এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৫৫১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৭:৪৭504524
  • ভাল কথা, চেকাআপ টাকেও প্রিভেনশন ই বলে :)
    ক্লিনিক্যাল প্রিভেন্টিভ সার্ভিস।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৭:৫৬504525
  • তা তোমার পেপারে চেকাপের কথা বলা হয়েছে?
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৭:৫৯504526
  • ওখানকার ডাক্তাররাও পেপার টেপার লেখেন। পেপার লিখলে সেটা বাতিল হয়ে যাবে এমন কোন ব্যাপর ই নেই।
    হার্ট ডিজিজের চিকিৎসার সাথে শিশুমৃত্যুর চিকিৎসার কোন বিরোধ আছে কি ? :)

    স্বাস্থ্য সূচক একাধিক হয়। লাইফ এক্সপ্যাক্টেন্সি অ্যাট বার্থ দেখা হয় লাইফ এক্সপ্যাক্টেন্সি অ্যাট ৬৫ দেখা হয়।

    শিশুমৃত্যু আর হার্ট ডিজিসে মৃত্যু দুটো আলাদা সূচকে যাবে তো।

    এটা একটা এভিডেন্সড বেসড স্টাডি। শিশুমৃত্যুর পিছনে যে কারণগুলো সাধারণত: দেখা হয়না, সেগুলোর ইন্টারপ্লে দেখানো হয়েছে। বিশেষ্‌ত: জেন্ডার ফ্যাক্টরটা। এজন্যই এটা এবারে unesco তে ফিচারড হয়েছে।
    এগুলোকে ইগনোর করলে গুচ্ছ টাকা খরচ করে প্রোগ্রাম নিলেও ফল আসবে না। সেটাই টেক হোম।
    শূন্য ভাঁড়ার, টাকার অভাব ই সব সমস্যা নয়, যা রিসোর্স আছে, তা দিয়েই আরো অনেক কিছু করার স্কোপ আছে, যা হচ্ছে না।

    এটা দেখতে তো মূলত দিয়েছিলাম পিটি দাকে ! কারণ, উনি তর্ক করছিলেন মায়েদের ম্যালনিউট্রিশন টা শিশুমৃত্যুর জন্য বড় সমস্যা নয়।
  • abastab | 61.95.189.252 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:০১504527
  • ছেলে এবং মেয়েদের লাইফ এক্সপেক্টেন্সির একটা তুলনা পেলে ভালো হত।
  • abastab | 61.95.189.252 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:০৪504528
  • আমার ধারণা আমাদের বিপুল জনসংখ্যার জন্য নীতিনির্ধারকেরা জনস্বাস্থ্য বিষয়ে চিন্তিত নন। এই বিপুল জনসংখ্যার কারণে আমরা অনেক দিকেই পাশবিক স্তরে রয়ে গেছি এবং তা পাল্টাবার খুব একটা সম্ভাবনা নেই যদি না ওরা এসে নিজেদের দাবী কেড়ে নিয়ে যায়।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:০৬504529
  • হার্ট ডিজিজ এল এইদিয়েই যে পেপারটা কেউ পড়ে কি না পড়ে বলে আক্ষেপ করলে তাতে মেয়েদের সমস্যা কেন কত গভীর তা ছাড়া আর কিছু চোখে পড়ে নি। তুমি হয়ত পেপারটি পাবলিশড হওয়ার আগে থেকে জানো বলে বেশি এক্সাইটেড। কিন্তু আমার কাছে পৃথিবীতে আরও একটি বেশি পেপার বাড়ল বই নয়। বেসিক সমস্যা হার্ট, তা এখনও রইল। এই পেপারটি তাতে কিছু অ্যাড করল না। বেসিক সমস্যা জায়গার জিনিষ জায়গায় না থাকা তাতেও এই পেপারটি বিশেষ অ্যাড কিছু করল না। প:ব:য়ে স্বাস্থ্যের হাজারো সমস্যা, এটা তার অন্যতমের (প্রধান নয়) দিকে দেখিয়েছে। হ্যাঁ নাইস টু হ্যাভ, কিন্তু তারও আগের অনেক কিছু বাকি আছে।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:১০504530
  • পাই, যদি সত্যিই কিছু করতে হয় তাহলে অনুরোধ করব নেক্সট ইন্ডিয়া ভিজিটে জেলার হাসপাতালের যেকোন একটায় ঘুরে আসতে তাহলে একটা ধারণা মিলবে কোথায় কেন কোনটা মূল সমস্যা?
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:১৩504531
  • জনস্বাস্থ্যের মধ্যে এগুলো পড়ে তো !
    ক্যান্সারের জন্য প্রিভেন্টিভ চেকাপ সার্ভিস ও পড়ে। সরকার থেকেও এখন সেরকম কিছু স্কিম আছে। চিত্তরঞ্জন থেকে মাঝে মাঝে ক্যাম্প করা হয়। কিন্তু সবই স্পোরাডিক। এই সংক্রান্ত কোন নির্দিষ্ট কর্মসূচী নেই। এর উপরে জোরও দেওয়া হয়না।

    নন কম্যুনিকেবল ডিজিসের মধ্যে গ্রামের দিকেও ওরাল আর সার্ভাইক্যাল ক্যান্সার শুধু বড় কিলার ই নয়, ভীষণভাবে প্রিভেনশানের আওতায় আসা উচিত। এদুটো ভীষণভাবেই প্রিভেন্টেবল।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:১৬504533
  • কোথা থেকে বললে সার্ভাইকাল ক্যান্সার ভারতে বড় কিলার?
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:১৯504534
  • আকাদা, তোমার ধারণা হল কীকরে, সেই রকম কোন রিপোর্ট দেখিনা ?

    এই রিপোর্টগুলো জেলা হাসপাতালের ডাক্তারদেরই পাঠানো :)

    এবার আমি তোমাকে বরম দেখাতে বলি, প:বঙ্গের স্বাস্থ্যের বেসিক সমস্যা হল হার্ট, সেটা কীকরে বোঝা গেল ? আর বেসিক সমস্যা মানে কী বোঝায় ? :)

    যেকোন দেশের একটি বেসিক স্বাস্থ্য সূচক হল ইনফ্যান্ট মর্টালিটি। সেখানে হার্টের কী রোল আমার জানা নাই।
    আর হার্টের সমস্যা থাকলে এটা কেন সমস্যা নয় তাই জানিনা।

    যাইহোক, এবার থেকে আশা করবো , শিশুমৃত্যু নিয়ে যখন চেঁচামেচি হবে তুমি সেই আলোচনাও বন্ধ করতে চাইবে, কারণ সেটা তো বেসিক সমস্যা নয় :)

    তবে, শিশুমৃত্যু সংক্রান্ত লিংক আবার আমি তোমাকেই দিতে দেখেছি। :)
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:২৩504535
  • সারাদিন ধরে রোগী দেখে চলা ডাক্তাররা বলেন :)

    আর এটাও দেখো :

    http://articles.timesofindia.indiatimes.com/2010-09-09/kolkata/28255399_1_cervical-cancer-cervical-tissue-hpv

    তবে তুমি ঠিক করে পড়োনি। প্রিভেন্টেবল ডিজিস, যেটা জেলা ও গ্রামের ডাক্তারদের মতে গ্রামের গরীব লোকেদের মধ্যেও খুব বেশিমাত্রায় হচ্ছে তার মধ্যে এটা একটা বড় অসুখ।

    সুন্দরবনের মূল সমস্যা হল হার্ট ডিজিস, তাই সুন্দরবলের ইন্‌ফ্‌য়ান্ট মর্টালিটি নিয়ে কথা বলার কোন মানে নেই, এবার তো আমি এটার জন্য তথ্যসূত্র চাইবো তোমার থেকে :)
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:২৭504536
  • এই নাও।

    http://articles.timesofindia.indiatimes.com/2010-09-09/kolkata/28255399_1_cervical-cancer-cervical-tissue-hpv

    আর হার্ট ডিজিস টা অনেক সময়ই বার্ধক্যজনিত অসুখ। লাইফ এক্সপেক্টেন্সি বাড়ছে, তার সাথে এটাও বাড়ছে ( বাকি বাড়ার কারণগুলো , ঐ হাইপারটেনশন, স্মোকিং, ডায়েট -- সেগুলো কিন্তি আবার প্রিভেনশানের ক্যাটেগরিতে পড়ে :)) ।
    আর এই অসুখগুলো অনেক কম বয়সেই মর্বিডিটি বা মর্টালিটির কারণ হয়। স্বাস্থ্যের জন্য এগুলোকে গুরুত্ব দিতে হবেনা !! :o
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৩৫504537
  • এই পেপারটা বেরোনোর আগে থেকে আমি জানতাম, তাই সেটা আমর এক্ষসাইটমেন্টের কারণ, তাই আমি দিয়েছি, না জেনে এধরণের কোন কনকুশন নাই বা ড্র করলে !!

    পেপারটা ইউনেস্কো তে সিলেক্টেড হবার পরেই আমি জেনেছি। এটা অনুবাদ করার অনুমতি আছে কিনা জানার জন্য অপেক্ষা করছিলাম মাত্র। সাইটে না এলে, লিং ছাড়াই দিতাম।
    কেন দিয়েছি, সেকথা স্পষ্ট করে আগেই বলেছি।

    আর ভাল কথা, যিনি এটা লিখেছেন, তিনি নিজে গ্রামাঞ্চলে বছরের পর বছর ধরে কাজ করেন। শুধু ঘরে বসে বসে পেপার লেখেন না :)
    ঐ অঞ্চলে হয়ে চলা নানা প্রোগ্র্যামের ইভ্যালুয়েশনের রিপোর্টের অংশ হিসেবেই এটা এসেছে।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৩৯504538
  • যা লিং দিলে তাতে দেখা গেল সার্ভাইকাল ক্যান্সার কলকাতার একটা বড় অসুখ। তার থেকে কি প্রমাণিত হল?
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৪১504539
  • ও সরি সার্ভাইকাল ডিসর্ডার। ভারতের মতন সেক্স স্টার্ভড দেশে সার্ভাইকাল ক্যান্সার গ্রামেও খুব বেশি?

    যিনি পেপার লিখছেন তিনি গ্রামে গঞ্জে গিয়ে কাজ করছেন, সমস্যা তো তাঁকে নিয়ে নয়। যেমন সমস্যা তো মার্ক্সকে নিয়ে নয়।
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৪৬504540
  • দেশে two most common cancers সম্বন্ধে সুমিতদার থেকে ভেরিফাই করে নিতে পারো।

    সিরিয়াসলি ইন্টারেস্টেড হলে এনিয়ে কিছু মেইল , লেখালেখিও পাঠাতে পারি।

    দেশের সব ক্যান্সারের মধ্যে ৪০% ওরাল ক্যান্সার।

    সারভাইক্যাল ক্যান্সারের ২৭% রোগী আমাদের দেশে। দেশে মেয়েদের মৃত্যুর লিডিং কজ। ব্রেস্ট ক্যান্সারের দ্বিগুণ।

    According to the International Agency for Research on Cancer (IARC), a part of the World Health Organisation (WHO), it has been estimated that every year approximately 74,000 women in India succumb to this disease.

    এটাও দেখতে পারো।

    http://www.thewip.net/contributors/2009/09/indias_most_common_cancer_is_p.html

    Taking the lives of 75,000 women each year, cervical cancer is the leading cause of death for women in India. This number accounts for a third of all cancers that affect women in India and a fifth of the total cervical cancer related deaths worldwide. With 132,000 new reported cases in India annually, this disease is having catastrophic effects on the developing world.
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৫৩504541
  • দেখব। তবে বারবার সুমিতের নাম কেন? যা বলার আমাকে বলো। আর যদি দেবার থাকে তাহলে ডেটা দাও।
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৮:৫৯504542
  • না: সমস্যা হল, কেউ একটাই বেসিক সমস্যা আছে , এধরণের গাঁট ধারণা পোষণ করলে :)

    আমি কিন্তু একবারও বলিনি, এই পেপারে যা লেখা হয়েছে, তা একমাত্র সমস্যা, বা তাই বেসিক সমস্যা। অন্য কোন সমস্যা নেই।
    বলেছিলাম, সমস্যার এই দিকটাকে সাধারণত: ইগনোর করা হয়। আর করা হলে এই সমস্যার সমাধানও সম্ভব নয়। টাকা খরচ করেও।
    একটু ভাল করে লক্ষ্য করলেই দেখতে ইন্সটিটিউশানাল বার্থ না হওয়াটাও একটা সমস্যার মধ্যে বলা হয়েছে।
    ইন ফ্যাক্ট এটা এই জন্যই ইন্টারেস্টিং যে একটা কোন কারণের পিছনে পড়ে না থেকে সবরকম কারণকেই ধরার চেষ্টা হয়েছে।
    রিসেন্ট পলিসি পেপার নাড়াচাড়া করলে দেখবে তোমার আম্রিগাতেও এখন এটাই নতুন মন্ত্র। Health in all policy একটা নয়, নানাবিধ কারণ আছে। সব কিছুকে ট্র্যাক ডাউন করো। নইলে লং রানে সব ফেইল মারবে। social detreminants of health কে উপেক্ষা করলে কোন প্রোগ্রামেরই সঠিক ইমপ্লিমেন্টেশন সম্ভব নয়, যতই টাকা ঢালো না ক্যানো।

    তুমি কেন কী নিয়ে তর্ক করলে তুমিই জানো :)
    তবে তর্কের জন্য তর্ক না করে কাকুকে জিগালেও বলে দিত, সার্ভাইক্যাল ক্যান্সার লো আর মিডল ইনকাম কাϾট্রর মেজর সমস্যা।

    CERVICAL CANCER IN INDIA
    Ambika Satija - South Asia Centre for Chronic Disease

    Cervical cancer is one of the most common cancers among women worldwide (WHO, 2009b). Its
    mortality exemplifies health inequity, as its rates are higher in low & middle income countries
    (LMICs) (WHO, 2009b), and in low socio-economic groups within countries (Kurkure and Yeole,
    2006). Around 80% of global cervical cancer cases are in LMICs


  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:০২504544
  • ডেটা দিলাম তো !
    আর আমকে হাসপাতাল ঘুরে সমস্যা জেনে আসতে বল্লে কিনা, তাই যাঁরা হাসপাতাল ঘুরে কাজ করছেন, তাঁদের নাম নিলাম। তাঁরাও এটাই জানিয়েছেন। ইন ফ্যাক্ট , তাঁরাই এটা জানিয়েছেন।
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:০৬504545
  • আর আমি সত্যি জানিনা, তুমি লেখাগুলো ঠিক করে পড়ছো কিনা :(

    TOI পড়ে তুমি বুঝলে এটা কোলকাতার অসুখ, গ্রামের নয় !!

    এদিকে রিপোর্টের শুরুতেই লেখা :

    Till recently, cervical cancer had been more prevalent in rural and semi-urban areas where hygiene is an issue

    কোলকাতায় এটা এখন বেড়ে গেছে, সেটাই আশ্চর্যের।

    হ্যাঁ, হাইজিন যেহেতু এই ক্যান্সারের জন্য একটা বড় ইস্যু, গ্রামের গরীব মহিলাদের মধ্যে এটা বেশি হয়।
    আর হাইজিন ইস্যু বলে এটা প্রিভেন্টেবল ও ।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:০৮504547
  • সার্ভিকাল ক্যান্সার নিয়ে পড়ে দেখব।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:০৮504546
  • না হে ভুল বুঝছ। সমস্যা এক কেন হবে? কিন্তু যেখানে টাকা নেই সেখানে কোথায় টাকা ঢালবে সেটাও ভাবতে হবে।

    সার্ভিকাল ক্যান্সার ৭৫,০০০ প্রাণ নেয় প্রতি বছর। খুব সত্যি এটা থামানো দরকার। থামবে কি করে?

    http://cancer.about.com/od/cervicalcancer/a/preventcervical.htm

    ৭৫,০০০ এর জন্য এই খরচ করবে? নাকি হার্ট যাতে কিনা ২২.৫% মহিলা মারা যায় তাদের জন্য অ্যাস্পিরিনের ব্যবস্থা করবে? আমি মনে করি সামর্থ্য যখন সীমিত তখন আগে অ্যাস্পিরিন আসুক তারপরে ভাবা যাবে। তা একে গাঁট ভাবলে তা নিশ্চয়ই গাঁট। মতান্তরে অন্য প্রশ্নকে লোকে বুকিশ বলে তা নিশ্চয়ই বলে দিতে হবে না।
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:১২504548
  • টাকার অভাবে অ্যাস্পিরিন নেই , এটা তোমাকে কে বল্লো ? :)

    ডাটা দাও দিকি :)
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:১৩504549
  • আর ২২।৫ % মহিলা অ্যাসপিরিনের অভাবে মারা যান, তার ডেটাও।

    ২২।৫ % কীসের ? সমস্ত মহিলা মৃত্যুর ? গ্রামের ?
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:৩০504550
  • ডেটা - http://indiatoday.intoday.in/story/India%27s+no.1+killer:+Heart+disease/1/92422.html

    আগেও দিয়েছিলাম, দেখো নি বোধহয়।

    আর অ্যাস্পিরিন নেইটা রেটোরিক। মানে হল হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা বোঝার মতন ইনফ্রাস্ট্রাকচারই নেই। এটা অভিজ্ঞতা গুগুল করে বোঝা যাবে না। আর কলকাতার ৩৫ কিমি দুরে যদি এই ইনফ্রাস্ট্রাকচার হয় তাহলে সুন্দরবনে কি অবস্থা ভেবে নিতে অসুবিধা হয় না।

  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:৩৫504551
  • ভারতে কয়েকটা রাজ্যে এনিয়ে ডিটেইল্ড কাজ হয়েছে।
    একদম রিসেণ্ট ডেটা বলছে :

    communicable diseases, injury and poisoning and cancers were found to be the major killers among reproductive age group women ( 15-44)

    কম্যুনিকেবল ডিজিজের মধ্যে সবচে উপরে টিবি।

    হার্ট ডিজিজের সংখ্যা যেকোন সময়েই বেশি হয়, কারণ বার্ধক্যজনিত কারণেও ওটা হয়। অকালমৃত্যুর কারণ হিসেবেও ওটা বাড়ছে, আমদের ডায়েট, লাইফ স্টাইল বদলে যাবার জন্য। মূলত: শহরাঞ্চলে। গ্রামেও আস্তে ধীরে বাড়ছে। কিন্তু এই অন্য অসুখগুলো অবশ্যই এখনো অকালমৃত্যুর জন্য বিশালভাবে দায়ী।

    যেটা নিয়ে কথা হচ্ছিলো, শিশুমৃত্যু। আর তার সাথে সম্পর্কিত হল , জন্ম দিতে দিয়ে মায়ের মৃত্যু। সেটার কথাও ঐ 'পেপার' এ বলা হয়েছে।

    দুখানি তথ্য দিয়ে যাই।

    জন্ম দিতে গিয়ে মায়ের মৃত্যুতে আমাদের দেশ এক নম্বরে।

    আর সেই সংখ্যাটা হল : 3.58 lakhs in year 2008

    http://articles.timesofindia.indiatimes.com/2010-09-16/india/28266591_1_maternal-mortality-pregnancy-and-childbirth-risk-of-maternal-death

    শিশুমৃত্যুর সংখ্যাটা আর আলাদা করে লিখলাম না।

    এবার এটা যদি তোমার সমস্যা না মনে হয়, ওখানে এতদিন যাবত কাজের রিপোর্টকে মনে হয় পেপার ফর পেপার্স সেক, আর আমার সেটা এখানে দেওয়া মনে হয় পেপারটার কথা আগে জানা জনিত এক্ষসাইটমেন্টের কারণে, তালে সত্যি কিছু বলার নেই :)
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:৪০504553
  • তোমারি সোর্স থেকে :
    communicable diseases and those associated with child birth and nutritional disorders account for 38 per cent of deaths.

    Read more at: http://indiatoday.intoday.in/story/India%27s+no.1+killer:+Heart+disease/1/92422.html


    আর যে ৪২% নন কম্যুনিকেবল, তার মধ্যে ক্যান্সারও আছে কিন্তু !
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:৪০504552
  • ডেটাটা দেখো নি বলে বলছ। ২৫-৬৯ এর এজ গ্রুপে ২৫ শতাংশ মহিলা হার্ট অ্যাটাকে মারা যায়।
  • pi | 128.231.22.133 | ১৬ নভেম্বর ২০১১ ০৯:৪৭504555
  • ২৫ % এর মধ্যে গ্রামে কত ?
    আর তোমার এজ গ্রুপটা দেখো । ২৫-৬৯ ।
    রিপ্রোডাক্টিভ এজে ১৫ থেকে ধরা হয়।

    শিশুর জন্ম দিতে গিয়ে মৃত্যু সবচে বেশি হয় নাবালিকা মায়েদের।

    এই সংখ্যাটা, আগেই বল্লাম তো , সাড়ে তিন লাখের চেয়েও বেশি। এবার তার সাথে শিশুমৃত্যু ধরো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন