এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়া কি শরীর মনের জন্যে ভাল?

    Biplab Pal
    অন্যান্য | ২৩ অক্টোবর ২০১১ | ১৭৯৯৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:০২492934
  • দুখে আবারো একঘর :-))
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:০৩492935
  • দুখে অসাধারন!
  • ridhhi | 108.194.169.197 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:০৭492936
  • হ্যন কাঁদবে, বকবে, মারবে এসব করতেই পারে, ঐ চুক্তির জন্য। ঐ পোস্ট টা পড়ে নিন। আপনার কথামত হলে তো বিয়ে ব্যাপারটাই কবে উঠে যেত। বিয়ে লোকে করে কেন খামোখা? লিভ ইন করলেই হত।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:১১492937
  • লোকে বিয়েও করে, লিভ টুগেদারও করে, প্রেমও করে, পরকীয়াও করে, ডিভোর্সও করে, আবার কিছু না করেও কাটিয়ে দেয় । কোনটা খামোখা বলা শক্ত ।
  • PM | 86.96.228.84 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:১৫492938
  • ঋদ্ধি কি বাচ্ছা বাচ্ছা মিস্টি ছেলে। ১০-১২ বছর আগে আমিও এমন ভাবতাম :)। তখন ভালবাসা নামে কি চমৎকার একটা জিনিষ exist করত পৃথিবী-তে। এখন ভাল- বাসা ছাড়া আর কিছু নেই।:)
  • a | 125.16.135.194 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:২১492939
  • মাইরি, এই রিদ্ধিবাবুর বয়স জানার বাসনা রইল।

    কাশ, প্রিথিবিটা যদি এত সোজা সরল হত!!
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:২২492940
  • সকাল-সন্ধ্যাবেলা আমি সেই নারীকে দেখেছি
    জেনেছি অনেক দিন- তারপর তবুও ভেবেছি।
    তারপর ঢের দিন পৃথিবীর সেই শাদা সাধারণ কথা
    ছোট বড় জিনিসের বিস্মরণে ক্রমে ভুলে গেছি।
    আকাশ আমাকে বলে: 'সে না তুমি আত্মসমাহিতি?'
    পৃথিবী আমাকে দেখে ভেবে যায়: 'এর প্রাণে,আহা,
    লাখেরাজ হয়ে পড়ে রয়েছে সততা;
    যে নারীকে নদীর কিনারে জলে ভালোবেসেছিল
    সময়ের সুবাতাস মুখ ছুঁয়ে চলে গেলে যদি তার কথা
    ভুরু কোঁচকায়ে ভেবে নিতে হয়, মানব হৃদয় তবে সে কোন রকম।'
    হেমন্তের কুয়াশায় বেড়াতে বেড়াতে কারু দাবি
    অমল ঋণের মতো গ্রহণ করেছি আমি নিতে ভুলে গিয়ে;
    তার ভালোবাসা পেয়ে ভবহভাবে স্‌ৎ হয়ে আছি-ভাবি।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:২৪492941
  • ভয়াবহভাবে সৎ
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:২৬492942
  • ঋদ্ধি, চুক্তিটা কি স্ট্যাম্প পেপারে হবে?

    অবশ্য ইয়ে, আমিও আজকাল ঋদ্ধির মতই ভাবি। বিয়ে জিনিসটার দরকারই বা কী? লিভ ইন কল্লেই তো ল্যাঠা চুকে যেত। বিবাহ নামক প্রতিষ্ঠানটা যে কেন ... মানে ইয়ে ... ও দুখে, কিছু বলুন না !!
  • saikat | 202.54.74.119 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:৩৫492655
  • কিন্তু ঝিকির কিছু আগের পোস্টটা কেমন যেন ! আম জনতার জন্য স্ট্রেস রিলিফ আর কবি-সাহিত্যিকদের জন্য প্রেম - সেইটা।
  • siki | 122.177.181.116 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:৩৬492656
  • আমজনতা কী হে! স্ট্রেস বাস্টারের তালিকায় এক নম্বরে হল সেক্ষ, আর দু নম্বরে হল বাবল প্যাকের বাবল ফাটানো। :-)
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৩:৩৮492657
  • আরে বিবাহ তুলে দিলে কী করে হবে ? উটিই তো বেসলাইন । নইলে পরকীয়া ব্যাপারটাই তো নাল অ্যান্ড ভয়েড । টিম চাইলেও এখন পরকীয়া করতে পারবে না । নেতাই আর কদিন পর থেকে পারবে ।
  • saikat | 202.54.74.119 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:০৬492658
  • হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম। বিবাহ নামক প্রতিষ্ঠানটি আছেই এই জন্যই যাতে সাহসীরা পরকীয়ার মাধ্যমে প্রতিষ্ঠান বিরোধিতা করতে পারে। :-)
  • kallol | 119.226.79.139 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:১৯492659
  • সিকি ও অন্যান্যদের।
    আমি তো দুটো মানুষের মধ্যে সম্পর্কের কথা বলছিলাম, তার সাথে বিয়ের কোন সম্পর্ক নেই। বিয়ে হতেও পারে নাও হতে পারে। কিন্তু প্রত্যেকটা সম্পর্কের আলাদা রসায়ন আলাদা সম্মান। সেটা পুরণ করতে হয়। তাতে প্রচুর ঝামেলা। ঝামেলা এড়াতে গেলে অসৎ হতে হয়, তাতে সম্পর্কগুলোর অসম্মান হয়। এর যে কি সমাধান, অন্তত: আমি তা জানি না। কিন্তু কোনটাই পরকীয়া নয়। বিয়ে বা না-বিয়ে তাতে কিছু এসে যায় না।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৩৩492660
  • ঋদ্ধিবাবুকে - আপনার পোস্ট পড়ে এট্টু বেশী উত্তেজিত মনে হল । তবে যা বলছেন তাতে অবশ্যই পয়েন্ট আছে । বিয়েতে একটা অলিখিত চুক্তি থাকে । যদিদং হৃদয়ং ইত্যাদি । পরকীয়ায় সেটা ভঙ্গ হয় । এবং অন্যজন তাতে কষ্ট পেতে পারে । ঠিক । এটা সামাজিক কন্ডিশনিং কি বেসিক অধিকারবোধ যাই হোক, এটাকে অস্বীকার করার কোন জায়গা নেই । তাই লোকের মনে একটা অপরাধবোধ থাকাও বিচিত্র নয় । এবং ব্যাপার আরো জটিল হয় সন্তান থাকলে ।
    তবে মানুষ তো পালটায়, মনও । 'করতে নেই' দিয়ে তাকে সবসময় ঠেকানো যায় না । মূল্যবোধও পালটায় । প্রেমেন্দ্র মিত্রের 'মনু দ্বাদশ' পড়লে দেখবেন বিবাহের কনসেপ্ট অবসোলিট হয়ে গেছে । গোষ্ঠীবধূরই সম্মান ।
    এইসব আর কি । খিল্লিটিল্লি যা হচ্ছে সম্ভবত: আপনার আলট্রা-সিরিয়াস টোনের কারণে । নইলে এক সিকি ছাড়া এখানে কেই বা পরকীয়া-অন্ত প্রাণ ?
  • kumu | 122.160.159.184 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৪০492661
  • পোবোল পোতিবাদ,
    মোটেই সিকি ওরম নয়,

    (এক কুড়ির কেসটা বাদ্দিলে)।
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৪১492662
  • কল্লোলদা, বিয়ে একটা চুক্তি, স্বামী-স্ত্রীর একে অপরের প্রতি বিশ্বস্ত থাকা সেই চুক্তির অন্যতম ধারা, কাজেই অবিবাহিত অবস্থায় একাধিক সম্পর্কে জড়িয়ে পড়লে কারো সাথে কোন চুক্তির খেলাপ হয় না.....
    আর আগেই বলেছি একটা বয়সের পর সিরিয়াস প্রেম আমজনতার বিষয় নয় (কাউকে ব্যঙ্গ করছিনা, কেউ আঘাত পেলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি), এই বয়সের প্রায়োরিটি হল সন্তান, কেরিয়ার, সঞ্চয় ইত্যাদি...অনেকসময় স্বামী স্ত্রীর পরস্পরকে একান্তভাবে দেওয়ার মত সময় ও থাকে না..... গভীরভাবে পরকীয়া প্রেম করবে কখন?
    আমরা যা নিয়ে কথা বলছি সেটা বেসিকালি ফ্লার্ট করা.... আর আমার মত তো জানিয়েই দিয়েছি।
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৪৬492663
  • এক 'কুড়ি', নাকি 'এক কুড়ি' ?
  • de | 59.163.30.4 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৪৮492664
  • বাপরে! সিকির এ-এ-ক কুড়ি পরকীয়া! :)

    ঋদ্ধিমান নেহাতই কচি!
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫১492666
  • শুরু কবে করেছে সেটাও তো দেখতে হবে :)
  • de | 59.163.30.4 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫২492667
  • সিরিয়াসলি যে কোন বিষয়েই খাটনি আছে -- সিরিয়াস পরকীয়া অতি বিষম বস্তু!
    ফ্লার্টিং তুলনায় নিরিমিষ্যি!

    তবে এদ্দিনে কাউকম, গদ্দাফি, বুশ ছেড়ে বিপবাবু এট্টা টপার টই খুল্লেন!
  • de | 59.163.30.4 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫৫492668
  • ঝিকি, যেকোন সম্পর্কে জড়ানো মানেই চুক্তি, কখনো তা লিখিত কখনো অলিখিত!
  • kumu | 122.160.159.184 | ২৪ অক্টোবর ২০১১ ১৪:৫৬492669
  • সিরিয়াস পরকীয়া অতি বিষম বস্তু,এবং তার আকর্ষণ অমোঘ।
  • T | 14.139.128.11 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০০492670
  • পরকীয়া মহাবিদ্যা, যদি না পড়ে ধরা...
  • dukhe | 122.160.114.85 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০২492671
  • কেন, বিপবাবুর সংসারের টইটাও তো পীড়িত পুরুষ পতিদের আকর্ষণ করেছিল ।
  • kallol | 119.226.79.139 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০৫492672
  • ঝিকি। আপনি যেটা বলছেন সেটা সাধারণ সত্য। কিন্তু বিশ্বস্ত থাকার সংজ্ঞা কি? কারুর সাথে বিয়ে হয়েছে বলে আর কাউকে ভালোলাগা ভালোবাসা চলবে না, তা তো হয় না। যার সাথে ঠিকঠাক ভাব বিনিময় হয় তার সাথে সম্পর্ক গড়ে উঠতেই পারে। যেখান মানসিক সম্পর্ক একটা গভীরতায় পৌঁছয়, সেখানে শরীরের সম্পর্কও হতেই পারে। এবার কি করবে সেই মানুষটি? সে তো তার স্বামী/স্ত্রীকেও ভালোবাসে। আপনি বলবেন এরকমটা হয় না। কিন্তু বিশ্বাস করুন এরকমও হয়। অথচ তার স্বামী/স্ত্রী বহুসম্পর্কে বিশ্বাস করেন না (যেমন আর পাঁচজন করে না), তাতে তাকে দোষও দেওয়া যায় না।
    এই মানুষটির, আরও এরকম সম্পর্ক হয়। সে কাউকেই ছেড়ে আসতে পারে না। সে এসব ঝামেলায় না গিয়ে ভালো থাকতে পারতো - ঐ যে সংসার-সন্তান-সঞ্চয় ইত্যাদি। সেটা তার ভালো লাগেনি। সে কোন সম্পর্ককেই পরকীয়া মনে করে না।
  • kd | 59.93.245.95 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:০৬492673
  • বিবাহিত দম্পতিদের কেসে পরকীয়া তো লিভ টুগেদার দম্পতিদের কেসে নয় কেন? ফরক তো শুধু এক আইনি সার্টিপিটির।

    পরকীয়াতে বিপরীত লিঙ্গের উপস্থিতি কি আবশ্যিক?

    'ভাড়া করা' কেসও কি পরকীয়া?

    নিজের সঙ্গে ""প্রেম''ও কি পরকীয়া?

    উ: অ্যাতো অ্যাতো কোশ্নো। ঋদ্ধি ও অন্যান্যদের কাছে উত্তর চাই।
  • kd | 59.93.245.95 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:১০492674
  • ও হ্যাঁ, বিপ্লব অ্যাদ্দিনে একটা ঠিকঠাক সত্যিকারের কাজে লাগার মতো টই খুলেছে। কেন যে আনসান ব্যাপার-ট্যাপার নিয়ে সময় নষ্ট করে!
    :)
  • kc | 194.126.37.78 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:১৪492675
  • ও কাব্লেদা, নিজের সঙ্গে ""প্রেম'' পরকীয়া কেং হবে। উটিই হল গিয়ে সেফেস্ট এবং দুনিয়াতে সবথেকে বেশী ঘটে চলা ""প্রেম''। :-)
  • Jhiki | 182.253.0.99 | ২৪ অক্টোবর ২০১১ ১৫:১৭492677
  • কল্লোলদা বারবার বলছি, আমজনতা একটা বয়সের পর প্রেম-ভালোবাসার থেকে ভালো-বাসাকে গুরুঙ্কÄ বেশী দেয়।
    প্রেম করতে সময় লাগে না? সে সময়টা কোথায়?
    আর যদি কেউ মনে করে তার কছে সবগুলো প্রেম সমান, তাহলে খালি একজনের সাথে 'বিবাহ' নামের চুক্তিটি রাখার কি দরকার?

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন