এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • নতুন গুরুচন্ডালী কেমন দেখতে চান?

    Guruchandali
    অন্যান্য | ০৭ নভেম্বর ২০১১ | ১৭৮০৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | 69.236.161.19 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:০৯504154
  • একটা ইস্যু (এই টই সেটা আলোচনার যোগ্য জায়গা কি না জানি না) হল - পারফরম্যান্স - স্লো সাইট।
    পেব্‌ল্‌ ঠিক আছে, কিন্তু ফাইল (এক্সএমএল) বেস্‌ড ফ্রেমওয়ার্ক তো - একটা লেভেলের পর একটু স্লো হতেই পারে, বিশেষত আইও তে। আমি জানি না সঠিক সংখ্যা, তবে বেশ কয়েক লাখ পোস্টিং আছে বোধহয়।
    তোমরা ধীরে ধীরে অন্য অল্টারনেটিভ - ডেটাবেস ফ্রেমওয়ার্ক, যেমন, অ্যাপাচি রোলার ... দেখতে পারো।
    আর একটা ব্যাপার হল, যদি উইনিকোড বাংলা টাইপিং-এর গুগল ট্রান্সিলারেশন এপিআই ব্যবহার করো, তাহলে হয়ত জাভা প্লাটফর্মে না করলেও চলবে। এই কথাটা এই কারণে বললাম যে, জাভা হোস্টিং (টমক্যাট, গ্লাসফিস্‌...যাই হোক) একটু খরচ সাপেক্ষ। এখন যে সমস্যাটা হয় সেটা সার্ভার ডিস্কস্পেস বা ব্যান্ডউইড্‌থ বা মেমরি সংক্রান্ত নয়, কিন্তু হেভি আইও। মেমরি বারিয়ে এর খানিকটা সুরাহা হলেও, লং টার্মে মুশকিল। একসঙ্গে অনেকে পোস্ট করতে গেলে...
    আবার দু পয়সা শেষ....
  • ppn | 202.91.136.71 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২০504155
  • একটা লেখা কতজন পড়লেন তার একটা কাউন্টার চাই। আগেও দাবি জানিয়েছি।

    সিকি?
  • Oneiric Ocelot | 59.161.187.23 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:২৬504156
  • পেজ হিট কাউন্ট ঠিক কতজন পড়লেন সেটা তো বলবে না। তাহলে লেখার নীচে "লেখাটা পড়লেন - হ্যাঁ/না" বলে রেডিও বোতাম লাগাতে হবে।
  • q | 121.241.218.132 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৭504157
  • বাবাগো কি নাম!
  • ppn | 202.91.136.71 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৩৮504158
  • কীভাবে করা হবে বা গুরুর কাঠামোতে সেটা করা যাবে কিনা সেইটা অন্য কথা।

    এই লেখাটা দেখুন। লেখার শেষে কাউন্টার আসে। বেডিও বাটন লাগবে কেন তার জন্য? কিছু একটা স্ট্যান্ডার্ড টেকনিক নিশ্চয় আছে। :)

    http://www.sachalayatan.com/sumanb/41993

    তবে আবারো বলছি। গুরু ঠিক ব্লগ নয়। কাজেই এইটা সব লেখার জন্য ইম্পলিমেন্ট করা যাবে না। আদৌ করা যাবে কিনা সেইটা যারা সাইট রিভ্যাম্প করছে তারা ভাবুক।

    কাউন্টার থাকলে দুটো সুবিধে হয়।

    ১। কতজন লোক লেখাটেখা পড়ছে (সপা+নীপা) তার একটা ধারণা হয়।

    ২। টপ টেন পপুলার টই ইত্যাদি মেইন্টেন করা সুবিধে হয়। লোকজন মাঝে মাঝে সর্ষেবাটার টই খুঁজে হেদিয়ে মরে। সেইটা হয়ত হবে না। (ওই টই কেউ কেউ হামেশাই খুলে দেখে এইটা বাজি ফেলে বলা যায়)।
  • Oneiric Ocelot | 59.161.187.23 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৪৫504159
  • ঠিকই - এটা পেজ হিট কাউন্টার নয়, অন্যকিছু।
  • ppn | 202.91.136.71 | ১৪ নভেম্বর ২০১১ ১৫:৫১504160
  • খুব সম্ভবত আইপি ট্র্যাক করে।
  • Oneiric Ocelot | 14.99.58.233 | ১৪ নভেম্বর ২০১১ ১৬:০১504161
  • শুধু আইপি নয়, সম্ভবত: তার সঙ্গে সেই পাতায় কতক্ষণ রইলেন সেটাও দেখছে। মানে ইন টাইম এবম আউট টাইম একটা কিছুর চেয়ে বড় হলে তবেই ধরা হচ্ছে যে পড়া হয়েছে। প্রথমবার ক্লিক করেই নীচে গিয়ে সম্‌খ্‌য়াটা দেখলাম, পরের বার বদলালো না। দ্বিতীয়বার আস্তে আস্তে করলাম - পড়লে যে স্পীডে হয় সেই স্পীডে - এখন কাউন্টার এক বেড়েছে।
  • nyara | 203.110.238.17 | ১৪ নভেম্বর ২০১১ ১৬:২২504162
  • জাভাপ্রীতির কারণটা কী? জাভা থেকে বেরিয়ে এলে সার্ভার-স্পেস ও অন্যান্য ফিচার অনেক সস্তা হয়ে যাবে। ফিচারের জন্যে ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ-মাফিক ফিচারসেট ঠিক না করাই বাঞ্ছনীয়।
  • Update | 122.248.183.1 | ১৪ নভেম্বর ২০১১ ১৮:১৯504164
  • Name:TapasSharmaMail:[email protected]Country:2477249424802468

    IPAddress:223.189.206.17Date:14Nov2011 -- 05:28PM

    আসলে কিছু মনে করবেন না আশা করি। গুরুচন্ডালির কন্সেপ্ট তো অসাধারণ এই কথা বলার অপেক্ষা রাখেনা। কিন্তু একেবারে ফ্রেঙ্কলি বলছি, গুরু চন্ডালি আমি বহুদিন ধরেই ফলো করি। কিন্তু খুবই হতাশার সাথে বলছি সাইট টা আমার দেখলেই মাথা ঠিক থাকেনা। মানে এত ভিড়াভিড়ি লাগে দেখতে। লেখা পড়তে যাবো কোথায়? একটা লেখার পেইজ এ আরও ৫০ টা লেখার লিঙ্ক আরও কত কিছু । ভালো লাগেনা , তাই এখন সাইটে বেশী ঢূকিনা আর মন্তব্য করাটা তো একটা মহা হ্যাপার ব্যাপার ওখানে । সব মিলিয়ে ওয়েব সাইট টার ডিজাইন আমার মাথা ব্যাথার কারণ হয়। যদিও বিষয়টা অন্য ভাবে নেবেন না , আমি লেখা নিয়ে বলিনি, লেখা এবং কনসেপ্ট টু গুড । কিন্তু ওয়েব সাইটকে একটু সুস্থ করে তুললে ভালো হয়।
  • bb | 117.213.215.6 | ১৪ নভেম্বর ২০১১ ২০:০৪504165
  • আচ্ছা hosting এর জন্য কি ক্লাউডের কথা ভাবা হয়েছ? ঠিকঠাক sizing করতে পারলে হয়ত পয়সার সুরাহা হতে পারে আর Hardware Related Performance issue এর সমাধান হতে পারে।
  • nb | 115.117.249.207 | ১৪ নভেম্বর ২০১১ ২০:১৮504166
  • guruchandalirkonolekhaisorasorimotamotdeyakhubashubidhehoi.jewriterlikhchenthiktarlekharnichemotamothdeyarbyebosthathaklevaklohoi.toipottorbishoyvittikholevalo.naholekhubelomelohoyejay.ekhonlubnarkobitaimothamothditegiyehimshimkhelam.diteiparlamna.lekhokherlekharnichemothamothditechai.
  • r2h | 198.175.62.19 | ১৪ নভেম্বর ২০১১ ২০:৫৫504167
  • গুরুর চেহারাছবি চরিত্র ইত্যাদি বদল নিয়ে আমারও একটু কিন্তু কিন্তু আছে। কিন্তু এও সত্যি, প্রথম গুরুতে ঢুকে কোনটা কি কোথায় কেন এইসব বুঝে উঠতে বেশ অনেকটা সময় লেগেছিল। এবং গুরুতে লেখালিখি করেন বা এমনকি নিয়মিত পড়েন এমন কারো সঙ্গে যেহেতু কোন ব্যাক্তিগত চেনাশোনা ছিলনা, তাই নিজে নিজে খুঁজে বের করতে অনেক চেষ্টা চরিত্র করতে হয়েছিল। অনিয়মিত সাময়িকী পড়তে শুরু করার অন্তত একবছর পর বোধয় ভাটিয়ালি টইপত্তর আবিষ্কার করতে পেরেছিলাম। তো ব্যস্ত লোকেদের পক্ষে এতটা সময় দেওয়া তো সম্ভব নয়, একটু সহজ হয়ে গেলে যোগদান বাড়বে তাতে সন্দেহ নেই, এবং সেটা কাম্য।

    এটা আসলে একটা ডিসক্লেমার। আমি প্রায়শই গুরুর "জটিলতর শারীরিক ভাষা"র সপক্ষে ওকালতি করি কিনা, তাই। এদিকে ডিডি বলেছেন সত্যের পথ ইত্যাদি।

    আর একটা জিনিস মনে হয়, বিশেষ করে ভাটিয়ালিতে লেখালিখির সময় ব্যাক্তিগত পরিচয়ের ব্যাপারটা অনেকসময়ই প্রকাশ পায়। আমারও তাই। কাগু তৈরি হবার পর থেকে অনেকের সঙ্গেই ব্যাক্তিগত আলাপ পরিচয় হয়েছে, সেই জায়গাটা তো গপ্পোগাছায় উঠেই আসে। কিন্তু নতুন কেউ এলে ভাবতেই পারেন যে এখানে ব্যক্তিগত পরিচয় থাকা লোকজনই ভাটান; সেটা নতুন যোগদানের ক্ষেত্রে প্রতিবন্ধক হতে পারে। তো এই সংক্রান্ত একটা মেসেজ থাকলে বোধয় ভালো। এমন অনেক সরব পাঠক তো আছেনই, যাঁদের কান কটকট করে কিনা বা তাঁরা জীবিত কি মৃত আমি জানি না, কিন্তু তাতে পিঠ চুলকানো কি গাল পাড়া কোনটাই আটকায় না। নতুনদের এক্সক্লুড করা নিয়ে মাঝে মাঝে অভিযোগ শোনা যায়, যাঁরা করেন তাঁদের দিক থেকে হয়তো এই মনে হওয়ার যুক্তিও থাকে। কিন্তু আমার অভিজ্ঞতা বলে সেটা ভিত্তিহীন। তো এইসংক্রান্ত একটা মেসেজ থাকলে মন্দ হয় না।
  • siki | 122.177.237.71 | ১৪ নভেম্বর ২০১১ ২২:১৭504168
  • নতুন গুরুতে জাভা থাকছে না। সার্ভার সাইড কোডিং ছাড়া জাভার তেমন কারিকুরি নেই।
  • nyara | 203.83.248.37 | ১৪ নভেম্বর ২০১১ ২২:২৭504169
  • আমি সার্ভার-সাইডের কথাই বলছি। সার্ভার-সাইড জাভা চালাতে গেলে জাভা হোস্ট দরকার। জাভা হোস্টের অপশন কম, ফীচার কম, পয়সা বেশি লাগে।

    আমার একটি নন-জাভা হোস্ট আছে, তাতে আনলিমিটেড ডিস্ক স্পেস, আনলিমিটেড ব্যান্ডউইডথ। জাভা হোস্টও আসে, সেখানে অনেক রেস্ট্রিকটেড।

    সার্ভার সাইডে জাভা রাখার কোন কারণ দেখি না। মানে বাইরে থেকে যতটুকু বুঝেছি।
  • siki | 122.177.237.71 | ১৪ নভেম্বর ২০১১ ২২:৩৮504170
  • অল্টার্নেটিভ কী? ( মানে আমি জাভা ছাড়া আর কিছু জানি না অবশ্য)।

    আর চলছে তো টমক্যাট। তেমন তো চাপ পড়ে না!
  • nyara | 203.83.248.37 | ১৪ নভেম্বর ২০১১ ২২:৪৮504171
  • PHP, Python, Node.JS (Server-side Javascript), Ruby ... গুরুর তো খুব ইϾট্রকেট কিছু প্রেজেন্টেশন লজিক নেই, খুব কমপ্লিকেটেড কোন ট্রান্সফর্মেশন লজিক আছে বলে মনে হয় না, বিরাট কিছু নেটওয়ার্ক আইও নেই (মানে থাকার কথা নয়) - খুব খাটাখাটনি না করে হাল্কা কোন স্ক্রিপটিং ল্যাঙ্গুয়েজে এটা ইম্পলিমেন্ট করা সম্ভব।

    অবশ্য আমি এখন মুখ্যুসুখ্যু মানুষ। সার্ভারে কী হয় জানিনা। বাইরে থেকে দেখে যা মনে হল তাই বলে ফেললাম।
  • aka | 168.26.215.13 | ১৪ নভেম্বর ২০১১ ২২:৫৬504172
  • এগুলো তো আগে শিখতে হবে। যেমন সিকি জানে না, মামু জানে কিনা জানি না। দুজন মেইন টেকনিকাল লোক এসব জানে না। হয়ত একটু এফর্ট দিলে শেখা যায়। কিন্তু আপিস সামলে, বাড়িঘর সামলে আবার বুড়ো বয়সে নতুন ল্যাঙ্গোয়েজ, নতুন টেকনলজি শেখা সমস্যা। না?
  • nyara | 203.83.248.37 | ১৪ নভেম্বর ২০১১ ২৩:০০504173
  • হাঁক পাড়লে তো বহু লোক কাজ করে দেবে বলছে। তাদের মধ্যে এরকম স্কিলসেটের নিশ্চয়ই লোক পাওয়া যাবে। দরকারে পয়সা খরচা করে করিয়ে নেওয়াও লং টার্মে হয়তো কস্ট-এফেক্টিভ হবে। CEO আর VP যে ল্যাঙ্গুয়েজ জানে শুধু সেই ল্যাঙ্গুয়েজেই প্রডাক্ট ডেভেলপ করতে হবে - এরকম নিয়ম হলে প্রডাক্টের অল্প ব্যথা আছে।
  • siki | 122.177.237.71 | ১৪ নভেম্বর ২০১১ ২৩:১৫504175
  • আরে ধুর! নিয়ম কোথায়? কেউ এগিয়ে আসতে চাইলে সাদরে ওয়েলকাম। তবে সাইটের স্ট্রাকচার আর ফিচারের ব্যাপারে মামু শেষ কথা অবশ্যই। টেকনোলজির ব্যাপারে যে কোনও মতামত ওয়েলকাম। ফিজিবল হলে অবশ্যই করা যাবে।

    এইসব টেকনোলজি জানা লোক কেউ থাকলে যোগাযোগ করুন, কথা বলা যাবে।
  • a | 125.16.135.194 | ১৫ নভেম্বর ২০১১ ১২:০০504176
  • আরে django নিয়ে পোস্ট করলাম গেলো কই?

    ধুর
  • siki | 123.242.248.130 | ১৫ নভেম্বর ২০১১ ১২:১৩504177
  • এই রে, একটু আগে রিস্টার্ট হয়েছে। আরেকবার লিখে দেবে?
  • a | 125.16.135.194 | ১৫ নভেম্বর ২০১১ ১৩:১০504178
  • django এখন আমার ফেভারিট যাচ্ছে

    দেখুন কিছু উদাহরণ:

    http://www.djangosites.org/
  • a | 125.16.135.194 | ১৫ নভেম্বর ২০১১ ১৩:১০504179
  • এটা টমক্যটেও ডেপ্লয় হয়, টেস্টেড
  • siki | 123.242.248.130 | ১৫ নভেম্বর ২০১১ ১৩:৪১504180
  • গুড তো! এরা কি রেডিমেড সাইট অফার করছে, নাকি জাস্ট টেকনোলজিটা?

    তুমি কি জানো ডিজ্যাঙ্গো?

    সাইটটা দেখে পুরোটা ঠিক বুঝতে পারছি না। আমার একটা ডিজাইন পছন্দ হল। হোয়াট নেক্সট?
  • lcm | 69.236.161.19 | ১৫ নভেম্বর ২০১১ ১৪:২০504181
  • টপ থ্রি FREE content management system (cms) হল:
    ১) ওয়ার্ডপ্রেস
    ২) জুমলা
    ৩) ড্রুপ্যাল
    তিনটেই ফ্রি। দুনিয়ার যত নিত্য নতুন ওয়েব সাইট তৈরী হচ্ছে তার প্রায় ২২% ওয়ার্ডপ্রেস ব্যবহার করে, তিন কোটি-র বেশী বার ডাউনলোড হয়েছে। জুমলা এবং ড্রুপ্যাল ও খুবই জনপ্রিয়।

    এই টপ তিনটে ফ্রি cms সফ্‌টওয়্যার-ই লেখা php/mySQL

    একটা উদাহারণ খুবই প্রাসঙ্গিক এখানে। বাংলা ফোরাম/ব্লগ/নেটেলেখালেখি-র একটি অন্যতম প্রধান (আমার মতে অন্ত্যতম সেরা, আমি যা দেখেছি তার মধ্যে) সাইট সচলায়তন ব্যবহার করে ড্রুপ্যাল। ওরা অবশ্য অনেকটা কাস্টমাইজ করেছে। সচলায়াতনের কোয়ালিটি/ফিচার সেট জ্যাকর‌্যাবিট/পেব্‌ল্‌ দিয়ে আনা টাফ্‌।

    আর মোবাইলে গুরু নিয়ে দু পয়সা পরে....
  • siki | 123.242.248.130 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:০৬504182
  • ওয়ার্ডপ্রেস তো ফাটাফাটি। অত জ্যাজি জিনিস গুরুর জন্য দরকার হবে না।

    তবে সিম্পলার জিনিস খুঁজে দেখা যেতেই পারে।
  • Ishan | 117.194.34.179 | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৩504183
  • সবই ভালো। কিন্তু টেকনোলজি বদলের আসল ঝাড় হল মাইগ্রেশন। এতো কনটেন্ট হয়ে গেছে। :(
  • Biplob Rahman | 202.164.212.14 | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২৩504184
  • মস্তকটিকা:

    নতুন গুরুচন্ডা৯ কেমন হওয়া উচিৎ? অনেক আগে একবার গুরুচণ্ডা৯ ডটকম-এর ফেসবুক দলে এ বিষয়ে লিখেছিলাম। ঐ প্রস্তাবগুলৈ আবার নীচে লেখা হচ্ছে। বলা ভাল, এসবই চণ্ডালের ব্যক্তিগত মতামত, ভিন্নমতটিও সাদরে গ্রহণীয়।

    অবতারণা:

    ১। গুরু'র নতুন সংস্করণে এক কোনো গুগল সমর্থিত অনুসন্ধান/সার্চ ইঞ্জিন লাগানো হোক। এতে পুরনো লেখা খুঁজে পেতে সহজ হয়।

    ২। গুরু'র ইউনিকোড ভিত্তিক লো গ্রাফিক ভার্সন/ মোবাইল ফোন ভার্সন হোক। এতে কর্মব্যস্ত মানুষরাও চট-জলদি গুরুর কোনো লেখাপত্র পড়তে পারবেন। আন্তর্জালের সব লেখাপত্র দিন দিন ডেস্কটপ/ল্যাপটপ ধারণার বাইরে আরো গতিশীল মোবাইল ফোনে ধরা দিচ্ছে। গুরু'ই বা এ ক্ষেত্রে পিছিয়ে থাকবে কেনো?

    ৩। নতুন গুরু'তে লেখার নীচেই যেনো পাঠক মন্তব্য করতে পারেন, সে রকম ব্যবস্থা করা হোক, অনেকটা ব্লগের মতো। আরো ভালো হয়, মন্তব্যের ঘরে যদি কি-বোর্ড লাগানো যায়, এতে পাঠকদের সংশ্লিষ্টতা আরো বাড়বে (যেমনটি উন্মোচন ডটনেট, সচলায়তন ডটকম, মুক্তমনা ডটকম-এ আছে)।

    এগুলোর চলতি গুরু'র সংস্করণে কোনো লেখার বিষয়ে মন্তব্য/ মতামত করা বেশ ঝক্কি-ঝামেলার বিষয়। বিশেষ করে মতামত জানানোর বিষয়টি একবারেই পাঠক-বান্ধব নয়। কোনো লেখায় মতামত জানাতে হলে দু-তিনটি ধাপ পেরুতে হয়, যা কখনো কখনো পাঠকের পক্ষে হয়তো একেবারেই সম্ভব হয়ে ওঠে না। ...

    খুব সম্ভব এ কারণেই গুরু'র ফেসবুক দলে কোনো লেখার অংশ বিশেষ প্রকাশের পরে সেখানে মতামত জানানোর জন্য বার বার লিংকসহ আহবান জানানো সত্বেও ঐ সুতো ধরে সেভাবে মতামতের এই বিভাগে মন্তব্য পড়ে না।

    এ কারণেই হয়তো কিছুদিন আগে ফেসবুক দলের সদস্য ও ব্লগার মঞ্জুরুল হক দলে এসে গুরুর একটি লেখার অংশ বিশেষ পড়ে জানতে চেয়েছিলেন, পুরো লেখাটিই কোনো ফেসবুকে তুলে দেওয়া হয়নি? আবার দেখা যায়, দলে এসে কোনো লেখা পড়ে সদস্য সেখানে গুরুতর সব মন্তব্য করছেন, আহ্বান জানানো সত্বেও মতামতের এই বিভাগে মন্তব্য পড়ছে না। ...

    ৪। ব্লগ সুবিধার মতো পাঠক যেন কোনো পছন্দের লেখা গুগল+, ফেসবুক, টুইটারসহ অন্যান্য কমিউনিটি সাইটে দু-একটি ক্লিকেই শেয়ার করতে পারেন, তেমন ব্যবস্থা করা।

    ৫। মতামতসহ ৩ এবং ৪ নম্বর প্রস্তাব পাঠে এ কথা পরিস্কার যে, গুরুচণ্ডা৯ ডটকম-এর বর্তমান সংস্করণটি একেবারেই পাঠক বান্ধব নয়। অনেকগুলো ভার্সন (বাংলা প্লেন/ইউনিকোড/পিডিএফ) থাকায় প্রথম পাতা/প্রচ্ছদটি আসতেও অনেক সময় লাগে। আন্তর্জালের গতি মন্থর হলে এই সাইটটি একেবারেই খোলে না।

    তাই এতো সব জটিলতা বাদ দিয়ে চণ্ডালের প্রস্তাব, নতুন সংস্করণটি যেনো নির্ঝঞ্ঝাটমুক্ত ইউনিকোড ভার্সনেই হয়।

    ফ্রন্ট জটিলতার কারণে ব্যক্তিগতভাবে এই চণ্ডাল কোনোদিন ইউনিকোড-ভার্সন ছাড়া অন্যভার্সনে গুরু'র কোনো লেখা কোনোকালেই পড়তে পারেনি, তাহলে এতো ভার্সনের বাহুল্য কেনো?

    ৬। ধীরে ধীরে গুরুচণ্ডা৯ ডটকম-কে একটি প্রযুক্তি-বান্ধব পূর্ণাঙ্গ ব্লগ সাইটে পরিনত করা হোক। কারণ অনলাইন-পত্রের ধারণাটি পুরনো, লেখক-পাঠক বান্ধব নয়, এমনকি বর্তমান সংস্করণে সম্পাদনা বিহীন মতামত/টইপত্তর/ ভাটিয়া৯ থাকা সত্বেও এটি যে কোনো আধুনিক বাংলা ব্লগের চাইতে মন্থর, লেখক-পাঠক মিথস্ক্রিয়ার বিচারে এ কথাটি আরো সত্যি।

    প্রসঙ্গত, এই ধারণা থেকেই বছর তিনেক আগে মুক্তমনা ডটকম অনলাইনপত্র থেকে একটি পূর্ণাঙ্গ ব্লগ সাইট হয়ে ওঠে। এতে সেখানে মান সম্মত নানা ধরণের লেখালেখির পাশাপাশি মতামতের ঘরেও লেখক-পাঠক গতিশীল তর্ক-বিতর্ক, তথ্যের আদান-প্রদান, এমন কি এপার বাংলায় সহব্লগারদের মধ্যে অফলাইনে ভাতৃত্ববোধ, আড্ডা, সুসর্ম্পক গড়ে উঠেছে, ওপারেও নিশ্চয়ই তাই। মুক্তমনা ব্লগে পরিনত হওয়ার পরে এর পাঠক সংখ্যাও এখন অন্য যে কোনো সময়ের চেয়ে বেশী।

    আবার মুক্তমনার প্রযুক্তিবিদরা পুরনো অনলাইন পত্রের সমস্ত লেখাই আর্কাইভে রেখে দিয়েছেন। যে কেউ সেখানের ব্লগ সাইটে গিয়ে লেখার শিরোনাম/বিষয়বস্তু/লেখক ধরে অনুসন্ধানের সাহায্য নিলেই পুরনো লেখা পেয়ে যাবেন।

    পাদটিকা:

    এ পর্যায়ে গুরু-চণ্ডাল একত্রে হয়তো হইহই করে তেড়ে আসবেন, তুমি কে হে তালেবর? চলতি সংস্করণ যদি এতৈ বিতিকিচ্ছরি হয়, তাহলে এতোসব গাঁদাগাঁদা পাঠ-লেখ সমস্যা নিয়েও এখানে পড়ে আছো কোনো? অ্যাঁ?

    চণ্ডালের বিনীত জবাব, গুরু'র বিকল্প একমাত্র গুরু'ই, এর মানসম্মত লেখাপত্রই যতসব গুরুভক্তির মূল। তবে কিনা, ভালোর তো কোনো শেষ নেই, তাই...

    সবাইকে ধন্যবাদ।
    জ্জয় গুরু!
  • pi | 72.83.76.29 | ১৫ নভেম্বর ২০১১ ১৯:৩৫504186
  • বিপ্লবভাই, অনেক ধন্যবাদ !
    তবে এর মধ্যে অনেকগুলিই করা হয়ে গেছে ...উপরে সিকির পোস্ট দেখতে পারেন। যেমন পুরো ইউনিকোড, লেখার নিচে মন্তব্য ইত্যাদি।
    গুগলে সার্চ করলে এখনো পাওয়া যায়। তবে সেটা সাইটে লিখে দেওয়া ও ইন্টিগ্রেট করে দেওয়া দরকার।
    অনলাইন পত্রিকা থেকে পুরো ব্লগের ব্যাপারটা একটু বুঝিয়ে দেবেন ? গুরু তো প্রথম থেকেই তাই ।

    সিকি, মোবাইল নিয়ে বাকিরা অবশ্যই লিখুক। আমি তাদের কথা লিখলাম, যাঁরা কেবল মোবাইল থেকেই নেট করেন,অসুবিধাটা গুরুর সাইটে লিখে জানাতেই পারেন না, কারণ অসুবিধেটা পড়তে ও লিখতে পারা নিয়েই :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন