এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০১৬৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৫০485561
  • ভূতোর এখনও বিয়ে হয় নাই। ভূতো কখনো রাগে না, চড় মেরে অবশ্য দেখি নি। ওকে ট্রাই মারা যেতে পারে।
  • pi | 72.83.92.218 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৫১485562
  • তৃতীয় বিশ্বে যে থেকে গেল, মাইগ্রেট করলো না, স্ট্রাগল তো তাকেও করতে হচ্ছে, কারণ সিস্টেম সেখানে খারাপ।
    কেউ ভাল সিস্টেমে যাবার জন্য স্ট্রাগল করছে, কেউ খারাপ সিস্টেমে থেকে স্ট্রাগল করছে। বাহবা দিতে হলে দু'জনকেই দিতে হয়।
  • Du | 117.194.197.239 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৯485564
  • স্ট্রাগল এর কথা লিখলেই বাহবা পাবে , কেন পাবে না। আর এদেরও বাইরে যে খারাপ সিস্টেমকে ভালো করার চেষ্টা চালাচ্ছে সে আরো বেশি বাহবা পাবার হকদার।
    যে কোন অন্যায় করেনি, কাউকে ঠকায় নি, যথাসাধ্য করেছে , কোন অবস্থা বা কারনেই তাকে শ্লেষ দেবার কোন যুক্তি নেই, দেশে থাকুক বা বিদেশেই।
  • dukhe | 122.160.114.85 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৯485563
  • ভূতোর জয় হোক । সিকিকে অগ্রিম কোলাকুলি । বিটিডব্লু, বড় পাত্রীর নামও ভূতো । মানে ডাকনাম । ভালো নাম সম্রাট ভূতাইমাণিক্য ।
    কিন্তু টই হাইজ্যাক করলে ঠাকুর পাপ দেবে । আমেন ।
  • pi | 72.83.92.218 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:১৩485565
  • দেশ ফেশ হয়তো কিছু না। ভৌগোলিক বাউন্ডারির হিসেবে। কিন্তু কোনো একটা জায়গা তো থাকে , যেটা নিজের। নিজের বলে মনে হয়। যেখানে শিকড় থেকে যায়। সেটাকেই দেশ বলতে অসুবিধে কি?
    কেউ হয়তো নতুন দেশেও সেই জায়গাটা খুঁজে পেতে পারে। শিকড় তো নতুন করেও গজাতে পারে।

  • b | 203.199.255.110 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:২৯485566
  • বাঙালদের দেশ কোনটে? ফরিদপুর, বাঘা যতীন কলোনী না আন্দামান? ইয়ে, সময়টাই তো দেশ, তাই না?

    (একটি অপ্রাসঙ্গিক PJ শুনলাম। যারা দেশের জন্যে প্রাণত্যাগ করে, তারা শহীদ। আর যারা প্রাণের জন্যে দেশত্যাগ করে তারা বাঙাল।)
  • Ishan | 117.194.38.208 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৪485567
  • সুযোগ পেলেই মাইগ্রেট করতে হবে তো বলি নাই। যে তৃতীয় বিশ্বে স্ট্রাগল করছে, তাকে বাহবা দেবনা তাও বলি নাই। সে তো নাগাড়েই দিয়ে থাকি।

    শুধু এইটাই বলছিলাম, যে, এতে কোনো ভালো মন্দ বা উচিত অনুচিত নাই। যার যেখানে খুশি সেখানে থাকবে। তারাতলা, চেন্নাই, কাবুল, যেখানে খুশি।

    তবে মাইগ্রেশনের রুলগুলো তুলে বা হল্কা করা উচিত। ইট শুড বি আ ফ্রি ওয়ার্ল্ড। এইটাই ঔচিত্য বিষয়ে আমার একমাত্র মতামত। :)
  • pi | 72.83.92.218 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৬485568
  • মন্দ বা অনুচিত , এরকম বোধহয় কেউ বলেওনি।
    ভাল বা উচিত বরং বলা হয়েছে :)
  • lcm | 69.236.168.211 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮485569
  • টই-এর টাইটেল আপডেট করতে হবে - .... দশ বছর এক দিন...
  • Ishan | 117.194.38.208 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৮485159
  • আমি তো কাউকে কনট্রাডিক্ট করিনি। কেউ কিছু বলেছে বলেও বলিনি। নিজের যা মনে হল লিখলাম।
  • lcm | 69.236.168.211 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫১485160
  • তারাতলা ধুর জায়গা। তারাতলার থেকে বিরাটি বা সিনসিনাটি বেটার।
  • dd | 124.247.203.12 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৩485161
  • কিন্তু সবার চাইতে ভালো ছেন্নাই। আসুন আসুন। থেকে যান সেন্নাইতে।
    এক অখন্ড অনন্ত স্বর্গবাস।
  • lcm | 69.236.168.211 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৩485162
  • চেন্নাই খাসা জায়্‌গা। একবার মাস ছয়েক ছিলুম, চেন্নই, কাডালুর মিলিয়ে।
    তবে আমেরিকার মতো না। আমেরিকা আরো খাসা, বেরি বেরি নাইস।
    সাধে কি ডিডিদাদা উল্লেখ করেছিলেন, সেই মার্কিন বিরোধী স্লোগান - আমেরিকা গো ব্যাক, বাট, টেক মি উইথ ইউ।
  • dd | 124.247.203.12 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৪485163
  • না, আমারে কইতে দিন। আমার জ্যাঠামী করতে খুব সখ চেগেছে।

    আমাদের ছোটোবেলায় বিলেত সত্যি ই এক স্বর্গ ছিলো। এক অবিশ্বাস্য দেশ। প্রাচুর্য্য বৈভব সেক্ষ, সব মিলিয়ে এক অনন্ত সুখ। সবাই বড়লোক হয়ে যায় সেই দেশে। কল খুললেই জল,সুইচ টিপলেই আলো,সারা দিন ফোন কাজ করে ...এইসব।

    এদানী তেমন দেখি না। সব না হলেও অনেকটাই দেশে পাওয়া যায়। স্বেছায় আম্রিগা থেকে দেশে ফিরে এলো এই গুচতেই তো কতোজনে। পঁচিশ ত্রিশ বছর আগে অভাবনীয় ছিলো। আর তারপরে এখন দেখি লোকে কথায় কথায় বিদেশ ঘুড়ে আসে ট্যুরে তো বতেই, বেড়াতেও। তাই বিলেতের সেই ম্যাজিক আর নেই।

    আরো কতো লেখার ছিলো , কিন্তু বেসিক্যালি কোন ইস্যু নিয়ে যে আমি এই রচনা লিখতে শুরু করেছিলাম, হায়, এখন আর মনে পরছে না।

    "বিলেত : তখন আর এখন। এক বিবর্তনশীল গোলপোস্ট", এই রকম কিছু ভেবেছিলাম কি ?
  • lcm | 69.236.168.211 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৯485164
  • বিলাত ফেরৎ - সে তো অনেক পুরানো সিনেমা?
    ম্যারিকা নিয়ে টই ছিল না? নিশ্চয়ই ছিল।
  • dukhe | 122.160.114.85 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৪485165
  • আরে আগে ফেরা চাপ ছিল কারণ ফিরলে গোবর-টোবর খেয়ে ঘরে উঠতে হত । সেসব হাঙ্গাম উঠে গিয়ে লোকে শান্তিতে ফিরতে পারছে ।
  • tiklut | 24.7.46.251 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:১৮485166
  • টই এর নাম বরং "নদীর ওপার ও এপার" হতে পারে। আর ঠাকুর তো বলেইছেন "শেষ নাহি যে..." ইত্যাদি ইত্যাদি।
    স্টোরেজ সস্তা হওয়ার কতো কুফল! এমন বিষয় নিয়েও লোকে দেখি তর্ক করে :-)

  • Jhiki | 182.253.0.98 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৫485167
  • ব্যাঙ, সব্বার কাছে প্রিয় থাকতে গেলে এসব সইতেই হবে........ না হলে কোন চাপ নেই...আমি একটু নিজের মত চলি, বিন্দাস...... ছোট থেকে বাবা-মা, পরে শ্বাসুড়ি আমাকে একটু সমঝে চলে...... আমার বর ঠিক উল্টো, সে সবার কাছে ভালো সেজে থাকে (খালি আমার বেলাতেই যত....), তাই আমরা আমাদের কতগুলো লক্ষণরেখা সেট করে নিয়েছি ..... যেমন কেউ করো career এ নাক গলাবো না, যার যেখানে ইচ্ছা সেখানে যাবে, খালি অন্যজনকে টানাটানি না করলেই হল.....
    গতবার ছুটীতে দেশে গিয়ে আমি ছেলেকে একা তার বাবার সাথে উত্তরবঙ্গে তার ঠাকুমার কাছে পাঠিয়ে দিয়েছিলাম, নিজে সেই সময় মজাসে কলকাতা/বর্ধমানে ঘুরে বেরিয়েছি, শপিং করেছি.... এবারেও তাই ইচ্ছে, কিন্তু ছোট্ট মানুষটা ব্যাগরা দিচ্ছে (তার মগজধোলাই ও চলছে)।

    আমি দেশে গেলে দিল্লী বা কলকাতায় আমার নিজের বাড়ীতে বেশী থাকি, কলকাতায় থাকলে একদিন অন্তর বর্ধমান যাই, এইরকম আর কি!!
  • dukhe | 122.160.114.85 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:২৯485168
  • আমি হনিমুনে প্রস্তাব দিয়েছিলাম একজন উত্তর ভারত আরেকজন দক্ষিণে যাই, দুটৈ কভার হয়ে যাবে । কিন্তু সে স্বাধীনতার দাবি মঞ্জুর হয়নি ।
  • Jhiki | 182.253.0.98 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৩485170
  • আমরা বিয়ের পর হনিমুনে যাই নি :)
  • de | 59.163.30.6 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৫485171
  • ব্যাংয়ের পোস্ট পড়ে মন খারাপ হয়ে গ্যালো ---

    আমার কনট্রাক্টে অবিশ্যি প্রথম থেকেই বলা আছে, দুজনেই বেশীর ভাগ সময় নিজের নিজের বাবা-মায়ের কাছে কাটাবো, কারণ চাকরীসূত্রে দুজনেই বাবা-মায়ের থেকে দূরে থাকি! এছাড়াও কলকাতায় গাদা-গুচ্ছের ইনি্‌স্‌টট্যুট হওয়ায় সেখানে আমি কাজের জন্য গেলে কলকাতাতেই থাকতে হয়, শ্বশুরবাড়ী যাওয়ার সময় পাই না!
  • de | 59.163.30.6 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:২৯485172
  • *ইন্সটিট্যুট

    ইসে, কনট্রাক্টটা ছুটিতে বাড়ি গেলে প্রযোজ্য!
  • Paramita | 202.3.120.4 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৬:৫৭485173
  • কত কিই বলার ছিল। থাক্‌।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:০৯485174
  • ঝিকি, সবার কাছে প্রিয় থাকার কথাই এটা নয়, সওয়ার কথাও নয়। শুধু লোকজনের ডিম্যান্ডের বহরটা একটু লিখলাম।
    আমার বিয়ের আগেই আমার প্রিয় বান্ধবী আমাকে একটি অমূল্য জ্ঞান দিয়েছিলেন - "এমন সব কাজকম্মো করবি, যাতে লোকে তোকে ভালোবাসবে না, বরং ভয় পাবে, শ্বশুরবাড়ির লোকদের ভালোবাসা বড় ভয়ংকর জিনিস, ওটা না পেলেও চলবে, শুধু খেয়াল রাখবি, তোকে দেখলেই যেন তাদের গলা শুকিয়ে আসে''। তাই এই লক্ষ্যের প্রায় ৮০% কাছাকাছি এসে গেছি দশ বছরেই। না, আমি কারো প্রিয় হওয়ার চেষ্টা করেছি, নাই কাউকে আমার প্রিয় হতে দিয়েছি। :-)
    আর পাই, মেনেই যদি নিতাম, তাহলে আর পরে কোনো হিসেবনিকেশের দরকারই হত না। :-)
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১০485175
  • akaর অত্যন্ত প্রাসঙ্গিক Date:16 Sep 2011 -- 08:11 AM দেখতে সকলকে অনুরোধ করা হচ্ছে। গাড়ি আবার বেলাইন হচ্ছে।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১১485176
  • দুখে :-))
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৫485177
  • বিবেক, বেলাইন হচ্ছে তো হচ্ছে। আপনাকেও রিমির Date:16 Sep 2011 -- 06:29 AMয়ের পোস্ট দেখতে অনুরোধ করা হচ্ছে। যারা গাড়ি বেলাইন করছে তাদেরও মাবাবা আছে অথবা ছিল কিনা, সেই জন্য।
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:১৮485178
  • byaang দিদি একটু শান্ত হও। কারু কোনরকম ভালোবাসার সম্পর্কেই খারাপ কথা বোলো না, সে জিনিসটা সব সময় সুন্দর।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:২০485179
  • খ্যাক খ্যাক। সুনীল গাঙ্গুলীর একটা উপন্যাসের নাম মনে পড়ে গেল।
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:২১485181
  • রিমির প্রস্তাব তো আমারো পছন্দের সে তো আগেই বললাম।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন