এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • কুস্বাস্থ্য

    pi
    অন্যান্য | ০২ নভেম্বর ২০১১ | ৯৪৮০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১০:০৬504557
  • হেডিং দিয়ে কী করবো ?
    আমাকে ১৫ -২৫ এর মৃত্যুর ডেটা দাও।
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১০:০৮504559
  • *পপুলেশন
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১০:০৮504558
  • ও-১ এর ডাটা দাও ( যেটাকে ইনফ্যান্ট মর্টালিটি বলে)।

    এরা পপুপ্লেশনের মধ্যে পড়ে না ? :)
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১০:১০504560
  • আগে এই হেডলাইনটাকে নেগেট করো তারপরে দেখা যাবে। ওখানেই ২৫-৬৯ অবধি এবং তারপরে সমস্ত এজ গ্রুপেরও ডেটা আছে।
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১০:১২504561
  • maternal mortality rate হচ্ছে প্রতি ৭০ এ এক জন !! ( ডেভেলপড দেশে এটা প্রতি ৭৩০০ এ এক জন)
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১০:১৩504562
  • তাতে কি হার্ট অ্যাটাক লিডিং কিলার হল না?
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১০:২০504563
  • এই কয়েকটা প্যারাটা পড়ে দেখো।

    In India, heart disease is the single largest cause of death in the country with heart attacks being responsible for one third of all deaths caused by heart diseases. According to a projection by the World Health Organization (WHO) and the Indian Council of Medical Research (ICMR), India will not only be the heart attack capital but also the capital of diabetes and hypertension by 2020.

    Heart attack is a life-threatening event and everyone should know the warning signs of heart attack. Most people who die of heart attack die within the first hour after the onset of the symptoms.

    Hence knowing the symptoms of heart attack and seeking immediate medical attention is essential to prevent death due to heart attacks and also to lessen the amount of damage to the heart.

    Measures like cardiopulmonary resuscitation (CPR) and thrombolytic drugs (clot buster) when given early during the onset of heart attack can help in saving the life of the patient.

    Read more: Heart Attack - Overview | Medindia http://www.medindia.net/patients/patientinfo/HeartAttack.htm#ixzz1dqBcPSj1

  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১০:২১504564
  • ঐ ক্লট বাস্টার নামক ড্রাগটি অধিকাংশ হাসপাতালে নেই যাকে আমি ""অ্যাস্পিরিন"" বলেছি।
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১০:৫৫504566
  • আকাদা, ভুলে যাচ্ছো, এই ডাটা অনেক দিন আগে আমিই তোমায় দিয়েছিলুম :) এখানে্‌ক নন কম্যুনিকেবল ডিজিজের কনফারেন্স থেকে আসার পর। তখন এই নিয়ে আলোচনাটা কী হয়েছিল মনে আছে কী ? এই সংখ্যাটা বাড়ার একটা বড় কারণ লাইফ এক্সপেক্টেন্সি বাড়চে।

    এটা নিয়ে যথেষ্ট ক®¾ট্রাভার্সি আছে। এই NCD র উপর এম্ফ্যাসিস দেওয়া।

    আর এই ডেটা টা হল ২০০১-০৩ এর, সেটা দেখেছো কি ?

    গ্রাম বাংলায় গরীব মানুষের মধ্যে অকালমৃত্যুর বড় কারণ এই ইন্‌ফ্‌য়ান্ট মর্টালিটি, ম্যাটার্নাল মর্টালিটি, টিবি, ডায়রিয়া, ম্যালেরিয়া। এটা ওখানে কাজ করা সব ডাক্তারই বলেন।

    ঐ ২০০১-০৩ এর হিসেব ও যদি নিয়, তাহলে communicable diseases and those associated with child birth and nutritional disorders account for 38 per cent of deaths । শুধু হার্ট ডিজিজের থেকে এই সংখ্যাটা কি বেশি হচ্ছে না ? গ্রামের হিসেব দেখলে সেটা আরো বাড়বে।

    আর টাকার কারণে ঐ ড্রাগ রাখা যাচ্ছে না , এমনো তো না। বলছি তো, এটার জন্যও প্রাইমারি কেয়ার সিস্টেমটা ঠিকঠাক করাই যথেষ্ট ! এটা টাকার অভাবের জন্য হচ্ছে, এমন না।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১১:০৩504567
  • আরে হার্ট অ্যাটাক হলে সিপিআর দেওয়া যায় না, ক্লট বাস্টার দেওয়া যায় না, তার সাথে লাইফ এক্সেপেক্টেন্সি বাড়ার কি সম্পর্ক? নাকি বয়স বাড়লে সিপিআরের দরকার নেই?

    কোন ডাক্তারের কথা শুনতে চাই না। যদি এস্টাবলিশড ডেটা দিতে পারো যে লিডিং কজ অফ ডেথ হার্ট অ্যাটাক ছাড়া অন্য কিছু তাইলে কথা এগোয়।

    গ্রামে গ্রামে হাসপাতাল নেই, হাসপাতাল থাকলেও ডাক্তার নেই, ডাক্তার থাকলেও ওষুধ নেই, এর যেকোন একটা বা সবকটা ঠিক করতে স্পেণ্ডিং লাগে। এবারে স্পেণ্ডিং বলতে যদি শুধু টাকা খরচ বোঝো সেটা তোমার বোঝার ভুল। টাকা খরচের দাবীটা এটা অ্যাজিউম করেই যে সেই টাকা এফিশিয়েন্টলি খরচ করা হবে। সরকার যদি সেটাও না করতে পারে তাহলে কিছু বলার নেই।

    আপাতত আমি একটাই তথ্য চাই, কারুর মুখের কথা নয়, লিডিং কজ অফ ডেথ কি দেশে বা প:ব:য়ে?
  • dukhe | 122.160.114.85 | ১৬ নভেম্বর ২০১১ ১১:০৫504568
  • নিয়তি ।
  • Update | 117.194.40.47 | ১৬ নভেম্বর ২০১১ ১১:২০504569
  • Name:piMail:Country:

    IPAddress:72.83.76.29Date:16Nov2011 -- 11:11AM

    তোমার তথ্যসূত্র ই বলছে communicablediseasesandthoseassociatedwithchildbirthandnutritionaldisordersaccountfor38percentofdeaths

    হার্ট ডিজিস সেখানে ২৫%
    তাও গ্রাম শহরের ব্রেকাপ নাই। এবং এটা ২০০১-০৩ এর তথ্য।
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১১:২২504570
  • আচ্ছা নতুন তথ্য সূত্রই দাও যেখানে হার্ট অ্যাটাক লিডিং কজ অফ ডেথ নয়। তারপরে এগোনো যাবে। আপাতত জয় হিন্দ। :)
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১১:২৭504571
  • গ্রামে গ্রামে ডাক্তারের পদ শূন্য। সেটা কি টাকার অভাব বা টাকা ইনেহিশিয়েন্টলি খরচ না করার জন্য ? যাঁরা এখন যাচ্ছেন না, তাঁরা যত বেশি টাকা পেলে যেতে পারেন, মানে প্রাইভেট হাসপাতাল কি প্রাইভেট প্র্যাকটিসের সমতুল্য, সেটা কি কখনৈ দেওয়া সম্ভব ? আর দেওয়ার পরও হয়তো গ্রামে যাবেন না।

    এর জন্য অন্য সমাধান ভাবতে হবে। আর কিছু কিছু ভাবা হচ্ছেও।

  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১১:৩০504572
  • সেটা আমি কেন দেব ? এই তথ্য তো তোমার দেওয়া। এই প্রোপোসিশন ও তোমার ! তোমার তথ্য থেকেই দেখালাম অন্য কজ, যেগুলোর কথা আমি বলছি, তা এর থেকে বেশি তো !!

    আমি তো এমনি একটা ডিজিস কে 'বেসিক' সমস্যা ধরে তার পিছনে ছোটারই ঘোরতর বিরোধী !! একাধিক ডিজিসের কথা ভাবা আর প্রত্যেকের পিছনে একাধিক কারণ বিশ্লেষণে আগ্রহী !!
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১১:৩২504573
  • তুমি যে ডেটা টা দিয়েছো, সেটা হল মিলিয়ন ডেথ স্টাডি। ২০১৪ অব্দি চলবে। তদ্দিনে এক মিলিয়ন ডেথ ক্যালকুলেট করে ফেলবে, এমন আশা। তো সবে ২০০১-০৩ এসেছে। পরের ডেটার জন্য তো বসে থাকতে হবে । আমি তো বানিয়ে বানিয়ে দিতে পারবো না :)
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১১:৩৯504574
  • হার্ট অ্যাটাকের ওষুধ না দেবার জন্য লাইফ এক্সপেক্টেন্সি বেড়েছে , এ আবার কখন বল্লুম !!
    ওটা বাড়লে, বেশি বয়েসে এমনি ই হার্ট ডিজিসের সম্ভাবনা বাড়ে, সেটাই বল্লাম।

    এটা হল হার্ট ডিজিস বাড়ার , ঐ যাকে বলে লিডিং কজ।

    ডেটা চাই ? লিং চাই ?

    The factors responsible for this rising burden of cardiovascular diseases include:

    1. Demographic shifts consisting of progressive aging of the population more people reach an age when cardiovascular diseases become clinically manifest. Life expectancy in India increased from 41.2 years in 1951-1961 to 61.4 years in 1991-1996, and with expanding population, the absolute number of CVD cases are increasing.
    2. Life style transition with adoption of unhealthy life style comprising of sedentary habits, lack of physical activity associated with increased mechanization, excessive consumption of inexpensive tobacco),
    3. Nutrition transition with consumption atherogenic and thrombogenic diet rich in cholesterol and salt but low in fresh fruits and vegetables.
    4. Socio-economic transition associated with urbanization, industrialization and affluence.

    http://www.sajpc.org/vol7/vol7_4/whyiscoronary.htm

    ২,৩,৪, দেখে কী মনে হয় ? গ্রাম বাংলায় এটা বেড়ে মৃত্‌য়্‌র লিডিং কজ হয়ে গেছে ?
  • aka | 75.76.118.96 | ১৬ নভেম্বর ২০১১ ১৭:৩১504575
  • আরে কারণ দেখে হবে কি? যেকারণেই হোক হার্ট অ্যাটাক হোক, হার্ট রিলেটেড প্রবলেম লিডিং কিলার। এবং তারমধ্যে হার্ট অ্যাটাকে যায় ১/৩র্ড। এবং সেটাও যায় সময় মতন সিপিআর এবং ওষুধ না দেওয়ার জন্য। নাকি বলছ যেহেতু বুড়োদের বেশি হচ্ছে তাহলে ব্যাটারা মরলেই হয়?

    আমি বলছি আগে যা মৃত্যুর সবথেকে বড় কারণ সেটাকে থামানোর চেষ্টা করা হোক। তার উত্তরে তুমি কিছু একটা বলছ, কিন্তু কি বলছ সেটা বোঝা যাচ্ছে না। তুমি কি এটার সাথে এগ্রি করো যে হার্ট রিলেটেড প্রবলেম লিডিং কিলার? নইলে এই কথাবার্তা এগোনোর মানেই নেই।

    এই রিপোর্টটাও দেখো। এটা ২০০৬ এর।

    http://www.who.int/whosis/mort/profiles/mort_searo_ind_india.pdf
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১৮:০৯504578
  • ২৫ % আর ৩৮% ( এবং গ্রামের জন্য এই ফারাকটা আরো বেশি হবে ) এর মধ্যে কোনটা বেশি তা আমার ঠিক জানা নেই :)

    ২৫% এর এক তৃতীয়াংশের জন্য ওষুধ রাখার সাথে অন্য ব্যবস্থা ভালো করার বিরোধ কোথায় তাও আমার জানা নেই :(

    অতএব এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না :|

  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ১৮:৩৭504579
  • এবং এই হার্ট ডিজিসের প্রিভেনশানের জন্যও ( কারণগুলো পড়লেই দেখতে পাবে, এটাতে প্রিভেনশনের কতটা ভূমিকা আছে) যেখানে বলা হয়েছে, তার পরেও কোথায় বিরোধ, কোথায় তর্ক, কিস্যু বুঝি নাই।

    হার্ট অ্যাটাকের জন্য ক্লট ব্লকার রাখতে হবে বলে শিশুমৃত্যুর পিছনের আর্থ -সামাজিক - জেন্ডার বায়াসের ভূমিকা নিয়ে কেন কথা বলা যাবেনা, সেটা নিয়ে কথা বলতে গেলে এত আপত্তির সম্মুখীন হতে হবে কেন, কিস্যু বুঝিনি।

    যাইহোক, ঐ রিপোর্টটা নিয়ে কথা কাল শেষ হয়নি। আর আপাতত কিছু লেখারও ইচ্ছা নাই।

    তবে আশা করবো এবার থেকে প:বঙ্গের কুস্বাস্থ্য নিয়ে আলোচনায় তুমি একমাত্র হার্ট ডিজিসের ওষুধের সমস্যার কথাই বলবে। ঐ 'বেসিক' সমস্যা ছাড়া আর কোন আলোচনা এখানে হবেনা :)
  • aka | 168.26.215.13 | ১৬ নভেম্বর ২০১১ ১৯:০৫504580
  • তা কেন? কুস্বাস্থ্য নিয়ে আলোচনা চলুক না। হার্ট অ্যাটাক এসেছে সার্ভিকাল ক্যান্সারকে লিডিং কজ অফ ডেথ বলা থেকে।

    আর তারও আগে একটা পেপার পড়তে বলায় যার রেজাল্ট আমার অন্তত অত্যন্ত অবভিয়াস লেগেছে। নাম করে পিটির নাম লিখে দিলে পড়তাম না। :)
  • pi | 72.83.76.29 | ১৬ নভেম্বর ২০১১ ২০:৩৫504581
  • তাই ? সেজন্য এসেছে? :)

    নিজের Date:16 Nov 2011 -- 06:31 AM
    এ নিজের পোস্টটা পড়ে দেখো:)
    আর আমার পুরানো পোস্টগুলোও :)

    কিচ্ছু বলার নেই :)

    তবে এভাবে ঠিক আলোচনা করা যায় না। কাল থেকে বারবার যেভাবে গোলপোস্ট সরানো দেখেছি, তাতে আমি তোমার সাথে এনিয়ে আর তর্কে যাবোনা।
  • aka | 168.26.215.13 | ১৬ নভেম্বর ২০১১ ২১:৪৭504582
  • গোলপোস্ট সরাই নি, ঘুরে নিজের পোস্ট দেখি নি।

    আচ্ছা হার্ট অ্যাটাক এসছে সেটাই ইম্পর্ট্যান্ট বলে। এবার মনেও পড়েছে, তাহল একটা পেপার নিয়ে খুব চেঁচামিচি করে পড়তে দিলে এবং পড়ে মনে হল খুব অবভিয়াস। পড়ে বেসিকালি মনে হল কাজের কিছুই হল না। তাও জানতেই চেয়েছি নতুন কি? সেইটা বলাতে তুমি সার্কাজম শুরু করলে। তার থেকেই এত কিছু। :)
  • aka | 75.76.118.96 | ১৯ নভেম্বর ২০১১ ০৩:৫৯504583
  • রেফার করবেন না বললেই হয় না। এই কথা বুঝতে এত জল ঘোলা করতে হয় না। জেলার হাসপাতালে সামান্য ঘোরাঘুরি থাকলেই বোঝা যায় কেন জেলা থেকে কলকাতায় রোগী রেফার করা হয়।

    http://www.anandabazar.com/19swasth1.html
  • aka | 75.76.118.96 | ২১ নভেম্বর ২০১১ ০৮:১৭504584
  • এই তো জেলার হাসপাতালের অবস্থা। এখান থেকে রেফার করবেন না বললেই হল? না করলে মৃত্যুটা ঐ হাসপাতালের ঘাড়ে চাপে।

    http://www.anandabazar.com/21swasth1.html
  • S | 128.231.155.50 | ২২ নভেম্বর ২০১১ ১৯:৫৩504585
  • এই খবরটা আজ NPR এ শুনছিলাম। শুধুমাত্র পরিস্রুত জলেরা ব্যবস্থা করেই স্বাস্থ্যের কতটা উন্নতি করা যায় সেই নিয়ে। পাঞ্জাবের এক গ্রামে।
    http://www.npr.org/2011/11/22/142184691/selling-water-health-care-in-the-developing-world
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ২০:১২504587
  • কালকে এটাই দিতে যাচ্ছিলাম।

    ' চিকিৎসায় আমরা বেশি গুরুত্ব দিয়ে ফেলি বিল্ডিং কিংবা মেশিনকে। আমার কাছে যত হার্টের রোগী আসেন, তাঁদের ৯৫ শতাংশকে আমি গাছতলায় বসে দেখতে পারি। পাঁচ শতাংশের সি টি স্ক্যান, এম আর আই দরকার হয়'
  • pi | 72.83.76.29 | ২২ নভেম্বর ২০১১ ২২:৪৫504589
  • তবে লেখাটার বাকি অংশ নিয়ে কিছু বলার আছে।

    এই যে অন্য রাজ্যের বিমার কথা বলেছেন,এগুলো কিন্তু প্রাইমারি কেয়ার দ্যায় না, কয়েকটা বোধহয় কেবল টারশিয়ারি কেয়ার। আউট অব পকেট খরচের একটা বড় অংশ তো প্রাইমারি কেয়ারেও যায় আর এটাই তো সবার সবচেয়ে দরকার হয় !
    দারিদ্‌র্‌যসীমার নিচে থাকা মানুষজনের জন্য সরকারের একটা যোজনা চালু হয়েছে, রাষ্ট্রীয় বিমা স্বাস্থ্য যোজনা। সেখানেও প্রাইমারি কেয়ার কভার করে না !
    এবার উনি বলেছেন, এই বিমাতে বেসরকারি হাসপাতালগুলিকে বেশি আনার কথা। বাস্তবে তাই হচ্ছেও। যদিও খাতায় কলমে সরকারি হাসপাতালও এই বিমার আওতায় আসতে পারে। প:বঙ্গে এর মধ্যে চালু হল রাষ্ট্রীয় বিমা স্বাস্থ্য যোজনা। সেখানে কোনো সরকারি হাসপাতাল নেই কিন্তু !
    অন্যান্য বাকি সব রাজ্যেই কিছু হলেও সরকারি হাসপাতাল আছে, প:বাঙ্গে কোন এক অজ্ঞাত কারণে সেটি হয়নি।
    আপাতদৃষ্টিতে দেখলে, হয়ত ভালৈ। সরকারি হাসপাতালে যখন এমনিতেই বেশি চাপ, পরিষেবা, পরিকাঠামোর সমস্যা । কিন্তু একটু তলিয়ে দেখলে, এই বিমা স্কিমে সরকারি হাসপাতালের অন্তর্ভুক্তি কি এই পরিষেবা, পরিকাঠামো উন্নত করতেই সাহায্য করতো না ? সরকার কিন্তু টাকা ঢালছে। এই বিমার টাকা সরকারই দিচ্ছে। কেন্দ্র , রাজ্য ভাগ করে। স্বাস্থ্য ক্ষেত্রে সরকারের বরাদ্দও বেড়েছে। কিন্তু সেই টাকাটা তো যাচ্ছে বেসরকারি হাসপাতালে ! যার মান নিয়ে দেবী শেঠিও প্রশ্ন রেখেছেন। রেগুলেশনের কথা বলেছেন। কিন্ত কোথায় কী রেগুলেশন ? উলটে সরকারি হাসপাতাল থেকে হাত গুটিয়ে নিয়ে এই বেসরকারি ব্যবস্থাকেই আরো ছাড়, ছাড়পত্র দেওয়া হচ্ছে।
    সরকারের এই টাকাটা সরকারি হাসপাতালে কিছুটা খরচ হলে আখেরে ভাল ফল হত না কি ?
    এখনকার এই সিস্টেমটা মেনে নেবার অর্থ, ধরেই নেওয়া হচ্ছে সরকারি ব্যবস্থায় আর কিছু হবার নেই। আর এটা চলতে দেবার অর্থ, সরকারি ব্যবস্থা আরো আরো ভেঙেগে পড়ার বন্দোবস্ত করা।

    এমনকি শুনলাম যে শ্রমজীবী হাসপাতালের মত বেসরকারি কিন্তু নন-প্রফিট হাসপাতালগুলিও এই বিমা প্রকল্পের জন্য আবেদন করেছিল,সেসব খারিজ হয়ে গেছে !

    সরকার স্বাস্থ্য খাতে খরচ করে না বলে আমাদের মূল অভিযোগ। খরচের বরাদ্দ যখন বাড়লো, সেটা য়েতে থাকলো বেসরকারি হাসপাতালে !

    হ্যাঁ, এও বলা হবে যে, সরকারি হাসপাতালে ডাক্তার কই। তো তার জন্য ও এই কোন রেগুলেশন হীন বেসরকারি হাস্পাতাল ব্যবস্থা দায়ী নয় কি ? সরকার টাকা দিতে পারছে না বলে সরকারি হাসপাতালে শূন্যপদ , এমন তো নয়। হ্যাঁ, বেসরকারি হাসপাতালের মত দিতে পারছেনা। আর সেটা কোন দিন দেওয়া সম্ভব হবেনা। এই যে এত আবাপ র রিপোর্ট বের হয়, আনাথেসিস্ট নেই। কেন নেই ? সরকারি হাসপাতালে পরিকাঠামো নেই বলে ? :) নাকি বেসরকারি হাসপাতালে তাঁদের মাইনে লাখ দুয়েকের কাছাকাছি আর সরকারি হাসপাতালে তার চেয়ে সাত আট গুণ কম বলে ? হ্যাঁ, সরকারি বরাদ্দ বাড়িয়ে এই বেতন বাড়ানো উচিত হয়তো কিন্তু কোনদিন ই তো সেটা দু লাখের সাথে কমপিট করতে পারবে না। করলে কি ভালো ও ? আর বেসরকারি হাসপাতাল গুলো কেন এত বেশি দিতে পারছে ? রোগীদের চুষছে বলে। কোন রেগুলেশনের মা বাপ নেই বলে।
    এটাই পুরো গল্প নয়। আরো ফ্যাক্টর পত্তর ও আছে। কিন্ত এটাও গল্পের অংশ।

    এই সিস্টেমে আর বেটার কী আশা করা সম্ভব ?
    কিন্তু আমরা এই সিস্টেমকেই তো বইধতা দিয়ে চলেছি।
    আরো আরো বেসরকারিকরণ কে তোল্লাই দিলে আরো করব।

    তবে দেবী শেঠীর সরকারি উদ্যোগে জেলায় জেলায় মেডিক্যাল কলেজ খোলার প্রস্তাবে ক। খুব দরকার।
  • aka | 75.76.118.96 | ৩০ নভেম্বর ২০১১ ০৪:৪৮504590
  • কেরল ও ত্রিপুরায় ক্যান্সারের জন্য প্যালিয়েটিভ কেয়ার শুরু হল।

    http://www.anandabazar.com/30swasth1.html
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন