এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • সাহসী পাওলি দাম - ছত্রাক এ

    Samu
    সিনেমা | ১০ সেপ্টেম্বর ২০১১ | ১৬০২৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dukhe | 122.160.114.85 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৭:৪৬490575
  • বিখ্যাত বাঙালি পরিচালকেরা এই সিন রাখলে তবে তো ।
  • safi | 14.139.193.51 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:০৫490576
  • পাওলি দামদের অসামাজিক কাজ ও মেয়েদের পণ্যায়ন বন্ধ করো

    কে বেশী দু:সাহসী, পাওলি দাম নাকি আনন্দবাজার, বাসে ট্রামে আলোচ্য এখন সেটাই। কাগজের প্রথম পাতায় দেশের আইনকে বুড়ো আঙুল দেখিয়ে তারা যেভাবে অশ্লীলতার চাষ করেছে তার পরও এরাজ্যের, এদেশের সরকার ঐ সাংবাদিক, সম্পাদক বা অভিনেত্রীকে গ্রেপ্তার করেনি, যা সত্যিই আশ্চর্যের। এই বেআইনি পরিবেশনের ঠিক উপরেই, আনন্দবাজারের প্রথম পাতা ছাত্রদের নিরাপত্তা নিয়ে ভীষণ চিন্তিত হয়ে ডি এস ও-র বিরুদ্ধে তোপ দেগেছে। ছাত্রসমাজ রাজনীতি করবে না, সুস্থ সংস্কৃতির জন্য সংগ্রাম করবে না, কেবল আনন্দবাজারের পরিবেশন করা পাওলি দামের কীর্তি কাহিনি পড়বে, এই তাদের বাসনা। অথবা স্টার আনন্দের বিনিয়োগকৃত চলচ্চিত্রটি ক্লাস ফাঁকি দিয়ে দেখে আসবে, নেশা করবে তাদেরই বিনিয়োগকৃত কোনও বিদেশী মদের নৈশ আসরে, এটাই তাদের অভিসন্ধি। কেন আনন্দবাজার এত বিশ্বায়নপন্থী তা আবার স্পষ্ট হল। আমাদের দেশে ওদের নিয়ন্ত্রণ করার মতো কোনও আইন থাকবে না, ওরা ইচ্ছে মতো দেহব্যবসার দালালি করবেন। আমাদের সকলেরই জানা আছে যে বিশ্বজুড়ে এই পর্ণোগ্রাফি ব্যবসাই হল পুঁজির তৃতীয় বা চতুর্থ বৃহত্তম বিনিয়োগ। প্রথম দুটি বা তিনটি হল অস্ত্র, তেল ও বিজ্ঞাপন। শুধু আনন্দলোক প্রকাশ করে আর মাঝে মধ্যে প্রথম পাতায় পাওলি দামকে নিয়ে লেখালেখি করে তাদের মন ভরছে না। কাল থেকে একটি নীল চ্যানেল তারা স্টার আনন্দের পাশে চালু করতে পারবেন। এই ব্যবসায় স্টার আনন্দের অন্যতম মালিক রুপার্ট মারডকদের অভিজ্ঞতাও প্রচূর। এদেশে এখনও এই ব্যবসায় তারা নামতে পারেনি। তার জন্য ভারতীয় জনগণ ও বহু দল সম্বলিত এই গণতন্ত্রের উপর তাদের রাগও কম নয়। সারা রাত ধরে এখানে নীল ছবি দেখানোর জন্য চ্যানেল নেই কেন, এই ধরণের বিলাপ আমরা স্টার আনন্দের নামকরা সাংবাদিক সুমন দেকে করতে শুনেছি জার্মানি থেকে ফুটবল বিশ্বকাপ প্রচার করার সময়। রুপার্ট মারডকরা ইতিমধ্যেই খবরের কাগজের শিরোনামে উঠে এসেছেন। ফোনে আড়ি পাততে গিয়ে তারা ধরা পড়ে গেছেন। ‘ছাত্র দরদী’ এই খবরের কাগজটি তাই মাঝে মধ্যেই সমাজকে ‘জ্যাঠা’মুক্ত করতে তাদের সম্পাদকীয়তে আহ্বান জানিয়ে থাকেন। এর কারণ একটাই, সমাজের জ্যাঠা একমাত্র তারাই থাকবেন।

    পশ্চিমবঙ্গে কে কবে মিছিল করে তাদের এয়ারকন্ডিশন্ড গাড়িগুলিকে একটু রাস্তায় দাঁড় করাতে বাধ্য করেছে, কোন ছাত্র কবে ডিএসওর মিছিলে গেছে তা নিয়ে তারা সর্বদা জ্যাঠামি করে যাবেন। কিন্তু সাম্রাজ্যবাদী সংস্কৃতির বিরুদ্ধে, মহিলাদের স্বাধীনতা রক্ষার স্বার্থে কেউ যদি তাদের অশ্লীল ব্যবসার বিরুদ্ধে সরব হন তাদের সামন্ততান্ত্রিক বলে ছাপ মেরে একঘরে করে দেবেন এই জ্যাঠারা! নিজেদের ব্যবসার স্বার্থে সেই পুরোনো দিনগুলি ফিরিয়ে আনতে চাইছে এই ধূর্ত শৃগালরা। যেদিন মানবসভ্যতার অর্ধেক আকাশ ছিল পর্দার আড়ালে। নারী সমাজ বিভক্ত ছিল কেবলমাত্র দুটি অংশে, বারবধূ ও গৃহবধূতে। বাইরে যারা বেরোন, সেই বিনোদিনীদের নটীই হতে হবে, আর বাকিদের সামাজিক উৎপাদন থেকে বিচ্ছিন্ন হয়ে ঘরের কোণে একাই থাকতে হবে। যেদিন রাজাদের মনোরঞ্জনের স্বার্থে রাজপরিবারের মহিলাদের উন্মুক্ত পোষাকই বাধ্যতামুলক ছিল। শিল্পায়নের পক্ষে ওকালতি করার আনন্দ বাজার যে শিল্প বিপ্লবের মতাদর্শ বিরোধী তা আমরা এভাবেই টের পাই। ঠিক যেমন আজকে আনন্দের সঙ্গে বাজার করতে পারে একমাত্র আনন্দবাজারের সম্পাদক মহাশয়রাই, তেমনই আনন্দবাজারের বা সাম্রাজ্যবাদের শিল্পায়ন মানে কল-কারখানায় তেল, ময়লা মেখে একসঙ্গে কাজ করতে যাওয়া নারী-পুরুষ নয়। সমাজে একাংশের হাতে আসবে মাসে লক্ষাধিক টাকা। তাদের সেই টাকা বাজারে আনতে হলে তাই দুনিয়া জোড়া পুঁজির একটাই হাতিয়ার¾ বিলাস ব্যবসা। কারণ এই বিপুল রোজগারে চাল, চিনি, দুধ, একটা গাড়ি বা একটা বাড়ি বানিয়েই তাদের সেই টাকা খরচ হয় না। তা খরচের জন্য প্রয়োজন প্রতি রাতে মহিলা সহযোগে বিদেশী মদের যোগান। তাই তাদের শিল্পায়ন হল অতি ধনীদের জন্য বাড়ি, গাড়ি, মদ, মেয়েমানুষ, হোটেল, গয়না, যুদ্ধ সম্বলিত বিলাস ব্যবসা। যে ব্যবসার ফলে মহিলাদের অনেক বেশী সক্রিয় হতে হবে, তাদের ফিরে যেতে হবে আদিমতম পেশায়। সেই ‘দু:সাহসের’ জন্য অবশ্য তাদেরই মধ্যে কেউ কেউ খবরের কাগজের শিরোনামেও আসতে পারবেন, চলচ্চিত্র উৎসবের থালি গার্লও হতে পারবেন।

    আনন্দবাজার না চিনলেও আমরা এমন বহু দু:সাহসিক মানুষের সঙ্গে পরিচিত যারা মনোনিবেশ করেছেন সংস্কৃতির কাজে। নিজের পকেট থেকে পয়সা খরচ করে, স্ত্রীর গয়না বেচে যারা সংস্কৃতির জন্য নিবেদিত প্রাণ। সেই দু:সাহসী মানুষগুলিকেই ভারতীয় জনগণ শ্রদ্ধা করে এসেছেন। তারা দাঙ্গার ছবি তুলেছেন, শর্মিলা আইরমের জন্য ছবি বানিয়েছেন। সেই শর্মিলা আইরম যিনি মণিপুরে কেন্দ্রীয় সরকারের অত্যাচারী সামরিক বাহিনীর বিরুদ্ধে আজও লড়ছেন। যে মণিপুরে, আসাম রাইফেলসের ধারাবাহিক ধর্ষণের বিরুদ্ধে বহু মা সম্পূর্ণ উলঙ্গ হওয়ার মতো দু;সাহস দেখিয়েছিলেন। কিন্তু তাদের সেই নগ্নতার এমনই তেজ যে আনন্দবাজারের সাধ্য হয়নি তাকে প্রথম পাতার রসালো খবর করতে। এমন বহু সাহসী শিল্পীকে আমরা ভারতবাসী মাথায় করে রেখেছি যারা পুলিসের ভয় তোয়াক্কা না করেই গণতন্ত্রের জন্য, অত্যাচারের বিরুদ্ধে নাটক করেছেন, সিনেমা বানিয়েছেন। আমাদের দুর্ভাগ্য, আজ তাদেরও নাকি পাওলি দামের কাছ থেকে শিল্প, সাহস এসব শিখতে হবে! যাই হোক, এখনও রুপার্ট মারডকরা আমাদের দেশকে হস্তগত করতে পারেনি। এখনও পশ্চিমবঙ্গ আনন্দবাজারের জমিদারী হয়নি। এখনও এদেশের মহিলাদের স্বাধীনতা রক্ষা করার জন্য ভারতীয় দন্ডবিধির ২৯২-এ ধারা টিঁকে আছে। মেয়েরা স্বাধীনভাবে সামাজিক উৎপাদনে যাতে অংশ নিতে না পারেন, তাদের শ্রম যাতে আরও সস্তা হয়, তারা পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজে নিশ্চিন্তে চলাফেরা যাতে করতে না পারেন, করপোরেট হাউজগুলির অন্দরমহলে চলতে থাকা নোংরামি ও নারী নির্যাতনকে যাতে সেখানে কর্মরত মহিলারা স্বাভাবিক বলে মেনে নেন, যাতে আসাম রাইফেলসরা আনায়াসে তাদের নারী নির্যাতন ও ধর্ষণ চালিয়ে যেতে পারে, যাতে ইরাক, আফগানিস্তান, লিবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে ও সেই দেশ দখল করে মার্কিন সেনা ও ন্যাটোর সেনারা নিশ্চিন্তে সেদেশের মেয়েদের ভোগের সামগ্রীতে পরিণত করতে পারে, তারই চক্রান্ত চলছে সর্বত্র। বলাই বাহুল্য, তাই আনন্দবাজার সহ মিডিয়া হাউজগুলোর অভ্যন্তরে কোনও ‘গ্রীভেন্স সেল’ নেই, যা সরকারী ভাবে বাধ্যতামুলক। যদি তা থাকেও সেখানে কোনও দিন যাতে কোনও অভিযোগ জমা না পড়ে তা দেখে হাউজের কর্মকর্তারা, এতটাই তাদের অন্দরমহলের গণতন্ত্র! বিজ্ঞাপনের ভাষা আজ আমাদের বাড়ির শিশুদেরকে এই আদর্শেই মানুষ করতে চাইছে। তাই আবার নতুন করে মহিলাদের পর্দানসীন করার এই আনন্দবাজারীয় চক্রান্তকে আমরা সফল হতে দেব না। কাজে বেরোলেই মেয়েদের হতে হবে দু;সাহসিক, সেই অজুহাতে বাকী মেয়েরা ফিরে যাবেন অন্দরমহলে, সাম্রাজ্যবাদের অন্যতম প্রতিনিধি আনন্দবাজারের এই প্রসকে আমরা ব্যর্থ করবই। এভাবে তাদের বেকার সমস্যার একটা সমাধান তারা করবেন, তা আমরা মানব না। মহিলা মাত্রেই হবেন অসংগঠিত শ্রমিক-কর্মচারী ¾ তাদের এই অভিপ্রায়কে রুখতেই হবে। তাই আমরা চাই অবিলম্বে পাওলি দাম, খবরটির লেখক ইন্দ্রনীল রায় সহ বিষয়টির সঙ্গে যুক্ত সকলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া হোক আমরা খুব শীঘ্র একটি অনলাইন পিটিশন শুরু করিব, আপনারা স্বাক্ষর আমাদের আন্দোলন কে নিশ্চিত ভাবে সুদৃঢ করবে।
  • PM | 86.96.226.86 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৩৮490577
  • কি বিপদ, এদিকে director পাওলির জামা কাপড় খুলে নিয়েছে...... ওদিকে DSO চামরা খোলার জন্য উঠে পড়ে লেগেছে। দিব্য চখ্যে দেখছি পাওলী-র career রমরম করে বরছে। :)
  • ppn | 204.138.240.254 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৪৫490578
  • ইউনিকোডে "প্রয়াস' 'প্রস' হয়ে যায়।
  • nyara | 122.172.174.234 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৮:৫৬490579
  • বাপরে, কী দাপট!
  • aka | 168.26.215.13 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ১৯:০২490580
  • এই ''আমরা চাই'' এর 'আমরা' টা কে?

    নিজেরা এত জ্যাঠামি না করে পাওলির একটা ইন্টারভিউ নিন না, সে ছত্রাকে অভিনয় করে খুশী কিনা।
  • Lama | 117.194.240.37 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৪০490581
  • মুরররররর গুশ
    উঁশ পুঁশ ভুশ
    ...
    ...
    ...
    দুরমুশ..দুরমুশ্‌শ্‌শ্‌শ
  • SC | 150.212.9.4 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৩490582
  • উপরে সফির লেখাটা কিন্তু ফাটাফাটি লেগেচে আমার, যাই বলো বাপু।
    তবে আরেকটু ইম্প্রুভ করতে হবে, তবে আজিজুল হক হতে পারবে ব্যাপারটা। :)
    শুধু অনলাইন পিটিশনে আটকে থাকলেই চলবে না, দিকে দিকে প্রতিবাদ গড়ে তুলুন বন্ধু।
    শ্রমিক, কৃষক সকলকে একজোট করে কলকাতার সুমস্ত চাকা থামিয়ে দিতে হবে, হাতে বন্দুক তুলে নিয়ে গ্রামে গ্রামে
    ছড়িয়ে পড়তে হবে। আমেরিকার টাকা খেয়ে মমতার প্রচ্ছন্ন আশির্বাদে পাওলি দাম যেভাবে আমাদের বামপন্থী চেতনাকে
    আঘাত করেছেন, কোনোভাবেই মেনে নোবো না। ফাটিয়ে দোবো শালা। গ্রামে গ্রামে পর্দা টাঙ্গিয়ে এই সিন দেখিয়ে মানুষকে
    সচেতন করা দরকার, কিভাবে আমেরিকান সাম্রাজ্যবাদ আমাদের সমাজকে পঙ্গু করার চেষ্টা করছে। মানুষ জেগে উঠবেন।
    প্রতিবাদে মুখর হবেন। সিয়ার এজেন্ট পাওলি দামকে মুর্দাবাদ।
  • rimi | 168.26.205.19 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২০:৫৫490583
  • পাওলি কিম্বা আবাপ নয়, অশ্লীলতার দায় পুরোপুরি বাজারের। শাস্তি দিয়ে কি আর বাজারকে কব্জা করা যায়? এটা সেই চিরন্তন ডিমান্ড অ্যান্ড সাপ্লাইএর গপ্প। আম্রিকাতে এই সিনিমা বেরোলে লোকে এতো হইচই করত না। কেন? কারণ ডিমান্ডের থেকে সাপ্লাই বেশি ছাড়া কম নয়। বেচাড়া বাংলাদেশ সেক্ষ দুর্ভিক্ষে ভুগছে, সেখানে মানুষেরা ছত্রাক নিয়ে লাফালাফি তো করবেই।

    ঠিকমতন মার্কেট অ্যানালিসিস করুন, তারপর এমন এক প্রোডাক্ট নিয়ে আসুন যেটা লোকে ছত্রাকের থেকে বেটার খাবে। প্রোডাক্টের সঙ্গে তার মার্কেটিংটাও খুব জরুরী (যেটা ছত্রাকের ক্ষেত্রে আবাপ করছে)। প্রোডাক্ট যত "অশ্লীল" তত ভালো। সব ট্যাবু তুলে নিন। দেখবেন, বাজার নিজেই নিজেকে কেমন নিয়ন্ত্রণ করে ফেলে :-)))
  • SC | 150.212.9.4 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:০৩490585
  • আচ্ছা, আগুনে কমরেড বন্ধুদের কাছে একটা প্রশ্ন আছে।
    বিপ্লবের পরে পানু থাকবে কি থাকবে না, এ বিষয়ে একটু আলোকপাত করা দরকার।
    নইলে সেই এটা তো আগে বলোনি, মঙ্গলে যাবো না... ইত্যাদি ইত্যাদি...
  • Tim | 198.82.18.165 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:০৭490586
  • রিমিদি, তোমারে জেঠিমা না কাকিমা কইলো না? কোনটা নেবে বেছে ন্যাও।

    এসসির পোস্টগুলো, আবাপর প্রতিবেদন, সফির প্রতিবাদমূলক পোবোন্ধো..... এইগুলোই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় বাঙলা সিনেমার দর্শকদের ম্যাচিওরিটি লেভেল। উইথ অল ডিউ রেসপেক্ট।
  • pi | 72.83.92.218 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:১০490587
  • SuvraBhattacharya
    যৌনতার নগ্ন চিত্রায়নই কি বাংলা সিনেমার সাবালকত্বের প্রমাণ দেবে???

    *
    *
    AnupamDasSharma, NanditaBhattacharjeeand2otherslikethis.
    *
    o
    NanditaBhattacharjeeanondobazarkejiggeshkoro.sumanjane!!
    21hoursago·LikeUnlike
    o
    SubhrankarPaul নারীঙ্কÄ দিয়ে সাবালক্তত্ব!!
    20hoursago·LikeUnlike
    o
    SayantanGoswami ভস্ম দেবে
    20hoursago·LikeUnlike·1personDebarshiGhoshlikesthis.
    o
    SuvraBhattacharya শিল্পের সাবালকত্ব প্রাপ্তি
    যদি যৌনতার নগ্ন চিত্রায়ণ নির্ভর হয় তবে বুঝি আমাদের মতো শিল্প সংস্কৃতি প্রেমীদের সাবালক হতে এখনো দেরি আছে......
  • rimi | 168.26.205.19 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:১৩490588
  • হুম, যেদিন আকাকে বিয়ে করেছি, সেদিন থেকেই আমি পৃথিবীশুদ্ধু সকলের জেঠিমা হয়ে গেছি :-)) ঐজন্যেই তো আকা সফিকে "জ্যাঠামি" করতে বারণ করল, শুনলি না?
  • Tim | 198.82.18.165 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:১৭490589
  • :-))

    পাই,
    অন্য ফোরামের পোস্টগুলো যে এখানে দেওয়া হচ্ছে, এইটা যাঁদের পোস্ট তাঁরা জানেন? মানে দুটোই পাবলিক ফোরাম, কিন্তু কেউ কেউ তো বাই চয়েস এখানে আসেন না এমনও হতে পারে। আমি যেমন চাইনা গুরুর টইতে আমার কোনো পোস্ট ফেসবুকেও উঠে যাক। ওখানে লিখতে হলে বা আলোচনা করতে হলে তো আমি নিজে গিয়েই লিখতাম।
  • pi | 72.83.92.218 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:২৯490590
  • জানেন তো বটেই। এই লিংক ওখানে দেওয়া আছে।
    গুরুর সাইটের সাথেই এই ফোরাম যুক্ত জেনেই ওঁরা ওখানে লেখেন।
    অনেকেরই এখানে পোস্ট করতে অসুবিধা হয়। অনেকে এখনো সাইটের ব্যাপরস্যাপর বুঝে উঠতে পারেননি। লিঙ্ক দিলে একটা পোস্ট করে দেন ( যেমন সফিবাবু করেছেন) , কিন্তু আলোচনা ফলো করতে পারেন না।

    আর মোবাইল থেকে অনেকেই লিখতে পারছেন না। তাঁরা এখানে পোস্টগুলি দিয়ে দিতে বলেন।
  • Tim | 198.82.18.165 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৩490591
  • ওকে, গুড।
  • siki | 122.173.2.250 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫490594
  • দাপট দেখে আম্মো তটস্থ। একেবারে এসেফাই লিডারের মত লাগল। বিশ্বায়ন পুঁজিবাদ প্রতিবাদে প্রতিরোধে ব্যারিকেডে, একেবারে জমজমাট :)
  • SC | 150.212.9.4 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫490593
  • ইয়ে, আমি বাংলা সিন্মার দর্শক নই। শেষ বাংলা ছবি দেখেছিলাম মনেহয় এক দেড় বছর আগে।
    আমি আপাতত শুধু আমেরিকান সাম্রাজ্যবাদের এজেন্টদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে বদ্ধপরিকর।

  • SC | 150.212.9.4 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৫490592
  • ইয়ে, আমি বাংলা সিন্মার দর্শক নই। শেষ বাংলা ছবি দেখেছিলাম মনেহয় এক দেড় বছর আগে।
    আমি আপাতত শুধু আমেরিকান সাম্রাজ্যবাদের এজেন্টদের বিরুদ্ধে প্রতিবাদে গর্জে উঠতে বদ্ধপরিকর।

  • rimi | 168.26.205.19 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৩৭490596
  • দশ বছর আগের কথা মনে পড়ে যাচ্ছে। সদ্য বিদেশে এসেছি, জীবনে প্রথমবার অবাধ স্বাধীনতা। আমি আর আমার দুই রুমমেট প্রতি শুক্রবার বিকেলে গিয়ে ব্লক বাস্টার থেকে খুঁজে খুঁজে থ্রি এক্স রেটেড মুভি নিয়ে আসতাম। মাসদুয়েক প্রচুর উৎসাহ ছিল। তারপরেই একঘেয়ে লাগতে শুরু করল। ভালো গল্প ভালো অভিনয় ইত্যাদি না থাকলে শুধু পানু দিয়ে কতদিন নিজেকে এন্টারটেইন করা যায়? চার পাঁচ মাসের মাথায় পানু দেখা একদম বন্ধ হয়ে গেল। তারপরে কয়েকমাস বেশ কিছু থ্রিলার দেখা হল। শেষে হলিউডি থ্রিলারও একঘেয়ে হয়ে গেল, প্রায় সবই এক গপ্প। আর ব্লক বাস্টারে ভালো সিনেমা পাওয়া যেতই না বিশেষ। শেষমেষ মুভি দেখা লাটে তুলে দিয়ে আমরা বিভিন্ন ছেলের সঙ্গে বেনামে চ্যাট করে শুক্কুরবার রাতে নিজেদের এন্টারটেইন করতাম :-)) কোথায় লাগে মুভি!! ছেলেদের কত সহজে বোকা বানানো যেত ভাবলে এখনো অবাক লাগে :-)))))
  • SC | 150.212.9.4 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৪২490597
  • উপরের পোস্টটা দুবার পড়ে গেছে।অসরি।
    কিন্তু টিম বাংলা সিনেমার ম্যাচিউরিটি নিয়ে মানে কি বললেন ঠিক মাথায় ঢুকলো না।
    তার সাথে আমার পোস্টের কি সম্পর্ক সেটা আরও বুঝতে পারিনি।
    আপাতত আপিশে আছি, তাই ফোড়ন কাটার থেকে বেশী সিরিয়াস কিছু লিখতে পারছি না।
    যদি বুঝিয়ে বলেন, তাহলে পরে জবাব দেওয়ার চেষ্টা করব।
  • ppn | 112.133.206.22 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৫490598
  • সফির বক্তব্যে লোকে শুধু দাপট দেখল, ব্যপ্তিটা দেখল না। পুরো ভূমা কেস।

    যা বুঝলাম, রাজতন্ত্র আর সামন্ত্রতন্ত্রের জোরদার লড়াই আসন্ন। এ লড়াই বাঁচার লড়াই কমরেড।
  • Tim | 198.82.18.165 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২১:৫৮490599
  • SC
    আমার পোস্ট অত সিরিয়াস কিছু নয়। পাতি ইগনোর করুন। আপনি তো বলেইছেন যে আপনি বাংলা সিনেমার দর্শক নন। পয়েন্ট টেকেন।
  • Tim | 198.82.18.165 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:০২490600
  • রিমিদিকে,
    বোকা ছেলেদের সম্পর্কে চালাক ছেলেদের এবং বোকা মেয়েদের সম্পর্কে সমস্ত ছেলেদের একই বক্তব্য। শুধু বোকা মেয়েদের সম্পর্কে চালাক মেয়েদের বক্তব্যটা জানলেই সেট সম্পূর্ণ হয়। :-)
  • ppn | 112.133.206.22 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:০৫490601
  • টিম :)

    পুরো কম্বোটা হল এইরকম:

    Smart man + Smart woman = romance
    Smart man + dumb woman = pregnancy
    Dumb man + smart woman = affair
    Dumb man + dumb woman = marriage

  • Du | 117.194.204.109 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:১৬490602
  • হায় রে এত যে নকল বামপন্থী তাও বামপন্থা শুনলেই তাদের কথাই মনে পড়ে
  • Nina | 12.149.39.84 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:১৮490603
  • @ রিমি ;-))
  • nyara | 203.99.254.216 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:১৯490604
  • কারণ ওনারা তো আপাতত: বামপন্থার ইজারা নিয়েছেন। অন্য কেউ বামপন্থার পুকুরের কাছে গেলে ওনারা মেরে ঠ্যাং খোঁড়া করে দেবে না!
  • rimi | 168.26.205.19 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:২৩490605
  • মেয়েদের আবার বোকা চালাক কিসের রে পাগল? সব মেয়েই সমান চালাক, বিশেষ করে ছেলেদের লেজে খেলানোর ব্যপারে। :-))) ঐজন্যেই তো ছেলেদের গায়ের জোর বেশি। (ভগমান একদিকে কম দিলে অন্যদিকে পুষিয়ে দ্যান কি না)
  • siki | 122.173.2.250 | ১৪ সেপ্টেম্বর ২০১১ ২২:২৪490607
  • পুউরো বাম ঠাকরে। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। দ্বিধা না করে মতামত দিন