এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পরকীয়া কি শরীর মনের জন্যে ভাল?

    Biplab Pal
    অন্যান্য | ২৩ অক্টোবর ২০১১ | ১৮০৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kumu | 122.160.159.184 | ২৫ অক্টোবর ২০১১ ১৬:৪৮492744
  • ঋদ্ধির রাগটা কোন পাতায় আছে?
  • Biplab Pal | 69.250.67.136 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:২৬492745
  • এই ফোরামে এমন কোন বিবাহিত নেই যে পরকীয়া করে নি।

    অথচ এরা শেয়ার করবে না------

    যেন পরকীয়া পায়খানার মতন অপবিত্র-শেয়ার করার বস্তু না।

    অথচ আমাদের পূর্বপুরুষরা কত প্রগ্রেসিভ ছিল- রুক্কীনিকে লাথি মেরে পরকীনী রাধাকে আমরা হিরৈন বানিয়েছি!

    বাঙালী দিনে দিনে পেছোচ্ছে।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:২৭492747
  • এই ফোরামে এমন কোন বিবাহিত নেই যে পরকীয়া করে নি।

    অথচ এরা শেয়ার করবে না------

    যেন পরকীয়া পায়খানার মতন অপবিত্র-শেয়ার করার বস্তু না।

    অথচ আমাদের পূর্বপুরুষরা কত প্রগ্রেসিভ ছিল- রুক্কীনিকে লাথি মেরে পরকীনী রাধাকে আমরা হিরৈন বানিয়েছি!

    বাঙালী দিনে দিনে পেছোচ্ছে।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:২৭492746
  • এই ফোরামে এমন কোন বিবাহিত নেই যে পরকীয়া করে নি।

    অথচ এরা শেয়ার করবে না------

    যেন পরকীয়া পায়খানার মতন অপবিত্র-শেয়ার করার বস্তু না।

    অথচ আমাদের পূর্বপুরুষরা কত প্রগ্রেসিভ ছিল- রুক্কীনিকে লাথি মেরে পরকীনী রাধাকে আমরা হিরৈন বানিয়েছি!

    বাঙালী দিনে দিনে পেছোচ্ছে।
  • T | 14.139.128.11 | ২৫ অক্টোবর ২০১১ ১৮:৪০492748
  • যত্ত সব ফালতু জেনারেলাইজড স্টেটমেন্ট। এরাই আবার বাঙালীর লজিকবোধ নিয়ে প্রশ্ন তোলে।
  • Nina | 12.149.39.84 | ২৫ অক্টোবর ২০১১ ১৯:২৪492749
  • রাধা কি রুক্মিনী , বাঙালী ছিলেন না তো, বিপ :-)
    বাঙালী একই জায়গায় আছে --পরের ঘরের চর্চা করে :-))
  • parakiyaakaari | 168.26.205.19 | ২৫ অক্টোবর ২০১১ ১৯:৪৬492750
  • বিপদাবাবু, বাঙালীর চরিত্রের এই প্রবল দোষ খন্ডন করার এমন সুযোগ হেলায় হারাবেন না। আপনার পরকীয়াগুলো শেয়ার করে আমাদের, এই অধম ভীতু বাঙালীদের একটু সাহস দিন!!! বিশ্বাস করুন, নিজের পরকীয়া শেয়ার করার জন্যে প্রাণ আকুলিবিকুলি করছে, আঙুল নিশপিশ করছে, কিন্তু ভয়ের কাছে বাঙালী চির পরাজিত। দয়া করে আপনি একটু সাহস দিন দাদা, পরকীয় শেয়ার করে বাঁচি!!

    প্লিজ, প্লিইইইইজ, প্লিইইইইইইইইইইজ...
  • siki | 122.177.181.116 | ২৫ অক্টোবর ২০১১ ২০:২৬492751
  • বিপ-বাবু, আপনার তেহাইটা স্লাইটলি বেল্টের নিচে হয়ে গেল। এ ধরণের জেনারেলাইজড স্টেটমেন্ট না করলেই খুশি হব।
  • Tim | 198.82.18.161 | ২৫ অক্টোবর ২০১১ ২০:৩৯492752
  • বেল্টের নিচে তেহাই? :-O
  • dukhe | 117.194.228.214 | ২৫ অক্টোবর ২০১১ ২১:৩৪492754
  • বিপবাবু কি বিবাহিত বললেন, না বিবাহিতা ?
    প্রথমটা হলে আপনার অনুমান থেকে সিদ্ধান্ত দাঁড়ায় - এই ফোরামে এমন কোন বিবাহিত নেই যে গিন্নিকে ভয় পায় ।
    তাই বললেন ? সত্যি ?
  • samabyaathi | 168.26.205.19 | ২৫ অক্টোবর ২০১১ ২১:৪৮492755
  • আহা, তোমরা বড় গোল করো। বিপবাবুকে বাঙালীকে গালাগাল দিয়ে হৃদয়ের তাপ জুড়োতে দাও খানিক। সেই যে পদ্য শোনো নি?

    ভাগ্যিস আছিল নদী জগৎসংসারে
    তাই লোকে যেতে পারে পয়সা দিয়ে ওপারে।।

    বাঙালী এমন ভীতু না হলে বিপবাবু কেমন করে অশান্ত হৃদয়ের বিক্ষুব্ধ তরঙ্গাবলীকে পরাজিত কালনাগিনীর ফোঁসফোঁসানিতে পরিণত করতেন?
  • maximin | 59.93.193.168 | ২৫ অক্টোবর ২০১১ ২২:১২492756
  • বিক্ষুব্ধ হৃদয় আবার কোথায় দেখেন? বিপ্লব (মানে ওনার টই) তো জনপ্রিয়তার শিখরে! সেটা দেখে খুশি হয়ে তেহাই দিচ্ছেন।
  • pi | 128.231.22.133 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:০৭492757
  • হ্যাঁ হ্যাঁ বিপদা, আপনি আচরি ধর্ম ... )
  • kc | 178.61.96.29 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:১৩492758
  • ধা ধা ধা।
    এটা একটা তেহাই। সবথেকে ছোট তেহাই। বেল্টের নীচে কিনা, তা নিয়ে কবি কিছু কননি। হতেও পারে।
  • siki | 122.177.181.116 | ২৫ অক্টোবর ২০১১ ২৩:২৭492759
  • সবার আগে বরম পরকীয়ার একটা ডেফিনিশন বানানো যাক। পরকীয়া বলতে এই টইয়ে কবি কী বোঝাতে চেয়েছেন? মনের কথা শেয়ারিং? হাত ধরাধরি? চুমাচাটি? বিছানা?

    সেটা আগে ঠিক হোক, তারপরে বেল্টের পজিশন ঠিক করে নেওয়া যাবে বরম।
  • Biplab Pal | 69.250.67.136 | ২৬ অক্টোবর ২০১১ ০৯:১৫492760
  • এই যে পাই
    নিজের পরকীয়া নিয়ে নিজের থ্রেডে লেখা ঠিক না। আমি সবার মতামত চাইলাম, আর তুমি বলছ, আগে নিজের কেচ্ছা লিখলে, তবে--

    এটা ব্ল্যাকমেইলিং...

    প্রথমত লে।অ।অলেখির কারনে আমার হাতে সময় খুব কম-যবে থেকে লেখা ধরেছি। তারপর টুকটাক ব্যবসার জন্যেও চাপ থাকে। ফলে যদিও বা অনেক মহিলারই আমাকে ভাল লাগে এবং আমারও তাদেরকে আরো বেশী ভাল লাগে, সময় ইনভেস্টমেন্টের অভাবে, সব প্রেমই কালবৈশাখীর বৃষ্টির মতন ফুটিফাটা মাটি টেনে নেয়। জল জমে না। কাদায় পা ডোবে না। বড়জোর রৌদ্রতপ্ত শক্ত মাটি, একটু নরম হয়।

    সবকিছুর জন্যে সময় দরকার। পরকীয়ার জন্যে সেটা আরো বেশী দরকার। মুশকিল হচ্ছে হাতে সময় পেলে, প্রথমে আগে দুটো উপন্যাস অনেকদিন থেকে প্ল্যান করে রেখেছি, তা শেষ করব। তারপরেও যদি হাতে সময় থাকে, একটা চুটিয়ে পরকিয়া করার ইচ্ছা আছে বহুদিন থেকে।
  • rimi | 75.76.118.96 | ২৬ অক্টোবর ২০১১ ০৯:৪০492761
  • এতদ্বারা প্রমাণিত হইল বিপবাবুও বাঙালী, আদ্যোপান্ত বাঙালী। QED
  • Tim | 173.163.204.9 | ২৬ অক্টোবর ২০১১ ০৯:৪৫492762
  • ওহো নিজের টই বলে অসুবিধে হচ্ছে? আমি একটা টই খুলে দেবো বিপদা? :-)
  • Sibu | 108.23.41.126 | ২৬ অক্টোবর ২০১১ ০৯:৫২492763
  • :))
  • dukhe | 117.194.230.11 | ২৬ অক্টোবর ২০১১ ১২:৩৯492766
  • সময়ের অভাবে পরকীয়া, নোবেলপ্রাপ্তি, মন্ত্রীগিরি - কোনটাই করে ওঠা হল না । দেখি অফিস আওয়ার্স এট্টু কমাতে বলি । তবে যদি কোন একটা লাইনে মহাপুরুষ হতে পারি ।
  • ranjan roy | 115.118.146.226 | ২৬ অক্টোবর ২০১১ ১৪:১৫492767
  • আমি রান্নাঘরে দুধের প্যান থেকে সর, কড়াই থেকে আলুভাজা, সসপ্যান থেকে মুরগীর লেগপিস, ফ্রিজ থেকে মিষ্টি চুরি করে খাই। গিন্নি কখনো কখনো ধরে ফেলেন, কখনো কখনো সন্দেহ প্রকাশ করেন।( গোণায় একটা কম দেখছি কেন?)। এমনকি
    কুকুরের জন্যে রাখা শিকবাবাবের কাঠি থেকে একটি-দুটি সরিয়ে নিই, মাঝরাত্তিরে। বামাল ধরা না পড়লে বেমালুম
    অস্বীকার করি।
    আমার পরকীয়ার সাহস ওই অব্দি। তবে ওই জিনিসগুলোই গিন্নি পরিবেশন করলে যা আনন্দ হত, চুরি করে খাওয়ার স্বাদই আলাদা, মজা আলাদা, ধরা পরার ভয় থাকলেও।
  • siki | 123.242.248.130 | ২৮ অক্টোবর ২০১১ ০৯:৫৮492768
  • এইটা আর এগলো না? কত আশায় ছিলাম এর একটা সিরিজ বেরোবে, সবাই মন খুলে নিজের নিজের পরকীয়ার কথা লিখবে।
  • dukhe | 122.160.114.85 | ২৮ অক্টোবর ২০১১ ১০:১৭492769
  • পার্টনারকে আপনি কতটা 'সম্পত্তি' বলে মনে করেন, তার ওপর নির্ভর করছে আপনি পার্টনারের পরকীয়া মানবেন কি না ।
    ডি: - ইহা কেবলমাত্র পার্টনার নারী হইলে প্রযোজ্য । পুরুষ পার্টনার অবশ্যই পুরোদস্তুর সম্পত্তি হিসেবে গণ্য । এবং এই হিসাবের আওতায় সমকামীরা নাই ।
  • siki | 123.242.248.130 | ২৮ অক্টোবর ২০১১ ১০:২৯492770
  • কিন্তু আমি এই মাঝযৌবনে এসে এখনও যে একটা বুক ফুলিয়ে বলবার মত পরকীয়া করে উঠতে পাল্লাম না, এ দু:খ আমি রাখি কোথায়? এক সেই কুড়ির ওপর আমি অনেক আশা রেখেছিলাম, তা সে-ও নেই, স্যান্ডোও কখন যে আসে কখন যে আসে না, ঠিক বোঝা যায় না। তবে যাই হোক, স্যান্ডোর চেয়ে কুড়িই বেশি অ্যাপ্রোচেবল ছিল।

    হায় ...
  • dukhe | 122.160.114.85 | ২৮ অক্টোবর ২০১১ ১০:৫৩492771
  • আহা সিকি তো একদিন কুড়ির সঙ্গে লাঞ্চ করলে - ওটাকেই পরকীয়া ধরে নাও না । যদিও সেটাকে দেড়েলের সঙ্গে পরকীয়াও ধরা যায় ।
  • Jhiki | 182.253.0.99 | ২৮ অক্টোবর ২০১১ ১১:৫৩492772
  • ভাইফোঁটার দিনও পরকীয়া!
  • pi | 72.83.90.203 | ২৮ অক্টোবর ২০১১ ১২:২০492773
  • আপনি কি পরকীয়া করেন ?
    তাহলে হয়তো আপনি ধর্মীয় অসেচতনার কারণে লুলু-লুলী টাইপের ।

    বিশদে জানতে: বিসর্গ ডট কম।

  • siki | 123.242.248.130 | ২৮ অক্টোবর ২০১১ ১২:২৮492774
  • ধুর!

    ব্লক্‌ড।
  • pi | 72.83.90.203 | ২৮ অক্টোবর ২০১১ ১২:৩৯492775
  • ঠিকাছে, তালে একটু কপি পেস্ট করে দি :

    প্রসংগ:পরকীয়া ! আমাদের ছি:ছি: এবং দ্বিমুখী আচরন।

    লিখেছেন: ডিজিটাল দুষ্ট ছেলে ||

    সমাজের বাস্তবতা নিয়ে এই লেখাটি ।অতাই মডারেটর ভাইদের কাছে অনুরুধ এই লেখাটিতে হাত দেওয়ার আগে একটু ভেবে দেখবেন।

    বিভিন্ন ব্লগে পরকীয়া সম্পর্কে ব্লগারদের বেশ অনুভূতি লক্ষ্য করেছি।আনেকেই অনেক ভাবে নিজেদের মতামত তুলে ধরেছেন।অপরকীয়াকে অনেকে একবাক্যে স্বীকার করেছেন এটা অন্যয় এটা বিশ্বাস ঘাতকতা।অআবার অনেকে সরাসরি না বললেও আধুনিক(?) কিছু যুক্তি দিয়ে পরকীয়া হতেই পারে এমন সমর্থন দিয়েছেন। ঘরে বউ রেখে অন্যের শরীরে মাতাল হওয়া কিংবা স্বামীর কাছে লুকিয়ে অন্যর সাথে সম্পর্ক রাখাটা প্রতারণা এটা যেমন অস্বীকার করার উপায় নেই তেমনি আমাদের দেশের প্রেক্ষাপটের বাস্তবতায় এ অন্যায়টা করার পেছনে বেশ কিছু কারণ আছে যা আমরা দেখেও না দেখার ভান করি।অশুধু ছি: ছি: করাটা যেমন ঠিক নয় তেমনি এটাকে স্বীকার করাও ঠিক নয়।অছি: ছি: করে এসব এড়িয়ে গেলে যেমন পরকীয়া রেআধ করা যাবেনা আবার পরকীয়াকে বাহবা দিয়ে একে স্বীকৃতি দেওয়ারও কেআন মানে হয়না।অকারণ,একটি পরকীয়ার কারণে যখন একটি সংসার ভেঙে যায় তখন সবচাইতে বেশী ক্ষতিগ্রস্থ হয় সন্তানেরা;সামাজিক ভাবে অন্যেদের কাছ থেকে একরকম বিচ্চিন্ন হয়ে যেতে হয়।অবেশ কয়েকবছর আগে পরকীয়া নিয়ে আমার নানা ভাবে কিছু কাজ করার সুযেআগ হয়েছিল।অকেন একজন মানুষ নিজের স্বামী/বউ রেখে অন্যের সাথে সম্পক করে?কেন কয়েক সন্তান রেখে অন্যের হাত ধরে রাতের আধারে অজানার পথে পা বাড়ায় একজন নারী?ঘর ছাড়ার সময় কি নারীটি একবারও ভাবেনা প্রিয় সন্তানগুলেআর মুখ?কেন পুরুষ সুন্দরী বউ রেখে খারাপ পাড়ায় যায়?কেআন নারীর বুকে মাথা রাখার সময় কি ঘরের বউ ,সমাজের বাস্তবতার কথা একবারও ভাবেনা?শুধুই কি শারিরীক চাহিদার কারণে?শুধুই কি ভালবাসার কারণে?
    আগেই বলেছি পরকীয়া নিয়ে বেশ কিছুদিন কাজ করার সুযেআগ আমার হয়েছে।অযেসব কারণগুলেআ আমার কাছে সবচেয়ে প্রবল যুক্তি সংগত মনে হয়েছে সেগুলেআর হালকা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব।
    ...

    . লুলু-লুলী টাইপের স্বভাব হওয়া।

    পরকীয়ার এ শ্রেনীর জন্য আমার কেআন সমবেধনা নেই।অএদের কাজ হচ্চে লেআল ঝরিয়ে অন্যকে বিভ্রান্ত করা।

    .তথাকথিত আধুনিকতায় ঘা ভাসিয়ে দেওয়া।

    এ শ্রেনীর মানুষগুলেআর কাছে পরকীয়াটা হচ্চে এক ধরনের ফ্যাশন যেমন ফ্যাশন ছেলে-মেয়েদের সিগারেট খাওয়া,মদ খেয়ে ব্যাক্তিত্ববান হওয়া।অএ শ্রেনীর আধুনিক ছাগলদের পরকীয়া হচ্চে নিজেদের বিশ্বের সাথে তাল মেলানেআর প্রতিযেআগিতা। ...

    http://www.bishorgo.com/user/189/post/369
  • Jhiki | 182.253.0.99 | ২৮ অক্টোবর ২০১১ ১২:৪৩492777
  • pi, লুলু-লুলী টা একঘর :):)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে প্রতিক্রিয়া দিন