এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৭২০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Dipanjan | ২৪ এপ্রিল ২০২০ ১০:১৪730768
  • ঠিক, নতুন ভ্যাকসিন লাগবে | রেমডেসিভির এর জেনেরিক বেরিয়ে গেছে | পান্ডেমিক ন্যাশনাল এমার্জেন্সি, পেটেন্ট ভোগে | মডার্নার (MRNA) ওপর নজর রাখুন - স্টক দু মাসে প্রায় তিনগুণ বেড়েছে | বিল্লু বাদশাহ আর ট্রামপুতুল দুজনেরই প্রিয় |

    The Chinese pharma BrightGene has successfully copied remdesivir, the company said in a disclosure (PDF, Chinese) to China’s Nasdaq-style Star market on Wednesday.What's more, the Suzhou-based firm said it has already mass-produced remdesivir's active ingredient and is in the process of turning it into finished doses. The company’s stock jumped 20% at the news, hitting the daily price move cap allowed on the exchange.

    https://www.fiercepharma.com/pharma-asia/chinese-firm-copies-gilead-s-remdesivir-most-promising-drug-against-new-coronavirus
  • রেমডেসিভির | 162.158.198.175 | ২৪ এপ্রিল ২০২০ ১০:১৮730769
  • খেলা বাকি।

    The US firm behind the drug, Gilead Sciences, said the document had mischaracterised the study.

    What do we know about the study?
    News of the failed trial spread after the WHO posted details on its clinical trials database, before it was removed. The WHO has since confirmed the draft report was mistakenly uploaded.

    What has the company said?
    Gilead has disputed the WHO post.

    "We believe the post included inappropriate characterisations of the study," a spokesman for Gilead said, adding that it was terminated early due to low enrolment and was therefore not statistically meaningful.

    "As such, the study results are inconclusive, though trends in the data suggest a potential benefit for remdesivir, particularly among patients treated early in disease," he said.
    _----
    This does not spell the end of the road for the drug, however, and several continuing trials will soon provide a clearer picture on the drug's use
  • রেমডেসিভির | 162.158.198.175 | ২৪ এপ্রিল ২০২০ ১০:২৩730770
  • কিন্তু চায়নাই যখন জেনেরিক বের করেছে তখন চায়নাই কেন ট্রায়াল বন্ধ করবে? এটা সাকসেসফুল হলে তো জেনেরিক বেশি চলত। কন্সপিরেসিটা দাঁড়ালনা ভাল।
  • Dipanjan | ২৪ এপ্রিল ২০২০ ১০:৩৪730771
  • সে অনেক হাঙ্গাম। আগে হিসেব করে দেখতে হবে, ডিপ স্টেট্ কোথায় কোথায় নেই , তার পর হিসেব করে দেখতে হবে, ডিপ স্টেট্, কোথায় কোথায় থাকতে পারে, তার পর দেখতে হবে, ডিপ স্টেট্ এখন কোথায় আছে। তার পর দেখতে হবে, সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে, তখন ডিপ স্টেট্ কোথায় থাকবে। তার পর দেখতে হবে—”
  • | ২৪ এপ্রিল ২০২০ ১২:৩৪730772
  • এদিকে  Gilead ​​​​​​ দেখলেই আমার  Handmaids Tale মনে পড়ে।  কি যন্ত্রণা

  • dc | 162.158.74.20 | ২৪ এপ্রিল ২০২০ ১৫:০৪730773
  • না আমার মনে মঙ্গল গ্রহের ডিপ স্টেটের সাথে পৃথিবীর ডিপ স্টেটের একটা ফাইট চলছে। পৃথিবীর ডিপ স্টেট হুকে বলেছিল রিপোর্টটা উউপলোড করতে, কিন্তু মঙ্গল গ্রহের ডিপ স্টেট সেটা সরিয়ে নিয়েছে। এই তো হলো ব্যপার।
  • দ্রি | 162.158.50.219 | ২৫ এপ্রিল ২০২০ ০১:২১730780
  • গিলিয়াডের নাম করলে প্রথমেই স্মরণ করতে হবে ডোনাল্ড রামসফেল্ডকে। একদা বোর্ড মেম্বার ছিলেন কিনা।
  • দ্রি | 172.68.174.9 | ২৫ এপ্রিল ২০২০ ০১:৩৩730781
  • ২০১৮ র শেষের দিকে রাশিয়ান ডিফেন্স মিনিস্ট্রি স্টেটমেন্ট দেয় যে তারা জর্জিয়ার ৎবিলিসির রিচার্ড লুগার সেন্টার ফর পাবলিক হেলথ রিসার্চে বায়ো ওয়েপনের চর্চা হচ্ছে বলে সন্দেহ করছে। তাতে গিলিয়াডের নামটা উঠে আসে।

    A US-funded biomedical laboratory in Georgia may have conducted bioweapons research under the guise of a drug test, which claimed the lives of at least 73 subjects, the Russian Defense Ministry said in a statement.

    The question of what really might have taken place at the secretive US-sponsored research facility hosted by Russia’s southern neighbor was raised by the Russian military on Thursday after they studied files published online by a former Georgian minister.

    The documents record the deaths of 73 people over a short period of time, indicating a test of “a highly toxic chemical or biological agents with high lethality rate,” said Igor Kirillov, commander of the Russian military branch responsible for defending troops from radiological, chemical and biological weapons.

    A US-funded biomedical laboratory in Georgia may have conducted bioweapons research under the guise of a drug test, which claimed the lives of at least 73 subjects, the Russian Defense Ministry said in a statement.

    The question of what really might have taken place at the secretive US-sponsored research facility hosted by Russia’s southern neighbor was raised by the Russian military on Thursday after they studied files published online by a former Georgian minister.

    The documents record the deaths of 73 people over a short period of time, indicating a test of “a highly toxic chemical or biological agents with high lethality rate,” said Igor Kirillov, commander of the Russian military branch responsible for defending troops from radiological, chemical and biological weapons.

    The Russian official said the new documents “allow us to take a fresh look” at outbreaks of African swine fever in southern Russia in 2007-2018, which “spread from the territory of Georgia into the Russian Federation, European nations and China. The infection strain in the samples collected from animals killed by the disease in those nations was identical to the Georgia-2007 strain.”

    The general said the Lugar Center in Georgia is simply part of a large network of Pentagon-controlled laboratories involved in WMD research, which was established in countries neighboring Russia. Part of the research is meant to establish infections that would be particularly resistant to vaccination and treatment, and effectively spread in the environment of the places in which the labs are located, he said.

    https://www.rt.com/news/440309-us-georgia-toxic-bioweapon-test/

    এসব কথা পেন্টাগন বেমালুম অস্বীকার করে।
  • দ্রি | 172.68.174.63 | ২৫ এপ্রিল ২০২০ ০১:৩৭730782
  • লুগার সেন্টারের শেডি কার্য্যকলাপ নিয়ে আল-্মায়াদীনের একটা মোটামুটি ইনফর্মেটিভ ডকুমেন্টারি আছে।

  • lcm | 172.68.141.147 | ২৫ এপ্রিল ২০২০ ০৫:৪০730785
  • After 146 years, Rockefeller family is exiting the oil business 

    Heirs to the oil fortune created by John D. Rockefeller, who founded Standard Oil in 1870, are exiting the family business.

    The Rockefeller Family Fund, a charity that supports causes related to the environment, economic justice and other issues, is liquidating its investments in fossil fuel companies, including Exxon Mobil (XOM).

    Exxon, the world's second-biggest company, is a descendant of Standard Oil, which was famously broken up in 1911 as part of President Theodore Roosevelt's "trustbusting" campaign.

    https://www.cbsnews.com/news/rockefeller-family-is-exiting-the-oil-business/

  • Dipanjan | ২৫ এপ্রিল ২০২০ ১৫:১৬730789
  • রকেফেলারের অতীত একটু দেখা যাক | আগামীর পূর্ণ অবয়ব অতীতের বিচ্ছিন্ন খন্ড জুড়ে জুড়েই তৈরী হবে | অতীতের রোকু দাদারাই আজকের বিল্লু বাদশাদের অনুপ্রেরণা তা সে মনোপলি (স্ট্যান্ডার্ড অয়েল আর মাইক্রোসফট) স্থাপনই হোক, বা ইউজেনিক্স, যাকে আজকাল ভদ্র ভাষায় পপুলেশন কন্ট্রোল বলা হয় |

    18 এপ্রিল 1914, যখন কলোরাডোর কয়লাখনিতে স্ট্রাইক রত শ্রমিকদের তাঁবুতে মেশিন গান নিয়ে গুন্ডারা ঝাঁপিয়ে পড়ে আর তাঁবু পুড়িয়ে দেয়, তখন 53 জন মারা যান যার মধ্যে শিশুরাও ছিল | এই নিধনযজ্ঞের, যা লুডলো ম্যাসাকার নাম পরিচিত আর যার সম্পর্কে হাওয়ার্ড জিন লিখেছিলেন - the culminating act of perhaps the most violent struggle between corporate power and laboring men in American history - তার পুরোহিত ছিলেন খনির প্রধান শেয়ারহোল্ডার রোকু দাদা |

    এই ঘটনা অবশেষে জনমত গড়ে তোলে রোকু দাদাদের বিরুদ্ধে | সেই স্রোত বদলাতে রোকু দাদা শরণাপন্ন হন আইভি লি এর যিনি ছিলেন পাবলিক রিলেশনসের জনক আর গিল্ডেড এজের রবার ব্যারোনদের মেকওভার ম্যান | সেই শুরু রোকু দাদা প্রোপাগান্ডার, যার একটা অংশ ছিল রাস্তায় বাচ্চা দেখলেই তাকে একটা ডাইম দিয়ে এক সাথে ফোটো শুট | এই ঘটনার প্রায় কুড়ি বছর পরে আইভি লী মিলিত হন আরও দুই প্রতিভাবান ছাত্রের সাথে যাদের নাম গোয়েবেলস আর হিটলার | এই সম্পর্ক প্রকাশ পায় 1934 এ কংগ্রেসনাল হিয়ারিং এ যার সাথে সাথেই আইভি হঠাৎ (???) মারা যান | এই পরিচয়ের সূত্রপাত I.G. Farben কোম্পানির সূত্রে যারা লীকে নিয়োগ করে আমেরিকায় জার্মান পেরেন্ট কোম্পানির ইমেজ রক্ষা করতে হিটলার ক্ষমতা পাবার পর |

    একটু পিছিয়ে I.G. Farben আর রোকু দাদার সম্পর্কটা দেখা যাক | সিয়ার ভবিষ্যৎ প্রধান ডুলেস 32 বছর বয়েসে যখন ভার্সাই ট্রিটির আর্টিকেল 231 লেখেন তখনই পোঁতা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ | আজকের হিসেবে 400 বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ, যা ওয়াইমার রিপাবলিকে হাইপারইনফ্লেশন তৈরী করে, আর তার সাথে চূড়ান্ত অপমান |

    এবার মনে রাখতে হবে, আজকেই হোক বা 100 বছর আগে, ডিপ স্টেট্ পিরামিডের শীর্ষ বিন্দুতে সব সময় ব্যাংকাররা বসে | 1913 তে ফেডারেল রিসার্ভ তৈরী করা হয় একটা ক্রাইসিস "প্যানিক অফ 1907" কাজে লাগিয়ে যখন নিকারবকার ট্রাস্ট বসে যায় আর জেপি মরগ্যান প্রথমে না বাঁচিয়ে, পরে প্যানিক তৈরী করে ব্যাঙ্কিং ইন্ডাস্টির কন্ট্রোল নিয়ে নেয় (অনেকের হয়তো একশো বছর পরের ফাইনান্সিয়াল ক্রাইসিস এ বিয়ার বা লেম্যানের কথা আর গোল্ডম্যানের ভূমিকা মনে পড়তে পারে) | এর বিরুদ্ধে 1912 সালে কংগ্রেশনাল ইনকোয়ারি হয় ব্যাঙ্কিং ইন্ডাস্ট্রির আন্টি-ট্রাস্ট নিয়ে (আজকাল সেসবের বালাই নেই, কোরোনার বোরখার আড়ালে ব্লাকস্টোন অবাধে ট্রেজারি লুটছে যা থেকে বোঝা যায় আমেরিকার গণতন্ত্র 100 বছরে কতটা কুপোকাত) যে স্ট্রেসে (???) জেপি মরগ্যান মারা যান | এই মোডাস অপারেন্ডিকে পরে থিওরাইস করেন প্রোপাগান্ডার দ্বিতীয় জনক - না, উনি আইভি লির গে পার্টনার ছিলেন তা ইম্প্লাই করছি না - ফ্রয়েডের "ডাবল (মা, ও বাবা দুদিকেরই আত্মীয়তা) ভাইপো" বার্ণেয়েস | সংক্ষেপে থিওরিটা হলো - "engineer consent for an agenda by first creating a problem and then offering the premade solution"

    যাই হোক, I.G. Farben এ ফেরা যাক | জার্মানিতে যখন বেকারত্ব আর হাইপারইনফ্লেশন চূড়ান্ত যার কিছুটা সেই ভার্সাইয়ের সময়েই অনুমেয় ছিল, মাঠে নামলেন আমেরিকার শিল্পপতিরা, নেতৃত্বে রোকু দাদা, খুব সস্তায় কিনলেন (বা বিনিয়োগ করলেন) কারখানা, কাঁচামাল আর জার্মান শ্রম | আর তার সাথেই ছিল এক স্বশুর -জামাই ব্যাংকার গোষ্ঠী - কুন্-লোয়েব ইনভেস্টমেন্ট ব্যাংকের জ্যাকব সিফ আর তার দুই জামাই, দুই ভাই ওয়ারবার্গ - ম্যাক্স আর পল্ | যে রেলরোড স্পেশাল ডিসকাউন্টের কারণে স্ট্যান্ডার্ড অয়েল কে ভেঙে দেওয়া হয় ট্রাস্ট-বাস্টিং এর জন্য, রোকু দাদার জন্য সেই বেআইনি রিবেটের ব্যবস্থা হয়েছিল সিফ এর মধ্যস্থতায়, কারণ 1897 এ ইউনিয়ন প্যাসিফিক এর পুনর্গঠন এর পর থেকেই সিফ আর রোকু দাদা রেলরোড ম্যাগনেট হ্যারিম্যান আর স্টিলমান এর খুবই ঘনিষ্ঠ | 1925 সালে যখন I.G. Farben ছটি জার্মান কেমিক্যাল কোম্পানির মিলনে জন্ম নেয়, তার টাকা আসে (30 মিলিয়ন ডলার যা হাইপারইনফ্লেটেড জার্মানিতে বিশাল) ন্যাশনাল সিটি ব্যাঙ্ক থেকে যার বোর্ডে সিফ আর নেতৃত্বে স্টিলম্যান | আর মার্জারের পর I.G. Farben এর বোর্ডে সিফের জামাই ম্যাক্স ওয়ারবার্গ |

    এই I.G. Farben এর সাথে রোকু দাদার দ্বিপাক্ষিক প্রেম ক্রমাগত বেড়েই চলে | 1933 এ হিটলার এর ক্যাম্পেনে 400,000 মার্ক আসে ফারবেন থেকে, নাজি বিমানের জন্য 70 মিলিয়ন ডলারের পেটেন্টেড ফুয়েল এডিটিভ আসে রোকু দাদার স্ট্যান্ডার্ড অয়েলের কাছ থেকে, স্ট্যান্ডার্ড অয়েলের দ্বিতীয় প্রধান শেয়ারহোল্ডার হয়ে ওঠে ফারবেন, কন্সেন্ট্রেশন ক্যাম্পের ফ্রি লেবরে ফারবেন-এর গ্রোথ বাড়তেই থাকে, গ্যাস চেম্বার-এ যে zyklon B দিয়ে দশ লক্ষ মানুষ মারা হয় তাও ফারবেন সাবসিডিয়ারি ডেগেশ এর তৈরী, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরুর পরেও স্ট্যান্ডার্ড অয়েলের পেটেন্টেড ফুয়েল ক্যানারি আইল্যান্ডে জার্মান ট্যাংকার রিফুয়েল করেছে |

    রোকু দাদা রা শুধু সাপ্লাই আর ফান্ডিং দেয়নি নাজীদের, ইউজেনিক্স ইডিওলজিতেও সাহায্য করেছে | কাইসার উইলহেলম ইনস্টিটিউট অফ এনথ্রোপলোজি, হিউমান হেরিডিটি এন্ড ইউজেনিক্স যা রেসিয়াল হাইজিন আর নাজীবাদ এর জন্মের পীঠস্থান তা প্রতিষ্ঠিত হয় রোকু দাদার টাকায় 1927 সালে | জাৰ্মান মেডিক্যাল ইনস্টিটিউশন (বিগ ফার্মার জন্মে রোকুদাদার ভূমিকা আর এক বিশাল প্রবন্ধ ) এর টাকা আসতো রোকু দাদার ফাউন্ডেশন থেকে যেখানে শিক্ষা পেতো ভবিষ্যতের কন্সেন্ট্রেশন ক্যাম্পের "এঞ্জেল অফ ডেথ" রা |

    যুদ্ধ শেষে ফারবেনের শেয়ার ভাগাভাগি হয় রোকু দাদা আর রথসচাইল্ড দের মধ্যে | তারপর নুরেমবার্গ ট্রায়ালের সময় যখন ফারবেন লিডারশীপকে নিরপরাধ ঘোষণা করা হয়, বা কয়েকজন কে নামমাত্র সাজা দেওয়া হয় যে সাজার শেষে আবার ফ্রিজ টের মির যেমন বেয়ার বোর্ডেরই চেয়ারম্যান হয়ে বসেন, তারও আগেই এক রোকু দাদা এক্সিকিউটিভ ব্রাঞ্চ-এ ঢুকে গেছেন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট্ নেলসন | আর যে শিফ আর স্টিলমান এর ন্যাশনাল সিটি ব্যাঙ্কের টাকায় ফারবেন এর জন্ম, তার সিয়াটল ব্রাঞ্চের হেড কে ছিলেন? জেমস ম্যাক্সওয়েল, বিল্লু বাদশার প্রপিতামহ |
  • দ্রি | 162.158.91.248 | ২৫ এপ্রিল ২০২০ ১৯:৩৬730792
  • দীপাঞ্জন তো দেখি একেবারে 'ছড়া ও ছবিতে ডীপ স্টেটের ইতিহাস' লিখে ফেলেছেন।
  • দ্রি | 162.158.91.212 | ২৫ এপ্রিল ২০২০ ২০:০৮730793
  • যাই হোক, আমার আপাতত ইন্টারেস্ট হল গিলিয়াড।

    ওসেলট্যামিভির আর ট্যামিফ্লু বানিয়ে পেটেন্ট নিয়েছিল গিলিয়াড। এবং তা ম্যানুফ্যাকচার এবং মার্কেট করার দায়িত্ব নিয়েছিল হফম্যান লা রশ।

    টুয়েন্টি ফার্স্ট সেঞ্চুরির প্রথম ডিকেডে ট্যামিফ্লুর খুব নামডাক হয়েছিল। রশের নিজেদের স্টাডিতে নিজেদের খুব প্রশংশা ছিল। ২০০৬ এর ককরেনের স্টাডিও তাকে করোবরেট করেছিল।

    Roche has claimed that its drug reduces hospital admissions by 61% in patients who were otherwise healthy before they got the flu. It has also said that Tamiflu reduces such complications as bronchitis, pneumonia, and sinusitis by 67%, and lower respiratory tract infections requiring antibiotics by 55%. A 2006 Cochrane review of Tamiflu came to similar conclusions—based largely on a paper that looked at ten studies, all of them funded by the company.

    পরে যখন দেখা গেল ফিল্ডে ট্যামিফ্লুর পারফর্মেন্স তেমন ভালো নয়, তখন বৃটিশ মেডিক্যাল জার্নাল আগের স্টাডির একটা রিভিউ করে কক্রেনের সাহায্যে। তখন পাওয়া গেল আশ্চর্য্য জিনিষ।

    But when the Cochrane team, led by Chris Del Mar, from Bond University in Australia, re-examined the studies they had previously used in 2006, they found some discrepancies. It turned out that only two of the ten studies had ever been published in medical journals, and those two showed the drug had very little effect on complications compared to a dummy pill, or placebo. So the Cochrane reviewers decided to look at the data for themselves.

    First they went to the lead authors of the published studies—the researchers who were supposed to have access to all of the data. One author said he had lost track of the data when he moved offices and the files appeared to have been discarded. The other said he’d never actually seen the data himself, and directed the Cochrane team to go directly to the company.

    Four months and multiple requests later, the Cochrane researchers had a hodgepodge of data from the company, including two studies that showed the drug was ineffective, but which the company had never published. Roche also provided data from a third study, which involved 1,447 adults and adolescents aged 13-80, the largest study of the drug ever conducted. Yet the company never published that one either. (A summary of this and other studies is available at . But with only partial data, the Cochrane team couldn’t even figure out what the study had been intended to measure.

    In the meantime, two former employees of Adis International, a large communications company, came forward with documents showing they had ghostwritten some of the published studies of Tamiflu. One of the ghostwriters told the BMJ, “The Tamiflu accounts had a list of key messages that you had to get in. It was run by the [Roche] marketing department and you were answerable to them. In the introduction . . . I had to say what a big problem influenza is. I’d also have to come to the conclusion that Tamiflu was the answer.”

    এফডিএর অ্যাসেসমেন্টও ছিল সেম।

    This is precisely the conclusion of the U.S. Food and Drug Administration (FDA), and the UK’s National Institute for Health and Clinical Excellence (NICE). As we reported in our story in The Atlantic, the FDA directed Roche to state on the drug’s label the following caveat: “Tamiflu has not been proven to have a positive impact on the potential consequences (such as hospitalizations, mortality, or economic impact) of seasonal, avian, or pandemic influenza.” An FDA spokesperson told the BMJ, "The clinical trials . . . failed to demonstrate any significant difference in rates of hospitalization, complications, or mortality in patients receiving either Tamiflu or placebo.”

    কিন্তু প্রবলেম হল, এসব অ্যাসেসমেন্ট ছিল পোস্ট ফ্যাক্টো। তার আগেই H1N1 প্যান্ডেমিকের ভয়ে ইউ এস গভর্মেন্টকে দিয়ে তিন বিলিয়ান ডলারের ট্যামিফ্লু স্টকপাইলিং করানো হয়ে গেছে। তখন ডিফেন্স সেক্রেটারী ছিলেন ডোনাল্ড রামসফেল্ড, যিনি একদা গিলিয়াডের বোর্ডে বসতেন।

    https://www.theatlantic.com/magazine/archive/2009/12/the-truth-about-tamiflu/307801/

    ভবিষ্যতে কী হতে পারে তার আলোচনা করতে গেলে এই ইতিহাসগুলো স্মরণ করা একদম মাস্ট।
  • দ্রি | 172.69.68.152 | ২৫ এপ্রিল ২০২০ ২০:৩৫730794
  • ২০০৯ এ হু সোয়াইন ফ্লু প্যানডেমিক ঘোষনা করেছিল। ২০১০ এর জানুয়ারীতে ইওরোপিয়ান পার্লামেন্ট সিদ্ধান্ত নেয় এর তদন্ত হবে।

    The text of the resolution just passed by a sufficient number in the Council of Europe Parliament says among other things, "In order to promote their patented drugs and vaccines against flu, pharmaceutical companies influenced scientists and official agencies, responsible for public health standards to alarm governments worldwide and make them squander tight health resources for inefficient vaccine strategies and needlessly expose millions of healthy people to the risk of an unknown amount of side-effects of insufficiently tested vaccines.

    https://healthcare-in-europe.com/en/news/european-parliament-to-investigate-who-pandemic-scandal.html

    “In order to promote their patented drugs and vaccines against flu, pharmaceutical companies influenced scientists and official agencies, responsible for public health standards to alarm governments worldwide and make them squander tight health resources for inefficient vaccine strategies and needlessly expose millions of healthy people to the risk of an unknown amount of side-effects of insufficiently tested vaccines.

    The "bird-flu"-campaign (2005/06) combined with the "swine-flu"-campaign seem to have caused a great deal of damage not only to some vaccinated patients and to public health-budgets, but to the credibility and accountability of important international health-agencies.”

    https://www.voltairenet.org/article163512.html

    ২০১০ এর জুনে খবর আসে,

    Scientists who advised the World Health Organization on its influenza policies and recommendations—including the decision to proclaim the so-called swine flu a "pandemic" had close ties to companies that manufacture vaccines and antiviral medicines like Tamiflu, a fact that WHO did not publicly disclose.

    https://abcnews.go.com/Health/SwineFlu/swine-flu-pandemic-world-health-organization-scientists-linked/story?id=10829940
  • দ্রি | 173.245.52.128 | ২৫ এপ্রিল ২০২০ ২০:৪৮730795
  • মাইকেল ফ্লিনের কেসে কিছু চেপে রাখা ডকুমেন্ট বেরিয়ে এল। এবার মনে হয় ধীরে ধীরে এই কেসও ডিসমিস হয়ে যাবে।

    Stunning Brady Docs Disclosed By Gov Exonerate Lt. Gen. Michael Flynn, Defense Says

    In the supplement to Flynn’s motion to dismiss his case for egregious government misconduct Powell stated Friday that “this afternoon, the government produced to Mr. Flynn stunning Brady evidence that proves Mr. Flynn’s allegations of having been deliberately set up and framed by corrupt agents at the top of the FBI.”

    “It also defeats any argument that the interview of Mr. Flynn on January 24 was material to any ‘investigation.’ The government has deliberately suppressed this evidence from the inception of this prosecution—knowing there was no crime by Mr. Flynn,” she added.

    According to the documents produced by the government Powell “has found further evidence of misconduct by Mr. Van Grack specifically,” referring to the DOJ prosecutor in Flynn’s case, Brandon Van Grack.

    “Not only did he make baseless threats to indict Michael G. Flynn, he made a side deal not to prosecute Michael G. Flynn as a material term of the plea agreement, but he required that it be kept secret between himself and the Covington attorneys expressly to avoid the requirement of Giglio v. United States, 405 U.S. 150 (1972). Exs. 1, 2,” she states in the motion.

    “Since August 2016 at the latest, partisan FBI and DOJ leaders conspired to destroy Mr. Flynn,” Powell argued to the court in the motion. “These documents show in their own handwriting and emails that they intended either to create an offense they could prosecute or at least get him fired. Then came the incredible malfeasance of Mr. Van Grack’s and the SCO’s prosecution despite their knowledge there was no crime by Mr. Flynn.”

    https://saraacarter.com/stunning-brady-docs-disclosed-by-gov-exonerates-lt-gen-michael-flynn-defense-says/
  • দ্রি | 172.68.141.147 | ২৫ এপ্রিল ২০২০ ২০:৫৪730797
  • The former US Secretary of Defence, Donald Rumsfeld, was the former Managing Director of Gilead Sciences and is still one of its major shareholders.

    In 1997, Donald Rumsfeld managed to have recognized Cidofovir, drug fighting smallpox, and then to integrate its molecule into Pentagon research on bioterrorism, cashing in fabulous royalties. The following year, in 1998, he convinced President Bill Clinton to bomb a pharmaceutical factory belonging to Gilead’s competitor, Al-Shifa (manufacturing an anti-HIV drug, a copy of the drug manufactured by Gilead Sciences), using the pretext that Al-Shifa was manufacturing chemical weapons for Al-Qaeda. In 2001, when Donald Rumsfeld became the Secretary of Defence, Gilead Sciences provides anti-small pox drugs to the Pentagon during the anthrax attacks.

    https://www.voltairenet.org/article203326.html
  • dc | 172.69.134.170 | ২৫ এপ্রিল ২০২০ ২১:৫৮730798
  • এতো বড়ো বড়ো পোস্ট পড়ে সব গুলিয়ে গেল। ডিপ স্টেটই তাহলে করোনা আবিষ্কার করেছে আর রকির মাধ্যমে রামসফেল্ডকে দিয়েছে? নাকি করোনা রামসফেল্ডকে আবিষ্কার করে রকির হাতে মেশিন গান তুলে দিয়েছে? কোনটা ডিপ স্টেট আর কোনটা শ্রমিকের তাঁবু?
  • দ্রি | 172.68.174.63 | ২৫ এপ্রিল ২০২০ ২৩:৩০730800
  • গুলিয়ে একটু যাবে। কে ডীপ স্টেট, কে শ্যালো স্টেট সে কি বুঝে যাওয়া এত সোজা?

    "আর যে শিফ আর স্টিলমান এর ন্যাশনাল সিটি ব্যাঙ্কের টাকায় ফারবেন এর জন্ম, তার সিয়াটল ব্রাঞ্চের হেড কে ছিলেন? জেমস ম্যাক্সওয়েল, বিল্লু বাদশার প্রপিতামহ |"

    প্রপিতামহ নয়, কাইন্ড অফ প্রমাতামহ। মায়ের দাদুভাই (ঠাকুর্দা)।

    মা মেরি ম্যাক্সওয়েল নিজেও বিভিন্ন কোম্পানীর বোর্ডে ছিলেন, ফার্স্ট ইন্টারস্টেট ব্যাংক অফ ওয়াশিংটন, ইউনিগার্ড সিকিউরিটি ইনশিওরেন্স গ্রুপ, প্যাসিফিক নর্থ বেল টেলিফোন কোম্পানী, সিবিএস অ্যাফিলিয়েটেড কিরো-টিভি। এবং তিনি ছিলেন ইউনাইটেড ওয়ে নামক একটি নন-্প্রফিট ফান্ড রেজিং কোম্পানী। এই ইউনাইটেড ওয়েতেই আইবিএমের কমিটি মেম্বার জন ওপেলের সাথে তাঁর পরিচিতি হয়। তাঁর পার্সুয়েশানে আইবিএম মাইক্রোসফটকে আইবিএম কম্পিউটারের অপারেটিং সিস্টেম বানানোর বরাত দেয়।

    গেটসের বাবা সিনিয়ার গেটস ইনফ্লুয়েন্সিয়াল লইয়ার ছিলেন, ওয়াশিংটন স্টেট বার অ্যাসোসিয়েশানের প্রেসিডেন্ট ছিলেন। ইউনাইটেড ওয়ে এবং প্ল্যান্ড পেরেন্টহুডের বোর্ড মেম্বার ছিলেন। প্ল্যান্ড পেরেন্টহুড সংস্থাটির জন্মই হয়েছিল ইউজেনিক্সকে সামনে রেখে। মার্গারেট স্যাঙ্গার ইউজেনিক্সে বিশ্বাস করতেন।
  • দ্রি | 172.68.189.150 | ২৫ এপ্রিল ২০২০ ২৩:৪৭730801
  • ২০১০ সালে কিছু বিলিয়ানেয়ার মিলে একটা ক্লাব তৈরী করেন। তার নাম দেওয়া হয় গুড ক্লাব। সেই ক্লাবের মেম্বার ছিলেন বিল গেটস, ডেভিড রকাফেলার, জর্জ সোরোস, ওয়ারেন বাফেট, টেড টার্নার, অপ্রা উইনফ্রে। এঁদের মূল অ্যাজেন্ডা ছিল ডিলিং উইথ ওয়ার্ল্ড ওভারপপুলেশান।

    https://www.theguardian.com/world/2009/may/31/new-york-billionaire-philanthropists

    https://www.thetimes.co.uk/article/billionaire-club-in-bid-to-curb-overpopulation-d2fl22qhl02
  • দ্রি | 162.158.106.11 | ২৬ এপ্রিল ২০২০ ০০:৪৩730803
  • ডেভিড রকাফেলারও পপুলেশান গ্রোথকে নিয়ে চিন্তিত ছিলেন খুব। এই গ্যাংএর মধ্যে উনিই সবচেয়ে সফিস্টিকেটেড।

  • দ্রি | 172.68.132.208 | ২৬ এপ্রিল ২০২০ ০০:৫০730804
  • কিন্তু এদের মধ্যে সবচেয়ে কিউরিয়াস হলেন বিল গেটস। তিনি একাধিকবার বলেছেন ভ্যাকসিন ক্যান রিডিউস সিকনেস অ্যান্ড পপুলেশান গ্রোথ। সিকনেস তো বুঝলাম, কিন্তু ভ্যাকসিন দিয়ে পপুলেশান গ্রোথ কিভাবে কমবে সেটা কি আপনারা জানেন? বেশী বাচ্চা সুস্থ হয়ে উঠলে কি কোনভাবে পপুলেশান কমতে পারে?

  • S | 108.162.246.184 | ২৬ এপ্রিল ২০২০ ০১:২৭730805
  • স্পষ্ট বলেছে "নিউ ভ্যাকসিনস, হেল্থকেয়ার, রিপ্রোডাকটিভ হেলথ সার্ভিসেস"।

    তাছাড়া, When children survive, families decide to have fewer children and that "can lead to a burst of economic growth that economists call ‘the demographic dividend,’ " Gates said in the 2018 edition of the annual letter he co-writes with his wife, Melinda.

    https://www.politifact.com/factchecks/2018/may/03/blog-posting/no-bill-gates-did-not-outline-2018-plan-depopulate/

    নেক্সট।
  • S | 162.158.106.11 | ২৬ এপ্রিল ২০২০ ০১:৩২730807
  • মানুষ মারা যাবে ট্রাম্পের কথা শুনলে। ফক্স নিউজের সিনিয়র হোয়াই হাউস করেসপন্ডেন্ট কনফার্ম করছে যে ট্রাম্প ডিজইনফেক্ট্যান্ট ইন্জেক্ট করতে বলেছে।

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঝপাঝপ মতামত দিন