এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৬৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 116.79.159.19 | ১১ এপ্রিল ২০১৪ ০৬:০৩487129
  • পুতিনঃ

    Given the accumulated $2.2 billion gas debt owed by Ukraine’s Naftogas, Russia’s Gazprom will be forced to ask Ukraine for advance payments, Putin said in his letter to European partners, referring to the 2009 gas contract signed between Moscow and Kiev.

    “In other words, we’ll be supplying exactly the volume of gas that Ukraine pays for a month in advance,” as Itar -Tass quotes Putin's letter.

    Putin added that introducing advance payments would be an extreme measure.

    “We understand that this increases the risks of unsanctioned retrieval of gas flowing through the territory of Ukraine to European consumers. And it could also hinder accumulation of gas supplies in Ukraine necessary to provide for consumption during the autumn-winter period.”

    Given all the discounts Russia has provided in the last four years, Moscow has subsidized Ukraine’s economy to the tune of $35.4 billion, coupled with a $3 billion loan tranche in December last year.

    “I would underline – nobody except Russia has done this,” Putin wrote in the letter.

    “And what about [our] European partners? Instead of real support for Ukraine – declarations about intentions. Promises without real action.”

    The European Union has traditionally used Ukraine as a source of foodstuffs, metals, mineral resources and as an export market for its machinery, chemicals and other highly-processed goods. This creates a trade deficit of above $10 billion, which is almost two-thirds of Ukraine’s 2013 current account deficit, the letter explained.

    “Russia should not and cannot any longer bear the brunt of supporting the Ukrainian economy alone, giving it gas discounts and forgiving debts. In fact, with these subsidies Russia pays for a deficit in trade between Ukraine and the EU member states.”

    Immediate consultations with European countries receiving the letter are the only possible way to resolve Ukraine’s crisis, Putin said.

    We need “to start coordinated action as soon as possible. And we urge our European partners to do this,” he wrote.

    মেদভেদেভঃ

    Ukraine’s total debt to Russia, including the $2.2 billion bill for gas, now stands at $16.6 billion, Prime Minister Dmitry Medvedev said on Wednesday.

    Gazprom has revoked all discounts and now charges $485 per 1,000 cubic meters of gas, a price Ukraine says it will not be able to pay because it threatens Ukraine's ability to continue normal gas transit operations to Europe.

    http://rt.com/business/putin-ukraine-gas-europe-640/
  • দ্রি | 116.79.159.19 | ১১ এপ্রিল ২০১৪ ০৬:১৩487130
  • ওয়ার্ল্ড ব্যাঙ্কঃ

    Loan terms set by the International Monetary Fund (IMF), will cut consumption in Ukraine this year by 8 percent, as well as erode capital investment, the World Bank (WB) has warned.

    The increased cost of household gas and district heating “will affect purchasing power and limit the government’s ability to boost capital spending this year. Thus, in 2014, we expect to see a decline in both consumption and fixed investment,” says the WB statement.

    “After several years of robust growth, a drop in consumption may be significant this year (over 8%) while decline in fixed investments will not be that substantial due to a low statistical base,” it added.

    The World Bank also said the GDP will shrink 3 percent, with inflation jumping to 15 percent in 2014.

    বেলাউটের পর গ্রীসের অবস্থাঃ

    Greece got its first international bailout four years ago, and the people have seen their disposable incomes fall by a third, and unemployment soaring to 28 percent – the highest in 33 years. The country’s GDP has shrunk by a quarter over the period.

    http://rt.com/business/ukraine-imf-consumption-decrease-576/
  • দ্রি | 116.66.226.175 | ১১ এপ্রিল ২০১৪ ০৬:৪১487131
  • ওবামাকেয়ারে কতজন সাইন আপ করেছেন? এখনও পর্য্যন্ত অ্যাবাউট ৭ মিলিয়ান। তার অর্ধেক নতুন সাইন আপ। খুব একটা পপুলার হচ্ছে না ওবামাকেয়ার। রিজাইন করলেন হেল্‌থ সেক্রেটারী।

    http://www.bbc.com/news/world-us-canada-26981580
  • দ্রি | 116.66.229.43 | ১৫ এপ্রিল ২০১৪ ২২:২২487134
  • ইস্টার্ন ইউক্রেনে প্রোটেস্ট হয়েছিল, সরকারী বিল্ডিং দখল হয়েছিল। তারপর ইউক্রেনে সি আই এর ডিরেক্টার জন ব্রেনান এলেন। তারপর, এখন কিয়েভ প্রোটেস্টারদের ঠান্ডা করতে মিলিটারী পাঠিয়ে দিয়েছে।

    http://rt.com/news/kramatorsk-ukraine-attack-army-664/
    http://en.ria.ru/world/20140415/189231978/OPINION-Ukraine-Started-Armed-Suppression-Operation-After-CIA.html

    মে বি, ইয়ানুসেভিচেরও এইই করা উচিত ছিল। প্রোটেস্টারদের ঠ্যাঙাতে মিলিটারী পাঠানো।
  • দ্রি | 116.66.229.43 | ১৫ এপ্রিল ২০১৪ ২২:৪৬487136
  • ন্যাড়াদা, সুবর্ণ সুযোগ!

    ভেনিসে একটি দ্বীপ বিক্রি আছে। দেরী করলে কিন্তু দুবাইয়ের শেখরা সব নিয়ে চলে যাবে। http://rt.com/news/italy-island-venice-bidding-452/

    (রিয়েলেস্টেট ব্রোকারেজে আমার কমিশান ০.৫% মাত্র, স্পেশাল ডিসকাউন্ট ফর আর্লি বায়ার্স।)
  • এমেম | 127.194.229.40 | ১৬ এপ্রিল ২০১৪ ১৭:২৪487140
  • প্রো রাশিয়া গ্রুপের অনেকে ইলেকশন বয়কট করতে বলছে।

    According to Serhiy Tkachenko, head of a civil rights organisation in Donetsk. 'they know that as soon as there is a strong central government, there will be an investigation against them and their corrupt schemes,

    Tkachenko claimed that Russian propaganda had shaped negative attitudes towards the uprising in Kiev. "Most residents watch pro-Kremlin Russian TV. And Russia's state media has called the revolution in Kiev a fascist coup. People are not thinking with their heads. They don't analyse. They are living in a world of stereotypes and myths."
    ---------------------------------------------------------------------

    Since Putin's annexation of Crimea, Yanukovych has said nothing. On Friday, his Party of Regions, which in Kiev has gone into opposition, met in a Donetsk hotel, and several attendees expressed feelings of betrayal.

    The session started with the Ukrainian national anthem. Everybody stood. Nikolai Levchenko, one of the party's rising stars, acknowledged that Yanukovych had practically removed himself from the president's job. "Now we have to assess the situation soberly', he told delegates.

    Listening to the speech from the back of the hall was Maxim Rovinsky, head of public relations for Donetsk city council. Rovinsky said -- I hope we don't get little green men, a reference to the balaclava-wearing gunmen who popped up in Crimea. Donetsk is not Crimea. We don't have an autonomous parliament. People here are not so energised by Russia.
  • এমেম | 127.194.229.40 | ১৬ এপ্রিল ২০১৪ ১৭:৩৫487141
  • According to Igor Todorov, a professor of international relations, those favouring union with Russia are still a minority in Donetsk – 33% according to the most recent poll. The more educated middle-class were in favour of Ukraine's territorial integrity, he said. But there was a dispossessed underclass who backed secession – not for ideological reasons, but because they believed Russia offered them better opportunities.

    Intriguingly, Putin's annexation of Crimea had stiffened support for Ukraine. "Many of my friends and acquaintances were pro-Putin. Even my wife viewed my Ukrainian position somewhat ironically," he said. "But when Putin spoke on TV she said: 'Turn it off!' Of Putin's address, he said: "It was the voice of a small indignant child. The message was: 'The west has insulted me so I'm taking Crimea.'"

    Todorov said, Russia and its spy agencies had undoubtedly activated the recent unrest in Donetsk. Those who took part included tourists from across the border, as well as youths from small, depressed mining towns in the Donetsk region. "Typically they are paid around 400 hryvnia (£25) a day." It is unclear who is funding them. Some suggest that Yanukovych's billionaire son Oleksandr – also in hiding somewhere – is responsible.
  • দ্রি | 116.79.129.3 | ১৬ এপ্রিল ২০১৪ ২১:০৪487143
  • According to Serhiy Tkachenko, head of a civil rights organisation in Donetsk. 'they know that as soon as there is a strong central government, there will be an investigation against them and their corrupt schemes,

    Tkachenko claimed that Russian propaganda had shaped negative attitudes towards the uprising in Kiev. "Most residents watch pro-Kremlin Russian TV. And Russia's state media has called the revolution in Kiev a fascist coup. People are not thinking with their heads. They don't analyse. They are living in a world of stereotypes and myths."

    তো এই Serhiy Tkachenko হলেন কমিটি অফ ভোটার্স অফ ইউক্রেন নামে এক এক জি ও র ডোনেৎস্ক ব্রাঞ্চের হেড। এই ধরণের এন জি ওরাই ইজিপ্ট, লিবিয়া, সিরিয়া এবং যাবতীয় কালার রিভলিউশানে ওপিনিয়ান ফর্মিংএর কাজটা করে থাকে।

    ইউক্রেনে কি ইউক্রেনিয়ান মিডিয়া নেই? যদি থাকে তো এত মানুষ রাশিয়ান মিডিয়া দেখে কেন? স্টিরিওটাইপ আর মিথ কি খালি রাশিয়ান মিডিয়া বানায়?

    কিছুদিন আগে তো খবর এসেছিল ইউক্রেন রাশিয়ান চ্যানেল সব বন্ধ করে দেবে। এতদিন করে নি কেন সেটাই আশ্চর্য্য।
  • দ্রি | 116.79.129.3 | ১৬ এপ্রিল ২০১৪ ২১:০৮487144
  • "People here are not so energised by Russia."

    তাহলে ইস্টার্ন ইউক্রেনে এতগুলো গভর্মেন্ট বিল্ডিং অকুপায়েড হয়ে গেল কিকরে?
  • দ্রি | 116.79.129.3 | ১৬ এপ্রিল ২০১৪ ২১:১১487145
  • According to Igor Todorov, a professor of international relations, those favouring union with Russia are still a minority in Donetsk – 33% according to the most recent poll.

    ৩৩% রাশিয়ার সাথে মিলে যেতে চাইছে! এ তো খুব বেশী। ইয়াৎসেন্যুককে কত পার্সেন্ট লোক চেয়েছিল, তার কোন হিসেব আছে?
  • দ্রি | 233.196.186.36 | ১৬ এপ্রিল ২০১৪ ২১:৩৩487146
  • "Todorov said, Russia and its spy agencies had undoubtedly activated the recent unrest in Donetsk."

    এক্কেবারে একমত। কিন্তু ... ময়দানে গোলমালের পেছনে ওয়েস্টার্ন স্পাই এজেন্সির অবদানের ব্যাপারে কি আমরা একমত হতে পারলাম?

    "Typically they are paid around 400 hryvnia (£25) a day." It is unclear who is funding them.

    ময়দানের প্রোটেস্টারদের নামেও এইসব গালগল্প ছিল। সেখানে টাকা দিয়েছিলেন পরোশেঙ্কো।
  • দ্রি | 233.196.186.36 | ১৬ এপ্রিল ২০১৪ ২১:৫৯487148
  • আর ইউ এনের হিউন্যান রাইট্‌স রিপোর্টে তো ভুরি ভুরি মিষ্টি কথা লেখা রয়েছে, অ্যাজ এক্সপেক্টেড।

    পুরো লেখার টেনরটা হল, 'ওং শান্তি, ওং শান্তি (বিক্ষোভকারীরা বাবা একটু শান্ত হয়ে যাও)।'

    আর ময়দানের সময়, 'ওং শান্তি, ওং শান্তি (ইয়ানুকোভিচ, বাবা গুড বয়, গদিটা ছেড়ে দাও)।'
  • এমেম | 127.194.229.40 | ১৬ এপ্রিল ২০১৪ ২৩:০২487150
  • এই ভদ্রলোক Tkachenko তো তাই বলেছেন। ইউক্রেমে মিডিয়ার স্বাধীনতা নেই।
  • দ্রি | 116.79.132.240 | ১৬ এপ্রিল ২০১৪ ২৩:০৮487151
  • কিয়েভপোস্ট, রেডিও স্ভোবোদা এগুলো কি রাশিয়া এডিট করে?

    স্বাধীন মিডিয়া নেই। প্রশ্ন হল কার পরাধীন? কিছু কিছু ওয়েস্টের, আর কিছু কিছু রাশিয়ার।

    এইবার যার যা পছন্দ বেছে নেয়।
  • দ্রি | 116.79.132.240 | ১৬ এপ্রিল ২০১৪ ২৩:১৫487152
  • Four TV channels were suspended in Ukraine on March 25, including: Channel One. Global Network, RTR-Planeta, Russia 24, and NTV Mir.

    The District Administrative Court of Kiev on Tuesday declined to revoke the temporary suspension of four Russian TV channels in Ukraine, RIA Novosti reported from the courtroom.

    http://rapsinews.com/judicial_news/20140415/271149317.html

    ৎকাচেঙ্কোর কথা কি বিশ্বাস করা উচিত?
  • এমেম | 127.194.229.40 | ১৬ এপ্রিল ২০১৪ ২৩:২৭487153
  • কেন, ইউয়ানুসেভিচের অনুগতও হতে পারে। কাকে যেন ক্যামেরার সামনে মারল।
  • এমেম | 127.194.229.40 | ১৭ এপ্রিল ২০১৪ ০১:০২487154
  • নাঃ টিকাচেঙ্কোর কথা খুব একটা বিশ্বাস করলাম না।
  • দ্রি | 116.66.127.200 | ১৭ এপ্রিল ২০১৪ ২২:৩৮487155
  • রোমে হোমলেসরা সব বিভিন্ন সরকারী বিল্ডিংএ বসে যাচ্ছিল। তাদের পেঁদিয়ে তুলে দেওয়া হল। সেই নিয়ে একটু মারপিট ...

    http://news.yahoo.com/clashes-mass-eviction-rome-crisis-bites-161831141.html
  • PM | 233.223.152.222 | ১৮ এপ্রিল ২০১৪ ১৩:৪৭487156
  • নতুন খবর
    http://timesofindia.indiatimes.com/world/europe/Russia-West-reach-surprise-deal-on-Ukraine-crisis/articleshow/33874192.cms

    রাশিয়া পিছু হটছে?

    আমার মনে হচ্ছে EU (জার্মানী?)কে অর্থনৈতিক ভাবে মোকাবিলা করার সামগ্রিক প্ল্যান এর একটা পার্ট হলো আমেরিকার ইউক্রেন প্ল্যান। সৌদি-ও ইনভল্ভ্ড থাকতে পারে।

    নাহলে ইউক্রেনের গুরুত্ব খুব বেশী হবার কথা নয়
  • দ্রি | 116.79.210.217 | ১৯ এপ্রিল ২০১৪ ২১:৪৭487158
  • Spectacular fireball from space explodes over Russian city

    Multiple drivers with dashcams out on the streets of the 300,000-people city at 2.10am on Saturday noticed a bright blue trail speed across the night sky, then explode while still in the air.

    http://rt.com/news/meteorite-murmansk-explosion-space-588/
  • দ্রি | 116.79.210.217 | ১৯ এপ্রিল ২০১৪ ২১:৫৩487159
  • ওয়েদার কন্ট্রোল অনেক দিন থেকেই বিভিন্ন দেশের ডিফেন্স এজেন্সির গবেষণার বিষয়। এবার সুপার লেজার দিয়ে ওয়েদার কন্ট্রোলের ফান্ডিং দিল পেন্টাগন।

    Pentagon-sponsored researchers have made the reach of an intensive laser beam longer by an order of magnitude. Researchers say their discovery can be used to seed rain and trigger lightnings, but the potential scope of applications is much larger.

    http://rt.com/news/dressed-lasers-weather-rain-548/
  • দ্রি | 116.79.210.217 | ১৯ এপ্রিল ২০১৪ ২২:০৬487161
  • স্পেসের ওয়েপনাইজেশান এখন প্রায় কমপ্লিট। এবার আমেরিকা সীবেড ওয়েপনাইজ করা শুরু করল। এর অর্থ হল, সম্রুদ্রের তলায় বিভিন্ন জায়গায় রোবোট এবং ড্রোনের ব্যবস্থা থাকবে, যাতে মুহুর্তের নোটিসে ডিপ্লয় করা যায়, সার্ভিলিয়েন্সের জন্য, কিংবা আক্রমণের জন্যও।

    DARPA has requested bids for the final two phases of its Upward Falling Payloads (UFP) program this week, the technology website Ars Technica reported Friday. Those payloads would include “low-power laser attack systems, surveillance sensors, and even airborne and aquatic drones that act as decoys or provide intelligence and targeting information,” the site reported.

    One of the requirements for the new weapons would be that they would have to be able to survive harsh ocean-floor environments, sometimes for years at a time.

    http://www.washingtontimes.com/news/2014/apr/18/drones-deep-ocean-floor-attack-robots-being-develo/#ixzz2zLmdN1Wh

    একটা কনস্পিরেসি থিওরী হল, মালয়েশিয়ান এইয়ারলাইন্স খোঁজার নাম করে সমুদ্রের পেটের মধ্যে এইসব রোবোট বসানোর কাজ চলছে। এর আগে আটলান্টিকে এয়ার ফ্রান্সের খোঁজে অলরেডি ঐ কাজটা হয়ে গেছে দু বছর ধরে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন