এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৫৮৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • blank | 69.93.246.152 | ২১ জুলাই ২০১৩ ২৩:৫৭501780
  • জীবনের ধ্রুবতারা - শান্তিদেব ঘোষ
  • সিনফট | 122.79.36.2 | ২২ জুলাই ২০১৩ ০০:০৫501781
  • Near a thousand tables - Felipe Fernandez Armesto
  • gaja | 121.93.163.126 | ২২ জুলাই ২০১৩ ১৫:৫৮501782
  • কৌরবের অন্নদাস - মধুময় পাল - গাঙচিল।
  • gaja | 121.93.163.126 | ২২ জুলাই ২০১৩ ১৫:৫৯501783
  • মারাং গ্রামের পান্থ্শালা - সৈকত মুখোপাধ্যায় - শিশু সাহিত্য সংসদ।
  • gaja | 121.93.163.126 | ২২ জুলাই ২০১৩ ১৬:০১501784
  • উপন্যাস - রেপ - হাসান আজিজুল হক
    অনলাইন kaliokalam.com থেকে।
  • Blank | 180.153.65.102 | ১২ আগস্ট ২০১৩ ১৫:৫৭501785
  • jerusalem - the biography
    Simon Sebag Montefiore

    কর্নেল সমগ্র (১-১৬)
  • + | 213.110.240.200 | ১২ আগস্ট ২০১৩ ১৬:২৮501786
  • পড়ছি

    দোজখনামা - রবিশংকর বল

    অদ্ভুত লিখেছেন
  • | 24.96.170.219 | ১২ আগস্ট ২০১৩ ২১:২১501787
  • New Market Tales - Jayant Kripalani
    বেশ মুচমুচে পকোড়ার মত বইটা।
  • Blank | 180.153.65.102 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৪501788
  • The Good Earth Trilogy
    Pearl S. Buck
    খুব ই ভালো লাগছে পড়তে। একটা বিশাল সময় যেনো আস্তে আস্তে এগোচ্ছে, খুব নিরসক্ত ভাবে লেখা। দারুন।
  • Ekak | 125.115.139.226 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৪৭501790
  • দেখি নাই ফিরে আবার ধোর্লুম । ধীরে ।
  • সিদ্ধার্থ | 125.118.99.203 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫২501791
  • এই বছর বুকার নমিনেটেড হওয়া ৪ খানা বই অর্ডার দিলুম ফ্লিপকার্টে।

    দ্য লুমিনারিস (নিউজিল্যান্ডের পটভুমিতে লেখা একটা মিস্ট্রি ), দ্য টেস্টামেন্ট অফ মেরি (আইরিশ নভেলেট), হারভেস্ট(ইংলিশ ম্যানর হাউস উইচক্র্যাফট ইত্যাদি নিয়ে লেখা) আর ঝুম্পা লাহিড়ীর লোল্যান্ড। শেষেরটা আমি পড়ব না, বউ পড়বে।
  • Blank | 180.153.65.102 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৪:৫৩501792
  • আপাতত শ দেড়েক বই জমে আছে পড়বো বলে ঃ( কবে মা কবে !!!
  • k | 125.119.255.234 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ১৭:৪৭501793
  • autobiography of an unknown indian - nirad c chaudhury শেষ করলাম।
  • শঙ্খ | 169.53.110.143 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:০০501794
  • শেষ হলঃ
    মার্ক রিচার্ডসন আর কাজুও কোইকে (লোন উলফ অ্যান্ড কাব আর ক্রায়িং ফ্রিম্যান এর মত মাঙ্গা-র অথর) -র 47 রোনিন।
    এই ঘটনাটা সম্পর্কে একটা কথা খুব পপুলারঃ টু নো দা স্টোরি অফ 47 রোনিন ইজ টু নো জাপান।
    কিয়ানু রীভসের আপকামিং সমনামী সিনেমাটিও এই গল্পের ওপরে ভিত্তি করে যদিও সেটি ফ্যান্টাসির মিশেলে ইতিহাসের বদলে রূপকথায় রূপান্তরিত হয়েছে।

    জাস্টিন জর্ডন, ট্র্যাড মুর আর ফেলিপ সব্রেইরো-র দা লেজেন্ড অফ লুথার স্ট্রোড।

    চলছেঃ
    আলেকজান্ডার ট্রিলজির প্রথম খন্ড। দারুন!!

    সতীনাথ ভাদুড়ির ঢোঁরাই চরিত মানস। অনেক আগেই পড়া উচিত ছিল।

    শরদিন্দু বন্দ্যোর ছোটগল্প সমগ্র। ছোটবেলায় সাংঘাতিক ভালো লাগত, এখন বড্ড প্রেডিক্টেবল আর একঘেয়ে লাগছে, তবুও জোর করে চালিয়ে যাচ্ছি।
  • Blank | 180.153.65.102 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:১৭501795
  • যাক একজনকে পেলাম যার শরদিন্দু বাজে লাগছে।
    আমি ব্যোমকেশ আর ছোটদের জন্য লেখা খন্ড টা ছারা কিছুই পড়ে উঠতে পারলাম না।
  • | 24.97.53.247 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৩৯501796
  • আমার শরদিন্দুর সামাজিক উপন্যাস চিরকালই অখাদ্য লগে। কিন্তু ঐতিহাসিক ভাল্লাগতো। আর ঐতিহাসিক ছোটগল্প, ব্যোমকেশ আর সদাশিবও।
  • | 24.97.53.247 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৪১501797
  • ইন ফ্যাক্ট পুনের আশেপাশে পাহাড়ের ওপরের ভাঙাচোরা কেল্লার থেকে ধাপে ধাপে সিঁড়ি টাইপের রাস্তা নেমে এসেছে দেখলেই মনে হয় এক্ষুণি বিনুনী দুলিয়ে কুঙ্কু নেমে আসবে।
  • pipi | 139.74.191.152 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৩501798
  • ব্যোমকেশ পড়ছি আজকাল। কিন্তু ছোটবেলায় যা এত্ত ভাললাগত এখন তারই ফাঁকে ফোকরে শরদিন্দুর গোঁড়া মানসিকতার প্রতিফলন মাঝেমাঝেই এমনভাবে ঝলসে উঠছে যে মন উবে যাচ্ছে। প্রাচীন কালের লেখন এইভেবে মনকে বুঝিয়ে শুনিয়ে পড়তে বসাচ্ছি তো বটে কিন্তু ফের একই জিনিসে হোঁচট খেলে মন বিদ্রোহ করে বসছে। অথচ শীর্ষেন্দুর মত বাতিলের ঘরে ফেলে দিতেও মন চাইছে না। কি বিপদ!
    ফিরে পড়ছি আরো কিছু। সিটি অব জিনস আর সিওরলি ইউ আর জোকিং - কত বার পড়া তবু এখনো ভাললাগার রেশ কাটে নি দেখে একটু স্বস্তি পেলাম।
    আর পড়ছি পারফেক্টলি রিজনেবল ডেভিয়েশন (সৌজন্যে কেসিদা)।
    আক্ষেপ একটাই - সময়ের বড্ড অভাব। লাঞ্চ আওয়ারের ফাঁকে আর রাত্তিরে শোবার আগে - এই করে আর কতটুকু হয়।
  • Ishan | 202.43.65.245 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২০:৫৬501799
  • গোঁড়া মানসিকতাগুলো এক এক করে লিখে ফেললে পার তো। লিস্টি করে। ইন্টারেস্টিং হবে।
  • শঙ্খ | 169.53.174.141 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:১৫501801
  • ব্যোমকেশ কিন্তু ছোটবেলাতেও ভালো লাগত, পরে কলেজে পড়ার সময়েও পড়েছি, ভালো লেগেছে। এখন অনেক দিন টাচে নেই, কিন্তু মনে হয়না খুব খারাপ লাগবে।

    ছোটগল্পগুলো সমস্যা হল, নাম আর শুরুটা পড়েই গল্প কিভাবে এগোবে, কিভাবে শেষ হবে সেটা বুঝে উঠতে পারছি। মাঝে মাঝেই মনে হয় রিপিট টেলিকাস্ট হচ্ছে। যেটার পরশুরামের লেখা পড়ে কখনোই মনে হয়না।

    গুড আর্থ শুনে দুহাজার দশের উইন্টার মনে পড়ে গেল। সেই প্রথম অডিও বুক শুনতে শুরু করেছি, বেশ মজা লাগত। গুড আর্থ প্রথম আর তার পরে পরেই শান্তারাম আর ওপেন (আগাসির অটোবায়োগ্রাফি)। শুনতে শুনতে বরফ পেরিয়ে হাঁটতুম। পরে আরো বেশ কিছু শুনেছি কিন্তু ঐ তিনটে যেভাবে মনে গেঁথে আছে, পারিপার্শ্বিক সমেত, বাকি গুলো আর নেই।
  • pipi | 139.74.191.152 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:২৬501802
  • লিখতে পারলে ভালই হত ধরে ধরে কিন্তু ঐ যে, সময়।
    একটা তো এই মূহুর্তেই মনে আসছে - রক্তের দাগ। বাবা-মা'র কেউ যদি অপরাধী হয় তো তাদের সন্তানেরও ঐরকম কিছু একট করার সম্ভাবনা প্রবল। আফটার অল রক্তের দোষ যাবে কোথায়। এই রিকারিং থিমটা ব্যোমকেশের বেশ কয়েকটা গল্পে ঘুরে ফিরে এসেছে।
    আদিম রিপুতে প্রভাত খুন করল। সেই প্রসঙ্গে ব্যোমকেশের মুখ দিয়ে শরদিন্দু বলালেন যে প্রভাতের মা আদিম জনজাতীর মেয়ে, বন্যতা তার রক্তে।
    তারপর বহ্নি-পতঙ্গে শকুন্তলার এক্স্ট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারকে যে উনি মোটেও ভাল চোখে দেখেন নি সেতো রতিকান্ত আর শকুন্তলা সম্পর্কে ওনার চোখা চোখা বিশেষণ গুলো পড়লেই বোঝা যায়। এক্স্ট্রা ম্যারাইটাল অ্যাফেয়ার ভাল কি মন্দ সে তক্কের মধ্যে যাচ্ছি না তবে দুই বাল্যপ্রেমী শকুন্তলা-রতিকান্ত আর তাদের অজাত সন্তানের পরিণতিতে পাঠক হিসেবেই আমার যেটুকু সহানুভূতি জেগেছে লেখক হিসেবেও সামান্যতম সহানুভূতিটুকুও উনি দেখাতে পারেন নি।

    এই রকম মণিমুক্তো আরো আছে। অ্যাটলিস্ট পরিবর্তন পন্থী যে উনি ছিলেন না সে তো পরিষ্কার বোঝা যায়ঃ-) এরোপ্লেন জিনিসটাও যে ওনার খুব পছন্দ ছিল না তারও হাল্কা করে ব্যঙ্গের আভাস দিয়ে রেখেছেন মগ্নমৈনাকে। মানুষ যে আজ কত 'উন্মার্গগামী', জলে-স্থলে-অন্তরীক্ষে কত 'ধৃষ্টতা করে বেড়াচ্ছে সে প্রসঙ্গ বোঝাতে পাকিস্তান এয়ারলাইনসের একটা প্লেনের সমুদ্রে ডুবে যাবার উল্লেখ করেছেন তারপর লিখছেন - "আমরা আকাশচারী হইয়া উঠিয়াছি, মাটিতে আর পা পড়ে না...... কবি সত্যেন দত্ত এরোপ্লেন সম্বন্ধে লিখিয়াছেন 'উদগত পাখা জাঁদরেল পিপীলিকা' - উপমাটি ভারী চমকপ্রদ"।

    অ্যাটলিস্ট সত্যেন দত্তের উপমাটা কিন্তু আমারও পছন্দ হয়েছে। আজ সকাল থেকে মাথায় ঐটাই ঘুরঘুর করছেঃ-)
  • | 24.97.53.247 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২১:৪৭501803
  • এঃ পিপিটা যে কত্তদিন কিচ্ছুটি লেখে না!!
    হ্যাঁ পিপি এইটা ধরে ধরে একটু লেখো না।
  • san | 113.245.12.98 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৪৮501804
  • মেয়েদের বিষয়ে শরদিন্দু খানিকটা লিবারাল আবার খানিক রক্ষণশীলও। পিপি ঠিকই বলেছে এখন পড়তে চোখে করকর করে। মেয়েদের শিক্ষাদীক্ষা ভাল বাইরে বেরোনো ভাল কিন্তু বেশি স্বাধীনচেতা হওয়া আবার ভালনা এসব কিন্তু পড়লে একটু মনে হয়। মানে একজন নায়িকা প্রচুর আলোকপ্রাপ্ত হলেও শেষে রিয়েলাইজ করবে লেখাপড়া নাচগানের চেয়ে পছন্দের পুরুষকে রেঁধে খাওয়ানোর মত আনন্দ আর কিছুতে নেই। প্রায় নীতিকথার ভঙ্গিতে লেখা (নইলে কোনো একজন তো করতেই পারেন তাতে আর কি )। কিম্বা মেয়েরা দেশের কাজে মনপ্রাণ ঢেলে দেবে নিরাসক্তভাবে কিছুতেই নয়, কোনো পুরুষকে কেন্দ্র করে লতিয়ে উঠেই একমাত্র ( সর্বগুণান্বিত নায়কের মুখ দিয়ে বলানো)। বা অমুক মেয়েরা নিজেকে আলোকপ্রাপ্ত ও স্বাধীন ভাবতো কিন্তু একসময় তারা রাস্তায় বিপদে পড়ে রিয়েলাইজ করবে স্বাধীন বললেই স্বাধীন হওয়া যায়না , পুরুষ অভিভাবক চাই - এও অলমোস্ট নীতিকথার মতই লেখা। এগুলো নাটক গুলোতে আছে।

    আর এই লাইনটা তো একাধিক জায়গাতেই আছে । একজন বলবে রান্না করে খাওয়াবার জন্যই কি মেয়েদের জন্ম ? উত্তর আসবে - না, কিন্তু ভালবাসবার জন্যই মেয়েদের জন্ম :-)
  • I | 24.99.88.207 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২২:৫৮501805
  • শরদিন্দু মেল শভিনিস্ট, হিন্দুত্ববাদী। বিচ্ছিরি। সইত্যজিতের ধারেকাছারে আসে না। এই নিয়ে তো স্যানের সঙ্গে তক্কো-ও হয়ে গেছে। তক্কে আমি জিতেও গেছি।
  • Az | 161.141.84.239 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০০501806
  • সইত্যজিত বুর্জোয়া, জীবনে কোনো কাজ না করে বাপের পয়সায় বাবুয়ানি করা বুড়ো বুড়ো লোকেদের নায়ক বানিয়েছেন।
    খালি ভাবতাম, এইসব বুড়ো লোক পয়সা দিয়ে অল্পবয়সী লেখক রেখে জীবনী লেখান, এই বুড়োদের পয়সা আসে কোত্থেকে????
  • san | 113.21.185.62 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০২501807
  • ইন্দোদা মনে আছে :-)
  • Az | 161.141.84.239 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:০৭501808
  • আর শরদিন্দুর এইসব নাটক ফাটক গুলো আর কিছু কিছু উপন্যাসও-সিনেমার জন্য লেখা।
    এগুলোর ডিজাইনও মোটামুটি ছাঁচেরঃ বড়লোক এক যুবক, বাড়ীতে পুরাতন ভৃত্য ছাড়া বিশেষ কেউ নেই, তার পেরেমে পড়ে এক শিক্ষিতা মহিলা এসে তার গৃহিণী হয়ে তাকে উদ্ধার করেন।
    বলি, ভাইবোন ও কি ছেলেটার থাক্তে নেই? বেশ কয়েকটা গল্পে পড়লাম বড়লোক ব্যবসায়ী যুবক, তার কোনো নিকটাত্মীয় নেই। আরেক বড়লোক যুবক, তার আবার ব্যবসাও করতে হয় না, বাবা এত সম্পত্তি রেখে গেছেন যে সেই সম্পত্তির লোভে বাজেলোক জুটে যায় আর তার এক বীরহৃদয় বন্ধু তাকে রক্ষা করেন।
  • Az | 161.141.84.239 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:১২501809
  • আর, একেবারে শুরুতে ব্যোমকেশ যেই কেসটায় গিয়ে সত্যবতীকে পেল, সেখানেও কিন্তু সত্যবতী আর সত্যবতীর দাদা দুইজনেই আত্মীয়বাড়ী আশ্রিত থাকতো, কিন্তু দাদা টি ডাক্তারি পড়লো, সত্যবতীকে কিন্তু ডাক্তারি মোক্তারি কিছু পড়াবার কথা ঘুণাক্ষরেও লেখক মনে স্থান দিলেন্না, সে রান্নাবান্না সেলাইফোড়াই এসব করতো।
  • pi | 172.129.44.87 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:২৭501810
  • আরে সেদিনি শরদিন্দু পড়তে পড়তে জাস্ট এই কথাগুলোই মনে হিল। রক্ষণশীল মানসিকতা নিয়ে। সমাজ নিয়ে, মেয়েদের নিয়ে। তবে আবার ভেবে দেখলাম, সময়টাও অনেক পিছিয়ে।
  • aranya | 154.160.226.53 | ১৩ সেপ্টেম্বর ২০১৩ ২৩:৫৬501812
  • পুরুষতান্ত্রিক বায়াস প্রচুর আছে, কিন্তু শরদিন্দু-র গপ্পো লেখার হাতটা ভাল।
    ভাল গল্প লিখতে খুব কম লোকই পারে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন