এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৯৭৪৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • দ্রি | 72.141.45.12 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:১৫487500
  • গ্রীসের সব টাকা তো লোনের ইন্টারেস্ট দিতে দিতেই বেরিয়ে যাচ্ছে। আজই দিল ৪৫০ মিলিয়ান অয়েরো আই এম এফকে। আবার কিছু দিন বাদেই আবার দিতে হবে।
  • দ্রি | 198.138.17.15 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২১487501
  • এস, আমেরিকার জিডিপি যে বেড়েছে, কোন সেক্টারে ইকনমিক অ্যাক্টিভিটি বেড়েছে আগের তুলনায়? মাঝে তো ফ্র্যাকিং বুম হয়েছিল। এখন তো সেটা কিছুটা স্তিমিত?
  • lcm | 60.242.74.27 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২৬487502
  • ২০০০ - ইউএস জিডিপি ৯.৬ ট্রিলিয়ন
    ২০১৩ - ইউএস জিডিপি ১৬.৩ ট্রিলিয়ন

    দ্রি বোধহয় সেক্টর ওয়াইজ ডেটা চাইছে
  • দ্রি | 198.138.17.15 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:২৯487503
  • ২০০৮ এ কত ছিল?
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৩৪487505
  • সেতো বলতে পারছিনা। তবে আমেরিকার ইকনমির খুব বড় পোরশান রিটেল-হোল্সেল ইত্যাদি ট্রেডিঙ্গ। এছাড়া হাউসিঙ্গ-অটো-ইন্স্যুরেন্স এগুলো-ও খুবই বড়। মানে প্রাইমারিলি কন্জ্যুমিঙ্গ ইকনমি - সেটাই স্বাভাবিক। এছাড়া গভমেন্ট আছে। এগুলো কতটা বেড়েছে কে জানে?

    ফ্র্যাকিঙ্গ বা এনার্জি বিগত ৩-৪ বছরে দুটো স্টেটে খুব গ্রোথ দিচ্ছিলো। এখন অনেক মডেস্ট। টেক্সাসে যে ইম্প্যাক্ট করেছে সেটা বোঝা যায়। বাকি বলতে পারছিনা।
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৩৫487506
  • ২০০৮ এ ১৪.৫
  • দ্রি | 87.109.141.138 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৪৬487507
  • আমি যে ডেটার দিকে তাকিয়ে আছি, যেটার সোর্স বলছে ইউ এস ব্যুরো অফ ইকনমিক অ্যানালিসিস, সেটা রিয়েল জিডিপি, ইনফ্লেশান অ্যাডজাস্টেড, সেটা আরো কম বেড়েছে। ২০০০এর শুরুতে ছিল ১২.৩২ ট্রিলিয়ান, ২০১৫র শুরুতে ১৬.২৯ ট্রিলিয়ান। মানে ৪ ট্রিলিয়ান মত।
  • দ্রি | 87.109.141.138 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫১487508
  • অল রাইট। তাহলে বুশের শাসনকালে, ৫ ট্রিলিয়ান মত ডেট নিয়ে ৫ ট্রিলিয়ান মত গ্রোথ হয়েছিল।

    আর ওবামার শাসনকালে ৭.৫ ট্রিলিয়ান ডেট নিয়ে ২ ট্রিলিয়ান মত গ্রোথ হয়েছে।

    এই হল সামারি।
  • দ্রি | 87.109.141.138 | ০৯ এপ্রিল ২০১৫ ২১:৫৪487509
  • আচ্ছা স্টক মার্কেটের ভ্যালু বাড়লে সেটা কি জিডিপিতে রিফ্লেক্টেড হয়?
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১১487510
  • না বোধ হয়। জিডিপি ক্যালকুলেশনে স্টক মার্কেটের ভ্যালুর কোনও কন্ট্রিবিউশন নেই।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৩487511
  • এইসবগুলো নিয়ে রিসেন্টলি পড়াশুনো করলাম - জিডিপি, ভেলোসিটি অফ মানি, ইনফ্লেশন, আমেরিকার ইকোনমি, ভারতের ইকোনমি। একটু শিশিবোতল টাইপের, তবে পড়তে বেশ লাগে।
  • lcm | 146.152.142.64 | ০৯ এপ্রিল ২০১৫ ২২:১৯487512
  • সিকি ঠিক কইসে, জিডিপি-স্টকইন্ডেক্স রিলেশন থাকার কথা নয়।
    এস কি বলে?
  • দ্রি | 87.247.181.163 | ০৯ এপ্রিল ২০১৫ ২২:২৬487513
  • তারমানে আমি যদি আজ স্টক কিনে কাল বেচে দিয়ে লাভ করি তাহলে নেট কোন জিডিপি গ্রোথ হবে না?
  • দ্রি | 207.231.221.211 | ০৯ এপ্রিল ২০১৫ ২২:৩৬487514
  • আমরা যে ব্যাঙ্কে টাকা রাখি আর ইন্টারেস্ট পাই, সেই ইন্টারেস্টটা কি জিডিপিতে ইনক্লুডেডে হয়?

    একটা টার্ম আমরা দিনরাত শুনছি, কিন্তু তার মানেটা ভালো করে জানিনা।
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২২:৪৯487516
  • না ডাইরেটলি নেই। উল্টোটা কিন্তু খুব ডাইরেক্ট। মানে ইকনমি ভালো করলে ইন্ডেক্স বাড়বেই। কিন্তু স্টক মার্কেট বাড়লে কোম্পানিরা খুব সস্তায় ক্যাপিতাল পায় - সেটা ইনভেস্ট করে। তবে এসবই হোলো ইয়ে মানে কি হলে কি হতে পারে - হলেও হতে পারে টাইপের সিনারিয়ো। অন্যভাবে, এফাইআই ডাজ নট ইম্প্যাক্ট জিডিপি, বাট এফডিআই ডাজ।

    জিডিপি বাড়ার দুটো সোর্স আছে - পপুলেশন আর টেকনলজি। পপুলেশন বাড়লে ঐ C টা বেড়ে যায়। আর টেকনলজি বাড়লে একই লেবার ফোর্স দিয়ে অনেক বেশি ভ্যালুর প্রোডাকশন করা যায়। মানে কাপরের পুতুল বানাবে নাকি পেলেন বানাবে।

    ইনভেস্টোপেডিয়া থেকেঃ

    GDP = C + I + G + (X - M)

    Consumption (C) - These are personal consumption expenditures. They are typically broken down into the following categories: durable goods, non-durable goods, and services.

    Investment (I) - This is gross private investment; it is generally broken down into fixed investment and changes in business inventories.

    Government (G) - This category includes government spending on items that are "consumed" in the current period, such as office supplies and gasoline; and also capital goods, such as highways, missiles, and dams. Note that transfer payments are not included in GDP, as they are not part of current production.

    Net Exports - This is calculated by subtracting a nations imports (M)from exports (X). Imports are goods and services produced outside the country and consumed within, and exports are goods and services produced domestically and sold to foreigners.
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:০১487517
  • আপনার কেউ ইনসাইড জব দেখেননি?
  • দ্রি | 34.12.250.200 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:০৩487518
  • ইনভেস্টমেন্টের মধ্যে সেই কোম্পানীতে যারা কাজ করে তাদের মাইনে নিশ্চয়ই আছে?

    আর ইনভেস্টমেন্টের মধ্যে যদি লোন নেয়, সেটা ধরা হবে? মানে একটা দেশে যদি লোকে খুব রিস্কি ভাবে লোন নিয়ে বিজনেস শুরু করে তাহলে সেখানে জিডিপি বেশী হবে। কয়েক বছর পর সেইসব বিজনেস ফেইল করলে আবার জিডিপি কনট্র্যাক্ট করবে?

    সরকার সরকারী চাকুরেদের মাইনে দিচ্ছে সেটা কি কোনভাবে ধরা আছে?
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:০৯487519
  • লোন নিয়ে স্টক মার্কেটে ঢাললে নো জিডিপি। কিন্তু লেদ মেশিন কিনে কিছু তইরি করে বেচলে জিডিপি। লোনের অ্যামাউন্ট না - ইনভেস্টমেন্টের অ্যামাউন্ট দেখা হবে। জিডিপির শেষ অক্ষরটা হোলো প্রডাক্ট। তাই দেখতে হবে কত ভ্যালুর প্রডাক্ট বানানো হোলো। তবে সেভিঙ্গস বাড়লে ইনভেস্টমেন্ট বাড়ে। শুনেছিলাম ইন্ডিয়াতে সেভিঙ্গস কম ইত্যাদি। এর থেকে বেশি এখন আর মনে নেই - আরেকটু পড়াশুনা করতে হবে।

    কিন্তু এটা একটা ভালো আলোচনা। আরেকটা কথা পড়েছিলাম। এই জিডিপিটা অ্যাকচুয়াল নাম্বার না। এটা হোলো পোটেনশিয়াল।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:২১487520
  • S অনেকটাই বলে দিয়েছেন। বাকিটা কাল বলছি।

    GDP=C+I+G+(X-M) এই হল শেষকথা। মানি সার্কুলেশন, ইনফ্লো আর আউটফ্লো এই নিয়ে জিডিপি। ব্যাংকের ইন্টারেস্ট বা আমার হোমলোনের ইন্টারেস্ট এতে সরাসরি আসছে না। আবার আসছেও।

    কাল লিখব।
  • দ্রি | 87.247.181.165 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:২৬487521
  • আচ্ছা, তাহলে একজন চাষী যখন ইনভেস্ট করছেন চাষে সেটা I তে যোগ হবে। তিনি আলু ফলাবেন। সেই আলু কেউ কনজিউম করবে। তখন সেটা C তে যোগ হবে। কেউ ইনভেস্ট করে একটা নার্সিং হোম বানালে সেটা I তে যোগ হবে। পেশেন্ট এসে যখন নার্সিং হোম থেকে সার্ভিস নেবে সেটা C তে যোগ হবে। সরকার যদি একটা সরকারী হাসপাতাল খোলে, সেটা কি G তে যোগ হবে? সেই হাসপাতালের সার্ভিস পেশেন্ট ফ্রিতে পেলে কি জিডিপিতে সেই বাবদ কিচ্ছু যোগ হবে না?
  • 4z | 208.231.20.20 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৩৩487522
  • সিকি কি এম্বিয়ে করছে?
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৩৫487523
  • বলব না। ;-)
  • 4z | 208.231.20.20 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৩৭487524
  • না বললেও শুওরে কচু ভালোই চেনে ;-)
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৪১487525
  • একটা ইন্জিনিয়ারিঙ্গ কিন্তু ইন্ডিয়া করতে পারে। ডেভেলপড দেশে প্রচুর মহিলারা বাইরে কাজ করেন - ফুল টাইম, পার্ট টাইম। সেটা আমাদের দেশে করেননা।

    মনে করুন একটা দেশে ১০ টি পরিবার থাকে। প্রত্যেক পরিবারের পুরুষরা কাজ করেন। ১০০ টাকা কামায়। তাহলে জিডিপি হোলো ১০০০ টাকা - ইনকাম মেথডে। বাড়ির মহিলারা পাঁচটা কাজ করেন - লন্ড্রি, রান্না, চাইল্ড কেয়ার, ঘর পরিস্কার, সেলাই।

    এইবারে ঠিক হোলো ১০ জন মহিলাদের মধ্যে ২ জন করে একটা ফার্ম খুলবেন যেখানে ঐ কাজ গুলোর এক একটা করা হবে (যে যেটাতে ভালো) - ড্রাই ক্লিনিঙ্গ, হোম ফুড সার্ভিস, চাইল্ড কেয়ার/ক্রেস, লন মোয়িঙ্গ/কার্পেট ক্লিনিঙ্গ, ক্লোদিঙ্গ।

    তাহলে ঐ ১০ টি পরিবারকে এই সার্ভিস/ফুড গুলো কিনতে হবে - যার ভ্যালু জিডিপিতে অ্যাড হবে। মানে মহিলাদের কাজটাকেই ইনস্টিটুশনাইল্জ্ড করে ফেলা হোলো। ডেভেলপ্ড দেশে নাকি এইটার পরিমান জিডিপির ৩০%। ইন্ডিয়াতে সেটা নিস্চই আরো বেশি হবে।

    ধরা যাক এইভাবে ইন্ডিয়ার জিডিপির পরিমান ২ ট্রিলিয়ন থেকে বেড়ে দাড়ালো ৩ ট্রিলিয়ন ডলার। এইবারে ইন্ডিয়ার ডেট টু জিডিপি হোলো ২/৩। তাহলে ইন্ডিয়া আরো ৬০০ বিলিয়ন ডলার ডেট নিয়ে সেটাকে ইনভেস্ট করুক - তাতে জিডিপি আরো বাড়বে - ফলে আরো ডেট নিক, নিয়ে আরো ইনভেস্ট করুক। এইভাবে জিডিপি অনেকটা বাড়ানো যায়। এর ফলে রেটিঙ্গ বেটার হবে - তাতে ইন্টারেস্ট কমবে, ফলে আরো ডেট নেওয়া যাবে। ইত্যাদি।

    এইবারে বলুন তো কি ভাবছেন?
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৪৩487527
  • সরকারের ওয়েলফেয়ার বাবদ খরচ জিডিপিতে কাউন্ট হয় না। ফ্রি হাসপাতাল, ফ্রি স্কুল, রিটায়ার্ড মানুষের পেনশন, বার্ধক্যভাতা, বেকারভাতা, সাবসিডি - এগুলো সব বাজে খরচ। কোনও ট্যানজিবল বা ইনট্যানজিবল প্রডাক্ট বা সার্ভিসের বদলে সরকার এই খরচ করে না। এগুলো তাই জিডিপিতে কাউন্ট হয় না।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৪৫487528
  • নাঃ। S বড় ভালো লিখছেন। চুপ করে শুনি।
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৪৬487529
  • কিন্তু ঐ ইস্কুল, হাসপাতাল তইরি করতে বা হাসপাতালে অসুধ কিনলে সেটা তো অ্যাড হবে? বা রাস্তা তইরি করলে? আর পেনশন পেলে লোকে সেই টাকা দিয়ে খাদ্য, বস্ত্র কিনবে - তাতেও ডিমান্ড তইরী হবে। সেক্ষেত্রে?
  • দ্রি | 219.159.138.19 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৪৯487530
  • কিন্তু এতে কি নেট লাভ হবে?

    যেই মহিলা ড্রাই ক্লিনিং করবেন, তিনি ড্রাই ক্লিনিং বাবদ ইনকাম করবেন। কিন্তু তাঁকে ফুড সার্ভিস, চাইল্ড কেয়ার, লন মোয়িংএর জন্য খরচ করতে হবে। এইভাবে প্রত্যেকেরই ইনকাম হবে, আবার খরচও বাড়বে। সবশেষে কি নেট পজিটিভ হবে?

    যদি না হয়, তাহলে, জাস্ট এই রিস্ট্রাকচারিংএর এগেনস্টে বেশী লোন নেওয়া কি ওয়াইজ? মানে সুদ দিতে পারা যাবে?
  • S | 139.115.2.75 | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৫১487533
  • ভালো কথা। বেশি সার্ভিস মানে বেশি ইনকাম মানে বেশি ট্যাক্সো মানে বেশি ইন্টারেস্ট দিতে পারবে মানে বেশি ডেট ক্যাপাসিটি। সাইকেলটা তো মনে হয় কাজ করবে।
  • সিকি | ০৯ এপ্রিল ২০১৫ ২৩:৫১487532
  • রাস্তা তৈরি করে যদি টোল ট্যাক্স নেয় তো সেটা জিডিপিতে অ্যাড হবে। যেমতি ফ্রি না হয়ে হাসপাতালে সার্ভিসের বিনিময়ে পয়সা নিলে সেটা জিডিপিতে অ্যাড হবে। পেনসনের টাকায় জিনিস কনজিউম করলে সেটাও জিডিপিতে অ্যাড হবে। জিডিপি তো ব্যালান্স শীট নয় যে দুদিক মেলাতে হবে। জিডিপি একটা যোগফল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে প্রতিক্রিয়া দিন