এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৫৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • prateek | 122.179.54.249 | ০২ নভেম্বর ২০১১ ১৮:১০504699
  • লুরুর এপোলো র এক্ষ ভালো না,পরে লিখব

    তবে লুরুর এডভ্যান্টেজ হল HOSMAT,ST. JOHNS,narayna,NIMHANS এর মত পরিষেবা।।লোকের হাতে চয়েস আছে।
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১১ ১৮:১১504710
  • আচ্ছা একটা ডিসক্লেমার দিই।

    আমি কলকাতা এবং তার আশেপাশের হেলথকেয়ার সিস্টেম নিয়ে খুবই সুইপিং স্টেটমেন্ট দিই, কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অত্যন্ত তিক্ত। কিন্তু এর সাথে এটাও স্বীকার করে নেওয়া ভালো যে গুরুতেই বহুলোক - তাঁদের কেউ কেউ হেলথকেয়ারের সাথে সরাসরি যুক্ত আবার কেউ কেউ নন - বহুরকম ভাবে হেল্প করেছেন যা আবার উন্নত সিস্টেমে পাওয়া যায় না। হয়ত বা এটাই কারণ যে খুব স্ট্রেসফুল সিচুয়েশনেও কলকাতায় আমার টেনশন কম হয়। বিশেষভাবে বলার আমাদের পাইদি এবং অরণ্যদার কথা। এনারা অনেকদিন ধরে বিভিন্ন ডাক্তারের রেফারেন্স দিয়ে সাহস যুগিয়ে যেরকম হেল্প করেছেন তা কোথাও পাওয়া সম্ভব নয়। এছাড়া আমাদের বিগাই বা সুমিতও আছে। আছে আরও অনেক বন্ধু যাঁরা বিভিন্নভাবে পাশে দাঁড়িয়েছেন। বলাই বাহুল্য আমার সুইপিং স্টেটমেন্ট এঁদের উদ্দেশ্যে বলা নয়, ওভারঅল সিস্টেমের এগেইনস্টে বলা। এঁদের মতন মানুষজন আছেন বলেই প্রতিবার বাড়ি থেকে ফিরে আমি দেশ ব্লুজে ভুগি। এবারেও হয়েছে।
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১৮:২৮504711
  • শিবাংশুদাকে একটা বড় করে ক।

    এইটা আমারো ভীষণভাবে মনে হয় আজকাল যে কলকাতার লোকজনের কী অদ্ভুত নৈরাশ্যবাদ। লোকজনদের কমফোর্ট জোনের "একটু' বাইরে আনার কথা তো ছেড়েই দিলাম। কাজ শুরু হবার আগেই তা কেন ব্যর্থ হবে তার হাজার একটা কারণ রেডি।

    কর্মজীবনে ওখানে গিয়ে আর মানাতে পারব না। মানসিকভাবে নিজেকে প্রস্তুত করেই ফেলেছি। যাঁদের জন্য যাওয়ার পিছুটান তাঁরাও ফেলেছেন মোটামুটি।

    টইটার গতিমুখ অন্যদিকে ঘুরে গেল বোধহয়। দু:খিত।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৩০504712
  • তোমাদের আই টি তেও তাই ? এটা কেন হয় ? এদের মধ্যে তো অনেকেই অন্য অনেক রাজ্য বা বিদেশ থেকে কাজ করে আসছে ।

    আর আই টি কোম্পানী তো আল্টিমেটলি কাজ না করলে ছেড়ে দেবে না। তাহলে কী করে চলে ?

    মানে, ব্যাপারটা বুঝতে চাইছি।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৩৪504713
  • আরে আকাদা, ধুর !
    তথ্যগুলো যে এমনি খুঁজলে পাওঅয়া যায় না, এটা ই তো সিস্টেমের গলতা।
    তুমি আমাকে এখানকার ডাক্তারদের রেটিং এর একটা সাইট দিয়েছিলে না ?
    দেশে তো এইরকম সাইট চালু হওয়া উচিত। লোকে তাহলে ফিডব্যাক ও দিতে পারবে। ডাক্তাররাও সাবধান হবেন।

    আচ্ছা, দেশের জন্য এইরকম একটা সাইট চালু করে দিলে হয়না ? ডাক্তার হাসপাতাল ইত্যাদি নিয়ে তথ্য থাকবে। সবাই তথ্য জুড়বে, ফিডব্যাক দেবে ...
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৩৬504714
  • জানি না। আমার অফিসের কোনদিনই কলকাতায় শাখা ছিল না। তাই ব্যক্তিগত অভিজ্ঞতা নেই। লুরু থেকে অনেকেই গিয়ে আবার ফিরে এসেছে। আর এদের মধ্যে সব এজ গ্রুপের লোকজনই আছে।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৩৯504715
  • মামু বা কেউ লিখুক। যাদের কোলকাতা কুরু দু জায়গাতেই শাখা আছে। দু'জায়গাতেই আর বিদেশেও কাজ করেছে।
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৪১504716
  • পাই বুঝতে ভুল করছ। লোকজন অফিসে কাজ করে না এইটা বলিনি। যেটা শুনেছি সেটা হল হেইচার এবং নন-ডেলিভারি সাপোর্ট ইউনিটগুলির পারফর্মেন্স বহুত খারাপ। ডেলিভারি ইউনিটেও "দাদা' কালচার প্রবল। শেষেরটা এখানেও আছে। তবে একটা কসপলিটান এনভায়রনমেন্টে অতটা প্রকট হয় না। আর না পোষালে লোকজন নমস্কার বলে অন্য দোকান দেখে। কলকাতায় তার সুযোগ কোথায়?
  • rimi | 168.26.205.19 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৪৩504717
  • বিপদার পোস্ট পড়ে আমার গান্ধিজীর কথা মনে পড়ে গেল। গান্ধিজীর লেখা একটা চটি বই আমাকে এক বন্ধু উপহার দিয়েছিল। তাতে দেখি গান্ধিজী লিখেছেন, ডাক্তার হল মানুষের শত্রু। কেন? কারণ ডাক্তার রোগ সারায়, মানুষ জানে যে ডাক্তার আছে, রোগ হলে সারিয়ে দেবে ওষুধ দিয়ে। তাই মানুষ যথেচ্ছাচার করে, বাজে খাবার খায়, এক্সারসাইজ করে না, শরীরের যত্ন নেয় না। যদি ডাক্তার বলে কেউ না থাকত, তাহলে মানুষকে নিজের শরীরের যত্ন নিতে হত, যাতে সে অসুখে আদৌ না পড়ে। তখন সে পুষ্টিকর খাবার ছাড়া আর কিছু খেত না, রোজ ২ মাইল হাঁটত ইত্যাদি ইত্যাদি। অতএব মানুষের শরীর ভালো রাখার সবচে ভালো উপায় কি? ডাক্তারি নামক পেশাটিকে তুলে দাও,লোকের ডাক্তারি পড়া বন্ধ করো। মানুষ বাপ বাপ বলে নিজেই নিজেকে সুস্থ রাখবে। :-!
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৫৪504720
  • পাই ডাক্তারদের রেটিং এর সাইট? মানে একটা সাইটেই কম্প্রিহেন্সিভ ভাবে তথ্য দেওয়া থাকবে? এরকমটা বোধ হয় কোনও দেশেই নেই।
  • q | 121.241.218.132 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৫৪504719
  • ppn-এর কথার সঙ্গে আমার অভিজ্ঞতা মেলে। এইচ-আর এবং সাপোর্ট ইউনিটের পারফরমেন্স সত্যিই খারাপ। ঢিলেঢালা হাবভাব তো আছেই (একটা কাজ করতে বিশ্রী রকম সময় লাগে), তার ওপর একটা রংবাজির ভাব।

    প্রোজেক্ট টিমেও হাল বিশেষ ভালো নয়। আমি অন্য কোথাও প্রোজেক্ট ম্যানেজারকে একজন টিম মেম্বারের ওপর চিৎকার (আক্ষরিক অর্থে) করতে শুনিনি। আমার অন্য রাজ্যে এবং বাইরেও কিছুকাল কাজ করার অভিজ্ঞতা আছে - সেখানে টিম মেম্বার সাবর্ডিনেট হলেও একজন কলীগ। একজন কলীগের ওপর ওভাবে চিৎকার করা খারাপ ম্যানেজমেন্টের নমুনা।

    তবে এটাই হয়তো বাঙালীর চরিত্রের বৈশিষ্ট। সবাই মাতব্বর। সবাই লীডার। কেউ কর্মী নয়।
  • dukhe | 122.160.114.85 | ০২ নভেম্বর ২০১১ ১৮:৫৭504721
  • কলকাতা বেসিক্যালি ল্যাদ । আমার এক টিসিএসের বন্ধু বলেছিল -
    কলকাতা অফিসে বল "আজ রাত্রে দু বছরের জন্য জার্মানি চলে যেতে হবে", একটা লোকও হাত তুলবে না, এটাই চেন্নাই কি লুরুতে বল, সবাই দু হাত তুলে রাজি হবে । বাঙালীদের অনেক হাঙ্গাম - কোথায় যাব, কেমন ঠাণ্ডা, জ্যান্ত ট্যাংরা জোটে কিনা হ্যানোত্যানো । কাজেই টিসিএসের বয়ে গেছে কলকাতায় তেল দিতে ।
  • siki | 122.177.237.71 | ০২ নভেম্বর ২০১১ ১৯:০১504723
  • দুখে একদম ঠিক্কয়েছেন।
  • q | 121.241.218.132 | ০২ নভেম্বর ২০১১ ১৯:০২504724
  • তবে কলকাতায় কিছু ছোট কোম্পানি আছে - বন্ধুদের কাছে শুনেছি ব্যাপারটা এরকম নয়।

    BTW - যে পিটিশনটা নিয়ে এর শুরু - ঘটনাটা আনন্দবাজারে বেরিয়েছিলো, এবং সেখানে সমস্ত ডাক্তারদের মধ্যে একমাত্র অঞ্জনবাবু ভুল স্বীকার করেছিলেন। বাকি প্রত্যেকে বেশ অ্যারোগ্যান্ট ভাবেই নিজেদের দায় অস্বীকার করেছিলেন - এমনকি রক্ত পরীক্ষা না করানোকেও ডিফেন্ড করেছিলেন। ছোটবেলা থেকে যে ডাক্তারের কাছে আমাদের বাড়ির সকলে যায়, তাঁকে বলেছিলাম - তিনিও আমার/আপনার মত অবাক হলেন - যে দেড় বছরেও কেন কেউ রক্ত পরীক্ষা করতে বলেনি। এবং তিনি অপূর্ব ঘোষ সম্পর্কে খুব একটা ভালো কথাও বললেন না - ভুল চিকিৎসার আরো কিছু নাকি ঘটনা আছে ওঁর তঙ্কÄ¡বধানে।
  • ppn | 122.252.231.10 | ০২ নভেম্বর ২০১১ ১৯:০৩504725
  • ল্যাদাড়ু এবং জ্ঞানপাপী।
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৯:১৩504726
  • দুখের দেওয়া সাইট বাবা এ দারুন হ্যাপা। বিশ্বব্যাপী সার্চ।
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১১ ১৯:২৯504728
  • যাঁরা বলেন আমেরিকার সিস্টেমে গলতা আছে। খুব সত্যি কিন্তু সেই গলতা ডকুমেন্টেড হয়, ইচ্ছে থাকলে ট্র্যাক করা যায়, উন্নতির একটা ইচ্ছেও সিগনিফিকেন্ট লোকজনের মধ্যে আছে।

    http://www.dartmouthatlas.org/ - Understanding of the Efficiency and Effectiveness of the Health Care System
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৩৫504730
  • এইরকম সাইত প:বঙ্গের জন্য বানানো যায়না ?
    সিরিয়াসলি জানতে চাইছি।

    এখানে লোকে বেটারমেন্ট চায়, সেটা ডিমান্ড করে, তার জন্য অ্যাডভোকেসি করে, রীতিমতম ক্যামপেইন করে ... এটা একশোবার বলবো। এবং দেশে এটার ই সবচেয়ে অভাব।
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৩৮504731
  • জিপ কোড বসিয়ে পাঁচ মাইলের মধ্যে ডাক্তার খুঁজছি বলে সার্চ দিলাম। আমার চেনা ডাক্তারকে পেয়ে গেলাম। ৪০ জন পেশেন্ট এই ডাক্তারের রিভিউ করেছেন। কিন্তু ratemeds এর মাধ্যমে এই ডাক্তারকে পেলাম না।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৪২504732
  • তবে আমি আরেকটা কথাও জানতে চাই। যারা স্বীকার করে দেশের সিস্টেমে গলতা, তারা কি এদেশের লোকজনের মত চায়ও, যে সেগুলো ঠিক করার জন্য কিছু করা হোক ? মানে করতে গেলে সেটা তো একটা প্রসেস। এখানে লোকজনে্‌ক তো তাই নিয়ে পারসিসটেন্টলি ও সিস্টেমেটিক্যালি কাজ করে যেতে দেখেছি।
    একটা উদাহরণ :
    http://www.apha.org/advocacy/activities/

    দেশে যে আরো কিছু হয়না, কারণ কিছু হচ্ছে না বলে বাকিদের আরো সরে যাওয়া, হাত গুটিয়ে নেওয়া, সেটা নয় কি ?
    খারাপ বলে তাকে ত্যাগ দিলে সেটা আরো খারাপ ই হবে। আমার অন্তত তাই মনে হয়।
    হয়তো সেই ভাবনাটা ভুলভাল।

    এখন কাটলাম।
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৪৩504733
  • পাই ওয়েবসাইট জরুরী কিন্তু তাতে করে বড়জোড় শহুরে ডেটা পাওয়া যাবে। গ্রামে গঞ্জে কি করা যায় জানি না। দুটো সমস্যা এক ইন্টারনেটের ব্যবহার, দুই ইন্টারনেটের ভাষা এখনও ইংরিজি। মোবাইল টেকনলজি কোনোরকমে কাজে লাগানো যায় কিনা সেটা ভেবে দেখতে হবে।
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৪৪504734
  • যে ডাক্তারের কথা বলছি তিনি Berkeley র।
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৪৭504735
  • পাই হাসপাতালের রেটিং হতে পারে। ডাক্তারের রেটিং পেশেন্টরা করে। তাদের ব্যক্তিগত মত বলে।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৪৮504736
  • শহরেই আগে হোক না। এখানে তো আমাদের বেশিরভাগেরই খারাপ অভিজ্ঞতা , অভিযোগ মূলত শহর , শহরতলী নিয়ে। সেখানে লোকে এখন ভীশণবহবে নেট কানেক্টেড।

    এটা করা যায় ? সিরিয়াসলি জিগাচ্ছি। করলে কিন্তু খুব ভাল হয়। একবার শুরু করলে অনেকেই এগিয়ে আসবেন মনে হয়।
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৫১504739
  • না পাই, দেশে কিছু হয় না তার কারণ সরকার বলে কিস্যু নাই বলে। আমার এক স্যার এবারে বললেন এই দেশগুলো কেউ চালায় না, যাস্ট কোনরকমে চলে যায়, উন্নত দেশ চলে না, চালাতে হয়। স্ট্রং, প্র্যাগম্যাটিক থট লিডার ইন গভর্নমেন্ট ছাড়া এই সিস্টেম বদলানো অসম্ভব বলেই মনে হয়। পরতে পরতে ইনএফিসিয়েন্সি এবং লোকে সেটা নিয়েই গব্বো করে এমন জায়গা পিথিবিতে খুব বেশি নেই।
  • maximin | 59.93.242.97 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৫১504738
  • সময় নষ্ট করলাম।
  • pi | 72.83.90.203 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৫১504737
  • ব্যক্তিকত মত জানার ব্যব্‌স্‌থা করা তো ভালো । এখানেও তো সেই সবার ব্যক্তিগত মত দেওয়া হচ্ছে। রেটিং হওয়া খারাপ কী ? তার সাথে প্রয়োজনীয় সব তথ্যও রইলো। কেউ ইচ্ছে হলে, দরকার মনে করলে রেটিং করবে। ভাল কি মন্দ। নতুন রোগী সেই সব বুঝে সিদ্ধান্ত নিক।
  • aka | 168.26.215.13 | ০২ নভেম্বর ২০১১ ১৯:৫৫504741
  • হ্যাঁ নিশ্চয়ই যায়। শুধু ডাক্তারদের ডেটাবেসটা পেতে হবে। আমাকে কল্পতরুদা একবার বলেছিল সেই প্রচেষ্টা কেমন করে মাঠে মারা গিয়েছিল।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল প্রতিক্রিয়া দিন