এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৯৬৬২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৪৭487362
  • এমনও হতে পারে প্রথমে এয়ার-টু-এয়ার মিসাইল চালিয়েছিল। কিন্তু তাতে প্লেন পুরো ধ্বংশ হয় নি। পরে মেশিনগান চালিয়েছে। রাশিয়ান রাডারে দেখা গেছে রাডার থেকে অদৃশ্য হওয়ার ঠিক আগে প্লেনটা বাঁদিকে একটা পুরো ইউ টার্ন নেয়, অনেকটা স্পীড এবং অল্টিটিউড লুজ করে। তার খানিক পর রাডার থেকে মিলিয়ে যায়।
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৫৮487363
  • ধ্যাৎ, এটা তো ৩০শে মার্চের স্টোরি। ঐসময় সব ওয়েস্টার্ন মিডিয়াই এই কথা বলছিল। এই ছবিটা থেকে কী প্রমাণ হয়? কারো একটা কাছে স্নাইপার রাইফেল ছিল। সে সেটা চালিয়েছিল,সেটা প্রমাণ হয় না।

    সেদিন ইউক্রেনিয়ান স্পেশাল পুলিশের কাছে স্নাইপার রাইফেল ছিল তো। কিন্তু তাতে গুলির যে টাইপ ছিল সেটা সাইটে পাওয়া গুলির টাইপের সাথে ম্যাচ করেনি। পরে ইনভেস্টিগেশান হয়েছিল তো। সেই ইনভেস্টিগেশান টীমকে ইউক্রেন গভর্মেন্টই অ্যালাও করেছিল। তারাই বলেছে এ কথা। এটা বেরকুতের কাজ নয়।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৭:৫৯487364
  • ইনভেস্টিগেশনের রিপোর্ট আসে নি এখনও কেননা এখনও চলছে । কখনও আসবে কি না সেটাঅ অন্য কথা।
    কিন্তু এটা কনক্লুডেড নয়।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:০৩487366
  • * স্নাইপার কারা ছিল
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:০৩487365
  • স্নাইপার কারা মেরেছিল প্রমাণ হয় নি।
    MH-17 কারা শট ডাউন করেছে প্রমাণ হয় নি।

    অত সহজে এসবের কনক্লুশন হবেও না।
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:১৯487367
  • There is no forensic evidence linking the victims of mass killings in Kiev on February 20 with officers from the Berkut police unit, the head of the parliamentary commission investigating the murders told journalists.

    এটা ইউক্রেনের পার্লামেন্টারী কমিশানের কথা। যিনি বলছেন তিনি টোমোশেঙ্কোর পার্টির একজন এম পি। নো ফ্যান অফ ইয়ানুসেভিচ।

    He said the bullets that killed people in Kiev on the bloodies day of confrontation between protesters seeking to oust President Viktor Yanukovich and riot police didn’t match any of the firearms issued to Berkut’s special unit, which, unlike the majority of riot police, was allowed to carry lethal weapons.

    http://rt.com/news/158864-kiev-snipers-not-berkut/

    এটা হল ফরেনসিক এভিডেন্স। ডেইলিবিস্টের রিপোর্টের মত একটা টাকমাথা লোকের হাতে একটা স্নাইপার বন্দুক, এরকম না। সে লোকটা যে ইয়ানুসেভিচের লোক, না প্রোটেস্টার তা বোঝার কোন উপায় নেই। সে লোকটা আদৌ গুলি চালিয়েছিল কিনা বোঝার উপায় নেই। কিন্তু আমি হেডিং এ লিখে দিলাম, রাশিয়ান টেইন্ড কিলার গুলি চালিয়েছে। লোকটি যে রাশিয়ান কিকরে বোঝা গেল? টাকমাথা বলে?

    এগুলো সেই ইউক্রেনের দেওয়া বুক মিসাইলের এভিডেন্সের মত। এই একটা ইউটিউব ভিডিওয় দেখা গেছে রেবেলরা বুক মিসাইল নিয়ে যাচ্ছে। কিন্তু ভিডিও দেখে বোঝার উপায় নেই কে একজ্যাক্টলি নিয়ে যাচ্ছে। ওটা ওদের নিজেদের মিসাইলও হতে পারে।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:২৩487368
  • ইউক্রেন অপারেটর ইচ্ছে করে MH-17 কে ভুল পথে ঠেলে দিয়েছে সেই থিওরিও ঠিক জমছে না।

    Taking a detour to avoid an area of conflict means spending more time in the air, burning more fuel. So airlines go direct if they consider it safe. Malaysia Airlines was not the only operator crossing eastern Ukraine at the time of the tragedy. L980, the route in question, was the flight path chosen by many passenger jets travelling between the big cities of Europe and South Asia. In fact, wars usually have little impact on commercial flights. As fighting raged in Afghanistan, for instance, in the skies above it was mostly business as usual for the world’s airlines.

    http://www.economist.com/blogs/economist-explains/2014/07/economist-explains-14#sthash.gxz393x8.dpuf
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:২৪487369
  • দ্রি,
    আমি তো রাশিয়া টুডে এবং বিস্ট - পূর্ব/পশ্চিম দুই দিকের মিডিয়ার কথাই শুনছি, কিন্তু কোনোটাতে অত সহজে সাবস্ক্রাইব করছি না।
  • দ্রি | 52.104.12.49 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:৩৩487370
  • "স্নাইপার কারা মেরেছিল প্রমাণ হয় নি।
    MH-17 কারা শট ডাউন করেছে প্রমাণ হয় নি।"

    কিন্তু এই দুটো ঘটনার সঙ্গে সঙ্গে তো ওয়েস্টার্ন মিডিয়া নিদান দিয়ে দিয়েছিল কে করেছে। কয়েক ঘন্টা কাটতে না কাটতেই।

    এবং সেটা অনেকে সাবস্ক্রাইবও করেছিল।
  • T | 90.13.113.185 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:৫৩487372
  • বাঁদিকে টার্ণ এবং সেই সাথে অল্টিচ্যুড লস একটা ইন্টারেস্টিং ব্যাপার। শুধুমাত্র এইলরন ইউজ করে কোনদিকে একটা টার্ণ নিলে অল্টিচ্যুড ড্রপ হতেই হবে। ল্যাটেরাল অ্যাকসিলারেশন মিনিমাইজ করার জন্য প্যাসেঞ্জার এয়ারক্রাফটের পাইলটরা সেজন্য এলিভেটর রাডার আর এইলরনের একটা কমপ্লেক্স ম্যানুভার করেন। টার্নের সময় যাতে অল্টিচ্যুড লস না হয় (হলে বিপজ্জনক)। এইবার পেছন থেকে উঠে আসা মিসাইলের জন্য যদি রাডার এলিভেটর ইত্যাদি কন্ট্রোল সারফেস কাজ না করে, তাহলে অল্টিচ্যুড লস হবেই। পেছনের কন্ট্রোল সারফেস কাজ না করলে প্লেন স্পাইরাল মোডে চলে যাবে, সেক্ষেত্রে যেকোনো ট্র্যাকিং সিস্টেমে প্লেনের গ্রাউন্ড স্পীড কম দেখাবে। এক্ষেত্রেও কি তাইই হয়েছে? কে জানে।

    কিন্তু ৮০০০ মিটারেরও বেশী উঁচুতে উঠে সুখৈ মেশিনগান চালাবে না বলেই মনে হয়। অনেক ইজি অপশন নীচ থেকে মিসাইল ফায়ার করা। ইঞ্জিন ড্যামেজ হলেও চাপ নেই, কন্ট্রোল সারফেসের ড্যামেজই যথেষ্ট প্লেনকে মাটিতে নামানোর জন্য।
  • দ্রি | 52.104.13.165 | ০৯ আগস্ট ২০১৪ ০৮:৫৬487373
  • ইকনমিস্টের এই ইকনমিক ভাটটা ঠিক হজম হল না।

    একটা প্লেন ওড়ার আগে তার একটা ফ্লাইট প্ল্যান তৈরী হয়। সেটা বিভিন্ন এভিয়েশান অথরিটি অনুমোদন করে। ইকনমি একটা কনসিডারেশান। যুদ্ধ আরেকটা কনসিডারেশান। যেমন কিছু এরোপ্লেন এখন ইরাকের ওপর দিয়ে ফ্লাই করছে না।

    অনুমোদিত ফ্লাইট পাথ থেকে MH-17 সরে গিয়েছিল সেটা মিডিয়ায় ওয়াইডলি রিপোর্টেড হয়েছিল। আগের দিন MH-17, ১৬ই জুলাই প্লেনটা অনেকটা সাউথ দিয়ে গিয়েছিল।

    The crashed MH17 flight took a route 300 miles to the north of its usual path, an aviation expert has said.
    ...
    "I went into the FlightAware system, which we all use these days to see where airplanes started and where they tracked, and I looked back at the last two weeks' worth of MH17 flights, which was this one.

    "And the flight today tracked very, very much further north into the Ukraine than the other previous flights did ... there were MH17 versions that were 300 miles south of where this one was."

    http://www.telegraph.co.uk/news/worldnews/europe/ukraine/10975524/Crashed-MH17-flight-was-300-miles-off-typical-course.html

    এটা টেলিগ্রাফের রিপোর্ট। নট ইভেন রাশিয়া টুডে।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:২১487374
  • প্রমাণ সহ নিদান কেউ হাঁকায় নি, এরা সব রাশিয়ার দিকে আঙুল দেখিয়েছে প্রমাণ ছাড়াই, কস্কোর বলে দিয়েছে সিআইএ বিমান উড়িয়ে দিয়েছে।

    আমার ইকনমিস্ট, রাশিয়া টুডে, মস্কো, ওয়াশিংটন - সব হজম হচ্ছে।

    আর এই যে দেখো, বলছে

    Singapore Airlines SQ351 (B777) and Air India AI113 (B787) were about 25 km from #MH17 when it disappeared.

    আর দেখো একটা ছবিও দিয়েছে,

    দেখা যাচ্ছে থাই, কেএলএম, লুফথানসা - এরা ঐ এলাকা দিয়ে ঐ দিন গেছে।

    Flight MH17 Was Not Alone In Choosing to Fly Over Ukraine

    http://www.thewire.com/global/2014/07/the-mh17-flight-path/374684/
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:২৪487375
  • টি-এর টেকনিক্যাল অ্যানালিসিস টা বেশ হচ্ছে। লেখো।
  • দ্রি | 52.104.15.219 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:৪৩487376
  • সিঙ্গাপুর এয়ারলাইন্সের কথা আলাদা। MH-17 লাস্ট দশ দিনে যে পথ দিয়ে যেত, তার থেকে ৩০০ মাইল নর্থ দিয়ে ডাইভার্ট করা হয়েছে।

    সিঙ্গাপুর এয়ারলাইন্স প্রতিদিন যে পথে যায় যদি সে পথেই গিয়ে ভেঙ্গে পড়ত তাহলে এই প্রশ্ন উঠত না।

    (মে বি যারা প্লেনটা ফেলেছে তারা বৃটিশ এয়ারওয়েজ, বা কে এল এম বা সিঙ্গাপুর এয়ারলাইন্স ফেলতে চায় নি, মালয়েশিয়ান এয়ারলাইন্সই ফেলতে চেয়েছে)।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:৪৬487377
  • ছবিতে কিন্তু মালয়েশিয়ান এয়ারলাইন্স-এর রুট রয়েছে, প্রথম ছবি। তেমন ডাইভার্শন নাই।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:৪৮487378
  • কেএলএম তো গেছে, থাই-ও গেছে।

    কোথায় যেন পড়লাম তখন যে ঐদিন ইউক্রেন-রাশিয়া বর্ডারের ওপর ৩০০০০+ ফুট উচ্চতা দিয়ে ২০০-র বেশী প্লেন গেছে।
  • lcm | 118.91.116.131 | ০৯ আগস্ট ২০১৪ ০৯:৫০487379
  • তার মানে এই নয় যে প্রমাণ হয়ে গেল ইউক্রেন প্লেন নামায় নি। কিন্তু অত সহজে সিদ্ধান্তে আসা যায় না।
  • lcm | 118.91.116.131 | ১২ আগস্ট ২০১৪ ১০:৪০487381
  • বোঝো! এখন পুতিন আবার ইউক্রেনে সাহায্য পাঠাবেই পাঠাবে। এক্কেবারে নিজেদের রাজ্যর মতনও ট্রিট করছে। অবশ্য ইউক্রেনকে কোনোদিনই স্বীকৃতি দেয় নি।
    http://news.yahoo.com/eu-warns-putin-against-action-ukraine-including-humanitarian-155237484.html
  • MR | 82.64.95.125 | ১২ আগস্ট ২০১৪ ২১:৪০487383
  • ওবামা অ্যান্ড কোং এক্কেবারে ইরাক্কে ঘেঁটে রেখে দিয়েচে। একবার টাটাবাইবাই বলচে, তার্পর আবার যেন দেখাপাই বলে, আইসিস জুজু তেইরী করে হামলে পড়ছে!
  • দ্রি | 52.104.14.42 | ১২ আগস্ট ২০১৪ ২২:৪৫487384
  • সত্যি, ইরাককে একেবারে শেষ করে দিল। আইসিস এদেরই তৈরী। সৌদি, কাতার, কুয়েতের টাকা। জর্ডন, টার্কিতে ট্রেনিং। সি আই এ, মোসাদ ট্রেনার। এখন এমন একটা ইমেজ তৈরী করার চেষ্টা করছে যেন আইসিস এদের শত্রু, ইন্টেলিজেন্স ফেলিওরের জন্য এদের উত্থান। আইসিসকে বোম মারা একটা আইওয়াশ। একটা পাবলিসিটি স্টান্ট। এবং নট সারপ্রাইজিংলি, এতে আইসিস মরবে না। মোসুলের দখল তো মনে হচ্ছে ইঞ্জিনিয়ার্ড। আর একটা খুব ইম্পর্ট্যান্ট ড্যাম ওরা দখন করে নিয়েছে। ওদের সত্যিকারের হঠাতে চাইলে ওখান থেকে ওদের সরাতে হবে। কিন্তু সেসব আম্রিকা করবে না। দু একটা টোকেন বোম মারবে। কুর্দকে একটু অস্ত্র দেবে, ইরাককেও একটু দেবে। এরা মনে হয়না কারো ক্লিয়ার ভিকট্রি চাইছে। চাইছে ইরাকের ফ্র্যাগমেন্টেশান। একটা শিয়া মেজর এলাকা, এক্জটা সুন্নি মেজর এলাকা, আর একটা কুর্দ মেজর এলাকা। কিন্তু এইসবের মধ্যে দিয়ে সৌদি, কাতার আর কুয়েত চাইছে টার্কি পর্জঅন্ত একটা ফ্রেন্ডলি (সুন্নি মেজর?) স্ট্রেচ যার মধ্যে দিয়ে গ্যাস পাইপলাইনগুলো টানা যাবে, ইওরোপে সাপ্লাইয়ের জন্য।

    ইরাকের প্রাইম মিনিস্টার বদলে দেওয়ার চেষ্টা করছে। মনে হয় সফলও হবে। মালিকির সাথে ইউএসের ভালো টার্মস ছিল না।
  • lcm | 60.242.74.27 | ১৪ আগস্ট ২০১৪ ২০:৪১487385
  • বলছে - "The future of humanity is increasingly African."

    ইউনিসেফের রিপোর্ট বলছে, ২১০০ সালে আফ্রিকার পপুলেশন হবে ৪ বিলিয়ন, পৃথিবীর মানুষের ৪০% হবে আফ্রিকান। নাইজিরিয়ার জনসংখ্যা হবে প্রায় ১ বিলিয়ন।

    UNICEF Report: Africa's Population Could Hit 4 Billion By 2100

    http://www.npr.org/blogs/goatsandsoda/2014/08/13/340091377/unicef-report-africas-population-could-hit-4-billion-by-2100
  • ভোলা | 146.152.7.81 | ১৫ আগস্ট ২০১৪ ০৬:২৪487386
  • ইরাকিরা আফ্রিকান হয়ে গেলে খুবই সমস্যা হবে। চিন্তার বিষয়।
  • byaang | 132.166.175.120 | ১৫ আগস্ট ২০১৪ ১১:৩৮487387
  • নাইজেরিয়ায় এখন বাড়ি কিনে রাখা যায়? মানে, ওখানে বাড়ি, জমি কেনার নিয়ম কী?
  • lcm | 118.91.116.131 | ১৫ আগস্ট ২০১৪ ১১:৫৮487388
  • এই যে নাইজেরিয়ায় ৩ বেডরুম, ৩ বাথরুমের ফ্ল্যাট - ভারতীয় টাকায় আজকের রেটে প্রায় ১ কোটি ৯০ লাখ টাকা।
  • দ্রি | 52.104.15.215 | ১৫ আগস্ট ২০১৪ ২৩:১৫487390
  • হ্যা, আফ্রিকার ম্যাক্সিমাম দেশেই তো গ্রোথ রেট এখনও ৩ এর কাছাকাছি। যেখানে ভারতের এখন ১.৫ এর কম। তো এই রেট ধরে ২১০০ পর্য্যন্ত হিসেব করলে তো ঐরকম ফিগার আসবেই। কিন্তু অতদিন ধরে এত হাই ফার্টিলিটি রেট হয়ত থাকবে না। তাছাড়া ইবোলা ভাইরাস আছে। যুদ্ধ আছে। মহামারী আছে।
  • দ্রি | 52.104.15.215 | ১৫ আগস্ট ২০১৪ ২৩:২৪487391
  • অবশেষে ইউক্রেন গ্যাস পাইপলাইনগুলো ইইউ এবং আমেরিকান কোম্পানীর জন্য খুলে দিল।

    ইউক্রেনের এমপি রুডকভস্কি দেশবাসীদের কাঠ এবং কয়লা কেনার পরামর্শ দিলেন।

    Nikolay Rudkovsky, an independent MP in Ukraine’s Verkhovna Rada, believes the law allowing 49 percent of Ukraine’s national gas transportation system (GTS) to be managed by foreign companies is a big mistake.

    “People, my advice to you is: buy firewood and coal! After the Law on reforming the management system of the united gas transportation system of Ukraine (#4116) was passed today, our country has been left with almost no chances of staying with gas,” Rudkovsky said on Facebook, following the Rada session.

    http://rt.com/news/180512-ukrainian-mp-firewood-coal/
  • দ্রি | 52.104.15.215 | ১৬ আগস্ট ২০১৪ ০২:৫৯487392
  • মিসৌরির ফার্গুসন এখন উত্তাল। একজন নিরস্ত্র ১৭ বছরের ছেলেকে পুলিস মেরে ফেলেছে। সেই নিয়ে চার পাঁচদিন পার্সিস্টেন্ট প্রোটেস্টের পর, পুলিস নাম বলল সেই খুনি অফিসারের। ছেলেটি নাকি সিগার চুরি করেছিল।
  • দ্রি | 52.104.15.215 | ১৬ আগস্ট ২০১৪ ০৩:৩৩487394
  • এই নিউজটা ওয়েস্টার্ন মিডিয়া একদম কাভার করে নি।

    মুবারক গভর্মেন্টের ইন্টিরিয়ার মিনিস্টার, যার এখন বিচার চলছে, কোর্টে দাঁড়িয়ে বললেন, ২০১১ র আরব স্প্রিং এর পেছনে ইউ এসের হাত ছিল।

    Habib El-Adly, interior minister under Hosni Mubarak, said on Saturday that the United States was behind the 2011 revolution against Mubarak as part of its “new Middle East plan.”
    ...
    El-Adly, during a speech to a Cairo criminal court where he is being retried, said the US had two parts to its plan. The first part was to approach leaders of the Middle East with a democratic model and financial incentives to adopt that model. If the leaders of those countries refused, according to El-Adly, the US would accuse them of being dictators.

    The second part of the US approach was mobilising youth in those countries and teaching them how to demand their rights, demand democracy and how to revolt against existing regimes, El-Adly added.

    He added that the US trained youths in Egyptian opposition groups Kefaya and the 6 April Youth Movement, and Muslim Brotherhood youth in Qatar and other Arab countries, to “learn democracy.”
    ...
    He added that in Suez, protesters turned the place into “hell”, torching police stations to let “foreign elements” into the country on 27 January. The “foreign elements” reached Cairo, according to El-Adly, on 28 January.

    El-Adly also said that the interior ministry had tapped phone conversations within Egypt, adding that all Egyptian security intelligence institutions did the same.

    However, he added that tapping was only aimed at terrorists, spies, drug dealers and “those who wanted Egypt’s destruction.”

    In addition, El-Adly claimed that Egyptian police had given some of their weapons to Palestinian police, who had then used these weapons to kill Egyptian protesters and frame the Egyptian police.

    http://english.ahram.org.eg/NewsContent/1/64/108082/Egypt/Politics-/Mubarak%E2%80%99s-interior-minister-says-US-orchestrated--.aspx
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন