এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০২৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪১485182
  • ব্যাঙকে দুহাত তুলে সমর্থন। হয়তো এই প্রথম।
  • kumu | 122.160.159.184 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:২০485183
  • ব্যাঙ,সাবাশ।
    সবাইকে নিজের লড়াই নিজের মত করে লড়তে হবে-এটাই বাস্তব।বন্ধুরা পাশে থাকে,কিন্তু ঐ পর্যন্ত।

    আমার খালি একটা জিনিষ বরাবর অবাক লাগে-লোকেরা অন্যের ব্যক্তিগত ব্যাপারে অযাচিত মতামত কেন দেয়?
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩০485184
  • ব্যাং, মন খারাপ হল খুব। কার বাড়িতে কতদিন থাকা এই হিসেব নিকেশ করতে হয় না এমন প্রবাসী বাঙালী মেয়ে অনেক খুঁজলে তবে পাওয়া যায়।

    সব টইকে গরুর রচনায় নিয়ে যাওয়া নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে কোনো লাভ নেই। আমেরিকায় থাকার সঙ্গে বাবা মার নি:সঙ্গতা যদি কোরিলেটেড হয়, তাহলে ছেলের বাবা মার নি:সঙ্গতা বনাম মেয়ের বাবা মার নি:সঙ্গতার আলোচনাও সমানভাবে প্রাসঙ্গিক।

    ব্যাংএর বন্ধু বা ঝিকি ঠিকই বলেছে। শ্বশুরবাড়ির ভালোবাসায় কোনো দরকার নেই। অনেক বেশি প্রয়োজনীয় হল নিজের মতকে প্রতিষ্ঠা করার, নিজের জীবন, নিজের সংসার নিজের মতন করে চালানোর স্বাধীনতা থাকা।

    আমরা এমন একটা বৃত্তে বাস করি, যেখানে আমাদের নিজেদের অধিকার অ্যাসার্ট করার ক্ষমতা গড়পড়তা বাঙালী মেয়ের থেকে বেশি। কিন্তু এখনো, এই ২০১১ সালেও, অধিকাংশ বাঙালি বৌ অধিকারহীন জীবন যাপন করে। কিছুদিন আমি সুখের ঘরে স্টার নামে একটা প্রোগ্রাম দেখলাম ইউটিউবে, দেখে আরো বুঝলাম যে বাঙালী মেয়েদের অন্যান্য অধিকার তো দূরের কথা, শুধুমাত্র চাকরি করার অধিকারটাই স্বাভাবিক বলে প্রতিষ্ঠা করতে বহুদূর যেতে হবে। বাকি সব তো বাদই দিলাম।

    আর হ্যাঁ, যতই বিদ্রুপ করো, তোমরা আমাকে দাবায়ে রাখতে পারবে না। আমি বলবই যা আমার বলার। বলেইছি, লোকের কাছে ভালো ইমেজ রাখার ব্যপারটা আমি বহুদিন কাটিয়ে দিয়েছি :-)))
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:০৭485185
  • রিমি--লোকের কাছে--আরে কতকত্ত লোক যে তোমাকে ক্ক দিচ্ছে কি বলি!
    ব্যং টা সুপার সুইট -ব্যাং রে এবার পিলিজ একবার কোল্কেতে তে আয় ডিসেম্বরের ছুটিতে ---তোকে চর্মচোক্ষে দেখার বড় সাধ:-)
    আমাকে ও পোহাতে হয়েছে অনেক কিছু--কিন্তু আমার একটা মস্ত সুবিধে যে আমার শ্বশুরবাড়ীটা এত্ত কসমোপলিটান--যে আমার হেব্বি পছন্দের যায়গা --আমি একেবারে ঘুলেমিলে গেছি দিল্লী পর্টটাতে--কোল্কেতেতে অম্মো সমঝে চলি তারাও ;-) বরিশাল বর থকে গেছে, আর চেঁচায়না, সুখের চেয়ে স্বস্তি ভাল বুঝেছে এখন।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৫485186
  • রিমি রে, আমার মাঝে মাঝেই একটা গবেষণামূলক প্রবন্ধ লিখতে সাধ যায় - ২০১১য়ে আমি এবং আমার বন্ধুরা। :-))
    আর ভাবিস নে এশুধু বাঙালী মেয়েদেরই জন্য, আমার প্রবন্ধটায় মালয়ালী, তামিল, মারাঠি সব্বার কেস স্টাডি থাকবে।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:১৮485187
  • নীনাদি, রোসো, মেল করব। অথবা ফোন।
  • kumu | 122.160.159.184 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৩৯485188
  • ৬-২০ এক্টু ডি: প্রয়োজন মনে হল।ওটা ব্যাঙের লেখার পরিপ্রেক্ষিতে লেখা কিন্তু।
    গুরু/চন্ডালদের উপর কোনোই কটাক্ষপাত নাই।
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৪৫485189
  • বাঙালী ট্রেনে, বাসে, গ্রুপ মিটিংয়ে, রাস্তায় চলতে চলতে সর্বত্রই তীব্র ব্যবহার করে। নিজেদের মত প্রতিষ্ঠাও ঐ তীব্রতা দিয়েই করবে এর মধ্যে আশ্চর্য্যের কিছু নেই।

    এর পিছনেও সোশাল কারণ সামহাউ নিজেদের মনের মধ্যে ঢুকে গেছে তীব্রতা না দেখালে তা গ্রহণযোগ্য হয় না। সেটা সমাজের সমস্যা।
  • nyara | 122.172.174.234 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৩485190
  • আর আমার খালি একটা জিনিস অবাক লাগে, যে লোকগুলোর নিজেদের ডিফেন্ড করার কোন সুযোগ নেই তাদের সম্বন্ধে কীরকম অক্লেশে পাবলিক ফোরামে বিভিন্ন কথা হয়ে চলেছে।

    না লিখে পারা গেল না।
  • SC | 150.212.9.4 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৯:৫৫485192
  • আমার তো আম্রিগা বেশ লাগে।
    বাকিদের ভালো না লাগলে সে নিয়ে আমার কিছু বলার নেই।
    কিন্তু একটা অদ্ভুত এটিচ্যুড দেখেছি কিছু লোকের মধ্যে, যেন আমেরিকা ভালো লাগাটা
    কোনো অপরাধ, প্রকাশ্যে ওরাম বলতে নেই, এইরকম আর কি।
    আমি এগুলো ঠিক বুঝতে পারিনা।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:০১485193
  • তীব্রতা যখন অতি তীব্র থেকে অতি অতি তীব্র হয়ে ওঠে, তখন এমন কিছু ব্যক্তিগত কথা থাকে যেগুলো পাবলিককে জানানোর উদ্দেশ্যে না লিখে পারা যায় না। :-)
  • S | 90.200.14.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:০৩485194
  • ব্যাঙ এর টা পড়ে সত্যি মন খারাপ হয়ে গেলো। অমি মাত্তর চোদ্দো দিনের জন্য দেশে যাই, দুদিন ও বাড়ীতে আর বাকি আমার বাবা মার কাছে। আমার সাফ কথা আমি দেশে যাই শুধু বাবা মার জন্য যেদিন ওনারা থাকবেন না সেদিন দেশে যাওয়া ও বন্ধো কোরে দেবো। খুব কন্‌শাসলি আমি একাটা সাতেও নেই পাঁচেও নেই মার্কা ইমেজ মেনটেন করি। কারন আমার এই সকলের ডিম্যান্ড মিট করার মতো প্রতিভা নেই। উল্টো দিকে আমার বড়ো জা এতো ভলো এত্তো ভালো পুরো একতা কাপুরের সিরিয়ালের বৌ দের মতো ভালো, যারফলে আমাকে আমার জায়ের পাশে পুরো ভ্যাম্প ভ্যাম্প লাগে। তবু ভালো নিজের মতো থাকতে পারি, পরতে পারি।
    আর মেয়েদের চাকরি করার পার্মিশনটা তো অনেকসময় সে কতটা রোজগার করছে তার ওপর ঠিক হয়। দেশে থাকতে দেখাতাম আমার কিছু বান্ধাবী যাদের হাসব্যান্ডরা হয়তো ডাক্তার বা আই এ এস অফিসার আর বন্ধুটি হয়তো নার্স বাএই ধরনের কিছু কাজ করে যেখানে সাংঘাতিক কিছু স্যালারি নয় তাদের সবসময় শুনতে হোতো চাকরি ছেড়ে দেবার কথা না হোলে ছেলে মেয়ে নাকি মানুষ হবে না। এখানে দেখি অন্য গল্পো। সেই ইন্ডিআন ছেলেরাই এখানে এসে বদলে যায়। যেখানে বৌ ও তার সমান বা তার চাইতে ও হায়ার কোনো পজিশনে আছে সেখানে কিন্তু আর চাকরি ছাড়ার কোনো গল্পো নেই। যেমন ধরুন যারা দুজনেই ডাকতার, দুজন হয়তো দুটো আলাদা শহরে। ছেলে মেয়ে নাহয় বাবা আর ওপেয়ার এর কাছে মানুষ হচ্ছে বা দেশে দাদু ঠাকুমার কাছে। মাসে দুমাসে হয়তো বাচ্চারা একবার বা দুবার মাকে দেখছে , আর বাচ্চা ইন্ডিআতে থাকলে তো বছরে একবার এর আগে কোনো গল্পো নেই। আমি বলতে চাইছে এরকম একটা extreme সিচুয়েশন ও মেয়ে টিকে কেউ চাকরি ছাড়ার কথা বলছে না। হয়তো এটা ইন জেনারেল পিকচার নয় তবু খানিকটা তো বটেই।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:০৪485195
  • আর আমার মাবাবা মরে ভূত হয়ে যাওয়ার আগে আমার অতি ন্যায়সঙ্গত ইচ্ছে তাদের সঙ্গে কয়েকটা দিন নিশ্চিন্তে কাটানো উইদাউট সাম ভ্রূকুটিজ, সেটাও না লিখে পারা গেল না।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:০৭485196
  • আর হ্যাঁ, সত্যের পথ থেকে বিচ্যুত হতে চাই না বলে জানিয়ে রাখি, আমি আমার শ্বশুরবাড়িতে রাত কাটাই নি গতবার, এবারেও কাটাব না।
  • pipi | 129.74.191.152 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২৪485197
  • আজ অবধি একটিও দেশী মেয়ে দেখলাম না যার শ্বশুরবাড়ি সম্পর্কে অভিযোগ নেই। মাঝেমাঝে অবাক লাগে! আচ্ছা, শ্বশুরবাড়ি কি সত্যি এমন সাঙ্ঘাতিক জায়গা?
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:২৭485198
  • ধরা যাক কোন একটি ছেলে একটি মেয়েকে বলছে কেরিয়ার করতে আম্রিগা গেলে ঠ্যাং ভেঙে দেব, আমার বাবা মাকে কে দেখবে, ইত্যাদি ইত্যাদি। তখনই কিন্তু এই জনমত সম্পূর্ণ উল্টে যাবে।

    হালার প্রিভিলেজড, লিবারাল বাঙালী পুরুষের কি হাল মাইরি। না পারে নিজের ইচ্ছেমতন কেরিয়ার করতে, আবার না পারে বঙ্গপুঙ্গব হয়ে মা বাবার টেক কেয়ার করতে। যাই করতে যাও তার একটা ফিমেল অপ্রেশন ব্যাখ্যা বেরবেই বেরবে। ব্যাস লিবারাল বঙ্গপুঙ্গবও লড়ে যায়। হায় কেন যে বসন্তসেনার সময়ে জন্মালাম না?
  • SC | 150.212.9.4 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩২485199
  • পাওলি দাম নিজের শ্বশুরবাড়ির সম্বন্ধে কি বলে ভবিষ্যতে, জানার ইচ্ছা রইল।

  • kd | 59.93.165.0 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৪485200
  • SCর পোস্ট পড়ে অনেকদিন আগের দু'এর লেখা একটা পোস্ট মনে পড়লো। ঠিক কোট করতে তো পারবো না, তবে মনে আছে ও লিখেছিলো যখন ও ও'দেশ ছেড়ে এ'দেশে ফিরবে, ওখানকার প্রতিবেশী, কলিগদের সাহায্য, ভালোবাসা চিরদিন ওর মনে থাকবে।

    এটাই আসল প্রবলেম। এ'দেশের (মানে যারা ও'দেশে যায়নি) লোকেরা আমাদের 'আমেরিকান জনসাধারণ'এর প্রশংসা 'আমেরিকান সরকার'এর প্রশংসা ভাবে।

    ভাষার ওপর ঠিক হ্যান্ডেল নেই তাই ঠিকমতো লিখতে পারলুম না, তবে আশা করি কী বলতে চাইছি বোঝা গেছে। ইস্‌স, লিন্‌কটা যদি থাকতো!
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৭485201
  • না রে পিপি, মোটেই সাংঘাতিক জায়গা নয়। বৌয়ের তীব্রতার সঙ্গে সমানুপাতিক শ্বশুরবাড়ির সাংঘাতিকত্ব। আর হ্যাঁ, যে বউ শ্বশুরবাড়ির লোকদের নিজেদের ডিফেন্ড করার যথেষ্ট সুযোগ দেয়, তাদের শ্বশুরবাড়িও মোটেই সাংঘাতিক হয় না।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৩৮485203
  • আকা :-)))
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫০485204
  • ব্যাঙ এরই অন্য নাম ল্যাজে খেলানো। :)
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫২485205
  • আকাবাবুর এই অবজার্ভেশন (ল্যাজে খেলানো) ঠিক কোন পোস্টটার ব্যাপারে?
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৯485206
  • কোথায় জানি ল্যাজে খেলানো নিয়ে একজন পোস্ট করলেন না। তিমি জানে।
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:০০485207
  • ন্যাড়াদাকে ক। ব্যাঙদির এইরকম লাগাতার অভিযোগ করে যাওয়া ভালো লাগলোনা। পাবলিক ফোরামে একজন স্পেসিফিক মানুষকে (বা মানুষদের) আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে অভিযোগ করা যায়না। করলে সেটা বিলো দ্য বেল্ট হয়। তাও আবার যখন পরিচয় গোপন রাখার যখন কোন উপায়ই নেই।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:০৮485208
  • তিমি, আমি কোনো অভিযোগ করি নি। যদ্দুর সম্ভব আক্ষরিক বর্ণনা দিয়েছি কিছু কাজের, কিছু কথার, কিছু সিদ্ধান্তের। আর সে করুক না যত খুশি আত্মপক্ষ সমর্থন, এই পাড়ায় সে লেখে না মানেই যে সে পড়ে না, তাও তো নয়।
    তবুও বলছি তোর এবং ন্যাড়ার আপত্তির কারণটা আমি বুঝেছি।
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩485209
  • ব্যাঙদি,
    তোমাদের কষ্টের জায়গাটা বুঝেছি। সেটা নিয়ে কোন বক্তব্য নেই।
    বাবা-মার সাথে দেখা করা নিয়ে আমার একটা শকিং অভিজ্ঞতা আছে। পরে সময় করে লিখবো।
  • Ishan | 117.194.34.91 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:১৮485210
  • অ আকা। মেয়েরা অমন একটু লাপায়। ওতে কান দিলে চলে? ;-)
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২১485211
  • ন্যাড়াদাকে 'ঙ' দিলাম। যখনই কিছু অভিযোগ টাইপের কিছু লেখা হয়, সেখানে অপরপক্ষের আত্মপক্ষ সমর্থনের কোনও সুযোগ নেই জেনেই তো লেখা হয়। তা সেটা কোনও বঙ্গপুঙ্গবই হোন বা বিমান বোসই হন বা ব্রাত্য বোসই হন কি পাওলি দামই হন, বা উইলিয়াম ডার্লিম্পলই হোন না কেন।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২২485212
  • তিমি, আমার এক বন্ধুর দিদা আছেন -বন্ধুর মায়ের মেজমামী। ঐ দিদার ভাই ঐ দিদার ভাসুরের থেকে টাকা ধার নিয়ে শোধ দিতে পারে নি বলে চিরকালের মতন তাঁর বাপের বাড়ি যাওয়া এবং বাপের বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ রাখা বন্ধ করে দেন তাঁর স্বামী এবং ভাসুর। চিঠিতে ঐ দিদার মা-বাবার মৃত্যুসংবাদ এলে তাঁকে সেটা জানিয়ে দেওয়া হয় এবং শ্বশুরবাড়িতেই তাঁর নিয়ম-আচার পালনের ব্যবস্থা করে দেওয়া হয়, তবু তাঁকে যেতে দেওয়া হয় নি। এবারে বল তো, ওনার স্বামী বা ভাসুরকে আমি কেমন করে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিই? তোর বা ন্যাড়ার খারাপ লাগছে কারণ, আমি নিজের অভিজ্ঞতা লেখায় এবং মানুষটিকে আবছা চেনায় তোদের হয়তো অস্বস্তি হচ্ছে, যে মানুষটিকে একটা ফেয়ার চান্স দেওয়া উচিৎ। কিন্তু যাদের চিনিস না তাদের নিয়ে লেখায় আপত্তি বা অস্বস্তি নেই তো?
  • ppn | 216.52.215.232 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৩485214
  • আছে।

    এক সেলিব্রিটি বা ন্যাতাফ্যাতা হলে অন্য কথা।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন