এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • এখন কি পড়ছেন?

    Bratin
    বইপত্তর | ২৩ নভেম্বর ২০১১ | ৪৫৩১৩ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | 213.99.211.18 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:৪০501913
  • লামা আজকে দুবার তোমাকে দেখলাম। একবার বিড়ি খাচ্ছিলে ; আরেক বার খাবো খাবো করছিলে। আমি আর ডাকি নি।
  • শিবাংশু | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:৪৯501914
  • উমেশ,

    একেবারে সত্যি। বহু বহু কাল আগে একবার রাত একটার সময় সনাতন পাঠকের একটা লেখায় 'আরণ্যকে'র উল্লেখ পড়ে মনটা কেমন করলো। রাত দেড়টা থেকে ভোর সাড়ে পাঁচটা পর্যন্ত বহুপঠিত আরণ্যক আবার পুরো পড়লুম।

    এই তো সেদিন সন্দীপনের গল্পসংগ্রহ রাত বারোটায় শুরু করে তিনটে সাড়ে তিনটে পর্যন্ত পড়তে হলো। মানে ছাড়া গেলো না।

    এখন বুঝছি, 'সময়' মানে কী?
  • | 213.99.211.19 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:৫২501915
  • আহা শিবাংশু দা, কত দিন এমন গল্প পড়া রাত হয় না!! ঃ((
  • cm | 127.247.100.82 | ০৮ অক্টোবর ২০১৫ ১৬:৫৬501916
  • কাজুবাবুর অপোনেন্ট ফেয়ার প্লে করছেন বোঝা গেল কি করে? নিজের আরেকটা ফেক আইডি করে খেলছে আর হারছে হয়তো। নাকি সেটা সম্ভব নয়, মেশিনের সাথে খেলা?
  • Kaju | 131.242.160.210 | ০৮ অক্টোবর ২০১৫ ১৭:২৮501917
  • না সেটা হচ্ছে না বলেই মনে হয়। ইন্ডিয়ার কেউ যখন খেলে অপোনেন্টে, প্রায় সমান সমান স্কোর যায় অনেক সময়েই, বাঙালী হলে আরো হয়, অন্য দেশের হলে ১০-১৫ র বেশি নম্বর তুলতে পারে না।
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৮:১৬501918
  • কাজু, ফ্রান্সে বসে থাকা Ballino যে বাঙালী নয়, জানছো কি করে?
    মোবাইল থেকে ,FB কে বাই-পাস করে খেললে যে কোনো নিক-নেম নেওয়া যায়। আমিও তো আমার মেয়ের নামে খেলছি।

    শিবাংশু'দা সত্যিই সেদিন আর নেই। কোনো বই ধরলে পুরো না শেষ করে ছাড়তাম না। এখন কয়েক পাতা এগোলেই নানান সাংসারিক ফ্যাকড়া থাকে, থেমে যেতে হয়। চোখও মাঝে মাঝে লম্বা টাইম সাথ দেয় না।
  • de | 69.185.236.53 | ০৮ অক্টোবর ২০১৫ ১৮:৩৭501919
  • মেয়ের নামে!!! মেয়ে বকেনি?
  • ঊমেশ | 118.171.128.168 | ০৮ অক্টোবর ২০১৫ ১৮:৫৫501920
  • মেয়েই আমার ফোনে গেম-সেন্টারে অ্যাকাউন্ট টা চালু করেছিলো খেলবে বলে। ও খেলে হ্যারি পটার, পার্সী জ্যাকসন গুলো।
    আমি খেলি বলিউড, আর খেলা নিয়ে।
    এটা কোনো FB অ্যাকাউন্ট নয়, কোনো পার্সোনাল ডাটা নেই, ইমেল ছাড়া। তাই মেয়ের আপত্তি কিছু নেই।
  • dd | ০৮ অক্টোবর ২০১৫ ২২:১১501921
  • শিবাংশু ও আরোদের কই। যাস' লিস্ট দিয়ে ক্ষি হবে ? আপনেরা পড়া বইগুলির পছন্দের /অপছন্দের গোটা কয়েক পয়েন্ট দিয়ে মৃদু গোছের সামারি দিলেও তো পারেন? না কি?
  • সে | 204.230.159.197 | ০৮ অক্টোবর ২০১৫ ২২:২৫501923
  • কতকটা শোঅফ শোঅফ লাগে। আরো বেশি শোঅফ লাগত ভালো সিনেমা টইটা।
  • Tim | 140.126.225.237 | ০৮ অক্টোবর ২০১৫ ২২:৪১501924
  • আমি এখন পড়ছি " ছুঁচ ও চালুনির গল্প", সেল্ফ সার্ভিস পাবলিশার্স থেকে প্রকাশিত (পর্বে পর্বে চলছে)। ব্যাপক লাগছে
  • kc | 198.70.17.140 | ০৮ অক্টোবর ২০১৫ ২২:৫২501925
  • শো অফ হোক বা যাই হোক, অনেক ভালো ভালো বইএর নাম পাওয়া যায়। সে যাই হোক সেশ করতে পারলাম remembrance of things past, মার্সেল প্রুস্ত এর। যাঁরা একটু বড় সময় ইনভেস্ট করতে পারবেন, তাঁরা পড়ে ফ্যালান।
  • সে | 204.230.159.197 | ০৮ অক্টোবর ২০১৫ ২২:৫৬501926
  • সেইজন্য্ই শুধু নামটুকু না লিখে অল্প বইটা বিষয়ে লিখলে ভাল হয়, সিনেমার টইতেও একই।
  • শিবাংশু | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:০৩501927
  • 'সে' যে অনুভূতিটির কথা বলেছেন সেই সংশয়টি আমারও আছে। বই পড়া একটা একান্ত ব্যক্তিগত ব্যসন। তাকে হাটের মাঝে আনার দরকার কি? কিন্তু 'kc'র যুক্তিটাও অকাট্য। একটা ভালো বইয়ের খোঁজ পাওয়া মানে অর্ধেক পড়ে ফেলা।

    ঐ গৌতমবুদ্ধের পন্থাই মেনে চলি.... :-)
  • kc | 198.70.17.140 | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:০৭501928
  • সেদি, বই এর সম্পর্কে অল্প সল্প নেটেই তো বেশী ভাল পাওয়া যায়। আমার শুধু নামটা পেলেই হল। আর হ্যাঁ, অবশ্যই কোন ভাটুরে নামটা জানাচ্ছেন সেটাও। এখানকার কিছু ভাটুরের পাঠাভ্যেসের সঙ্গে আমার ফ্রিকোয়েন্সি বেশ মিলে যায়।
  • সে | 204.230.159.197 | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:১০501929
  • বুঝলাম। হয়ত বার্ধক্যের সংগে সংগে অনুভূতিগুলো এরকম হয়ে যাচ্ছে। ঠিক।
  • শিবাংশু | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:১৫501930
  • হে dd,

    অগস্ট মাসের লিস্টিটা রাখছি সসংকোচে। সামান্য টীকা রয়েছে সঙ্গে, নিতান্ত অপ্রতুল। অন্য জায়গায় লিস্টিটা দেওয়া ছিলো। তবু আদেশ যখন, এখানেও থাক,

    বাকি ইতিহাস
    --------------------
    ইতিহাস'কে ভালোবাসি এই জন্য সে কখনও বঞ্চনা করেনা। সত্য ছাড়া তার আর কোনও আনুগত্য নেই।মানুষের সংগ্রাম, শ্রম,মেধা, কীর্তি, অভিজ্ঞতার ইতিবৃত্ত। বাকি সব শাস্ত্র, সমাজতত্ত্ব, নৃতত্ত্ব, স্থাপত্য, অর্থনীতি, কাব্যসাহিত্য, সব কিছুর ভিত্তি ইতিহাসকে কেন্দ্র করেই গড়ে ওঠে। ব্যক্তি আমি, সমষ্টির আমি, সহিষ্ণু আমি, অসহিষ্ণু আমি, সবার সামনে আয়না নিয়ে দাঁড়িয়ে আমার ইতিহাস আনুগত্যের শিলালিপি।
    এই মূহুর্তে ভারত ইতিহাসের দুজন দিগগজের লেখা আমি একমনে পড়ি। কারণগুলি অবশ্য আলাদা, দু'জনের জন্য আমার মুগ্ধতার ভিন্নমুখ। অ্যাব্রাহাম এরালি আর উইলিয়ম ড্যারিম্পল। অতি খ্যাত এঁরা, কোনও পরিচয়ের অপেক্ষা রাখেন না।
    এঁরা যদুনাথ বা রাখালদাসের ভিন্ন প্রান্তে। রোমিলা,ব্যাশাম বা রামশরণও অন্য মেরু। তবু এঁদের স্বয়মাগতা সুখদা ভঙ্গি'র ভিতরে রয়েছে প্রামাণ্য প্রত্নপাথরের মণিমুক্তো।
    ড্যারিম্পল সাহেবের প্রথম বই পড়ি City of Djinns, আমাদের দিল্লির ইতিহাসকথা। মুগ্ধতার সেই শুরু। মার্কোপোলো, হুয়েন সাং, অল বিরুনি আর ট্যাভার্নিয়েরের উত্তরসূরির কলমকথা। তার পর একে একে বাকি বইয়েরা এসে যায়। তাঁর অতিখ্যাত মুঘল সিরিজ যদিও খুবই সুখপাঠ্য, কিন্তু যে আকরগ্রন্থগুলি থেকে তিনি ঘটনাক্রম সংকলন করেছেন সেগুলি পূর্বপঠিত হওয়ায় শিহরণ জাগেনি, ভালো লেগেছে। তবে সব বইয়ের মধ্যে আমার সব চেয়ে প্রিয় Nine Lives। একটা লিস্টি থাক এখানে, যদি কারো আগ্রহ জাগে,
    1. In Xanadu (1989)
    2. From the Holy Mountain: A Journey in the Shadow of Byzantium (1997)
    3.The Age of Kali (1998)
    4.Nine Lives: In Search of the Sacred in Modern India. (2009)
    5. Return of a King – The Battle for Afghanistan (2012)
    আর মুঘল সিরিজ,
    1.White Mughals (2002)
    2. Begums, Thugs & White Mughals – The Journals of Fanny Parkes (2002)
    3. The Last Mughal, The Fall of a Dynasty, Delhi 1857 (2006)
  • Bratin | 11.39.36.55 | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:২৫501931
  • সে দি , তোমার সাথে কিছু টা দ্বিমত। আমিও ও ই কেসি র মতোন অনেক ভালো ভালো বই র বাম জানতে পেরেছি। সবসময় সব দিকে খেয়াল থাকে না তাই কেউ একটা বই র রেফ দিলে সেটা দেখা যায়।
    আর জীবন খুব ছোট অথচ কত ভালো ভালো বই পড়ার আচ্গে। খানিকটা তো চুজি হতে হবেই।
  • ranjan roy | 132.162.250.249 | ০৮ অক্টোবর ২০১৫ ২৩:২৮501932
  • পিএম,
    অনেক ধন্যবাদ!
  • dd | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:১৯501934
  • এরালি বাবু অসম্ভব ভালো লেখেন।

    সেই ষাঠের দশকে অজয় বসু/কমল ভট্ট যেমন ক্রিকেটকে বাঙালীর হেঁসেলেও ঢুকিয়ে দিয়েছিলেন সেরম। খুব ইজি টু ডাইজেস্ট।

    আচ্ছা। মিনি রিভিউ তাইলে আমি ই শুরু করে দি'? কেমন ?
    প্রথমটা Hinduism and the ethics of warfare in South Asia লিখেছেন কৌশিক রায়। একেবারে বাজে বই। পেডেন্ডাবাজীতে ভর্তি,শাঁস কিছু নেই। পাতার আদ্ধেক লেখা বাকীটা ফুটনোট। পড়লেই মনে হয় কোনো টেক্স্ট বুক পড়ছি। ভাল্লাগে নি।

    সেকেন্ডটা Mughal warfare। লিখেছেন Jos Gommans। ক্ষি ভালো লিখেছেন। শুধু বই পত্তরই নয়, নানান ওরিজিনাল চিঠ পত্তর,ট্র্যাভেল ইঃ ঘেঁটে ঘুটে দারুন ইন্টের্স্টিং লিখেছেন। আর মিলিটারী হিস্ট্রী নিয়ে লিখেছেন, কিন্তু শুরু করলেন ভুগোল আর এনথ্রপলজি নিয়ে। কেমন মিলিটারি হিস্ট্ররির সাথে এগুলো মাখামাখি হয়ে থাকে - সেটা লিখলেন। আমার খুব ভাল্লাগ্লো,
  • | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:২৭501935
  • শিবাংশুকে Delhi Adventures in a megacity স্যাম মিলারের লেখা --- রেকো দিলাম।
  • robu | 11.39.36.36 | ০৯ অক্টোবর ২০১৫ ০৯:৫৫501936
  • হোলি মাউন্টেন আমার সবচেয়ে প্রিয়।
    কেউ কি আমায় লস্ট পিপুল অব সেন্ট্রাল এসিয়া ইবুক দেবেন?
  • b | 135.20.82.164 | ০৯ অক্টোবর ২০১৫ ১০:২৯501937
  • জোস গোমাংসের বইটার দাম ৫০০০ টাকা। বড়নোকেরাই পড়ুক (প্রলেটারিয়েত অভিমান ইমো)।
  • শিবাংশু | ০৯ অক্টোবর ২০১৫ ১০:৪০501938
  • থ্যাংকু 'দ',
    স্যাম মিলারের ‘A Strange Kind of Paradise’ বইটা আমার আছে। পড়েছি। অন্য ধরণের লেখা... ইন্টারেস্টিং...
  • kc | 198.70.17.140 | ০৯ অক্টোবর ২০১৫ ১১:১১501939
  • প্রতিবিপ্লব - উৎপল দত্ত। সঙ্গে রাখুন মলোটভকে লেখা স্ট্যালিনের চিঠি, আর মেদেভেদেভের লেট হিস্ট্রি জাজ। জমেছে কিন্তু।
    কিন্তু তারপরেও স্ট্যালিন জিন্দাবাদ।
  • শিবাংশু | ০৯ অক্টোবর ২০১৫ ১৩:৩৮501940
  • dd,

    হে রাজন,

    আমার গত মাসের একটা পোস্ট, একজন হতভাগ্য পাঠকের জবানবন্দি,

    যক্ষ
    -----
    গত দুয়েক মাসে জড়ো করা বইয়েরা,
    1. India Discovered: John Keay
    2. Engaging Scoundrels: Rosie L-Jones
    3. The First Firangis: Jonathan Gil Harris
    4. Daily Life in Ancient India: Jeannine Auboyer
    5. Lost Enlightment: S. Frederick Starr
    6. The Last King in India: Rosie L-Jones
    7. Cultural History of Ladakh: N.T.Shakspo
    8. The Life & Times of the Nawabs of Lucknow: Ravi Bhatt
    ১। সরস গল্পসমগ্রঃ- তারাপদ রায়
    ২। প্রাচীন ভারতঃ সমাজ ও সাহিত্যঃ- সুকুমারী ভট্টাচার্য
    ৩। আপিলা-চাপিলাঃ- অশোক মিত্র
    ৪। মধ্যযুগের ভারতীয় শহরঃ- অনিরুদ্ধ রায়
    ৫।উপহাসের কলকাতাঃ- সুনীল দাস
    ৬। ভগবান বুদ্ধঃ- ধর্মানন্দ কোসম্বি
    ৭। শঙ্কুসমগ্রঃ- সত্যজিৎ রায়
    আরো কিছু বাকি রয়ে গেলো বোধ হয়। এভাবে চললে বইয়ের যক্ষ হয়ে যাবো। সত্যিকার কিস্যু পড়াশোনা হচ্ছেনা। শুধু জড়ো করা আর অত্যন্ত তাড়না বোধ করলে দ্রুত পাতা ওল্টানো । লেখার প্রয়োজন ছাড়া পড়ায় ডুবে যাওয়া এখন ইতিহাস হয়ে গেছে।

    দিন যায় রে, বিষাদে....
  • | 213.132.214.155 | ০৯ অক্টোবর ২০১৫ ১৩:৪৪501941
  • " মধ্যযুগের ভারতীয় শহরঃ- অনিরুদ্ধ রায়" কোন প্রকাশন শিবাংশু দা?
  • শিবাংশু | ০৯ অক্টোবর ২০১৫ ১৫:৩২501942
  • 'ব',
    আনন্দ....
  • | 213.132.214.156 | ০৯ অক্টোবর ২০১৫ ১৫:৩৩501943
  • ধন্যযোগ শিবাংশু দা ঃ)
  • ranjan roy | 132.162.250.249 | ০৯ অক্টোবর ২০১৫ ১৬:৫২501945
  • কেসি,
    আই বেগ টু ডিফার!
    মেদভেদেভের "লেট হিস্ট্রি জাজ" পড়ার পরে।
    তেমনি ঝ্যান জিয়াং পড়ার পরে মাও।
    দুঃখ দুঃখ ইমো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভেবেচিন্তে প্রতিক্রিয়া দিন