এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ২৯৭৭৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৭485215
  • প্পন, তাহলে বাপু বহু বই পড়াও বন্ধ করে দিতে হয়, এইব্যাপারে সবচেয়ে আগে মনে আসছে পিঞ্জরে বসিয়ার নাম। যদিও ঘটনাগুলোর তীব্রতা নিয়ে কোনো তুলনা চলে না ঐ বইয়ের ঘটনাগুলোর। কিন্তু সেখানেও তো বহু চেনা-অচেনা মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে নাড়া দেওয়া হয়েছে, ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯485216
  • ব্যাঙদিকে একটা বদবুদ্ধি দি। :-)
    তোমার উদ্দেশ্য আসলে এই অন্যায়গুলো জনসমক্ষে আনা, তাই তো? তাইলে কাল্পনিক নামধাম দিয়ে গপ্পো লিখে দাও (ইপিস্তা কি দেখছে?)। এরকমটা হয়, জানানো ও হলো, আবার ফিকশনের মোড়কে দিলে বলে দায়টাও রইলো না।
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৪০485217
  • কিন্তু সেটা কেন করব তিমি? আমার তো নিজের অভিজ্ঞতা পাবলিক করতে অসুবিধে হচ্ছে না। অবশ্য পাবলিকের ফিডব্যাক দেখে মনে হচ্ছে - পাবলিকের পক্ষে চেনা মানুষের অচেনা ব্যবহার হজম করা চাপ। সেই জন্যই করতে বলছিস কি?
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৪১485218
  • তবে আমাকে বদবুদ্ধি দিচ্ছিস দে, অন্য কাউকে দেখতে বলে সাঁকোনাড়া দিস না প্লিজ।
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৬485219
  • না ঐটা সেরেফ বদবুদ্ধি ও ফাজলামো। :-)

    অসুবিধে মানে, যাঁদের নিয়ে লোকসমক্ষে কথা হচ্ছে তাঁরা জানতেই পারলেন না, জানলেও কিছুই বলতে পারলেন না। একতরফা অভিযোগ এলো, বিচার হলো, লোকে বললো ভারি অন্যায়। সেখানে আপত্তি আছে, কারণ জঘন্যতম অপরাধেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাওয়া যায়।
  • kiki | 59.93.216.99 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৪৭485220
  • ব্যাঙ ও যেমন! এসব কি বলতে আচে গা!

    তবে মাইরী একটা প্রবল পোশ্ন, যারা দিনের পর দিন বর বৌ একসাথে থাকে তারা কি এক্কেরে নির্বিকার টাইপ হয়ে যায়।ক্ষী চাপের জীবন মাইরি।

    না, দিদিয়া আসলেই বকে ঝকে দেবে।ঘুনু কত্তে যাই।
  • ppn | 204.138.240.254 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১485222
  • ও, আচ্ছা, প্রশ্নটা তিমিকে করা হয়েছিল। সরি।
  • ppn | 204.138.240.254 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৫১485221
  • ক্ষী মুশকিল, প্রশ্ন করেছ তাই উত্তর দিয়েছি। না হলে তো দিতাম না। উত্তর দেবার সময় তো হনেস্ট অ্যান্সার দেব, নাকি?

    তোমাকে লিখতে তো কেউ না করেনি।
  • nyara | 122.172.174.234 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২১:৫২485223
  • কেসি, তোর পাবলিক ফিগার আর প্রাইভেট পার্সনের মধ্যে তফাৎ করার মত সংবেদন আছে বলে জানি। তুই এই তুলনাটা করলি কী করে?
  • byaang | 122.172.245.54 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৩485225
  • প্পন, সরিফরি বলে তক্কোর মজা নষ্ট করিস নি। আমি তো উত্তরটা তোকেই দিলাম।
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫485226
  • ন্যাড়াদা, ফাজলামো বোঝার সংবেদনশীলতা তুমি হারাচ্ছ নাকি?
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:০৮485227
  • অ্যাঁ কেসি!! তুই ফাজলামো করে আমাকে দুহাত তুলে সমর্থন করেছিলিস!!! :-O
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১১485228
  • সমর্থন করেছিলাম ইস্যুটাকে। গল্পটাকে নয়। এক্কেবারেই না।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:১৩485229
  • কোনটা ইস্যু, কোনটা গল্প, আর কোনটাই বা ফাজলামো?? সিরিয়াসলি বুঝতে পারছি না।
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪485230
  • ব্যাঙ, তোর লেখা রিয়েল লাইফ ক্যারেক্টারদের নিয়ে যে পোস্টটা, সেটা থেকে যে সোসাল ইস্যুটা উঠে এসেছিল, আমার সমর্থন ছিল ঠিক সেখানে। রিয়েল লাইফ লোকেদের না এনেওতো ইস্যুটা দেখান যেত। তোর লেখনীর বাগ্মিতা যথেষ্টই ভাল। তাই প্রাইভেট লোকেদের না এনেও বক্তব্যের ধার কমতনা। আশা করি বোঝাতে পারলাম। :P
    আর ন্যাড়াদাকে 'ঙ; দেওয়া পোস্টটা ফাজলামোই ছিল।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:২৬485231
  • কেসি, বুঝলাম।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৩485232
  • তবে একটা প্রশ্ন ছিল, ধর এখানে কিকি, নীনাদি, আমি এবং আরো কেউ কেউ অনেক সময়ে নিজেদের ব্যক্তিগত জীবনের ক্ষোভ বেশ মজা করে বা সহজভাবে লেখেন। একবার শুধু কাব্লিদাকে অবাক হতে দেখেছিলাম কিকির পোস্টে। তা বাদে আর কখনো কাউকে দেখি নি আপত্তি করতে। তো আজকে তোদের সবার ধৈর্য্যচ্যুতি ঘটল কেন, সেটাই বুঝতে চাইছি। ইস্যুটাকে তোরা সমর্থন করিস, অথচ জড়িয়ে থাকা মানুষগুলো নিজেদের গন্ডির কেউ বলেই কি চাপটা হচ্ছে?
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৫485233
  • আজ রিমি কই? রিমি না থাগলে জমেনা---

    আর কিকির দেখি পোবোল ঘুনুর তাড়া---আহা তা হোক তাহোক--যাক যাক--
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯485236
  • এমনকি এখানকার অনেক ছেলেকে নিজের শ্বশুর সম্পর্কেও নানারকম মন্তব্য করতে দেখেছি, যেগুলোকে কোনোমতেই সম্মনজনক বলা যায় না। তো তখনও তো কারুর মনে হয় নি, যে যাকে নিয়ে লেখা হচ্ছে, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হচ্ছে না!
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৯485234
  • এই নিয়ে আমার জ্ঞানগর্ভ পোস্ট করব কিনা ভাবছি।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৪485237
  • ইসে, আমি উপরের পোস্টটিকে রিকল করলাম। কারণ এখন টই/ভাট ঘেঁটে কোন ছেলে কবে নিজের শ্বশুরের নামে কী বলেছে, সেটা খুঁজে দিতে বললে খুব চাপ হয়ে যাবে।
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৫485238
  • আরে কি জ্বালাতন রে বাবা!! ব্যাং তো কারুর নামে কোনো অভিযোগই করে নি, শুধু কতগুলো ঘটনা বলেছে। ঘটনাগুলোতে কাউকে ক্রিমিনাল হিসেবে দেখানো হয়েছে এমন তো নয়?? বরং কিছু স্বাভাবিক ব্যবহারেরই পরিচয় পেলাম, যেগুলো আমাদের সমাজে এতই স্বাভাবিক যে যাদের আত্মপক্ষ সমর্থনের প্রশ্ন তুলছ, তারা নিজেরাও অবাক হবে।

    আত্মপক্ষ সমর্থনের প্রশ্ন তখনি আসে যখন কারুর বিরুদ্ধে অপরাধের অভিযোগ করা হয়। এই ঘটনাগুলো আদৌ তেমন নয়। এগুলোর মধ্যেও যদি আত্মপক্ষ ইত্যাদি ব্যপার আসে, তাহলে বলব কারুর আত্মজীবনী বা জীবনী লেখাই উচিত না। তসলিমা থেকে শুরু করে সুনীল, প্রতিভা বসু, থেকে শুরু করে ভ্যান গগের জীবনীতে পর্যন্ত, (আর কারুর নাম মনে পড়ল না এই মুহুর্তে) এমন অনেক ঘটনা আছে, যেগুলো এই "আত্মপক্ষ" সমর্থনের অদ্ভুত যুক্তিতে একেবারেই লেখা উচিত নয়, বা লিখলেও নাম গোপন করে লেখা উচিত। তসলিমার কথা বাদ দিলেও নিতান্ত সাধারণ "দয়াময়ীর কথা" তেও বহু মানুষের খারাপ ব্যবহারের কথা আছে।

    মোট কথা, ব্যাংএর লেখা অত্যন্ত নির্দোষ, কোনো আত্মপক্ষ সমর্থন টনের প্রশ্ন আদৌ আসে না।আমরা যখন শিশুটকে নিজেদের ছেলেমেয়েদের কথা লিখি, বা বন্ধুদের সঙ্গে কোনো অভিজ্ঞতার কথা লিখি, তখন কিন্তু কেউ আত্মপক্ষ ইত্যাদি নিয়ে কিছু বলে না। শুধু শ্বশুরবাড়ি নিয়ে মেয়েরা কথা বললেই .... যাই হোক, ব্যাং তুই নিজের মতন করে লিখে যা। যা বোঝার বোঝা গেছে :-)))
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৪৮485239
  • আকাদার জ্ঞানগর্ভ পোস্ট এলোনা? ;-)

    কিন্তু ব্যাঙদিকে লিখতে তো কেউ বারন করেনি। খারাপ লাগা জানানো যাবেনা?
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫০485240
  • রিমি, হ্যাঁ আমিও যা বোঝার বুঝে গেছি, তবে আরো ভালো করে বুঝে নিতে চাইছি আরকি! যাতে করে আমার বোঝা নিয়ে আমারই কোনো সন্দেহ না থাকে। :-))
  • nk | 151.141.84.194 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫২485241
  • দেরি করে এসে আমি তো প্রায় ঘেমে গেছিলাম, কী লিখেছে রে বাবা! পাতা উল্টে পড়ে দেখি ও, এই ব্যাপার! কয়েকটা ঘটনা আর অভিজ্ঞতার বর্ণনামাত্র! কারুর নাম পরিচয় না দিয়ে, শুধু সাম্পর্কিক পরিচয় দিয়ে। তাতেই এত কান্ড!!!!!
    আর সবচেয়ে যেটা উল্লেখ্য, এই ধরনের ব্যাপারগুলো আমাদের সমাজে একেবারেই রীতিমতন কাস্টম বনে যাওয়া ব্যাপার, বেশীরভাগ লোকে এগুলো অসঙ্গত মনেই করে না!
    অথচ মনে করা উচিত। পাল্টানোর চেষ্টাও তো করা দরকার বলেই মনে হয়।

  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৩485243
  • আরে তিমি, তোরা খারাপ লাগা জানিয়েছিস, তা নিয়ে কি আমি আপত্তি করেছি? জানা না যত্তো খুশি। জানালেই কি আমি হাটে হাঁড়ি ভাঙার স্বভাব রাতারাতি পাল্টে ফেলবো?
  • S | 90.200.14.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৩485242
  • আমি একটা ব্যাপার বুঝতে পারছি না যে তসলিমা যখন নিজের জীবনি লেখেন তখন সেখানেও তো অনেককে টেনে এনেছেন, যারা তার একান্ত আপনজন, সেখানে তাদের ও তো আত্মপক্ষ সমর্থনের কোন সুজোগ দেওয়া হয় না । কই তখন তো কারুর আপত্তি দেখি না। প্লিজ বলবেন না তসলিমা সেলিব্রিটি তাই সব চলে। , আর তাঁর সেই চেনা পরিচিত আপনজনেরা যারা সেলিব্রিটিও নন আর এলিয়েন ও নন তাঁদের তখন কি হয়? তারা কি তখন নন এনটিটি হয়ে যান?

    যার যন্ত্রনা সেটা সে ছাড়া অন্য কেউ বোঝে না সে যতই ঘাড় নাড়ুক না কেন।
  • S | 90.200.14.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৫485244
  • উফ্‌ফ রিমি দেখি আগেয়ি সব লিখে দিয়েছে।
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৮485245
  • বড় এস এই কথাটা বড় দামী বলেছে---যার যন্ত্রনা সে ছাড়া কেউ বুঝবে না"" একেবারে ঠিক কথা।
    ব্যাং, বিন্দাস লিখে যা----
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২২:৫৯485247
  • ক্ষি অবাক করা কথা, যখন কোনও বই লিখে সেটা পাবলিকের মধ্যে ছাড়া হচ্ছে, তখনতো পাবলিকের থেকে যে কোনও রকম ফিডব্যাকতো নিতেই হবে। তাই রিমির ঐ জীবনী না পড়ার ব্যাপারটা দাঁড়ায়না মোটেই।

    আর ব্যাঙ 10:33 PM এর পোস্টে করা চাপএর ব্যাপারটা নিয়ে আমি নিজেই কনফিউসড হয়ে গেলাম। মানুষগুলো নিজেদের গন্ডির মধ্যেকার বলে চাপ যে হচ্ছেনা তা হলপ করে কইতে পারিনা। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন