এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আগামীর অবয়ব

    dri
    অন্যান্য | ১৪ সেপ্টেম্বর ২০১১ | ১৮৭৬৮৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:১৯487700
  • ইনফ্লেশন হোলো সিপিআই-এর বৃদ্ধির হার।
  • shatadal | 56.165.223.217 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:২৫487701
  • একটা কথা একজন বলল। বাড়ীর দাম নাকি সিপিআই ক্যালকুলেশনে ধরা হয় না। কথাটা কি সত্যি? সত্যি হলে তো হিসেব ভুল হয়ে যাবে মনে হচ্ছে। কোন ভাবে যদি হাউসিং মার্কেটে বাবল হয়, একই রকম নতুন বাড়ী অনেক বেশী দামে বিক্রি হতে থাকে, তাহলে নমিনাল জিডিপি বাড়বে। যেহেতু বাড়ীর দাম সিপিআই-র হিসেবে নেই, তাই ইনফ্লেশন বাড়বে না। তাই রিয়েল জিডিপিও বেশী দেখাবে। কি ভুল ভাবছি বলুন তো!
  • সিকি | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৩৩487702
  • বাড়ির দাম - আমি ঠিক শিওর নই, পড়তে হবে - নতুন বাড়ির ক্ষেত্রেও সিপিআই ক্যালকুলেশনে ধরা হয় না। S একটু ক্ল্যারিফাই করে দেবেন।

    বাড়ির দাম স্থির হয় সরকারের বেঁধে দেওয়া সার্কল রেট অনুযায়ী। এর চেয়ে বেশি দামেও বাড়ি কেনাবেচা হয়, তবে সেটা ব্ল্যাক মানি।

    বাড়ির দাম - বাড়ির বয়েস, লোকেশন, ডিমান্ড সাপ্লাই কার্ভ অনেক কিছুর ওপর নির্ভর করে। নতুন বাড়ি বানালেই সবসময়ে বিক্কিরি হয় না। কোথায় বানাচ্ছেন তার ওপরে নির্ভর করে। আর সেখানকার সার্কল রেটের ওপর।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৫০487703
  • সিপিআই - আমি যতদুর জানি - ক্যালকুলেট করার জন্যে একটা বাস্কেট তইরী করা হয়। এখন সেই বাস্কেটে কি কি আছে সেইটা দেখতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, বিদ্যুত, যানবাহন, মায় মোবাইল ফোনের রিচার্জের খরচও থাকা উচিত। এখন এই বাস্কেটে বাড়ির দাম না এসে, বাড়ি ভাড়া আস উচিত। কারণ আপনি একটা বাড়ি কিনলেন, এইবারে বাড়ির দাম বাড়লো - তাতে আপনার লাভ বই ক্ষতি নেই। কিন্তু বাড়ির ডিপ্রেশিয়েশন বাড়বে, ফলে রেন্ট বাড়বে।

    এই সেই বাস্কেট।
    http://labourbureau.nic.in/cpwm.htm
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৮:৫১487705
  • এই লিন্ক অবশ্যি অনেক পুরোনো। এখন হয়তো চেন্জ হয়েছে। কেউ একটু বেড় করে দিন।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:২৫487706
  • এখানে, cpi মানে কনসিউমার প্রাইস ইন্ডেক্স ক্যালকুলেশনে - হাউসিং কস্ট ধরে। যারা রেন্ট নিয়েছেন তাদের ক্ষেত্রে মাথলি রেন্টাল অ্যামাউন্ট, আর, যারা বাড়ি ওন করেন, তাদের জন্য ঐ বাড়ির ইকুইভ্যালেন্ট রেন্টাল অ্যামাউন্ট।
    zillow-তে বাড়ির কারেন্ট এস্টিমেডেড দামের সঙ্গে মাথলি রেন্টাল এস্টিমেটও দেয়।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:২৯487707
  • ঐ রেন্টটা মনে হয় সব যায়্গাতেই ধরা হয়। আপনি যখন নিজের বাড়িতে থাকছেন, তখন আপনিও রেন্ট দিচ্ছেন - নিজেকে (বা ব্যন্কে যে ইন্টারেস্ট দেন)। কারণ আপনি যদি সেই বাড়িটাতে না থাকতেন তাহলে আপনাকে রেন্ট দিতে হোতো। তাছাড়া আপনি যদি বাড়িটা ভাড়া দেন তাহলে রেন্ট পেতেন - সেইটা আপনি থেকে পাচ্ছেন না। এই রেন্টের অ্যামাউন্ট নিস্চই ডিপ্রেশিয়েশনের সঙ্গে রিলেটেড।
  • shatadal | 15.79.68.161 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৩২487708
  • এই ইকুইভ্যালেন্ট রেন্টাল অ্যামাউন্ট ব্যাপারটা একটু বুঝতে চাই। এটা কি ঐ রকম একটা বাড়ী ভাড়া করতে হলে যে টাকা ভাড়া দিতে হবে তাই? সে টাকাটা কি বাড়ীর দামের সাথে বাড়ে-কমে? কিভাবে বাড়ে কমে? কোন ডাটা আছে?

    এই গতবারের হাউসিং বাবলে যেমন হল, ব্যাংক সবাইকেই বাড়ী কিনতে লোন দিচ্ছে। চাকরি না করলে মিলিয়ন ডলার, করলে দু মিলিয়ন। তাই দিয়ে সবাই বাড়ী কিনল, বাড়ীর ডিম্যান্ড বেড়ে গেল, বাড়ীর দাম বাড়ল।

    সবাই বাড়ী কিনলে ভাড়া বাড়ীর চাহিদা কমবে, তাই রেন্ট কমা উচিৎ। তাই কি হয়েছিল? নাকি অন্য কিছু হয়েছিল? ইকুইভ্যালেন্ট রেন্টেরই বা কি হয়েছিল?
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪১487709
  • ডাটা তো দিতে পারবোনা। কিন্তু আপনি যদি বেশি দামের বাড়িতে থাকেন ভাড়া বেশি হবেই। যে শহরে বাড়ির দাম বেশি, সেখানে ভাড়াও বেশি। অতএব।

    মনে করুন আপনি বাড়িটাকে একটা ইনভেস্টমেন্ট ভাবছেন। সেই ইনভেস্টমেন্ট থেকে আপনি এইবছরে ১১% রিটার্ন এক্সপেক্ট করছেন (মুম্বাই ধরুন)। এইবারে আপনি দেখছেন যে বাড়ির দাম বাড়ছে ৭-৮%, তার মানে আপনি ভাড়া থেকে আরো ৩-৪% এক্সপেক্ট করবেন।

    ঐ জন্যেই তো ওটাকে হাউসিঙ্গ বাবল বলা হয় ঃ) আর আমেরিকার মতন দেশে কেনা বাড়ির আর রেন্টাল স্পেসের ডিমান্ডের মধ্যে একটা নেগেটিভ কোরিলেশন থাকলেও থাকতে পারে।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৩487710
  • আপনার বাড়িটাতে নিজে না থেকে যদি ভাড়া দিতেন যে পরিমান টাকা পেতেন সেটাই রেন্টাল ইকুইভ্যালেন্ট। অর্থাৎ, একই বাড়ি/ফ্ল্যাট না কিনে যদি ভাড়া নিতেন যা লাগত।

    এখানে রেন্টাল কমেছিল, বা, বলা যায় প্রায় পাঁচ-ছয় বছর তেমন বাড়ে নি। যেমন ১৯৯৯-২০০০ এ ডটকম বুম-এর সময় যা রেন্ট ছিল, সেটা ২০০১-২০০৮ এ একটু কমে যায়, তারপরে আবার বাড়তে থাকে। ২০০৮-এর রিসেশন শুরু হবার পর চারদিকে যখন দুমদাম বাড়ি ডিফল্ট শুরু হল, তখন রেন্টাল ডিমান্ড বেড়ে গেল।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৪৫487711
  • হাউজিং বাবল-এর সময় রেন্টাল বিজনেস পরে গেছিল।
    অনেক রেন্টাল কোম্পানী, তাদের অ্যাপার্টমেন্ট গুলি ফ্ল্যাট/কন্ডোমিনিয়াম বানিয়ে বিক্রি করে দিচ্ছিল।
  • shatadal | 198.138.1.229 | ২০ এপ্রিল ২০১৫ ০৯:৫১487712
  • তাহলে, বাবলের সময় বাড়ীর দাম বাড়ল, তার থেকে নমিনাল জিডিপি বাড়ল।

    রেন্ট কমল, তাই ইনফ্লেশন বাড়ল না।

    মানে রিয়েল জিডিপিও বাড়ল।

    এটা একটু কেমন লাগছে।

    ধরুন, বছর ১ এ ইকনমিতে ১০টা দুই বেডরুম বাড়ী তৈরী হয় (আর কিছু হয় না)। বছর ২ তে ও তাই। একদম একরকম ১০ টা বাড়ী। তার মানে বছর ১ আর বছর ২ এর রিয়েল জিডিপি একই হবে।

    কিন্তু বছর ২ এ বাড়ীর দাম যদি বেড়ে যায় এবং রেন্ট কমে যায় তো রিয়েল জিডিপি বেশ বেশী দেখাবে। কি করে হয়?
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১০:০৬487713
  • কি বললাম? সেই জন্যেই তো ওটিকে বাবল বলা হচ্ছে। মানে গ্রোথ দেখতে পাচ্ছেন এখন। বাবল ফাটলেই, ইকনমি কন্ট্র্যাকট করবে।

    রেন্ট কমলো কোথায়? আগে ১০০ জনের মধ্যে ৬০ জন নিজের বাড়িতে থাকতেন, আর ৪০ জন ভাড়া বাড়িতে। এইবারে বাড়ির দাম অনুযায়ি রেন্ট ঠিক হোলো। এখনো সেই ১০০ জনই থাকবে - কম্বিনেশন্টা যাস্ট চেন্জ হয়ে যাবে - ৮০ জন নিজের বাড়িতে, ২০ জন ভাড়ায়। অতএব, এইবারেও ঐ ১০০ জনের রেন্ট ডিসাইড হবে বেশি দামের বাড়ির কথা মাথায় রেখে।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ১০:০৯487714
  • শতদল,
    জিডিপি বাড়লে তার সঙ্গে ইনফ্লেশন হতেই হবে এমন তো কোনো কথা নেই। নাকি কোনো রিলেশন আছে? জানি না।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১০:১৭487716
  • খুব কম বা খুব বেশি ইনফ্লেশন দুটৈ গ্রোথের পক্ষে হানিকারক। অতএব ব্যালেস্ন করতে হবে - যেটি বিগত বছর দুই ধরে প্রফেসার রঘুরাম রাজন খুব ভালো করে চলেছেন। উনাকে একটু সময় আর অটোনমি দিলে ভদ্রলোক গ্রোথের খুব ভালো এনভায়রনমেন্ট তইরী করে দেবেন। কন্জারভেটিভ আছেন - সময়ের আগেই কোনো ডিসিশান নেন না। কিন্তু ঐ অটোনমি নিয়ে কোস্চেন।
  • shatadal | 203.138.216.101 | ২০ এপ্রিল ২০১৫ ১০:১৮487717
  • এস, একটু ভাল করে আমাকে বুঝিয়ে বলুন। আপনারা ফিল্ডের লোক, আমি একেবারেই আনাড়ী।

    বাড়ীর দাম বারলেই কি রেন্ট বাড়বে? এলসিএম তো বললেন গত বাবলের সময় রেন্ট কমে গেছিল। নাকি ইকুইভ্যালেন্ট রেন্টের হিসেব আলাদা। নাকি বাবলের সময়ে জিডিপি গ্রোথের হিসাব ও বাবলি, আসলের চেয়ে বেশী দেখায়?

    এলসিএম, আমি জিডিপি গ্রোথ আর ইনফ্লেশনের সম্পর্ক নিয়ে কিছু জানি না। আমার মনে হল এখন যেভাবে জিডিপি আর ইনফ্লেশন হিসেব করা হায় তাতে কোনো কোনো ক্ষেত্রে রিয়েল জিডিপি না বাড়লেও হিসেবে রিয়েল জিডিপি বেড়েছে বলে দেখা যেতে পারে। আমি জানতে চাইছি আমি কি ভুল বুঝলাম।
  • lcm | 118.91.116.131 | ২০ এপ্রিল ২০১৫ ১০:৩৬487718
  • হাউজিং বাবল-এ জিনিস টা হয়েছিল সেটা হল হাউজিং লোন খুব সহজলভ্য হয়ে গেছিল। খুবই সহজলভ্য। কোনোরকম ক্যাশ ডাউন বা রিজার্ভ ছাড়াই বাড়ি কেনা যাচ্ছিল। যার ফলে, অনেকেই ভাড়া বাড়ি ছেড়ে বাড়ি কিনে ফেলে। এর সঙ্গে বাড়ির দাম বৃদ্ধির বা জিডিপির হয়ত ডাইরেক্ট সম্পর্ক নাই - তবে জানি না এসব।

    জিডিপি কোনো দেশের ইকনমির রিয়েল মেজার কি না তাই নিয়ে অনেক পন্ডিতের নানা তত্ত্ব আছে। গত শতাব্দীর অর্থনীতি পন্ডিত স্যামুয়েল্সন সাহেব বলেছিলেন - GDP is one of the great inventions of 20th century।
    কোনো দেশের জিডিপি সঠিক পরিমাপ করা খুবই কঠিন কাজ, প্রায় অসাধ্য - ... it is very hard to accurately sum all of the goods and services produced in a country together, from bricks and tableware to banking and software...
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১০:৪৩487719
  • আমিও ফিল্ডের লোক নই। আমি ফাইনান্স একটু আধটু পড়েছি। সেইটা করতে গিয়ে যেটুকু শেখা। আমি আপনার কোস্নের উত্তরে ম্যাক্সিমাম আমার মাথায় আসা ভাবনাটা শেয়ার করতে পারি। রেন্টাল হাউসের ডিমান্ড কমে যাওয়াই স্বাভাবিক - কারণ আপনি যদি বিনে পয়সায় (পান ইন্টেন্ডড) মিলিয়ন ডলারের বাড়িতে থাকতে পারেন, তাহলে আর কে বাড়ি ভাড়া নেবে। কিন্তু এইবারে দেখতে হবে যে সিপিআই ক্যালকুলেশনে রেন্টের পার্সেন্টেজ কত - মানে বাড়ির দামের কত - ধরুন ৩%। তাহলে বাড়ির দাম বেড়ে যাচ্চে - অতএব ৩% যদি চেন্জ না হয় তাহলে রেন্ট বাড়ছে - ইনফ্লেশন। কিন্তু এইবারে কথা হোলো ঐ ৩% কি কমে যাবে? হতে পারে - লজিকালি হওয়া উচিত।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১০:৪৬487720
  • আপনারা সায়েন্স ইন্জিনিয়ারিঙ্গের লোকেদের একটা প্রব্লেম। আপনারা এক্জ্যাক্ট মেজার চান। সেইটা ইকনমিক বা সোশ্যাল মেজারের ক্ষেত্রে কখনই পাওয়া যায়্না। সেইজন্যেই যেটাকে মেজার করা হয় সেটা স্ট্যাটিস্টিকালি মেজার করা হয় থ্রু সার্ভে অ্যান্ড ভেরিয়াস আদার ইনপুটস। জিডিপি ইজ অ গুড মেজার অফ ইকনমিক অ্যাক্টিভিটি - মেবি সাম্হোয়াট নয়েজি - বাট গুড মেজার। জিডিপির অন্য প্রব্লেম আছে।
  • S | 139.115.2.75 | ২০ এপ্রিল ২০১৫ ১১:০৫487721
  • ও হ্যাঁ আরেকটা কথা লিখতে ভুলে গেছিলাম। রেন্টাল স্পেসের ডিমান্ড যদি কমে যায় সেটা কিন্তু জিডিপি কমিয়ে দেবে।

    এই টইটা পুরোপুরি জিডিপির টইতে পরিনত হয়েছে। দ্রিবাবু একটুও খুশি হবেননা।
  • দ্রি | 91.89.96.89 | ০১ জুলাই ২০১৫ ২১:৩৬487723
  • গ্রীস আই এম এফের পেমেন্ট ডেডলাইন মিস করল।

    পুয়ের্তো রিকোও শোনা যাচ্ছে ডিফল্ট করবে।
  • দ্রি | 195.77.129.88 | ০৩ জুলাই ২০১৫ ২১:১১487725
  • আইসিসকে সবচেয়ে ভালো ফাইট দিচ্ছে কুর্দরা। এবং এই তালে একটা কুর্দিস্তান বানিয়ে নেওয়ার চেষ্টা করছে টার্কি, ইরাক, সিরিয়া, এবং ইরান থেকে কিছু অংশ কেটে নিয়ে।

    http://atimes.com/2015/07/independent-kurdistan-taking-shape/
  • দ্রি | 87.109.141.138 | ০৩ জুলাই ২০১৫ ২১:৩২487730
  • সাউথ চায়না সীতে আর্টিফিশিয়াল দ্বীপ বানিয়ে মিলিটারী বেস বসিয়ে ফেলল চীন।

    China's alarming creation of entirely new territory in the South China Sea is one part of a broader military push that some fear is to push U.S. dominance in the region.

    In just two years, China has expanded the islands by 2,000 acres. The equivalent of 1,500 football fields and counting, an engineering marvel in waters as deep as 300 feet.

    http://www.foxcarolina.com/story/29119569/china-builds-new-island-military-bases-in-south-china-sea#ixzz3eqSN5PYm
  • দ্রি | 87.109.141.138 | ০৩ জুলাই ২০১৫ ২১:৪৫487731
  • কেমন করে সবার ওপর নজরদারী চালায় এনেসে?

    উত্তরঃ XKeyscore

    এ এমন এক ইন্টারফেস যেখানে গুগলের মতই সার্চ দেওয়া যায় যেকোনো মানুষের ইন্টারনেট অ্যাক্টিভিটি সম্পর্কে। শুধু সার্চ দিতে পারে আমাদের মত কমন ইউজাররা নয়, অথরাইজ্‌ড ইউজাররা (গোয়েন্দারা)।

    http://rt.com/news/xkeyscore-nsa-snowden-prism-858/
  • দ্রি | 97.118.91.140 | ০৩ জুলাই ২০১৫ ২২:০৪487732
  • স্পায়িং ব্যাপারে সুগ্রীব দোসরঃ

    The UK's prime minister, David Cameron, has re-iterated that the UK government does not intend to "leave a safe space—a new means of communication—for terrorists to communicate with each other." This confirms remarks he made earlier this year about encryption, when he said: "The question is are we going to allow a means of communications which it simply isn’t possible to read. My answer to that question is: no, we must not."

    David Cameron was replying in the House of Commons on Monday to a question from the Conservative MP David Bellingham, who asked him whether he agreed that the "time has come for companies such as Google, Facebook and Twitter to accept and understand that their current privacy policies are completely unsustainable?"

    টেররিজ্‌ম হ্যাজ বীন দা বিগেস্ট এক্সকিউজ টু টেক অ্যাওয়ে দা লিট্‌ল প্রাইভেসি উই হ্যাড।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা খুশি প্রতিক্রিয়া দিন