এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৮০২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • dd | 124.247.203.12 | ০৮ নভেম্বর ২০১১ ১২:০৫504260
  • আমি থাকবো ভলান্টিয়ার ফোর্সে।

    নতুন টইএর ক্ষেত্রে নতুন ও ডাইনামিক বিভাগ শুরু করতেই পারো। আর পুরোনো গুলো আস্তে আস্তে গুছিয়ে নেবো। শ পাঁচেক টইকে দশ বারোটা বিভাগে ভাগ করে গোছানো ত্যামোন টাইম লাগবে না।

    আগে একটা লিস্টি করো:

    আমি দিচ্ছি :

    আমাদের কবিতা
    আমাদের গল্প
    আমাদের ভ্রমন কাহিনী
    আমাদের রান্না বান্না
    আমাদের গান
    আমাদের স্মৃতিকথা
    খাওয়া দাওয়া
    গান
    নাটক
    রাজনীতি
    টেকনিক্যাল
    সিনেমা
    বই
    চারুশিল্প
    ফোটোগ্রাফী
    ফক্কুড়ি

    অন্যান্য
  • kumu | 122.160.159.184 | ০৮ নভেম্বর ২০১১ ১২:৪৩504261
  • ফক্কুড়ি?পোতিবাদ,মোটেই না।লোকে কি ভাব্বে?

    অন্য কোন নাম হোক-আড্ডা,মজলিশ ই:

    বিভাগ -দাম্পত্য,শিশুদের কথা ?
  • siki | 122.177.237.71 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:০০504262
  • অন্য নাম তো অবশ্যই হবে। আমাদের গান, আমাদের কবিতা এসব কী নাম নাকি? "আমাদের ভ্রমণ'? পায়ের তলায় সর্ষে ছেড়ে?

    তবে কাজটা ভালো হবে। দীপ্তেন্দার লিস্টিটাকেই বেসলাইন ধরে কাজ শুরু হোক। এই মুহূর্তে টইয়ের লিস্টি ৫৪ পাতা লম্বা। একটা একটা করে পাতা খুলে সেখানকার টইগুলোকে ক্যাটেগরাইজ করা শুরু করতে হবে।

    কিন্তু দীপ্তেন্দার একার পক্ষে চাপ হয়ে যাবে। আরও কেউ চাই। অন্তত তিনজন।
  • kaathberhaali | 122.167.230.221 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:০৯504263
  • আছি
  • dd | 124.247.203.12 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:২২504264
  • ধ্যাৎ। বিভাগ আর টইতে মিশিয়ে দিচ্ছে।

    বিভাগের নাম (ধরো) "আমাদের ভ্রমণ" - তাতে টই খুলবে "পায়ের তলায় সর্ষে" বা "সিকিম ভ্রমন" বা "সিকির ছেন্নাই বাস' ইত্যাদি। একটা হোলো গিয়ে বিভাগ অন্যটা টই।

    আমাদের কবিতায় থাকবে "পরবে পর্বে কবিতা' "রাধিকা রচনাবলী""যে অলেক পাখীরা উড়ে এয়েছ্যালো" "চুনসড়কির কাব্যিকথা"...... ইত্যাদি।

    বুঝলে ?
  • kumu | 122.160.159.184 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:২৩504265
  • কাঠবেড়ালীর সাথে আমিও আছি,১২ নভে-র পর থেকে।
  • dukhe | 122.160.114.85 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:২৮504266
  • ট্যাগ লাগালেই ভালো হয়।
  • dd | 124.247.203.12 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:৩১504267
  • আগে বিভাগগুলির নাম করন (নট মোর দ্যান কুরি টু স্টার্ট উইথ)একটা কনসেনসাসে আসুক।তারপর ক্যাটেগরীতে ফ্যালা খুব দীর্ঘ সময়ের ব্যাপার নয়, বিশেষত: পুরোনো পাপীরা যারা প্রায় সব কতা টই ই পড়েছে, তাদের কাছে।

    পাঁচশো টইএর ক্যাটেগরী করতে ঘন্টা দশেক টাইম লাগবে - স্প্রেড ওভার টু ডেস আর তিন চাজ্জনে করলে হু হা করে হয়ে জাবে।
  • siki | 122.177.237.71 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:৪৫504268
  • না ডিডিদা, অত সহজ নয়। একবার কাজে হাত দিয়েছিলাম। প্রচুর টই আছে, যেগুলো না খুলে পড়লে বোঝা যাবে না কোন ক্যাটেগরিতে ফেলা যায়। প্রচুর টই আছে যেগুলো জাস্ট জাঙ্ক টই। কেউ এমনি খুলেছিল তারপরে লেখা হয় নি। একটানা দু আড়াই ঘণ্টা ঝাড়াই বাছাই করলেও বেশ চাপ পড়ে যাবে।

    আর টই বিভাগে গোলালাম কোথায়? বিভাগটা পায়ের তলায় সর্ষে, মানে ভ্রমণকাহিনী, তার ভেতরে টই থাগবে সিকির ছেন্নাইবাস, অজ্জিতের কাজিরাঙা, ওমুকের লাদাখ।

    হোক, আগে কনসেন্সাস হোক। ডিডিদার লিস্টিটা বেসলাইন ধরে আমি একটা প্যারালাল নামের লিস্টি বানাচ্ছি।
  • kumu | 122.160.159.184 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:৫১504270
  • সিকি এত টাইম কোথায় পায়?এরও কি আটচল্লিশ ঘন্টার দিন?
  • dd | 124.247.203.12 | ০৮ নভেম্বর ২০১১ ১৩:৫৫504271
  • জাংক টই, অবোধ্য টই, ডুপ্লিকেট টই, ইউনিকোড টই হয় স্রেফ ছেঁটে ফেলতে হবে (তার ফলে মহাকাল ক্ষুব্দ হবেন না) আর নিতান্তই বাতিকগ্রস্থের মতন জাপ্টে ধরে রাখতে চাইলে একটা বিভাগ যেমতি নাম "জাংক",অথবা "হারানো প্রাপ্তি নিরুদ্দেশ" বা "বাস্কোবন্দী" করে জমিয়ে রাখলেই হবে।
  • kc | 178.61.96.29 | ০৮ নভেম্বর ২০১১ ১৪:০১504272
  • এত বাহ্য। হবে নাকি এমন কোনও মেকওভার? যাতে করে পুরোন ভাটুরেগুলো (ইচ অ্যান্ড এভরিওয়ান) একদম হৈহৈ করে জুটে যাবে আবার? ঠেকবাজি অ্যাট ইট্‌স বেস্ট!! হয়না? হতে পারেনা? একেবারেই অসম্ভব?
  • dd | 124.247.203.12 | ০৮ নভেম্বর ২০১১ ১৪:০৯504273
  • ঠেক অনিত্য।

    ঠাকুর বলেছেন "ওরে পোদো, একই নদীতে দু বার পা ফেলা ইজ নট পসিবল। বহতা ঠেক নির্মলা।"

    আছে দু:খ, আছে মিত্তু, হ্যান ত্যান
  • e | 61.12.12.84 | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৩০504274
  • এই পোদো কে? আগেও কবে একটা এনার নামোল্লেখ দেখলাম।
  • aka | 168.26.215.13 | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪৫504275
  • দেফু পোদো কে চেনে না। হাহাহা। শুনছ সবাই, শুনলে। হাহাহা
  • nyara | 122.172.15.160 | ০৮ নভেম্বর ২০১১ ২২:২২504276
  • ১। একজন User Engagement Designer ধরে এনে তাকে সাইট রিডিজাইন করতে দাও। বলে দাও সাইটে কী কী থাকবে।

    ২। টেকনোলজির দিকে অনেক মস্তান আছে। তাদের দিয়ে টেকনিকাল ডিজাইন করানো হোক।

    ক) ভাটিয়ালিতে বসে থাকলে নতুন পোস্ট পড়তে কেন পেজ রিফ্রেশ করতে হবে? অ্যাডও নেই যে ঐ ভাবে পজে ভিউ বাড়িয়ে কোন লাভ আছে। AJAX করে দও।

    খ) ভাটিয়ালিতে পোস্ট করতে গেলে কেন নতুন উইন্ডো খুলে পোস্ট করতে হবে? In-place লেখার ব্যবস্থা করা হোক।

    গ) সার্চের ব্যবস্থা ভাল করতে হবে। আমি যেন 'নবাব খাঞ্জা খাঁ যিনি 420.530.640.750 আইপি থেকে ১২ই মার্চ ২০০১ থেকে ৮ই জুন ২০১২-র মধ্যে যত পোস্ট করেছেন সব খুঁজে পেতে পারি।
  • dri | 117.194.231.58 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৩৬504277
  • অনেক, অনেক দিন আগে হঠাৎই একদিন বেগুনী রং লেগে গেছিল গুরুতে। আর সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল প্রতিবাদ আর ছিছিক্কার। খুব অল্প কিছু লোক যারা মিনমিন করে সাপোর্ট করেছিল তাদের মধ্যে আমি ছিলাম। এতদিনে রংটা সবার চোখ সয়ে গেছে। এটাই গুরুর সিগনেচার কালার।

    এবার রংটা চেঞ্জ করলে কেমন হয়? শুধু হেকের জন্য?
  • Zzzz | 99.227.174.103 | ০৮ নভেম্বর ২০১১ ২২:৩৮504278
  • আমিও আছি...
  • p jogai | 202.75.200.19 | ০৯ নভেম্বর ২০১১ ১০:৩৩504279
  • আমরা কেন PHPbb বা ঐ ধরনের কোনো রেডিমেড সফটওয়ার ব্যবহার করছি না?
  • siki | 123.242.248.130 | ০৯ নভেম্বর ২০১১ ১১:৩৯504281
  • ন্যাড়াদা,

    অ্যাজাক্সের ফান্ডাটা ভালো। দেখতে হবে ওটা ইমপ্লিমেন্ট করা যায় কিনা। তবে পেজিনেশনে বাঁধা পেজে করা যাবে কিনা শিওর নই।

    ভাটিয়ালি কেন, আর কোনও জায়গাতেই পোস্ট করতে গেলে নতুন উইন্ডো খুলতে হবে না, একই ব্রাউজারে ইন প্লেস লেখা যাবে। ইমপ্লিমেন্টেড।

    সার্চ এখনও করা যায় নি। কাজ চলবে। তবে একটা জোরদার সার্চ ভীষণ ভাবে দরকার।

    যারা যারা টই ঝাড়াই বাছাইয়ের কাজে হাত লাগাতে চেয়েছেন সকলকে ধন্যবাদ। আমাকে mukherjee.samik জিমেলে একটু মেল করে দেবেন, তা হলে কাজ এগোতে সুবিধে হয়।

    পি জগাই, একটা রেডিমেড ব্লগ টুল ব্যবহার করা হচ্ছে। সেটাকে কাস্টমাইজ করা হয়েছে।
  • I | 115.117.253.199 | ০৯ নভেম্বর ২০১১ ১৩:১১504282
  • বমিক বেথে,
    তোমাকে এবং গুরুর আরো কম্পিউটারোলা কেষ্টবিষ্টুদের থেংকু থেংকু থেংকু। সারাদিনের কাজ সেরে এত যে বেগার খাটো এই আমাদের মতন বেকার সুবিধাভোগীদের কারণে , তার জন্যে ১০১ এফ সি। কিছু কত্তে পারবো কিনা জানিনা, তবে উৎসাহ যোগাইতে দুষ কী !
  • siki | 123.242.248.130 | ০৯ নভেম্বর ২০১১ ১৩:৪৮504283
  • আরে ধুর! আমি তো পিআরও। টেকনিকাল বিশেষ কিছু করি না।
  • ss | 14.99.84.44 | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৩৪504284
  • দুটি মতামত -
    ১। FireFox-এও মতামত যেন লেখা যায়, বর্তমানে লিখতে গেলে সব ঘেঁটে যায়।
    ২। টই-এর pagination ঠিকঠাক হওয়া দরকার, পরের পাতায় গেলে আগের পাতার লেখাগুলো-ও দেখায়, খুঁজে নিতে হয় কোথায় নতুন লেখা শুরু। নতুন পাতাতে শুধু নতুন লেখাই থাকা উচিত।
  • siki | 123.242.248.130 | ০৯ নভেম্বর ২০১১ ১৪:৫৩504285
  • এসএস,

    ক্ষী যে বলেন! আমি সেই ছোটোবেলা থেকে কেবল ফায়ারফক্সই ইউজ করি, আজ অবধি কোথাও কিছু ঘাঁটে নি তো! আপনি বাংলা লেখার নতুন কলটা ট্রাই করেছেন কি?

    টইয়ের পেজিনেশনের লজিকটা এই রকম, প্রতিটা পেজ তিরিশটা করে পোস্ট দেখায়, কেবল শেষ পাতাটা শেষ তিরিশটা পোস্ট দেখায়, তাই মনে হয় রিপিট হয়ে গেছে। এটা রিপিট নয় আসলে।

    ধরুন একটা টইতে বত্তিরিশটা পোস্ট আছে, তো আপনি প্রথম পাতায় দেখবেন এক থেকে তিরিশ, আর দ্বিতীয় পাতায় দেখবেন তিন থেকে বত্তিরিশ। মানে তিন থেকে তিরিশ দু পাতাতেই কমন।
  • p jogai | 59.162.68.1 | ০৯ নভেম্বর ২০১১ ১৭:৩৪504286
  • শেষ পাতায় শেষ দুটো পোস্টই আসা উচিত. শেষ তিরিশটা নয়. এসএস তাই বললেন তো!
  • indranil | 117.201.105.120 | ০৯ নভেম্বর ২০১১ ১৮:১২504287
  • টূ যা-আটা ,টাট ডআ যণ য ।।।ণ ঋআ আঋ আআ ঊঈঋ
  • omnath | 59.160.210.2 | ০৯ নভেম্বর ২০১১ ২০:০৭504288
  • পি জগাই এর জগাটা বাদ দিলেই চেনা চেনা ঠেকে।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:৩৬504289
  • আর কোন টই খুঁজে পাচ্ছি না। এখানেই লিখি।
    নামের লিস্টি :)
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৪504290
  • এই থ্রেড টা তো খেয়াল করি নি। পিছিয়ে পড়া...

    ওহে সিকি/ঈশান/অপ্পন...-রা,
    একটা টেস্ট/কিউএ ইন্সট্যান্স বানিয়ে ডেপ্লয় করার চেষ্টা করে দেখতে পারো। তাহলে জনগণ টেস্ট পেজ/ডিজাইন দেখে নানা আইডিয়া দিতে পারে। আর তোমাদের qa/uat টাও হয়ে যায়।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:৪৬504292
  • সেতো বানানো হয়ে গেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন