাদের কথা হল, আমি আমার চাকরি ছাড়ব না, এখন তাহলে কী ভাবছ, আমি এখানে চাকরি করব, আর তুমি জিম্যাট দিয়ে ওখানে গিয়ে পড়াশুনো করবে!!অবিশ্যি তাতে আমার আপত্তি নেই, আমি নিজেকে খুব ভালোবাসি, আমি দিব্যি থাকব।
    তারপর জানলাম, যেহেতু তার দিদি থাকেন আমেরিকায়, এবং দিদির শ্বশুরবাড়ির প্রায় সবাই থাকেন ঐ দেশে, তাই দিদি খুব একাবোধ করেন ওখানে, তিনি চান তাঁর নিজের পরিবারের কেউও ওখানে থাকুক। আর ছেলেমেয়ে দুজনেই ঐ দেশে থাকলে নিজেদের বাবা-মাকেও বুঝিয়েসুঝিয়ে ওখানে নিয়ে আসা যাবে।
    মানে? আর আমার বাবা-মা? তাদের কী হবে?
    কেন? তোমার তো ভাই আছে।
    ও:, তারপর আমারও ওখানে থাকতে থাকতে একা লাগবে, আমিও তারপর ভাইকে বলব, ওখানে চলে আসতে, তারপর আমি আর আমার ভাই মিলে আমাদের বাবা-মাকেও ঐ দেশে নিয়ে আসব! দারুণ সিস্টেম তো।
    এক রাশ মনখারাপ, বুক-জ্বলুনি। মানুষ চিনতে এত ভুল করলাম! বিয়েটা ভেঙ্গেই দিলুম প্রায়। তাকে জানিয়ে দিলাম - না: আর না এগোনৈ ভালো। আমি তোমাকে বিয়ে করতে চাই না। মাকে ফোন করে বললাম আমি বিয়ে করছি না। মা তো কেঁদেই ফেলল। বাড়িতে পিসি-দিদা- মামী-পাশের্বাড়ির কাকিমা সবাই ভিড় জমাল আমাকে বোঝাতে। দেখলাম তারা কেউ হবু বরটির আচরণে কোনো অস্বাভাবিকত্ব খুঁজে পাচ্ছেন না, বরং আমাকেই সৃষ্টিছাড়া, বেআক্কেলে অদ্ভুত জীব বলে মনে হচ্ছে তাঁদের। সবাই মিলে অনেক বুঝিয়েও যখন আমাকে রাজি করাতে পারলেন না, তখন আমার নিজের মা মোক্ষম চালটি চাললেন, আমার এক বসকে ফোন করে জানালেন সব কথা। এবারে শুরু হল বাড়ি আর অফিসে দুই জায়গাতেই আমার ব্রেনওয়াশের পালা। অ্যাদ্দিন বাড়ি থেকে পালিয়ে অফিসে গিয়ে নি:শ্বাস নিতুম, এখন সেটাও বন্ধ। তখনও ৯/১১ হয় নি। সবার মুখেই এক কথা, আমেরিকায় কেরিয়ার প্রসপেক্ট কত ভালো, কোলকাতার ঐ আদ্যিকালের কোম্পানিতে বদ্যিবুড়ি হয়ে থাকার কোনো মানে হয় না। আমিও আমার জিদ থেকে নড়ব না, আর সবাই মিলে আমাকে নড়িয়েই ছাড়বে। আর আরেকজন? তিনি কিন্তু তখনও আমাকে ফোন করে বলে যান, এতটা এগিয়ে তিনি এই বিয়ে ভাঙতে পারবেন না, এখন তার বাড়িতে বিয়ে ভাঙার কথা বললে তার মা-বাবা হার্টফেল করবেন। তবু আমি নড়ি না, রাজি হই না। এমন সময়ে দুটো প্লেন এফোঁড়-ওফোঁড় করে দিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারকে। তালেগোলে তিনিও ভিসা পেলেন না। তারপর আমিও একটু ভরসা পেলুম - না: হয়তো ঠাঁইনড়া হতে হবে না। আবার নতুন করে সবকিছু ঠিক করে নেওয়া হল, অন্য দেশে হয়তো যেতে হবে না, তবে অন্য শহরে যেতে হবে। নিজের কোম্পানীতে কথা বলে গ্রুপ কোম্পানি ট্রান্সফারের বন্দোবস্ত করলাম। ঠিক করে নেওয়া হল, ম্যাক্সিমাম দুই থেকে তিন বছর, তারপর আমরা কোলকাতায় ফিরে আসব। যেহেতু এখন ওনার জন্য বিশেষ চাকরিবাকরি নেই কোলকাতায়, কিন্তু আমি চাইলেই যে কোনো মেট্রো শহরেই গ্রুপ কোম্পানি ট্রান্সফার নিতে পারি, তাই আপাতত: আমিই পা বাড়ালুম, কিন্তু শর্ত এটাই, প্রথম যে সুযোগটা ও পাবে কোলকাতায় ফেরার, সেই চাকরিটাই ও নেবে, এর কোনো অন্যথা হবে না। এই এত কিছু ঠিক করে নিয়ে বিয়ে করলাম, অন্য শহরে গেলাম। যাওয়ার দুই মাসের মধ্যে দেখলাম তিনি নতুন করে প্রস্তুত হচ্ছেন আমেরিকা যাওয়ার জন্য। নতুন ওয়াশিং মেসিন কিনলাম , শাশুড়ি শুনে বললেন - "এখন আবার কিনতে গেলি কেন? তোরা তো কিছুদিনের মধ্যেই ঐ দেশে চলে যাবি তখন ওটা কোথায় থাকবে?'' যাওয়াচ্ছি ঐ দেশে, রোসো। একদিন চিলচিৎকার করে তার কানের পর্দা ফাটিয়ে বললুম -"এই দেখে রাখ, আমার কালো জিভ, তোর আমেরিকা যাওয়া হবে না, হবে না, হবে না।''
    দশ বছর হতে চলল, আমার কালো জিভ আজও কালো ই আছে, কোলকাতায়ো ফেরা হয় নি, দশ বছরে আরো তিনটে শহর ঘোরা হয়ে গেছে, কিন্তু আমেরিকায় যাওয়া হয় নি। তবে কিনা একটা আট বছুরেকে গাঁতিয়ে পড়া মুখস্থ করতে দেখে, তার দম ফেলারও ফুরসৎ নেই দেখে আজকাল আমিই মাঝে মাঝে ভাবি - আমেরিকায় থাকলে বেশ হত।

    তাই বলছিলাম কি, আগে থেকে ঠিক করে রাখলে কিছুই হয় না। আগে থেকে ঠিক করে নিয়েছিলাম বিয়ের পর কোলকাতায় এলে যদ্দিন শ্বশুরবাড়িতে থাকব, তদ্দিন-ই নিজের মায়ের কাছে থাকব। তারপর বিয়ের পরে প্রথমবার কোলকাতা এসে দেখলাম, একদিনও নিজের মায়ের কাছে থাকতে পারবো না, শুধু এক-দুইবার নিজের মায়ের সঙ্গে দেখা করে আসবার অনুমতি মিলবে। তাও সেখানে ভাত খাওয়ারও অনুমতি নেই। অন্য শহরে ফিরে যাওয়ার আগের দিন বললাম, ভাইয়ের সঙ্গে একদিনও দেখা হয় নি, যতটুকু সময়ের জন্য গেছি, ভাই তখন কলেজে ছিল, আজ একবার যাই। শশুড়ি বললেন - চল আমিও সঙ্গে যাচ্ছি, তবে আমি উপরে উঠবো না, নীচে গাড়িতে বসে থাকব, তুই দেখা করেই নেমে আসবি। আচ্ছা তাই বুঝি! হুঁ:, তোমরা বুনো ওল তো, আমিও বাঘা তেঁতুল। পরেরবার আবার যখন কাজে কোলকাতা এলাম, শ্বশুরবাড়িতে জানালামই না, নিজের মায়ের কাছে উঠলাম, থাকলাম, খেলাম-দেলাম, মোট কথা যা ইচ্ছে করল, তাই করলাম। মা তাতে ভয় পেয়ে, ঘাবড়ে-টাবড়ে একসা। দুচ্ছাই, কেন যে বিয়ে করতে গেছিলাম! নিজের বাড়িতে নিজের মতন থাকতে পারব না! বুঝলাম ওটা আর আমার বাড়ি নেই, আগে যেমন করে ছিল। ফিরে যাওয়ার আগে শ্বশুরবাড়িতে দুই রাত কাটাতেই হল। ফিরে এসে দেখি আরেকজনের মুখ গোমড়া। তবে থেকে যতবার কোলকাতায় এসেছি, কখনও মন খুলে আসতে পারি নি, এক বিচ্ছিরি টানাপোড়েনে ভুগতে ভুগতে এসেছি। প্রত্যেকবার কোলকাতা থেকে ফেরার পরে ঝগড়ার সময়ে হিসেব দেওয়ানেওয়া হয়েছে, তার বাড়িতে কদ্দিন গেছি আর আমার বাড়িতে কদ্দিন ছিলাম। তাকে অবিশ্যি এসব হিসেবটিসেব দিতে হয় না। ঐ যে অনেক আগে থেকেই কারা যেন ঠিক করে রেখেছে বিয়ের পর মেয়েদেরকেই ছাড়তে হবে নিজের বাড়ি, নিজের শিকড়। তাই আমিও তার থেকে হিসেব নেওয়া ছেড়ে দিয়েছি, তিনি আমার বাড়িতে এসে একবেলা ভাত খেলেই আমার মা-বাবা কৃতার্থ হয়ে যান। আর আমি? আমার কথা থাক। অবিশ্যি থাকবেই বা কী! এতক্ষণ তো আমার কথাই বললাম। কালো জিভ নেড়ে শুধু কুকথাই বলতে পারি।
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:২২485554
  • সকাল সকাল এইসব কথা লিখলে? একেই দিল্লিতে আজ তুলকালাম বিষ্টি হচ্ছে ...
  • Du | 117.194.197.239 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৩২485555
  • আহা, আমার বাড়ি কি আর আমার বাড়ি? এটা হল গে কিনা 'আমাদের বাড়ি'। দেশ্‌টা যেমন 'আমাদের দেশ'। এই দেশে এসে আমার দুরন্ত ছেলে, ঘন্টা সাঁতার কেটে আর মাঠে খেলে যে কিনা পুড়ে কয়লা হয়ে কাটিয়েছে এযাবত প্রথম জিজ্ঞেস করতে শিখল ' মাম্মা, ওয়াই আই অ্যাম সো ডার্ক?'
  • pi | 72.83.92.218 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৩৬485556
  • শাশুড়ির অনুমতি না থাকলে নিজের বাড়ি যেতে পারবে না? সেটা মেনে নাও ?

    তবে আমার তো পুরো অন্য কেস হয়।
  • Ishan | 14.96.86.9 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৫485557
  • ধুর। দেশ ফেশ কিছু নয়। প্রথম বিশ্বে সিস্টেম ভালো। তৃতীয় বিশ্বে খারাপ। এ একেবারে জলের মতো সইত্য। সে কারণে অনেকেই মাইগ্রেট করেছেন। স্ট্রাগলও করেছেন। নিজের ভালোর জন্যই করেছেন। মাইগ্রেশন তো যুগে যুগে হচ্ছে। নতুন আর কি। সবাই তো আর বিপ্লব করবেন এমন না। ফলে এর জন্য আলাদা করে নিন্দা বা প্রশংসা কোনোটাই করার নাই। স্ট্রাগলের জন্য, সাহসের জন্য, একজন মানুষকে অবশ্যই বাহবা দেব।
  • dukhe | 122.160.114.85 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭485558
  • ভাবছিলাম গিন্নিকে টইটা পড়াব, কিন্তু হাওয়া যেদিকে ঘুরছে -
    বদমেজাজি কন্যাদের জন্য ঘরজামাই খুঁজছি । নিরীহ, গৃহকর্মনিপুণ, সাত চড়ে রা নেই টাইপ । কৈ হ্যায় ?
  • pi | 72.83.92.218 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৭485560
  • সুযোগ পেলেই সবারই মাইগ্রেট করে যাওয়া আরো ভাল। বা, সেই সুযোগ লাভের জন্য স্ট্রাগল করে যাওয়া, অপেক্ষা করে যাওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন