এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৪৭৬১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ranjan roy | 132.162.250.249 | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:১২501880
  • হুলিয়ে থ্রিলর পড়লাম।
    ড্রাগনট্যাটুওলা মেয়েটির লার্জার দ্যান লাইফ কান্ডকারখানা, সুইডেনের গুপ্তপুলিশের গুপ্তকথা।
    আর রউলিং মহিলার দুটোই। সিল্কওয়ার্ম বেশি ভালো লেগেছে। এবার পড়ছি বাইবেলের মিথের কতটুকু ঐতিহাসিক তা নিয়ে একজন মহিলা পাদ্রীর লেখা। বেশ ভালো। এর পরে অমিতাভ ঘোষের ট্রিলজির শেষটা ধরব।
    কোলকাতায় ফিরে চুটিয়ে বাংলা বই পড়ব। চল্লিশ বছরের গ্যাপ পুষিয়ে নেব। নাকতলার শক্তি সংঘের লাইব্রেরি বেশ ভাল,
    ওদিকে গুরুসদয় দত্ত রোডের উল্টোদিকে একটা সরকারি ঘ্যামা লাইব্রেরির খোঁজ পেয়েছি। ইংরেজি বাংলা প্রচুর বই। নয়জন স্টাফ, সাতজন গড়পড়তা পড়ুয়া? এমনই শুনলাম। দেখতে যাব।
  • ranjan roy | 132.162.250.249 | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:১৩501881
  • নাজিমশায়,
    হার্পার লির বইটা বাজারে এসেছে কি? আমি তো প্রথমটাতেই আরো অনেকের মত ফিদা।
  • SS | 160.148.14.8 | ০৭ অক্টোবর ২০১৫ ২৩:৩৬501882
  • রঞ্জন শেষে আমায় নাৎসী বানিয়ে দিলেন !!!
    হ্হার্পার লীর বই বাজারে এসেছে মাস দুয়েক আগে। তবে এতে অনেক চমক আছে। এই রিভিউটা পড়ে দেখতে পারেন।
    http://www.newyorker.com/magazine/2015/07/27/sweet-home-alabama
  • PT | 213.110.246.23 | ০৮ অক্টোবর ২০১৫ ০৭:১৬501883
  • হাসান আজিজুল হকের "সাবিত্রী উপাখ্যান"-শেষ করলাম কয়েকদিন আগে।
    পব-তে এইজাতীয় উপন্যাস লেখার মত সাহসী কোন লেখক আছেন বলে মনে হয় না। অথচ ঘটনাটি বর্ধমান জেলার!!
  • PM | 116.76.145.143 | ০৮ অক্টোবর ২০১৫ ১০:২২501884
  • রন্জনদা, আপনার হরিদাসের রিকোয়ারমেন্ট মিস করে গেছিলাম। আজ পাঠিয়ে দিয়েছি
  • শিবাংশু | ০৮ অক্টোবর ২০১৫ ১০:৩৬501885
  • খিদে
    ---------
    চব্বিশ ঘন্টা, তিনশো পঁয়ষট্টি পাক পৃথিবীর। একটাই জীবন । কবে থেকে পড়তে শুরু করেছি? মনে নেই....
    তবুও এতো খিদে কেন পায়, বইয়ের । কতোটুকু আর খেয়ে শেষ করতে পারি? শুধু দৃষ্টিখিদে ? এত্তো কাজ রুটির জন্য ,তার উপর এত্তো লেখালিখির খাজনা দিতে দিতে দিনরাত কাবার হয়ে যায়। তবু বইয়ের কথা ভাবলেই শরীরে অ্যাড্রিনালিন, থামেনা....
    গত একমাসে যক্ষের ভাঁড়ারে জমেছে বইগুলো। এখনও পর্যন্ত শুধু ছুঁয়েই দেখেছি।
    তার আর পর নেই...

    ইংরিজি
    ---------
    1.South Indian Customs : P.V.Jagadisa Ayyar
    2. Buddhist Tantrik Systems : Tr. F.D.Lessing & Alex Wayman
    3. Ascetic of Desire : Sudhir Kakkar
    4. Crimson Throne : Sudhir Kakkar
    5. Caravans: Indian Merchants on Silk Road : Scot C. Levi
    6. The Nocturnal Court: Tr. Narendra Luther
    7. Hyderabad : Marika Sardar
    8. Delhi: Unknown Tales of a City : R.V.Smith
    10. Where Stones Speak : Rana Safvi

    বাংলা
    --------
    ১। গল্প সংগ্রহ ১-৪ঃ সুনীল গঙ্গোপাধ্যায়
    ২। গল্প সংগ্রহ ১-২ঃ সন্দীপন চট্টোপাধ্যায়
    ৩। কবি কথাঃ সুধীরচন্দ্র কর
    ৪। মনে রেখোঃ সুচিত্রা মিত্র
    ৫। আলোছায়ার পথেঃ তাপস সেন
    ৬। ব্যাকুল বাঁশরিঃ দেবব্রত বিশ্বাস-সংকলন
    ৭। ছেঁড়া ক্যাম্বিসের ব্যাগঃ শঙ্খ ঘোষ
    ৮। পরচর্চাঃ হিমানীশ গোস্বামী
    ৯। ঋত্বিকদা, সলিলদাঃ তুষার তালুকদার
    ১০।বাংলাগানের পথচলাঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
    ১১।গানের গল্প গল্পের গানঃ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়
    ১২।আনন্দধারাঃ কণিকা বন্দ্যোপাধ্যায়
    ১৩।পন্ডিত জ্ঞানপ্রকাশ ঘোষঃ সংকলন
    ১৪। বাঙালবাড়িঃ রঞ্জন রায়

    আরো পাঁচ-ছটি বই। পাঠক ক্লান্ত হয়ে পড়বেন.... এখানেই থাক।
    আদেখলা ভাবা স্বাভাবিক, কিন্তু নিরুপায়.....

    সবগুলো'ই পড়ছি, আবার কিছুই পড়ছি না বোধ হয়। একটাই রক্ষে মা আর নেই। পড়া ধরার কেউ নেই। নয়তো কপালে দুঃখ ছিলো।
  • pi | 24.139.209.3 | ০৮ অক্টোবর ২০১৫ ১০:৪৩501886
  • Ascetic of Desire বেশ ভাল লেগেছিল। লেখকের সাইকোঅ্যানালিসিসের বইগুলো পড়ার ইচ্ছে আছে।
  • হাঁড়ি কড়াই | 151.0.12.132 | ০৮ অক্টোবর ২০১৫ ১১:০১501887
  • ঠিক গুরুসদয় দত্ত রোড নয়, ওর উল্টোদিকে যে রাস্তাটা পাঠ ভবন প্রাইমারী স্কুলের দিকে গেছে সেটায় ঢুকেই বাঁদিকে। পুরনো কাগজ আর বইয়ের ভালো স্টক বছর চারেক আগেও ছিলো। এখন জানি না।
  • | 213.132.214.156 | ০৮ অক্টোবর ২০১৫ ১১:০৮501890
  • শিবাংশু দা, ক্দিন আগে এই লেখা টা তোমার ফেসবুকের র দেওয়ালে দেখলাম। খুব ভালো। এখনও প্রচুর ভোরাসিয়াস রিডার আছেন। । ফেসবুক, টিভি র ৩৫৪ টা চ্যানেল কিছু ই তাঁদের দমাতে পারে না। এটাই আশার কথা।

    ভুবনেশ্বরে তোমার বই র স্টক দেখেছিলাম - যদিও সেটা হিমশৈল র চুড়া মাত্র!!

    কলকাতা এ এলে একবার বেলুড়ে এসো। আমি নিশ্চিত তুমি আমার বই র সংগ্রহ দেখে আনন্দ পাবে। ঃ))
  • হাঁড়ি কড়াই | 117.167.108.183 | ০৮ অক্টোবর ২০১৫ ১১:০৮501888
  • কার্ফিউড নাইট শেষ করলাম। এখন পড়ছি রাহুল পন্ডিতার "আওয়ার মুন হ্যাজ ব্লাড ক্লটস" - যদ্দিন না গেম অফ থ্রোনস এর ছয় নম্বরটা বেরোয়।

    আর UFL সংক্রান্ত খান পঞ্চাশেক পেপারঃ-)
  • | 213.132.214.156 | ০৮ অক্টোবর ২০১৫ ১১:১১501891
  • তুমি যেহেতু রিসার্চ উইং এ আছো অরি তোমাকে সব সময় আপকামিং টেকনোলজি, নতুন ট্রেন্ড এই সব দিকে ওয়াকিবহাল থাকতে হবে। প্রচুর পড়াশনা ছাড়া । নো উপায়!!
  • | ০৮ অক্টোবর ২০১৫ ১১:৫৮501893
  • পিটি, কোনও একটা ঈদ সংখ্যায় নভেলা হিসেবে পড়েছিলাম। সে তো মেরেকেটে ১০ কি ১২ পাতা। সেটা কি আলাদা বই হিসেবে বেরিয়েছে?

    ওনার আগুনপাখীর সেই লাইনগুলো ' আমারে কেউ ব৭ঝাইতেই পারলেক নাই ----' অদ্ভুত লেখা।
  • | ০৮ অক্টোবর ২০১৫ ১১:৫৮501892
  • পিটি, কোনও একটা ঈদ সংখ্যায় নভেলা হিসেবে পড়েছিলাম। সে তো মেরেকেটে ১০ কি ১২ পাতা। সেটা কি আলাদা বই হিসেবে বেরিয়েছে?

    ওনার আগুনপাখীর সেই লাইনগুলো ' আমারে কেউ ব৭ঝাইতেই পারলেক নাই ----' অদ্ভুত লেখা।
  • | ০৮ অক্টোবর ২০১৫ ১১:৫৯501894
  • বুঝাইতেই
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:২৯501895
  • লোকজন বই পড়ার জন্যে এতো সময় পায় কোথা হতে? ঘরে আর কম্পু তে বইয়ের পাহাড় তৈরী হচ্ছে, অথচ সময় নেই।

    আমি তো এখন দিনে ১০ পাতা পড়ার সময় বার করতে পারি না। অথচ একটা সময় ছিল, "কালপুরুষ" একদিনে "মাধুকরী" দু-দিনে শেষ করেছিলাম।
  • | 213.99.211.132 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৩৫501896
  • আহা

    ১। তখন তোমার বয়েস অল্প ছিল।
    ২। মনে হেব্বি জোশ ছিল।
    ৩।হাতে সময় ছিল।
    ৪। জীবন এ এত দাবি ছিল না।
    ৫। আর আমাদের সময়ে এত টিভি/FB/ হোয়াটস অ্যাপ ছিল না!!

    ঃ))
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৪২501897
  • ব্রতীন, ৫ নম্বর ছাড়া বাকি গুলো ঠিক আছে।
    টিভি তে আগে যা দেখতাম (খেলা আর সিলেক্টিভ সিনেমা) সেটাই এখনো দেখি। FB/ হোয়াটস অ্যাপ যা করার অফিস টাইমের মধ্যে, পরে আর ঢুকি না।

    আমার মনে হয় নম্বর-১আর ৪ টাই মেজর ফ্যাক্টর।
  • Kaju | 131.242.160.210 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৪৩501898
  • সেকি আপিস টাইমে ফেবু হোয়াস্স্যাপ?? ভেরি ব্যাড।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৪৬501899
  • সময়াভাবেও যা এখন পড়ছি,
    বেশ কিছু পুরোনো দেব সাহিত্য কুটিরের শারদীয়া হাতে পেয়েছি।
    তাই পড়ছি।
    কিছু কিছু এখনো বেশ ভালো লাগছে।
    ব্রতীনের গন্ডালু'র মতো কিছু কিছু আর ভালো লাগছে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৪৮501901
  • কাজু,
    তোমাকে হাতের কাছে পেলে মার লাগাতাম।
    তুমি আমাকে quiz-up এর নেশা ধরিয়ে দিয়েছো।
    সময় পেলে এখন তাই খেলছি।
  • Kaju | 131.242.160.210 | ০৮ অক্টোবর ২০১৫ ১৩:৫৯501902
  • QuizUp ভালো জিনিস, মগজের পুষ্টি হয়। আমি তো আবার সেকেন্ড থেকে একে যাবার জন্যে খেলি মাঝেমধ্যে। Ballino ব্যাটা একদিন এসে কোত্থেকে তরতরিয়ে ১৫৯০০০+ এ নিয়ে চলে গেল, ১৩৭০০০+ হয়ে তাড়া করছি ফাঁক পেলে। মহা বজ্জাত লোক, কেউ ওকে টপকালেই খেলতে আসে, অন্য সময় চুপ। কী করে যে এত তাড়াতাড়ি স্কোর তোলে কে জানে !
  • | 213.132.214.155 | ০৮ অক্টোবর ২০১৫ ১৪:০১501903
  • হোয়াট'স অ্যাপ এ প্রচুর সময় নেয় । আর গ্রুপ কি একটা?

    ১। দাস বাড়ি
    ২। আই এস আই
    ৩। কলেজ
    ৪। স্কুল
    ৫। অন্য বন্ধু রা। + ফ্যামিলি র মেম্বার ।

    ( ভাগ্যি ভালো বিদ্যামন্দিরের গ্রুপ নেই!!)

    কাজু, বলো কী হে, সে দিন আমার এক রিপোর্টী হোয়াট'স অ্যাপ এ জানিয়েছেন তিনি আজ আসতে পারবেন না। আমি পরের দিন ধমক টমক দিয়েছি। কিন্তু বুঝলাম এক্সপেক্টশ্যান টা এখন এই লেভেলে। ঃ)))
  • | 213.99.211.133 | ০৮ অক্টোবর ২০১৫ ১৪:০৪501904
  • উমেশ, ছোটবেলার সেই সরল নিষ্পাপ মন টাই তো আর নেই!! ঃ(((
  • Kaju | 131.242.160.210 | ০৮ অক্টোবর ২০১৫ ১৪:৩৮501905
  • ঝি ঃ কাল সারুক্ষানের বই দেখতি গিছিলুম। উওস্যাম !
    মালকিন ঃ তা আসবে না জানাতে পারোনি?
    ঝি ঃ ক্যানো, ফ্যাঁসবুকে আপডেট তো দিইছি ! দাদাবাবু লাইক করি বল্ল্যান - মিস ইউ !
  • Blank | 213.99.211.18 | ০৮ অক্টোবর ২০১৫ ১৫:৩৬501906
  • অজ্জিত দা র এর এজেন্ট !!! এই ছেল সিপিয়েমের মনে !!!
  • Blank | 213.99.211.18 | ০৮ অক্টোবর ২০১৫ ১৫:৪০501907
  • মদিয়ানো পড়ছি পর পর -
    নাইট ওয়াচ, মিসিং পার্সন, আউট অফ দ্য ডার্ক, ডোন্ট গেট লস্ট ইন দ্য নেবারহুড।
    কেমন একটা নিস্পৃহ মোডে লেখা। প্রথম দিকের লেখা গুলোতে বিশ্ব যুদ্ধোত্তর সময়ের ছায়া বড্ড বেশী।
    তার মাঝে কবে যেন মুরাকামির পিনবল পড়লাম।
  • PT | 213.110.246.25 | ০৮ অক্টোবর ২০১৫ ১৫:৫১501908
  • @দ
    সাবিত্রী উপাখ্যান ২৪০ পাতার বই। দে`'জ থেকে ২০১৪-তে প্রকাশিত।
  • Blank | 213.99.211.132 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:০৯501909
  • আমার বই তে এর ই বুক আছে।
  • 0 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:১০501910
  • স্কুলবেলা থেকেই এই বইটা পড়ার ইচ্ছে ছিল। এখন পেয়েছি, একটু একটু ক'রে পড়ছি। শুনেছি এর বাংলা অনুবাদও নাকি আছে।
    যারা ইতিহাসের বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য লিং দিলাম।

    মেগাস্থিনিসের ইন্ডিকা - http://tinyurl.com/Indika-Schwnbck-McCrndl
  • Lama | 213.132.214.156 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:১৬501912
  • গুরুর টই- 'এখন কি পড়ছেন'
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত প্রতিক্রিয়া দিন