এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • ভালো বই

    vikram
    বইপত্তর | ০২ মার্চ ২০০৬ | ১৫৪৬৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Arpan | 216.52.215.232 | ০২ মার্চ ২০১০ ১৭:৪৯499419
  • অনেকেরই আছে। সেইগুলি খুব একটা ইন্টারেস্টিং নয়। ইন্টারেস্টিং হল সেইসময়ের সংবাদপত্রগুলির প্রতিবেদন। মুখ্যমন্ত্রীর বিবৃতি। পুলিশকত্তার ভাষ্য। এইগুলি।
  • saikat | 202.54.74.119 | ২৮ এপ্রিল ২০১০ ১০:৫৩499420
  • ছায়াবিহীন - আডেলবার্ট ফন শামিসো।
    ভাষাবদল - সন্দীপন চট্টোপাধ্যায় কৃত। প্রকাশক : প্রতিভাস। মূল্য : ৬০/-

    পিটার শ্লেমিল অর্থের লোভে তার ছায়া বিক্রী করে। কিন্তু ক্রমশ: বোঝে একটা জবরদস্ত ছায়া না হলে সমাজে-সম্পর্কে বড়ই ঝামেলা। তারপর?

    ১৮ শতকের জার্মান গদ্য। ১০০ পাতারও কম , অবশ্যপাঠ্য।
  • SB | 59.161.179.7 | ০৮ জুলাই ২০১০ ১৫:৪৪499421
  • How The Steel Was Tempered - নিকোলাই ওস্ত্রোভস্কি

    অনেকেই নিশ্চই পড়েছেন, কিন্তু ইন্টারনেটে এ যে অ্যাভেইলেবল জানা ছিল না, লিং দিয়ে রাখলাম, যদি কারো মন চায়, http://ubuntuone.com/p/8vW/
  • Samik | 121.242.177.19 | ০৮ জুলাই ২০১০ ১৬:৪৩499422
  • এটারই বাংলা কি, ইস্পাত?
  • Arijit | 61.95.144.122 | ০৮ জুলাই ২০১০ ১৬:৪৬499423
  • হ্যাঁ
  • ranjan roy | 122.168.37.146 | ০৮ জুলাই ২০১০ ২২:৩৪499424
  • আমাদের অল্পবয়সে (টিন এজ) তর্ক উঠতো--- লক আপের মধ্যে যখন মেয়েটি পাভেলকে বলছে--- কাল সকালে আমালে নেকড়েরা ছিঁড়ে খাবে, তার চেয়ে এখন তুমি আমায় নাও।
    কিন্তু পাভেল একজনের চোখের কথা মনে করে রাজি হল না। তারপর সকালে যখন পুলিশ ওই মেয়েটিকে টেনে নিয়ে গেল, তখন পাভেল এক অবর্ণনীয় অপরাধ বোধে ভূগতে লাগল।
    তর্ক হত --পাভেলের কি করা উচিৎ ছিল?
    কিন্তু আমার প্রিয় জায়গা হল যখন জীবনের মধ্যাহ্ন লগ্নে পাভেলের কিশোর বয়সের প্রেমিকার সঙ্গে দেখা, এক ট্রেনের কামরায়। সে তখন অভিজাত পরিবারের ঘরণী। পুরনো ভাললাগার স্মৃতি আজকের বিপরীত সামাজিক অবস্থানের গন্ডী অতিক্রমণ করতে পারলো না। এক অদ্ভূত বিষাদে মন ছেয়ে যায়।
  • SB | 59.161.176.226 | ২০ জুলাই ২০১০ ১৫:৪৩499425
  • যারা ছোটবেলাতে গোয়ালন্দ ঘাটের গল্প শুনেছেন, দেখা হয়নি, দার্জীলিং মেল, নর্থ বেঙ্গল এক্সপ্রেসে করে যাতায়াতের গল্প শুনে বড় হয়েছেন, তাদের ভাল লাগবে আশা করি, নাম Eastern Bengal State Railway. From the Hooghly to the Himalayas . Bombay: Times Press, 1913

    ডাউনলোডিয়ে নিন:

    http://ia311018.us.archive.org/2/items/cu31924011701566/cu31924011701566.pdf

    বা এইখান থেকে, http://www.scribd.com/doc/29541719/1913-From-Hooghly-to-Himalayas
  • Arya | 125.16.82.195 | ২১ জুলাই ২০১০ ০৯:৪৮499426
  • রাশা - মুহম্মদ জাফর ইকবাল....murchona.com থেকে পড়লাম....ভালো লাগল।
  • Baijayanta | 122.248.183.1 | ২৫ অক্টোবর ২০১০ ১৪:০১499427
  • ট্রাই করে দেখতে পারেন। আপাতত: সার্ভিস কেবল কলকাতায় লভ্য।

    http://www.mybookzone.net
  • ranjan roy | 122.168.26.176 | ২৬ অক্টোবর ২০১০ ১১:২১499429
  • জর্জ টমসনের "" এস্কাইলাস অ্যান্ড এথেন্স'' কিনতে চাই, কোথায় পাবো? দিল্লির বুকশপে
    পাওয়া গেল না।
    আর প্রয়াত পিয়েরো স্রাফার " প্রোডাকশন অফ কমোডিটিস্‌ বাই মিনস্‌ অফ কমোডিটিস্‌''--
    হাতে এসেও হারিয়েছিলাম।
    কারো সংগ্রহে আছে? জেরক্স পেলেও চলিবে।
    মার্ক্সীয় অর্থনীতির ট্রান্সফর্মেশন প্রবলেমের সাফাকৃত মুশকিল আসান।
    রঙ্গন? আকা?
  • SB | 14.96.139.67 | ১৩ নভেম্বর ২০১০ ১০:০৮499430
  • এখানে আসা হয়না বলে বলা হয়নি, আধা গাঁও রেকমেন্ড করার জন্যে ধন্যবাদ, দারুণ বই!
  • saikat | 180.215.106.171 | ১৭ মে ২০১১ ১২:৩৪499431
  • থিয়েটারের ভাষা ও অন্যান্য - বাদল সরকার
    প্রকাশক: সূত্রধর
    দাম: ১২০/-

    থার্ড থিয়েটার কেন, কী, কীভাবে, সেই থিয়েটারের ভাষা, দর্শক ইত্যাদি বিষয় নিয়ে বাদল সরকারের সাতটি প্রবন্ধের সংকলন।
  • S | 24.139.222.67 | ২৩ মার্চ ২০১৩ ২৩:৪৫499432
  • নাইজেরিয়ার লেখক চিনুয়া আচেবের (১৬ নভেম্বর ১৯৩০ -- ২২ মার্চ ২০১৩) জীবনাবসান হলো গতকাল। ৭০-এর দশকে কিছুদিন তিনি আমেরিকায় কাটিয়েছিলেন, তারপর ১৯৯০ থেকে তিনি আমেরিকার বাসিন্দা।
    ১৯৫৮ সালে প্রকাশিত Things Fall Apart উপন্যাস লিখে শুরু হয় তাঁর সাহিত্য কীর্তির সূচনা। এই উপন্যাসের প্রধান চরিত্রের নাম Okonkwo। উপন্যাসটি হলো Okonkwo এবং তাঁর সম্প্রদায় (Community) Igbo/Ibo -এর ট্রাজিক পরিণতির কাহিনী। ঔপনিবেশিক শাসনের সূত্রপাত যখন, সেই সময়ে এই কাহিনী গড়ে উঠেছে। বহু স্তরের এই উপন্যাসে ব্যক্তি, সম্প্রদায় (Community) আর ঔপনিবেশিকতার সাথে এই দুইয়ের বোঝাপড়া (negotiation) অথবা এর অভাব| এই বই সম্পর্কে জানা যাবে এই সাইটে:

    http://en.wikipedia.org/wiki/Things_Fall_Apart

    আর লেখকের নিজের মুখে যদি এই বই সম্পর্কে, পাঠ সমেত, শুনতে চান তাহলে চলুন এই সাইটে:

    http://www.pen.org/blog/chinua-achebe-reads-things-fall-apart

    Things Fall Apart এর পরে চিনুয়া আচেবে লেখেন এই দুটি উপন্যাস: No Longer at Ease (১৯৬০) এবং Arrow of God (১৯৬৪)। এই তিনটি বই নিয়ে লেখকের The African Trilogy| এই তিনটি বই ছাড়া তিনি আরও দুটি উপন্যাস লিখেছেন: A Man of the People (১৯৬৬) এবং Anthills of the Savannah (১৯৮৭)।

    এই পাঁচটি উপন্যাস ছাড়া আচেবের সাহিত্য কীর্তিতে রয়েছে ছোট গল্প, কবিতা এবং সাহিত্য সমালোচনা । তাঁর একটি বিখ্যাত সমালোচনা হলো 'An Image of Africa: Racism in Conrad's "Heart of Darkness"'। এই লেখাটিতে তিনি লেখেন ".. Joseph Conrad was a thoroughgoing racist .. "। তীক্ষ্ণ এই লেখাটি পাওয়া যাবে এই সাইটে:

    http://kirbyk.net/hod/image.of.africa.html

    আরও একটি লিংক দিয়ে শেষ করি: ১৯৯৪ সালে The Paris Review লেখককে Interview করে। সেটি পাওয়া যাবে এই সাইটে:

    http://www.theparisreview.org/interviews/1720/the-art-of-fiction-no-139-chinua-achebe
  • .... | 127.194.196.105 | ২৪ মার্চ ২০১৩ ০৩:০৬499433
  • স্বপনবুড়োর সাহিত্য সম্ভার - শিশু সাহিত্য প্রচার সংস্থা - প্রথম খন্ড

    সূচী - বেপরোয়া, বাবুইবাসা বোর্ডিং ১,২, আমার মায়ের মুখ, শশী-শ্যামলের সাঁকো

    এইটে হাতে পেলাম। জানিয়ে গেলাম।

    দ্বিতীয় খন্ড কারো হাতের কাছে আছে? সূচী পোস্ট করতে পারবেন?
  • S | 69.160.212.37 | ০৬ এপ্রিল ২০১৩ ২২:৩৪499434
  • I wish to talk very briefly on a very recent book on nuclear energy in India. The book is titled "Power of Promise: Examining Nuclear Energy in India" and is authored by M.V. Ramana (Penguin/Viking, 2012; Price: Rs. 699/-).

    About the author:

    M. V. Ramana obtained his Ph.D. in Physics from Boston University in 1994 and joined Princeton’s Program on Science and Global Security (SGS) in 1998. Between 2004 and 2009, he was at the Centre for Interdisciplinary Studies in Environment and Development in Bangalore, India. He is currently appointed jointly with SGS and the Nuclear Futures Laboratory, both at Princeton University, and works on the future of nuclear energy in the context of climate change and nuclear disarmament. Ramana is completing a book on nuclear power in India. He is a member of the Science and Security Board of the Bulletin of the Atomic Scientists and the International Panel on Fissile Materials. More information about him can be found at the following sites.

    1. http://mvramana.yolasite.com/ (It is his personal (as I understand) homepage.)

    2. http://www.princeton.edu/sgs/faculty-staff/m.v.-ramana/

    3. http://nuclearfutures.princeton.edu/team/m-v-ramana/

    Brief description of the book:

    Nuclear power has been held out as possibly the most important source of energy for India. And the dream of a nuclear powered India has been supported by huge financial budgets and high level political commitment for over six decades. Nuclear power has also been held out as safe, environmentally benign and cheap.

    This book offers a detailed narrative of the evolution of India s nuclear energy programme, examining different aspects of the nuclear energy programme and the claims of success made on its behalf. Examining different aspects of India's nuclear energy program and the claims of success made on its behalf. The author makes a historically nuanced and compelling argument as to why it has failed in the past and why its future is dubious.

    Ramana shows that nuclear power has been more expensive than conventional forms of electricity generation, that the ever-present risk of catastrophic accidents is heightened by organizational inadequacies at nuclear facilities, and that existing nuclear fuel cycle facilities have been correlated with impacts on public health and the environment. He offers detailed information and analysis that should serve to deepen the debate about whether India should indeed embark on a massive nuclear programme.

    There are eight chapters in the book: 1. History, 2. Power Reactors, 3. Uranium, 4. Plutonium, 5. Heavy water, 6. Economics, 7. Safety, 8. Environment and Health. They run from page 1 till 253. These are followed by an unnumbered chapter titled "Conclusion" (pp. 254--272). This is followed by three appendices: titled "Nuclear Reactor Types", "The US-India Nuclear Deal", and "The Environmental Impact Assessment Process" (pp. 273--295). The long list of references begin in page 296 and continue till page 350. The list of indices are presented in pp. 351--366.

    Reviews on this book can be seen in the site http://mvramana.yolasite.com/the-power-of-promise.php

    To get a feel for what Ramana has been working on and what this book is likely to be about, one may refer to the following articles.

    1. Flunking Atomic Audits: CAG Reports and Nuclear Power
    Economic and Political Weekly, Vol - XLVII No. 39, September 29, 2012
    http://cndpindia.org/india-flunking-atomic-audits-cag-reports-and-nuclear-power/

    2. Nuclear policy responses to Fukushima: Exit, voice, and loyalty
    Bulletin of the Atomic Scientists 69, no. 2, March/April 2013
    http://mvramana.yolasite.com/resources/Bulletin%20of%20the%20Atomic%20Scientists-2013-Ramana-66-76.pdf

    You may consider reading this book.
  • gaja | 121.93.163.126 | ২১ জুন ২০১৩ ১৫:১৭499436
  • কিছু ভাল নতুন ফিকশনের খবর দিন না কেউ।পুরনো বই এর মাঝে একটু নতুন বই পড়তে ইচ্ছে যায়। কিন্তু আনকোরা বই কিনতে ভরসা পাই না।চারপাশে এমন "কিস্যু লেখা হচ্ছে না আজকাল" প্রচার।
  • কল্লোল | 125.242.209.8 | ২১ জুন ২০১৩ ১৬:৫৮499437
  • ফিকশন।
    Bali And The Ocean Of Milk নীলাঞ্জন চৌধুরী - হার্পার কলিন্স। জম্পেশ বই। পড়ে দেখলে ঠকবেন না।
    The Reluctant Fundamentalist, মহসীন হামিদ। পাবলিশার ভুলে গেছি।
    কম্যুনিস ও অন্যান্য, রাঘব বন্দ্যোপাধ্যায়, অফবিট পাবলিশিং।
    পর্ব, এস এল ভৈরপ্পা। ন্যাশেনাল বুক ট্রাস্ট।
  • gaja | 121.93.163.126 | ২১ জুন ২০১৩ ১৭:১৫499438
  • ধন্যবাদ কল্লোলবাবু। The Reluctant Fundamentalist নিয়ে মিরা নায়ার সিনেমা বানিয়েছেন না?
  • দে | 24.96.185.40 | ২১ জুন ২০১৩ ১৮:০৫499441
  • মেধাবীভুত ও মাধবীলতা - রাঘব বন্দ্যোপাধ্যায় - চর্চাপদ।
  • | 24.96.185.40 | ২১ জুন ২০১৩ ১৮:১৫499442
  • ধুস, আগের পোস্টটা আমার।
  • কল্লোল | 125.242.218.82 | ২১ জুন ২০১৩ ২১:৪৮499443
  • গজ।
    হ্যাঁ, তাই তো দেখলাম। জানিনা ফিল্মটা কেমন হবে, তবে বইটি দারুন।
  • rivu | 140.203.154.17 | ২১ জুন ২০১৩ ২২:০২499444
  • রিসেন্টলি একটা বই পড়লাম "ম্যান্হান্ট" বলে, ওসামা বিন লাদেন এর দশ বছর সার্চ নিয়ে লেখা।

    বইটি বেশ খাজা, ২০০ পাতার বই সহজেই ১০০-১২৫ পাতায় শেষ করা যেত। কিন্তু একটা ইম্পর্টান্ট প্রশ্ন জাগলো বইটা পড়ে।

    বইটাতে একটা জায়গায় দেখানো হচ্ছে, বড় বড় অফিসিয়াল দের মধ্যে তক্ক বিতক্ক হচ্ছে যে লাদেন কে ধরা হলে কি এনকাউন্টার করা হবে নাকি গ্রেপ্তার করে নিয়ে এসে ফেয়ার ট্রায়াল দেওয়া হবে। তো একটু সিনিক ভাবে দেখলে ফেয়ার ট্রায়াল নয়, হয়ত আল কায়দার ইন্টেলিজেন্স যোগাড় করাটাই ছিল মেন উদ্দেশ্য। কিন্তু প্রতিপক্ষের যুক্তি ছিলো যদি লাদেনকে গেপ্তার করার পরে আল কায়দা কাউকে পণবন্দী করে লাদেনের মুক্তি চায়? তার চেয়ে মেরে দেওয়াই ভালো। পরে এই যুক্তিটাই গৃহীত হয়। অবশ্য লেখকের দাবি অনুযায়ী (সোর্স সাইটেড) লাদেন নিজেই গোলাগুলি চালিয়ে গ্রেপ্তার করার পথ আর খোলা রাখেননি। আর যেহেতু অপারেশনটা অত্যন্ত দ্রুতগতিতে করতে হয়েছিল, লাদেনের সাথে বেশি হ্যাজাবার (বন্দুক ফেলে দিন, শান্তিপূর্ণ ভাবে আত্মসমর্পণ করুন ইত্যাদি) টাইমও ছিলোনা।

    তো এই যুক্তিটা, মানে গ্রেপ্তার করার পরেও ছাড়িয়ে নিয়ে যাওয়ার কেসটা (যেটা সত্যিই হয়েছে, মনে করুন কান্দাহার কান্ড ও মাসুদ আজহার) আমাকে ভাবাচ্ছে। মনে হচ্ছে, ইন্ডিয়ান গভর্নমেন্ট যদি হঠাত হাতে পায় মাসুদ আজহার কিংবা কিসেনজিকে, কি করা উচিত? একদিকের যুক্তি বলছে ফেয়ার ট্রায়াল, অন্য দিকের যুক্তি বলছে এনকাউন্টার। ফেয়ার ট্রায়াল অবশ্যই কাম্য, কিন্তু সেটা দিতে গিয়ে যদি ট্রায়ালটাই না দেওয়া যায়?

    গুরুজনেদের কি মতামত?
  • /\ | 69.160.210.2 | ০৪ ফেব্রুয়ারি ২০১৪ ২০:৪৮499446
  • কাজের
  • π | ০৭ মার্চ ২০১৪ ০০:২১499447
  • ইতিবৃত্তে চণ্ডাল জীবন, মনোরঞ্জন ব্যাপারী।
  • | ১২ মার্চ ২০১৪ ১০:৫৭499448
  • বই - 'আমাদের চিঠিযুগ কুউউ ঝিকঝিক
    লেখক - ইমতিয়ার শামীম
    প্রকাশক - শুদ্ধস্বর

    পরে কখনও দু চারকথা লিখার ইচ্ছা রইল এই বইটা নিয়ে।
  • Abhyu | 118.85.90.90 | ১২ মার্চ ২০১৪ ১২:০৯499449
  • দমুদি এবংপুরের টিকটিকি নিয়ে লিখবে বলেছিলে না?
  • | ১২ মার্চ ২০১৪ ১৬:৩৯499450
  • হুঁ ফেবুতে।
  • sosen | 24.139.199.11 | ১২ মার্চ ২০১৪ ১৭:৫৮499452
  • হাবিবি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন