এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৩২২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৩৯504465
  • স্বাস্থ্য ব্যবস্থার গাফিলতি নিয়ে থেকে থেকেই এদিক ওদিকে নানা আলোচনা তক্কাতক্কি চলে।
    রোগী থেকে ডাক্তার, অ্যানেকডোট থেকে অ্যানালিসিস সবার সব কথাবার্তাই এখানে জড়ো হতে থাক বরম।
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৪১504576
  • আগে নানা টইয়ে আলোচনা হয়েছে। কেউ খুঁজে পেলে এখানে রেখে দিতে পারে (ন)। ভাটের আজকের টাটকা তাজা আলোচনাটা হাতের কাছে। তাই ফাঁকিবাজি করে জাস্ট কপি পেস্ট মারছি। ভাট থেকে পেস্ট, তাই টাইমস্ট্যাম্প অনুযায়ী উল্টো হবে। সোজা করার টাইম বা এন্থু নাই :(
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৪২504687
  • নমে: পি মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২৮।২৩১।২২।১৩৩ ডতে:০২ ণো ২০১১ -- ০৫:২৫ আ

    , ( , , , , , , , ) , , )
    ?

    ,
    ( , )

    অচ য়েঅর অপ্প্রোক্ষিমতেল্য ২।২ মিল্লিওন ঊ হোস্পিতল পতিএন্‌ত্‌স এক্ষে্‌পরিএনএ অদএর্সে দ্রুগ রেঅতিওন্স (আডস) তো প্রেসরিবেদ মেদিঅতিওন্স।(১) ঈন ১৯৯৫, ড্র। ঋচর্দ এসে্‌সর ও থে এদেরল এন্তের্স ওর ডিসেঅসে ওন্ত্রোল অন্দ রেএন্তিওন (ড) এস্তিমতেদ থে নুম্বের ও উন্নেএস্‌সর‌্য অন্তিবিওতিস প্রেসরিবেদ অন্নুঅল্ল্য ওর ইরল ইনএতিওন্স তো বে ২০ মিল্লিওন; ইন ২০০৩, ড্র। এসে্‌সর স্পোকে ইন তের্‌ম্‌স ও তেন্স ও মিল্লিওন্স ও উন্নেএস্‌সর‌্য অন্তিবিওতিস প্রেসরিবেদ অন্নুঅল্ল্য।(২, ২অ) আপ্প্রোক্ষিমতেল্য ৭।৫ মিল্লিওন উন্নেএস্‌সর‌্য মেদিঅল অন্দ সুর্গিঅল প্রোএদুরেস অরে পেরওর্মেদ অন্নুঅল্ল্য ইন থে ঊ,(৩) য়ি্‌হলে অপ্প্রোক্ষিমতেল্য ৮।৯ মিল্লিওন আমেরিঅন্স অরে হোস্পিতলিএদ উন্নেএস্‌সরিল্য।(৪)

    হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।সিলএর্গেন।ওম/ডেঅথ%২০ব্য%২০এদিইনে।হ্‌ত্‌ম

    , এঅপে অকে্‌নায়ে্‌লদে্‌গদ থত থে লিতেরতুরে ওন মেদিঅল এরে্‌রার্স ইস স্পর্সে অন্দ রেপ্রেসেন্‌ত্‌স ওন্‌ল্‌য় থে তিপ ও থে ইএবের্গ, নোতিঙ্গ থত য়ে্‌হন এরে্‌রার্স অরে স্পেইইঅল্ল্য সৌঘ্‌ত ঔত, রেপোর্তেদ রতেস অরে "দিস্ত্রেসি্‌সন্‌গ্‌ল্‌য় হিঘ।" এ ইতেদ সেএরল অউতোপ্স্য স্তুদিএস য়িথ রতেস অস হিঘ অস ৩৫-৪০% ও মিসে্‌সদ দিঅগ্নোসেস অউসিঙ্গ দেঅথ। এ অলে্‌সা নোতেদ থত অন ইন্তেন্সিএ অরে উনিত রেপোর্তেদ অন অএরগে ও ১।৭ এরে্‌রার্স পের দয় পের পতিএন্ত, অন্দ ২৯% ও থোসে এরে্‌রার্স য়েরে পোতেন্তিঅল্ল্য সেরিঔস ওর অতল।

    --------------------------------------------------------------------------------

    নমে: ণিন মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ৬৯।১৪১।১৬৮।১৮৩ ডতে:০২ ণো ২০১১ -- ০৪:৪০ আ

    --- ণঈ - --- , -- ?

    -- / !

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    নমে: পি মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২৮।২৩১।২২।১৩৩ ডতে:০২ ণো ২০১১ -- ০৪:৩৩ আ

    , দিএতর‌্য, লিএসে্‌ত্‌য়্‌ল, অন্দ মেতবোলি রিস্ক অতোর্স : য়ে্‌পর্তেন্সিওন , মোকিঙ্গ তোবও ,ইঘ চোলেস্তেরোল , মল্‌নুত্রিনুত্রিতিওন এক্ষুঅল্ল্য ত্রনি্‌স্‌মত্তেদ দিসেঅসেস ঊর দিএত এর্বেইঘ্‌ত অন্দ ওবেসিত্য হি্‌য়্‌সঅল ইনতিইত্য আলওহোল ঈন্দূর অইর পোল্লুতিওন রোম সোলিদ উএল্‌স ঊন্সএ য়তের অন্দ পূর সনিততিওন

    ( ), ( ) ,

    , ঈঅত্রোগেনেসিস
    হ্‌ত্‌ত্‌প://এন।য়িকিপেদিঅ।ওর্গ/য়িকি/ঈঅত্রোগেনেসিস

    , অন ইনদএর্তেন্ত অদএর্সে এএত ওর ওমি্‌প্‌লঅতিওন রেসুলি্‌তঙ্গ রোম মেদিঅল ত্রেঅত্মেন্ত ওর অদইএ ,

    হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।য়ৌর্মেদিঅলে্‌দতেতিএ।ওম/পুব্লি/৩৩৫।ম, হ্‌ত্‌ত্‌প://ইইলিসতিওনিস।ওম/মেদিইনে/উসমেদ।হ্‌ত্‌ম

    , ' ' ?

    হ্‌ত্‌ত্‌প://এন।য়িকিপেদিঅ।ওর্গ/য়িকি/ইস্ত্‌ও্‌প্রেএন্তব্লে্‌অউসেস্‌ও্‌দেঅথ

    --------------------------------------------------------------------------------

    নমে: অক মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ৭৫।৭৬।১১৮।৯৬ ডতে:০২ ণো ২০১১ -- ০৪:০৪ আ

    , হ্‌ত্‌ত্‌প://য়্‌ব্‌ব।আপ।ওর্গ/ন্‌র্‌প/ইন্‌স্‌ত্‌রুতোর্স/সইএনএ/সইএনএ্‌এইদেনএগুইদে।হ্‌ত্‌ম্‌ল

    ,

    , ,

    --------------------------------------------------------------------------------

    নমে: পি মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২৮।২৩১।২২।১৩৩ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:৫০ আ

    ,

    --------------------------------------------------------------------------------

    নমে: পি মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২৮।২৩১।২২।১৩৩ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:৪৯ আ

    ,

    , , )

    , , )

    , , ,
    ( ) ,

    --------------------------------------------------------------------------------

    নমে: টিম মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১৭৩।১৬৩।২০৪।৯ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:৩৪ আ

    ,

    --------------------------------------------------------------------------------

    নমে: অক মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ৭৫।৭৬।১১৮।৯৬ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:৩২ আ

    ,

    --------------------------------------------------------------------------------

    নমে: ণিন মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২।১৪৯।৩৯।৮৪ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:২৫ আ

    ---- -- -- !

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    নমে: ণিন মইল: ঔন্ত্র্য:

    ঈ আদ্দ্রেস্‌স : ১২।১৪৯।৩৯।৮৪ ডতে:০২ ণো ২০১১ -- ০৩:২৩ আ

    --- ----- --

    --
    -- --- !
    --
    --- --- -((

    --------------------------------------------------------------------------------
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৪৩504718
  • name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 05:25AM

    অতি অবশ্যই, সরকারী স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়া আর বেসরকারি চিকিৎসা ব্যবস্থার প্রায় কোন রেগুলেশন না থাকা সবচেয়ে বড় বেসিক সমস্যাগুলোর মধ্যে একটা ( অন্যটা , প্রিভেনশান , হেল্‌থ প্রোমোশান , মানে পাবলিক হেল্‌থ এর উপর জোর না দিয়ে মেডিক্যাল মডেলের উপর বেশি জোর দেওয়া। মানে, অসুখ যাতে না ই হয়, সেই চেষ্টা নেই, অসুখ হবার মত কন্ডিশনগুলোকে রেখে দেওয়া আর তারপর সেগুলো সারানোর চেষ্টা, এই বেসিক মনোভাবেই গণ্ডগোল আছে ) , কিন্তু তাতে তো বেসরকারি প্‌র্‌যাকটিসে লাভ ই বেশি, সেটাই তো তাঁরা চাইবেন :)
    সেই যুক্তিতে এই ভুলগুলো জাস্টিফাই করা যায় কি ?
    বেসরকারি হাসপাতালের ডাক্তারের এই ধরণের নেগলিজেন্সকে সিস্টেমের দোষের সাথে ইক্যুয়েট করার চেষ্টাটাকে আবারো অতিসরলীকরণ ই বলবো।

    যেটা দরকার, কনজিউমার ফোরাম আরো সক্রিয় হওয়া। সেইটা এখানে আছে।
    যদিও তার একটা কুফল ও আছে। এই স্যু এর ভয়ে ( তবে শুধু সেটাই কারণ নয়, ব্যবসায়িক স্বার্থটাও অনেক ক্ষেত্রে একটা বড় কারণ) ডিফেন্সিভ মেডিসিন। এর স্ট্যাটটা হল এইরকম:

    Eachyearapproximately2.2millionUShospitalpatientsexperienceadversedrugreactions (ADRs) toprescribedmedications.(1) In1995, Dr.RichardBesserofthefederalCentersforDiseaseControlandPrevention (CDC) estimatedthenumberofunnecessaryantibioticsprescribedannuallyforviralinfectionstobe20million;in2003, Dr.Besserspokeintermsoftensofmillionsofunnecessaryantibioticsprescribedannually.(2, 2a) Approximately7.5millionunnecessarymedicalandsurgicalproceduresareperformedannuallyintheUS,(3) whileapproximately8.9millionAmericansarehospitalizedunnecessarily.(4)

    http://www.silvergen.com/Death%20by%20Medicine.htm

    দেশেও এইদিকে প্রবণতা বাড়ছে। এই নিয়ে সরকারি হাসপাতালের এক ডাক্তারের লেখা আছে। দিয়ে দিচ্ছি।

    আরো কিছু তথ্য । জাস্ট দিয়ে রাখলাম। কারণ এদেশে যে এগুলো হয়, সেটা অনেকের কাছেই বিস্ময়। Leapeacknowledgedthattheliteratureonmedicalerrorsissparseandrepresentsonlythetipoftheiceberg, notingthatwhenerrorsarespecificallysoughtout, reportedratesare "distressinglyhigh." Hecitedseveralautopsystudieswithratesashighas35-40%ofmisseddiagnosescausingdeath.Healsonotedthatanintensivecareunitreportedanaverageof1.7errorsperdayperpatient, and29%ofthoseerrorswerepotentiallyseriousorfatal.

    --------------------------------------------------------------------------------

    name:Ninamail:country:

    IPAddress:69.141.168.183Date:02Nov2011 -- 04:40AM

    আমার একটা প্রশ্চেন আছে---কলকাতায় NRI দেখলেই কি একটা অ্যান্টি-ভাব কাজ করে---মানে হাসপাতালে কর্মীদের মধ্যে, এমনকি ব্যাঙ্কেও --নাকি এটা আমার মনে ভুল?

    আকা একটা আলাদা টইতে যদি সবাই নিজেদের অভিজ্ঞতাগুলো লেখে তাহলে বোধহ্য সুবিধে হয়--কোনো ডেটা নয় জাস্ট নিজের নিজের ভাল/খারাপ সবরকম অভিজ্ঞতা!

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 04:33AM

    আরে প্রিভেন্টেবল ডেথ এর সংজ্ঞাটা ই তো তুমি বোধহয় গুলিয়েছো ।

    প্রিভেন্টেবল ডেথ বলতে সাধারণত: সেগুলোকেই বলা হয়, মডিফায়েবল যেসব ফ্যাক্টরের দিয়ে ডেথ প্রিভেন্ট করা যেত। সেগুলো হল এই : dietary, lifestyle, andmetabolicriskfactors:Hypertension , Smokingtobacco ,Highcholesterol , malnutrinutritionSexuallytransmitteddiseasesPoordietOverweightandobesityPhysicalinactivityAlcoholIndoorairpollutionfromsolidfuelsUnsafewaterandpoorsanitation । এগুলোতে তো ভারর অনেক পিছিয়েই আছে।
    আমেরিকাও সব ডেভেলপড দেশগুলোর মধ্যে সব থেকে পিছিয়ে। কিন্তু ভারত অনেক পিছিয়ে। সেটা অবশ্যই সিস্টেমের সমস্যা। আর সেই সমস্যাটাও জাস্ট দরিদ্র দেশ বলে সমস্যা এমন নয়। অর্থনৈতিকভাবে অনুন্নত অনেক দেশই ভারতের থেকে অনেক এগিয়ে। তাই এটা অতো অবশ্য সিস্টেমের একটা বড় সমস্যা।

    আমেরিকাও যে পরিমাণে টাকা খরচ করে ( পৃবীতে সবচেয়ে বেশি), আর যা আউটপুট ( উন্নত দেশগুলোর মধ্য লাস্ট) , সেটা আমেরিকার সিস্টেমের সমস্যা।

    আর আমি যেটা বলেছিলাম, সেটা হল Iatrogenesis আগেও দিয়েছিলাম। আবার দিলাম।
    http://en.wikipedia.org/wiki/Iatrogenesis

    এটার মানে হল এই, aninadvertentadverseeffectorcomplicationresultingfrommedicaltreatmentoradvice , যেটা এখানে আলোচ্য বিষয়।

    এর স্ট্যাট টা একটু দেখে নাও:
    http://www.yourmedicaldetective.com/public/335.cfm, http://civilisationis.com/medicine/usamed.htm

    বছরে এক লাখ থেকে আড়াই লাখ । তাও এটা আন্ডাররিপোর্টিং।

    ভালো কথা, তুমি ঐ 'প্রিভেন্টেবল ডেথ' এর ৫৫০০০ সংখ্যাটা কোথা থেকে পেলে ?

    এখানে আম্রিগার প্রিভেন্টেবল ডেথ এর লিস্টি আছে :

    http://en.wikipedia.org/wiki/List_of_preventable_causes_of_death দেখে নিও।

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:75.76.118.96Date:02Nov2011 -- 04:04AM

    পাই ডাক্তারদের ভুলটা কোন ইন্ডিভিজুয়ালের দোষ নয় বরং সিস্টেমের দোষ। সেটাকে এড়াতেই সিস্টেমের দরকার, প্রসেসের দরকার যেমন http://www.aap.org/nrp/instructors/science/science_evidenceguide.html

    সুইপিং স্টেটমেন্ট কে ভুল প্রমাণ করতে গেলে উদাহরণ দিয়ে হয় না। পারলে স্ট্যাট দাও অথবা যুক্তি দাও।

    কলকাতায় সিস্টেমের অভাবের সাথে যা জুড়েছে তা হচ্ছে

    ১। প্রশাসনের অভাব, তারফলে যে যা পারে করে। যেমন ক্রিটিকাল কেয়ার ম্যানেজমেন্টের ওষুধের মাঅফিয়া রাজ।

    ২। কলকাতার অন্যান্য ক্ষেত্রে পিছিয়ে পড়ার জন্য যারা পার্সোনাল চয়েজে কলকাতায় আছে তারা ছাড়া বাকি ভালো ডাক্তারেরা কলকাতা ছেড়ে চলে যাওয়া। যেমন সুমিত করে লিভার ট্রান্সপ্ল্যান্ট। তো কলকাতায় এখনও তার কোন ইনফ্রাস্ট্রাকচার নেই। হয়ত কলকাতায় ফিরবে কিন্তু কাজ না করতে পেরে কদিনেই ভেগে যাবে।

    ৩। সরকারী ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়ার জন্য বেসরকারী এবং যে কটা সরকারী হাসপাতাল আছে তার ওপর অসম্ভব চাপ। ডাক্তাররা ওভারওয়ার্কড।

    ৪। কোয়ালিটি ক®¾ট্রাল না হলে কারুর কিছু করার নেই।

    সুইপিং স্টেটমেন্টটা অবশ্যই নিজের অভিজ্ঞতা থেকে কারণ এমনই খাজা সিস্টেম যে জেনারাল স্ট্যাটও পাওয়ার উপায় নেই।

    এরকম গ্রস ভুল কলকাতাতেই বেশি হয় যে কারণে লোকে একটু ক্রিটিকাল কিছু হলেই সেন্নাই, ব্যাঙ্গালোর, ভেলোর যায়। এগুলো হল সারকমস্টেনিশল এভিডেন্স।

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 03:50AM

    ও:, টিম ও দেখি লিখেছে। টিমের নিচের পোস্টটার সাথে পুরো ক্ক:।

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 03:49AM

    না:, সেরকম কোন তুলনা তো করিনি।
    বরং ডাক্তারের এই উদা: কে সিস্টেমে নিয়ে যাওয়ায় আপত্তি করেছি।

    এরকম গ্রস ভুল মাস স্কেলে একমাত্র বালের কোলকাতাতেই হয়, এই স্টেটমেন্টে আপত্তি করেছি। আর সেটা কোন ভেষজ দেশীয় সেন্টিমেন্টে গদগদ হয়ে নয়, এটা অতিসরলীকরণ দোষে দুষ্ট বলে :)
    এরকম খারাপ ডাক্তারের উদা: দিয়ে এরকম সুইপিং স্টেটেমন্ট দিলে অন্য জায়গার খারাপ ডাক্তারের পাল্টা উদা: ও আসবে কি কোলকাতার ভালো ডাক্তারেরও।
    ঐ সুমিতদা কি উনি যে হেমাটোলজিস্টের কাছে তোমাকে নিয়ে গেছিলেন, তাঁরাও কোলকাতারই , এইসব কথা বলতে ইচ্ছে করবে :)

    হ্যাঁ, এই খারাপ ঘটনা দিয়ে গোটা সিস্টেমকে বোঝার চেষ্টা করাতেও আপত্তি করেছি। এটাকে এককথায় সিস্টেমের এরর বলে দিলেও আপত্তি করবো।অসিস্টেমের সমস্যা অবশ্যই আছে, কিন্তু সেটা মূলত এই জায়গায় আছে , বা এই জায়গাটার জন্য অন্য সব সিস্টেমের চেয়ে খারাপ সেটা মনে করিনা। বিশেষ করে সেই ঘটনা যখন এখানেও বেশ বেশি মাত্রায় হয়।
    এখানকার সিস্টেমের অনেক ভালো ব্যাপারও আছে ( রয়াদার আনার চেষ্টা করা হচ্ছে) , সেগুলোর থেকে অনেক কিছু শেখারও আছে।

    --------------------------------------------------------------------------------

    name:Timmail:country:

    IPAddress:173.163.204.9Date:02Nov2011 -- 03:34AM

    আরে খারাপ ডাক্তারের কোন দেশ হয়না, তারা সর্বত্র আছে। খারাপ সিস্টেমের হয়। দেশের সাথে বিদেশের তুলনা হয়না। মানেই হয়না সেটার। কলকাতার সাথে অন্য রাজ্যের তুলনা করলেই গলদটা পরিষ্কার ধরা পড়বে।

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:75.76.118.96Date:02Nov2011 -- 03:32AM

    হ্যাঁ করুন না আমেরিকার সিস্টেমের সাথে কানাডা, স্ক্যান্দানেভিয়ান দেশের হেলথকেয়ারের তাহলে মেনে নিই।

    --------------------------------------------------------------------------------

    name:Ninamail:country:

    IPAddress:12.149.39.84Date:02Nov2011 -- 03:25AM

    আমাদের দেশের ভুল ও গাফিলতিগুলো জাস্ট ভাবা যায়না----এ দেশ সেদিক দিয়ে অনেক ভাল--সিস্টেমএ লুফোলস আছে--কিন্তু দেশেরটা একেবারে ছিঁড়ে ফর্দাফাঁই!

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:Ninamail:country:

    IPAddress:12.149.39.84Date:02Nov2011 -- 03:23AM

    চাপে য়াপ্টা আছি---একটু ঢঁউ মেরে গেলুম---কেলান্ত--বাড়ী যই--
    সাইন করে দিলুম পিটিশনে।
    ডাক্তার আজকাল দেশে ও এ দেশ সবজায়গাতেই এক ভয় পাওয়ার বস্তু। বেশি কম --এই যা।
    প্রফেশনটাই তো প্‌র্‌যাকটিশনার--মানে প্‌র্‌যাকটিশ করে চিকিৎসা---আর কাউকে মেরে কাউকে জিইয়ে শিখতে থাকে বোধহয়!
    চিকিৎসার ভুল এক কথা কিন্তু গাফিলতি কিম্বা টাকা রোজগারের জন্য ভুলভাল কাজ--সেটার কোনও ক্ষমা নেই।
    আমার ছেলে দেশে হয়েছে---ডাক্তারের প্রিয় টি ভি শো ছিল বলে আমাকে কি এক অষুধ দিয়ে ফেলে রেখেছিল---ভুলে গেছি:-((
    পরের দিন এসে সীজার করল।

    --------------------------------------------------------------------------------
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৪৪504729
  • name:akamail:country:

    IPAddress:75.76.118.96Date:02Nov2011 -- 03:19AM

    পাই কি এখানকার সাথে সিস্টেম ওয়াইড কলকাতার বা দেশের সিস্টেমের তুলনা চাইছে? যাস্ট হয় না। দেশীয় ভেষজ সেন্টিমেন্ট থাকা ভালো কিন্তু চোখ বন্ধ করে সত্যকে অস্বীকার করে নয়।

    একটাই মেট্রিক আপাতত (বহুবার দিয়েছি) এখানে প্রিভেন্টেবল ডেথ বছরে ৫৫০০০। দেশে এই সংখ্যাটা চাই পাই কি?

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 03:11AM

    টিম, না: দেড় বছর ধরে টানা অসুস্থ হওয়া, জ্বর্জারিতে রক্ত পরীক্ষা করতে বলা হয়নি দেখে আশ্চর্য্য হয়েছি। কারণ, আজ অব্দি প্রায় সব অভিজ্ঞতাতেই জ্বর এক হপ্তার বেশি থাকলে, ঘন ঘন হলে বা সেরকম কোন সিজনে একবার জ্বর হলেই সবার আগেই রক্ত পরীক্ষা করতে বলা হয়।
    বরং বেশি বেশি টেস্ট করতে বলা হয় বলে আমরা অভিযোগ করি। প্যাথো ল্যাবগুলোর সাথে অশুভ আঁতাত ইত্যাদির কথা বলি।

    এই ঘটনাটা এতটাই অদ্ভুত যে সেজন্যই বলবো, অবশ্যই তদন্ত হওয়া উচিত।

    আর, গ্যাসট্রিকের ওষুধ খাইয়ে রক্ত পরীক্ষা না করা ? এদেশে আমাকে দু'বছর খাওয়ানো হয়েছে। না:, কোনো পরীক্ষা টরীক্ষা করা হয়নি। তারপর ব্যথা না কমে বেড়ে যাচ্ছে দেখে ডাক্তার বদলানোর পর সবার আগে ঐ ওষুধ বন্ধ করলেন। বল্লেন ঐ ডোজে ঐ ওষুধ তো দু'হপ্তা থেকে দু'মাস খেলেই হয়। ঐ ওষুধ উল্টে ক্ষতি করছিল।
    আর ওষুধ বন্ধ করার ঐ ঠিকঠাক চিকিৎসাটার মধ্যে তো সিটি স্ক্যানের বিপর্যয় , ভুল আÒট্রাসোনোগ্রাফি , এইসবই হয়ে গেছিলো। এই দেশে।

    --------------------------------------------------------------------------------

    name:Timmail:country:

    IPAddress:173.163.204.9Date:02Nov2011 -- 03:01AM

    আমার অভিজ্ঞতা মেশানো। এই যেমন ধরা যাক, আমার বাবাকে বহুদিনের এক অভিজ্ঞ ডাক্তারবাবু ভুল চিকিৎসা করে প্রায় মেরেই ফেলছিলেন আজ থেকে পনেরো বছর আগে। তারপর কলকাতারই অন্য একজন সারিয়ে তোলেন। পাই এত আশ্চর্য্য হচ্ছে, অথচ সেক্ষেত্রেও ব্লাড টেস্ট না করে লাগাতার গ্যাসট্রিকের ট্রিটমেন্ট করা যাওয়া হচ্ছিলো। পরে দেখা গ্যালো বিলিরুবিন লেভেল ১২ র কাছে চলে গ্যাছে। আর কদিন ঐ ট্রিটমেন্ট চললেই কোলাপ্স করতো। একে কি বলবো? লটারি?
    অন্যদিকে ভালো ডাক্তারও অনেক দেখেছি। এত ভুগেছি ছোট থেকে, যে প্রচুর ডাক্তার দেখানো হয়েছে, এবং যাঁদের দেখিয়েছি তাঁরা সকলেই ভালো করার চেষ্টা করেছেন।
    সবথেকে খারাপ হলো, কলকাতায় কখনো দুজন ডাক্তারের থিওরি এক হয়না। ড: ক যদি বলেন এটা জ্বর, তাইলে ড: খ কে বলতেই হবে পেট গরম। এইটা পাল্টালো না। আমার জন্ম এবং অনেকদিনের বাস ছিলো কলকাতায়, বাইরের কথা জানিনা। এই মুহূর্তে আমার মা স্পাইনাল কর্ডের সমস্যায় শয্যাশায়ী। তো, এমারাই করে একজন অর্থোপেডিক যে ট্রিটমেন্ট শুরু করেছেন, হাউজ ফিজিশিয়ান বলছেন সেটা দরকার নেই। এবং অন্য ডাক্তার রেফার করছেন। একজন মানুষ, যিনি বিছানা ছেড়ে উঠতে পারছেন না, তাঁকে এতবার করে টানাটানি করার কি প্রয়োজন বুঝছিনা। আমার বন্ধুদের মধ্যেও কেউ কেউ ডাক্তার হয়েছে। তাদের যখন কারুর মতবাদ অন্যের সাথে মেলেনা। এরকম কেন হয়? অন্য ডাক্তারের প্রশংসা করা হয়ে যাবে বা পাবলিসিটি হয়ে যাবে এই ভয়?

    কলকাতার এক ডাক্তার আমার বাল্যবন্ধুর মায়ের চিকিৎসা করছিলেন। বেশ কিছুদিন ধরে হার্নিয়ার চিকিৎসা হওয়ার পরে সেকেন্ড ওপিনিয়ন নেওয়ায় টেস্ট হলো। দেখা গেল ইন্টেসটাইনে ক্যান্সার। এবং রিসেন্টলি সেটা লিভারে ছড়িয়েছে। এখন সেই বন্ধুরা সপরিবারে মুম্বইতে।

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 03:00AM

    গুন্নাইট !

    --------------------------------------------------------------------------------

    name:Abhyumail:country:

    IPAddress:128.192.7.51Date:02Nov2011 -- 03:00AM

    আজ্জোদা লিঙ্কটা সাহায্যের টইতে তুলে দাও - ভাটে হারিয়ে যাবে।

    --------------------------------------------------------------------------------

    name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 02:59AM

    http://en.wikipedia.org/wiki/Iatrogenesis

    এইটা একটু দেখতে বলবো।

    এই Iatrogenesis এখানকার থার্ড হায়েস্ট কিলার।

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:51AM

    চলো বাই। হ্যাভ এ গ্রেট ডে।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:48AM

    একটা সাঙ্ঘাতিক কেসের কথা জানি। সিজারিয়ানের পর সার্জিকাল টাওয়েল ভিতরে থেকে গিয়েছিল। পেশেন্ট মারা যায়। ছেলেটি বেঁচেছিল। তদন্ত হয়েছিল। ঘটনা সবাই জানত। ডকুমেন্ট ছিল। ছেলেটি অনেক চেষ্টা করেছিল ডাক্তারের যাতে শাস্তি হয়। কিন্তু শাস্তি হয়নি।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:43AM

    মেডিকাল কলেজ আগে বেশ ভালো ছিল। যেমন, আমি মেডিকাল কলেজে (ইডেনে) হয়েছিলাম। আমার ছেলেও ইডেনেই হয়েছিল।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:37AM

    বোন এখন ঠিক আছে তো?

    --------------------------------------------------------------------------------
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৪৫504740
  • name:pimail:country:

    IPAddress:128.231.22.133Date:02Nov2011 -- 02:36AM

    ঘটনাটা নি:সন্দেহে খুবই দু:খজনক। বারেবারে অসুস্থ হওয়া সঙ্কেÄ¡ দেড় বছরে একবারও রক্ত পরীক্ষা না করানোটা খুবই অদ্ভুত লাগলো। মানে পিটিশনে যা লেখা, সেটুকু পড়ে বেশ আশ্চর্য লাগছে।
    কিন্তু এরকম মাস স্কেলে ভুল একমাত্র কোলকাতাতেই হয় আর কোলকাতাতে এরকম মাস স্কেলে ভুলই হয়, এর কোনোটার সাথেই ঠিক সহমত হতে পারলাম না।
    কোলকাতার চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাজারগণ্ডা আপত্তি অভিযোগ থাকলেও।
    বম্বেতে তিনমাস ধরে নার্সিংহোমে ভর্তি করিয়ে মারাত্মক সব সাইড এফেক্ট ওয়ালা ই¾ট্রাভেনাস ওষুধ নিয়ে চলা, এবং সম্পূর্ণ অকারণে, এর হাত থেকে একজন অ্যাপোলোর ডাক্তারই বাঁচিয়েছিলেন। সিস্টেমেটিক্যালি সব পরীক্ষা নিরীক্ষা করিয়ে। সারিয়েও তুলেছিলেন।
    এবং এরকম অ্যানেকডোটস নিতান্ত ব্যতিক্রম নয়।

    ছোটবেলায় একটানা জ্বরজারি হলে এই কোলকাতার ডাক্তাররাই তো রক্ত পরীক্ষা করাতেন। এখনও বাড়ির বাচ্চা কাচ্চাদের ক্ষেত্রে করানো হতে দেখেছি।
    ব্যক্তিগতভাবে, এমনি ডাক্তারদের নিয়ে একটা দুটো খারাপ অভিজ্ঞতা বাদ দিলে ( এবং মেডিক্যাল কলেজের কিছু অসম্ভব খারাপ অভিজ্ঞতা বাদ দিলে ) , বাকিগুলো ভালৈ। তবে তার অনেকজনই ছিলেন পাড়ার ডিসপেন্সারির ডাক্তারবাবু।

    আর এই হল স্বর্গরাজ্যের কিছু স্ট্যাট।
    http://www.medicalnewstoday.com/releases/11856.php

    এট কিছুবছরের পুরানো। এখনকার হিসেবও বেশ ভয়ঙ্কর। এখানকার হেল্‌থ সিস্টেম নিয়ে যাঁরা দিবারাত্র নাড়াচাড়া করছেন , তাঁরা তো ক্লাসে পড়াতে এলে প্রায় রোজই এই ইস্যুটা তোলেন দেখি এবং গুচ্ছ গুচ্ছ উদাহরণ সহ।

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:32AM

    : )

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:02Nov2011 -- 02:22AM

    সত্যি বলছি আজ অবধি লটারি কেটে এক টাকাও পাই নি। লটারি ভাগ্য থাকলেই চান্স নিয়ে নেওয়া যায়।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:02Nov2011 -- 02:21AM

    হয়ত আছে, আমার কপাল খুব খারাপ চান্সের ওপর ফেলে রাখলে সব সময় খারাপটাই কপালে জোটে।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:19AM

    * ভালো ও আছে।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:17AM

    একাধিকবার অ্যাসেমব্লি অফ গড চার্চের ব্লাড বিভাগে ভর্তি হয়েছি। সেই ওয়ার্ডে সকলেই রক্তের পেশেন্ট। প্রথমবারে কোনও সুপারিশ নিয়েও যাইনি। আউটডোরে গেলাম, ডাক্তার আর এন দত্ত ব্লাড রিপোর্ট দেখলেন (আউটডোরেই) তারপর সোজা ভর্তি করে নিলেন এবং এক ঘন্টার মধ্যে রক্ত চালু করে দিলেন। বোনম্যারো বায়োপসিও করলেন। সবই খারাপ নয়। ভালূ আছে।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:Timmail:country:

    IPAddress:173.163.204.9Date:02Nov2011 -- 02:04AM

    আমিও করলাম।

    --------------------------------------------------------------------------------

    name:maximinmail:country:

    IPAddress:59.93.198.42Date:02Nov2011 -- 02:03AM

    সাইন করেছি।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:02Nov2011 -- 01:48AM

    এই ডাক্তারদের মধ্যে একজন আমার অতি পরিচিত তাও পিটিশনটা আমি সাইন করেছি। আশা করব আপনারাও করবেন।

    --------------------------------------------------------------------------------

    --------------------------------------------------------------------------------

    name:akamail:country:

    IPAddress:168.26.215.13Date:02Nov2011 -- 01:39AM

    কলকাতা এবং তার হেলথকেয়ার - http://www.ipetitions.com/petition/shree/

    বিশেষত বিবি, পিএম/ক্‌ষ্‌ক্‌ষ ইত্যাদিদের জন্য। আবার বলি বালের জায়গায় থাকি না, বাধ্য না হলে থাকবও না। এরকম গ্রস ভুল মাস স্কেলে একমাত্র কলকাতাতেই হয়। ২০০০ সনে আমার বোনের ক্ষেত্রে প্রায় এরকমই ভুল হচ্ছিল খুব সময়মতন ব্যাঙ্গালোরে নিয়ে গিয়ে ধরা পড়েছিল যে গল স্টোন।

    প্রসঙ্গত চাইল্ডহুড লিউকোমিয়া একেবারে কিওরেবল, আমার এক ভাগ্নের হয়েছিল সে এখন ক্লাস টেনের পরীক্ষা দিচ্ছে, ভালো আছে।

    --------------------------------------------------------------------------------
  • Nina | 69.141.168.183 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৫২504751
  • :-))) এই টইটার স্বাস্থ্য ও দেখি বেশ খারাপ রে পাই ! মানে দেখলেতাই মনে হচ্ছে কি একটা হিং টিং ছট অসুখ হয়েছে
  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৫:৫৮504761
  • সরকারি হাসপাতালগুলোর উন্নতির দিকে নজর না দিয়ে বেসরকারি হাসপাতালগুলোর সাথে টাই আপ সিস্টেম চালু হয়েছে। আর তার সাথে মানুষের মনে তৈরি হয়ে গেছে, 'সুপারস্পেশালিটি' ট্রিটমেন্ট পাবার ক্রেজ ও বেসরকারি হাসপাতালগুলিতে সেগুলো দেবার ব্যবসা, যেখানে প্রয়োজন নেই, সেখানেও।
    এসব নিয়ে যে কি কিম্ভুত জট পাকিয়ে বসে আছে, এই চক্করে সরকারি হাসপাতালগুলোর অবস্থা কীকরে আরো খার্তাই নিয়ে দুর্গাপুর ESI ( এমপ্লয়ী স্টেট ইন্সিওরেন্স ) হাসপাতালের সুপার ড: শোভন পাণ্ডা এটা লিখে পাঠিয়েছিলেন :

    Tangle of Tie Up :
    --------------------------

    The mess created by tie up arrangements with corporate hospitals is well recognized. Although prevalent understanding interprets it to be merely a problem of corruption the real issue is far more complex and serious. Here are some of our experience and observations:

    · Corporate hospitals offer a blend of high-tech health care with luxurious hospitality which is being found attractive by people cutting across social strata. Our beneficiaries are also being lured by this attraction _ particularly when facilities available in ESI hospitals are grossly inadequate _ and increasing they are putting pressure on hospital for referral.

    · Few misguided representatives of our beneficiaries have started to flaunt their clout by intimidating and coercing the hospital to “extract” referral to corporate hospital.

    · Till date, our hospital is steadfastly asserting that referral is a purely clinical, scientific, decision and not a prerogative of powerful people. For this assertion we are also paying price in terms of almost daily threat and humiliation and even occasional physical assault.

    · It is no secret that treatment protocols followed by corporate hospitals are linked with their compulsion for profit, obsession about ‘intensive care’, “technology fetish” and so on. Yet these irrational practices are getting legitimized and our beneficiaries have started demanding ICCU for any clinical conditions they consider to be serious _ even in case of fever, routine CT scan for scalp injury or routine MRI for back pain!

    · Similarly, the highly compartmentalized scheme of “super specialty” _ where treatment of coronary artery disease will require a cardiologist, chronic kidney disease needs a nephrologist or neonatologist for every new born _ is also being accepted as the standard norm. And pressure is being mounted to refer patients on the plea that we don’t have “super specialists”.

    · On October 2010 we had planned a skin grafting for a burn injury but relatives of the patient refused consent. They argued that skin grafting falls under the domain of plastic surgery and kicked up an unrest demanding referral on the plea that there is no plastic surgeon in our hospital. On March 2011, one elected representative of this area was insisting that a patient of chronic renal failure _ who was admitted in this hospital and haemodialysis was being done in tie up hospital on day care basis _ should be admitted in a particular private hospital of their choice under the care of Nephrologist. We didn’t comply. On 28 March 2011 a violent mob descended upon the hospital, held the whole hospital in ransom for full one hour demanding that particular referral and when failed dragged out two Medical Officers from the ward and physically abused, even kicked, them in full public view.

    We consider this to be one of the most serious problem threatening this hospital and needs immediate attention

  • pi | 128.231.22.133 | ০২ নভেম্বর ২০১১ ০৬:২২504772
  • আকাদা, এইটা কিছু বুঝলাম না। :(
    বেসরকারি হাসপাতালের এই চিকিৎসক কেন রক্ত পরীক্ষা করতে বলেননি সেটা কেন কোলকাতার চিকিৎসা সিস্টেমের দোষ , সেটা বোঝাতে গিয়ে এই লিংক টা থেকে পড়তে বললে।

    http://www.aap.org/nrp/instructors/science/science_evidenceguide.html

    এতো এভিডেন্স বেসড প্র্যাকটিস নিয়ে। এর সাথে রক্তপরীক্ষা করতে বলা / না বলার কী সম্পর্ক ? :o

    আর এই লিংক্টা তো পুরোটাই নিও নেটাল কেয়ার নিয়ে কথা বলছে! :o

    Committee members and colleagues evaluated the quality of evidence that exists to support current neonatal resuscitation practices and to suggest changes in them. This process involved the critical review of hundreds of published articles relating to all aspects of neonatal resuscitation, from the initial step of providing the proper thermal environment to advanced interventions, such as epinephrine administration and volume expansion.

  • Biplab Pal | 69.250.67.136 | ০২ নভেম্বর ২০১১ ০৮:৫৬504466
  • আমি ডাক্তার না ডাক্তারি শাস্ত্রের ওপরই আস্থা হারিয়েছি। যেহেতু প্রতিটি মানুষের দেহ সিস্টেম আলাদা, মেডিকাল সায়েন্স মোটেও সায়েন্স না, একদম এম্পিরিক্যাল কিছু পর্যবেক্ষন যা সর্বদা সূত্রের পর্যায়ে পড়ে না। ফলে অধিকাংশ সময়ে ডাক্তার বা ওষুধ ভুল হয়। ১৯৯৭ সালে শেষ ভুগেছি- তারপর পাইলস থেকে আরো অনেক কিছু শ্রেফ লাইফ স্টাইল বদলিয়ে, খাবার বদলিয়ে, নিজেই সারিয়েছি। গত তের বছর কোন রোগের জন্যে ডাক্তারমুখো হয় নি ( শুধু স্কিনের জন্যে একবার নামকা ওয়াস্তে দেখিয়েছি-মেডিক্যাল চেকআপ করিয়েছি)। আমার ধারনা অধিকাংশ রোগ, খাওয়া শোয়া এবং মন ঠিক রাখলেই প্রায় সব সেরে যায়। কম কার্ব, বেশী শাক, ফল, কম মাংস- ফিশ অয়েল, পরিমিত ভিটামিন-শরীর চর্চা করাটা ডাক্তারের কাছে যাওয়ার থেকে বেটার।

    কালকেই একটা সিনেমা দেখলাম-ক্যান্সার ইজ সিরিয়াস বিজনেস। যেটা কেমোথেরাপির বিরুদ্ধে।
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১১:২০504477
  • "সেরে যায়' না, "হবার চান্স অনেক কমে যায়' বলা যেতে পারে। আপনি যে লাইফস্টাইল চেঞ্জের কথা বললেন, সেটা প্রিভেনশন। সেটা কিওর নয়।

    মেডিকেল সায়েন্স একমাত্র সায়েন্স, যেখানে দুই আর দুইয়ে চার হবেই এমন গ্যারান্টি কেউ দিতে পারে না। সবসময়ে হয় না। তার জন্য "মেডিকেল সায়েন্স মোটেও সায়েন্স না' বলাটা নিতান্তই অতিসরলীকরণ। মানে, আপনার ব্যক্তিগত মতামত হলে কিছু বলার নেই, তবে অ-বিজ্ঞানসম্মত কিছু নয়।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১১:২৫504488
  • শমীক, বিপদার কথাটা কিন্তু ইম্পর্টুআন্ট।
    স্বাস্‌থ্‌য়্‌র প্রকৃত সংজ্‌ণা অনুযায়ী কিওর না হয়ে প্রিভেনশন ই হওয়া উচিত কিন্তু।

    স্বাস্থ্য মানে সুস্থ থাকা, অসুস্থ হবার পর রোগ সারানো নয়। এখন তো এদেশে দেরিতে হলেও টনক নড়েছে। এদেশের এই এত্ত বেশি খরচ আর সেই অনুপাতে আউটকাম না আসা, উল্টোদিকে শ্রীলঙ্কা, কিউবার মত অনেক গরীব দেশ অনেক কম টাকা খরচ করে এক ই বা বেটার হেল্‌থ ইন্ডিকেটর অ্যাচিভ করার পিছনে একটা মূল ফ্যাক্টর কিন্তু প্রিভেনশানের উপর জোর দেওয়া, এবং সেটা মাস স্কেলে।

    আমাদের দেশে এই সুবুদ্ধির উদয় কবে হবে কে জানে !
  • dd | 124.247.203.12 | ০২ নভেম্বর ২০১১ ১১:৩২504499
  • সকলের নিজের অভিজ্ঞতাই লেখেন। আর কি লিখবেন? সেরকম নিরপেক্ষ লিং বা তথ্য কোথায় পাওয়া যায়?

    মোদ্দা কথা হোলো সরকারী হসপিটাল বোধয় সর্বত্রই একই রকমের। ভয়াবহ।

    আর পকেটে পয়সা থাকলে,বেসরকারী হসপিটালে চিকিৎসা করাতে চান তো - কলকেতায় নেভার। লুরু চলে আসুন।

    ষোলো বচ্ছর হয়ে গ্যালো লুরুতে আছি, এখনো দাঁত খিঁচুনে নার্স, চরম অভদ্র ক্লাস ফোর কর্মচারী আর বিরক্ত ডাক্তার দেখি/শুনি নি। নিজের ও অন্যদের অভিজ্ঞতায়। যা জানি খরচা পাতিও একই লেভেলের। কলকেতা কিছু সস্তাও নয়।

    আরে জানেন, লুরুতে সরকারী ব্যাংকেও কর্মচারীরা হেসে কথা বলেন ?
  • dukhe | 122.160.114.85 | ০২ নভেম্বর ২০১১ ১১:৩৩504510
  • রাজারহাটে টাটার হাসপাতাল কেমন ? কেউ জানেন ?
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১১:৩৪504521
  • লুরুর সরাকারি হাসপাতালও বোধহয় বেটার না ? এখানেই তো কেউ মনে হয় লিখেছিলেন।
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১১:৪২504532
  • প্রিভেনশনের বাইরেও তো কিছু কেস থাকতে পারে?

    লিখছি একটু পরে।
  • dd | 124.247.203.12 | ০২ নভেম্বর ২০১১ ১১:৫০504543
  • আর ভাটে যা লিখলো সিকি, আমি একেবারে একমত।

    যেমতি ভেজ/নন ভেজ। নন ভেজ দুষ্ট ও তামসিক, খেলে আপনি মরে যাবেন এমন কি আপনার ত্বক ও বিদিকিশ্রী হয়ে যেতে পারে।

    এই মিথ ছড়ানো হয় খোদ ভারতবর্ষে বসে। ভাবা যায় না। দশ পনেরো কোটী নিতান্তো ভেজু এদেশে বসবাস করেন- এবং এই ভেজাভ্যাস তাদের চলছে প্রায় পঁচাশ কি একশো জেনারেশন ধরে। প্রচন্ড বড় স্যাম্পেল, বিশাল টাইম স্কেল।

    কেউ বলতে পারে (লিং দিয়ে) গড়পরতা ভেজু রা নন ভেজুদের থেকে কোনো ব্যাপারে বেশী সুস্থ/দীর্ঘজীবি ? এখন পর্যন্ত্য কেউ বলে নি।

    অপিচ আমরা আউড়ে যাই- পোচুর জল খান, ফ্রেশ ফ্রুট আর ভেজিটেবিল- তিন চাট্টে হেল্পিং, ড্রিং শুধু ন্যাকাটে রেদ ওয়াইন,সেও অ্যাক গ্লাস মাত্ত্র। রেড মীট নো নো নো।

    ধুর।
  • dd | 124.247.203.12 | ০২ নভেম্বর ২০১১ ১১:৫৪504554
  • "ঢ্যাঁড়োস খেয়ে অদৃষ্টরে করবো মোরা পরিহাস" ....... হা হা হা। মোটেও বিশ্বাস করবেন না।

    কপালে যা ল্যাখা আছে তেম্নি হবে।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১১:৫৫504565
  • সিকি, সেতো থাকবেই। কিওর করার দরকারকে তো উড়িয়ে দেওয়া যায়না।

    কিন্তু প্রেভেন্টেবল ডেথ বা ডিসিজ এসেছে ওখান থেকেই, যেগুলো বিহেবিওরাল ইন্টারভেনশনের মাধ্যমে রোখা যেত।
    WHO র লিস্টিটা রইলো :

    http://en.wikipedia.org/wiki/List_of_preventable_causes_of_death
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১২:০৮504577
  • এই দ্যাখো, আমাকে লিং দিও না, আমি লিং দেখিও না, ইঞ্জিরি পড়িও না। :)

    ধুর, পরে লিখছি গপ্পো।
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১২:২০504588
  • না না, জলের উবগার আছে। জল খেয়ে খেয়ে আমি ইউরিক অ্যাসিড কমিয়ে দিয়েছি।
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১২:২৩504599
  • ডিডিদার 11:32-এর পোস্টে একটা বড় করে ক দিতে ইচ্ছে করছে।

    কিন্তু ক দিলেই ইপিস্তা লিখতে বসিয়ে দেবে। :(
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১৩:০২504610
  • ছোটোবেলার গপ্পো দিয়ে শুরু করি। :)

    গয়ঁড়া জন্ম থেকেই বেশ দাঁতাল। দেখতে রোগাপটকা হলে কী হবে, দাঁতের বাহার দেখার মত। কেলাস সেভেন এইট থেকেই তাই ডেন্টিস্টের সঙ্গে দোস্তি বেড়ে উঠল। ওপরে ডানদিকে, তারপরে ওপরে বাঁদিকে, তারপরে নিচে বাঁদিকে তিনখানা গজদাঁত প্রায় ঠোঁট ফোট কেটে ফ্যালে আর কি, এইটে, টেনে আর ইলেভেন ক্লাসে, তিনবারে তিনখানা গজদাঁত উপড়ে ফেলার পরে গ্যাঁড়া হাতি থেকে মানুষ হল।

    গ্যাঁড়া গেল ইঞ্জিনিয়ারিং পড়তে। তিন বছর ভালো কাটল, কেবল নিচের প্রাক্তন গজদাঁতের জায়গাটা মাঝে মাঝে সুড়সুড় করত। ফোর্থ ইয়ার নাগাদ দেখা গেল সেখানে আরেকটা দাঁত উঠছে। সেটাই বোধ হয় আক্কেল দাঁত ছিল। রীতিমত আক্কেল ঘটিয়ে দিল। প্রচুর কান্নাকাটি দু:খশোক অশ্রুজলের পরে আবার হুগলি ফিরলাম যখন, ডাক্তর সেটাকেও পরম মমতায় কটাং করে তুলে দিলেন।

    অল কোয়ায়েট ইন ওয়েস্টার্ন ফ্রন্ট। বিই হল, পিজি ডিপ্লোমা হল, তারপরে ইনফোসিস হল। ভুবনেশ্বর। দু বছর হয়ে যাবার পর, ২০০২ নাগাদ একদিন দুকুরে গ্যাঁড়া আপিসের ক্যান্তিনে বসে মুরগির ঠ্যাং চিবোচ্ছিল। হঠাৎ করে হাড়টি খোঁচা মারে সেই নিচের প্রাক্তন আক্কেল দাঁতের জায়গায়, সে জায়গা ততদিনে ভরাট হয়ে গেছে, আলাদা করে দেখে কিছুই বোঝা যায় না।

    কিন্তু খোঁচা খেয়ে কী যে হল, বেশ জন্তন্না। তারপরে তীব্র জন্তন্না। যাওয়া হল কলিঙ্গ হাসপাতালে। তখন ইনফোসিস ছিলও একটা মারকাটারি কোম্পানি, এমপ্লয়ি কেয়ার যে কী লেভেলের ছিল, কল্পনা করতে পারবে না। আমি হাসপাতালে গেছি, সঙ্গে অর্ধেক আপিস চলে এসেছে, মায় এইচার দেবীপ্রসাদ ড্যাশ পর্যন্ত। সমস্ত পেপারওয়ার্ক ওরাই করল, কলিঙ্গর ডেন্টিস্ট বললেন চিন্তার কিছু নেই, আগের দাঁত তোলার সময়ে ভেতরে ক্যাভিটি ঠিক করে বন্ধ হয় নি, সেটাই এত বছর ধরে খাবার দাবার জমিয়ে পুঁজ হয়ে গেছে, হাড়ের খোঁচা খেয়ে সেই জায়গাটা পাংচার হয়ে গেছে। তখন আমার মুখের নিচের দিকটা ঢুলে ফোল। কথা বলতে পারছি না, তীব্র জন্ত্রণা টানা দু তিনদিন ধরে সহ্য করছি। ডেন্টিস্ট তখন দুচারজন স্টুডেন্টকে সামনে নিয়ে আমায় হাঁ করিয়ে তাদের দাঁতের স্ট্রাকচার বোঝাচ্ছেন। তারপরে এলেন সিরিঞ্জ নিয়ে, বললেন নিচের দিকে চামড়া প্রায় পাতলা হয়ে গেছে পুঁজ জমে, কিন্তু কাটব না, স্কার থেকে যাবে, কম বয়েস, পরে বিয়েশাদিতে পবলেম হবে। আমি একটা ছো-ট্ট ফুটো করে সিরিঞ্জ দিয়ে পাস্‌ টেনে নেব।

    গেঁড়ি তখন ভুবনেশ্বর এসেছিল এক সপ্তাহের জন্য, পরকীয়া করতে (আমাদের তখনও বে হয় নি), সে তো শুনেই ঐ অবস্থায় ফ্যাকফেকিয়ে হেসে ফেল্ল। তাই দেখে ডাক্তার আরও গম্ভীর হয়ে থরথর করে কাঁপা হাত দিয়ে আমার চোয়ালের কাছ থেকে পাস্‌ বের করতে লাগলেন। হাত এত কাঁপছিল, শেষমেশ হাত থেকে সিরিঞ্জ খসে পড়ে আমার হতের ওপর, নিডলটা হাতটাকে অল্প করে বিঁধে মাটিতে গিয়ে পড়ল, পুঁজ সমেত। এইবার গেঁড়ি আর শবনম মিলে ডাক্তারকে কড়কে দিল, আপনাকে আর সিরিঞ্জ নিয়ে পাকামো কত্তে হবে না, আপনি দরকার হলে ওখানটা কেটে পাস বের করে দিন, ওর বিয়ের ব্যাপারটা আমরা দেখে নেব।

    তো ব্লেড এল, কাটা হল, প্রায় হাফ গ্লাস হলদেটে জিনিস বেরলো। ফোলা একটু কমল, কিন্তু যন্ত্রণা নয়। ওষুধ অ্যান্টিবায়োটিক দিয়ে আস্তে আস্তে ব্যথাও কমল। কিন্তু তাও শিওর হবার জন্য ঠিক হল কলকাতায় ভালো ডাক্তারকে দিয়ে দেখানো হবে।

    কলকাতায় নামী ডেন্টিস্ট শেখর চক্রবর্তী। গুগল করে দেখলাম এখন সিএমআরআইতে আছেন। ভিজিট তিনশো টাকা। ২০০২ সালে তিনশো টাকা ভিজিট বেশ বড় অঙ্ক ছিল। কলকাতায়। আর গ্যাঁড়ারা তো মফস্‌সলের লোক, ষাট টাকার বেশি ভিজিট কখনও দেয়ই নি কাউকে।

    তো, দেখানো হল। অতি অভদ্র আচরণ করলেন। বাবার দিকে আঙুল তুলে, আপনি চুপ করুন, আপনি কথা বলে সময় নষ্ট করবেন না, খুব বাজেভাবেই বলে টলে, "আমাকে ইতিহাস শুনিও না, ইতিহাস শোনার টাইম আমার নেই, এই মুহূর্তে তোমার কী অসুবিধে হচ্ছে বলো।'

    গ্যাঅঁড়া আবার একটুতেই রেগে যায়। বাবাকে ঐভাবে কথা বলতে দেখে সে বলে ফেলল, এই মুহূর্তে তো আমার কোনও অসুবিধেই হচ্ছে না।

    তা হলে এসেছো কেন?

    গ্যাঁড়া বলল, সেটাই তো আপনাকে বলতে চাইছিল বাবা, আপনি শুনতে না চাইলে আমি কী করব?

    এর পরে অল্প কথায় গল্প বলা হল, সাথে সাথে উনি এক্সরে মেশিনের সামনে নিয়ে গিয়ে চোয়ালের এক্সরে বের করলেন। দেখা গেল একটা বিঘৎ খেজুরের সাইজের সিস্ট গ্যাঁড়ার চোয়ালের ঠিক হাড় ছুঁয়ে রয়েছে, দাঁতের তলা দিয়ে দিয়ে।

    ব্যস, এর পরেই ডাক্তারের বডি ল্যাঙ্গুয়েজ বদলে গেল। উনি বললেন, খুব সময়ে এসে পড়েছেন। এটা একবার চোয়ালের হাড় ছুঁয়ে ফেললে আর কিছু করার থাকত না, ক্যান্সারাস হয়ে যেত, ও আর জীবনে কোনওদিন কিছু চিবিয়ে খেতে পারত না। আসুন আমার ঘরে।

    ঘরে বসিয়ে বললেন, ওর ইমিডিয়েট অপারেশন করতে হবে, আজই ভর্তি করিয়ে দিন, এখানে নয়, ক্যামাক স্ট্রিটের পেছন দিকে অমুক একটা নার্সিং হোম আছে, ওখানে ভর্তি করান। কালই অপারেট করব। ওর কিন্তু তিনটে ভালো দাঁতও খরচা হয়ে যাবে।

    (কহানি আভি বাকি হ্যায়, চলেগা)
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১৩:১১504621
  • "হ্যাঁ, এস্টিমেটেড খরচা হবে আমাকে, অ্যানাস্থেসিস্ট, অ্যাটেন্ডেন্ট এদের নিয়ে।' বলে প্যাডের পাতায় পেনটা ছুঁইয়ে গ্যাঁড়াকে জিজ্ঞেস করলেন, তোমার মেডিক্লেইম আছে?

    নতুং চাকরি, মেডিক্লেম তো অবশ্যই আছে, জানাতেই খসখস করে লিখে দিলেন, ছাব্বিশ হাজার টাকা।

    এদিকে ঠিক দুমাস বাদে গ্যাঁড়ার বিয়ে।

    ডাক্তারের যত্ন দেখার মত। অপারেশন হল, কী ভালো ভালো আইসক্রিম খেতে দিয়েছিল একদিন ধরে, তিনখানা ভালো দাঁতের শোক ভুলে গেছিল গ্যাঁড়া।

    শেষ গজটা যেদিন বার করা হল ক্যাভিটি থেকে, তখন ক্যাভিটি প্রায় বুজে গেছে, তার ঠিক পরদিনই গ্যাঁড়ার বিয়ে। ফোগলা মুখে বিয়ে করল গ্যাঁড়া আর গেঁড়ি মনের দু:খে গান গাইল, ম্যায় কা করু রাম মুঝে ইসে মিল গয়া।

    আজ পর্যন্ত আর কোনও সমস্যা হয় নি দাঁত নিয়ে। বত্তিরিশ মাইনাস ছয়খানা দাঁত নিয়ে গ্যাঁড়া আনন্দেই আছে। মুরগিজাতিকে সেই থেকে গ্যাঁড়া খুব শ্রদ্ধার চোখে দ্যাখে, মুরগির হাড়টা গিয়ে খোঁচা না মারলে যে কী হত!!

    এই হল আমার কলকাতায় চিকিচ্ছের এক ও একমাত্র অভিজ্ঞতা।
  • Shibanshu | 59.90.221.5 | ০২ নভেম্বর ২০১১ ১৪:৫২504632
  • @dd , হায়দরাবাদেও বেসরকারি হাসপাতালগুলিতে তাবড়ো তাবড়ো ডাক্তাররাও আক্ষরিক অর্থে 'জনতার সেবকে'র মতো ব্যবহার করেন। অন্য কর্মিদের কথা তো ছেড়েই দিচ্ছি। এমনকি পরিচিত লোকেদের মুখে এবং এক আধবার যাওয়ার সূত্রে দেখেছি সরকারি হাসপাতালেও মানুষ ভালো হতে যায়। হাসপাতালের যে বড়ো কর্পোরেট চেনগুলো আছে, যেমন, য়্যাপোলো, কেয়ার, গ্লোবাল, ওখার্ট, রেনবো ইত্যাদি, তাদের হায়দরাবাদের ইউনিটগুলির কর্মসংস্কৃতি, সততা ও ব্যবস্থার ভগ্নাংশও তাদের কলকাতা কেন্দ্রিক ইউনিটগুলিতে আশা করা যায়না।

    চিকিৎসাবৃত্তি নেবার পরেও পেশাদার বুদ্ধিমান মানুষদের এতো রুক্ষতা, ধৈর্যহীনতা, অনৈতিক অর্থলিপ্সা আর অকৃতকার্যতা, একজন ঠেট বাঙালি হিসেবে কষ্ট দেয়।

    আদত কলকাতার লোকও শুধু ওখানকার এই নৈরাশ্যময় কর্মসংস্কৃতির চাপ নিতে অপারগ হওয়ায় ফিরে যেতে চান না। এমন নয় উপযুক্ত, উত্তম কোটীর মানুষজন ওখানে নেই। আমি জানি, অসংখ্য আছে। আমার অভিজ্ঞতা, 'ভালো'মানুষেরাই নি:সন্দেহে সংখ্যাগুরু। কিন্তু সারা দেশে, বাঙালি অবাঙালি নির্বিশেষ মানুষ , কলকাতার লোকদের 'ভালোত্ব' নিয়ে কেন সদা সন্দিহান? কলকাতায় কোনও কাজ করানোর প্রশ্ন উঠলেই প্ল্যান-বি রেডি রাখতে হয়। যদি একবারেই পরিকল্পনা অনুযায়ী কোনও কাজ করে ফেলা যায় তবে লোকজন বিস্মিত-পুলকিত হয়ে পড়েন। আমার এই বিপুল সরকারী ক্ষেত্রের কর্মস্থলে যে কোনও HR initiative কলকাতা থেকে শুরু করার চেষ্টা করা হয়। কারণ, কেন একটা প্রয়াস ব্যর্থ হবে তার হাজারটা কারণ কাজে হাত দেবার আগেই কর্মিরা জানিয়ে দেন। যখন একই মডেল, দক্ষিণ ভারত ছেড়ে দিচ্ছি, উত্তর ভারতেরও বিভিন্ন জায়গায় সাফল্যের মুখ দেখে।

    অবশ্যই এ জাতীয় সরলীকরণের নিজস্ব ঝুঁকি আছে, কিন্তু যা নিত্য দেখি তাকে তো অস্বীকারও করতে পারিনে। কেউ কি বলতে পারেন এই অবজ্ঞা বয়ে বেড়ানোর যে অসম্মানের বীজ, তা কি আমাদের জিনে এসে গেছে, না আমরা নেহাৎ অভ্যেসবশে তাকে লালনপালন করি।

    একটা সম্ভাবনা, 'কাউকুম' মনে হতে পারে,যাবতীয় পেশায় কলকাতার মানুষদের অকারণ অকৃতকার্যতার জন্য কি তাদের পুরুষানুক্রমিক ক্রনিক পেটের রোগকে দায়ী করা যায়? অথবা ঐ অসহ্য আবহাওয়ায় বেঁচে থাকার চাপ ? :-)

  • ranjan roy | 14.97.29.62 | ০২ নভেম্বর ২০১১ ১৬:২১504643
  • আবহাওয়া? হতেও পারে। জুন মাসে প্রায় পাগল করে দিচ্ছিল। তবুও তো কোলকাতায় মানুষ ভালোবাসে, প্রেমে পড়ে।
    যেভাবে রাজনৈতিক পালাবদলে বঙ্গে সিপিএম-তৃণমূল হানাহানি চলছে তা অন্য কং-বিজেপি রাজ্যে অভূতপূর্ব।
  • aka | 75.76.118.96 | ০২ নভেম্বর ২০১১ ১৬:২৯504654
  • ডিডিদা এবং শিবাংশু দাকে ক মানে বড় হাতের ক।

    দুখে, কলকাতার টাটা প্রফিট মেকিং কিন্তু রেট (রুম অ্যান্ড বোর্ড ইত্যাদি) অ্যাপোলোর থেকে কম কিন্তু পিয়ারলেসের থেকে বেশি- দিনে ৮০০ টাকা।

    আমি গিয়েছি ওখানে, আলাপ হয়েছে একজন হেমাটোলজিস্টের সাথে নাম হল মামন চন্ডী। কি আশ্চর্য্য ওনাকে দেখে কর্পোরেট সিইও না ডাক্তার মনে হয়, এবং আরও আশ্চর্য্য কারুর ফিনান্সিয়াল কনস্ট্রেন্ট থাকতে পারে সেটা উনি বুঝতে পারলেন, এমনকি ইউএসএ তে থাকলেই যে ব্যাকইয়ার্ডে ডলার গাছ পোঁতা নেই সেটাও বুঝলেন। বললেন we like to treat the patient not the disease। এখনও অবধি কথা বলে ইমপ্রেসড। মেডিকাল কলেজের ডাক্তার প্রান্তর চক্রবর্তীর সাথে কথা বলেও খুবই ইমপ্রেসড (সুমিতের বন্ধু)।

    অনেক লোকই টাটায় যাচ্ছে, তবে এটা কিন্তু প্রফিট মেকিং এবং সুমিতের কাছে শুনলাম এদের নাকি রেভিনিউয়ের সমস্যা হচ্ছে।
  • dukhe | 122.160.114.85 | ০২ নভেম্বর ২০১১ ১৬:৪০504665
  • থ্যাঙ্কু আকা ।
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১৬:৫৯504676
  • আবহাওয়ার কথাই যদি বলেন, দিল্লির আবহাওয়া আরও রুক্ষ। যার ফলে এখানকার লোকজনের ব্যবহারও খুব রুক্ষ। হয় তো সরকারি হাসপাতালেও তাই, আমি দু একবার রামমনোহর লোহিয়া হাসপাতালে গেছি গেঁড়িকে নিয়ে, আর একবার নিজের প্রয়োজনে সফদরজঙ্গ গেছিলাম। ভিড়ের চাপ দেখে মাথা খারাপ হবার জোগাড়। নেহাত মিনিস্ট্রির ব্যাকিং ছিল তাই কার্ড না বানিয়েই দেখিয়ে আসতে পেরেছিলাম, নইলে শুধু কার্ড বানাতেই অর্ধেক দিন বেরিয়ে যেত।

    কিন্তু এই দুটো সরকারি হাসপাতালের যা ইনফ্রাস্ট্রাকচার, তা কলকাতার যে কোনও সরকারি হাসপাতালের থেকে হাজারগুণ ভালো। বাজে ব্যবহার করতে আমি কাউকে দেখি নি, কোনও পেশেন্টের সাথে নয়, লাইনে দাঁড়ানো লোকগুলো মাঝেমধ্যে নিজেদের মধ্যে "আপনি এগিয়ে গেছেন কেন লাইনে আসুন' টাইপের ঝগড়া করছিল, কিন্তু কাউন্টারের ওপারে কোনও অভদ্রতা ছিল না। বরং যথেষ্ট কোঅপারেশন ছিল।

    তবে হতেই পারে এটা হাই র‌্যাঙ্কিং সরকারি হাসপাতাল। এই দুটি হাসপাতালে এমনকি মান্ত্রীসান্ত্রীদেরও চিকিৎসা হয়। পরিষ্কার, পরিচ্ছন্ন। অন্যদিকে, দিল্লিতেই জিটিবি হাসপাতাল (গুরু তেগ বাহাদুর) বা লালবাহাদুর শাশ্ত্রী হাসপাতাল নিয়ে লোকের মধ্যে প্রচুর ক্ষোভ। লালবাহাদুরে সুস্থ লোকও নাকি ভর্তি হলে মৃতদেহ হয়ে বেরোয়, এরকমও শুনেছি। আমি এই দুটো হাসপাতাল চোখে দেখি নি।

    দুহাজার দুই সালে এক বন্ধুর মা অসুস্থ হয়ে নীলরতন সরকারে ভর্তি হয়েছিলেন, তখন ঐ একবার এনআরএসে গেছিলাম। আস্ত হাসপাতালটা একটা ডাস্টবিন দেখেছিলাম। এমন জায়গা নেই যেখানে আবর্জনা নেই আর পলিটিকাল পোস্টার নেই। দরজায় পাল্লা নেই, জানলায় পাল্লা নেই, নার্স খেঁকাচ্ছে, অ্যাটেন্ড্যান্ট বলে তো কিছুই ছিল না। ওদের অর্থাভাব ছিল, এর থেকে ভালো কিছু ব্যবস্থা করতে পারে নি। হরিব্‌ল। নরকের আরেক নাম নীলরতন সরকার।

    রিসেন্টলি আরেকটা সরকারি হাসপাতালের অভিজ্ঞতা হয়ে গেল দিল্লিতেই। সেটা আবার এইমসের থেকেও হাই র‌্যাঙ্কিং। আর্মি রিসার্চ অ্যান্ড রেফারাল হাসপাতাল। এটা মূলত ডিফেন্স এসটাবলিশমেন্টের জন্য, তবে ডিফেন্স মিনিস্ট্রির সিভিলিয়ান এমপ্লয়িদের জন্যেও এখানে দেখানো যায়। এখানে এমন কিছু জিনিসপত্র আছে যা ভারতের খুব কম হাসপাতালে আছে। আর আছে পুণের AFMCতে। গেঁড়ির একটা মাঝারি ধরণের সার্জিকাল কেস ছিল। করলেন ওখানকার গাইনি ডিপার্টমেন্টের এইচওডি কর্ণেল দুগ্গল। জাস্ট অপূর্ব, অপূর্ব!

    এইসব ব্যাপার। ভালোমন্দ সব শহরেই আছে, তবে একদিনে ১৪খানা শিশুমৃত্যুকে "নর্মাল' বলে চালিয়ে দেবার নর্ম বোধ হয় আর কোনও রাজ্যে নেই। অ্যান্টিসেপটিক আর অ্যাসিড পাশাপাশি বোধ হয় একমাত্র পশ্চিমবঙ্গেই রাখা হয়। তাও প্রসূতি ওয়ার্ডে।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৭:৩৫504688
  • একজন ডাক্তারের সাথে কথা হচ্ছিল। কোলকাতা থেকে পাস করেছে, এখন অবশ্য আর ডাকতারি করে না।
    তার একটা অ্যাসেসমেন্ট হল, দক্ষিণে এখনো ডাক্তারিকে নোবেল প্রোফেশন হিসেবে দেখা হয়। কিন্তু প:বঙ্গে, অন্তত কোলকাতায় আর হয়না, বেশিরভাগ ক্ষেত্রেই। সে তার মেডিক্যাল কলেজের অ্যালামনিতে যাবার অভিজ্ঞতা বলছিলো। কোন এক মহার্ঘ রিসর্টে আয়োজিত সেই পার্টি নিয়ে বলছিলো, একেক সময় বুঝতে পারছিলাম না, কোথায় আছি। কোন বিগ কর্পোর পার্টি কিনা। আর চারদিকে আলোচনা ও হল কার কোন দামি গাড়ি হল, কে কতবার বিদেশ গেল, বীশানে বিদেশ গেল, কার ছেলে মেয়েকে স্কুল থেকে সামারে বিদেশ নিয়ে গেল , কোথায় কত বেডরুম ওয়ালা ফ্ল্যাট কিনলো ইত্যাদি।

    টাকা রোজগারই ধ্যান জ্ঞান চিন্তামণি। টাকা রোজগারের জন্য পিয়ার প্রেসারও মারাত্মক।

    সবাই নিশ্চয় এরকম নন। কিন্তু এরকম অনেকেও আছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন