এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • সাহসী পাওলি দাম - ছত্রাক এ

    Samu
    সিনেমা | ১০ সেপ্টেম্বর ২০১১ | ১৬০৬৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.92.218 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭490787
  • সেতো দেখতে গিয়ে দেখতে পাওনি বলে দেখোনি ! :)
  • bibek | 195.37.234.132 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২১:১৯490788
  • কারণ যাই হোক না কেন, দেখেনি যখন ইশান ভাল ছেলে।
  • Ishan | 117.194.35.66 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২১:৩০490789
  • আব্বে আমি মোটেও ভালো ছেলে না। বদ বুড়ো বলা যেতে বারে বরং।

    আর আমি যেন টরেন্ট জানিনা, গুগলাতে জানিনা। এত কষ্ট করে পাওলুকে দেখতে আমার বয়ে গেছে তাই দেখিনি। ব্যস।
  • bibek | 195.37.234.132 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৭490790
  • না ভাই একে তুমি দেখো নাই এবং সবাইকে সেই গল্প বলেছো অতএব আমি সুনিশ্চিত তুমি ভারী ভালো ছেলে।
  • sayan | 115.242.142.3 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২২:২৮490791
  • ওনলি ফর অ্যাকাডেমিক ইন্টারেস্ট - রিমিদি, "বঙ্গপুঙ্গব'রা কোন্‌ "প্রজাতি'? %-|
  • sda | 117.194.193.111 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২২:৩৭490792
  • সব্বাই পিছিয়ে পড়েছে , এমনকি আনন্দবাজার ও। এই ভিডিওটা গত বেশ কয়েক মাস ধরে মার্কেটে, আমি দেখেছি মাস তিনেক হয়ে গেল।

    সদ্য "গান্ডু" র ট্রেলার দেখা এক বন্ধু এই ভিডিওটা দেখে উক্তি করেছিল - এটা যদি সিনেমার সিন হয় তবে সেটার নাম নিশ্চয়ই বো***।

    তার পর এতদিন পরে সেদিন আনন্দবাজার খুলে দেখি এই খবর , তার কয়েক ঘন্টার মধ্যে ফেসবুকে সবাই দেখি সবাই কে প্রশ্ন করছে - কি রে লিন্‌ক আছে নাকি , টরেন্ট থাকলে দে , ইউটিউব তো ডিলিট করে দিয়েছে , ইত্যাদি।
  • nk | 151.141.84.194 | ১১ সেপ্টেম্বর ২০১১ ২২:৪১490793
  • এই ব্যাপারটার টার্মিনোলোজি হওয়া উচিত "আ-বাপামি" :-)
  • riddhiman | 108.194.169.197 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:০৩490794
  • আদেখলাপনা বললেন কাদের? এম-এম-এস গুলো (আসমিত -রিয়া , মুনমুন-বেকার, কোয়েনা প্রমুখ)
    নিয়ে আমি দেখলাম অল ইন্ডিয়া নাচল। আজ যদি সালমা হায়েক এই লেভেলের শরীর খুলে দেখাতেন মেক্সিকোতে কি হত? রিয়াল চেনা মেয়ের পানু আর এম্নি পানুর মধ্যে তফাত নেই??
    'সাধারন পর্ন ' কানে খট করে বাজল। এখন সব বাঙ্গলির ইন্টারনেট আছে, তারা সেকেন্দে সেকেন্ডে লাখ লাখ পানু ( ইরান থেকে আমেরিকর যাবতীয় উলঙ্গ শরীর ) আয়ত্ত করছে তাদের হাতের (ইন্দুরের) মুঠৈ সব রকমের মেয়েরা আর তাদের যৌন স্টাইল তাদেরকে ইম্ম্যচিওর ভাবার কি কারন ?
    কিন্তু এখানে লক্ষ্য অন্য । এরা সবাই মেনলি জানতে চাই পাওলি কেমন করেছে (পাওলি আপেক্ষিকভাবে কাছের তাই) বোঝা গেল?
  • pipi | 173.161.6.201 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:২৩490795
  • ইউটিউব ডিলিট করেছে কিন্তু এ জিনিস তো বেশ কিছুদিন ধরে Dailymotion এ ছিল!
    আমি তো দেখেছি। ভাল খারাপের মধ্যে যাচ্ছি না তবে দেখতে গিয়ে একটা কথাই মনে হয়েছে বারবার এই সিনটার সত্যি কতখানি দরকার ছিল সিনেমায়? তবে এটা তো ঠিক, ছত্রাক সিনেমাটা যেমনই হোক, শুধু এই সিনটার জন্য লোকে ল্যাজ তুলে ছুটবে দেখতে। অবশ্য সেন্সরবোর্ডের কাঁচি ছাড় দেবে বলে মনে হয় না।
    আর, সাধারণ দর্শক এখনো এ ধরনের সিন এর জন্য তৈরী বলে মনে হয় না।
  • Su | 86.160.9.208 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৮490798
  • ব্লু ফিল্মের অ্যাড করার জন্য আবাপর এতোবড় একখান পাতা লাগলো! পাওলি দাম ফাম এমন কিছু একটা অ্যাক্টর নয়- এই যদি রেখা বা স্মিতা বা বাংলা সিনেমার সাবিত্রী ধরনের বুদ্ধিমতী প্রতিভাশীল কেউ করতেন তবে এটা নিউজ হত! অ্যামন কিলিপ দেখতে আজকাল সিনিমাহলে যেতে হবে ক্যান? সস্তা পপুলারিটির জন্যে আবাপ হয়তো অনেক টাকা পেলো ভগা জানে!
    বাংলা সিনেমাকে সাবালক করতে শুধু কাঁচা শব্দের সঙ্গে ব্লু সিন না দিলেও চলে!
    আর তার থেকেও বড় কথা আবাপর দীন দশা দেখে অ্যামন হাসি পায়! খবর না খেউড় বুঝতে হলে পুররো গোটা একটা পাতা পড়তে হয়!
  • rimi | 75.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:৪৮490797
  • ভেরি গুড রিদ্ধি, অন্তত একজনও তাহলে স্বীকার করলেন যে এত ইন্টারেস্ট আসলে পানুর জন্যে। তবে এটি সাধারণ পর্ণ নয়, অসাধারণ, কেননা এটি "রিয়েল চেনা মেয়ের পানু"। :-))))

    পাওলি কেমন শরীর দেখিয়েছে, কতটা দেখিয়েছে সেটাই দেখার ছিল তাহলে, পাওলির অভিনয় নয়। কারণ এই ধরণের দৃশ্যে অভিনয় করতে যে বিশেষ অভিনয় ক্ষমতা লাগে না সেটা যারা একটাও পানু দেখেছে তারা বেশ ভালৈ জানে। পাওলি কেমন করেছে জানতে চাইলে লোকে পুরো সিনেমাটা দেখতে চাইতো। কিন্তু এখানে যা দেখলাম, তাতে জনগণের ফোকাস শুধু ঐ বিশেষ দৃশ্যে :-))))
  • rimi | 75.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০০:৫৬490799
  • সায়ন, বঙ্গপুঙ্গব কাকে বলে জানতে চাইলি? যারা খুব চটপট যেকোনো ব্যপারে ডিফেন্সিভ মোডে চলে যায়, তারাই বঙ্গপুঙ্গব :-)))
  • aka | 75.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০১:১৩490800
  • খাইসে শেষ অবধি মেল শভিনিজমে দাঁড়াবে নাকি? দাঁড়ান দাঁড়ান সিনেমাটার একটা বিরাট সম্ভাবনা আছে। যেখানে ঐ তথাকথিত ""পানু'' সিনটি একটুও বেমানান নাও হতে পারে। তো সিনেমাটা দেখুন, আর কান ফেস্টিভালের জন্য ওয়েট করুন। বলা তো যায় না পাওলি হয়ত বিরাট কিছু পেয়ে গেল। তখন পানু টানু বলা ''ঐতিহাসিক ভুল"" হিসেবে গণ্য হবে কিন্তু।

    আর ছেলেরা কেন দেখার জন্য আগ্রহী যে কারণে পাওলির নুডিটির মধ্যেও কোন কোন মেয়ে পুরুষ অ্যাক্টরটির দেহ সৌষ্ঠভ দেখতে ব্যস্ত ছিলেন সেই কারণে। বিশদে জানতে ডায়াল ১-৮০০-ব্রহ্মা।
  • nk | 151.141.84.194 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৪490801
  • হে হে কী বলে! আরে মেয়েরা তো পুরুষ অ্যাক্টরটাকেই দেখবে, স্ট্রেইট মেয়েরা। লেসবিয়ানরা পাওলিকে দেখতে পারে।
    ছেলেদের ব্যাপারেও এরকম একপেশে হলে তো হবে না। সোজা ছেলেরা পাওলিকে দেখলেও গে ছেলেরা তো অ্যাক্টরটাকেই দেখবে!
    হে কমরেড, ডিসক্রিমিনেশন করবেন না। :-)
  • achintyarup | 80.239.243.158 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০১:৫৭490802
  • পাওনি দাম?
  • kd | 59.93.246.40 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৩:৩১490803
  • সেকি ঋদ্ধিমান, সলমা হায়াকের শরীর দেখতে পাওয়া এমন কি বড় ব্যাপার (অবিস্যি আমি জানিনা সলমার এই সিনেমাগুলো মেক্সিকোতে দেখায় কি না)? ওর যে কোনো সিনেমাই দেখলে হয়। Desperado দেখেন নি? ওইটাতে তো ছেলেমেয়ে নির্বিশেষে খুশ হয়ে যাবে - সলমা-অ্যান্টিনিও জুটি।

    Su ঠিক বলেছেন। Julie Andrews কোনো একটা সিনেমায় টপলেস থাকায় হৈচৈ হয়েছিলো - বোধহয় "10"এ (যদিও পাবলিসিটি হয়েছিলো Bo Derekএর)।
  • kiki | 59.93.194.40 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৬:৩২490804
  • বাপস!

  • riddhiman | 108.194.169.197 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫১490805
  • লেভেলটা ভাবুন । সালমা এই লেভেলে কোথায়??
    হলে হৈ চৈ হত না গারান্টি দিতে পারবেন? সিকি বলছেন বেসিক ইনস্টিক্ট, কোথায় কি, ওটা লভের থেকে বেশী অত্যাচার(আর মাইকেল ডগ্লাশি তো আর্ধেক) একটু ভয় থাকবেই । তবু যথেষ্ট সোরগোল তুলেছিল। সব কিছুতে বাংআলি দের্কে দোষী ঠাউরানো কেন। অন্য কোন জাত এরকম করেনা কিন্তু।
    আনন্দবাজার সুরসুরি দিয়ে নিজের কাজ শেষ করেছে। ওদিকে কোন লিনক নেই। অনেকেই দেখতে চাইছে, পরিচিতরা ফোন করছে, কথা বলছে, কিন্তু কারুর কাছে লিন্‌ক নেই । স্বাভাবিক ভাবেই একটা হতাশা জমছে, অনেক পাঠক চীটেড ফিল করছেন, কিছু উগ্রতা, এমনি, এমনি বেরিয়ে আসছে, কেউ আবার গভীরে ঢুকতে চাইছেন- সবমিলিয় একটা বিশ্রিন্‌খলা দানা বেধেছে সামগ্রিক মনের স্তরে।
    -এটাকে 'আদেখলাপনা' আর 'হায় বাঙ্গালি , হো বাঙ্গলি বলে উড়িয়ে দেবার আপনি বা আমি কে। সেক্স কে জীবন থেকে বাদ দিতে আমি অন্তত রাজী নই। ঐটার জন্যৈ আমি (আপ্নিও) আজ এখানে বাংলা লিখতে পারছি।

  • aka | 75.76.118.96 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৭:৫৩490806
  • বোঝো!!!
  • ppn | 122.252.231.10 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৮:৪২490808
  • আকার জন্য: এ বছরের কান ফেস্টিভাল হয়ে গেছে।
  • Jhiki | 182.253.0.98 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:০৭490809
  • আম্মো শনিবার রতে ছেলে-ছেলের বাপ ঘুমিয়ে পড়ার পর নেট হাতড়াচ্ছিলাম ছত্রাকের সেই বিশেষ দৃশ্য দেখব বলে.... কিছুই না পেয়ে বোর হয়ে টিভি তে 'সিংহম' দেখে ফেললাম!!
  • siki | 123.242.248.130 | ১২ সেপ্টেম্বর ২০১১ ০৯:৪২490811
  • আসমুদ্রহিমাচলে আমবাঙালি ঝরায় ঘাম
    সব তোলপাড়, গুগুল ফতুর, তাও মেলে না পাওলি দাম।
    কী দ্যাখালো, ঢাকলো কত, কাটলো কতো কাঁচির ঘায়ে
    সেক্স-উপোসী আম বাঙালি হামলে পড়ে স্ক্রিনের গায়ে
    টরেন্ট নামায়, ফেসবুকে যায়, হঠাৎ ছড়ায় কী দুর্নাম!
    কান্‌ টানলে মাথা আসে, এবার এলেন পাওলি দাম।

    :))
  • sayan | 160.83.97.84 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:০৮490812
  • রিমিদি, প্রজাতি বলতে আমার একটিই মনে এসেছিল, ক্যাপ্রা প্রজাতি :-p.... কিন্তু সেও তো টেকনিক্যালি ভুল। তাই জান্তে চেয়েছিলাম। আজ্জোদা অলরেডি রেগে কাঁই তাই আর কিছু ফুট কাটা উচিত নয়।

    P.S. পানুত্ব, অভিনয়, সৌষ্ঠব, সাহস - এইসব ছাড়িয়ে কেউ সংলাপগুলো নিয়ে কিছু বললো না? :-))
  • kiki | 59.93.205.118 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৩২490813
  • ঝিকি,
    :P

    আমি ছাই একটা জিনিস বুইতে পারছি না যে পাওলি তার অত সুন্দর চেয়রা দেখিয়েছে,লোকেও সুন্দর জিনিস দেখেছে।ঝামেলা কোথায়? আর অভিনয়?বাপরে ওর অভিনয় না দেখাই ভালো।সেটা মোটেও কোনো সুন্দর ব্যাপার নয়।জঘন্ন।

    কিন্তু লোকজন কোথায় সেসব দেখলো?
  • pi | 72.83.92.218 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৪৬490815
  • আমি কইলাম যে !

    "Maach, Mishti & More" নামটা বেশ হয়েছে।
    স্থানীয় সংবাদ এই মৈনাক ভৌমিকেরই না ? সৈকতদা, ওটা নিয়ে দু'চার কথা লেখার কথা ছিল যে ....
  • saikat | 202.54.74.119 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১১:৫০490816
  • না, স্থানীয় সংবাদ মৈনাক বিশ্বাস-এর।
  • Su | 82.198.250.66 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪০490817
  • স্থানীয় সংবাদ এই সোম্বার দেখানো হল লন্ডনে। অবিশ্যি সিনেমাঘরে না গোল্ডস্মিথ ইউনিভার্সিটিতে। কলোনিয়াল স্টাডিজ ডিপার্টমেন্টে। কি আছে কে জানে! সব্বার নেমন্তন্ন ছিলো , কিন্তু যেতে পারলাম কই!
  • Ishan | 117.194.41.237 | ১২ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪৩490819
  • পিপির মুখে ফুলচন্দন পড়ুক। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে মতামত দিন