এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আমেরিকায় দশ বছর।

    Monorama Biswas
    অন্যান্য | ১৫ সেপ্টেম্বর ২০১১ | ৩০১৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৪485248
  • না কেসি, দাঁড়ায় অবশ্যই। ব্যাংএর বর শাশুড়ি এরা এই পোস্ট পড়বে না আপনি জানলেন কোথে্‌থকে? যারা আত্মজীবনী লেখে, তারা পাবলিকের মধ্যে ছড়িয়ে দেয়, কিন্তু বেছে বেছে যাদের নিয়ে লিখেছে, তাদের বাড়ি গিয়ে বিলি করে আসে না। ব্যাংও তাই করেছে। যা লিখেছে পাবলিকলি লিখেছে, শাশুড়ি পড়বেন কি না না জানলেও ওর বর যে পড়তে পারে সেটা জেনেই লিখেছে, যেমন আমি যখন যা লিখি আকা পড়বে জেনেই লিখি।
    আপনারা কেন ব্যপারটাকে আড়ালে নিন্দা করার সঙ্গে এক করে দেখছেন সেটাই আমার মাথায় ঢুকছে না।
  • Moloy | 207.45.43.68 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৫485249
  • এই ব্যাপারখানা ঠিক মাথায় ঢোকে না . এদিকে লোকজন স্ট্যান্ড নিয়ে বাসে আছে .. সকলকে খুশি করতে পারবো না .. নিজের খুশি মত চলব .. ইত্যাদি ইত্যাদি .. আবার এদিকে এটা করতে হয়েছিল ওটা করতে বারণ করা হয়েছিল বলে কত দু:খ .. কি মুশকিল .. কাজ পছন্দের না হলে না করলেই তো মিটে যেত . স্ট্যান্ড তো রেডি ই ছিল .
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৬485250
  • ওরেবাবা পাল্টানোটা একটু ভালো ব্যবহার করে অনেক বেশি করা যায়।

    এই সবেতেই যারা একটু প্রাচীন ধ্যান ধারণা নিয়ে থাকেন তাদের ভিলেনের আসনে বসানোটা বিরক্তিকর। নাকি পুরনো একটা ধারণা থাকা মানেই একটা মানুষ সম্পূর্ণ খারাপ হয়ে গেল? কোনটাই নয়। খুব ওপর থেকে দেখলে এটা একটা সামাজিক বিবর্তনের প্রয়াস, আর যার নিজের ক্ষেত্রে হচ্ছে তাহলে বেশি এক্সপোজড মানুষজনের কাছে একটু বেশি সহনশীলতা,মানবিক আচরণ অনেক বেশি এক্সপেক্টেড।

    ধরুন ছেলেটি বোঝে যে হয়ত যা হচ্ছে তা ঠিক নয়, কিন্তু তারও বাবা মা, ভালোবাসা আছে দায়বদ্ধতা আছে, সব সময়ে পারফেক্ট স্বামী হয়ে উঠে গর্জে উঠবে এমন এক্সপেক্ট করাই ভুল। কিন্তু তারও তো খারাপ লাগতে পারে যে তার জীবনের দুই প্রিয়জন বিভিন্ন কারণে লড়ে যাচ্ছে। একটু প্রিভিলেজড ক্লাসে, একটু সহনশীল হলেই অনেক সমস্যা এড়ানো সম্ভব।

    আর একটা কথা হল প্রিভিলেজড মহিলাদের এই সবেতেই অপ্রেসনের ভুত দেখা তারা নিজেরা না ছাড়লে কেউ ছাড়াতে পারবে না। উদাহরণ লাগলে দিতে পারি। পরেই দেব। কিন্তু না ছাড়তে পারলে পৃথিবীর সমস্ত কিছুতে এই অপ্রেশনের ভুত দেখবে এবং দেখতে দেখতে কখন যে সেই ভুতে বিশ্বাস করে বসবে বুঝতেও পারবে না।
  • nk | 151.141.84.194 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৮485251
  • মলয়,
    তাইলে তো বিয়ে না করলেই মিটে যেত। না রইলো বাঁশ, না বাজলো বাঁশরি। মাথাও রইলো না মাথাব্যথাও না।
    কিন্তু এরকম ট্রিভিয়াল উত্তর তো হয় না বাস্তব জীবনে। :-)
  • kc | 178.61.96.29 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:০৯485252
  • রিমি, আড়ালে নিন্দা করা ব্যাপারটা এক্কেবারেই ভাবিনি তো। ভাবলে আর সমর্থন করলাম কেন?
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৩485253
  • আরে আকা কারুকে ভিলেনের আসরে বসানো হয় নি।
    কোনো পারফেক্ট স্বামী হয়ে গর্জে ওঠার কথা ব্যাং তো লেখে নি, বা আমরা কেউ লিখিনি! কিন্তু ব্যাং ওর বাবা মার কাছে বেশি দিন থাকাতে ওর বরের মুখ গোমড়া হয়েছিলো সেটা লিখেছে। শুধু একটা স্টেটমেন্ট। ভিলেনের আসনে বসালে এতদিন ধরে ঘর করছে কি করে তার সঙ্গে ব্যাং? নিশ্চয়ই মানুষটিকে সে যথেষ্ট ভালোবাসে, ওর অন্যান্য অনেক লেখা থেকেই সেটা স্পষ্ট। যেমন করে ও ছেলের কথা লেখে, তেমন করেই বরের কথা লিখেছে। এই নিয়ে এত শোর মচানোর কি আছে?

    আমরা কেউ বলি নি শ্বশুর শাশুড়ি ভিলেন। বরং প্রথাগত ভাবে চলে আসা এই ব্যবহারগুলোর কথাই বলা হচ্ছে। অপ্রেশন যেখানে আছে সেখানে সেটাকে ভূত বলে উড়িয়ে দেওয়াটাই অপরাধ।
    একটা মেয়েকে তার শ্বশুরবাড়ি আর বাপের বাড়িতে সমান সমান থাকতে হবে ছুটিতে গিয়ে, অথচ বর তার বাবা মার সঙ্গে যত খুশি সময় কাটাতে পারে - এটা এক ধরণের অপ্রেশন কি না?
    পরিষ্কার বল, হ্যাঁ কি না। আজে বাজে কথা বলে অন্যদিকে মোড় ঘোরানোর চেষ্টা করে লাভ নেই।

    এর মানে এই নয় যে শ্বশুর শাশুড়ি ভিলেন। কিন্তু এর মানে এটাই যে এতে আমাদের কষ্ট হয়, আর এই নিয়মগুলো বদলানো উচিত। ব্যস!
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৬485254
  • এই তো এখানেই আপত্তি ব্যাংয়ের বরকে নিয়ে আলোচনা চলছে সে কেন মুখ গোমড়া করেছে তার কোন ব্যখ্যা নেই।

    আছে শুধু ব্যাংয়ের দিক থেকে একটা ইন্টারপ্রিটেশন - ব্যাং তার বাড়ি যায় নি বলে মুখ গোমড়া হয়েছে।

    কি হয়েছে, কতটা হয়েছে, সেটা কেউ জানে না। এটা আনফেয়ার, এটাতে অনেকের অসুবিধা হয়, এটাও বদলানো উচিত। ব্যাস!
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:১৯485255
  • ওরে আকা, ব্যাখা দিতে গেলে অ্যাত্তো কিছু লিখতে হয় যে তখন তোদের সবার আরো বেশি করে আপত্তি হবে। মুখ গোমড়াটা আমি অনেক নরম করে লিখেছিলাম, কারণ মুখ গোমড়ার থেকেও অনেক বেশি কিছু ঘটেছিল, ঘটে। সেগুলো খোলাপাতায় জাস্ট লেখা যায় না।
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০485258
  • হে হে আকা --একটা গপ্প মনে পড়ে যাচ্ছে --লিখেই দি
    ১) আমাদের বন্ধু অলেপ ও হ্যারি (পাজ্ঞাবি)--হ্যারি বাবা মার একটি মাত্র ছেলে--তা বুঝতেই পারছ--কি অবস্থা সক্কলেরই--
    একদিন হ্যারি অমিত কে বলেছিল
    আরে য়ার ম্যায় তো সির্ফ টেনিস বল বনকে রহ গয়া---মাজীকে কে কোর্টসে ঠ্যাঁয়--আকে আলেপ কে কোর্ট মে--ফির য়াঁহাসে ঠ্যায়--জাকে মাজী কে কোর্ট মে ---দিনি মুঝে উল্লু পুকারতে হ্যায়!

    গান ধরল
    শালা ম্যায় তো টেনিস বল বন গয়া :-))
  • ppn | 112.133.206.22 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২০485256
  • ব্যাংকে: আমার ধৈর্যচ্যুতি মোটেও ঘটেছে বলে মনে হয় না।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৩485259
  • প্পন, পয়েন্ট নোটেড। আকা তো উত্তর দিচ্ছে না রিমির প্রশ্নের, খালি ডজ করছে। তোর কাছে কি উত্তর আছে, এটা অপ্রেশন নাকি অপ্রেশন নয়?
  • Tim | 198.82.26.146 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৪485260
  • আমারও ধৈর্য্য অসীম। তক্কে আছি, সুবিধে মত।
  • Ishan | 117.194.34.97 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৫485262
  • আমার কাছে সব কিছুর উত্তর আছে। কিন্তু কেউ চায় না। :(
  • Nina | 12.149.39.84 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৫485261
  • *দোনো মুঝে
  • ppn | 112.133.206.18 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৭485263
  • খেয়ে এসে দেব। যদিও তর্কের কোন ইচ্ছে নেই।
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:২৮485264
  • ইশানবাবু, তালে আপনিই বলে দিন - ইহাকে কী অপ্রেশন কয় নাকি কয় না? যদি না কয়, তাহলে কী কয়? সাম্যবাদ?
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৪485265
  • ব্যাং জাস্ট লক্ষ্য করে যা। সবাই মনে মনে স্বীকার না করে পারছে না যে এটা আনফেয়ার, কিন্তু সেটা মুখে স্বীকার করার ধক নেই। এরই এক নাম মেল ইগো, আর অন্য নাম কাপুরুষতা :-))))
  • Ishan | 117.194.34.97 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৫485266
  • পাওলি দামের টইয়ে লম্বা লম্বা পোস্ট করছি যাচ্ছে না। উহা কি অপ্রেশন? হ্যাঁ। কিন্তু কে কার উপর কচ্ছে ঠিক শিওর নই। আমার কোডেই গলতা আছে তাও হতে পারে। ডিবাগ না করে কিছু বলা যাবেনা। :)
  • byaang | 122.172.252.8 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৬485267
  • রিমি, আমি আরো অনেক কিছুই লক্ষ্য করছি। কিন্তু হায়, খোলা পাতায় তো তোকে সেসব বলা যাবে না! :-)
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৭485270
  • ওয়েট উত্তর দিচ্ছি।
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৩৯485271
  • হ্যাঁ হ্যাঁ সেসব আমিও লক্ষ্য করেছি ;-) আমরা বন্ধ পাতায় সেসব নিয়ে কথা বলব। :-))))
  • rimi | 168.26.205.19 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪২485272
  • আকা তোর চাপ নেবার দরকার নেই। তোর উত্তর তো আমি ভালো করেই জানি, তোকে তো আমি খোলা বইএর মতন পড়তে পারি রে ;-))
  • Ishan | 117.194.34.97 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩485274
  • আচ্ছা আমি তবে নিরপেক্ষ মতামত দেব? (পাওলি যখন শেষই হয়ে গেল)।
  • nk | 151.141.84.194 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৩485273
  • খোলা বই পড়া হয়ে গেলে বইয়ের পাতা ছিঁড়ে ঘুড়ি ও বানানো যায়। :-)
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৫485275
  • আগে এইটা ভালো করে বুঝি

    হোয়াট ইজ ফেয়ারনেস?
  • Ishan | 117.194.34.97 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৪৬485276
  • ফেয়ার অ্যান্ড লাভলি মেখে যা পাওয়া যায় (এখন ফর মেনও পাওয়া যাচ্ছে, অতএব নো ডিস্ক্রিমিনেশন)।
  • ppn | 112.133.206.18 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫485278
  • ব্যাঙের প্রশ্নের উত্তর পষ্টাপষ্টি দিয়ে দেই।

    ১। ইহা অবশ্যই বৈষম্য।

    ২। এই বৈষম্যের যারা শিকার তাদের নিজেদের লড়াই নিজেরা লড়লেই ভালো। "পরের বাড়ির ছেলে'-র প্রতি এ বিষয়ে বিশেষ আশাভরসা না রাখলেই উভয়ত মঙ্গল।

    ২ নং কথাটা অবশ্যই নিজের ব্যক্তিগত মতামত। এমনিতেই আমি মানুষটা চরম অসামাজিক। যে ক'টা দিন অফিসের জাঁতাকল থেকে ছুটি পাবো সে কটা দিন আমি নিজের ডেরাতেই বসে ল্যাদ খেতে চাই। অথবা চাই কোথাও বেড়াতে যেতে। নিজের পিতৃগৃহ অথবা ইন-লজদের বাড়ি কোথাও না যেতে পারলেই স্বস্তি বোধ করি। খাল কেটে কোন মূর্খ কুমীর আনতে যায়! :)

    আর হ্যাঁ, আমি পিংপং বল হতে মোটেও পছন্দ করি না। না ইধার কা, না উধার কা।

    (ব্যস, আর কোন উত্তর-প্রত্যুত্তরের মধ্যে আমি নেই। আশা করি পরিষ্কার করে সব কথা বলেছি।)
  • kd | 59.93.165.0 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৫485277
  • কিকির কী পোস্টে আমি কেন অবাক হয়েছিলুম পুরো ভুলে মেরে দিয়েছি। তবে আমার কিন্তু ব্যাঙের পোস্ট যথাযথই মনে হয়েছে। ও যা বলতে চেয়েছে, খোলাখুলি লিখেছে, কোন ফিকশনাল চরিত্রের পেছনে লুকোয় নি - মনে হয় এই বিশ্বাসে যে পাঠকেরা ওকে চেনে, জানে - ওরা লেখাটাকে ডাইসেক্ট না করে ভেতরের অনুভুতি/বেদনাটি বুঝবে (এমন কি আমরা করি না বন্ধুর কাছে?)। আর এই লেখায় আমি তো দেখছি আঙুলটা বেশীর ভাগই ও নিজের দিকেই পয়েন্ট করেছে। হয়তো আমি তোমাদের থেকে বেটার বুঝছি কেননা ব্যাঙের প্রতিপক্ষ তো আমি, মানে আমার কন্টেম্পোরিরা। আমি তো নিজের চোখে দেখেছি শ্বশুরবাড়ির ডিম্যান্ড নতুন বৌএর ওপর। এরা বোঝে না যা ওদের বাবা-মা'রা তেরো-চোদ্দ বছরের বৌএর সঙ্গে করে পার পেয়ে গেছে, আজকের ২৩-২৪ বছরের উচ্চশিক্ষিত মেয়ে মেনে নেবে না, মানতে পারে না, মানা উচিতও নয়।

    প্রয়োজন নেই তবে ব্যাপারটা একটু প্রাসঙ্গিক বলে লিখছি। বিয়ে করে এখানে ফেরার পর দু'বছর বাদে দেশে যাচ্ছি। রওনা হওয়ার কিছুদিন আগে আমার বৌ একটা চিঠি পেলো আমার মাএর কাছ থেকে। চিঠির বক্তব্য মোটামুটি এই -
    ""তোমরা আসছো জেনে খুব আনন্দ হ'লো। তোমার সঙ্গে ঠিকমতো আলাপ হওয়ার আগেই তো চলে গিয়েছিলে। তুমি এবাড়ি সম্পর্কে কিছু জানো কিনা জানিনা। এবাড়ি খুবই রক্ষণশীল - বাড়ির বৌ হিসেবে তোমাকেও এবাড়ির নিয়ম মেনে চলতে হবে। আমার নির্দেশ আমি তোমার বাবা-মাকে জানিয়ে দিয়েছি। তোমরা প্লেন থেকে নেমে সোজা এবাড়ি আসবে এবং রাতে থাকবে। পরের দিন সকালবেলায় জলখাবার খেয়ে-টেয়ে কাবলি তোমায় পোঁটলাপুঁটলি সমেত বাপের বাড়ি রেখে আসবে। ফেরার আগের দিন এবাড়ি চলে আসবে, পরের দিন এখান থেকেই রওনা দেবে। চেষ্টা কোরো যতক্ষণ সম্ভব বাবা-মাএর কাছে থাকতে, তোমার বরের মতো অবাধ্য হয়ো না - মনে রেখো তাঁরা তোমায় অনেকদিন দেখেন নি, বিয়ের পর নতুন মানুষের সঙ্গে নতুন জায়গায় কেমন আছো দুশ্চিন্তা করেন। আমার ছেলের মিথ্যে মিথ্যে একটু প্রশংসাও কোরো।''
    এই চিঠিটা আমাদের খুব মুভড্‌ করেছিলো, এতই যে আমার বৌ এই চিঠিটা বাঁচিয়ে রেখেছিলো। আমি আশ্চর্য হয়েছিলুম, তেরো-বছর বয়সে বিয়ে হয়ে আসা এক প্রায়-অশিক্ষিত মহিলা দু'কূল বাঁচিয়ে কেমন রাস্তা বার করেছিলো।
    ফুটনোট: আমার বউ তাও মাঝেমধ্যে এবাড়ি পালিয়ে আসতো (চেতলা থেকে ভবানীপুর আর কদ্দুর), সারাদিন থেকে সন্ধ্যেবেলা ফিরে যেতো। আসলে ওদের বাড়ির সকলে খুব গম্ভীর টাইপ আর আমাদের বাড়ি! আমাকে তো দেখেছো।
  • aka | 168.26.215.13 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ২৩:৫৮485279
  • জ্জিও কমরেড প্পন বড় হয়ে মনোরোগ বিশেষজ্ঞ হবেই হবে। লাইকালাম।
  • Ishan | 117.194.34.97 | ১৭ সেপ্টেম্বর ২০১১ ০০:০৫485281
  • আমেরিকা গেলে বিয়ে ভেঙে দেব বলাটাও বাজে ধরণের ব্ল্যাকমেলিং।

    আমারও পষ্টো মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন