এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  সিনেমা

  • সাহসী পাওলি দাম - ছত্রাক এ

    Samu
    সিনেমা | ১০ সেপ্টেম্বর ২০১১ | ১৬০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • SRUVRA BHATTACHARYA | 217.212.230.30 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:১২490675
  • শিল্পের স্বাধীনতা ও শিল্পীর স্বাধীনতার পরিসর যে সমাজে যত বড় সেই সমাজ তত বড় শিল্পী ও শিল্পকর্মের জন্ম দেবে.

    তাই শিল্পের সাবালকত্ব নির্ভর করে সমাজের আধুনিকতার বনেদী ভিত্তিতে শিল্পীর জীবনবোধ চর্চার গভীরতার ওপর এবং শৈল্পিক চেতনার নান্দনিক বিচ্ছুরণের সমৃদ্ধিতে!

    কোনো একটি বিশেষ ঘটনার প্রথম দৃশ্যায়নে নয়
  • SRUVRA BHATTACHARYA | 217.212.230.30 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:১২490676
  • শিল্পের স্বাধীনতা ও শিল্পীর স্বাধীনতার পরিসর যে সমাজে যত বড় সেই সমাজ তত বড় শিল্পী ও শিল্পকর্মের জন্ম দেবে.

    তাই শিল্পের সাবালকত্ব নির্ভর করে সমাজের আধুনিকতার বনেদী ভিত্তিতে শিল্পীর জীবনবোধ চর্চার গভীরতার ওপর এবং শৈল্পিক চেতনার নান্দনিক বিচ্ছুরণের সমৃদ্ধিতে!

    কোনো একটি বিশেষ ঘটনার প্রথম দৃশ্যায়নে নয়
  • SRUVRA BHATTACHARYA | 217.212.230.30 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:১৩490677
  • শিল্পের স্বাধীনতা ও শিল্পীর স্বাধীনতার পরিসর যে সমাজে যত বড় সেই সমাজ তত বড় শিল্পী ও শিল্পকর্মের জন্ম দেবে.

    তাই শিল্পের সাবালকত্ব নির্ভর করে সমাজের আধুনিকতার বনেদী ভিত্তিতে শিল্পীর জীবনবোধ চর্চার গভীরতার ওপর এবং শৈল্পিক চেতনার নান্দনিক বিচ্ছুরণের সমৃদ্ধিতে!

    কোনো একটি বিশেষ ঘটনার প্রথম দৃশ্যায়নে নয়
  • siki | 123.242.248.130 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:১৫490678
  • দাদা, বাংলা কী কটিন!
  • q | 121.241.218.132 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৪৬490679
  • সফিসায়েবের সনে সিপিয়েমের লিনিয়ার ইকুয়েশনটা কার উর্বর মস্তিষ্ক থেকে এল? নাকি সিপিয়েম না আনলে ম্যাগি হজম হয় না?
  • saikat | 202.54.74.119 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১০:৫৭490680
  • খবরে প্রকাশ, বাংলা ফিলিম ইন্ড্রাস্ট্রীর অনেক ব্যক্তিই পাওলি দামের এই কাজের জন্য বিশেষ অখুশী। বাড়াবাড়ি করিয়া ফেলিয়াছে, এতখানি দরকার ছিল না, ভালগারাটি হইয়াছে, রেপ সীন করিতে হইলে কি রেপ্‌ড হইতে হইবে - এইসকল যুক্তিজাল বিস্তারিত হইতেছে ! শোনা যাইতেছে বেগতিক বুঝিয়া সিনেমাটির নির্দেশক নাকি কলিকাতায় আসিবেন! মালুম হইতেছে, বাঙালী দর্শকদের সাবালক করিবার আবাপীয় মহতী প্রচেষ্টা ফিলিমের লোকদিগের উপরই সর্বাগ্রে প্রয়োগ করা আশু কর্তব্য। শিক্ষকই যদি পড়া না বুঝেন তাহা হইলে ছাত্র (ও ছাত্রীরা) কী করিয়া বা তাহা বুঝিবেন?

    আমার মনে হইতেছে, মিশনারি পজিশনে কর্মরত দুই নারী-পুরুষের দৃশ্য হিসাবে এই দৃশ্যটি শ্যূট করিলে এতখানি বিবাদ উপস্থিত হইত না। "ওরাল সেক্স"-এর অ-স্বাভাবিকত্ব-ই যত সমস্যার সৃষ্টি করিয়াছে।
  • lcm | 69.236.168.211 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১১:১১490681
  • ধুস্‌, এ নিয়ে এত তক্কোর কি আছে।

    মুখং মারিতং জগৎ - এই ফিল্ডে বাঙালীর পুরোনো আধিপত্য। তবে হ্যাঁ, অন্য পক্ষের লোকজন দাবী করতেই পারে যে - ইয়ে থাকতে মুখে কেন?
  • lcm | 69.236.168.211 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১১:১৩490682
  • যাই হোক, এক সতীর্থ আমাকে আজ বলল, গুরুতে লিংক আছে খুব সাবধানে ক্লিক করতে হবে। আমি খুব আস্তে আস্তে মাউজ সরিয়ে ক্লিক করে দেখি স্টারানন্দের নিউজ - ধুস্‌।
  • siki | 123.242.248.130 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১১:৩৪490683
  • লিং আছে তো!
  • bibek | 195.37.234.132 | ১৫ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১490685
  • সকাল হইছে কি হয় নাই পোলাপানগুলানের লাফানি শুরু।
  • ab | 192.17.112.81 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৩:৪১490686
  • সফি, কালীপূজোটা বন্ধ করতে হবে। হয় মা কালীকে শাড়ি ব্লাউজ দাও নাহলে এই ভাবে অশ্লীলতার চাষ বন্ধ কর।
  • SC | 24.3.206.153 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৬:৫৭490687
  • কিন্তু সফি কি আর ফিরবে না?
    ওর মধ্যে অনেক সম্ভাবনা ছিলো।

  • aka | 75.76.118.96 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:০৬490688
  • আমার এক বন্ধুর কবিতা মনে পড়ে গেল

    কালি কালি
    তোমার
    গা কেন খালি?
  • bibek | 195.37.234.132 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৭:১০490689
  • হুঁ গুরুতে ঠিক প্রতিভার বিকাশ ঘটান হচ্ছেনা। সফি হয়ত হারিয়ে গেল।
  • pi | 128.231.22.133 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৮:৩৪490690
  • উনি গুরুর ফেসবুক গ্রুপে লেখেন। এখানে বলে কয়ে আনতে হয়।
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ০৯:৩২490691
  • গান হল জীবনমুখী, কালিবাহন খালিগায়ে এ- এ- এ
    আমার বাবা ভোল্যেবাবা ভাল্যো বাবা নয়।

    মেটাক্যাফে হল দুষ্টু দুষ্টু ভিডিও ক্লিপের কালেকশনের জন্য নামকরা। সেখানে এখন পাওয়া যাচ্ছে এই বহুমূল্য ক্লিপ।
  • Ishan | 14.96.86.9 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:২২490692
  • মেল নুডিটি দেখানো হেবি চাপ। আমি একবার একটা শর্ট ফিলিম বানাবো ভেবেছিলাম। তার নাম ছিল: স্ট্রিপটিজ, আমাদের রাতের উৎসব। তাতে নুড ফুড না নায়কের জঙ্গিয়া পরে নাচার দৃশ্য ছিল। নায়কই পাওয়া গেলনা। :(
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১০:২৪490693
  • অথচ আমীর খান দিব্যি জাঙ্গিয়া নাচ র‌্যাগিং দেখিয়ে ফেমাস হয়ে গেল।

    পুউরো জগদীশ বোস মার্কনির কেস।
  • Ishan | 117.194.38.208 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১১:৫৬490694
  • তারপর হল কি, আমি একটা গপ্পো লিখলাম।

    এমনিতে আমি খুব বড়ো কথাশিল্পী সে নিয়ে আমার কোনো সন্দেহ না থাকলে কি হবে, লোকে মানেনা। চাট্টি অপোগন্ডো ছাড়া ছোটো ম্যাগ্গাজিনে কুটি কুটি করে লেখা সেসব জিনিস পড়েও না। ফলে আমি গুছিয়ে সাহসী জিনিসপত্তর লিখলেও কোনো প্রবলেম হয়না।

    কিন্তু এবার হল কি, এমন এক জায়গায় লিখে ফেল্লাম, যেটা, জানা গেল পরিচিত অনেকেই পড়ে। আর গপ্পোটা স্রেফ যৌনতা সংক্রান্ত। তারপর সে কি কেচ্ছা। পাড়া-পিতিবেশির কাছে মুখ দেখানো কঠিন। বন্ধুর শ্বশুর অবধি ছ্যাছ্যা কল্লেন। আমাকে অবশ্য সামনে চট করে কেউ কিছু কয়না, কিন্তু মুখ দেখলেই টের পাই।

    এইসব নিয়ে একটা বই লিখব ভাবছি। মাই এক্ষপেরিমেন্ট উইথ সেক্ষুয়াল ডিসকোর্স। পাওলির নায়ক রাজি থাকলে কো-অথর করতে পারি।

  • dukhe | 122.160.114.85 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:০৯490696
  • মেল নুডিটি দেখাও পোচুর চাপ ।
  • sudipto | 203.171.246.213 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩১490697
  • স্কুল জীবন থেকেই ননা রকম বই পড়ার অভ্যাস ছিলো।একটি বই কোথা থেকে আমার কাছে এসেছিলো মনে নেই,Lady Chatterley's Lover
    by D.H Lawrence
    ।অনেকেই হয়তো পড়েছেন।কয়েক বছর আগে সিনেমা টি পাই।
    এক অতৃপ্ত বিবাহিত লেডি পরিবারে যুব্‌তীর যৌন পিপাসা মেটানোর জন্য অক্ষম স্বামীর কর্মচারির সঙ্গে বেশকিছু বেশ কিছু মিলন দৃশ্য আছে যেটা গল্পের সঙ্গে বেশ মানান সই। ছত্রাকের মতো ওরাল সেক্স কোনোটাই ছিলো না।
    ঘরে বাইরেতে সত্যজিৎ যে দুটি চুম্বন দৃশ্য দেখিয়েছিলেন ওটা সত্যজিৎই পারেন।
    গল্পের প্রয়োজনে ছত্রাকের দৃশ্যটা কতোটা প্রয়োজন ছিলো জানি না। মনে হয় সাহস দেখানোটাই আসল ব্যাপার ছিলো।
    দুদীপ্ত
  • saikat | 202.54.74.119 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৩৬490698
  • "সত্যজিৎই পারেন" বলতে?
  • Jhiki | 182.253.0.98 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১২:৪২490699
  • অবশেষে কালকে দেখলাম! কিন্তু এত লম্বা একটা দৃশ্য, যার মধ্যে ক্যামেরাও স্থির, তার কি দরকার ছিল বুঝলাম না।
  • sudipto | 203.171.246.213 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৩:৪০490700
  • সত্যজিৎএর প্রথম লিপ টু লিপ চুম্বন দেখিয়েছিলে দেবী নামে একটি ছবিতে।ঘরে বাইরে ছবিতে দুটি এরকম দুটি দৃশ্য আছে বাংলা ছবিতে আগে এতো পরিস্কার ভাবে কোনো বাংলা ছবিতে দেখিনি ।আর গল্পের সঙ্গে সুন্দর ভাবে মানিয়ে যায় দৃশ্য গুলি।
  • Ishan | 117.194.38.208 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৪২490701
  • ক্যামেরা কেন স্থির এ প্রশ্নের উত্তর সোজা।

    ছোটো ছোটো শট, আর প্রতিটাতেই প্রচুর অ্যাঙ্গল বদলানো হল হলিউডি কালচার। হলিউডের সব ছবিই সেজন্য থ্রিলার টাইপের। কমেডি হলেও। :) (সেই আদ্যিকালের হিচকক মনে করুন অত্যন্ত সাসপেন্সের শেষ লগ্নে বুম-বুম-বুম এক সেকেন্ডে তিনটে শট। মিড-মিড ক্লোজ-ক্লোজ। সাসপেন্স খতম।)

    কিন্তু এশিয়া থেকে ফিলিম বানিয়ে প্রাইজ পেতে চান তো শট লম্বা করতে হবে। কারণ থাক বা না থাক উদঘুটে সব অ্যাঙ্গল খুঁজে বার করতে হবে (যথা পিয়ানোর ভিতর থেকে। দুটো গাছের ডালের ফাঁক দিয়ে। কেউ ধরুন ভাঁড়ে চা খাচ্ছে, যদি পারেন তো ভাঁড়ের ভিতরে ক্যামের বসিয়ে জিভের ছবি তুলবেন, এইসব)। আর ক্যামেরা বেশি নড়বেনা।

    ভালো মন্দে যাচ্ছিনা। তবে এখানে অবিকল সেই ফর্মুলা ব্যবহার করা হয়েছে। ব্যকরণে কোনো ভুল পাবেন নি কো। :)
  • saikat | 202.54.74.119 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৪:৫৫490702
  • ঈশান কী বলতে চাইল?

    প্রাইজ পাওয়া/না পাওয়া অ-এশীয় সিনেমায় স্ট্যাটিক লং শট নেই?

    নাকি বলতে চাইল, প্রাইজ পেতে চাইলে এইরকম শট রাখতে হয়? যে দেশেরই সিনেমা হোক না কেন।
  • dd | 124.247.203.12 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:০১490703
  • হলিউডে লং শট থাকবে না কেনো।

    স্টার ওয়ারেই তো একেবারে ইউনিভার্সের শেষ পর্যন্ত্য দেখিয়ে দিয়েছিলো। আরো কতো লং শট চাই?

    তার আর পর নেই, আরো দুরের ছবি তুলতে গেলে থপ করে পরে যাবে।
  • saikat | 202.54.74.119 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:০৫490704
  • ভেবে দেখলাম, শয্যাদৃশ্য তুলতে গেলে এরকম থেমে থাকা শটই ভাল। দর্শকদের দেখার সুবিধে।

    আবার অসুবিধেও হতে পারে। অস্বস্তিকর।

    :-)
  • Ishan | 117.194.34.91 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩০490705
  • অ ডিডিদা। ছোটো শট মানে ছোটো দৈর্ঘ্যের শট কইলাম। মানে টাইম লেংথ কম। টাএইম লেংথ বেশি শটও আছে। হেলিকপ্টার থেকে পহাড়ের দৃশ্য তুললে সে কি আর কেটে কেটে দেখানো যায়? :) কিন্তু হলিউড সিগনেচার হল ছোট্টো-ছোট্টো শট।

    সৈকত। আমি প্রাইজের উপর এমফাসাইজ করতে চেয়েছি বেশি। আর নন-হলিউডের উপর একটু কম। এই দৃশ্যে ক্যামেরার হাইটটা দেখেছেন? সেইটা শক ট্রিটমেন্টের জন্য। এসব ছক দেখলেই টের পাই। হুঁহুঁ বাওয়া। :)
  • siki | 123.242.248.130 | ১৬ সেপ্টেম্বর ২০১১ ১৫:৩৫490707
  • ক্যামেরা ছিল কোমরের হাইটে। কিন্তু শক ট্রিটমেন্ট কী জিনিস?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ক্যাবাত বা দুচ্ছাই মতামত দিন