এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৬৮৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dc | 132.164.12.77 | ২৩ জুলাই ২০১৪ ২১:৩১487228
  • আমার নিজের ধারনা যেই বুক মিসাইল চালিয়ে থাকুক না কেন, ভুল করে চালিয়েছে। প্লেনটাকে বোধায় মিলিটারি ট্রান্সপোর্টার প্লেন ভেবে ভুল করেছে। তবে এটা আমার নিজের ধারনা মাত্র। বছরখানেকের মধ্যে যদি রিপোর্ট বেরোয় তো তখন দেখব আসলে কি হয়েছিল।
  • দ্রি | 52.104.15.216 | ২৩ জুলাই ২০১৪ ২১:৩৩487229
  • লাগুক সময় ইনভেস্টিগেশানে।

    আসল সত্যি কথায় আর ক'জনের ইন্টারেস্ট। মিডিয়া ওয়ারটা মুলত পাবলিক সেন্টিমেন্টকে রাশিয়া এবং পুতিন বিরোধী করে তোলায় বেশী আগ্রহী। সেটা হলেই (এবং রাশিয়ার ওপর আরেকটু স্যাংশান চাপলেই) শর্ট টার্ম গোল অ্যাচীভ্‌ড। তারপর এক বছর বাদে, এটা রাশিয়া করলেই বা কী আর ইউক্রেন করলেই বা কী?

    একমাত্র যারা রিলেটিভ হারালো তাদের ছাড়া?
  • dc | 132.164.12.77 | ২৩ জুলাই ২০১৪ ২১:৩৫487230
  • তা ঠিক।
  • Abhyu | 141.220.183.161 | ২৩ জুলাই ২০১৪ ২১:৩৭487231
  • ভুল করে যে চালিয়েছে সেটা নিয়ে বোধহয় কারোরই সন্দেহ নেই।
    এই ভিডিওটা আগেও কোথাও দিয়ে থাকব
  • দ্রি | 52.104.15.216 | ২৩ জুলাই ২০১৪ ২৩:১৩487232
  • আমি কিন্তু অত শিওর নই। রেবেলরা যদি চালায় তাহলে ভুল করতে পারে। কিন্তু ইউক্রেন মিলিটারী চালালে ইন্টেন্শানাল হওয়ার চান্সই বেশী। ইন ফ্যাক্ট রাশিয়া এই প্রশ্নটাও করেছে। রেবেলদের তো নিজস্ব কোন প্লেন নেই। তাও কেন দোনেৎস্কের এত কাছে বুক মিসাইল বসিয়েছে কিয়েভ (যেটার স্যাটেলাইট ফোটো এভিডেন্স রাশিয়া দিয়েছে এবং কিয়েভও অস্বীকার করেনি)। এবং রেবেলদের যদি বুক মিসাইলই আছে (যেটা কিয়েভ ক্লেইম করছে) তাহলে প্যাসেঞ্জার ফ্লাইটকে কেন আজভ সাগরের ওপর দিয়ে ফ্লাই না করতে দিয়ে রেবেল হেল্ড টেরিটরীর ওপর দিয়ে নিয়ে গেল ইউক্রেনিয়ান ফ্লাইট কন্ট্রোলার?

    এগুলো প্রপার ইনভেস্টিগেশান ছাড়া সমাধান হবেনা। এয়ার ট্রাফিক কন্ট্রোলার রেকর্ড ইউক্রেন পাবলিশ করেনি এখনো। MH-370 র ক্ষেত্রে কিন্তু ওটা পাবলিশ করা হয়েছিল।
  • দ্রি | 52.104.15.216 | ২৩ জুলাই ২০১৪ ২৩:৫১487233
  • কিন্তু মানুষের পার্সেপশান তো ইনভেস্টিগেশান শেষ হওয়ার জন্য বসে নেই। সিএনেন পোলের রেজাল্টঃ

    According to the poll, just 19% of Americans have a favorable opinion of Russia, down from 41% in February.
    ...
    Fifty-six percent of the public said it is very likely that rebel groups launched the missile that brought down Flight 17, according to the survey. Another 24% believe that it's somewhat likely and only one in seven think it's unlikely.
  • lcm | 118.91.116.131 | ২৪ জুলাই ২০১৪ ০৮:৪৮487234
  • MH-17 শট ডাউনের পরের দিন রাশিয়ান রিবেলরা আরো দুটো ইউক্রেন মিলিটারি প্লেন নামিয়ে দিয়েছে - Rebels shoot down two Ukrainian fighter jets days after downing of MH17

    http://www.theguardian.com/world/2014/jul/23/rebels-ukrainian-fighter-jets-mh17
    ------------

    ওদিকে নিউজউইকে বেরিয়েছে, প্রো-রাশিয়ান যোদ্ধা নাকি বলেই দিয়েছেন -

    ‘We Shot Down MH17,’ Says Pro-Russian Soldier

    A pro-Russian militant has admitted his unit shot down Malaysia Airlines flight MH17, Italian Newspaper Corriere della Sera has reported. The interview confirms pro-Russian forces mistook the passenger plane for a military one and were told to prepare to engage pro-Ukraine soldiers on the ground.

    “‘We’ve just shot down one of the Kiev Fascists’ planes’, they told us, warning us to take care because at least some of the crew had reportedly baled out,” the source told Corriere della Sera, at the Torez railway station, at which the bodies of the plane crash victims were held before departing for Khakiv, Ukraine.

    “My men and I were looking for parachutes on the ground and in the trees.”

    “Underneath I found the body of a little girl, who can’t have been more than five. She was lying face down. It was awful. That was when I realised it was a civilian plane. Not a military one."

    http://www.newsweek.com/we-shot-down-mh17-says-pro-russian-soldier-260630

    --------
    আবার ঐ নিউজউইকে বেরিয়েছে, যে, রাশিয়ান স্টেট মিডিয়া বলেছে সিআইএ করেছে - Russian State Media Says CIA Shot Down Malaysia Airlines Flight MH17

    http://www.newsweek.com/russian-state-media-says-cia-shot-down-malaysian-airlines-flight-mh-17-260381
    ---------
    রন পল বলেছেন - US administration was too fast to blame Russia

    ------
    উতর চাপান চলছে।
  • দ্রি | 52.104.15.235 | ২৫ জুলাই ২০১৪ ২২:৪৩487236
  • Ukraine’s parliament has rejected allowing EU and US companies to buy up to 49 percent of oil and gas company Naftogaz, and also said they were against liquidating the national energy monopoly.

    Kiev rejected splitting the company in two, a measure encouraged by the West in order for Naftogaz to comply with Europe’s third energy package, which doesn’t allow one single company to both produce and transport oil and gas.

    আই এম এফের ডিম্যান্ড পাস হল না ইউক্রেনের পার্লামেন্টে। রিজাইন করলেন ইয়াৎসেন্যুক। এইটা করানোর জন্যই আই এম এফের ব্লু আইড বয়, ইয়াৎজকে আনা হয়েছিল। কিন্তু হল না।

    http://rt.com/business/175508-ukraine-votes-western-naftogaz/
  • দ্রি | 52.104.15.235 | ২৫ জুলাই ২০১৪ ২৩:১২487240
  • The Cabinet of Ministers issued a statement on July 25 calling parliament to hold an extraordinary session to adopt measures that would raise an additional $1.2 billion in revenue, of which $770 million would be allocated for the war effort against Russia. The statement was released after parliament adjourned its July 25 plenary session and announced a break until Aug. 12.

    ট্যাঁকে পয়সা নাই। গাজপ্রমের কাছে বিলিয়ান বিলিয়ান ধার। আই এম এফ শুধু পয়সার গাজর ঝুলিয়ে রেখেছে, কিন্তু দিচ্ছে না যতক্ষণ না সব কন্ডিশান মানা হয়। তার মধ্যেও আলাদা করে ৭৭০ মিলিয়ান জড় করতে হবে রাশিয়ার সাথে যুদ্ধ করার জন্য। (বাকিটা নেটো দেবে)। কোত্থেকে আসবে এত টাকা? এনার্জির দাম বাড়িয়ে আর সোশাল সার্ভিস কমিয়ে?

    পরোশেঙ্কো খুব ইমোশানালি বলেছেনঃ

    “Today, the Verkhovna Rada has once again shown irresponsibility,” reads the Cabinet statement. “The national deputies of Ukraine couldn’t even include in the daily agenda the bills proposed by the Cabinet of Ministers of Ukraine that are necessary (for adoption) to save the country. The government of Ukraine emphasizes that without the passing of these bills there won’t be answers to how salaries will be paid, pension, social benefits, how to ensure the army gets everything it needs, how to finance the public’s needs who became homeless because of the acts of terrorists and separatists, how to gurantee the nation’s energy security and survive the winter.”
  • দ্রি | 52.104.15.235 | ২৫ জুলাই ২০১৪ ২৩:৩৬487241
  • খোদাকভস্কি তো স্টোরিটা আবার রিভোক করে নিয়েছেন দেখছি।

    The question of whether or not Russian-backed separatist fighters in southeastern Ukraine possessed a Buk anti-aircraft system at all, or whether they may have used it to shoot down the Malaysian airliner MH17, has become further muddled today as a separatist leader first appeared to admit that the rebels may have had a Buk in their possession, then hours after publication, revoked his story.

    At 2:28 pm 23 July, Reuters ran a story by Anton Zveryev, Ukraine Rebel Commander Acknowledges Fighters had BUK Missile based on an interview with Aleksandr Khodakovsky, a former officer of the Ukrainian Security Service (SBU) and commander of the Alfa Group, who crossed over to the separatist movement.

    The thrust of Khodakovsky’s interview appeared to be to imply that a rival separatist group, the “Lugansk People’s Republic” (LPR), could have possessed Buks, and also to pin on the Ukrainian military ultimate responsibility for the shoot-down of the Malaysian plane, because they claimed to have confirmed the presence of Buks in the region, and should have re-routed civilian flights accordingly.

    Neither of these statements constituted an admission that Khodakovsky knew for a fact that any group within the insurgency had any Buks; he has now further elaborated in a live telephone interview with LifeNews that the rebels never had any Buks at all.

    গার্ডিয়ানের আর্টিক্‌লও মোটামুটি তাই বলছে। স্টোরিটা চেঞ্জ করা হয়েছে। ট্রান্সলেশানেও ভুল হতে পারে।

    http://www.theguardian.com/world/2014/jul/23/mh17-ukraine-separatists-buk-missile-system

    যাই হোক, এইসব সফ্‌ট এভিডেন্স অনেক হল। ফেসবুক, লোকের ইন্টারভিউ। এবার একটু হার্ড এভিডেন্স চাই। রাশিয়া ইউক্রেনিয়ান বুক মিসাইলের স্যাটেলাইট ছবি দিয়েছে। সত্যিই রেবেলদের হাতে বুক থাকলে আমেরিকা ওদের একটা দুটো স্যাটেলাইট পিকচার দিক। আজকাল তো সবই সার্ভিলিয়েন্সের আওতায়। মিছিমিছি এভিডেন্স লুকিয়ে লাভ কী?
  • দ্রি | 52.104.13.8 | ২৬ জুলাই ২০১৪ ২৩:৩৮487243
  • ইউক্রেন আর্মি দোনেৎস্কে ফসফরাস বোম মারল জেনিভা কনভেনশানের বারণ না মেনে।

    A representative of Russia’s General Staff said Friday Moscow has evidence that Ukraine used phosphorus bombs on populated areas in the country’s east.
    ...
    The use of phosphorous bombs, banned by the Geneva convention, may have irreversible consequences on people and may also have a negative impact on the environment. Phosphorous poisoning may cause serious illnesses and even lead to death.

    Russian officials said earlier they planned to submit an inquest to the Organization for Prohibition of Chemical Weapons (OPCW) on the possible use of chemical weapons in eastern Ukraine.

    http://en.ria.ru/world/20140726/191306382/Ukraines-Army-Fires-Phosphorus-Bombs-at-Donetsk--Peoples.html
  • দ্রি | 52.104.13.8 | ২৭ জুলাই ২০১৪ ০০:০৮487244
  • ইউ এস সেনেটে এখন পাস হবে রাশিয়ান অ্যাগ্রেশান প্রিভেনশান অ্যাক্ট। এটা হয়ে গেলে ইউ এস নেটোর আওতার বাইরে গিয়ে ইউক্রেনে সৈন্য এবং মিলিটারী হার্ডওয়্যার বসাতে পারবে।

    আ রেসিপি ফর ব্রডার ওয়ার।
  • দ্রি | 52.104.15.72 | ২৭ জুলাই ২০১৪ ২২:৪৮487246
  • জানাই ছিল, তবু এবার স্নোডেন লীকের মাধ্যমে ফর্মালাইজ্‌ড হল, এন এস এ এবং সৌদি সিক্রেট সার্ভিসের আঁতাত।

    The National Security Agency last year significantly expanded its cooperative relationship with the Saudi Ministry of Interior, one of the world’s most repressive and abusive government agencies. An April 2013 top secret memo provided by NSA whistleblower Edward Snowden details the agency’s plans “to provide direct analytic and technical support” to the Saudis on “internal security” matters.

    https://firstlook.org/theintercept/2014/07/25/nsas-new-partner-spying-saudi-arabias-brutal-state-police/
  • দ্রি | 52.104.13.236 | ২৭ জুলাই ২০১৪ ২৩:০২487247
  • মারামারির চোটে বন্ধ হয়ে গেল লিবিয়ার ইউ এস এম্ব্যাসী।

    http://www.latimes.com/world/africa/la-fg-us-evacuates-embassy-in-libya-20140726-story.html

    গদ্দাফিকে সরিয়ে লিবিয়ায় এই লাভটি হয়েছে। ইরাক, আফঘানিস্তানেও একই ধরণের লাভ হয়েছে। সিরিয়ায় এই ধরণের লাভ হওয়ানোর চেষ্টা চলছে। আর ইউক্রেনে এই লাভটি হতে চলেছে।
  • দ্রি | 52.104.15.62 | ২৮ জুলাই ২০১৪ ২১:২৪487248
  • আজ প্রথম বিশ্বযুদ্ধ শুরুর শতবার্ষিকী। পায়েস খাওয়ার দিন।
  • দ্রি | 52.104.15.62 | ২৮ জুলাই ২০১৪ ২১:৪০487250
  • মনে আছে সেই বিশে ফেব্রুয়ারী ময়দানে গুলিতে বহু মানুষের মৃত্যু? যার পরই ইয়ানুকোভিচের বিরুদ্ধে পাবলিক সেন্টিমেন্ট এবং ওয়েস্টার্ন মিডিয়ার রেটরিক ঘুরে গেল? তখন মিডিয়ারা সব একবাক্যে বলেছিল, এর জন্য দায়ী ইয়ানুকোভিচের বেরকুত। ইয়ানুকোভিচের হাতে রক্ত অ্যান্ড সো ফোর্থ। খুব অল্প কিছু কনস্পিরেটোরিয়াল মিডিয়া সন্দেহ করেছিল, এটা প্রোটেস্টারদের একটা ফ্যাকশান হতে পারে। রাশিয়া একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশান দাবী করেছিল।

    ইনভেস্টিগেশান একটা হয়েছিল।

    The most recent revelations about responsibility for the killings come from Ukrainian sources. Gennady Moskal, head of the Ukrainian parliamentary commission investigating the shootings on “Black Thursday” said the bullets found did not match firearms issued to the special anti-riot police unit Berkut, which, unlike most police units, was allowed to carry lethal weapons.

    Mr Moskal also said there was no forensic evidence linking the mass killings in Kiev on February 20 to the Berkut.

    These announcements contradicted the “official” version of the victors in the confrontation.

    http://www.telegraph.co.uk/sponsored/rbth/politics/10857920/ukraine-murder-maidan.html

    ইন ফ্যাক্ট এ পর্য্যন্ত যত এভিডেন্স সবই পয়েন্ট করে একটা ইনসাইড জবের দিকে। কিন্তু এখন তদন্তয় যাই বেরোক, ঐ স্নাইপিং আসল কাজ করে দিয়ে গিয়েছিল। ওর ঘাড়ে চেপে পাওয়ারে এসে গিয়েছিল ইয়াৎজ বাহিনী।

    The new authorities in Ukraine have not commented on these accusations. Maybe they have nothing to say. But the government of Ukraine knows that it owes its power to the coup of February 22 and indirectly to the shootings.
  • দ্রি | 52.104.14.2 | ২৮ জুলাই ২০১৪ ২৩:৪৩487251
  • MH-17 কে গাজর করে রাশিয়া এবং ইস্ট ইউক্রেনকে দোষরোপ করা আর যাচ্ছেনা। ঐ স্টোরিগুলো দাঁড়াচ্ছে না। আর আম্রিকা বা ইউক্রেন কেউই স্যাটেলাইট এভিডেন্স, বা রাডার ডেটা, এয়ার ট্রাফিক কন্ট্রোলার ডেটা এগুলো পাবলিক করার সাহস দেখাচ্ছে না। এক্সপ্লেন করা যাচ্ছে না কেন প্লেনটাকে নর্মাল ফ্লাইট পাথের ৩০০ কিমি উত্তর দিয়ে ফ্লাই করানো হল, কেন ওর সাথে একটা ফাইটার জেট ছিল, কেন রাডার থেকে অদৃশ্য হওয়ার মিনিট তিনেক আগে প্লেনটা বাঁদিকে টার্ন নেয়, এবং অস্বাভাবিকভাবে স্পীড লুজ করে।

    তাই এবার অন্য একটা স্টোরি চাই। আম্রিকা এবার টুইটারের মাধ্যমে স্যাটেলাইট ছবি বার করেছে রাশিয়া ইউক্রেনের দিকে গুলি চালাচ্ছে এই অভিযোগ করে। দেখা যাক, এই স্টোরিটা দাঁড়ায় কিনা।

    http://rt.com/news/176120-fake-ukraine-images-defence/

    কিছুদিন আগেই অবশ্য ইউ এন এর লোকেরা এসে বলে গেছে রাশিয়া ইউক্রেন বর্ডারে কোন মেজর গোলমাল তারা দেখতে পায় নি।
  • দ্রি | 52.104.14.2 | ২৮ জুলাই ২০১৪ ২৩:৫১487252
  • কিয়েভ গভর্মেন্টের ফ্যাসিজ্‌ম, দোসরা মে, ওডেসা ম্যাসাকার।

    Violent clashes erupted on May 2 between rival rallies of anti-government protesters and radicals supporting the coup-imposed authorities in Kiev. The confrontation led to a tragedy that left 48 people dead and 247 injured as nationalists burnt the protester camp and then set fire to the Trade Unions House with anti-Kiev activists trapped inside. According to witnesses, many of those who managed to escape the flames were then strangled or beaten with bats by radicals.

    http://rt.com/news/159028-odessa-victims-died-seconds/
  • দ্রি | 52.104.14.2 | ২৯ জুলাই ২০১৪ ০০:১২487253
  • যখন প্রথম ধরেছে কলি আমার গঞ্জিকাবনে।

    মারিয়ুয়ানা লীগালাইজ্‌ড হওয়ার সাথে সাথে এসে গেল নতুন নতুন প্রডাক্ট আইডিয়া। গাঁজামিশ্রিত কেক, পেস্ট্রি, চকোলেট। পাওয়া যাবে ওয়াশিংটন স্টেটে।

    http://www.oregonlive.com/health/index.ssf/2013/03/medical_marijuana.html
  • lcm | 118.91.116.131 | ২৯ জুলাই ২০১৪ ১০:৪২487254
  • ইয়ে, RT.com হল Russia Today - রাশিয়ান স্টেট রান মিডিয়া
  • দ্রি | 52.104.14.32 | ২৯ জুলাই ২০১৪ ২২:৫৫487255
  • ময়্দানে স্নাইপার, এই ইস্যুতে কে সত্যি কথা বলেছে? রাশিয়ান স্টেট রান মিডিয়া, নাকি ওয়েস্টার্ন কর্পোরেট মিডিয়া?

    বৃটিশ মিডিয়া তো ঘটনার পরের দিন স্কটল্যান্ড ইয়ার্ডের গোয়েন্দার ব্লার্ড মুখ পর্য্যন্ত দেখিয়ে দিয়েছিল। ইন্টারভিউতে একজন বলেছিলেন তার কাছে প্রমাণ আছে, ইয়ানুসেভিচ এই অর্ডার দিয়েছেন। আজ, কোথায় সেই প্রমাণ? কিয়েভের নিজের তদন্তেই বেরিয়েছে, যেসব বুলেটে লোকেরা মরেছে সেই ব্যাচ অফ বুলেট্‌স সেদিন বেরকুত পুলিশের ছিল না। অন দা আদার হ্যান্ড, আরটি কনসিস্ট্যান্টলি বলে গিয়েছিল এই কাজ ইয়ানুসেভিচের নয়, প্রোটেস্টারদের মধ্যেই কারোর।

    মিথ্যেটা কে বলল, এই ক্ষেত্রে? স্টেট রান মিডিয়া, নাকি কর্পোরেট মিডিয়া?
  • দ্রি | 52.104.14.32 | ২৯ জুলাই ২০১৪ ২৩:২২487256
  • এই আরেকটা আরটির রিপোর্ট। ইউক্রেনিয়ান টিভিতে একজন হিউম্যান রাইট্‌স ওয়াচের লোক ইন্টারভিউ দিচ্ছিলেন। কিন্তু তিনি যখন এই গোলমালে রাশিয়া দোষী একথা বলতে অস্বীকার করেন, ইন্টারভিউ অ্যাব্রাপ্টলি কেটে দেওয়া হল।

    A live interview with an HRW representative on Ukraine's Hromadske TV came to an unexpected close when the host terminated the conversation after the guest refused to validate claims of Russia's alleged “indisputable war crimes.”

    rt.com/news/176248-ukraine-hrw-tv-interview/

    সব কিছুই জেনে রাখা ভালো। কোন মিডিয়া কখন পট করে সত্যি কথা বলে দেয় বলা তো কিছু যায় না।
  • দ্রি | 52.104.14.32 | ২৯ জুলাই ২০১৪ ২৩:২৯487257
  • আর ময়দানে ইয়ানুসেভিচ "সাপোজেডলি" গুলি চালিয়েছিল বলে কি হৈচৈই না বাধিয়েছিল মিডিয়া। আর এখন, তো ইউক্রেনের কারেন্ট গভর্মেন্ট নিজেদের দেশের লোকেদের ওপর ফাইটার প্লেন উড়িয়ে বোম ফেলছে রেগুলার। কিন্তু ওয়েস্টার্ন মিডিয়া একদম চুপ। ইউ এস চুপ। ই ইউ চুপ। ইভেন ইউ এন পর্য্যন্ত প্রায় চুপ, কিছু বললেও একেবারে মিনমিন করে।

    The town of Gorlovka witnessed more shelling Tuesday morning, RIA Novosti news agency reported.

    “Over the past 24 hours 17 residents of Gorlovka, including three children, have been killed in the center of the town, which got under artillery fire. 43 civilians have been wounded,” Itar-Tass reported the press service of the Gorlovka city administration as saying.

    http://rt.com/news/176380-gorlovka-ukraine-civilians-killed/
  • দ্রি | 52.104.14.32 | ২৯ জুলাই ২০১৪ ২৩:৪০487258
  • আমেরিকা বলল, রাশিয়া ১৯৮৭ সালের নিউক্লিয়ার ওয়েপন্‌ ট্রিটি ভায়োলেট করেছে।

    http://rt.com/usa/176492-obama-accuses-russia-nuclear-treaty/
  • দ্রি | 52.104.14.32 | ২৯ জুলাই ২০১৪ ২৩:৫৫487261
  • এটা মোটামুটি পরিষ্কার যে আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধ চায়। যে কোন যুদ্ধের আগে হয় ট্রেড ওয়ার। সেটা শুরু হয়ে গেছে। ই ইউ আবার এক রাউন্ড স্যাংশান বসালো। জাপানও তাই করল।

    সবচেয়ে টেলিং হল, ইয়াৎসেন্যুক দেশবাসীর ওপর 1.5% ওয়ার ট্যাক্স বসানোর প্রোপোজাল দিল।

    http://www.kyivpost.com/content/politics/yatsenyuk-accuses-parlaiment-of-sabotaging-ukraines-imf-world-bank-programs-358245.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন