এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৬২৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 104.242.246.24 | ২৯ মার্চ ২০১৫ ২২:৩১487467
  • পটকেবাবু যে ডেটা চেয়েছিলেন, সেই ডেটা খুঁজতে গিয়ে যা পেলাম, সেটা আদৌ উনি যা চেয়েছিলেন তার কাছাকাছি পৌঁছয় নি। ডেটার কোয়ালিটিও বিশেষ ভালো নয়। মিডিয়া মেডিক্যাল ডেটার খুব রিলায়েব্‌ল সোর্স নয়। ডোজের ডিটেল একটা কেসেও পাই নি আপাতত। তবে কিছু ক্ষেত্রে ড্রাগের নাম পেয়েছি। যেটুকু পেয়েছি এখানে লিখে রাখলাম। মোট ১৬ টা কেস। আরো খুঁজব। এই কেসগুলোয় যদি কিছু অক্সিলারি তথ্য পাওয়া যায় সেগুলোও অ্যাড করব।

    একটা কোয়ালিফিকেশান। বলেছিলাম মাস মার্ডারের সাথে সাইকিয়্যাট্রিক ড্রাগের কোরিলেশান আছে কিনা। আমি মাস মার্ডারার বলতে হিটলার স্টালিনদের মীন করিনি। যাদের মাস মার্ডার একটা প্ল্যান্‌ড অ্যাজেন্ডা ছিল। আমি সেই কেসগুলো মীন করেছি যেগুলো অ্যাপারেন্টলি অর্ডিনারি মানুষের সাডেন ভায়োলেন্স, ইন ফ্যাক্ট সবসময় হয়ত মাস মার্ডার নয়, একজনই ভিক্টিম, বা ইভেন খুব আনেক্সপেক্টেড ভায়োলেন্স, এমন একজনের কাছ থেকে যার ঐ ধরনের কোন হিস্ট্রি নেই।

    যাই হোক, থাক। ধীরে ধীরে আরো চর্চা হবে।

    এখানেই লিখলাম, ভাটে হারিয়ে যায়।

    Brandon M. DanielShot Austin police officer Jamie Padronanti-anxiety drug Xanax, along with tequilla
    JetBlue Pilot, Clayton OsbonThreatened to take down the plane and screamed about Al QaedaProzac, Zoloft, Celexa, LexaproData not certain
    American Airlines Flight Attendant (name not published)Ranted about possible crash and 9/11 attackstopped taking medication for bipolar disorder
    Peggy Albedhady-Sanchez (50 years old grandmother)Spat, punched and kicked flight crew membersanti-depressant (name not mentioned)history: panic attacks since brain surgery to remove aneurism
    James HolmesBatman Shooter in Aurora Massacre - 12 killed, 70 injuredSertraline, Zoloft, ClonazepamMedicines found in house search
    Adam LanzaSandy Hook massacreNature of medication not disclosedMedicines found in search, but not disclosed those records “can cause a lot of people to stop taking their medications.” Lanza has Asperger Syndrome, which is commonly treated by SSRIs and psychotropic drugs
    Aaron AlexisKilled 13 people in Washinton's Navy YardTrazodoneSold under various brand names
    Scott Evan Dekraai8 killed, 1 wounded in a beauty parlour in Seal Beach, CADesyrel (commercial variation of Trazodone)
    Perley Goodrich Jr.shot his father and beat his motherTrazodonedrug injected in the hospital
    Steven FosterShot a gas station attendant twiceTrazodonebottles of pills found in his room
    Marine Lance Cpl. Delano HolmesFatally stabbed an Iraqi soldier to deathTrazodone
    Indiana soldier Pfc. David LawrenceKilled a Taliban commander in prison cellTrazodone with ZoloftFDA: These drugs taken in conjunction can cause "altered consciousness, confusion, hallucination and coma"
    Ivan LopezFord Hood gunman killed 3, and injured 16AmbienSleeping pill associated with accidents and aggressive outburts
    Staff Sgt. Robert Balesmassacred 16 Afghan civiliansantidepressant (un-named)Wife mentioned in blog
    Sarah Gonzales McLinnbrutally slayed Harold Hal Saskoswitched from Zoloft and PristiqThe switch happened a few days before the event, antidepressant intensified her violent thoughts
  • দ্রি | 104.242.246.24 | ২৯ মার্চ ২০১৫ ২২:৩৫487468
  • রিদ্ধিবাবু একটা পয়েন্ট তুলেছিলেন। কোরিলেশানটা মেডিকেশানের সাথে নাকি পেশন্টের সাইকোলজিকাল কন্ডিশানের সাথে সেটা বোঝা মুস্কিল।

    ভ্যালিড পয়েন্ট।

    আমি শুধু একটা জিনিষ পয়েন্ট আউট করব। যদি কোরিলেশানটা সাইকোলজিকাল কন্ডিশানের সাথে হত, তাহলে এরকমও কিছু কেস পাওয়া যেত যেখানে একজন মেডিকেশানে নেই, কিন্তু সাইকোলজিকাল কন্ডিশান আছে এরকম কিছু লোকও এই লেভেলের ভায়োলেন্ট ক্রাইম করল।

    সেরকম উদাহরণ খুঁজব। আপনাদের জানা থাকলে লিখুন।
  • potke | 190.215.37.30 | ৩১ মার্চ ২০১৫ ১৭:৪৫487469
  • http://www.rawa.org/index.php

    দ্রি, এদের কথা জানতেন?
  • pi | 24.139.221.129 | ৩১ মার্চ ২০১৫ ১৮:০৫487470
  • ঋদ্ধির ঐ পয়েন্টটা নিয়ে ভাটে লিখেছিলাম।
    এটা একভাবে দেখা যেতে পারে বোধহয়। যারা অসুস্থ বলে আইডেন্টিফায়েড , কিন্তু কোন চিকিৎসা করছে না বা কোন কারণে অনেকদিন আগে ড্রাগ ছেড়ে দিয়েছে, তাদের ইন্কুড করে।
  • দ্রি | 186.126.252.12 | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৩৬487474
  • রাওয়া? না, জানতাম না। একটু ব্রাউজ করলাম।

    এদের সম্বন্ধে আপনার কী মতামত?
  • দ্রি | 62.0.4.72 | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৩৬487473
  • রাওয়া? না, জানতাম না। একটু ব্রাউজ করলাম।

    এদের সম্বন্ধে আপনার কী মতামত?
  • দ্রি | 95.10.210.199 | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৩৬487472
  • রাওয়া? না, জানতাম না। একটু ব্রাউজ করলাম।

    এদের সম্বন্ধে আপনার কী মতামত?
  • দ্রি | 62.0.4.72 | ০১ এপ্রিল ২০১৫ ২৩:৪১487475
  • স্কুল শুটিংএর সাথে সাইকিয়্যাট্রিক ড্রাগের কোরিলেশান খুঁজছিলাম। আপাতত এই কটা খুঁজে পেয়েছি।

    Jeffrey Weisekilled 9, including his grandfather and wounded 5Prozac His grandmother, Shelda Lussier, 54, said he saw a mental health professional at Red Lake Hospital on Feb. 21, the same day his prescription was refilled for 60 milligrams a day of Prozac, which he had been taking since last summer, dose increased one week before the shooting
    Hammad Memonshot and killed fellow student Todd BrownZoloft and other drugs
    Tim KretschmerKilled 15 before taking his own life after a shootout with policemedication for depressionGermany
    Eric HarrisKilled 15, wounded 24switched to Luvox from Zoloftthree and a half months before shooting dose was increased
    Jon RomanoWounded a teacher by shooting several timesPaxil

    এর মধ্যে একটা কেসেই মাত্র ডোজের উল্লেখ আছে। বেশ কিছু ক্ষেত্রেই, ঘটনার আগে ডোজ বাড়ানোর, বা ওষুধ বদলানোর ব্যাপার আসছে। ড্রাগগুলোও ঘুরে ফিরে ঐ একটা ছোট সাবসেট থেকে উঠে আসছে।
  • S | 160.148.14.8 | ০২ এপ্রিল ২০১৫ ০১:০৩487476
  • আর কলাম্বাইন? UVA? সেখানেও কি সাইকিয়াট্রিক ড্রাগ ?
  • দ্রি | 188.162.193.213 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৪০487477
  • কলাম্বাইনটাই এরিক হ্যারিস না? কলোর‌্যাডোতে তো?

    ইউভিএটা যেন কোনটা? দেখব খুঁজে।
  • দ্রি | 186.10.99.209 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৪৩487478
  • ভার্জিনিয়া টেক মীন করলেন কী?
  • S | 160.148.14.8 | ০২ এপ্রিল ২০১৫ ০১:৪৮487479
  • দুঃখিত, ভার্জিনিয়া টেক বলতে চেয়েছি। আসলে পরিচিত একজন এবছর UVA তে অ্যাডমিশন পেয়েছে সবে, তাই UVA নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে।
  • দ্রি | 172.247.72.199 | ০২ এপ্রিল ২০১৫ ০২:২০487480
  • ভার্জিনিয়া টেকের কেসটা একটু ঘাঁটা।

    খুনীর দুই রুমমেট বলেছে সে ওষুধ খেত কিন্তু কি ওষুধ তারা জানে না। যারা প্রিলিমিনারি ইনভেস্টিগেশান করেছিল তারা বলেছিল, prescription medications related to the treatment of psychological problems had been found among Mr. Cho’s effects.

    কিন্তু ক্যাচাল হয়েছিল, ব্যাপারটা ইউনিভার্সিটি রেকর্ডস থেকে ভেরিফাই করা যায় নি।

    At least five times in the chapter on mental health, Virginia Tech employees responded to your requests for information by saying their records were missing. Are you concerned about these missing or unfurnished records? (President Charles Steger acknowledged later Thursday that some employees mishandled documents and are no longer employed by Tech.)

    এই কেসে তাই ডাউট থেকে যায়। যদিও রেকর্ড হাইয়ে যাওয়া ব্যাপারটা ইটসেল্‌ফ খুব সাসপিশাস।
  • এমেম | 127.194.254.188 | ০২ এপ্রিল ২০১৫ ০৩:৩৬487483
  • Nemtsov এর কলীগ ইলিয়া ইয়াশিনের কথা অনুযায়ী, Nemtsov was a Russian patriot, but he also loved Ukraine, the people and the language. The war Putin started was traumatic for him, and he wanted to end it. He thought opening society’s eyes to the crime was an important step to stop the war. Without pressure from within Russia, Putin’s policies won’t be affected.
  • potke | 126.202.125.9 | ০২ এপ্রিল ২০১৫ ০৮:০৭487484
  • দ্রি, এদের বক্তব্য ওয়েস্ট এসিয়া নিয়ে অনেকটাই আপনার সাথে মেলে। একজনকে চিনি, কিভাবে বলতে পারবনা। অসম্ভব সাহসী আর স্ট্রেট স্পিকিং। দে ডোন্ট সেল অফ, সেই জন্য পাব্লিসিটি পায় না, বাট আফগান গ্রাউন্ড রিয়ালিটি ওদের থেকে ভালো কম লোক ই জানে। মীনার প্রোফাইল দেখব্নে।
  • দ্রি | 104.156.77.136 | ০৪ এপ্রিল ২০১৫ ০৯:০৮487486
  • পোটকে,

    অল্প যেটুকু পড়লাম, তাতে একটা জায়্গা খুব মিলল।

    ... She described what RAWA has always stated as the various methods used by the US which are apparently for serving our country but have hidden agendas to serve the neo-colonist powers themselves. For example most NGOs and other charitable bodies, and the so-called civil society posture as the benefactors of the prosperity of our country but only further the interests of the occupier forces; the monstrous propaganda machine is used to deviate public opinion with cheap entertainment and meaningless political debates; and scholarships (like Fulbright and Chevening) are used to brainwash Afghan youngsters to later serve foreign powers.

    খুব, খুব অ্যাকিউরেট।

    এবং এটাও তাই।

    The people behind the 9/11 incident were the creations of CIA, but this served as a context to cunningly convince the world, and ‘officially’ invade Afghanistan after the UN ‘authorization’. This way the US ‘legally’ occupied Afghanistan along with NATO countries.

    আরো একটা ব্যাপার ভালো লাগলো। দে নেম নেম্‌স।

    the killers and perpetrators of the events following 28th and 27th April – Sayyaf, Qanooni, Mohaqiq, Khalili, Atta Mohammad, Abdullah, Sadiq Modaber, Anwar Jigdalak, Anwari, Baba Jan, Bismillah, Ismail Khan, Oloomi, Zahir Aghbar, Haji Almasm and tens of other criminal elements – continue to straddle our people through government posts and have absolved themselves from their crimes by passing a treacherous immunity bill in the Parliament. The US army along with forty other countries only killed our innocent compatriots. They had no intention of uprooting the Taliban that enjoy no support among our people, and this ominous and mercenary force is still recognized by the US as useful for its strategic purposes in the region.

    আফঘানিস্তানে ইউ এসের মেড্‌লিং নিজে ফলো করেছি। এদের সাইটে আফঘানিস্তানে এইট্টিজে রাশিয়ার মেড্‌লিং সম্বন্ধে একটু ইনসাইট পেলাম। আফঘানি ইন্টেলিজেন্স এবং কেজিবি গুলবুদ্দিন হেকমতিয়ারের সাহায্য নিয়ে মীনাকে খুন করেছিল, এটা খুব রিভিলিং।

    এটাও বুঝলাম, ঐ সময় রাওয়া ওয়েস্টের থেকে ফান্ডিং পেত, যতদিন রাশিয়া ছিল। এখন আমেরিকা এসে যাওয়ায় ফান্ডিং শুকিয়ে গেছে।
  • দ্রি | 104.156.77.136 | ০৪ এপ্রিল ২০১৫ ০৯:১৩487487
  • টি, নিউক্লিয়ার ডীলের ৭টা কী পয়েন্ট সিএনেন দিয়েছে। এই নিউক্লিয়ার ডিলের ডিটেল এতদিন মিডিয়ায় বিশেষ আলোচনা হয় নি।

    http://edition.cnn.com/2015/04/02/politics/iran-nuclear-deal-main-points-of-agreement/
  • দ্রি | 99.105.197.130 | ০৪ এপ্রিল ২০১৫ ০৯:৩৮487488
  • Nemtsov was a Russian patriot

    ম্যাক্সিদি, নেম্‌ৎসভের ব্যাকগ্রাউন্ডটা জানেন তো? সেই সমস্ত স্টেট অ্যাসেট প্রাইভেটাইজ করার সময় ইয়েলৎসিনের রাইট হ্যান্ড ম্যান ছিলেন নেম্‌ৎসভ।

    নো ওয়ান্ডার নেম্‌ৎসভের পলিটিকাল পার্টির বিশেষ কোন সাপোর্ট বেস নেই। ওদের সাপোর্ট করে কিছু ওয়েস্টার্ন ফান্ডেড এনজিওরাই।

    but he also loved Ukraine, the people and the language.

    এটা ঠিক। ওনার গার্লফ্রেন্ড ছিল ইউক্রেনিয়ান। যিনি খুনের সময় ওনার পাশেই ছিলেন। প্রধান উইটনেস। কিন্তু তিনি এখন ইউক্রেন চলে গেছেন এবং ইউক্রেনিয়ান ইন্টেলিজেন্স এজেন্সির পাহারায় রয়েছেন।
  • potke | 126.202.21.156 | ০৪ এপ্রিল ২০১৫ ১০:৫৫487490
  • ড্রি, রাওয়া এখন সিরিয়াসলি ক্যাশ-স্টার্ভড বাট দে ডোন্ট সেল আউট।
  • maximin | 127.194.28.245 | ০৪ এপ্রিল ২০১৫ ১১:৪৭487491
  • হ্যাঁ তা তো জানি, দ্রি।
  • দ্রি | 47.130.227.133 | ০৭ এপ্রিল ২০১৫ ২২:৫৯487492
  • ঠিক করলাম, দমুদিদির ভাটে দেওয়া বাংলাদেশ সম্বন্ধে ফলোয়িং অভিজ্ঞানটা আমি এইখানে টুকে রাখব।

    name: d mail: country:

    IP Address : 144.159.168.72 (*) Date:07 Apr 2015 -- 10:36 AM

    বি, আচ্ছা।

    সেদিন হাসান মুরশেদের নামটা লিখতে ভুলে গেছিলাম আরিফ জেবতিক বা মনজুরুল হকের সাথে। আরো আছেন ওমর শেহাব এবং আরো কয়েকজন, যারা বাংলাদেশে বসেই নিয়মিত লিখে যাচ্ছেন।

    কাল কামরুজ্জামানের আপিল ডিস্মিস হয়ে গেছে। অভিজিৎ হত্যার পরে বলেছিলাম না নাস্তিক-আস্তিক ইস্যু মুখোশমাত্র। আজ আরেকটু লিখি। ২০০৬ নাগাদ যখন প্রথম বাংলা ব্লগ ালু হয় তখন থেকে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, আল বদর আল শামসের ছানাপোনারা চেষ্টা করে গেছে ব্লগ দখল করার, মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলিয়ে দেবার। এই চেষ্টার এক বড় স্তম্ভ ছিল এই কামরুর ছেলে। ইন্টারনেটের মুক্ত আবহাওয়ার সুযোগে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন ঝাঁপিয়ে পড়ে এদের ঠ্যাকাতে। ২০০৬ থেকে যারা সামহোয়্যারইন ও পরে সচলায়তন, আমার ব্লগ ইত্যাদি ফলো করছে তাদের মোটামুটি জানা এগুলো। তো এই জামাত অ্যান্ড প্রো-জামাত বাহিনী হটতে হটতে 'আমার দেশ', 'বাঁশের কেল্লা' ইত্যাদিতে গিয়ে ঠ্যাকে। এরমধ্যে হাসিনাও টলমল করে শুরু করলেও যুদ্ধাপরাধের বিচার শুরু করেন। খেয়াল করলে দেখা যাবে এই নাস্তিক কোতল ইত্যাদি শুরু হয়েছে কিন্তু কাদের মোল্লার ফাঁসির আদেশের পর। তার পরই শাহবাগ, তার পরই রাজীব হায়দার হত্যা। শুধুই ধর্ম বা ধর্মান্ধতা বিষয় হলে মওলানা ফারুকী হত্যা হত না।
    বিডিআর বিদ্রোহ যেটা হাসিনা নির্বাচিত হওয়ার পরে পরেই হয়েছিল, তাতে নিহত আর্মি অফিসাররা প্রত্যেকে উগ্রপন্থী দমনে অত্যন্ত দক্ষ ছিলেন। ঐ বিদ্রোহের পরে বাংলাদেশে কার্যত উগ্রপন্থী দমনের স্পেশ্যালাইজড লোক প্রায় ছিলই না। ফলে এই বিদ্রোহের উদ্দেশ্য বুঝতে অসুবিধে হবার কথা নয়।
    তো, এই হল মোটাদাগে গল্প। এর সাথে জুড়ে গেছে ২০২০ বাংলাস্তানের অ্যাস্পিরেশান।

    অক্ষ বোধহয় তখন জানতে চেয়েছিল, এইগুলো বোধহয় জানেও সবাই। জাস্ত ঘটনাক্রমটাসাজাতে লিখে দিলাম।
  • 4z | 208.231.20.20 | ০৭ এপ্রিল ২০১৫ ২৩:১০487494
  • সামহোয়্যারইন এখন মোটামুটো মায়ের ভোগে গেছে।
  • | ০৮ এপ্রিল ২০১৫ ০০:০৩487495
  • টুকলেনই যাখন তাইলে আট্টু টুকি

    হাসিব মাহমুদ গত দুই সপ্তাহ আনসারুল্লাহ স্টাডি করেছেন। তিনি বলছেন " এদের তুলনায় আগের গ্রুপগুলো বিচ্ছিন্ন ঘটনাটাইপ। এই গ্রুপটা পাকিস্তানি আল কায়েদার (মিডল ইস্টের আল কায়েদার সাথে এদের কিছু পার্থক্য আছে মনে হলো) আদলে তৈরি। এরা পাকিস্তানি আল কায়েদা বলে এরা ইসলামিক স্টেট সমর্থন করে, দেশে হেফাজতকে সমর্থন দেয়, জামাত শিবিরকে সমর্থন না দিলেও তাদের হেদায়েত করে।

    আনসারুল্লাহ আগের গ্রুপগুলো থেকে অনেক বেশি সংহত। আগের গ্রুপগুলো কয়েকজন নেতা (যেমন বাংলা ভাই) কেন্দ্র করে চলতো। আনসারুল্লাহও এরকম নেতা কেন্দ্র করে চলে, তবে এদের এক নেতা ধরা পড়লে অন্য নেতার অভাব হয় না। কারণ সেটা গ্লোবাল আল কায়েদা নেটওয়ার্কের সাথে যুক্ত। আল কায়েদার প্রযুক্তি, নেটওয়ার্ক, লিটারেচার সমস্তটাই তাদের হাতে আছে এবং গুরুত্বপূর্ণ অংশগুলোর বঙ্গানুবাদ হয়ে গেছে। এগুলো নেটে আছে ও একটা সেল পুলিশের হাতে ধরা পড়লেও আরেকটা সেল তৈরি হয় খুব সহজে ও কম রিসোর্স ব্যবহার করে। এদের হাতে গজালি দিয়ে গুপ্তহত্যা থেকে শুরু করে কামানের গোলা ছোড়ার টিউটোরিয়াল মজুদ। নেট নিরাপত্তার জন্য তাদের ম্যানুয়ালগুলো বাংলায় এই বিষয়ে লেখা যেকোন লিটারেচারকে টেক্কা দিতে পারবে। এইসব দেখে অন্য সব চরমপন্থী গ্রুপগুলোর জিহাদিরা আনসারুল্লাহর হয়ে কাজ করতে শুরু করেছে।

    জেএমবি যেভাবে নিয়ন্ত্রন করা গেছে সেভাবে আনসারুল্লাহ নিয়ন্ত্রন করা যাবে না। বাংলাদেশের পুলিশ তাদের সাথে টেক্কা দিতে পারবে বলে মনে হয় না। কথা হচ্ছে এর বিস্তার ও প্রতিরোধে আওয়ামী লীগ তাত্ত্বিকভাবে দুর্বল অবস্থানে আছে। তাদের নেতাদের হেফাজত তোষণ, ওলামা লীগ পোষা ইত্যাদির দীর্ঘমেয়াদি রাজনৈতিক প্রভাব সম্পর্কে কোন ধারণা নেই। তাদের কর্মীরা যেহেতু নেতায় বলছে সেহেতু সেইটাই ঠিক এবং এই বিষয়ে কোন কথা তারা শুনতে রাজি না। দলের ভেতরে চিন্তার চর্চা শুরু করতে না পারলে দল হিসেবে আওয়ামী লীগ আগাতে পারবে না। তাদেরকে ইনকামবেন্ট ইফেক্টের ওপর দিয়ে ইলেকশন জিততে হবে।"
  • দ্রি | 119.163.234.8 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:০৩487496
  • গ্রীস বেলাউট ইনভেস্টিগেশান কমিটি সেটাপ করবে ঠিক করল।
  • sm | 233.223.154.187 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:০৮487497
  • গ্রিসে র টাকাটা কে মারছে বলুন তো ?যত বিলিয়ন ই ঢালা হোক সব ম্যানহোল দিয়ে গলে যাচ্ছে।
  • lcm | 60.242.74.27 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:২৩487498
  • গ্রিস ধনী দেশ - There are more Porsche Cayennes registered in Greece than taxpayers declaring an income of 50,000 euros (£43,800) or more, according to research by Professor Herakles Polemarchakis, former head of the Greek prime minister’s economic department.
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২০:৪৩487499
  • এই ব্যাপারটা আমেরিকাতেও হয়েছে। ২০০০ থেকে ২০১৫ অবধি ডেট বেড়েছে 12.5 ট্রিলিয়ন ডলার। এছাড়া ইন্টারেস্ট রেট কমেছে ৬% থেকে এখন প্রায় শুন্য। অথচ জিডিপি বেড়েছে 6.5-7 ট্রিলিয়ন ডলার। ভেলোসিটি অব মানি অত্যন্ত কম। রিয়েল ডিমান্ড না বাড়লে গ্রোথ বাড়া খুব মুশকিল। যেটা আবেনমিক্সেরও প্রব্লেম বলে মনে হয়। এগুলো ফাইনান্সিয়াল/ইকনমিক ইন্জিনিয়ারিঙ্গ। একটা জাম্প স্টার্ট দেয় বটে, কিন্তু লঙ্গ টার্ম সলিউশন নয়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন