এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৯০৭০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 52.104.15.206 | ০৮ আগস্ট ২০১৪ ০০:২০487328
  • নিউ ইয়র্ক টাইম্‌স একটা ঢপের স্টোরি বাজারে ছেড়েছে।

    Russian Hackers Amass Over a Billion Internet Passwords

    A Russian crime ring has amassed the largest known collection of stolen Internet credentials, including 1.2 billion user name and password combinations and more than 500 million email addresses, security researchers say.
    ...
    The hacking ring is based in a small city in south central Russia, the region flanked by Kazakhstan and Mongolia. The group includes fewer than a dozen men in their 20s who know one another personally — not just virtually. Their computer servers are thought to be in Russia.

    http://www.nytimes.com/2014/08/06/technology/russian-gang-said-to-amass-more-than-a-billion-stolen-internet-credentials.html?_r=2

    এই কথা বলেছেন হোল্ড সিকিউরিটির মিস্টার হোল্ডেন।
  • দ্রি | 52.104.15.106 | ০৮ আগস্ট ২০১৪ ২৩:৫৮487329
  • The New York Times dropped the freakiest security story since Heartbleed Tuesday, warning people that a “Russian gang has amassed over a billion passwords.” The story provides few details beyond hyperbolic numbers: “ 1.2 billion username and password combinations” and “more than 500 million email addresses” are in the hands of a group of 20-something hackers in Russia, according to the report. No specifics about the state of those passwords: whether they’re in clear-text — the worst case scenario — or in encrypted form. The Internet predictably panicked as the story of yet another massive password breach went viral.

    He said the hackers got the passwords using a botnet and SQL injections — a popular hacking technique — but Holden “would not name the victims, citing nondisclosure agreements and a reluctance to name companies whose sites remained vulnerable,” reported the Times, which asked a third-party security expert to confirm that Hold Security’s database of stolen credentials was “authentic.” Holden wasn’t giving out details but he was willing to pump up the danger of the breach, telling the Times: “Hackers did not just target U.S. companies, they targeted any website they could get, ranging from Fortune 500 companies to very small websites. And most of these sites are still vulnerable.”

    সবচেয়ে ইন্টারেস্টিং হল,

    You can pay “as low as $120″ to Hold Security monthly to find out if your site is affected by the breach. Hold Security put a page up on its site about its new breach notification service around the same time the New York Times story went up.

    (-ঃ
  • দ্রি | 52.104.15.106 | ০৯ আগস্ট ২০১৪ ০০:১০487331
  • MH-17 সংক্রান্ত নিউজ এখন মিডিয়া থেকে তুলে নেওয়া হয়েছে। ঐ ঘটনায় কে রেসপন্সিব্‌ল তাতে আর কেউ ইন্টারেস্টেড নয়। ব্ল্যাক বক্স থেকে কি পাওয়া গেল সেটা কেউ ডিসকাস করছে না। ইউক্রেনের ফ্লাইট কন্ট্রোলের রেকর্ডিং নিয়ে কেউ কথা বলছে না। দ্যাট নিউজ হ্যাজ সার্ভড ইটস পারপাস, অ্যান্ড হ্যাজ রিটায়ার্ড নাও।

    MH-17 এর ক্র্যাশ সাইটের কাছাকাছি সীজফায়ার উঠে গেল। ইউ এন সিকিওরিটি কাউন্সিলে এর এক্সটেন্‌শান ব্লক করে দিল ওয়েস্ট।

    The UN Security Council failed to adopt a resolution on reinstating the ceasefire at the site of the Malaysian Airlines plane crash in eastern Ukraine after Russia’s draft was blocked by Western states.
  • দ্রি | 52.104.15.106 | ০৯ আগস্ট ২০১৪ ০০:১৩487332
  • বোঝা যাচ্ছে, সিরিয়াস ইনভেস্টিগেশানে ওয়েস্ট আগ্রহী নয়।
  • দ্রি | 52.104.15.106 | ০৯ আগস্ট ২০১৪ ০০:২১487333
  • আর আজকের হট নিউজ -- আইসিসে বোম মারবেন ওবামা।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৩৩487335
  • ক্যামন যেন মনে হচ্ছে যে ওটা এয়ার টু এয়ার মিসাইলও হতে পারে। ধ্বংসাবশেষের ছবিতে দেখা যাচ্ছে ডানার কিছুটা অংশ অবিকৃত। মাটি থেকে উঠে আসা মিসাইল হিট করবে প্লেনের ডানা থেকে কিছুটা দূরে। যেহেতু ডানার মধ্যে তেল থাকে, ফলে তৎক্ষণাৎ আগুন ধরে যাবে, এবং ধ্বংসাবশেষের মধ্যে ডানার এতবড় অক্ষত অংশ পাওয়া মুশকিল। এবং বহুক্ষেত্রে প্লেনের ভার্টিকাল টেল বেশ কিছুটা অক্ষতই থেকে যায়।

    এয়ার টু এয়ার মিসাইল ছোঁড়ার সময় অ্যাটাকিং পাইলট এমন একটা পজিশনে নিজের প্লেনকে নিয়ে যাবে যেখান থেকে মিসাইল ছুঁড়লে মিসাইলের রেস্পেক্টে এম এইহ ১৭ র রেট অব চেঞ্জ অব লাইন অফ সাইট খুব কম হয়। এবং সেটা একদম পেছন থেকে। সেক্ষেত্রে মিসাইল ভার্টিকাল টেলের পাঁচ থেকে সাত মিটার দূরে ট্রিগারড হবে। ফলে হরাইজন্টাল স্টেবিলাইজার বা এলিভেটর আর কাজ করবে। প্লেন সোজা নিচের দিকে মুখ করে পড়তে আরম্ভ করবে। হাই জি র জন্য লেজের দিক থেকে দু টুকরো হয়ে যাবে। ডানা দুটো প্রথমেই ভেঙে বেরিয়ে যাবে বা তার বেশ কিছু অংশ অবিকৃত থেকে যাবে। পুড়ে যাবে ভার্টিকাল টেলের কিছু অংশ। ছবিতে দেখুন, ভার্টিকাল টেল বেশ পোড়া এবং হরাইজন্টাল টেল জাস্ট নেই। আমার মনে হয় এটা এয়ার টু এয়ার মিসাইল অ্যাটাক।
  • দ্রি | 52.104.15.106 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৩৩487334
  • আগেকার দিনে অন্য দেশে বোম ফেলতে গেলে প্রথমে কংগ্রেসের থেকে পার্মিশান নিতে হত। ইউ এনের পার্মিশান নিতে হত।

    ইনক্রিজিংলি দেখা যাচ্ছে, ঐসব না করেই প্রেসিডেন্ট ইউনিল্যাটারালি ডিসিশান নিতে শুরু করছেন। ইরাকে ইউ এনের পার্মিশান ছিল না, কিন্তু কংগ্রেসের ছিল। লিবিয়ায় ইউ এনের পার্মিশান নিয়েছিল (মিথ্যে কথা বলে), কিন্তু কংগ্রেসের পার্মিশান নেয় নি। এবার কারো পার্মিশান নেওয়ার দরকার পড়ল না। এই ট্রেন্ডটা খুব ইন্টারেস্টিং। এই ট্রেন্ডটা শুরু করেছিলেন ক্লিন্টন, হঠাৎ আফঘানিস্তানে বোম ফেলে। তারপর ওবামার পাকিস্তানে বোম ফেলা। একটা দেশের সাথে যুদ্ধ না ঘোষনা করে দিনের পর দিন বোম ফেলা যায়, শুধু বিনাশায় চ দুষ্কৃতং, এ চোখে না দেখলে বিশ্বাস করা যায় না।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৪৩487336
  • *ফলে হরাইজন্টাল স্টেবিলাইজার বা এলিভেটর আর কাজ করবে না।
  • dd | 132.171.65.38 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৪৭487338
  • বাপ্পোরে বাপ্পো।

    এঁয়ারা কতো কি সবজেক্টে কতো কি জানেন!

    গায়ে কাঁটা দ্যায় মশাই।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৫৪487340
  • কি মুশকিল, আমার পড়াশুনোর সাবজেক্টের কারণেই তো জানি। তাও প্রায় কিছুই জানি না।
  • দ্রি | 52.104.15.42 | ০৯ আগস্ট ২০১৪ ০০:৫৪487339
  • অনেক অ্যানালিস্টই বলছেন এয়ার-টু-এয়ার মিসাইল অ্যাটাক।

    একজন বলেছেন বুক মিসাইলের ক্যারেকটাইস্টিক্স হল অবজেক্টের ওপরের ওপর থেকে হিট করা। কিন্তু প্লেনে ড্যামেজের চিহ্ন রয়েছে তলায় আর পাশে। ওপর রিলেটিভলি অক্ষত।

    বুক মিসাইলের আঘাতে প্লেন ধ্বংস হলে টুকরো অনেক বেশী হওয়া উচিত ছিল। এত বড় বড় পীস বেরোত না।

    লুফথানসার এক্স-পাইলট তো খুব ডিটেলে হাই রিজলিউশান ছবি দিয়ে আর্গু করেছেন, ককপিটের বাঁদিকে হেভি মেশিনগানের চিহ্ন রয়েছে। কিছু বুলেট এদিক থেকে ঢুকেছে। কিছু ওদিক থেকে।

    ঘটনার একদম শুরুর দিকে OSCE যে অবজার্ভার সাইটে গিয়েছিলেন তার প্রথম রিয়্যাকশানে মেশিনগান হোলের কথা ছিল। তিনি মিসাইলের আঘাতের ব্যাপারে সন্দিহান ছিলেন।

    রাশিয়ান রাডারে ধরা পড়েছিল রাডার থেকে হারিয়ে যাওয়ার ঠিক আগে অন্তত একটা ইউক্রেনিয়ান Su-25 ঐ MH-17 কে ধাওয়া করছিল।

    ঘটনা ঘটার সময়কার প্রত্যক্ষদর্শীর বিবরণেও প্লেন ভেঙ্গে পড়ার সময় একটা ফাইটার প্লেনের আওয়াজের কথা আছে।

    Su-25 এ মেশিন গানের গুলি ৩০মিমি, যা বুলেট হোলের সাইজের সাথে মিলছে।

    বৃটেন ব্ল্যাক বক্স নিয়ে সব চেপে দিল।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:০২487341
  • টিবাবু, ডিডিদার গায়ের কাঁটায় একদম ঘাবড়াবেন না। আপনার যা বলার বলে যান।
  • dd | 132.171.65.38 | ০৯ আগস্ট ২০১৪ ০১:০৪487342
  • আমি পুরো সজারু হয়ে গেছি,
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:০৮487343
  • একজন অ্যানালিস্ট বলেছেন, প্যাসেঞ্জার এয়ারপ্লেন একটা প্রেশারাইজ্‌ড ভিয়েক্‌ল। মেশিনগানের বেশ কিছু ফুটো হলে, খুব হাই রেটে প্রেশান ফল করবে, তার থেকে যে স্ট্রেস জেনারেটেড হবে তাতেই প্লেন ফেটে যেতে পারে।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০১:০৯487344
  • কিন্তু বুক মিসাইল কেন ওপর থেকে হিট করতে যাবে! ইনফ্যাক্ট স্পেসিফিক কিছু ট্যাঙ্ক বিধ্বংসী মিসাইল ছাড়া প্রায় নব্বই ডিগ্রী ইমপ্যাক্ট অ্যাংগেল শুধু শুধু চাপানো মানে একদম মিসাইলের শেষ পর্যায়ে অ্যাকসিলারেশন ডিমান্ড চরমে উঠে যাওয়া। অত উঁচুতে এয়ার ডেনসিটি কম থাকার কারণে মিসাইলের কন্ট্রোল সারফেস গুলোতে চাপ পড়বে মাত্রাধিক রকমের বেশী। এরকম ডিজাইন থাকলে সেটা অস্বাভাবিক। অবশ্যই অন্য কিছুর জন্যও এমন ডিজাইন হয়ে থাকতে পারে।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:১৭487345
  • (সজারুর) কাঁটা হেরি ক্ষান্ত ক্যানো?

    তবে, আমাদের সজারু কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের গুলিগোলায় খুব এক্সপার্ট। তৃতীয় বিশ্বযুদ্ধেরগুলো এখনো ভালো রপ্ত হয়নি।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০১:২১487347
  • হ্যাঁ মেশিনগান দিয়েও এটা হতে পারে। কিন্তু ককপিটে মেশিনগানের গুলির দাগ মানে অ্যাটাকার পাইলট সামনে থেকে অথবা সাইড থেকে মেশিনগান ছুঁড়েছিল। এবার এটা রিস্কি, কারণ অ্যাটাকার এম এইচ সেভেনের খুব কাছে আসবে না, ব্লাস্ট এফেক্টে শার্পনেলের খোঁচায় তার নিজের এয়ারক্রাফট নষ্ট হয়ে যেতে পারে। স্পীড মাথায় রাখুন। সামনাসামনি বা সাইড থেকে টার্গেটে হিট কোনো পাইলট করতে চাইবে না কারণ তাতে মিসফায়ারের সম্ভাবনা বেশী। তাছাড়া কয়েকটা বুলেট হোল থেকে ডিপ্রেশারাইজেশন ঘটলে সেটা যদি অস্বাভাবিক কিছু থেকে হয় তাহলে সেটা পাইলট এসও এস করে জানিয়ে দেবেই। মৃত্যু অত ইন্সট্যান্টলি হবে না। অ্যাটাকার পাইলটের কাছে সেটা কাম্য নয়। সে বরং প্রেফার করবে প্লেনের লেজের দিকটা একচান্সে উড়িয়ে দেওয়ার যাতে কোনো কিছু বোঝার আগেই প্লেন ডিসইন্টিগ্রেট হয়ে যায়।

    কি জানি।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:২১487346
  • কেন সেটা জানি না। একজন রাশিয়ান মিসাইল এক্সপার্ট এই কথা বলেছিলেন। ডিজাইন কনসিডারেশানটা ডিসকাস করেন নি। বুক মিসাইল রাশিয়ানদের বানানো। সুতরাং ওরা জানবে। যদি না ঢপ মারে।

    তবে ব্যাপারটা ভেরিফাই করার দরকার আছে।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০১:২৭487350
  • অবশ্য রাশিয়ান মিসাইল ডিজাইন একটু অন্যরকম হয়। ওরা প্লেন বা মিসাইল বানাবার সময় সেটাকে এরোডায়নামিক্যালি অপটিমাল বানায় না। যেটা আমেরিকানরা করে। রাশিয়ান প্লেন বা মিসাইল মানেই ভীষণ মাত্রায় থ্রাস্ট ভেক্টরিং কন্ট্রোল থাকবে। একদম র ফোর্স। সেক্ষেত্রে বুক মিসাইলের অমন ডিজাইন হতেই পারে।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:২৯487351
  • এইযে।

    Chief of the Russian Land Forces' tactical air defense troops Maj. Gen. Mikhail Krush said he doubts that the Malaysian passenger liner was brought down by a Buk surface-to-air missile system.
    ...
    The holes left by the strike elements on the Boeing's outer skin indicate that the warhead blew up from below and sideways. A Buk missile strikes the target from above," he said.

    http://rbth.com/news/2014/07/29/boeings_downing_by_buk_missile_system_unlikely_-_military_expert_38607.html

    এইবার মিখাইল ক্রুশ যদি ঢপ মারেন, তাহলে আলাদা কথা।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০১:৪২487352


  • এই ছবিটা দেখুন। এটা ককপিটের পাশের প্যানেলটা। এই ফুটোঅগুলো কিন্তু ভীষণভাবে একটা মেশিনগানের মত প্রিসিশান ইকুইপমেন্টের। এই ধরনের ফুটো কিন্তু ডানায় নেই। বুক মিসাইলের কারণে হলে ফুটোঅগুলো অনেক র‌্যান্ডমলি ডিস্ট্রিবিউটেড হত হয়ত।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০২:১০487353
  • "তাছাড়া কয়েকটা বুলেট হোল থেকে ডিপ্রেশারাইজেশন ঘটলে সেটা যদি অস্বাভাবিক কিছু থেকে হয় তাহলে সেটা পাইলট এসও এস করে জানিয়ে দেবেই।"

    ইউক্রেন এয়ার ট্রাফিক কন্ট্রোলার ডেটা আজও পাবলিক করেনি। একজন এয়ার ট্রাফিক কন্ট্রোলার ঘটনার সাথে সাথে টুইট করেছিল ঐ ডেটা ইউক্রেনের পুলিশ সঙ্গে সঙ্গে এসে বাজেয়াপ্ত করে নিয়েছে। (টুইটারের কেসটা একটু নুন দিয়ে খাওয়া উচিত, কিন্তু পাবলিক করেনি এটা ফ্যাক্ট)।
  • দ্রি | 52.104.12.3 | ০৯ আগস্ট ২০১৪ ০২:৩০487354
  • MH-370 র অন্তর্ধান সম্বন্ধে মালয়েশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মাহাতির মহম্মদের বক্তব্যঃ

    An influential figure in Malaysia's ruling party has claimed crucial information about missing Malaysia Airlines Flight MH370 is being concealed by the United States' Central Intelligence Agency.

    Dr Mahathir Mohamad, the former Malaysian prime minister, said the current search off the coast of western Australia is a waste of time and money.

    "The plane is somewhere, maybe without MAS [Malaysia Airlines] markings," he said. "It is a waste of time and money to look for debris or oil slick or to listen for pings from the black box."

    Dr Mahathir added that the plane's disappearance on 8 March was "most likely not an ordinary crash after fuel was exhausted".

    Dr Mahathir, now aged 88, was prime minister for 22 years from 1981.

    As reported by the Sydney Morning Herald, he wrote in his personal blog that it was unlikely that the "pilots made a soft landing in rough seas and then quietly went down with the aircraft."

    "Someone is hiding something. It is not fair that MAS and Malaysia should take the blame," he added.

    Dr Mahathir suggested the CIA had knowledge of the Boeing 777's disappearance but was not sharing it with Malaysia. He claimed that government agencies, along with Boeing, had the ability to remotely take control of commercial airliners.

    "For some reason, the media will not print anything that involves Boeing or the CIA," he said.

    Dr Mahathir wrote that planes "don't disappear" with the "powerful communications systems, radio and satellite tracking and filmless cameras which operate almost indefinitely, and possess huge storage capacities".

    "Can it not be that the pilots of MH370 lost control of their aircraft after someone directly or remotely activated the equipment for seizure of control of the aircraft?"

    In a blog post last month, Dr Mahathir blamed Boeing for the crash, questioning whether the plane had ended its flight in the southern Indian Ocean.

    http://www.ibtimes.co.uk/missing-mh370-cia-withholding-information-about-flight-disappearance-says-ex-malysia-pm-1449073

    এই ধরনের কথা কনস্পিরেসি থিওরিস্টরা বলে। কিন্তু একটা দেশের প্রাক্তন প্রেসিডেন্ট বলছেন এ কথা। যেমন হুগো শাভেজ বলেছিলেন, হাইতির ভূমিকম্প ইঞ্জিনিয়ার্ড।

    সবচেয়ে ক্রুশিয়াল কথা যেটা মাহাতির পয়েন্ট আউট করেছেন, বোয়িং ৭৭৭ পুরোপুরি রিমোটলি কন্ট্রোল করা যায়। (ড্রোনের মত)। আর এতবড় একটা প্লেন জাস্ট ভ্যানিশ করে গেল, আর কেউ কিছু টের পেল না, কারো রাডারে সেটা ধরা পড়ল না, এটা হয় না।
  • lcm | 138.32.84.27 | ০৯ আগস্ট ২০১৪ ০৩:১৫487356
  • মালয়েশিয়ান গর্মেন্ট - চায়না ওদের ওপর সাংঘাতিক খেপে আছে। ভুলভাল তথ্য দিয়ে চায়নার কয়েক মিলিয়ন ডলার ফালতু খরচ করিয়েছে সার্চ করাতে গিয়ে।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০৩:১৫487355
  • এই মেশিনগান থিয়োরী ঠিকই ছিল, বিশেষতঃ যেখানে বুলেট হোলের মতো দাগ আছে। কিন্তু একটা ব্যাপার দেখতে হবে। SU 25 এর সার্ভিস সিলিং ৭০০০ মিটার। কিন্তু প্লেনটা প্রায় দশহাজার মিটার উঁচু দিয়ে উড়ছিল না? SU 25 এর ক্যাননের ম্যাক্স এফেক্টিভ রেঞ্জ ১ কিলোমিটারের বেশী হতেই পারে না। যদি ধরেও নিই যে ক্যাননের সে ক্ষমতা ছিল, তাহলেও শ্যুট করার জন্য SU 25 নিজের পিচ রাখতে হবে ষাট সত্তরের আশেপাশে। SU 25 এর মতো এয়ারক্রাফট এর পক্ষে এই পিচ জাস্ট সম্ভব নয়। প্লেন স্টল করে যাবে। কোনো ফাইটার পাইলট এই রকম ঝুঁকি নেবে না। বরঞ্চ অনেক সহজ তাক করে মিসাইল ছুঁড়ে দেওয়া।

    কিন্তু তাহলেও হোল গুলো খুব রহস্যজনক। মিসাইল পেছন থেকে ধেয়ে এলে ককপিটে কেন শার্পনেলের দাগ থাকবে। পাইলট সামনে থেকে ছুঁড়েছিল? কিন্তু তাই বা সে করতে যাব কেন? বিশেষত এনিমি জোনের উপর দিয়ে অ্যাটাক করা যথেষ্ট চাপের।
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:২৭487357
  • হ্যাঁ Su-25 এর সার্ভিস সিলিং ২৫০০০ ফিট মতো, যদি পাইলটের অক্সিজেন মাস্ক না থাকে। অক্সিজেন মাস্ক থাকলে ৩৩০০০ ফিটে উঠতে পারে।

    MH-17 এর অরিজিনাল ফ্লাইট প্ল্যান ছিল ৩৫০০০ ফিট, এবং ৩০০ মাইল দক্ষিণে আজভ সাগরের ওপর দিয়ে। কোন এক আশ্চর্য্য কারণে ইউক্রেনের এয়ার ট্রাফিক কন্ট্রোলার প্লেনটাকে দোনেৎস্কের ওপর দিয়ে নিয়ে যায় এবং ৩৩০০০ ফিটে নেমে আসতে বলে।

    MH-17 এর লাস্ট কয়েকদিনের ফ্লাইট পাথ ছেপেছিল একটা আর্টিকলে। বেশ অনেকটা সাউথ দিয়ে।
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৩০487358
  • চায়না কয়েক মিলিয়ান খরচ করে মুষড়ে পড়েছে। কিন্তু অস্ট্রেলিয়া আর ইউ এস তো মনের আনন্দে খুঁজে যাচ্ছে। নিউজে আসে না, কিন্তু এখনও যাচ্ছে। কোন দুঃখ নেই।

    এরও একটা কনস্পিরেসি থিওরী আছে।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৩৮487359
  • ঐ সপ্তাহে দোনেস্ত এলাকা দিয়ে ঐ উচ্চতায় নাকি ৩০০টা প্লেন গেছিল। অর্থাৎ, ওখান প্লেন যাতায়াত করত।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৪২487361
  • দ্রি এইটা দেখেছে হয়ত।

    Photographs Expose Russian-Trained Killers in Kiev
    ...
    The slaughter of 53 protesters in the Maidan on February 20 changed history. Now, exclusive photographs show what really happened.
    ...
    The unique photographs and 90 gigabytes of video material shared with The Daily Beast provide strong evidence that the massacre in the Maidan was in fact a vicious and clinical assault ordered by the pro-Russian Yanukovych regime and executed by its arch loyalists. But that has not prevented the Kremlin from attempting to orchestrate its own narrative of events.
    ...

    http://www.thedailybeast.com/articles/2014/03/30/exclusive-photographs-expose-russian-trained-killers-in-kiev.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন