এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৪১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 116.77.130.144 | ২৪ মার্চ ২০১৪ ২২:৩৯487063
  • খারকভ, ডোনেৎস্ক, লুগান্‌স্ক আর ওডেসায় অ্যান্টি-ময়দান র‌্যালি হল। রেফারেন্ডামের দাবীতে। এখানে প্রোটেস্টাররা কুকিজের অভাব খুব বোধ করছিলেন।

    http://rt.com/news/east-ukraine-rallies-referendum-701/
  • এমেম | 69.93.253.121 | ২৪ মার্চ ২০১৪ ২২:৫১487064
  • আইএমেফ স্ট্যান্ডবাই লোনের শর্ত এখন আগের চেয়ে নমনীয় হয়েছে (২০০৯ থেকে)। এখন জোর দেওয়া হয় ওনারশিপের ওপরে। ইউ হ্যাভ টু own দি লোন। কে ওন করবে? ইউক্রেনের সরকার নির্বাচিত সরকার নয়।
  • দ্রি | 116.77.130.144 | ২৪ মার্চ ২০১৪ ২৩:০৪487065
  • সরকার নির্বাচিত নয় তো লোন দিচ্ছে কেন?

    আর ওন দা লোন মানে কী? ধরুন নির্বাচিত সরকার লোন নিল। কিন্তু কয়েকদিন পর, বিক্ষোভ হয়ে একটি ক্যু হল। তবে কি নতুন সরকার এসে বলতে পারে উই ডোন্ট ওন দা লোন?

    রিয়েলি? আই এম এফ কি এত মিষ্টি?
  • এমেম | 69.93.253.121 | ২৪ মার্চ ২০১৪ ২৩:৪৩487066
  • Own that you had a problem and you want to recover,
  • Sibu | 84.125.59.185 | ২৫ মার্চ ২০১৪ ০১:৫৩487067
  • এমনকি আমেরিকান স্টুজেরাও কিছুদিন বাদে মুখ খোলে। হয়তো বাধ্য হয়েই।

    http://southasia.foreignpolicy.com/posts/2014/03/24/kabul_recognizes_crimean_annexation_india_arrests_alleged_terrorists_pakistani_peac

    In a snub to its Western backers, Afghanistan joined Syria and Venezuela this weekend to become one of the few countries to publicly support Russia's recent annexation of Crimea (TOLO News). On Sunday, Afghan President Hamid Karzai's office released a statement saying: "[W]e respect the decision the people of Crimea took through a recent referendum that considers Crimea as part of the Russian Federation" (NYT). In an email to the New York Times, Aimal Faizi, Karzai's spokesman, argued that the Russian annexation of Crimea was a "legitimate move" and that "Afghanistan always respects the free will of the nations on deciding their future."
  • এমেম | 69.93.253.121 | ২৫ মার্চ ২০১৪ ০২:২৮487068
  • পড়তে দিল না।
  • Sibu | 84.125.59.185 | ২৬ মার্চ ২০১৪ ০৪:৫৭487073
  • থাগারি বললে কিয়েভ এসব অনেক আগেই দেখেছে। কদিন আগেই একটা ইউটুব ভিডিও পোস্ট করলাম - কিয়েভে টিভি স্টেশনের হেডকে এমপিরা মারছে।

    বরং এইটা পরুন। নিও-লিবারেলদের হাতে ইকনমি ছেড়ে দিলে কি হয়। নাসার বাজেট কাটা হচ্ছে অনেক দিনই। গোল নাসার রকেট লঞ্চিং ক্যাপাবিলিটি নষ্ট করে ওদের প্রাইভেট কোম্পানীদের ওপর নির্ভর করতে বাধ্য করা। তাতে ট্যাক্সের টাকায় এই কোম্পানীগুলো বেশী বেশী লাভ করতে পারবে।

    http://www.foxnews.com/science/2014/03/24/us-astronaut-set-for-70-million-rocket-ride-to-space-station/

    The U.S. will pay Russia $70.7 million for a single shuttle ride aboard the country’s Soyuz rocket Tuesday night, even as President Barack Obama fights for sanctions and penalties against Russia for its recent invasion of the Ukraine.
    ...
    With politicians wrangling over the most diplomatic way to respond to Russia’s aggression, NASA said the space pay-off to the Russian Federal Space Agency (Roscosmos) wouldn’t be affected by politics.
    ...
    Because the U.S. doesn’t presently have its own way to get astronauts into space, it relies upon Russian rockets to do so.
    ...
    “NASA is working aggressively to return human spaceflight launch to American soil and end our sole reliance on Russia to get into space. Later this year, NASA intends to select the American companies that will transport its astronauts to the space station beginning in 2017. In the meantime, NASA and Roscosmos will continue to work with each other to maintain the space station, where humans have lived continuously for more than 13 years.”
  • দ্রি | 116.66.241.21 | ২৬ মার্চ ২০১৪ ০৫:৪৭487074
  • রেশাত আমেতভকে কে মারল সেটা কি ক্লিয়ার? কোনও ডিটেল তো নেই, আছে শুধু ইনসিনুয়েশান।

    গাড়ীর ডীলারশিপ দখল করে নেওয়া পার্ফেক্টলি আন্ডারস্ট্যান্ডেব্‌ল। কিছুদিন আগে পোস্ট করেছিলাম, ইউক্রেনে একটা ভোদ্‌কার কোম্পানী দখল করার কথা।

    নতুন কেউ যখন পাওয়ারে আসে, তারা পুরনোদের ইন্ডাস্ট্রি টাকাপয়সা প্রথমেই হাতিয়ে নেয়। পেট্রো পরোশেঙ্কো ইউক্রেনে বসে ক্রিমিয়ায় ব্যবসা করবে, এটা রাশিয়া অ্যালাও করবে না। এইধরনের অসংখ্য বিজনেসই এইসব অলিগার্কদের মূল শক্তি। ইউক্রেনেও, রাশিয়ায়ও। আমেরিকাতেও।

    এই একই জিনিষ ওয়েস্টও করেছে। যখন ইয়ানুসেভিচ পাওয়ার থেকে গেল, ওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল। আরো একজন অলিগার্ক, সম্ভবত ভিয়েনা থেকে ইয়ানুসেভিচকে ফান্ড করত (নামটা ভুলে গেছি, পুরনো নিউজপেপার ঘাঁটলে বেরোবে), তার ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করা হয়েছিল।

    ক্ষমতার বদল হলে, যারা ক্ষমতা হারায় তাদের ইকনমিক শক্তি প্রথমেই ছেঁটে দেওয়া হয়।
  • দ্রি | 116.66.241.21 | ২৬ মার্চ ২০১৪ ০৫:৫০487075
  • বায় দা ওয়ে, পরোশেঙ্কো ইজ ওয়ান অফ দা মেইন ফাইন্যান্সার্স অফ ময়দান প্রোটেস্ট।
  • দ্রি | 116.66.253.242 | ২৬ মার্চ ২০১৪ ০৬:০১487076
  • রাইট সেক্টরের একজন বড় নেতা, মুজ্যিচ্‌কো (যার কথা আগেই বলেছি) খুন!

    Ukrainian nationalist group Right Sector has announced it holds the acting Interior Minister Arsen Avakov accountable for the death of notorious radical militant Aleksandr Muzychko and will avenge it, Ukrainian media reports.

    “We will take revenge on Arsen Avakov for the death of our brother,” said Rovno coordinator of the Right Sector Roman Koval, as cited by charivne.info news portal. “The shooting of Sashko Bilyi [Muzychko’s nom de guerre] is an assassination ordered by the minister. Muzychko never received any notices concerning criminal offences and was never summoned anywhere.”

    ম্যুজিচ্‌কো নাকি কিছুদিন আগে একটা ইউটিউব ভিডিওয় বলেছিল, তাকে খুন করার চেষ্টা করছে ইউক্রেনের ক্ষমতার একাংশ। ভিডিওটা ইউটিউবে আছেও, কিন্তু রাশিয়ানে (ইউক্রেনিয়ান?) হওয়ায় এবং সাবটাইট্‌ল না থাকায় বুঝতে পারলাম না।

    The special operation in which Muzychko was killed was carried out on orders and under direct control of the head of the Ukrainian intelligence, Valentin Nalivaichenko, a former senior Ukrainian intelligence official told RIA Novosti.

    “The goal of the operation was not to capture, but to neutralize Muzychko, to take him off stage,” the source said, adding that Muzychko started to discredit the new Ukrainian authorities and to interpret the orders of the Right Sector leadership in his own way.

    Following the coup in Ukraine, which Muzychko supported, he refused to give up the weapons which he occasionally used to intimidate local officials in Rovno.

    Several videos of Muzychko have recently gone viral on YouTube, including ones where the radical nationalist leader lashed out at a local prosecutor, threatened local authorities with an AK-47 and made openly anti-Semitic statements.

    http://rt.com/news/muzychko-avakov-revenge-ukraine-109/

    এতেই বোঝা যায় -- যে কথা এল সি এমের সাথে হচ্ছিল -- বড়দারাও রাইট সেক্টরকে পছন্দ করে না। দরকারের সময় ইউজ করে। কিন্তু বেশী ট্যান্ডাই ম্যান্ডাই করলে নিউট্রালাইজ করে দেয়।
  • দ্রি | 59.15.32.162 | ২৬ মার্চ ২০১৪ ০৬:১২487077
  • টিমোশেঙ্কোর একটা ফোনকল এবার লীক হল। তাতে তিনি বলেছেন,

    “This is really beyond all boundaries. It’s about time we grab our guns and kill go kill those damn Russians together with their leader,” Tymoshenko said.

    The ex-PM declared if she was in charge “there would be no f***ing way that they would get Crimea then.”

    Shufrych made the valid point that Ukraine “didn’t have any force potential” to keep Crimea.

    But Tymoshenko, who plans to run in Ukraine’s presidential election, expressed confidence that she would have found "a way to kill those a*****es.”

    “I hope I will be able to get all my connections involved. And I will use all of my means to make the entire world raise up, so that there wouldn’t be even a scorched field left in Russia," she promised.

    Despite being incapacitated by spinal disc hernia the ex-PM stressed she’s ready to “grab a machine gun and shoot that m*********er in the head.”

    http://rt.com/news/tymoshenko-calls-destroy-russia-917/

    বোঝা যাচ্ছে ক্রিমিয়া চলে যাওয়ায় টিমোশেঙ্কো দূখ পেয়েছেন। সোভিয়েত ইউনিয়ান ভাগ হয়ে যাওয়ায় পুতিন যেমন দুঃখ পেয়েছিলেন।
  • Sibu | 84.125.59.185 | ২৬ মার্চ ২০১৪ ০৬:২২487078
  • স্ভোবোদা, ফার রাইট, এরা অ্যান্টি অ্যান্টি-জু বলে ইস্রায়েল এদের পছন্দ করে না। সুতরাং ওয়েস্ট তো এদের পছন্দ করতেই পারে না। তবে কাজের বেলায় ব্যবহার করতে ক্ষতি কি। এই আমাদের দিদি যেমন কিষেণজী ও অন্য মাওবাদীদের করলেন। আপাততঃ তারা কিল খেয়ে কিল চুরি করছেন।

    ইউক্রেন ডিফেন্স মিনিস্টার (স্ভোবোদা পার্টির) তেনিয়ুখকে তারিয়ে দিল।

    http://en.ria.ru/world/20140325/188741371/Ukraine-Far-Right-Defense-Minister-Resigns-Replacement-Appointed.html

    এই লিংটাও দেখুন।

    http://www.ibtimes.co.uk/ukraine-far-right-svoboda-party-mps-beating-state-tv-ceo-caught-youtube-1440943
  • দ্রি | 59.15.41.121 | ২৬ মার্চ ২০১৪ ০৬:২৭487080
  • দুটোই দেখেছি শিবুদা। বিভিন্ন ধরণের পাওয়ার গ্র্যাব হচ্ছে এখন। কাঁটা দিয়ে কাঁটা তুলে এখন কাঁটা নিউট্রালাইজ করার কাজ চলছে।
  • দ্রি | 59.15.41.121 | ২৬ মার্চ ২০১৪ ০৬:৩৬487081
  • অন্যদিকে সিরিয়ায় আসাদ অপোজিশানকে যুদ্ধে অনেকটাই হটিয়ে দিচ্ছেন। অনেক গ্রাউন্ড গেইন করেছেন। তার কারণ কি সৌদি কাতারের ব্রেকাপ? কে জানে? অপোজিশানের সাপোর্ট যেন কিছুটা কমেছে মিড্‌ল ইস্ট এবং আমেরিকার থেকে, অন্তত টেম্পোরারিলি।

    মিড্‌ল ইস্টে এখন ক্ষমতার রিঅ্যালাইনমেন্ট চলছে, যার পুরো ইমপ্লিকেশান বুঝতে কিছুটা সময় লাগবে। আল মনিটরের এই খুব ইন্টারেস্টিং রিপোর্টে এটা ধরা আছে।

    http://www.al-monitor.com/pulse/originals/2014/03/palestinian-iran-resistance-qatar-alliance-influence.html

    এখানে আল জাজিরার একটা কম্পিটিং নিউজ চ্যানেল তৈরীর কথাও বলা আছে।

    Getting back to Shalah’s visit to Qatar, Al-Monitor learned that the Islamic Jihad leader met Emir Tamim and his influential adviser and former Israeli Knesset member, Azmi Bishara, who is working on launching a new media network that includes a London-based TV operation, newspaper and a Beirut-based website under the name Al-Arabi al-Jadeed (The New Arab). The network, according to sources in Doha, has a big budget and is expected to promote the new, post-Arab Spring image of Qatar. It will be different from the one that Al Jazeera once projected as being light on Islam and more liberal, with a leftist touch. The new network, expected to start gradually, is not meant to replace Al Jazeera but to present a new voice representing the emir's vision.
  • lcm | 118.91.116.131 | ২৬ মার্চ ২০১৪ ০৯:১৪487083
  • তাহলে স্ভোবোদা (ফার রাইট, নিও নাজি এসেট্রা) কন্ট্রোলে নাই। এদেরকে ছেঁটে ফেলছে নতুন ইউক্রেন সরকার। স্ভোবোদা কিন্তু ছোট পার্টি, ২০০৯ এর ইলেক্শনে ইউক্রেনের মোট ভোটের মাত্র ৫% পেয়েছিল, ইউক্রেনের জনমানসে তেমন প্রভাব নাই।
  • lcm | 118.91.116.131 | ২৬ মার্চ ২০১৪ ০৯:৩৫487084
  • রানা ফারুর বলছেন (টাইম ম্যাগ) --

    পৃথিবীর চতুর্থ বৃহত্তম ইকনমি - জার্মানি - তাদের ৪০% এনার্জি আসে রাশিয়া থেকে। পশ্চিম ইউরোপেরও এনার্জির অনেকটাই আসে রাশিয়া থেকে। শীতকালে রাশিয়ার ওপর স্যাংশন চাপিয়ে ঠান্ডায় জমে যাবার বাসনা এদের কারোর নাই। গরমকালে কি হবে সে পরের কথা।
    ইউএস তথা ওবামা অ্যাডমিনিস্ট্রেশন মুখে যতই বুকনি দিক যে ইউরোপকে আর এনার্জির জন্যে রাশিয়ার মুখ চেয়ে বসে থাকতে হবে না, বাস্তব ঘটনা হল ইউএসের এখন এনার্জি এক্সপোর্ট করবার মতন অবস্থা হয় নি। গরম পেরিয়ে শীত এসে গেলেও হবে না।

    রাশিয়ার সমস্যা হল ইকনমি বড় বেশী এনার্জি নির্ভর হয়ে পড়ছে। রেভিনিউর ৫০% আসে অয়েল আর গ্যাস এক্সপোর্ট থেকে (Oil and gas exports account for 50% of government revenue)।
    ওদিকে রুবল ও পড়ছে - The ruble has fallen 10% against the dollar this year - the worst performance of any major emerging market currency

    রানা আরো বলছেন যে, ইউএস ইকনমি এখন দ্রুত এগোচ্ছে - The fact that the American economy is growing faster than not only Russia's but also Brazil's and those of other emerging market is truly amazing. A decade ago BRIC countries were supposed to be the world's economic salvation.
  • সে | 188.83.87.102 | ২৬ মার্চ ২০১৪ ১১:৫৬487085
  • ঈজিপ্টে এতগুলো লোকের প্রাণদ্ণ্ড কি এই টইয়ে যাবে?
  • এমেম | 69.93.244.218 | ২৬ মার্চ ২০১৪ ১২:৫৪487086
  • অবশ্যই যাবে।
  • দ্রি | 116.66.42.32 | ২৬ মার্চ ২০১৪ ২৩:১১487088
  • Private military company will be in charge of suppressing protest movements in Eastern Ukraine, said a source in the country's Security Service. According to him, the name of the company is Greystone Limited.

    According to a source cited by ITAR-TASS, Ukrainian authorities believe that the Security Service is not able to suppress the protest mood and neutralize the leaders and activists of the pro-Russian movement in the eastern regions. In particular, the source said, the acting president Alexander Turchinov shares this opinion. "Therefore it was decided to attract foreign mercenaries, who will serve as political police and state security protection, " said the representative of the Security Service.

    According to publicly available information Greystone Limited is a structural part of Blackwater, that was later renamed into Academi. According to military experts, the company is associated with the CIA and the US Defense Department. Its employees participated in the war in Afghanistan after the fall of Saddam Hussein's regime in 2003, the company has appeared in Iraq and became involved in training the new Iraqi armed forces and police, as well as support of the occupation forces.

    http://voiceofrussia.com/news/2014_03_25/Ukrainian-leadership-to-hire-US-mercenaries-to-suppress-eastern-regions-source-3828/
  • দ্রি | 116.66.42.32 | ২৬ মার্চ ২০১৪ ২৩:২৪487090
  • ২৫শে মে ইউক্রেনে প্রেসিডেন্সিয়াল ইলেকশান। পোলে কে এগিয়ে?

    The poll, where results were presented on Wednesday by the Committee of Voters of Ukraine, showed that 24.9% of the respondents are willing to vote for Poroshenko in the presidential elections, 8.9% for UDAR party leader Vitali Klitschko, 8.2% for Batkivshchyna party leader Yulia Tymoshenko, 7.3% for Party of Regions parliamentarian Serhiy Tihipko, and 4.2% for former Kharkiv regional administration head Mykhailo Dobkin.

    Ukrainian Communist Party leader Petro Symonenko may expect support from 3.6% of the voters, Radical Party leader Oleh Lyashko from 3.5%, parliamentarian Anatoly Hrytsenko from 3.2%, Svoboda party leader Oleh Tyahnybok from 1.7%, Right Sector leader Dmytro Yarosh from 0.9%, and Ukrainian Choice leader Viktor Medvedchuk from 0.4%.

    http://voiceofrussia.com/news/2014_03_26/Parliamentarian-Poroshenko-leads-among-potential-presidential-candidates-in-Ukraine-with-24-9-poll-4807/

    চকোলেট কিং পরোশেঙ্কো সবচেয়ে এগিয়ে। ইয়াৎসেন্যুক তো সীনেই নেই। আর পলিটিক্সকে অলিগার্কশূন্য করার খোয়াব খোয়াবই থাকবে মনে হচ্ছে। পরোশেঙ্কো একজন বুশিষ্ট অলিগার্ক, যিনি ইউক্রেনে কোকো ইন্ডাস্ট্রিটা পুরো কন্ট্রোল করেন।
  • এমেম | 69.93.195.172 | ২৭ মার্চ ২০১৪ ০১:০৩487091
  • হ্যাঁ। ২০১৩ সালের ২৫ শে ফেব্রুয়ারি ই ইউ প্রেসিডেন্ট José Barroso ইউক্রেনকে জানিয়েছিলেন, (টু কোট হিম) One country cannot at the same time be a member of a customs union and be in a deep common free-trade area with the European Union"।
  • এমেম | 69.93.195.172 | ২৭ মার্চ ২০১৪ ০১:২৪487092
  • এটা আমরা আগে নোট করেছিলাম।
    - ইজ দেয়ার মোর টু দা স্টোরি, ম্যাক্সিদি? আপনি অ্যাড করুন।
    - হ্যাঁ রাশিয়ার সঙ্গে কাস্টমস ইউনিয়ন বানালে ইয়োরোপিয়ান ইউনিয়নে জয়েন করতে পারবে না। ভবিষ্যতেও না।

    স্ট্যান্ড পাল্টে গেছে। অথবা নতুন সিদ্ধান্ত নিয়েছে।
  • ranjan roy | 24.96.33.234 | ২৭ মার্চ ২০১৪ ০১:৫০487094
  • own the loan মানে আমি যত-দূর জানিঃ
    ডিফল্টার সংস্থা/দেশকে একটা প্রোপোজল বানিয়ে দিতে হবে যাতে থাকবেঃ
    ১) কেন লোন ফেরত দেওয়া গেল না, কারণগুলো;
    ২) একটা কংক্রিট প্রস্তাব যাতে আবার লোন পেলে কী কী স্টেপ নেওয়া হবে যাতে একটি টাইম পিরিয়ডে স্টেপ বাই স্টেপ লোন পরিশোধ সম্ভব হবে।
    খানিকটা কানে আরও জল ঢুকিয়ে আটকে যাওয়া জল বের করার মত বা সাহারার সুব্রত রায়ের সুপ্রিম কোর্টে দেওয়া প্রস্তাবের মত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন