এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৩০২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • opu | 24.99.10.193 | ৩১ মে ২০১৩ ০৮:০৭501747
  • ইনফার্নো পড়ার খুব ইচ্ছা, পেয়েও গেছি। কিন্তু কবে যে শুরু করবো !!! এখনও দুটো বই রানিং...। আমার ধরার আগে মনে হয় সিনেমা রিলিজ হয়ে যাবে।
  • kk | 78.47.250.76 | ৩১ মে ২০১৩ ১৮:৫৮501748
  • আমাকে প্লিজ কেউ খালেদ হোসেইনির And the Mountains Echoed বইটা পাঠাবেন? raykris12 ইয়াহুতে। আগাম ধন্যবাদ।
  • kk | 78.47.250.76 | ৩১ মে ২০১৩ ১৯:১৯501750
  • লিংকের জন্য অনেক ধন্যবাদ।
  • ওপু | 24.96.97.185 | ৩১ মে ২০১৩ ২০:৩৩501751
  • বইয়ের রিভিউ লেখেন না কেন !!! আপনারা তো বড় ইয়ে টাইপের... :-/
  • dd | 132.167.21.48 | ০৯ জুন ২০১৩ ২১:৫২501752
  • কী যে ফ্যান্তা ফ্যাচাং তক্কাতক্কি করে সময় নষ্টো করেন আপনেরা, বলি বই টই পড়েন না?

    আমি পড়ি না। নতুন বই কিনি নি সে প্রায় বছোর তিনেক হয়ে গেলো। পড়ি ও নি। মে'রা প্রচুর বই কেনে, সে গুলোর মলাট দেখেই অপছন্দো হয়।

    যদিও যাস্ট একটা নতুন বই শেষ কল্লেম আজকে। The fault in our stars লিখেছেন John Green.

    শুনুন, এটি কোনো হাড় কাঁপানো আঁতেল বই নয়। লেখকও পাতি আমেরিকান, মোটেও আন্দুলেশিয়ান বা কলোম্বিয়ান বা ইরাকী নন। তৃতীয় বিশ্বের সমাজ নিয়ে কিস্যুটি লেখা নেই। সব মিলিয়ে আপনেদের পাতে দেবার মতোনই নয়।

    তাও যদি কেউ ন্যালাক্যাবলা গোছের থাকেন তাদের ভালো লাগতে পারে। আমার তো লাগলো।গল্পোটি বলেছে এক ষোড়োষী মেম বাচ্চা, টার্মিনাল ক্যান্সারের রোগী। সাপোর্ট গ্রুপের এক সপ্তদশী ছেলের সাথে তার লব হবে। এক লেখকের ক্যানসার রোগী নিয়ে লেখা বই ওদের দুজনের এক মনের যোগসুত্র। ওদের লবস্টোরী। আর ডেথ তো হবেই।সেটা জানা কথাই।

    কিন্তু এটি প্যানপ্যানে টিয়ার জার্কার নয়। এর ট্র্যাজেডী, যাকে বলে, উচ্চকিত নয়। তাই হাউ মাউ করে কান্না পায় না কিন্তু গলার কাছে আটকে থাকে। একটা কিছু। আর মাঝ রাতেও ঘুম ভেঙে পিন পিন করে একটা শীতের মতোন দুঃখো।

    দারুন স্মার্ট ভাষা। ঝলমলে,উইটি। মাঝে মাঝে টার্ন নিয়ে ছোটো শব্দের মোচোড়ে বুক ব্যাথা করে দ্যায়। ইন্দোদার ল্যাখা গুলো? ওরকম। পড়ুন । যদি একটি অল্পো জ্বরের মতোন দুঃখোবিলাস থাকে।
  • gaja | 121.93.163.126 | ১০ জুন ২০১৩ ১১:৩২501753
  • @ ব্রতীনবাবু
    প্রাচীন ভারতের জ্যোর্তিবিজ্ঞানচর্চা খারাপ লাগাল না। তবে ঐ সব মানুষগুলোর জীবন ও ভারতীয় নক্ষত্র নিয়ে মিথ্গুলো নিয়ে অরেকটু বেশি লেখা হলে আরো ভালো লাগত।কোথাও যেন কিছু অল্প রয়ে গেল।ঠিক মন ভরল না।
  • শ্রী সদা | 132.176.98.243 | ১০ জুন ২০১৩ ১২:০২501754
  • The fault in our stars - খুব ভালো লেখা। কিছুদিন আগেই পড়লাম ইবুক ডাউনলোড করে।
  • | 126.202.131.72 | ১০ জুন ২০১৩ ১২:০৭501755
  • ধন্যবাদ গাজাবাবু, বিভিন্ন নিয়মে গুলোর সাপোর্টে যথেষ্ট তথ্য আর ডেটা দেওয়া হয়েছে? নাকি জাস্ট রুল গুলো কে বলা হয়েছে।" এই রকম হলে ও ই রকম হবে !!" ইত্যাদি।
  • Blank | 69.93.242.7 | ২৮ জুন ২০১৩ ০১:৪৫501757
  • 1000 Years of Annoying the French
    by Stephen Clarke
  • শঙ্খ | 169.53.110.140 | ২৮ জুন ২০১৩ ০১:৫৮501758
  • এই টইটাই খুঁজছিলুম।

    খালেদ হোসেইনির এই বইটা (অ্যান্ড দা মাউন্টেনস একোড) মাঝামাঝি জায়গায় পড়ছি। বেশ ভালো লাগছে।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ০২:১৯501759
  • The Niger of The 'Narcissus' Typhoon and The Shadow Line
    by
    Joseph Conrad 1945
  • মৌ | 24.99.78.17 | ২৮ জুন ২০১৩ ১২:৫৯501760
  • বেশ ভালো একটা বই চুরি করেছি। ''সেভেন ওয়ার্ল্ড ক্লাসিক'' বাঙলা অনুবাদ। লীলা মজুমদার সম্পাদিকা। ধরা হয়নি এখনও যদিও।
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:৪৫501762
  • ভুল টই *
  • সে | 203.108.233.65 | ২৮ জুন ২০১৩ ১৩:৪৫501761
  • একটা খোলা প্রশ্ন।
    কোনো সেমসেক্স ম্যারেড কাপল ভারতবর্ষে এলে কি তাদের কি ম্যারেড কাপল হিসেবে গন্য করা হবে?
  • sinfaut | 131.241.218.132 | ২৮ জুন ২০১৩ ১৩:৪৯501763
  • স্মৃতির অতলে - অমিয়্নাথ সান্যাল।
  • paracetamol | 131.241.218.132 | ২৮ জুন ২০১৩ ১৩:৫২501764
  • ম্যানফ্রেডির আলেকজান্ডার ট্রিলজি শেষ করলাম, ফারাও পড়লাম (ডেইলি এক্সপ্রেস যাই বলুক, এইটা ড্যান ব্রাউনের মত হয়নি, ম্যানফ্রেডি হিস্টরিক্যাল ফিকশন লিখলেই ভালো)।

    এবার ইনফার্নো শুরু করবো।
  • Sourav | 127.194.193.75 | ২৯ জুন ২০১৩ ১১:২৭501765
  • মৌ,
    বইটার পাবলিশিং ডিটেলস একটু পোস্ট করবেন? ছেলেকে পড়ে শোনাব ।
  • pi | 118.12.169.134 | ২৯ জুন ২০১৩ ১১:৩২501766
  • নিঃশব্দ পাহাড়। শুভদীপ বড়ুয়া।

    প্রজা ও তন্ত্র। পার্থ চট্টোপাধ্যায়।

    কালো সাদা বাতাস। জয়া মিত্র।
  • মৌ | 24.96.76.211 | ২৯ জুন ২০১৩ ১২:৪৯501768
  • "সেভেন ওয়ার্ল্ড ক্লাসিকস" বঙ্গানুবাদ। সম্পাদিকা- লীলা মজুমদার। ইন্ডিয়ান প্রোগ্রেসিভ পাবলিশিং কোম্পানি লিমিটেড (IPP)।
    গল্প গুলো-
    ১/ ট্রেজার আইল্যান্ড
    ২/ডঃ জেকিল এন্ড মিঃ হাইড
    ৩/অলিভার টুইস্ট
    ৪/ অ্যাডভেঞ্চার অফ টম সায়ার
    ৫/ লাস্ট ডেজ অফ পম্পেই
    ৬/ফ্রেংকেস্টিন
    ৭/ক্যুয়ো ভদিস।
  • কৃশানু | 213.147.88.10 | ২৯ জুন ২০১৩ ১২:৫৭501769
  • ৫) পড়ি নাই। বাকি কিছু কিছু অনুবাদে, কিছু অজ্জিনাল।
  • cb | 209.67.203.141 | ২৯ জুন ২০১৩ ১৭:৩০501770
  • আহা, সেই কবে বইমেলায় বাবা কিনে দিয়েছিল, ছোটবেলার অন্যতম সেরা ভাললাগা এই "সেভেন ওয়ার্ল্ড ক্লাসিকস"
  • Rivu | 78.232.127.201 | ২৯ জুন ২০১৩ ১৭:৩৭501771
  • ছোটবেলায় একবার লাস্ট ডেজ অফ পম্পেই পড়তে শুরু করেছিলাম। একে বেঙ্গলি মিডিয়াম, তায় লার্নিং ইংলিশ। দাঁত খুলে মুখের ভিতরে ঢুকে গেছিল আরকি।
  • gaja | 121.93.163.126 | ০১ জুলাই ২০১৩ ১৪:২৮501772
  • শকুন্তলা,ক্ষীরের পুতুল, রাজ কাহিনী -
    কী সুন্দর ভাষা।মনপ্রাণ জুড়িয়ে যায়।
  • মৌ | 24.96.99.141 | ০১ জুলাই ২০১৩ ২০:১৪501773
  • ''কোন পথে গেলো গান" কবির সুমন। অন্য এক টইতে গান নিয়ে আলোচনা পড়ে, এই বইটা পড়তে ইচ্ছা করলো।
  • Blank | 69.93.244.38 | ১৮ জুলাই ২০১৩ ২৩:১২501774
  • And the Mountains Echoed শেষ হলো। ভালো লেগেছে। কিছু কিছু মেলোড্রামাটিক জায়গা সুন্দর ভেঙে দিয়েছেন।
  • Blank | 69.93.244.38 | ১৮ জুলাই ২০১৩ ২৩:১৪501775
  • এখন ধরলাম Mark Haddon এর The Red House। এনার বই আগে না পড়া থাকলে, পড়ে ফেলুন -
    The Curious Incident of the Dog in the Night-Time
  • শঙ্খ | 169.53.78.143 | ১৯ জুলাই ২০১৩ ০২:২৪501776
  • আম্মো অ্যান্ড দা মাউন্টেনস একোড শেষ করলুম।

    বইটা সুখপাঠ্য। কিন্তু শেষে গিয়ে সবকটা ছড়ানো সুতো মেলে না। পরী আর আবদুল্লা এই দুই ভাইবোনের গল্প শিকড় বাক্ড় ছড়িয়েছে আফগানিস্তান, আমেরিকা, প্যারিস, গ্রিস, অল্প ভারত আর পাকিস্তানে। স্বাভাবিক ভাবেই এই দুই ভাইবোন ছাড়াও আরো অনেক চরিত্র এসেছে। এটাও স্বাভাবিক যে তাদের মধ্যে কেউ কেউ পরের দিকে এসে মূল গল্পে বেশি গুরুত্ব বা প্রাধান্য পাবে।

    বইটা পড়ার সময় যদি দেখা যায় কোন কোন ক্যারেকটার নিয়ে পাতার পর পাতা বাইট খরচ করছে, তখন একটা কৌতূহল জাগে, গল্পের শেষে গিয়ে এই সব আপাত বিচ্ছিন্ন চরিত্র, ঘটনা লেখক কিভাবে জুড়ে দেবেন। ঠিক এই জায়গাটাতেই হোসেইনি চূড়ান্ত ভাবে ব্যর্থ।

    যেমন ডঃ ইদ্রিশ বাশিরি, কাজিন তিমুর, আর রোশি নামের মেয়েটিকে নিয়ে গল্প। যেমন ডঃ মার্কোস এবং থালিয়ার গল্প। যেমন অ্যাডেলের গল্প। পড়ার সময় ভালো লাগে। কিন্তু পুরো বই পড়ে মনে হয় একটাই উপন্যাস নয়, বরং যেন 'হোসেইনি গল্পসমগ্র' পড়ে উঠলুম।

    এই আর কি। বইটায় প্রচুর লিখে রাখার মত ডায়ালগ/কোটেশান আছে। ইনফ্যাক্ট আমার স্টক অফ ওয়ার্ডস কিছুটা বেড়ে গেছে। আর সর্বোপরি ইনফার্নোর থেকে ভালো লেগেছে।
  • শঙ্খ | 169.53.46.141 | ১৯ জুলাই ২০১৩ ০২:৫৫501777
  • পাশাপাশি পড়ছি বাণী বসুর 'একুশে পা'।

    শুরু করলাম শেরিল স্ট্রেডের 'ওয়াইল্ড'। প্যাসিফিক ক্রেস্ট ট্রেইল। মেক্সিকোর বর্ডার থেকে শুরু করে কানাডা অবধি যার বিস্তার। আড়াই হাজার মাইলের বেশি লম্বা এই সরু ট্রেইল জুড়ে আছে নটা মাউন্টেন রেঞ্জ, সাতটা ন্যাশনাল পার্ক, পনেরটা ন্যাশনাল ফরেস্ট। এই বই সেই হাইকিং এর মেমোয়ার। ঝরঝরে ভাষা, পড়তে ভালো লাগছে। আর গতকাল শুনলুম রীসে উইদার্স্পুন নাকি এই বই নিয়ে মুভি বানাবে।

    অরিজিতের থেকে নিয়ে ম্যানফ্রেডির আলেকজান্ডার ট্রিলজিও শুরু করলুম। তবে সামহাও ইপাবগুলোতে পাংচুয়েশন মার্কগুলো নিয়ে কিছু একটা ঘাপলা আছে।
  • Blank | 180.153.65.102 | ১৯ জুলাই ২০১৩ ১৮:২৫501779
  • আমার এই বাকি চরিত্র দের নিয়ে খেলাটা খারাপ লাগে নি। অনেক খোলা সুতো ছেরে দেওয়াটা ভালো লেগেছে। যেন নিজের ঘরে ঢোকার আগে বিভিন্ন ঘরে উঁকি মেরে গেলাম। উঁকি গুলো ওখানেই শেষ।
    এরকম ই একটা ছোট উঁকি মেরে দেখা নিলাম যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানের বর্তমান অবস্থাকে। কোনো একটা ফাঁকে দেখে ফেললাম সদ্য যুদ্ধ শেষ হওয়ার ছবি গুলো।
    মোটের ওপর ভালো ই লেগেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন