এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৮০৪৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ০১:০২504326
  • কুলদাবাবুর বক্তব্যগুলো পড়লাম। কুলদাবাবু, কয়েকটা কথা বলি, আলোচনার মুডে।

    আমার ঠাকুর্দা যশোহরের লোক ছিলেন, রেলে কাজ করতেন, দেশভাগের আগেই তিনি পোস্টিং পেয়ে অধুনা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় চলে আসেন, এবং পরে সেখানেই পাকাপাকি বাসস্থান কেনেন। আমার জন্মের আগেই তিনি মারা যান। বাবার জন্ম যদিও পরাধীন ভারতেই, তবে হুগলিতেই হয়েছিল। বাবাও কোনওদিন বাংলাদেশ দেখেন নি, আমিও দেখি নি, এমনকি আমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত বিভিন্ন পরিচিতির বৃত্তে বিশেষ কাউকে বাংলাদেশের ডায়ালেক্টে কথা বলতে দেখি নি। ফলে বাংলাদেশের বাংলাভাষা সম্পর্কে আমার কোনও ধারণাই তৈরি হয় নি দীর্ঘদিন। অনেক বড় হয়ে ইঞ্জিনীয়ারিং পড়তে গেলাম জলপাইগুড়িতে, বাংলাদেশ ঘেঁষা জেলা, ফলে সেখানকার বেশির ভাগ লোকই বাঙাল ভাষায় কথা বলতেন, বা বলেন, মিশ্র রাজবংশী ডায়ালেক্ট দিয়ে, ফ্র্যাংকলি, ঐ বাংলা আমার চিরকালীন শোনা বাংলার থেকে অনেকটা আলাদা হওয়ায় ঠিক নিতে পারি নি। আত্মস্থ করতে পারি নি। সেদিনও অদ্ভূত লাগত, আজও ঠিক সেই রকমি অদ্ভূত লাগে।

    বাংলাদেশের মানুষজনের সঙ্গে পরিচিতি, তাঁদের কথ্য ভাষা, কথা বলার ধরণ, তাঁদের সাহিত্য ইত্যাদি সম্পর্কে পরিচিত হলাম এই এতদিন বাদে, গুরুচন্ডালীতে এসে। দেখলাম, প্রায় অপরিচিত বাংলা। আমি যে বাংলা শুনে শিখে বড় হয়েছি, সেটা কলকাত্তাইয়া বাংলা, তার সাথে বাংলাদেশের বাংলার জাস্ট কোনও মিল নেই। প্রচুর প্রচুর আলাদা। আমি এক দেড় বছর আগেও জানতাম না খালা ফুফা আপা ইত্যাদির কী মানে!

    বাংলাদেশের লেখকদের লেখা পড়তে লাগলাম। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের শব্দভাণ্ডারের সঙ্গে আজও স্বচ্ছন্দ হতে পারি নি, তাই নিজের ওপর রেগেমেগে পড়াই ছেড়ে দিয়েছি বাংলাদেশের লেখাপত্তর। অনেস্টলি বলছি, বাংলাদেশের বাংলা বুঝতে আমার খুব অসুবিধে হয়।

    আপনার অবস্থান থেকে তাই আপনার বক্তব্যটা বুঝতে আমার কোনও অসুবিধে হচ্ছে না। টই, ভাট, বুলবুলভাজা এগুলোর মানে আপনার কাছে অবোধ্য লেগেছিল শুরুতে, কারণ এই শব্দগুলো আপনি শোনেন নি আগে। কিন্তু বুলবুলভাজা পশ্চিমবঙ্গের বাঙালিদের কাছে খুব পরিচিত শব্দ, ছোটোবেলায় আমরা সবাই ছড়া কেটেছি, হরিদাসের বুলবুলভাজা, টাটকা তাজা খেতে মজা। এই লাইন নিয়ে একটি বিখ্যাত গান আছে, সিনেমাটিও খুব নামকরা, শ্রীমান পৃথ্বীরাজ।

    টইপত্তর কথাটা এসেছে, স্বাভাবিকভাবেই "বইপত্তর' থেকে। আমরা ট-দিয়ে শব্দ যেমন বলি বহুত্ব বোঝাতে, চা-টা, লেখা-টেখা, প্রেম-ট্রেম, তেমনিই বইপত্তর-টইপত্তর। এর আলাদা কোনও মানে নেই।

    এক জায়গায় বসে কোনও টপিকবিহীন গল্পগুজবকে কলকাতার কলেজের ভাষায় বলা হয় "ভাট' মারা। সেইখান থেকে ভাটলিং, ভাটপত্তর ইত্যাদি শব্দও এসেছে কথ্য বাংলায়, তবে ভাটিয়ালি মানে সম্পূর্ণ আলাদা, নদীর মাঝিদের গান, দূর থেকে ভেসে আসে, সব কথা বোঝা যায় না কিন্তু সুরটা প্রাণ ছুঁয়ে যায়, মোটামুটি সেই একটা কনসেপ্ট থেকেই এই টপিকবিহীন গল্পগুজবের ঠেকটাকে নাম দেওয়া হয়েছিল ভাটিয়ালি, যেখানে সবাই এসে "ভাট' মারতে পারে।

    নামকরণের পেছনে খুব মাথা ঘামানো হয় নি, তাই নামকরণের সার্থকতা নিয়ে লেখার মানেও হয় না, মোদ্দা কথা, গুরু কারুর কপিক্যাট নয়, অমুকের মতন নয়, তমুকের মতনও নয়। এখানে কোদালকে কোদাল বলা হয়, গোলাপকে গোলাপ। আপনার কবিতা অতি জঘন্য হয়েছে বলাও যায়, আপনার গোয়েন্দা গল্পের জন্য হা পিত্যেশ করে বসে আছি, সেটাও বলা যায়। অন্য এরকম অনেক সাইট আছে, যেখানে ডেকোরামের নামে কেবলই পিঠ চুলকনো হয়ে থাকে, সেটি এখানে নেই। তাতে কেউ রাগ করে চলে গেলে যাবে, রাগ কমে গেলে আসবে, পোষালে থাকবে, না পোষালে থাকবে না। কোনও আবাহন নেই, কোনও বিসর্জন নেই।

    গুরুর কোনও রাজনৈতিক স্ট্যান্ড নেই, কারুর করুর খুব রাগ, গুরুর সম্পাদকীয় স্ট্যান্ড প্রো-তৃণমূল। আবার কারুর ধারণা, গুরু প্রো-জামাত। আজ্ঞে না, তৃণমূল বা জামাত, কারুর সঙ্গেই গুরুর কোনও আঁতাত নেই, কারুর পয়সায় গুরু চলে না, এখানে যে যা মন্তব্য পোস্ট করেন, তা সেই ব্যক্তির ব্যক্তিগত মতামত, এমনকি সম্পাদক সৈকতও যখন লেখেন, তখন একজন ইউজার হিসেবেই লেখেন, সেটা তাঁর ব্যক্তিগত মত, এর সঙ্গে গুরুর সম্পাদকীয় স্ট্যান্ডের জাস্ট কোনও সম্পর্ক নেই। রাজনৈতিক যাঁর যা বক্তব্য, তিনি স্বচ্ছন্দে এখানে লিখতে পারেন, লেখা মাত্রই পোস্ট হয়ে যায়।

    বুলবুলভাজায় সিলেক্টেড লেখা ছাপানো হয়, সিলেকশনের একমাত্র ক্রাইটেরিয়া, লেখার বাঁধুনি। পাতে দেবার যোগ্য হলে তবেই পাতে দেওয়া হয়। সিপিএম লেখা না খালেদা জিয়া লেখা, তাই দেখে কোনও লেখাকে প্রাধান্য দেওয়া হয় না। তোল্লাইও দেওয়া হয় না।

    বাকি রইল, গুরুচন্ডালী সাইট অনেকের কাছে গোলকধাঁধা লাগে, বুঝতে না পেরে ফিরে যান অনেকেই। প্রথম পাতা তো বহুকাল মৃত ইত্যাদি। সঠিক যুক্তি। অনেকেই গুরুতে এসে বুঝতে না পেরে ফিরে যান। নতুন গুরুতে এর জন্য আলাদা একটা হেল্প সেকশন দেওয়া হবে, বিভিন্ন বিভাগ নিয়ে সম্যক ধারণা দেবার জন্য, যাতে নবাগতদের সুবিধে হয়। আপাতত আমাদের এই গুড ওল্ড পুরনো গুরুর জন্য আমি খেটেখুটে একটা হেল্প ফাইল বানিয়েছিলাম, সবার জন্য সেটা এখানে শেয়ার করে দিলাম:

    https://docs.google.com/viewer?a=v&pid=explorer&chrome=true&srcid=0B1zfDexmf8lzMDRiMzIyMWYtOGRjOC00MmRmLWFjMTgtZjRlOTZlMWVjZDdl&hl=en_GB

    নতুন গুরুর নতুন হেল্প ফাইল নতুন গুরুর সাইটেই থাকবে, আলাদা সেকশন হিসেবে।

    পুজো স্পেশাল একটিই থাকবে, সমস্ত ভুলভাল ব্যাপারগুলো ঠিক করে নেবার চেষ্টা হবে। যতটা যা সম্ভব আর কি।
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ০১:০৭504327
  • ও হ্যাঁ, এখানে লেখা যেহেতু লগিন বেস্‌ড নয়, তাই কে কী নামে লিখবেন, সেটা সম্পূর্ণ লেখকের ব্যক্তিগত ব্যাপার, টেকনিকালি এখানে গুরুর কিছুই করার নেই। ডিডি, পি, টি, সিকি, ফুটকি, ঝিকি, কিকি, সিঙ্গল ডি, কেসি, এই নামেই লোকেরা পরিচিত হয়ে থাকেন। এখানে লোকজনকে চেনা হয় কেবল তাঁদের লেখার মাধ্যমে। তাঁর আসল নাম কী, কোথায় থাকেন, কীসে কাজ করেন, সিপিএম না তৃণমূল, হিন্দু না মুসলমান, খালেদা না হাসিনা, এসব দিয়ে কারুর কিস্যু এসে যায় না। জাস্ট স্ক্রিন নেম আর লেখা, এইটুকু নিয়েই এখানে কারবার।

    বুলবুলভাজার জন্য লেখা নেওয়া হলে, একমাত্র সেখানেই আসল এবং পুরো নাম নেওয়া হয়। কিন্তু চলতি বাংলা ও ইংরেজি ব্লগ বা এডিটোরিয়ালের ট্রেন্ড অনুযায়ী, লেখকের পেশা ইত্যাদি সম্বন্ধে একটা লাইনও লেখা হয় না সেখানে। আমরা শুধু লেখাটি নিয়ে কনসার্নড। আর কিছু নিয়ে নয়।
  • aka | 75.76.118.96 | ১৩ নভেম্বর ২০১১ ০১:২৭504328
  • সিকি কিন্তু বেশ গুছিয়ে লেখে।
  • lcm | 69.236.160.8 | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪৬504329
  • হ্যাঁ, ফেসবুক ইন্টিগ্রেশন একটু সামলে। সিকি মেইন কথা লিখে দিয়েছে, স্পেশ্যালি রোসোর্স নিয়ে। আমি একটু এলাবোরেট করার চেষ্টা করি, দু পয়সা...

    ফেসবুকে দেখলাম "গুরুচন্ডালি কলিকাল' এ ৪৩৬২ জন ফ্রেন্ড। ওয়াল ভর্তি গুরুচন্ডালি ওয়েব সাইটে লেখা বেরোনোর নোটিফিকেশন এবং লিংক। অনেকে নিজেদের লেখা কবিতা ইত্যাদি টাইপ করেছেন। আবার গুরুচন্ডালি তে প্রকাশিত লেখা নিয়ে রীতিমত আলোচনা হচ্ছে ফেসবুকের গুরুচন্ডালি পাতায়।

    যারা ফেসবুক থেকে গুরুচন্ডালি-তে আসেন (জানিনা ৪৩৬২ জনের মধ্যে কতজন আসেন) তাদের একটু অসুবিধে হতে পারে।

    গুরুচন্ডালিতে পোস্ট করা কমেন্ট ফেসবুকের গুরু পেজে পাঠানো যাবে facebook social plugin দিয়ে। কিন্তু গুরুর সাইট থেকে টাইপ করা পোস্ট শুধু ফেসবুকে গেলেই হবে না, গুরুতেও তো পোস্ট হওয়া চাই। দুটো করা ঝামেলা। তাহলে গুরুর পেজে কমেন্ট ব্যাপারটাই তুলে দিতে হয়, শুধু লেখা বেরোবে, কমেন্ট/কাউন্টার-কমেন্ট সব হবে ফেসবুকে। যেটা আজকাল অনেক সাইটই (বড় বড় কোম্পানী ও করছে) করছে, ইউজার অ্যাকাউন্ট/পোস্ট/থ্রেড/ডিসকাশন সব হচ্ছে ফেসবুক পেজ-এ। সেটা গুরুতে অসম্ভব - কারণ গুরুর মেইন ইউএসপি হল ভাটিয়ালি এবং টইপত্তর। তাছাড়া অনেকে গুরুর নিয়মিত জনগণ আছেন যারা খুব একটা ফেসবুকে যান না।

    তবু, ফেসবুক থেকে নতুন পাঠক আনার এই প্রচেষ্টা প্রশংসনীয়, ফেসবুক-কে ইগনোর করা যাবে না। আবার পুরো ইন্টিগ্রেশন-ও এখন করা যাবে না। তাই আপাতত যেমন আছে তেমন...

    ব্যাস্‌, গুরু-ফেসবুক নিয়ে আমার দু পয়সা শেষ....
  • achintyarup | 59.93.240.231 | ১৩ নভেম্বর ২০১১ ০৪:১২504330
  • আম্মো ফেসবুক গুরু চাই না। গুরুর ফেসবুক পাতায়ও যাই না প্রায়। তার একটা কারণ অবশ্য লেখাগুলি খুব ক্ষুদে ক্ষুদে লাগে, আর একটা কারণ হল সেখানে যেতে আমার ভাল্লাগে না। আর টই ভাটিয়া৯ বাদ দিলে... উঁহু! চলবে না বাপু। তবে এসব হল গিয়ে আমার মনে হওয়া কথা।
  • Tim | 173.163.204.9 | ১৩ নভেম্বর ২০১১ ০৪:৪৮504331
  • কনফিউশন হবেনা জানি, তবু, আশাকরি আমার ফেসবুক-গুরু সংক্রান্ত পোস্টটা কেউ সিরিয়াস প্রোপোজাল হিসেবে ভাবেন নি।
    ল্যাদোষদা, অচিন্ত্যদা, সিকি এদের সবার সাথেই ক। একেবারে মনের কথা।
  • i | 124.169.154.153 | ১৩ নভেম্বর ২০১১ ০৪:৫৪504332
  • পাই ইন্দ্রাণীদির নাম নিয়েছেন- সাহায্য, অবদান স্বীকার ইত্যাদি-
    দ্যাখেন, এখানে একখান কথা না কইলে অধর্ম হয়- অমি গুরুর জন্য কিসুই করি নাই। গুরুই আমার জন্য করেছে- এই যে আমার টেখাসমূহ প্রকাশ করে চলেছে গত কয়েকবছর। গুরুই আমাকে লেখক এর স্বীকৃতি দিয়েছে।

    আর ইয়ে কে কেন লেখেন না এখানে এই নিয়ে চর্চাটা কেমন অনধিকারচর্চা হয়ে যায় না? আমরা সেই সব লেখা মিস করি, এ কথা বলি, বলব। এর বেশি কিছু নয়। নো বিশ্লেষণ।

    দক্ষিণ গবাক্ষে কিসুই নই। তাই এই টুকুই।
  • pi | 72.83.90.203 | ১৩ নভেম্বর ২০১১ ০৫:৫৮504333
  • সকাল থেকে কয়েকটা পোস্ট পড়ে একটু গুলিয়ে গেল। ডিডিদা, আর কুলদাদার বলা সমস্যাগুলো তো অনেকটা একই। লে আইউট সংক্রান্ত সমস্যাই। একটায় একমত হলে অন্যটা না কেন ? লে-আউট সংক্রান্ত সমস্যার সাথেই তো গোলোকধাঁধা ও রিলেটেড।

    ভাটিয়া৯ , টইপত্তর গুরুর usp তো বটেই। সেগুলো উঠিয়ে দেবার কথা উঠছে কোদ্দিয়ে ? এ নিয়ে সবাই এত ভয় পাচ্ছে কেন বুঝলাম না।
    এগুলো যাতে আরো লোকজন পড়তে পারে, এগুলোর কথা জানতে পারে, এতে লিখতে পারে, পুরনো লোকজনের যাতে লিখতে , খুঁজে পেতে সুবিধা হয়, সেজন্যই তো এত কথা।

    ফেসবুক গুরু নিয়ে একটা ভুল বোঝাবুঝি হচ্ছে হয়তো, আমার দিক থেকে অন্তত ক্লিয়ার করে দি। এখানে ভাট , টই বন্ধ করে গুরুতে নিয়মিত লোকজনকে ঐ গ্রুপে নিয়ে যাবার কোনরকম কোন পরিকল্পনাই নেই, ফেসবুক দিয়ে গুরু হবে এরকম কোন কিছুই নয়। যারা ফেসবুক থেকে গুরুর কথা জানতে পেরেছেন, তাঁদের কাছে গুরুর লেখাপত্র পৌঁছে দেওয়া, তাদের গুরু সাইটে সড়গড় করা,কাগুজে গুরু, চটি সংক্রান্ত নানা তথ্য দেওয়া মূলত: এর জন্যই ঐ গ্রুপ ছিল। গ্রুপের বিবরণটি পড়লেই দেখা যাবে। সেখানে টইপত্তর , ভাটিয়া৯, কাগু, এইসব নিয়েই বলা আছে।
    কালে কালে দেখা গেল, গুরুর নানা লেখাপত্র নিয়ে আলোচনা করতে সেখানেই অনেকের সুবিধা হচ্ছে। সাইটে এসে গোলোকধাঁধায় হারিয়ে ফেবুকেই পোস্ট করছেন, সেখান থেকে অন্য আলোচনা শুরু হচ্ছে। এখান থেকে ওখানেও একটা টইপত্তর জাতীয় ঠেক তৈরি হয়ে গেছে। আর অনেকেই ঐ , টিম যা লিখেছে, হাত মকশো করার জন্যও লেখেন। আবার অনেকেই গুরুর সাইটের নী পা হয়ে গেছেন।অনেকের আবার বাংলা টাইপ সংক্রান্ত সমস্যা। ওখানে যেহেতু রোমান হরফেও পোস্ট চলে ,আর সাইটটা বাংলা, তাই আলোচনা করতে গেলে ওখানেই করা সুবিধার মনে করেন। তবে রোমান হরফে লেখাকে ওখানেও অনেকেই অপছন্দ করেন, তাই লোকজন আস্তে আস্তে বাংলাহরফে টাইপ শিখে নেন, নিয়ে গুরুর সাইটেও পোস্ট শুরু করেন, এমনও আছে।
    এভাবেই স পা হয়ে গেছেন কেউ কেউ। বুলবুলভাজায় লেখা দেঊয়া, লেখা যোগাড়, গুরুর সাইটের লেখা ফেসবুক ও অন্যত্র নিয়ে যাওয়া, এসবের অনেক কিছুই করছেন।
    নেট ও কাগুজে গুরুর কাজে সাহায্যকারীদের অনেকেই এই ফেসবুকের গ্রুপের লোকজন। সাইটে প্রতি হপ্তার বুলবুলভাজার পিছনে এঁদের অনেকেরই সাহায্য আছে।

    বইমেলায় এদের একটা বড় অংশকে পাওয়া গেছিলো, যাঁরা কাগুজে গুরু ও চটি নিয়ে খুব উৎসাহিত ছিলেন ইত্যাদি ইত্যাদি।

    এইরকম একটা মেলানো মেশানো ব্যাপার আর কি।

    এবার ঘটনা হল, ওখানে যখন বড় কোন আলোচনা চলে, যাঁরা তাতে অংশ নেন, সাইটে সেভাবে আসেন না, লিখতে অসুবিধা হয় বলে, ফেসবুক নিয়েও কিন্তু তাঁদের আপত্তি আছে।
    এবং খুব ভ্যালিড আপত্তি। ফেসবুক গ্রুপে পোস্ট করার সুবিধা হয়তো আছে, বেশ কিছু ফিচারস ও আছে, কিন্তু ব্যাপারটা আদৌ স্ট্রাকচারড নয়। পোস্টের তলায় পোস্ট পড়ে হারিয়ে যায়। খুঁজে পাওয়া যায়না। ঠিকঠাক কোন আর্কাইভ করার কোন বন্দোবস্ত নেই।

    সিকি লিখেছে বটে, ফেসবুকের সব ফিচার আনার মত গুরুর টেকনিক্যাল টিমের সেই সময় , সামর্থ্য, প্রতিভা নেই কিন্তু তা হলেও , দুটো জায়গাই খুব এক্সটেন্সিভলি ব্যবহার করে আমি বলবো, গুরুর সাইটে এমন অনেক কিছুই আছে যা ফেসবুকে নেই। কন্টেন্ট না, স্ট্রাকচারের কথাই বলছি। এমন অনেক ফিচার, সিস্টেম গুরুতে আছে, যা বেশ ভালো আর অন্যত্র নেই। যাঁরা এখানে পোস্ট করতে অসুবিধা বোধ করেন, তাঁদের অনেকেও কিন্তু সেই ব্যাপারে সহমত। সাইটে লেখার কিছু অসুবিধা দূর হলে তাঁরা সাইটে লেখাই প্রেফার করবেন।
    সে অসুবিধা গুলো সামান্যই। ঐ লেখার নিচে মন্তব্য করতে পারা, কোথায় কী আছে, কীভাবে কী লিখতে হবে, তার একটা হেল্প ফাইল, পুরো ইউনিকোড হওয়া, সর্বশেষ আপডেটেদ টইয়ের সংখ্যা বাড়ানো, টইয়ের নানা বিভাগ করে আলাদা রাখা, এইগুলৈ মূল দাবী।
    এই অল্প কিছু ফিচার যোগ করেই সেই অসুবিধা গুলো অনেকটাই দূর করা যায়।
    সাইটের বেশ ভালো ব্যাপারটাকে অনায়াসে ( মানে মামু, সিকি এদের ভালৈ আয়াস যাবে যদিও) আরো ভালো করাই জায়। সেটা করলে কী ক্ষতি ?

    সাইটের চরিত্র তাতে বদলাবে কী ?
  • Nina | 69.141.168.183 | ১৩ নভেম্বর ২০১১ ০৬:০০504334
  • যেমন দেখাবে তেমনি দেখব---খুব ভাল লাগে এ পাতা সে পাতায় ঘুরে ঘুরে কত কি জানা যায় দেখা যায়---কিছু মানুষ কি পরিমানে সময় দেন ---আমি তাদের কাছে খুব কৃতজ্ঞ ---আমার কোনো আব্দার নেই বায়না নেই ---শুধু কৃতজ্ঞতা ---এই ছুটে চলা ইঁদুর দৌড়ের যুগে ---এমন সুন্দর একটি মনের খাবারের দোকান--যেখানে হরেক রকম সুস্বাদু জিনিষ--বিল্কুল ফ্রি :-০
  • Tim | 173.163.204.9 | ১৩ নভেম্বর ২০১১ ০৮:২৩504098
  • ডিডিদার বলা সমস্যাগুলো কুলদাবাবুর বলা সমস্যার একটা সাবসেট। লে আউট সংক্রান্ত সমস্যাগুলোতে কোনই আপত্তি নেই। সেগুলো টেকনিকাল ব্যাপার, অবশ্যই সেইসব সুবিধে পেলে প্রচন্ড খুশি হবো। গুরুর প্রথম পাতা স্ট্রাকচারড হলে আপত্তির কি আছে?

    আপত্তি অন্য পার্টটা নিয়ে। যেখানে কুলদাবাবু বলছেন, ভাটিয়ালী শব্দের মানে, টই শব্দের মানে, নিকনেমের আড়াল ইত্যাদি ব্যাপারগুলো গোলোকধাঁধা এবং নতুনদের অস্বস্তির কারণ। এবার, এইগুলো পাল্টাতে গেলে অবশ্যই গুরুর চরিত্র পাল্টাবে।
  • i | 124.169.154.153 | ১৩ নভেম্বর ২০১১ ০৮:২৮504099
  • একটা কথা বলব বলব করে বলা হচ্ছে না। গতবারের পুজো স্পেশালেও কিছু লেখা অন্য সাইটে পূর্ব প্রকাশিত , এবারেও যতটা পড়লাম এযাবৎ, একটি লেখা পেলাম যা ইতিপূর্বে অন্যত্র প্রকাশিত। সব লেখা এখনও পড়া হয় নি।
    এই ব্যাপারটা কি অ্যাভয়েড করা যায় না?
    আর এই পুজো স্পেশাল ধরণের সংকলনে 'নিজস্ব কন্ঠস্বর' লেখা নির্বাচনের মূল মাপকাঠি হলে ভালো লাগবে। সব ক্ষেত্রে নিজস্ব কন্ঠস্বর শোনা যাচ্ছে না এবছর। অবশ্যই ব্যক্তিগত মত।
  • aka | 75.76.118.96 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:০৬504100
  • ডিডিদা, আপনি মনে হয় এই দাবীটা বছর দুয়েক ধরে জানিয়ে যাচ্ছেন। তাতে আমার মনে হয় ম্যানেজমেন্ট এটা ঠিক চায় না। চাইলে বছর দুয়েক অনেক সময়।

    আর গুরুর স্বেচ্ছাসেবক দেখলে যেকোন নন-প্রফিট অর্গানাইজেশন ঈর্ষা করবে।
  • pi | 72.83.90.203 | ১৩ নভেম্বর ২০১১ ০৯:৪০504101
  • কুলদাদার লেখা পড়ে আমি যা বুঝেছি, ভাটিয়া৯ কি টইপত্তরের নামকরণ নিয়ে বোঝার সমস্যার কথা বলেছেন।
    ব্যক্তিগতভাবে বলতে পারি, নামগুলো আমার খুব পছন্দ। নাম বদলানোর কোন কারণ আমি দেখিনা, কিন্তু কোনটা কী জিনিস সেটা তো সত্যিই লেখা নেই, বুঝতে অসুবিধে হতে পারে, সেটা বুঝতেও অসুবিধে হয়না। প্রথম পাতায় এখন যা ভীড়, তাতে যে কোণায় গিয়ে এই বিবরণগুলো সেঁধিয়েছে, না জানা থাকলে বের করা অসম্ভব না হলেও চাপ। আর মজাটা হল , ঐ আগেরদিন অভ্যুর শিশু দিবস ইস্পেশাল কোথায় প্রসঙ্গে সিকি যেটা বলেছিল, এখানেও তাই। ওগুলো লেখা আছে, সেটা আদৌ জানলে তবে তো লোকে খুঁজবে !

    কোনটা কী, খায় না মাথায় মাখে, সেটা টইয়ের আর ভাটের মাথায় লেখা থাকলে ( ডিডিদার মতে তো বিবরণটা নিয়েও চাপ আছে, অল্প কথায় কীরকম কী লিখলে ভালো হয়, ডিডিদা বা অন্য কেউ বলুন না ), ক্ষতি কী ? বা, গুরুর প্রথম পাতায় কোন হেল্প ফাইল? 'গুরুতে নতুন? ' - এই সংক্রান্ত একটা টেক্সটের দাবী তো অনেকেরই অনেকদিন ধরে ছিল। সেটা কেমন হতে পারে, তার নমুনা সিকি উপরের পোস্টে দিয়েছে।
    এগুলো জোড়া হলে গুরুর চরিত্র বদলে যাবে কি? টই, ভাটের ধরণ বদলে যাবে ? এরকম ভয়টা কেন আসছে জানিনা। মনে হয়না ওরকম কিছু হবে।

    ফ্রিকোয়েন্সি মেলে বলে মনে করেন, কন্টেন্টের দিক দিয়ে গুরুর অনেক কিছুই খুব ভাল লাগে বলেই, টইপত্তর ইত্যাদিতে অংশ নিতে চান বলেই তো অনেকে আসতে চান, কিন্তু চাওয়ার পর, প্ল্যাটফর্মে লিখতে গিয়ে অসুবিধে বোধ করলে, সেটা নিয়ে ভাবনা চিন্তা করার একটা প্রয়োজন তো থেকে যায়, তাই না ?

    বেশিরভাগ লোকেই ইউনিকোডে লিখে অভ্যস্ত, আর এখানে বাই ডিফল্ট বাংলা প্লেনের পাতা। সেই কল খুলে ইউনিকোডে লেখা হলেই হিজিবিজি। এরকম পোস্ট প্রায় দিনই পড়ে।
    একবার দু'বার ঐসব হিজিবিজি আসতে দেখে লোকজন হাল ছেড়ে দ্যান। কীভাবে লিখলে সমস্যা মিটবে সেটাও জানেন না, কারণ আবারো ঐ একই মজার ধাঁধা, জানতে গেলে তো কোনোভাবে লিখেই জানাতে হবে !
    ফেসবুক অর্কুটের কল্যাণে এরকম অনেকের কথা এখন জানতে পারা যায়, তাঁরা তাঁদের অসুবিধার কথা অন্যভাবে কম্যুনিকেট করতে পারেন, এইটা এখন হয়।

    আবার এরকমও আছে, বুলবুলভাজার লেখাপত্তর পড়ে ভাল লাগলো, কিন্তু এর মধ্যে যে আরো অনেক কিছু অছে, যা ভালো লাঅতে পারে, সেটাই অনেকের অজানা থেকে যায় বা এক্সপ্লোর করতে গিয়ে ধাক্কা খেয়ে ফিরে গেলেন ( তার একটা বড় উদাহরণ হল, অন্য কোথাও গুরুর লেখা পড়া। কিন্তু সাইটে এসে বাই ডিফল্ট বাংলা প্লেনে এসে সব হিজিবিজি দেখে ফিরে যাওয়া।
    পাতার উপরে ঐ একটা শব্দে লেখা ইউনিকোড ভার্শন দেখে অনেকেই বুঝতে পারেন না, ওখানে গেলে ঠিক পড়া যেতে পারে। এমনকি গুরুর পুরানো পাঠকদেরও অনেকেরই কম্প্যুটার বদলে গেলে এই সমস্যা হয়। পুরো সাইট উইনিকোডে হওয়ার প্রয়োজনীয়তা তো ছিলই, যেটা মামু আর সিকি করে ফেলেছে। এর জন্যও গুরুর চরিত্র কিছু বদলাবে বলে তো মনে হয়না। :)

    লেখার নিচে মন্তব্য করতে না পারাটা 'অনেকের' কাছেই সমস্যার। সেটার ব্যবস্থা হলেও গুরুর চরিত্র কিছু বদলাবে বলে মনে হয়না। একটা লেখা পড়ার সময় সেই লেখা সংক্রান্ত কমেন্ট একসাথে পড়াটা অনেকের কাছেই প্রেফারেবল। সেটা কেবল ফেসবুকের লোকজন বলে নয়,গুরুতে অনেকদিন ধরে লিখে আসা 'অনেক' লোকজনেরই দাবী ।

    কেউ কোন একটা পুরানো টইতে লিখলো, তারপর একদিন বাদে কি কখনো কখনো টইয়ের ভরা মরশুম হলে, কয়েক ঘণ্টার মধ্যেই সেই টই প্রথম দশই না, প্রথম পাতা থেকেই হাওয়া ! ইউনিকোডে সার্চ কীকরে করে সেটাই বা ক'জন জানে ? তো, প্রথমপাতায় সর্বশেষ আপডেটেড হওয়া টইয়ের সংখ্যা বাড়ালে , কীকরে সার্চ করা যায় সেটা একটু পষ্ট করে কোথাও লেখা থাকলে গুরুর চরিত্র হানি হয়ে যাবে ?

    বিভাগ করে কিছু টই রাখাও নতুন পুরানো নির্বিশেষে সুবিধের জন্যই। সার্চ করতে জানলেও বেড়ানো কি রান্নার একিস্টিং কোন টই আছে কিনা তা জানার জন্য সর্ষে দিয়ে সার্চ করার কথা নতুন কারো মাথায় আসা একপ্রকারের অসম্ভব ব্যাপার। কিছু কিছু বিভাগ থাকলে তো তাই ভালই।

    শুধু নতুন লোক বলে তো না,বহুদিনের নীপা দের অনেকেই নী কারণ বাংলা টাইপ করার সমস্যা, রোমান হরফে টাইপ করায় অভ্যস্ত থাকা ইত্যাদি। পিঙ্গো ক'দিন আগে এ নিয়ে টই খুলেছিল। গুগল টুল দিয়ে লেখার ব্যবস্থা হয়ে গেলে ( যেটা হয়ে গেছে), অনেকের জন্যই অনেক সুবিধার হয়।

    নতুন টই খুঅতে তো সাইটের পুরানো কতজনেরি অসুবিধা হয় এখনো। টই খুলতে মেইল আইডি, দেশ দিতে হয় দেখেও অনেকে পিছিয়ে আসেন ( কোথাও লেখা নেই, ওগুলো লেখা ম্যান্ডেটরি নয় , এইসব টুকিটাকি সমস্যা। দূর হয়ে গেলে তো ভালই হয়।

    দোল, গুরু, আজাদী, শুশুদিবস ইস্পেশাল ইত্যাদি যে একঝাঁক লেখা একসাথে বের হয়, সেগুলো কোথাও একসাথে পেলেই বা ক্ষতি কী ?

    এরপরেও অনেক কিছু হবেনা হয়তো। সবকিছু পারফেক্ট করা যায়না, যাবেওনা। দরকারও নেই বোধহয়।

    খুব বেশিমাত্রায় সবকিছু সাজানো গোজানো হলে বরং সেটা গুরুর চরিত্রের সাথে মানানসই হবেনা। সব কিছু হাতে ধরিয়ে বা চোখে আংউল দিয়ে দেখিয়ে দেওয়ার দরকার নেই, কিন্তু একটু খেই ধরিয়ে দিলে সে চরিত্র কিছু অশুদ্ধ হয়ে যাবে বলে মনে হয়না। তারপর নিজে খুঁটে খাওয়া তো রইলোই।
    অ্যানার্কিটা থাকলে থাকুক, কিন্তু ক®¾ট্রালড ফর্মে , এটুকুই।
  • y | 59.164.98.98 | ১৩ নভেম্বর ২০১১ ১০:০৪504102
  • ইউটিউব লিংকের প্রিভিউ এনেবল করতে পারলে খুব ভালো হয়। আর নিজের পোস্ট নিজেই ডিলিট করতে পারব এরম ব্যবস্থা থাকলেও।

    এবং পোস্টে ইমেজ পেস্টানো গেলে তাতে অসুবিধেটা কোথায় বুঝলুম না। এই ন্যান, ছবি দ্যাখেন বলে লিংক দিলে একশোয় নব্বইটা লোক লিংকের ধারপাশ মাড়ায় না।

    এবং এবং, আইপি? সে কি থাকছে?
  • a | 208.240.243.170 | ১৩ নভেম্বর ২০১১ ১০:০৮504103
  • শুশুদিবসটা অসাধারণ হইল
  • y | 59.164.98.98 | ১৩ নভেম্বর ২০১১ ১০:২১504104
  • বাঙলাপ্লেনের কিম্যাপ নিয়ে যখন ভাবনাচিন্তা চলছেই, লোকজনের টাইপ করা কমাতে আমার কিছু প্রস্তাব আছে। চ আর ছ কে c আর ch করে দেওয়া হোক, এখন c এর কোনো ইউজ নেই। আর আ লিখতে aa-র বদলে শুধু a করা হোক, অ-এর জন্য অভ্র-র মত o বা অন্য যেকোনো ক্যারেক্টার ব্যবহার করা হোক, দরকারে ও-কার কে O দিয়ে লেখা হোক।
  • pi | 72.83.90.203 | ১৩ নভেম্বর ২০১১ ১০:২৪504105
  • * শিশুদিবস

    a, ন্যাকের সাথে ন্যাকা , শুনতে বেশ লাগছে কিন্তু :)

    যাহোক, এটাই বলার ছিল। কেউ কেউ লেখেন না, তার সব কারণ বৃত্তান্ত আমার জানা নেই। শুধু এটুকু বলতে পারি, সবাই লিখলেই ভালো লাগবে।

    ছোটাইদি, কাঠবিড়া৯র কাজের লিস্টি আর নাই বা দিলুম, আর বলেছি তো সব কিছু লিখেও বোঝানো সম্ভব নয়। তবে আমার যদ্দুর যা নাম মনে পড়েছে, দিয়েছি। কেউ একটা দুটো লেখা টাইপ করে দিলেও। কারণ নিজেদের নানারকম ব্যস্ততার মধ্যে, অন্য কিছু ছেড়ে এটুকু বেগার খাটনিও তো অনেক।
    আর যা লিখেছি, কারুর কারুর নাম একাধিক জায়গায় আসতে পারতো, একবার করেই উল্লেখ করেছি। আমি অন্তত চাইবো (নেহাত ব্যক্তিগত মত), নতুন গুরুর সাইটে এই নামগুলো কোথাও একটু থাকুক। আর এই লিস্টিটা বড় হোক :)

    প্রচুর লিখে ফেলেছি। আপাতত এই টই থেকে রিটায়ার।
    গুরুর কাজকম্মো থেকেও আমার কিছুদিনের ছুটি। কেউ মেইল করলে guruchandali,saikat.guru, mukherjee.samik জিমেইলে একটু সিসি করে দেবেন।

  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ১০:৩০504106
  • yকে চট করে,

    ১। গুরুর টাইপিং স্টাইল অভ্র কীবোর্ড নয়। হবার চেষ্টাও করে না। অভ্র অভ্রর মত, গুরু গুরুর মত। গুরুতে টাইপিং হয় বাংলিশ মেথডে। সেখানে chএই চ হয়, c দিয়ে চ বোঝানো একটু চাপ। আপনি হয় তো অভ্র ইউজ করেন তাই আপনার কাছে সেটা সোজা লাগছে। কোনও প্রবলেম নেই। নতুন গুরুতে অভ্র দিয়েও লেখা পোস্ট করা যাবে। যে যাতে অভ্যস্ত, সে তাতেই লিখতে পারবেন। ফাইনাল আউটপুট সেই একই, কেবলমাত্র ইউনিকোডের বাংলা।

    a এবং aa সম্বন্ধেও একই বক্তব্য। গুরুর টাইপিং অভ্রর টাইপিং হবার চেষ্টা করবে না। যে যাতে অভ্যস্ত সে সেটা ইউজ করবে।

    আকাকে,

    দু বছর অনেক সময় ঠিকই। আসল ব্যাপার হল, এই গুরুর সোর্স কোডই হারিয়ে গেছে অনেকদিন হল, তাই এই গুরুতে কোনও চেঞ্জ করা যায় নি। নতুন গুরুতে সমস্তই অ্যাড্রেস করার চেষ্টা করা হচ্ছে।
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ১০:৩১504107
  • aকে,

    এখানে সুর কেটে যাবে, আমি ভাটিয়ালিতে তোমার জন্যু একটা পোস্ট করছি।
  • Tim | 173.163.204.9 | ১৩ নভেম্বর ২০১১ ১১:১০504109
  • পাইকে,

    কে কোথায় বললো যে লে আউট ঠিকঠাক হলে এবং গুরু ইউজার ফ্রেন্ডলি হলে গুরুর চরিত্র পাল্টাবে? আমি অনেক খুঁজেও পেলাম না। পাতার রেফারেন্স দিও।
  • siki | 122.177.237.71 | ১৩ নভেম্বর ২০১১ ১১:৪৬504110
  • গুরুকে কোনও চরিত্রের ডেফিনিশনে বাঁধা যাবে না :-)
  • Tim | 173.163.204.9 | ১৩ নভেম্বর ২০১১ ১২:২১504111
  • না মস্করা না। এইটা সিরিয়াসলি জানতে চাইছি পাইয়ের কাছে। এই বিষয়ে তো অনেক কথা চালাচালি অলরেডি হলো। পাইয়ের পোস্টে বারংবার ঘুরে ফিরে এই তথ্যগুলো আসছে, যে গুরু আরো স্ট্রাকচার্ড হলে, বা নতুনদের জন্য বিশেষ লিংক থাকলে বা লে আউট বেটার হলে নাকি গুরুর চরিত্র পাল্টে যাবে বলে ভয় পাওয়া হচ্ছে। তো, সেটা কে পেল, বা কোথায় লিখলো সেই রেফারেন্সটা দেওয়া হোক।
  • kd | 59.93.192.252 | ১৩ নভেম্বর ২০১১ ১৩:২৭504112
  • ""গুরু''র ইমপ্রুভমেন্টের রিকোয়েস্ট এসেছে দু'টো আলাদা গ্রুপের জনতার কাছ থেকে। এক সেট জনতা ""গুরু'' ব্যবহার করতে করতে যা চেঞ্জ মনে হয়েছে দরকার তা চেয়েছেন - আরেফাই টইতেই তো আছে। অন্য সেট সদ্য গুরুতে এসেই বা কখনও না এসেই বকলমে গুরুর কী বদল দরকার জানাচ্ছেন।

    কিছু রিকোয়েস্ট একেবারেই বালখিল্য মনে হয়। ওনারা ""গুরু''র প্রথম পাতায় গিয়ে কি করে কী হয় বুঝতে না পেরে চলে গেছেন - আর আসেন না। মাইরি! এককালে আমিও এখানে প্রথম আসি - বাঁদিকের কলমের প্রত্যেকটি লিঙ্কে ক্লিক করে বুঝে গেলুম কোনটায় কি হয় - খুব অসুবিধে তো হয় নি! এমন কিছু সময়সাপেক্ষও ছিলো না। বিপজ্জনকও মনে হয় নি। এনাদের পক্ষে এটা করা কি খুবই শক্ত?

    আমেরিকাতে দেখেছি অনেক রেস্টুরেন্ট/বারের বাথরুমের দরজায় বাংলা মেন/উইমেন না লিখে অন্য কোন ভাষায় লেখা থাকে - কখনও কখনও আবার ছবি। রাজা/রাণীগুলো বোঝা যায় কিন্তু কিছু ছবি এমন থাকে যে কোনটা কি বুঝতে রেগুলার গবেষণা লাগে (আবার ইউজুয়ালি তখন সময়েরও টানাটানি)। তাই চান্স নিয়ে কোন একটায় ঢুকে পড়াটা ""গুরু''র প্রথম পাতার লিঙ্কে ক্লিক করার থেকে একটু বেশী রিস্কি, তাই না?
    এই কেসে ওনারা কী করবেন, বাঁ হাতে প্যান্ট চেপে ডানহাতে ফেসবুকে কমপ্লেন টাইপ করবেন? :)
  • bb | 117.195.179.78 | ১৩ নভেম্বর ২০১১ ১৬:১৮504113
  • Kd র কথা সমর্থন করলাম। প্রথম পাতা বাংলায় লেখা এমন কিছু কঠিন নয় যে না বুঝে ফিরে যেতে হয়। তাই এই অজুহাত প্রণিধানযোগ্য নয়।
    আর a, b, dd ইত্যাদি নাম দেখে যারা ভরষা পান না তাঁরা মায়াপাতায় শমীক মুখার্জী বা রমেন তরফদার লেখা নাম দেখলে বিশ্বাস করে লিখবেন? এটা কি নিজেদের কাছেই বিশ্বাসযোগ্য লাগছে? এগুলি পাতি Change Management ইস্যু।
    আসলে ভাল লাগলে, ইচ্ছে হলে মানুষ অনেক অসাধ্যই সাধন করে, নইলে অজুহাত।
    অবশ্য এর মানে এই নয় এই অসুবিধাগুলি অসুবিধা নয়, কিন্তু এতটা বেশীও নয় যে গুরুতে অংশগ্রহণে বাধা সৃষ্টি করে।
  • kanti | 202.90.105.165 | ১৩ নভেম্বর ২০১১ ১৭:৪১504114
  • আনাড়ী সাহস নিয়ে গুরুর অংগনে ঢুকে পড়ে
    বয়সের দোষে এবং সাহসের অভাবে নিপাই থেকে গিয়েছি।
    তবে কিছু মন্তব্য কোরতে হাত চুলকালে রন্‌জনের পরামর্শে বাংলা লেখার নোতুন কলের সাহায্য নিয়ে ভালই লিখতে পারছি।ভালবাসা আরো গাঢ় হোয়েছে। যা আভাষ পাচ্ছি, আড়ালে থাকা মহারথীদের প্রস্তাব গুলো থেকে তাতে ভালবাসা অবশ্যই আরো গাঢ় হবে। কখনো হয়তো নিপা থেকে সপা হবার সাহসও বেড়ে যেতে পারে। তবে শেষ ইচ্ছে
    জানিয়ে থামি। গুরুর এই খোলা হাওয়াটা যেন কিছুতেই পাল্টে না যায়। কান্তি
  • Sushanta | 117.198.64.72 | ১৩ নভেম্বর ২০১১ ১৭:৪৩504115
  • বাংলা সন্মিলিত ব্লগ আরোতো আছে। সেগুলো দেখুন:http://coffeehouseradda.in/
    ২)http://amarblog.com/
    ৩)http://www.sachalayatan.com/
    ৪)http://choturmatrik.com/
    ৫)http://mukto-mona.com/banga_blog/
    এমন নয় যে গুরুচণ্ডালীর কেউ এগুলো আগে দেখেন নি। আমি শুধু কয়েকটি প্রসঙ্গ তুলব বলে লিংক দেখালাম।
    ১) প্রথম কথা এগুলো ছাপা বইয়ের মতো দৃষ্টি নন্দন।
    ২) দ্বিতীয় কথা, এগুলোতে কেউ কেউ নিজে পোষ্ট করতে কোনো অসুবিধে বোধ করেন না।
    ৩) তৃতীয় কথা যে কেউ ছবি ভিডিও এগুলো তুলতে পারেন। এই যেমন এখানে ছবি তুলতে পারতাম তবে আমি স্ক্রীণশটে দেখাতাম গুরুর লেখাগুলো কেমন বিকৃত দেখায়। অথচ আমি ফায়ারফক্সে দেখি। আদর্শলিপি ফন্টে , সাইজ ষোল ( ১৬) করে নিয়ে। মাঝে হরফগুলো বিগড়ে &% এগুলূ রবাহুতের মতো এসে ভিড় করে।
    ৪) চতুর্থ, যার যেটি লেখা তার নিচেই মন্তব্য করা যায়। মন্তব্যগুলো সহ বিষয় শিরোনাম প্রথম পাতাতেই সাইডবারে দেখায়। গুরুতে কে কী বিষয়ে মন্তব্য করছেন বোঝবার উপায় থাকেনা। এইটি সুতোয় অনেকে অনেক বিষয়ে মন্তব্য দিচ্ছেন। দিতে বাধ্য। সেরকমই ব্যবস্থা।
    ৫) পঞ্চমত, গুরুতে লেখকের নাম, সময় ইত্যাদি অনেক কিছুই অহেতুক রোমান হরফে দেখা যায়, সেগুলো দৃষ্টি কটু। আমিতো মন্তব্যের সময় বাংলা হরফে নাম , দেশের নাম লিখে দেখেছি নেয়ই না।
    ৬) বাংলা প্লেইন ভার্শানটা কেন বুঝিনা। নেটে যখন আছে সোজা ইউনিকোডে থাকবে। কেউ পিডিএফ তুলতে চাইলে তার ব্যবস্থা থাকবে। তার জন্যে স্ক্রাইবড বা সেরকম কোনো সাইটের লিঙ্ক ব্যবহার করতে পারেন।
    ৭) SocialShare লিঙ্ক থাকবে।
    ৮) পোষ্ট গুলোর ফণ্ট সাইজ, রঙ ইত্যাদি সাজাবারও উপায় নেই, এমন কি যাকে বলে জাস্টিফাই করা , তাও করা যায় না। ফলে অনুচ্ছেদ অনুযায়ো সাজানো খুবই দুষ্কর হয়। যেকোনো লেখার ডানে বামে কিনারগুলো দেখুন, কেমন এলোমেলো সজ্জা।
    আপাতত এগুলো আমার মাথাতে আসছে।

  • kanti | 202.90.105.221 | ১৩ নভেম্বর ২০১১ ১৯:০৩504116
  • কিন্তু সুশান্ত বাবু,ঐ সব জায়্‌গায় সেই খোলা হাওয়ার বড়
    অভাব বোধ করি।যেন মনে হয় সাজানো ড্রইং রুমে বসে আছি। খুব সাজিয়ে গুজিয়ে কথা বলতে হবে।বেচাল কিছু কওন জাইব না। আড়ালে নি:শব্দ তর্জনীউঠে রয়েছে।
    গুরুর রক ওখানে নেই।ওখানে প্রাণ খুলে গালাগাল,চিমটি, লেংগি কোথায়। ও গুলৈ তো মন খারাপ/ভালো হবার খোলা হাওয়া। অনেক গালাগাল খেয়েও আমার গুরুচন্ডালির রকে এলে প্রাণ জুড়ায়। অবশ্যই আমার নিজস্ব মত।
  • kd | 59.93.192.252 | ১৩ নভেম্বর ২০১১ ১৯:৩১504117
  • সুশান্তবাবু, আপনার পোস্টটি মন দিয়ে পড়লুম। প্রথমেই জানিয়ে দিই, আপনার লেখা এখানে পড়েছি, আপনি জাত লেখক আর আমি, সোজা বাংলায় যাকে বলে অল থাম্বস্‌। তাই আপনার অসুবিধেগুলো হয়তো ঠিক বুঝতে পারিনি। তবুও লিখছি - বাড়িতে বন্দী, অন্য কিছু করার নেই। :)

    ১) কিছু বলার নেই - আপনি আপনার পার্সোনাল পছন্দ বলেছেন।
    ২) সত্যি বলতে কি, এটা বুঝতেই পারিনি।
    ৩) অনেকদিন আগে ছবি/ভিডিও এখানে তোলা নিয়ে কেউ জিগ্যেস করায় উত্তর ছিলো সার্ভারের স্পেস প্রবলেম। এখনও সে প্রবলেম আছে কিনা জানিনা, তবে এটা জানি চাইতে কোন পয়হা না লাগলেও দিতে লাগে। আর আপনার দ্বিতীয় কমেন্টের জবাব আমার নেই তবে এটা বলতে পারি যে আমার সস্তা মেশিনে ফায়ারফক্সেই উক্ত প্রবলেম একদমই হয় না - পরিষ্কার সুন্দর আসে সবসময়। প্রথম দিন থেকেই।
    ৪) লেখার তলায় মন্তব্য লিখতে পারার কথা অনেকেই চেয়েছেন - কিন্তু এতে বেশী কী সুবিধে আমার মোটা মাথায় ঢুকছে না। তবে হ্যাঁ, লেখার তলায় মন্তব্যগুলি থাকলে বড়ই সুবিধে হবে সে বিষয়ে আমি ২০০% একমত।
    ৫) এটা মনে হচ্ছে criticism for criticism's sake
    ৬) এর উত্তর আমি দিতে পারি। বাংলা প্লেন আমার (বা আমার মতো কয়েকজনের) জন্যে আছে। ওই ইউনিকোড/ফোড আমার মাথায় ঢোকে না। অন্য অনেক সাইটে যাই না, ওরা অভ্র-টভ্র কিসব চায় - ও'সব আমার নেই। বাংলা প্লেন বেঁচে থাক।
    ৭) এটা কী জানি না। তবে লিখেছেন যখন ধরে নিচ্ছি দরকারি জিনিস।
    ৮) এই ব্যাপারে আমি কিছু বললে লোকে হাসবে। এ'সব আপনাদের মতো লেখকদের দরকার। আমার লেখা যে কোথাও বেরুচ্ছে, তাতেই আমি ধণ্য।
  • abu mustafiz | 203.76.124.225 | ১৩ নভেম্বর ২০১১ ২১:০৯504118
  • সুমেরু দার কল্যাণে, গুরুর সাথে পরিচয় মনে হয়। তারপর গুরুর কাজকারবারে নানাভাবেই বিমোহিত। কিন্তু সত্য এই যে গুরুর জটিলতর শারীরিক ভাষা না বুঝিবা হেতু, সেই বিমোহিত ভাউ প্রকাশ করিতে নারি। তাই গুরু তার জটিল দশা ছেড়ে আমাদের ন্যায় আরও সরলা বালিকার ন্যায় আবির্ভূত হোক, এই কামনা ফাদিঁ। যাহাতে আমাদের ন্যায় টেককানা লোকেরা বালিকার হাতের মোয়াটি সহজেই করতলগত করিতে পারি।
    সবশেষে গুরুর উত্তরোত্তর সাফল্য কামনা দেই।
  • abu mustafiz | 203.76.124.225 | ১৩ নভেম্বর ২০১১ ২১:১১504120
  • এই দেখুন ভুল বাক্য লিকলাম, এখন তা শুদ্ধ করে দেওয়ার উফায় নাই। এখন কী করি বলুন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন