এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ভালো বই

    vikram
    বইপত্তর | ০২ মার্চ ২০০৬ | ১৫২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • i | 202.128.112.253 | ২৫ সেপ্টেম্বর ২০০৭ ০৯:১২499520
  • Lloyd Jonesএর 'Mister Pip'।
  • bhabuk | 198.80.153.10 | ২৬ সেপ্টেম্বর ২০০৭ ১৯:১৪499521
  • India After Gandhi- The History of the world's largest democracy - রামচন্দ্র গুহ। পড়তে শুরু করেছি। বেশ ভালো।
  • Somnath | 59.93.240.151 | ০৪ মার্চ ২০০৮ ০১:২৯499522
  • সঞ্জয় মুখোপাধ্যায়ের বই পেলাম না। বইমেলায় "রক্তকরবী"তে নেই। "আলোচনা চক্র"তে নেই। "প্যাপিরাস"এ নেই। "প্রতিভাস" এ নেই।

    কোথায় পাবো? টালিগঞ্জের প্যাপিরাস বাদ দিয়ে বলো। এখন অদ্দুর যেতে পারবো না।

    জ্যোতিরিন্দ্র মিত্র কোথায় পাবো?
  • r | 198.96.180.245 | ০৫ মার্চ ২০০৮ ০০:৩৫499523
  • সঞ্জয় মুখো যাদবপুর? সে তো যাদবপুরে পাওয়া যায়। ;-)

    আর জ্যোতিরিন্দ্র মিত্র নয়, জ্যোতিরিন্দ্র মৈত্র।
  • ranjan roy | 122.168.77.206 | ০৫ মার্চ ২০০৮ ২২:৪৩499524
  • ১) Kite Runner, 2) Blink, 3) In Defense of History( মান্থলি রিভিউ এর দুই সম্পাদকের এডিট করা, আসলে পোস্ট মর্ডানিজম কে কাটাছেঁড়া করা)।

    ৩) Good Muslim, Bad Muslim-- মাহমুদ মাম্‌দানি( ভাল বেশ কুল অ্যানালিসিস।উনি কলম্বিয়া ইউনি তে পড়ান। আবার হটাৎ টাইমস অফ ইন্ডিয়া জানালো উনি মীরা নায়ারের পতিদেবও বটেন। হায় আল্লা!
    ( বাংলা অনুবাদ আমার ছোট ভাই রজত রায় করেছে। আমি জেলাসির চোটে মূল ইংরেজিটাই পড়লাম।)
    ৪) Angella's Ashes ওর ছেলে ফ্রাংক কোর্টের লেখা। পুলিটজার পাওয়া। আমি সেন্টিমেন্টাল লোক, আমার অসাধারণ লেগেছে।
  • aja | 207.47.98.129 | ০৫ মার্চ ২০০৮ ২২:৫৫499525
  • রজত রায় মানে যিনি 'এক অবিশ্বস্ত ইউরোপীয়ের জবানবন্দী' অনুবাদ করেছিলেন?
  • nyara | 67.88.241.3 | ০৫ মার্চ ২০০৮ ২৩:৩৫499526
  • আমি এখনও পুরোটা পড়ে উঠতে পারিনি সময়াভাবে - The Israel Lobby। অ্যামেরিকান ফরেন পলিসি নিয়ে আকর্ষণ বা অনুসন্ধিৎসা থাকলে অবশ্যপাঠ্য।

    Blink পড়েছিলাম বছর দুয়েক আগে। ভালই লেগেছিল। Freakonomics বছরখানেক আগে। একই ব্যাপার। কিন্তু দুটো বইই একটু overhyped মনে হয়। সেই জন্যে Gotcha Capitalism পড়ব কিনা সাতপাঁচ ভাবছি। আজকাল বই পড়ার সময় এত কমে গেছে ভেবেচিন্তে বই বাছতে হয়। কেউ Gotcha Capitalism পড়ে থাকলে সুলুকসন্ধান দিন।
  • r | 198.96.180.245 | ০৫ মার্চ ২০০৮ ২৩:৫৮499527
  • রজত রায় নিয়ে কনফিউশন হচ্ছে। কেউ একটু খোলসা করুন না কেনে?
  • Sumeru | 59.93.245.243 | ০৬ মার্চ ২০০৮ ১১:০১499528
  • সঞ্জয় মুখো: অহন যাদু নন। সেক্টর ৫।

    কোথায় পাওয়া যাবে? ফোনে জিগাও।

    জ্যোতি পাবা ভারবি'তে। দে'জেও একটা। বেঙ্গল পাবলিশার্স প্রা লি তেও একটা পাওয়া যাওয়ার কথা।
  • ranjan roy | 122.168.77.206 | ০৬ মার্চ ২০০৮ ১২:৪২499530
  • r,
    আমি বল ক্লিয়ার করছি। গুনার মিয়েরদালের ছেলের আত্মজীবনীর অনুবাদক রজত রায় আলাদা ব্যক্তি।
    আমি যার কথা বলছি সে আমার সহোদর, বছর দেড়েকের ছোট।
    তিন বছর আগে "আ-বা-প''র চিফ নিউজ এডিটর, তারপর "কোলকাতা টিভি'তে সি ই ও হয়ে দু'বছর কাটিয়ে এখন দিল্লির " Hard News এর কোলকাতা ডেস্ক দেখছে।
    ও অনুবাদ করেছে শ্যামাচরণ দুবে-- Ancient India' আর ঐ "" Good Muslim, Bad Muslim''.
    আচ্ছা, আমি অনুবাদ করতে চাই- এ'বছর পদ্মভুষণ প্রাপ্ত লেখক শ্রীলাল শুক্লের- "" রাগ দরবারী''। আমার মতে অসাধারণ বই। পোস্ট ১৯৪৭ গো-বলয়ের গ্রামীন সমাজ ও রাজনীতির চমৎকার স্যাটায়ার। আর প্রয়াত মনোহরশ্যাম যোশীর "" কুরু কুরু স্বাহা''। ঐসময়ের বম্বের সাহিত্যিক ও ফিলিমওয়ালাদের স্ট্রাগলের ছবি। any taker?.
  • nyara | 64.105.168.210 | ০৬ মার্চ ২০০৮ ১২:৫০499531
  • রঞ্জনদা, আবছা মনে পড়ছে 'রাগ দরবারী'র একটা অনুবাদ আছে সাহিত্য সংসদের - বোধহয় সত্তরের দশকের।
  • ranjan roy | 122.168.77.206 | ০৬ মার্চ ২০০৮ ১৫:২৮499532
  • হ্যাঁ, ঠিক বলেছো। কিন্তু আমার কেমন মনে হয়েছিলো যে ঐ অনুবাদটা বেশ লিটার‌্যাল হয়েছে। তাতে আঞ্চলিক গন্ধ ও বর্ণ ঠিকমত ফোটেনি। আর ঐ বইটা আমার খুব কাছের মনে হয়। তাই ইচ্ছে রয়ে গেছে। NBT বা অমনি কেউ রাজি হলে,-- আশায় বাঁচে চাষা।
  • r | 198.96.180.245 | ০৬ মার্চ ২০০৮ ২০:৪৭499533
  • তাই বলুন! রজতমামারা (রেফ: এ:অ:ই:জ:) আমাদের বহুদিনের পড়শী বলে হঠাৎ নতুন দাদার খবর শুনে ঘাবড়ে গিয়েছিলাম।
  • Sudipta | 122.169.165.135 | ০৭ মার্চ ২০০৮ ২০:৪৪499534
  • আমার দুটি বই-এর সন্ধান চাই, একটি হল ভারতচন্দ্রের অন্নদামঙ্গল, অপরটি মুকুন্দরামের চন্ডীমঙ্গল, আমায় কেউ এর সফট কপি পাঠিয়ে দিলে ভালো হয় (লিংক দিলেও চলবে), আর-ও একটা খবর চাই, আমার কাছে মান্ধাতা আমলের একটা অন্নদামঙ্গল ছিল প্রায় ছেঁড়া খোঁড়া অবস্থায়, নতুন কিনবো, কলেজ স্ট্রীটের কোন দোকানে ঠিক পাওয়া যাবে বলতে পারেন কেউ? নিজে তো যেতে পারছি না, কাউকে দিয়ে কেনাতে হবে, তাই একটু ডিটেলস চাইছি, কেউ বলতে পারলে ভালো হয়;

    এখানে জানাতে পারেন...

    [email protected]
  • dd | 58.68.82.178 | ০৭ মার্চ ২০০৮ ২১:০৮499535
  • ভারতচন্দ্রের গ্রন্থাবলী বসুমতী সাহিত্য মন্দিরের প্রকাশনা।
    অন্নদামংগল? ঠিক জানি না। বোধ হয় ক্যালকাটা ইউনিভার্সিটির পাব্লিকেশন থাকতেও পারে।

    বসুমতী কি এখনো আছে ?
  • Somnath | 59.93.254.31 | ০৮ মার্চ ২০০৮ ০০:৫৯499536
  • ভালো কেনার মতো বাংলা বইয়ের লিস্টি দাও তাড়াতাড়ি। বইমেলা আর মাত্র তিন দিন আছে। তারপর তো আরো কিচ্ছু পাওয়া যাবে না।

    কলেজ স্ট্রীট জালি হয়ে যাচ্ছে দিনে দিনে।
  • dd | 58.68.82.178 | ০৮ মার্চ ২০০৮ ০১:২১499537
  • ভালো বই বলে কিছু নেই। যে যা পড়তে চায়। সেইটাই ভালো।

    বসুমতী কি এখনো আছে? হটযোগ প্রদিপীকা তোর ভালো লাগবে (মানে ওমনাথকে বলছি)। পুরাতনী বাংলা সহিত্য ভাল লাগলে আর কোনো অল্টারনেটিভ নেই।
    পুরাণ পড়বি ? আকর ধর্মগ্রন্থ ? সংস্কৃত পুস্তক ভান্ডার। কি জানি - আর কতো কতো ভালো বই বার করেছে।
    সিরিয়াস বই বার করে ফার্মা কে এম এল। আগে আগে (১৯৯৫)ওরা স্টল দিতো না।

    বই মেলাতে গিয়ে বাংলা বই বাংলা বিষয় খোঁজ। না হলে ইনজিরীতেই সব বিষয়ে সাহেবরা লিখে গ্যাছে - সবিস্তারে।
  • Somnath | 59.93.254.31 | ০৮ মার্চ ২০০৮ ০১:৫৭499538
  • ভালো বই মানে তুমি এখন কলকাতায় থাকলে বইমেলা থেকে কি কি কিনতে? এইটে সবাইকে বলছি। লিখে দাও।

    বসুমতী দিব্যি আছে। প্রচুর কম দামে বই পত্র এখনো পাওয়া যায়।

    লিস্টি দাও। জানোই তো পুরোনো বই পেলেই কিনে ফেলবো। পুরাণ সবগুলো একসাথে পেলে কিনবো। খেপে খেপে কিনবো না।

    প্রকাশণী

    ১। সংস্কৃত পুস্তক ভাণ্ডার (পুরাণ ছাড়া আর কি কি?)
    ২। বসুমতী (হটযোগ)
    ৩। ফার্মা কে এম এল (?)
    আর?

    তাছাড়া ও গদ্য পদ্য অন্যরকম লেখা, ভালো লেখার খোঁজ কেন লোকে দেয় না? আমি যা পেলাম
    সঞ্জয় মুখোপাধ্যায়
    -অন্যান্য ও ঋত্বিকতন্ত্র
    -নাশকতার দেবদূত
    -অন্তর্বর্তী প্রতিবেদন
    -হে চলমান চিত্রমালা)
    (শেষ তিনটে রোববার পাবো)

    পাচ্ছি না - ইবলিশের আত্মদর্শন সম্পর্কিত, স্থানাঙ্ক নির্ণয়।

    উদয়ন ঘোষ
    -স্বপনের ম্যাজিক রিয়েলিটি
    -আসানসোলের লক্ষ্মী
    -আদালত ও জীবনের বৌ (কৌরব)
    -অবনী বনাম শন্তনু (উর্বী))
    -কনকলতা
    -দুই কন্যা (বলল যে দুটো সংখায় গল্পগুলো বেড়িয়েছিল সেগুলো এনে দেবে
    -অতনু কথা
    -লোকটা ভালো লোকটা ভালো না (শেষ দুটো বলল খুঁজবে, নইলে পরে পোস্টে পাঠিয়ে দেবে)

    (প্রথম দুটো আমার ছিল। কনকলতা বলল রোববারের মধ্যে খোঁজার চেষ্টা করবে)

    পাচ্ছিনা - বন্দুকের নল থেকে একদা, মুকুলেশের মা যা হইবেন (কৌরবে নেই), উদয়ন ঘোষের ছোটোগল্প, আমি এখন আণ্ডারগ্রাউণ্ডে, খালাসিটোলায় আমি এক প্রডিগ্যাল খালাসি (কৌরবে নেই), মলয়ের অষ্টম প্রণয়

    কৃষ্ণগোপাল মল্লিক (?) এর একটা কালেকশন উর্বী তে পাবো কাল/পরশু।

    দীপক মজুমদার - "মাটি আকাশের দুরন্ত খেলা" পেলাম মনচাষা-তে।

    আরো সাজেস্ট করো!! সমর সেন কমপ্লিট ভল্যুম বেড়িয়েছে? অবনীন্দ্র পুরোটা প্রকাশ ভাবনে পেলাম।

  • dd | 58.68.82.178 | ০৮ মার্চ ২০০৮ ০২:১৩499539
  • ধুর।
    তেরো বচ্ছর বাংলা ছাড়া।
    গত পাঁচ বৎসর কলকাতায় পা দি' নি।(এয়ার্কি মারিস না)।
    নেক্সট পাঁচ বছরেও যাওয়ার প্রবাবিলিটি নেই।
    বইমেলায় গ্যালে পুরাতনী বাংলা সাহিত্য কিন্তাম। বসুমতী থেকে।
    সংস্কৃত সাহিত্য কিনতাম বাংলা ভাষায় অনুদিত(বাংলায়,সংস্কৃত পুস্তক ভান্ডার থেকে)।
    এই সব।
    english বই তো ব্যাংগালুরেও পাওয়া যায়।

  • Souvik | 69.25.174.3 | ০৮ মার্চ ২০০৮ ০৪:৩৬499541
  • ঋত্বিক ঘটকের Cinema and I।এক অনবদ্য collection যেকোনো cinemaপ্রেমীর জন্য।দাম মনে পরছে না।
  • hanu | 80.243.115.119 | ০৮ মার্চ ২০০৮ ১১:০৩499542
  • ধীরেন্দ্রনাথ বাস্কে - সাঁওতাল গণ বিদ্রোহ
    একেবারে সম্প্রতি পড়েছি। রেকো দিলাম।
  • souvik | 72.134.107.39 | ০৮ মার্চ ২০০৮ ১১:৪৩499543
  • the just আর the possesed কামু। সদ্য পরলাম। অসাধারন।
  • souvik | 72.134.107.39 | ০৮ মার্চ ২০০৮ ১১:৪৭499544
  • ঘুনপোকা, পারাপার,মানবজমিন,শ্যাওলা,দুরবীন। শীর্ষেন্দু।
  • Somnath | 59.93.179.230 | ০৮ মার্চ ২০০৮ ১৩:৩৫499545
  • আরো বলো।

    ডিডি আগে একবার বলেছিলে ফা হিয়েন, হিউ এন সাং এর লেখাগুনো পাওয়া যায়। কোথা থেকে, ভুলে গেছি।

    দেবর্ষি সারগী র শুধু "গল্পকুঞ্জ" আছে। বাকি কোনটে কোথায় পাবো?

    ভগীরথ মিশ্র কেমন? অরূপরতন বসু? জ্যোতিরিন্দ্র নন্দী শুনলাম তেমন কিছু নয়? কারো ভালো লাগে? মণীন্দ্র গুপ্ত কোনো কালেকশন বেরিয়েছে? সমগ্র গোছের? বুদ্ধদেব বসুর ও তো সমগ্র বেরোয় নি? সমর সেন?

    সুবিমল মিশ্র প্রায় পুরোটা গুটিয়ে এনেছি। অভিজিৎ সেন এর পঞ্চাশটি গল্প (সুবর্ণরেখা) ছাড়া আর কোনটে কোথা থেকে পাওয়া যাবে?
  • Blank | 59.93.213.218 | ০৮ মার্চ ২০০৮ ১৯:৩২499546
  • বাংলা আকাদেমি থেকে বাংলার চিত্রকলা কিনে ফেলো।
    এবারে বাংলা দেশের প্যাভিলিয়ান থেকে গোলাম মুরশিদ্র 'হাজার বছরের বাঙালী সংস্কৃতি' কিনলাম।
    মিত্র ও ঘোষ থেকে 'কলেজ স্ট্রীটের ৭০ বছর' বার করেছে। নস্টালজিক বই।
  • d | 59.162.216.214 | ০৮ মার্চ ২০০৮ ১৯:৫৩499547
  • দুটো নইয়ের সম্পর্কে এক বন্ধুর কাছে শুনলাম, এখানে লিখে রাখি

    ১। কমলকুমার ও কলকাতার কিস্যা - অনিরুদ্ধ লাহিড়ী - তালপাতা
    ২। জলার্ক - বুদ্ধদেব বসু সংখ্যা

    আরো শুনলাম চন্ডীমঙ্গল ও মঙ্গলকাব্যের আরো কিছু "বামা প্রকাশনী' থেকে পাওয়া যায়।
  • ranjan roy | 122.168.77.206 | ০৮ মার্চ ২০০৮ ২৩:১৪499548
  • ভগীরথ মিশ্র ""তারে জমীন পর'' গোছের সিন্ড্রোম নিয়ে ১৫বছর আগের থেকেই ছোটগল্প লিখছেন। বেশ ভালো।
    সমর সেনের পূর্ণাঙ্গ ""অনুস্টুপ'' এ পাওয়া যাবে।

    জ্যোতিরিন্দ্র নন্দী ? কি বলছেন? "" বারো ঘর, এক উঠোন'', "মীরার দুপুর''," এই তার পুরস্কার'' ও বেশ কিছু ভালো ছোটগল্প। অন্য পথে হাঁটা এক অনন্য লেখক। আর এক জন জগদীশ গুপ্ত। পড়ে ফেলুন, ঠকবেন না।

  • Somnath | 59.93.240.243 | ০৯ মার্চ ২০০৮ ০১:৩৫499549
  • রঞ্জনদা "আপুনি" বলছো নাকি? বোধিদার মত বলি - "চাপ হয়ে গেল" :-(

    সমর সেন এর পাঁচটা চটি বই একটা বাক্সে মুড়ে বিক্রি করে অনুষ্টুপ। ওটাই কমপ্লিট? না অন্য কিছুর কথা বলছো?

    জগদীশ গুপ্ত মোটামুটি পুরো আছে। থ্রেড খুলে লিখছিলাম তো।

    দীপ্তেন্দার কথা শুনে হঠযোগ দীপিকা কিনে দেখি তাতে কূলকুণ্ডলিনী শক্তিকে জাগানোর ব্যায়াম ভর্তি। নেহাৎ তেরো টাকা পঞ্চাস পয়সা দাম বলে খচে গেলাম না। :-(

    পুরাণগুলোর কি দাম মাইরি? তার উপর স্কন্দ পুরাণের ৪ টে ভাগ ইত্যাদি। কোটি কোটি খরচ, অথচ সবগুলো নেই সংস্কৃত পুস্তক ভাণ্ডারে। কাটিয়ে দিলাম।
  • Sumeru | 59.93.254.90 | ০৯ মার্চ ২০০৮ ১০:৫৬499550
  • ১) সংস্কৃত সাহিত্য সম্ভার- নবপত্র
    ২) অভিজিত সেনের গল্প- প্রতিক্ষণ
    ৩) দেবর্ষি সারগির গল্প- প্রতিক্ষণ
    ৪) দেবর্ষি সারগির উপন্যাসগুলি- করুণা প্রকাশনী

    সোমনাথের জন্য।
  • Ishan | 65.27.36.242 | ০৯ মার্চ ২০০৮ ১১:২৫499552
  • "জ্যোতিরিন্দ্র নন্দী শুনলাম তেমন কিছু নয়' টা কিন্তু সোমু হেবি দিয়েছে। :)।
    অরূপরতন বসুর সর্বশেষ লেখা "ইয়োকাস্তার দিকে' (বানামটা এইটা নাও হতে পারে) বেরিয়েছে শুনলাম। কারা বার করল ঠিক জানিনা যদিও। :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন