এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৫৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • q | 121.241.218.132 | ০৩ নভেম্বর ২০১১ ১১:১৮504775
  • চেনামুখ না হলে কি "ক" পাওয়া যায় না?
  • aka | 168.26.215.13 | ০৩ নভেম্বর ২০১১ ১৯:০০504777
  • বাসব আপনি সত্যিই অমায়িক, এর আগে দেখেন নি দুবাই, হায়দ্রাবাদের থেকে লোকজন অনেক কঠিন ব্যক্তিগত সময় নিয়ে মাথা ঘামায় নি, সত্যের পথে অবিচল থেকেছে। না: আপনার উপর অনেক আশা ছিল। :(

    যাক, কাল পাই লিখেছিল দক্ষিণে লোকে ডাক্তারিকে নোবেল প্রফেশন হিসেবে দেখে কিন্তু কলকাতায় ডাক্তাররা গাড়ি, বাড়ি ইত্যাদি নিয়ে বেশি ব্যস্ত। ডাক্তাররা গাড়ি, বাড়ি, আরাম নিয়ে ভাবলে অসুবিধা তো নেই। শুধু সমস্ত প্রফেশনের মতন ডাক্তারি প্রফেশনেরও কিছু এথিকস আছে। যেমন কর্পোরেট সিইও ইনসাইডার্স ইনফরমেশন দিতে পারে না (রজত গুপ্ত), হিসেবে জল ঢুকিয়ে নিজের সম্পত্তি, গাড়ি বাড়ি বাড়াতে পারে না (সত্যম রাজু) তেমনই ডাক্তাররা জেনে বুঝে ভুল চিকিৎসা করে পয়সা খিঁচে নিতে পারে না। যেমন আইটিওয়ালাদের কাছে ক্লায়েন্ট এক্সপেক্ট করে ওয়ার্ল্ডক্লাস প্রফেশনলাজিম তেমনই ডাক্তারদের কাছেও এক্সপেক্টশন হল পয়সা নিয়ে দাঁত খিঁচোবেন না, মানুষকে মানুষ হিসেবে জ্ঞান করুন। নোবেল প্রফেশন নয়, যে সার্ভিস দেওয়ার জন্য পয়সা নিচ্ছেন সেটাকে উন্নত করুন। এটা জব এথিক্সের প্রশ্ন। লোকের টাকা মেরে পয়সা, গাড়ি বাড়িতে আপত্তি, সঠিক সার্ভিস দিয়ে করলে কোন আপত্তি নেই।
  • maximin | 59.93.209.111 | ০৩ নভেম্বর ২০১১ ১৯:৪১504778
  • সবই পড়লাম। মন খারাপ হল।
  • maximin | 59.93.209.111 | ০৩ নভেম্বর ২০১১ ১৯:৪২504779
  • কোনও জিনিস কেন হবে না, তার কত কারণ লোকে দিতে জানে।
  • pi | 72.83.90.203 | ০৩ নভেম্বর ২০১১ ২২:১১504780
  • এই সাইটটা তো মন্দ নউ। খুঁজলে অনেক ডাক্তারকেও পাওয়া যাচ্ছে।

    http://www.ask4healthcare.com/healthcaresolutions/

    আকাদা, পরে লিখছি।
  • Nina | 12.149.39.84 | ০৩ নভেম্বর ২০১১ ২৩:১১504781
  • সিকি,
    তোমার গল্পটা পড়ে ভয়ে, হতাশায় স্তব্ধ হয়ে গেলাম। কানে মোবাইল, টেবিলে কম্প্যুটার ও নানাবিধ মর্ডান ওয়ার্ল্ডের মর্ডান ধারার মাঝে ----দেশের রাজধানীর শিক্ষিত ডাক্তারদের এই অবস্থা??!!
    সামান্য মানবিকতাটুকুও নেই ?

    তোমার সঙ্গে যে ব্যাবহার ডাক্তারা করল---এই দেশে এটা চিন্তা করা যায়না--এটা জাস্ট ভাবা যায়না--এইসব ডাক্তারদের খুনের আসামীদের মতনই শাস্তি পাওয়া উচিৎ।
    তোমার প্রতিবেশীকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই--এমন মানুষরাও আছেন বলেই এখনও পৃথিবী ঘুরছে---থেমে যায়নি!!
  • pi | 72.83.90.203 | ০৩ নভেম্বর ২০১১ ২৩:৩১504782
  • আচ্চা সিকি, ড্যানিশ ডাক্তার তো টেস্ট করিয়েছিলেন ? ডায়গনস করেননি ? স্পেসিফিক ওষুধের কোর্স দেননি বা ফলো আপ করতে বলেননি ?

    সরকারি টিবি হাসপাতালের অবস্থা বোধহয় সর্বত্রই ভয়াবহ। কোলকতার টা তো উঠে যাবার কথা হয়েছিল। সাধারণ মানুষ কী করেন কে জানে।
  • pi | 128.231.22.133 | ০৪ নভেম্বর ২০১১ ০৭:১৫504467
  • এটা তাড়াতাড়ি হওয়া দরকার :
    http://www.anandabazar.com/4raj2.html
  • siki | 123.242.248.130 | ০৪ নভেম্বর ২০১১ ০৮:৪২504468
  • ডেনমার্ক থেকে আসার শেষের আগের সপ্তাহে দেখিয়েছিলাম। ডায়গনস হয় তো উনি করেইছিলেন, ভদ্রতা করে ঘুরিয়ে বলেছিলেন, বুঝতে পারি নি। তখন খরচার চোটে আমার পাগলা অবস্থা ছিল, তাই ভেবেছিলাম, আর কদিন বাদে তো দেশে ফিরছিই, এখানকার ওষুধগুলো খেয়ে নিয়ে দেশের পেলেন ধরলেই হবে।

    ডেনিশ ডাক্তার কিন্তু সরাসরি কিছু বলেন নি, আর ফারদার কোনও টেস্টের কথাও বলেন নি। কেবল দশদিনের ওষুধ দিয়েছিলেন। তারপরে রিপিট ভিজিট বলেছিলেন, সেটাও গিয়েছিলাম, কিন্তু দ্বিতীয় দিন ডাক্তার বদলে গেছিলেন। ওখানে একজন ডাক্তারের ল্যাজ ধরে থাকা যায় না।
  • Du | 117.194.198.108 | ০৭ নভেম্বর ২০১১ ২০:০৩504469
  • http://www.anandabazar.com/7swasth1.html ডাক্তার বলছেন তাঁর শরীর ভাল ছিল না কিন্তু ছুটি পান নি, যেমন আকা একজায়গায় বলেছে যে ওভারওয়ার্কড থাকেন তারা।
    যে জন্য লিখলাম, টিভিতে দেখছি যে ওনাকে অ্যাম্বুল্যান্সে ওঠানোর সময় বেশ ম্যানহ্যান্ডল করা হল। সুযোগ পেলেই হল!
  • ranjan roy | 121.245.137.223 | ০৭ নভেম্বর ২০১১ ২০:৫৫504470
  • দু'দিদির পোস্টের পরিপ্রেক্ষিতে:
    আমিও ওই ছবি দেখলাম। মনে পড়ছে এই গুরুর পাতাতেই ঈশেন একটি সুতো খুলে কোলকাতায় এবং বঙ্গে ( আজকাল ভারতের আরো অনেক জায়গায়) ইন্সট্যান্ট জাস্টিসের নামে যখন-তখন গণধোলাইয়ের প্রবণতা ,ঔচিত্য(?), ফলাফল ইত্যাদি নিয়ে আলোচনা চালিয়েছিল।
    আমরা আমাদের হতাশা থেকে প্রচলিত সিস্টেমের প্রতি অনাস্থা এবং তার থেকে মওকা বুঝে ভীড়ের মধ্যে দু'ঘা লাগিয়ে আত্মপ্রসাদ লাভ করি।
    আমি যখন বরানগর মিশনে ক্লাস টেনে এ পড়ি, তখন আজকের মতন দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় নাগেরবাজারে এমনি অ্যাকশন থেকে "" দমদম দাওয়াই'' কথাটা শুরু হয়েছিল।
    কিন্তু মাস মোবিলাইজেশন এক কথা, আর যে কোন ইস্যুতে
    ভীড় জুটিয়ে কাউকে প্যাঁদানো আর এক কথা। গ্রামীণ সমাজে বয়স্কা মহিলাকে ডাইনী লেবেল মেরে ঘর থেকে বের করা, আমাদের ছত্তিশগড়ে জাদুটোনার কথিত অভিযোগে মেয়েদের হামলা করে মেরে ফেলা, আজও কোন স্বাধীনচেতা মেয়েকে খারাপ চরিত্র বলে জোর করে চুল কেটে দেয়া, জুতোপেটা করা একই মানসিকতার রকমফের।
    আমরা অপরাধীকে ধরে আইনের হাতে তুলে দেয়া তার পর তার বিরুদ্ধে আদালতে সাক্ষীদেয়াতে বিশ্বাস করি না। তাতে ধৈর্য লাগে,লাগাতার মনের জ্বালা বা কর্তব্যবোধকে বাঁচিয়ে রাখার সংস্কৃতি দরকার।
    কিন্তু আশা করব যে সিস্টেম আমাদের জন্যে কিছু করবে।
  • pi | 128.231.22.133 | ১১ নভেম্বর ২০১১ ০৪:৩৯504471
  • সিকি, তাহলে তো সবচে গণ্ডগোল ড্যানিশ ডাক্তারই করেছিলেন !

    যাই হোক, এই ডকুটা সবাইকে দেখতে রেকো করবো। আম্রিগার অবস্থা জানার জন্য না, কিন্তু কী থেকে কী হয়, কী করে এসব কমানো যায়, তা নিয়ে কিছু ধারণা পাওয়া যেতে পারে।
    http://www.safetyleaders.org/pages/chasingZeroDocumentary.jsp

    এই ওয়েবসাইটটাও খনি।
    http://www.safetyleaders.org/

    দেশে কি এইরকম কোন উদ্যোগ নেওয়া যায়না ?

    স্বাস্থ্য বিভাগ,রুগী, হলেও হতে পারেন রুগী, ডাক্তার আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, নার্স - সবাই মিলে একসাথে এরকম কোন ফোরাম ?
    Partnership for Patients: Better Care, Lower Costs
    The Partnership for Patients brings together leaders of major hospitals, employers, health plans, physicians, nurses, and patient advocates along with State and Federal governments in a shared effort to make hospital care safer, more reliable, and less costly.

    http://www.safetyleaders.org/downloads/PartnershipForPatientsPledge4_12_11.pdf

  • nabaneetaa | 67.174.61.189 | ১১ নভেম্বর ২০১১ ১১:২৫504472
  • সবাই নিন্দে করছে - আমি বরং দু একজন ভালো ডাক্তারের কথা শোনাই। আমার মাকে নিয়মিত এক কার্ডিয়োলজিস্টের চেক-আপে থাকতে হয়। ভদ্রলোকের নাম Dr Kumar। যেমন ভাল ব্যবহার তেমন নির্লোভ - কোনো ওষুধের দরকার হলে সব থেকে কম দামের ওষুধটা প্রেস্ক্রাইব করেন। একবার হাজরা রোডে ওনার চেম্বার থেকে ফেরবার সময় ট্যাক্সি পেতে অসুবিধা হওয়াতে নিজের ড্রাইভারকে দিয়ে বাবা মাকে গড়িয়া পৌঁছে দিয়েছেন।
    মে মাসে আমি দেশ থেকে ঠিক ফেরার পরেই মায়ের ঘাড়ে একটা সিস্ট হয়েছিল, আমি তো ভীষণ চিন্তায় - ওনাকেই ফোন করলাম - কোন নার্সিং হোমে দিলে ভাল চিকিৎসা হবে। উনি আমাকে বললেন নার্সিং হোমের কোনো দরকার নেই, যাদবপুর মেডিকাল কলেজে দেখাতে বলেছি, আমার বন্ধু সার্জেন আছেন যথেষ্ট ভাল, ওনাদের মেডিক্লেমও সব কভার করবে -ওখানেই সার্জারি করান। আমি তো চিন্তাতেই ছিলাম -হাসপাতাল কে জানে কেমন হবে-কিন্তু হার্টের পেশেন্ট বলে Dr Kumar নিজে সার্জেনের সঙ্গে উপস্থিত ছিলেন, কোনো ফি নিজের জন্যে চার্জ করেননি। রোজ ফোনে দিনে দু বার করে মায়ের খবর নিয়েছেন পরের দু সপ্তাহ।
    যখনই মায়ের শরীর একটুও খারাপ হয় হার্ট বা অন্যান্য ব্যাপারে, আমি বা বোন ওনাকে ফোন করে পরামর্শ চাই, কলকাতার সময় রাত সাড়ে এগারোটাতেও আমি ফোন করে মায়ের ব্যাপারে আলোচনা করেছি, এক দিনের জন্যেও কোনো বিরক্তি দেখি নি।

  • pi | 128.231.22.133 | ১১ নভেম্বর ২০১১ ২৩:৫১504473
  • ডকুটা কেউ দেখলো ?
  • pinaki | 122.164.146.237 | ১১ নভেম্বর ২০১১ ২৩:৫৯504474
  • এই তামিল বন্ধু একজনকে জিজ্ঞেস করেছিলাম। তার দাবী হল স্বাস্থ্যসচেতনতা খুব বেশী তামিলদের মধ্যে। কোয়াক সিস্টেম উঠে গেছে। এমনকি প্রত্যন্ত গ্রামেও। প্রত্যন্ত অঞ্চলেও মোটামুটি দূরত্বের মধ্যে এমবিবিএস ডাক্তার অ্যাভেলেবেল। ইফ নট এমডি। আর গ্রামের গরীব লোকেরাও চিকিৎসা করানোর ব্যাপারে কম্প্রোমাইজ করে না। বার্থ ক®¾ট্রালের সচেতনতা অনবদ্য। এইসব। সে বলল স্বাধীনতার পর থেকে তামিলনাড়ু আর প:বঙ্গই তো শিক্ষায় সংস্কৃতিতে দেশকে লীড করত। তারপর তামিলনাড়ুর ইকোনমিটা ডেভেলপ করেছে। কিন্তু প:বঙ্গেরটা করে নি। তাই শিক্ষাগত সেই সচেতনতার সুফল তামিলনাড়ু পাচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রেও।

    এসবই আমার বন্ধুর বক্তব্য। সে নিজেও ইরোডের একটা গ্রাম থেকে উঠে আসা।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:০১504475
  • তামিলনাড়ু আর প:বংগের ইন্ডিকেটরগুলোর তুলনা করে একটা গ্রাফ বানাচ্ছিলাম। আতকে উঠতে হয়। বেশিরভাগেই প:বঙ্গ প্রায় অর্ধেক !
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:০৪504476
  • আরো ইন্টারেস্টিং হল এটা, women'sempowerment,
    currentlt married women who usually participate in household decisions, প:ব তে ২৩% । তা না তে ৪৮%, কিন্তু সেটাও কথা নয়। ২৩% সংখ্যাটা, আরো সাথে তুলনা না করলেও তো প্রচুর কম।
    এবার বধূ হত্যাতেও বোধহয় প:ব ফাস্ট হয়েছে।
    অনেক তো প্রগতিশীলতার বুলি আমরা বাঙালীরা ঝেড়ে এলাম এদ্দিন।
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০০:০৬504478
  • তুই বেটার আমাকে একটা কোয়েশ্চেনেয়ার বানিয়ে দে। যেটা ফলো করে আমি আরো কিছু গ্রাম সাইড থেকে উঠে আসা তামিল ছেলেপুলের সাথে কথা বলবো। কি কি জিজ্ঞেস করতে হবে সেটা এগজ্যাক্টলি বুঝতে পারছি না।
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০০:১১504479
  • যত বাইরের লোকের সাথে মিশছি তত এই ধারণা প্রবল হচ্ছে - ডায়লগ ছাড়া বাঙালীর হারানোর কিছু নেই। এনিওয়ে, সেসব অন্য হতাশা। যাগ্গেযাক।
  • pi | 128.231.22.133 | ১২ নভেম্বর ২০১১ ০০:১৩504480
  • হ্যাঁ, দেবো।

    যে পেপারটা পাঠিয়েছিলাম, পড়েছিলে ?
  • aka | 168.26.215.13 | ১২ নভেম্বর ২০১১ ০০:১৪504481
  • পিনাকিকে একটা জায়ান্ট ক।
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০০:২৩504482
  • কিছুটা পড়েছিলাম। পুরোটা পড়া হয় নি। :-P
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০০:২৬504483
  • এই আকা, তোমার মা এখন কেমন আছেন?

    আর একটা রিসেশনপ্রূফ দেশ বলো দিকি, যেখানে মাইগ্রেট করা যায় বছর দুয়েক বাদে। ;-)
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০০:২৯504484
  • তবে আমার মনে হয় ইউএস-চায়না থার্ড ওয়ার্ল্ড ওয়ারটার রেজাল্ট কি হয় - সেটা দেখে তারপর মাইগ্রেট করাটা ওয়াইজ হবে। কি বল?
  • aka | 168.26.215.13 | ১২ নভেম্বর ২০১১ ০১:০৬504485
  • পিনাকি, মা একইরকম নো নিউ হোপ। লক্ষ্য যদি কিছুটা কোয়ালিটি অফ লাইফ ফিরিয়ে আনা যায়। নো মোর ব্রুটাল ট্রিটমেন্ট। তাতে লাইফ এক্সপেক্টেন্সি এক মাস হলেও চলবে।

    কানাডা, কানাডা। হেব্বি জায়গা।
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০১:২০504486
  • কানাডা হেব্বি জায়গা এ নিয়ে কোনো সন্দো নেই আমার। কিন্তু শালা বড্ড ঠান্ডা। টরোন্টো ফরোন্টো হলে তাও ঠিকাছে কিন্তু ঐ ম্যানিটোবা, সাসকচুয়ান - ওরে বাবারে !

    আর আম্রিকায় রিসেশন হলে তো ওখানেও হবে। তাইলে আর কি লাভ হল?

    কিন্তু ক্যালগেরি আমার দারুণ লেগেছিল।
  • lcm | 69.236.160.8 | ১২ নভেম্বর ২০১১ ০১:২৬504487
  • কানাডা নয়। এখন গ্রিস-এ যাও। ১১ মিলিয়নের জন্য ১৩০ বিলিয়ন ইউরো ভর্তুকি। খামচে একটু ফ্র্যাকশন ধরলেও....
  • pinaki | 122.164.146.237 | ১২ নভেম্বর ২০১১ ০১:৩৯504489
  • আরে না ল্যাদোষদা, ঐসব খামচে ধরতে কপাল লাগে বুঝলেন। সে তো আমি ইউএসে থাকতে থাকতেই ওবামা স্টিমুলাস ছাড়ল। তাতে আমার কি হল? সেই বিপিএল তো বিপিএল-ই রয়ে গেলাম। :-(
  • aka | 168.26.215.13 | ১২ নভেম্বর ২০১১ ০১:৪৬504490
  • দুর কবে থেকে জর্জিয়া লটারি কাটছি ৩৫ মিলিয়ন, ২০০ মিলিয়ন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন