এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৩৬৭ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Bratin | 122.79.39.51 | ০৯ জুলাই ২০১৫ ২৩:১৭501846
  • তিন টি মহিলা।কমন ইন্টারেস্ট।আর তারা ঝগড়া করবে না।

    এমন কি হয়?
  • Atoz | 161.141.84.176 | ০৯ জুলাই ২০১৫ ২৩:২৯501847
  • আলাদা থাকছেন তো! ভিন্ন ভিন্ন প্রাসাদে। দেখা না হলে ঝগড়া হওয়া কঠিন। ভদ্রলোক ডায়েরি মেন্টেন করে করে ঘুরে ঘুরে থাকেন। সোম মঙ্গল বড় র কাছে, বুধ বেস্পতি মেজোর কাছে, শুক্রশনি ছোটোর কাছে। রবিবার ভদ্রলোকের এদের থেকে ছুটি, নৌকা করে বেড়ান, হোটেলে খান ঘুমান। ঃ-)
  • PT | 213.110.246.25 | ০৯ জুলাই ২০১৫ ২৩:৩৭501848
  • মাসখানেক আগে "হরিদাসের গুপ্তকথা" শেষ করেছি। নাম শুনে যা মনে হয় বইটি মোটেই সেই গোত্রের নয়। ১৮৭০-এর সময়কালের বাংলা ভাষা ও সেই সময়ের সমাজচিত্রের আভাস পেতে চাইলে উপন্যাসটি পড়ে দেখতে পারেন।
  • Bratin | 122.79.39.51 | ০৯ জুলাই ২০১৫ ২৩:৪৫501849
  • কিন্তু পিটি দা, এই বইটা সম্পর্কে অন্যরকম শুনে ছিলাম

    কোন প্রকাশন,?
  • PT | 213.110.246.25 | ০৯ জুলাই ২০১৫ ২৩:৫০501850
  • সপ্তর্ষি; সম্পাদনাঃ অর্ণব সাহা।
  • ranjan roy | 192.69.164.0 | ১০ জুলাই ২০১৫ ০০:০১501851
  • পিটিকে ক।
    নামটা বেশ ডিসেপটিভ।

    এখন বহুদিন বাদে বহুপঠিত "ফর হুম দ্য বেল টোল্স" কিন্ডলে আবার পড়লাম। তারপর "স্নো অফ কিলিমাঞ্জারো"। তারপর এডগার এলান পো'র গল্প ও কবিতা। মজে আছি। কিন্ডাল নতুন শিখে বেড়ে লাগছে। বার খেয়ে ছোটবেলায় পড়া মাও সে তুং এর অ্যান্টি-জাপ ওয়ারের প্রেক্ষিতে লেখা "গেরিলা যুদ্ধের রণনীতির সমস্যাবলী" ( কিন্ডাল দাম ৩=৭৫ পয়সা) আবার পড়লাম। বেশ লজিক্যাল লেখা।
    এবার ছাপা বই ধরেছি। শ্রীমতী রউলিং এর ছদ্মনামে লেখা প্রথম উপন্যাসটি পড়লাম। ভাল লাগে নি। যদিও মেয়েরা বলছে পরবর্তী দুটো থ্রিলার নাকি দারুণ! দেখা যাবে।

    এখন থ্রিলার " দ্য গার্ল উইথ ড্রাগন ট্যাটু" পড়ে শেষ করে অমিতাভ ঘোষের ওপিয়াম সিরিজের দুনম্বর বইটা ধরেছি। মন্দ নয়।

    বহুদিন বাদে কোন চাপ নেই, কাজকম্মো নেই। হুলিয়ে বই পড়ে রিটায়ারমেন্ট এনজয় করছি।ঃ)))
  • PM | 128.102.172.106 | ১০ জুলাই ২০১৫ ০০:০২501852
  • হরিদাসের নরম সংস্করন আছে আমার কাছে। লাগলে বলবেন।

    আমি এখন পড়ছি "দার্জিলিঙের ইতিহাস"। দেজের বই।
  • Bratin | 122.79.39.51 | ১০ জুলাই ২০১৫ ০০:১২501853
  • আমাকে ভেজে দাও পিএম।
    এক দিন কল করো সময় করে
  • PT | 213.110.247.221 | ১০ জুলাই ২০১৫ ০৮:৩৪501854
  • "কোন চাপ নেই, কাজকম্মো নেই"

    বেশ খিমচে-কামড়ে দেওয়ার মত হিংসে হচ্ছে!!
  • Bratin | 122.79.35.170 | ১০ জুলাই ২০১৫ ০৯:০২501857
  • সেটাই পিটি দা, কতদিন মুড়ি তেলেভাজা সহযোগে বৃষ্টি ভেজা দিনে অপিস কেটে ব্রিজ খেলিনি ঃ(((
  • PM | 128.102.172.106 | ১০ জুলাই ২০১৫ ০৯:০৫501859
  • কলকাতায় ফিরে দিচ্ছি ব্রতীন
  • PT | 213.110.247.221 | ১০ জুলাই ২০১৫ ০৯:০৫501858
  • আমি ছাই তাসের রং চিনিনা-তাই তোমার ঐ ব্রিজে আমার আসক্তি নেই। কিন্তু ধারাবর্ষণের মধ্যে ঢাকুরিয়ার ব্রিজের ওপরে কতদিন হেঁটে যাইনি..........
  • Bratin | 122.79.35.170 | ১০ জুলাই ২০১৫ ০৯:১৯501860
  • ওহো।

    বৃষ্টি তে ভেজা আমার
    ও খুব প্রিয় পিটি দা।এমন কী বাড়ি তে থাকলে ছাদে গিয়ে ভিজি।

    পিএম কোন তাড়া নেই ঃ)
  • ranjan roy | 132.176.183.89 | ১০ জুলাই ২০১৫ ১৮:২০501861
  • মাইরি পিটি! একদম নজর দেবেন না।
    কোথায় ৩৬গড়ের জলে জঙ্গলে আঁদাড়ে পাঁদাড়ে ঘুরে বেরিয়েছি গোটা চাকরি জীবন। একটি কমোড দূরস্থান, সেপ্টিক ল্যাট্রিনের চিনেমাটির পায়দানির জন্যে হেদিয়ে মরেছি আর এখন দিল্লিতে আধুনিক ইয়ে--! একদম হিংসে করবেন না।
    বালাই ষাট! এখনো আপনার অনেক দিন সার্ভিস আছে; এখনও পারিবারিক গুরুদায়িত্ব কিছু রয়ে গেছে।
    তবে বৃষ্টিতে ভিজতে খুব ভাল লাগে। কতবার বন্ধুর মোটরবাইকের পেছনে বসে আকাশভাঙা বৃষ্টিতে ভিজতে ভিজতে বেসুরো গলায় চেঁচিয়ে -- ঘিরি আয়ি কালী ঘটা মতওয়ালি, শাওন কী আয়ি বাহার! গেয়েছি।
  • I | 192.66.26.174 | ১০ জুলাই ২০১৫ ২২:১৫501862
  • On Kindness-Adam Phillips & Barbara Taylor। চটি বই। ১২০ পাতা মত। তাইতেই মেজাজ বিগড়ে যাচ্ছে। একে বৃষ্টি, সারাদিন ঘরবন্দী। বকখালি যাওয়া হয় নি। তারপর এরকম কাটখোট্টা বই। কিন্তু শেষ দেখে ছাড়বো।

    তাছাড়াও সাইনাথ পড়ছি। Sorcerer's Apprentice পড়ছি। আর কিসব যেন। মনেও থাকেনা ছাই।
  • sinfaut | 127.195.49.208 | ১০ জুলাই ২০১৫ ২৩:১৬501863
  • The Chess Mysteries of Sherlock Holmes: Fifty Tantalizing Problems of Chess Detection

    ভীষন ইন্টেরেস্টিং বই। কয়েকটার সাথে এইটাও পড়ছি।
  • dd | 116.51.136.179 | ১১ জুলাই ২০১৫ ০৮:৫৯501864
  • Abraham Eralyর the first spring আর উনারই The age of wrath।

    ফাস'টা এনসিয়েন্ট ইন্ডিয়া মানে ধরুন 400 BC থেকে 400 AD পজ্জন্তো, মানে যেটাকে গোল্ডেন এজ বলে । সেদিন গুলোর কথা। এর পরেই গুপ্ত যুগের শুরু আর ভারোতে অন্ধকার যুগ। চলবে প্রায় হাজার বছোর। কারন জানতে চাইলে উপরিউক্ত বইটি পড়ুন। ভাল্লাগবে।

    সেকেন'টা শুরু করিনি, ওটা সুলতানী আমোল নিয়ে লেখা। মলাট দেখে মনে হচ্ছে জমবে।
  • ranjan roy | 132.176.183.89 | ১১ জুলাই ২০১৫ ১৩:০৫501865
  • পিএম,
    "হরিদাস" কি আপনার কাছে ডাউনলোড করা আছে? নাকি হার্ড কপি? সফট হলে অবশ্যই চাই।
    [email protected] এ।

    সিঁফোঁ,
    নাম শুনেই লোভ হচ্ছে। জানতে চাইছি এগুলো কি শার্লকের বা কোনান ডয়েলের কলেক্টেড ওয়ার্ক্স এ আছে? তাহলে কিন্ডলে নিয়ে নেব।

    ডিডি,
    প্রথমটা Amazon এ পাওয়া যাবে কি?
    আর Cuckold কেউ পড়েছেন? কেমন বই? বন্ধুর মেয়ে খুব করে পড়তে বলেছে, আজকে বিকেলে দেবে।
    [ বইয়ের নামটা শুনে কেউ একজন আমার দিকে মুখ ভেটকে তাকাল। ভাবছি-- কেন ? বুড়ো হওয়ার অনেক জ্বালা!]
  • sinfaut | 127.195.49.208 | ১১ জুলাই ২০১৫ ১৩:১২501866
  • রঞ্জনদা, এগুলো কোনান ডয়েল এর লেখা না। রেমন্ড স্মালিয়ান (Raymond Smullyan), একজন বিখ্যাত মাথেমেটেশিয়ান, ম্যাজিশিয়ান, কনসার্ট পিয়ানিস্ট, ফিলোসফার এবং অবশ্যই লেখক, তার লেখা। এই বইটার মজা হচ্ছে অন্য দাবার প্রবলেম হলো ফিউচার মুভ নিয়ে, কিন্তু এখানে বোর্ডের পজিশন দেখিয়ে জিজ্ঞাসা করা হয় লাস্ট সাদা আর কালোর একমাত্র লজিকাল মুভ কী ছিলো। মানে হোমসের মতন রেট্রোগেড অ্যানালিসিস।
    যদি, ইপাব ফর্মাটে পড়তে পারেন, তাহলে মেল আইডি পাঠালে বই পাঠিয়ে দেব।
  • robu | 113.44.174.22 | ১১ জুলাই ২০১৫ ১৫:৪২501869
  • এখান গ্লাস প্যালেস পড়ছি। এর আগেই শেষ করলাম ফর হুম দা বেল টোলস।
    অক্ষয় মালবেরি হাইজ্যাক হয়ে গ্যাছে।
  • | 24.96.41.195 | ১২ জুলাই ২০১৫ ০৯:০৩501870
  • কল্লোল গল্প সমগ্র -১ ঃ সবে শুরু করেছি।
  • R | 131.241.218.132 | ১৪ জুলাই ২০১৫ ২২:৫৮501871
  • আমি পড়ছি কমপ্লিট ফার সাইড। গ্যারি লার্সন। তবে কোথাও কোথাও নিউজ পেপার স্ট্রিপ হিসেবে বেশ সুররিয়াল আর ডার্ক। সব মিলিয়ে দুরন্ত জিনিয়াস।

    তবে, যে দেশে খাটালে রক্ত পরীক্ষা হয় আর সুপার স্পেশালিটি হাসপাতালে কুকুরের ডায়ালিসিস, সেখানে আর কিই বা সুররিয়াল থাকতে পারে?
  • a x | 60.171.26.111 | ১৫ জুলাই ২০১৫ ১৮:৫৩501872
  • পড়ছি - Life and work of Leni Riefenstahl - Steven Bach'এর। লেনির পরিচয় তো হিটলারের প্রোপাগান্ডা ফিল্মমেকার হিসেবে। কিন্তু অদ্ভুত মহিলা ইনি - যেভাবে জীবন যাপন করেছেন সেই সময়ে, ফিয়ার্সলি ইন্ডেপেন্ডেন্ট, হাইলি অ্যাগ্রেসিভ।

    আর পড়ছি Bury my heart at wounded knee - এটা পুরোটা পড়ে তারপর লিখব।
  • একক | 125.99.196.27 | ০৭ অক্টোবর ২০১৫ ১৭:১২501873
  • দুটো বই পাশাপাশি পড়ছি ।

    ১) "স্লাইটলি আউট অব ফোকাস " -- রবার্ট কাপা ।

    বিশ্বযুদ্ধ এন্ড অর ফটোজার্নালিস্ম নিয়ে জনদের আগ্রহ, পড়ে দেখতে পারেন ।

    ২) কোডেকস সিরাফিনিয়ানাস -- লুইগি সিরাফিনি । এ একদম আলাদা জগত , এসেমিক ল্যন্গুএজ - কনল্যাং- অল্টারনেটিভ ডিসাইন এসব নিয়ে আগ্রহ থাকলে পড়ে ফেলুন । ফিনিগানস ওয়েক বারংবার টানে ? সেক্ষেত্রেও ।
  • sinfaut | 11.39.62.46 | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:২১501875
  • The rise of Islam and the Bengal frontier: Richard Eaton
  • | 213.99.211.133 | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:২১501874
  • গন্ডালু সমগ্র ১ পড়তে শুরু করলাম । কিন্তু মন ভরছে না।

    এর পরে সমরেশ বসু গল্পসমগ্র ১ পড়বো।

    আরো প্রচুর বই জমে আছে। কিন্তু সময় কোথায়??? ঃ(((
  • | 213.99.211.133 | ০৭ অক্টোবর ২০১৫ ১৮:৫৮501876
  • পুরো টই টাই প্রথম থেকে পড়লাম। বেশ ভালো লাগলো ঃ)
  • SS | 160.148.14.8 | ০৭ অক্টোবর ২০১৫ ২০:২২501877
  • পড়ছি না, শুনছি - হার্পার লি র Go Set a Watchman।
  • SS | 160.148.14.8 | ০৭ অক্টোবর ২০১৫ ২০:৩৩501879
  • এছাড়া লিস্টে আছে God's Bankers: A History of Money and Power at the Vatican। ভ্যাটিকানের ফাইনান্সিয়াল কোরাপশানের গল্প। অবশ্য গল্প নয়, সত্যি ঘটনা সব।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন