এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৪৩৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ১৯:০৯487195
  • কিন্তু, MH-17 কে গুলি করে নামালো?
  • dc | 132.164.161.47 | ১৮ জুলাই ২০১৪ ১৯:১৭487196
  • এমন যদি হয়, আগের যে প্লেনটা খুঁজে পাওয়া যাচ্ছিল না এটাই সেটা? মানে ওটাকে নিয়ে অ্যামেরিকানরা কোন এক্সপেরিমেন্ট করেছিল, সেটা শেষ হয়ে যাবার পর মিসাইল মেরে উড়িয়ে দিয়েছে আর এখন রাশিয়ানদের ঘাড়ে দোষ চাপাচ্ছে।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৩১487197
  • না, কিন্তু প্লেনটা তো আমস্টারডাম থেকে শুরু করল। সেখানে লোকজন প্লেনে চড়ল। তারা কোথায় গেল?
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৩৬487199
  • যেই বুক মিসাইল দিয়ে প্লেনটা মারা হয়েছে, সে বুক মিসাইল ইউক্রেন মিলিটারীরও আছে, আবার রাশিয়ান মিলিটারীরও আছে।

    বরং ইউক্রেনিয়ান রেবেলদের কাছে অত সফিস্টিকেটেড মিসাইল থাকার চান্স কম। দশ হাজার মিটার তো সোজা কথা নয়।
  • dc | 132.164.161.47 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৩৭487200
  • মাঝখানের তিন চার মাস ধরে কোন নির্জন দ্বীপে এক্সপেরিমেন্ট করেছে, তারপর খালি প্লেনটা আমস্টারডামে নিয়ে আবার যাত্রী ভর্তি করে নিয়ে আসছিল। কিন্তু এটার সাথে মাইক্রোসফটের কি সম্পর্ক বুঝলাম না তো! প্লেনটায় মাইক্রোসফটের ইন্জিনিয়াররা ছিল নাকি?
  • dc | 132.164.161.47 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৪১487201
  • বুক মিসাইল, রাশিয়ান মিলিটারি, আমেরিকান মিলিটারি, মাইক্রোসফট আর মালয়েশিয়ান এয়ারলাইন্সের অন্তত একটা ফ্লাইট - এর থেকে পেঁচালো কনস্পিরেসি থিয়োরি আর হবেনা।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৪৬487202
  • আম্রিকা মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটা প্লেন নিয়ে নির্জন দ্বীপে এক্সপেরিমেন্ট করল। (এটা হতেও পারে)।

    কিন্তু সেই প্লেন আমস্টারডামে এনে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ব্যানারে ওড়ালো? মালয়েশিয়ান এয়ারলাইন্সের কর্তৃপক্ষ জানতেও পারলো না?

    এটা সম্ভব না।

    মাইক্রোসফ্‌ট একটা সম্পূর্ণ ভিন্ন নিউজ।
  • dc | 132.164.161.47 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৫৩487203
  • মালয়েশিয়ান কর্তৃপক্ষ জানে তো! সেইজন্য কিছু বলছেনা। আর ঐ এক্সপেরিমেন্টে মাইক্রোসফটের একটা ডিভিসন অংশ নিয়েছিল, যেই কাজ ফুরিয়েছে ওমনি ওদের ছাঁটাই করে দিয়েছে। কিন্তু ডিভিশনের কয়েকটা লোককে এই ফ্লাইটটায় তুলে দিয়েছিল, বাকিদের ভয় দেখিয়ে রেখেছে মুখ খুললেই সবাইকে একেকটা প্লেনে তুলে মিসাইল মেরে উড়িয়ে দেবে। তাই আসল ঘটনা কোনদিন জানা যাবেনা।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ১৯:৫৯487205
  • “According to the Russian Defense Ministry information, units of the Armed Forces of Ukraine located in the crash-site are equipped with anti-aircraft missile systems of "Buk-M1” ... These complexes in their tactical and technical characteristics are capable of detecting air targets at ranges of up to 160 kilometers and hit them at full altitude range at a distance of over 30 kilometers,” the ministry’s statement reads as cited by Ria.
  • Arpan | 125.118.175.196 | ১৮ জুলাই ২০১৪ ২০:২৫487206
  • রেবেলদের কাছে থাকার সম্ভাবনা কম কিন্তু শূন্য না। তারা রাশিয়ার থেকেও পেতে পারে, অথবা ইউক্রেন আর্মির থেকে সিজ করতে পারে।

    ডিসির কোচ্চেনটা কিন্তু জব্বর ছিল। ঃ-)
  • lcm | 60.242.74.27 | ১৮ জুলাই ২০১৪ ২০:২৮487207
  • ঘটনাবলী

    ১) জুলাই ১৪ (সোমবার) - ডোনেস্ত রেবেলরা একটা উইক্রেন মিলিটারি কার্গো প্লেন AN-26 শট ডাউন করেছে ২১০০০ ফিট থেকে http://en.itar-tass.com/world/741164

    ২) জুলাই ১৬ (বুধবার) - ইউক্রেন ফাইটার প্লেন SU-25 কে ক্র্যাশ হয় - যদিও এটা কনফার্ম্ড হয় নি যে শুট করে উড়িয়ে দেওয় হয়েছে - কিন্তু সেটা একটা জোড়ালো সম্ভাবনা http://www.nytimes.com/2014/07/18/world/europe/ukraine-says-russian-plane-shot-down-its-fighter-jet.html

    ৩) জুলাই ১৭ (বৃহ্স্পতিবার) - একই এলাকায় মালয়েশিয়ান এয়ারলাইন্স ফ্লাইট MH-17 শট ডাউন ৩৪০০০ ফুট উচ্চতায়।

    রাশিয়ার দিকে অভিযোগের জোড়ালো তীর। রাশিয়া অবশ্য ক্যাটাগরিক্যালি বলছে এটা ইউক্রেনের রেবেল গ্রুপ বা ইউক্রেন মিলিটারির কাজ।

    বাক ম্যানুফ্যক্চারার রাশিয়ান কোম্পানী দোকান বন্ধ করে দিয়েছে কিছুদিন হল।
    আর, ব্ল্যাক বক্স নাকি অলরেডি মস্কো চলে গেছে।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ২০:৩৬487208
  • উল্টোদিকে, ইউক্রেন কর্তৃপক্ষ একটা ইউটিউব ভিডিও পাবলিশ করেছিল, একজন রেবেল এবং একজন জেনারালের ফোনে কথোপকথন। তারা বলাবলি করছে এইমাত্র একটা প্লেনকে শুট করে মারার কথা।

    মোটামুটি বিশ্বাসযোগ্যই ছিল। কিন্তু একটা খুঁত ধরা পড়ে গেল। ভিডিওটার ক্রিয়েশান টাইম প্লেনের অ্যাকসিডেন্টের আগে। এরপর ভিডিওটা ডিলিট করে দেওয়া হয়। এবং তার কপি আবার পোস্ট করা হয়।
  • lcm | 60.242.74.27 | ১৮ জুলাই ২০১৪ ২০:৩৮487209
  • ভুল করে প্যাসেঞ্জার/সিভিলিয়ান প্লেন উড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়।

    ১২ বছর আগে ইউক্রেনই ভুল করে একটা রাশিয়ান সিভিলিয়ান প্লেন উড়িয়ে দিয়েছিল - ক্রিমিয়া এলাকায়। সাইবেরিয়ান এয়ারলাইন্সের প্লেন তেল আভিভ থেকে সাইবেরিয়ার এক জায়গায় যাচ্ছিল - কাস্পিয়ান সাগরে ৭৮ জন যাত্রীর সলিল সমাধি হয়।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ২০:৪২487210
  • না, সম্ভাবনা শুন্য না। সেইজন্য এর ইন্ডিপেন্ডেন্ট, মাল্টিপার্টি ইনভেস্টিগেশান হওয়া দরকার।

    কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া কে দোষী সেটা ঠিকই করে ফেলেছে।
  • দ্রি | 52.104.15.10 | ১৮ জুলাই ২০১৪ ২০:৪৫487211
  • ফাইটার প্লেনগুলো নীচ দিয়ে উড়লে ঐ পিঠে ক্যারি করা লঞ্চার দিয়ে উড়িয়ে দেওয়া যায়। প্যাসেঞ্জার প্লেন ঐসবের রেঞ্জের বাইরে। ওটা ওড়াতে বুক, এস-৩০০ বা প্যাট্রিয়ট মিসাইল লাগবে।
  • Atoz | 161.141.84.164 | ১৮ জুলাই ২০১৪ ২৩:৫২487212
  • ঐ মিসাইল লাগলো যে প্লেনে সেটাতে অনেক গবেষক নাকি ছিলেন যারা এইডস রোগের নিরাময় প্রচেষ্টায় ব্যাপৃত ছিলেন।
    দ্রি, কোনো আভাস পেলেন কিছুর?
  • dc | 132.164.178.85 | ১৯ জুলাই ২০১৪ ১২:২৫487213
  • এটা পড়ুনঃ

    The pro-rebel website Russkaya Vesna on Friday quoted Igor Girkin as saying he was told by people at the crash site that "a significant number of the bodies weren't fresh," adding that he was told they were drained of blood and reeked of decomposition.

    http://www.ndtv.com/article/world/rebel-leader-gives-bizarre-account-of-malaysia-airlines-plane-crash-561207?pfrom=home-otherstories

    কাল কি বলেছিলাম? এরপর আস্তে আস্তে বেরোবে, মড়াগুলো চার মাসের পুরনো। হুম।
  • T | 24.139.128.15 | ১৯ জুলাই ২০১৪ ১৫:০৪487214
  • একটা সিরিয়াস টইতে খিল্লি করছে।
  • dc | 132.164.47.15 | ২০ জুলাই ২০১৪ ০৮:৪১487216
  • আচ্ছা আর খিল্লি করবো না :p এই টইটাতে এতো কনস্পিরেসি থিওরি দেখে লোভ সামলাতে পারিনি। কিন্তু আর না।
  • dri | 52.104.13.212 | ২০ জুলাই ২০১৪ ২২:৪৬487217
  • এদিকে তিক্রিতে ইরাকী সৈন্যকে পরাজিত করল আইসিস বাহিনী। একটি তেলের খনির দখলও তারা নিয়ে নিয়েছে।

    কুর্দরাও অন্য একটি তেলের খনির দখল নিয়ে অটোনমির পথে এগিয়ে চলেছে।
  • দ্রি | 52.104.15.16 | ২১ জুলাই ২০১৪ ২০:৪৫487218
  • রাশিয়া বলল, MH-17 ক্র্যাশের খুব অল্প আগে ইউক্রেনের ফাইটার জেট Su-25 মালয়েশিয়ান এয়ারলাইনের খুব কাছে এসেছিল। (সুতরাং এয়ার টু এয়ার মিসাইলও রুল আউট করা যাচ্ছে না।)

    “A Ukraine Air Force military jet was detected gaining height, it’s distance from the Malaysian Boeing was 3 to 5km,” said the head of the Main Operations Directorate of the HQ of Russia’s military forces, Lieutenant-General Andrey Kartopolov speaking at a media conference in Moscow on Monday.
    ...
    “The SU-25 fighter jet can gain an altitude of 10km, according to its specification,” he added. “It’s equipped with air-to-air R-60 missiles that can hit a target at a distance up to 12km, up to 5km for sure.”

    এছাড়া ইউক্রেনের বুক মিসাইল ব্যাটারীর ইনস্টলেশান সাইটগুলোর স্যাটেলাইট ইমেজও পাবলিশ করেছে রাশিয়া।

    http://rt.com/news/174412-malaysia-plane-russia-ukraine/

    আশা করা যায় ইউক্রেনও রেবেলদের বুক মিসাইলের কিছু এভিডেন্স পাবলিশ করবে।
  • দ্রি | 52.104.12.70 | ২১ জুলাই ২০১৪ ২১:২৫487219
  • আম্রিকান স্পাই স্যাটেলাইট কি বলছে?

    অ্যাওয়ার্ড উইনিং, প্রাক এপি জার্নালিস্ট রবার্ট প্যারি বলছেন,

    What I’ve been told by one source, who has provided accurate information on similar matters in the past, is that U.S. intelligence agencies do have detailed satellite images of the likely missile battery that launched the fateful missile, but the battery appears to have been under the control of Ukrainian government troops dressed in what look like Ukrainian uniforms.

    The source said CIA analysts were still not ruling out the possibility that the troops were actually eastern Ukrainian rebels in similar uniforms but the initial assessment was that the troops were Ukrainian soldiers. There also was the suggestion that the soldiers involved were undisciplined and possibly drunk, since the imagery showed what looked like beer bottles scattered around the site, the source said.

    http://consortiumnews.com/2014/07/20/what-did-us-spy-satellites-see-in-ukraine/
  • দ্রি | 52.104.12.70 | ২১ জুলাই ২০১৪ ২১:৩৭487220
  • ইউক্রেন মিলিটারী যে ইস্টার্ন ইউক্রেনে বুক মিসাইল বয়ে নিয়ে যাচ্ছে তার ফোটো এভিডেন্স আছে এপির ফোর্থ জুলাইয়ের এই রিপোর্টে।

    http://www.cp24.com/world/ukrainian-forces-win-more-ground-in-eastern-ukraine-1.1899368
  • দ্রি | 52.104.15.84 | ২২ জুলাই ২০১৪ ২৩:২৯487221
  • MH-17 এর ফ্লাইট পাথ লাস্ট মিনিটে কিছুটা বদলে ওয়ার জোনের ওপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগের কয়েক দিনে দেখা গেছে মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাজভ সীর ওপর দিয়ে যেত। কিন্তু এই ফ্লাইটকে উত্তরে ডাইভার্ট করা হয়।

    কিন্তু ইউক্রেন তাদের এয়ার ট্রাফিক কন্ট্রোলারের সাথে পাইলটের কথোপকথন এখনও পাবলিক করেনি। মিডিয়ায় প্রিলিমিনারী খবর এসেছিল যে অ্যাক্সিডেন্টের পরেই ইউক্রেন সরকার সব কনভার্সেশানের রেকর্ড কনফিস্কেট করে।
  • dc | 132.164.137.10 | ২৩ জুলাই ২০১৪ ০৭:৫৭487223
  • বাঃ একসাথে পাঁচটা কনস্পিরেসি থিওরি! ধন্যবাদ ঃ) দ্রি যেটা আকারে ইঙ্গিতে বলতে চাইছেন সেটা এখানে এক নম্বরে।
  • দ্রি | 52.104.15.216 | ২৩ জুলাই ২০১৪ ২০:০৮487224
  • গার্ডিয়ানের এই আর্টিক্‌লটা হল একদম ক্লাসিক মেনস্ট্রীম ব্রেনওয়াশিং পীস।

    Russian-backed Ukrainian separatists gained access to a sophisticated Buk ground-to-air missile system, most likely via Russian channels. They were keen to shoot down Ukrainian planes. Unfortunately, they did not have the equipment or expertise to differentiate between civilian and military aircraft, and the result was the horrific death of MH17’s 298 innocent passengers.

    যেন এই হাইপথেসিসের কোন প্রুফের প্রয়োজন নেই, কোন এভিডেন্সের দরকার নেই। একে বলে প্রুফ বাই ইনসিনুয়েশান। প্লেন ভেঙ্গে পড়েছে। নিশ্চয়ই টেররিস্ট। মানে ইস্ট ইউক্রেন। এর বাইরে কোন কিছু হতে পারে না। রীডাররাও এতেই কন্ডিশান্ড। পাভলভের কুকুরের মত। এই ধরনের কন্ডিশানিংএর বিউটি হল একবার কন্ডিশান্ড হয়ে গেলে ওপিনিয়ান ফর্ম করার সময় প্রুফের আর দরকার পড়ে না।

    মিস্টার রেইডি লিখছেন,

    [Ukrainian army]It shot down MH17 because…? That’s where this theory falls down.

    অর্থাৎ বলতে চাইছেন, ইউক্রেন সরকারের এটা করার কোন মোটিভ নেই। এটা একেবারেই মিথ্যে কথা। ইউ এস এখন খুব চেষ্টা করছে ই ইউ থেকে রাশিয়াকে ইকনমিকালি ডিকাপ্‌ল করতে। কিন্তু ভালো করে পারছে না, এনার্জির গভীর লেনদেনের জন্য। ইউ এস চায় ই ইউ আরো বেশী স্যাংশান বসাক। এইবার এত ইওরোপীয়র মৃত্যুর জন্য পুতিনকে দায়ী করা গেলে ই ইউ আরো স্যাংশানে রাজী হবে। অলরেডি এই ধরনের কথা উঠতে শুরু করেছে। ইউক্রেন সরকার যদি জানে যে এই কাজ নিজেরা করলেও ম্যাক্সিমাম লোকে বিশ্বাস করবে এটা রেবেলদের কাজ তাহলেই তাদের লাভ।

    এটা এমন কিছু ফার-ফেচ্‌ড নয়। ফল্‌স ফ্ল্যাগ ইতিহাসে এই প্রথম নয়।

    এখন চাই ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশান। যার কাছে যা মেটিরিয়াল এভিডেন্স আছে সেগুলো দিক। রাশিয়া তাদের রেডার ডেটায় কি এসেছে সেকথা বলেছে, তাদের স্যাটেলাইটে কি ধরা পড়েছে সে কথাও কিছুটা বলেছে। এবার ইউক্রেন তাদের রেডার ডেটা দিক, এয়ার ট্রাফিক কন্ট্রোলারের ডেটা দিক। আমেরিকা তাদের স্যাটেলাইট ডেটা দিক। আসল তথ্যের বেলায় তো তাঁরা চুপ। শুধু ইন্সিনুয়েশান।
  • dc | 132.164.12.77 | ২৩ জুলাই ২০১৪ ২১:২৭487227
  • হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশান দরকার, বোধায় শুরুও হয়েছে। তবে এসব ইনভেস্টিগেশানের অফিসিয়াল রিপোর্ট বেরোতে কয়েকমাস লাগবে, ততোদিন এই তিনটে কনস্পিরেসি থিওরি চলতেই থাকবে (ইউক্রেন করেছে, রিবেলরা করেছে, রাশিয়ানরা করেছে)।

    এর আগে এরকম দুটো ঘটনা ঘটেছে দেখছিলাম - রাশিয়ানরা কোরিয়ান প্লেন আর আমেরিকানরা ইরানিয়ান প্লেন মিসাইল মেরে উড়িয়ে দিয়েছিল। দুটোতেই তিনশো করে লোক পটোল তুলেছিল। তবে ইনভেস্টিগেশান পুরো শেষ হতে বোধায় এক বছর করে লেগেছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন