এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  বইপত্তর

  • মেলা বই - ২০১২

    Abhyuday
    বইপত্তর | ২৭ ডিসেম্বর ২০১১ | ৬৭৩৫ বার পঠিত | রেটিং ৩ (১ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • T | 117.194.33.2 | ১১ জানুয়ারি ২০১২ ১৪:৪৯505429
  • বিমান নাথের আনন্দ থেকে প্রকাশিত আরো একটি বই আছে, 'নক্ষত্রের গান'
  • Ishan | 117.194.33.2 | ১১ জানুয়ারি ২০১২ ১৪:৪৯505430
  • আজকেই শুরু হচ্ছে।
  • nabin pathak | 111.93.163.126 | ১১ জানুয়ারি ২০১২ ১৭:৪৪505431
  • বাংলায় শিশু কিশোর সাহিত্যের এমন ভাণ্ডার।তবু কেন যে শুধু গোয়েন্দা গল্প উৎসাহিত করা হচ্ছে কে জানে।
    স্বর্ণাক্ষর থেকে বেরচ্ছে নতুন কাগজ ছেলেবেলা।
    নতুন কিশোরদের লেখা খঁজে বেরাই।
    গ্রহান্তরের গঁজাখোর -সইকত মুখোপাধ্যায়
    চাঁবররের শেষ স্লোক -হিমাদ্রি কিশোর দাসগুপ্ত
    পরশপাথর এর বই ডাকাতিয়া,গাঙচিল এর উড়োজাহাজ,অজেয় রায় এর মুঙ্গু,দেজ থেকে শীরষেন্দু র অদ্ভুতুরে,এমন কয়েকতি পত্রিকা বই ঘেঁটে পড়া গেল।
    নতুন নাম অরো কিছু অসলে ভালো লাগে।উত্তসুরি তো চাই।

  • Abhyu | 128.192.7.51 | ১১ জানুয়ারি ২০১২ ২২:৩৯505432
  • কমিকস সমগ্রগুলো আমি কিনছি না, কারণ ঐ মোটা মোটা বই খেতে খেতে বা পাশ ফিরে শুয়ে পড়া কঠিন। এই সমগ্র বের করার ঠ্যালায় আজকাল লোকে পড়ার সুবিধে অসুবিধের কথা মাথায় রাখে না :(

    আনন্দমেলার পুজোবার্ষিকী গুলো থেকে একটা সংকলন বার করেছে আনন্দ - সেটা বেশ ভালো লাগল। আর এক বাক্স সন্দেশও ভালো।

    ঢালের খোঁজে ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে http://www.flipkart.com/books/8177569570?_l=gWxQa0snNjHUHKJhnj_y0w--&_r=f5AHqMNakbH1mBuTeKKKVg--&ref=4fb544c2-4b35-4687-bc38-418157515e25
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২৬505433
  • তিমি, তুলে দিলাম।
  • Bratin | 117.194.99.43 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০০505434
  • কমিক্স সমগ্র বেশ ভালো করেচে। উল্টে পাল্টে দেখলাম। বেশ পুরোনো পুরো কমিক্স। ১ আর ২।

    ময়ুখ চৌধুরী র ভালো। এছাড়া লালমটি থেকে বেড়িয়েছে

    বাহাদুর বেড়াল
    ডানপিটে খাঁদু আর তার কেমিক্যাল দাদু
    নোলে দা।

    শৈলেন ঘোষের উপন্যাস সমগ্র বেড়িয়েছে ১ আর ২।

    মতি নন্দী র উপন্যাস সমগ্র বেড়িয়েছে। সেই স্ট্রাইকার,স্টপার,কোনি, ননীনা নট আউট এই সব নিয়ে।
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১০505435
  • লাল মাটিতে অ্যাত্তো কিছু দেখতে পেলি আর কাফি খাঁ সমগ্র দেখতে পেলি না? ওটা কাল গিয়ে কিনে আনিস। আর লালমাটিরই
    দেখা না দেখায় মেশা - সুধীর চক্রবর্তী
    চিত্রকরের রোজনামচা - রামানন্দ (এই দুটো না কিনলেও চলবে) তবে লালমাটির কাফি খাঁ সমগ্র একবার হাতে তুললে আর নামানো যাবে না।
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৩505436
  • রসিকজনদের জন্য আরেকটা হাঁড়ির খবর দিই?
    দুটি প্রোজেক্ট পরের বইমেলা নাগাদ নেমে যেতে পারে।
    বিমল দাসের আঁকা সদাশিব কমিক্স। আর রোভার্সের রয়।
    আর কারুর যদি ইংরাজিতে পুরো রোভার্সের রয় চাই, আমাকে মেলাবেন।
  • Bratin | 117.194.99.43 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৬505437
  • তাই চোখে পড়ে নি তো। দোকানের স্টলের লোক দের সাথে বাঁটুল সমগ্র আর হাঁদাভোঁদা সমগ্র নিয়ে অনেক ক্ষন আলোচনা হল। বললো আমরা আগের বরে বই মেলা তে বার করার মাস চরেক পরে ওরা ও বার করলো। রঙীন বই গুলো পর পর জুড়ে দিয়েছে এই নিয়ে খুব দু:খ করছিল।

    মৌমাছি সমগ্র টা দেখেছিলি?
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:১৯505439
  • মৌমাছি সমগ্রটা গতবছরের আগের বছরের পুরনো বই। বিরূপাক্ষ সমগ্রও তাই। লালমাটির মাস্ট হ্যাভের মধ্যে অ্যাডিয়ে নিস -
    বিরূপাক্ষ
    প্রমদারঞ্জনের বনের খবর
    অজেয় রায়ের গল্পসংগ্রহ
    রবিছবি
    আরো কয়েকটা আছে এখন নাম মনে পড়ছে না।
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:২৩505440
  • লীলা মজুমদার এক থেকে পাঁচ তো আছেই।
  • Bratin | 117.194.99.43 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৩505441
  • ঠিক ঠিক প্রমদা রঞ্জন । লীলা মজুমদারের বাবা। এর কথা ঐ বিস্মৃত লেখক টই তে লিখেছিলাম।

    কী কী কিনলি লেখ না। কিছু বই এখন ও কলকাতায় আছে বলছিলি। ঝেঁপে আনবো তাহলে :-))
  • byaang | 122.178.204.237 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৩৬505442
  • কার থেকে আনবি? মা গেছে বোলপুর। বাড়ি তো তালাবন্ধ। :-)))
  • hu | 12.34.246.73 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:২১505443
  • হায়! আমি একখানি বই কিনতে চেয়েছিলাম - 'আমার উন্মন বাদ্যকর' - সে আর হল না!
    তবে ব্যাঙদির থেকে নোলেদা সমগ্র প্রেজেন্ট পেয়েছি। কি আর বলব! যারপরনাই আপ্লুত :-)
  • Tim | 98.249.6.161 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ১৯:৪৬505444
  • আমি কিনলাম:

    লীলা মজুমদার ৩,৪ ৫
    বাংলা ভাষায় চলচ্চিত্র চর্চা ১৯২৩-৩৩
    Film Polemics- Ed by Sakti Basu
    তন্ত্রাভিলাষীর সাধুসঙ্গ - প্রসাদকুমার চট্টোপাধ্যায়
    ঢালের খোঁজে অ্যাসটেরিক্স
    সংস্কৃত সাহিত্য সম্ভার ২, ৬, ৮
    জীবরামের গল্প - হিমানীশ গোস্বামী
    আকবর- রাহুল সাংকৃত্যায়ণ
    বৌদ্ধ দর্শন - ঐ
    আমার লাদাখ যাত্রা -- ঐ
    স্তালিন-- ঐ
    বাংলা ছন্দের বিবর্তন- সুহৃদকুমার ভৌমিক
    বঙ্গভাষা ও সাহিত্য- দীনেশচন্দ্র সেন
    বাঙ্গলার ইতিহাস- রাখালদাস বন্দ্যোপাধ্যায়

    এছাড়া নবারুণের ফ্যাতারু সিরিজের কয়েকটা বই, জয় গোস্বামীর তিনখানি কবিতার বই।

    ব্যাংদির থেকে প্রেজেন পেলুম নোলেদা আর খাঁদু।
  • Bratin | 117.194.96.32 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৪505445
  • ব্যাঙ সবাই কে নোলে দা দিয়েছে। জাস্ট নোট করে রাখালুম। :-))
  • byaang | 122.178.207.127 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:২৯505446
  • রাখ না। কে মানা করেছে। তবে কিনা সবাইকে দেয় নি। যাদেরকে দিয়েছে তারা কেউ এদেশে থাকে না, আর ব্যাঙের আধখানা বয়েস তাদের, আর তারা সব পেয়েছির দেশে থেকেও ছোটোবেলার আনন্দমেলা করে হেদিয়ে মরে তাদের দিয়েছে। কুল্যে চার-পাঁচজন।
  • Bratin | 117.194.96.32 | ০২ ফেব্রুয়ারি ২০১২ ২১:৪৪505447
  • আচ্ছা । যা চাই না। :-))

    কিন্তু অভ্যু র বয়েস হল গিয়ে ৩৩। টিমের ৩১-৩২। তার মানে ব্যাঙের বয়েস হল : ৬২ - ৬৬ র মধ্যে। :-))
  • raatri | 14.99.41.63 | ০৩ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৬505448
  • আমি তাইলে ব্যাং-এর ইস্কুলে কক্ষনো পড়িনি ,চিনি-ও না ঐ মহোদয়াকে।আমার ভাই চাগ্রী করতে হবে এখনো অনেক দিন।বলে ছেলে এখনো কেলাস ওয়ান।
  • byaang | 122.178.208.82 | ০৪ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩১505450
  • এই ভিডিওটা এই পাতাতেই থাক বরং।

  • Somnath | 117.194.202.175 | ০৫ ফেব্রুয়ারি ২০১২ ১০:২৩505451
  • আমার কেনাকাটি এ বইমেলায় এখনো পর্যন্ত;

    (১) কবিতা সমগ্র ২ - ভাস্কর চক্রবর্তী - ভাষাবন্ধন - ১৮০
    (২) মহাযানের আয়না - নবারুণ ভট্টাচার্য - ঐ - ৪০
    (৩) অ্যাকোয়ারিয়াম - ঐ - ঐ - ৮০
    (৪) গানের মাটি - পল্লব কীর্ত্তনিয়া - অভিযান - ১০০
    (৫) কৃষ্ণগহ্বর - ব্রাত্য বসু - ঐ - ৮০
    (৬) হিজিবিজি - শিলাজিৎ - ঐ - ৮০
    (৭) অনেকে পড়েনি ২ - ঐ - ঐ - ৮০
    (৮) প্রেমের মড়া জলে ডোবে না - সুবিমল মিশ্র - উলুখড় - ১০০
    (৯) হাতে ধরিয়ে দেওয়া হয়েছে শেষ - হবিষ্যির মালসাভোগ - আর, এবং, হাসতে হাসতে, খড়কুটোর মত ভেসে যাওয়ার আনন্দ - গৌরবে - সুবিমল মিশ্র ০ উলুখড় - ১৬০ (এই দুটো জারি বোবাজুদ্ধ - লিটিল ম্যাগ থেকে)
    (১০) উল্টো দূরবীন - সুবিমল মিশ্র সংখ্যা - (বইমেলা ২০১২) - একটি চতুর্মাসিক চড়ুইপত্র - ২০
    (১১) নাট্যকথা - প্রসঙ্গ বিজন - বিশেষ সংখ্যা ২০০৯ - ১০০
    (১২) উজাগর - জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যা ১৪১৭ - ১০০
    (১৩) জনপদপ্রয়াস - জ্যোতিরিন্দ্র নন্দী সংখ্যা ২০০৪ জানুয়ারি - ৩৫
    (১৪) জনপদপ্রয়াস - অভিজিৎ সেন সংখ্যা ২০০৬ জানুয়ারি - ৩৫
    (১৫) ভাষাবন্ধন - উৎসব ২০০৯ - ২৫
    (১৬) শারদীয়া তথ্যকেন্দ্র - ১৮১৭ - ১০
    (১৭) শারদীয়া তথ্যকেন্দ্র - ১৮১৮ - ১০
    (১৮) উপন্যাস সমগ্র - আহমদ ছফা - মাওলা ব্রাদার্স - ৩০০
    (১৯) সটীক যাদুনগর - রাঘব বন্দ্যোপাধ্যায় - চর্চাপদ - ২০০
    (২০) সূর্য দীঘল বাড়ি - আবু ইসহাক - চিরায়ত - ৬৩
    (২১) পিকনিকে চ্যাঙা - ব্যাঙা - পৃথা বল - ধীরেন বল পুস্তকালয় - ২২.৫০
    (২২) ফটোগ্রাফার চ্যাঙা - ব্যাঙা - ঐ - ঐ - ২২.৫০
    (২৩) ঠেকে হাবুল শেখে - ধীরেন বল - ঐ - ২৭
    (২৪) তোলপাড় - ঐ - ঐ - ২৭
    (২৫) পশুপাখির বাজার - পৃথা বল - দক্ষভারতী - ২৫
    (২৬) গণ্ডার পণ্ডিত - ঐ - ঐ - ১০
    (২৭) মজার দেশে মানু - ধীরেন বল - ঐ - ২০
    (২৮) বৈষ্ণব পদসঞ্চয়ন - শ্রী বিষ্ণুপদ পাণ্ডা(স:) - বসুমতী - ১০৮
    (২৯,৩০) বৃহৎ তন্ত্রসার - ১,২ - সাধক চুড়ামণি শ্রীমৎ কৃষ্ণচন্দ্র আগমবাগীশ সঙ্কলিত - ঐ - ১৩৫
    (৩১) ব্রহ্মসূত্র বেদান্ত দর্শন - ভাষ্যানুবাদ পণ্ডিত শ্রী নলিনীনাথ রায় - ঐ -- ৯০
    (৩২) হিন্দু ধর্ম্ম পরিচয় - শ্রীসনৎকুমার রায়চৌধুরী - ঐ - ১০
    (৩৩) শ্রী শ্রী গীত গোবিন্দম - জয়দেব গোস্বামী - পদ্যানুবাদ রসময় দাস - গদ্যানুবাদ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় - ঐ - ২৭
    (৩৪) সাংখ্যদর্শন - মহর্ষি কপিল - গদ্যানুবাদ - উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় - ২৭
    (৩৫) হঠযোগ প্রদীপিকা - শ্রীমৎ স্বাত্মারামজিগীন্দ্র - অনু: উপেন্দ্রনাথ মুখোপাধ্যায় - ১৩
    (৩৬) লা জবাব দিল্লী - শমীক মুখোপাধ্যায় - গুরুচন্ডা৯ - ৩০
    (৩৭) ঘেন্না পিত্তি - সোমনাথ রায় - ঐ - ১০
    (৩৮) বন্দরের সান্ধ্যভাষা - সৈকত বন্দ্যোপাধ্যায় - ঐ - ২০
    (৩৯) আমার উন্মন বাদ্যকর - ইন্দ্রনীল ঘোষ দস্তিদার - ঐ - ২০
    (৪০) কারাগার বধ্যভূমি ও স্মৃতিকথকতা - কল্লোল ঐ - ৩০
    (৪১) আমার যৌনতা - গুরুচন্ডা৯ - ঐ - ১৫
    (৪২) একটি প্রাকৃতিক সাইন্স ফিকশন : শিন্টু ধর্মাবলম্বী রাজা - সবুজ ভদ্রমহিলা এবং একজন অভদ্র সামুকামী - আবু মুস্তাফিজ - ঐ - ১৫
    (৪৩) কামিনীকাঞ্চন - শ্রেয়া ঘোষ - সপ্তর্ষি - ৯০

    আজ যাবো, কাল যাওয়া হয়নি। আজ মেলা শেষ।

  • Somnath | 117.194.209.197 | ০৭ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫৯505452
  • ৪৪) Sun and Murderr (সূর্য এবং হত্যাকারী) - সুবিমল মিশ্র - জেরক্স
    ৪৫) সুবিমল মিশ্র : পতন অভ্যূদয় বন্ধুর পন্থা - ধীমান দাশগুপ্ত - বিতর্ক - জেরক্স (দুটো মিলে ১১২)
    ৪৬,৪৭,৪৮,৪৯) ভরত নাট্যশাস্ত্র ১,২,৩,৪ - ড: সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় (সম্পা:) - নবপত্র- ৩২০
    ৫০,৫১,৫২) সংস্কৃত সাহিত্যসম্ভার - ২,৬,৮ - নবপত্র - ২৭৫
    ৫৩,৫৪,৫৫,৫৬) বাঁধানো সন্দেশ - ১৪১৩,১৪১৪,১৪১৫,১৪১৭ - ২৫০
    ৫৭) ভিখারি একটি অনুসন্ধান - শালতি রিসার্চ গ্রুপ - ক্যাম্প - ৮০
    ৫৮) অপারেশন স্বর্গোদ্বার - আইভি চট্টোপাধ্যায় - প্রতিভাস - ১০০
    ৫৯) রাতপাখি ও অন্যান্য - ঐ-ঐ- ১৬০
    ৬০,৬১) মর্জিমহল ১,২- বনফুলের ডায়রি - বাণীশিল্প - ৮২৫
    ৬২) রম্য রচনা সংগ্রহ - বনফুল - বাণীশিল্প - ৬০
    ৬৩) প্রবন্ধ সংগ্রহ - বনফুল - ঐ - ১৮৭
    ৬৪) গল্প সমগ্র ৩ - রমানাথ রায় - ঐ - ২৬৩
    ৬৫) আনাড়ির নাড়িজ্ঞান - নবারুণ ভট্টাচার্য - ভাষাবন্ধন - ৯০
    ৬৬) ভাষাবন্ধন - ২০১২ জানুয়ারি - ৯
    ৬৭) কে সি পাল সমগ্র (বাংলা ও ইংরিজি) - কে সি পাল - (কেলোদার উপহার ) - অমূল্য

    এই হল শেষ দিনের কেনাকাটি। বইমেলা ২০১২ সমাপ্ত। :-)

  • omnath | 117.194.209.197 | ০৮ ফেব্রুয়ারি ২০১২ ০০:০২505453
  • ও, এবং
    ৬৮) গুরুচন্ডা৯ পেঁচা মুখোশ - ১০

    :-)
  • saikat | 116.203.214.156 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০০:০৫505454
  • সোমনাথ, ভাষাবন্ধন থেকে একাধিক বই কিনল কিন্তু ওখান থেকে কি পীযুষ ভটাচার্য-র "তালপাতার ঠাকুমা" উপন্যাসখানি কিনেছে?
  • Somnath | 117.194.192.96 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ০৭:২২505455
  • না। রেকো দিচ্ছো? কলেজ স্ট্রীটের জন্যে লিস্ট তৈরি হচ্ছে। অ্যাডাবো?
  • saikat | 202.54.74.119 | ১০ ফেব্রুয়ারি ২০১২ ১১:১৩505456
  • হ্যাঁ, দিলাম। একটা তালগোল পাকানো লেখা ৯৪ পাতার, পড়া শুরু করেছি, পড়তে গিয়ে কিরকম একটা ঘেঁটে আছি। নিতান্ত "ব্যাখ্যাক্যাংলা" না হলে ট্রাই কোর। :-)
  • paapaai | 111.93.163.126 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৩৭505457
  • বই মেলায় কেনা হোল শিশির কুমার দাশ এর তারায় তারায়।পড়ে আনন্দ পচ্ছি।
  • i | 124.169.159.155 | ১১ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৩505458
  • কবি শিশির কুমার দাশ?
  • byaang | 122.167.217.27 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২০505459
  • আজ একটু সময় পেয়েছি, আমার লিস্টি লিখে ফেলি।
    দশ বছর পরে বইমেলা গেলাম। তাই আমার লিস্টির বহু বই-ই বেশ অনেক পুরনো মানে বহু আগে প্রকাশিত। তা হোক বইমেলায় দাঁড়িয়ে হাতে নেড়েচেড়ে বই কেনার সুখই আলাদা। কলেজ স্ট্রীটে গিয়ে বইয়ের লিস্টি ধরিয়ে দেওয়ার সাথে কোনো তুলনাই হতে পারে না বইমেলার থেকে বই কেনার মজার।
    প্রথমে গেলাম থীমা।
    ১) পূর্বস্মৃতি - শান্তা দেবী (থীমা)
    ২) প্রচ্ছন্নের আখ্যান - রুশতী সেন (থীমা)
    ৩) কেতকী দত্ত : নিজের কথায়, টুকরো লেখায় - শমীক বন্দ্যোপাধ্যায় গ্রন্থিত (থীমা)
    ৪) বিবিধ রচনা - বিনতা রায় (থীমা)
    ৫) ওঁরা, আমরা, এরা - শোভা সেন (থীমা)
    ৬) বড়ো বাড়ির ছোটো স্মৃতি - স্মৃতি মিত্র (থীমা)
    ৭) তরুর শ্বশুরবাড়ি - জ্যোৎস্না দেবী (থীমা)
    ৮) না-এর মধ্যে হ্যাঁ - চম্পাকলি বসু (থীমা)
    ৯) মণিকুন্তলা সেন জনজাগরণে নারীজাগরণে (থীমা)
    ১০) ঠিকানা : কলকাতা - সুনীল মুন্সী (থীমা)
    ১১) years of laughter - কুট্টি (থীমা)
    থীমায় গেলে যা দেখি, তাইই কিনে ফেলতে ইচ্ছে করে। থীমার বাকি বইগুলো আগে থেকেই ছিল। তাই এই কটা কেনার পর আর কিছু কেনার থাকল না। :-)

    এরপরে গেলাম লালমাটি। লালমাটিতে পা রাখা মাত্রই স্টলে যে মেয়েটির ডিউটি ছিল, সে একগাল হেসে হাতে তুলে দিল
    ১২) কাফি খাঁ (লালমাটি)
    বইটা হাতে পেয়ে কী আহ্লাদ যে হল সে বলার নয়। সাধে আমি কোলকাতার লোকগুলোকে এত ভালোবাসি!
    লালমাটি থেকে আর যা যা কিনলাম -
    ১৩) লীলা মজুমদার রচনাসমগ্র ৫ম খণ্ড (লালমাটি)
    ১৪) সপ্তপর্ণ - শ্রীরাখালচন্দ্র সেন (লালমাটি)
    ১৫) দেখা না দেখায় মেশা - সুধীর চক্রবর্তী (লালমাটি)
    ১৬) গল্পসংগ্রহ - অজেয় রায় (লালমাটি)
    ১৭) কমিক্সসমগ্র ২ (লালমাটি)
    ১৮) ইলিশপুরাণ (লালমাটি)
    ১৯) নোলেদা (লালমাটি)
    ২০) ডানপিটে খাঁদু আর তার কেমিকালদাদু (লালমাটি)
    নোলেদা আর ডানপিটে খাঁদু এই দুটো বই ব্রতীনের জন্যও এক কপি করে নিয়ে নিই, যখন দেখা হবে দিয়ে দেব।
    ২১) চিত্রকরের রোজনামচা - রামানন্দ বন্দ্যোপাধ্যায় (লালমাটি)
    ২২) আঁকা শেখো - রামানন্দ বন্দ্যোপাধ্যায় (লালমাটি)
    এই আঁকা শেখো বইটা কেনার এমনিতে কোনো কারণ ছিল না আমার। এই না যে আমি আঁকা শিখতে খুব আগ্রহী অথবা ছবির কিছু বুঝি। এমনিই হাতে তুলে পাতা ওল্টাচ্ছিলাম, যখন ক্যাশিয়ার আমার বিল লিখছিলেন। বইটার দুইনম্বর পাতাতেই হঠাৎ করে চোখ আটকে গেল - রামানন্দর নিজের হাতের লেখায় উৎসর্গর পাতাটি - সারা জীবন ধরে ছোটদের পট গড়ার সংসারেই যে কাটালে সেই কৃষ্ণাকে।। রামানন্দ, ২০১২।
    এই কৃষ্ণা কে আমি জানি না, রামানন্দর আত্মীয়া নাকি বন্ধু নাকি স্নেহভাজন কিচ্ছু জানি না। কিন্তু আমার কোথায় যেন টনটনিয়ে উঠল, একটি মেয়ের নীরব পরিশ্রম আর নিষ্ঠা যে রামানন্দবাবু এইভাবে, এই ভাষায় অ্যাকনলেজ করলেন তাতেই বুকটা জুড়িয়ে গেল। যিনি বিল লিখছিলেন, তাঁর হাতে এই বইটাও দিয়ে বললাম ""এটাও যোগ করে দিন''। প্রায় ফতুর হয়ে বেরিয়ে এলাম।

    এবারে শুরু হয়েছে গুচর স্টলে যাওয়ার জন্য আনচান । না জানি বন্ধুরা এতক্ষণে কী কী মজা করে ফেলল। কিন্তু এদিকে আমার ভাই তার জন্য যেসব বই আনতে বলেছে সেগুলো না কিনে যাই কী করে! চললাম দে'জ। সেখানে যা যা কিনলাম।
    ২৩) রায় বাড়ি - গিরিবালাদেবী (দে'জ)
    ২৪) পলাশির পর বকসার - তপনমোহন চট্টোপাধ্যায় (দে'জ)
    ২৫) বাংলার কীটপতঙ্গ - গোপালচন্দ্র ভট্টাচার্য (দে'জ)
    ২৬) বিনয়-বাদল-দীনেশ - চিন্ময় চৌধুরী (দে'জ)
    ২৭ ) নিরুদ্দেশ সম্পর্কে ঘোষণা - অনিন্দ্য চট্টোপাধ্যায় (দে'জ)
    ২৮) হাহা হিহি - চন্দ্রিল (দে'জ)
    এই শেষের দুটো ভাইয়ের অর্ডার ছিল। কিন্তু লোভে পড়ে নিজের জন্যও কিনলাম আরো এক কপি করে। দেজ থেকে ছেলের জন্য যা যা কিনলাম। এগুলো আমার ছোটবেলায় ছিল, কিন্তু হারিয়ে গেছে, তাই আবার কিনলাম।
    ২৯) কলকাতার গল্পসল্প - পূর্ণেন্দু পত্রী (দে'জ)
    ৩০) পুরনো কলকাতার পড়াশোনা - পূর্ণেন্দু পত্রী (দে'জ)
    ৩১) বরণীয়দের মা - পার্থজিৎ গঙ্গোপাধ্যায় (দে'জ) এটা ছেলের জন্য কিনলাম, নতুন বই।
    দে'জের পালা শেষ।
    এখনো ভাইয়ের একটা বই কেনা হয় নি। চললাম প্রতিদিনের স্টলে। সেখানে গিয়ে দেখি হইহই রইরই কান্ড। লোক গিজগিজ করছে, কাদের যেন সাক্ষাৎকার হচ্ছে, টিভিতে নাকি লাইভ দেখানো হবে। দুচ্ছাই এখানে বই কোথায়! যাই হোক পেয়ে গেলাম ভাইয়ের বলে দেওয়া বইটা, নিজের জন্যও আবর এক কপি কিনে ফেললাম।
    ৩২) রান্নাঘরে রেস্তোরাঁ (এইটা সাপ্তাহিক রোব্বারে বেরোত, অমিতাভ মালাকারের ফুড্‌পাথ শুরু হওয়ার আগে)
    ভিড় থেকে বেরিয়ে বাঁচা গেল। হাঁটা দিলাম গুচর টেবিলের খোঁজে।
    পথে পড়ল পশ্চিমবঙ্গের স্টল। বা: এই দোকানটা তো বেশ ফাঁকা। দোকানের ভিতরে সামনেই একটা খালি চেয়ার রাখা। আমিও অম্নি ঢুকে পড়লুম একটু জিরিয়ে নিতে। ""ভাই, এই প্যাকেটগুলো বড্ড ভারি, একটু এই চেয়ারটাতে রাখব? দেখুন না, আমি মোটা মানুষ তো হাঁফিয়ে গেছি!''
    ""হ্যাঁ হ্যাঁ দিদি, রাখুন না, অ্যাই দিদিকে আরেকটা চেয়ার দে, দিদি একটু বসুন।''
    ""বসব? না: থাক, বরং বইগুলো দেখি। প্যাকেটগুলো এখানে রইলো, কেমন?''
    ওমা, এই বইটার মলাটটা এত চেনা চেনা কেন? আরে, এটা তো বাবার এক কপি ছিল, রমেনকাকু পড়তে নিয়ে আর ফেরত দেয় নি। বাবার জন্য নিয়েই ফেলি তাহলে।
    ৩৩) কলকাতা : ইতিহাসের উপাদান - নিশীথরঞ্জন রায় (পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি)
    আরে এটা কী বই, সুকুমারী ভট্টাচার্যর লেখা! ডিডিদার নির্ঘাৎ এই বইটা আছে!
    কী কান্ড, গুচর লোকগুলো কেমন করে এভাবে মনের মধ্যে সেঁধিয়ে যায়, যে বই কেনার সময়েও আমি এসব ভাবতে থাকি!!
    ৩৪) বেদে সংশয় ও নাস্তিক্য - সুকুমারী ভট্টাচার্য (পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি)
    ৩৫) জসীম উদ্দীন - জাহিরুল হাসান (পশ্চিমবঙ্গ বাংলা আকাডেমি)
    ৩৬) চিরসবুজ লেখা পত্রিকার এযাবৎ বেরোনো পত্রিকাগুলির সেট (শিশুকিশোর আকাডেমি)

    পারুলে একবারও কি ঢুকব না? ওদিকে সপ্তর্ষি আর গাংচিল-ও তো বাকি! :-( হে মূর্খ মহিলা, ভুলিও না তোমাকে ইহার পরে ব্যাঙ্গালোরে ফিরিয়া যাইয়া সারা ফেব্রুয়ারি মাসটি চালাইতে হইবে, জানুয়ারির শেষে পাওয়া টাকাগুলি এইভাবে নি:শেষ করিও না। দুদ্দুর, বাড়ি গিয়ে মায়ের থেকে ধার নিয়ে নেব। ঐ তো পারুল দেখা যাচ্ছে, বেশি কিনব না। খুব খুব যদি ভালো লেগে যায়, তবে কিনব। মাক্কালি! ওমা, এটা কী বই রে! মজার তো! প্রচ্ছদ আর অলংকরণও বেশ ইন্টারেস্টিং তো! কিনেই ফেলি।
    ৩৭) বঙ্কিমচন্দ্রের বিচারক-জীবনের গল্প - গোপালচন্দ্র রায় (পারুল)
    সবই কি শুধু নিজের জন্য কিনব? পোঁটলাটার জন্য কিচ্ছু কিনব না! এট্টু কিনি! আরে, নিজের জন্য তো কিনছি না, আমার পুঁটকুটার জন্য কিনছি তো! তুই মর গে যা। আমি কিচ্ছু জানি না। ব্যাঙ্গালোরে ফিরে ভেউ ভেউ করে কাঁদতে বসবি না। আরে না না, কাঁদব না, প্রমিস, কিছুই হবে না, কিনেই ফেলি, ছেলেটা কমিকসের বইগুলো পেলে তো ভালোবেসে শীর্ষেন্দু পড়বে!
    ৩৮) পাতাল ঘর (কমিক্স - পারুল)
    ৪০) বিধু দারোগা (কমিক্স - পারুল)
    ৪১) বরণীয়দের মাস্টারমশাই - পার্থজিৎ গঙ্গোপাধ্যায় (পারুল)
    ৪২) বরণীয়দের বন্ধু - পার্থজিৎ গঙ্গোপাধ্যায় (পারুল)
    ওরে বেহায়া, এক্ষুনি যে বললি ছেলের জন্য কিনবি শুধু! এগুলো তোর ছেলে পড়বে?!! আহা, কি মুশকিল এখন না পড়ুক, বড় হয়ে তো পড়তেও পারে! তখন হয়তো ওর ভালো লাগবে, পুরনোদিনের মানুষগুলোর কথা জানতে। মর তুই মর। তোকে কেউ রক্ষা করতে পারবে না। ছোটবেলায় ভাতের থালায় আঁকিবুকি কাটতিস, আরেকটু মাছ পাওয়ার লোভে বসেই থাকতিস, উঠে হাত ধুয়ে নিতিস না, থালায় আঙুল দিয়ে ছবি আঁকতিস।, মনে আছে, তোর মা তোকে বলত, ভাতের থালায় ছবি আঁকলে শেষ বয়সে অর্থাভাব হয়? হুঁ:, মা অমন কত কিছুইই বলত। আমাকে আপনমনে কিছু করতে দেখলেই, খুশি থাকতে দেখলেই মায়ের সাইকোলজিকাল প্রবলেম শুরু হয়ে যেত। ওরম হিংসুটে মা আর কারো নেই এই পৃথিবীতে। আমাকে দেখে মায়ের শেখা উচিৎ। ওটা শিশু সাহিত্য সংসদ না? একবার ঢুকি? প্লিইজ। আর বাধা দিস না বাপু। সারাক্ষণ এই সুমতি-কুমতির ঝগড়া সহ্য হয় না বাপু! বা: কী সুন্দর ছবিগুলো, প্রচ্ছদগুলো-ও কী চমৎকার!
    ৪৩) ভূত ভূত অদ্ভুত - কার্তিক ঘোষ (শিশু সাহিত্য সংসদ)
    ৪৪) জাপানি রূপকথা - নির্মলকুমার দাস (শিশু সাহিত্য সংসদ)
    ৪৫) Mahabharata For The Young - সুভদ্রা উর্মিলা মজুমদার (শিশু সাহিত্য সংসদ)
    ৪৬) Ramayana For The Young - সুভদ্রা উর্মিলা মজুমদার (শিশু সাহিত্য সংসদ)
    হ্যাঁ রে, এই নিয়ে কত নম্বর রামায়ণ মহাভারত হল? আরে আগেরগুলো তো বাংলায় ছিল, এগুলো তো ইংরেজিতে।
    ৪৭) ছেলেবেলার বিবেকানন্দ - শ্রীশশিভূষণ দাশগুপ্ত (শিশু সাহিত্য সংসদ)
    হিহিহি, নির্মোহ ব এর টইতে না জানি আর কী চলছে! রিমি আজ আবার কী লিখল কে জানে! রাতে গিয়ে দেখব।
    ওমা এই সিরিজটা কী কিউট! সাম্পানের জন্য কিনি এক সেট? টিনটিনের জন্যও? পিনাকীর মেয়ে তো এখনো বাংলা পড়তে শেখে নি বোধহয়। সাঁঝ, মেঘ আর অদ্রিজা কী পারে, বাংলা পড়তে? জানি না, মনে পড়ছে না। কিনে তো নিই, দেখা হলে দিয়ে দেব।
    ৪৮) প্রজাপতি বাহারি (শিশু সাহিত্য সংসদ)
    ৪৯) গল্প করে পাখিরা (শিশু সাহিত্য সংসদ)
    আরে, পুরনোমতন দাগ-লাগা এটা কী বই, দেখি!
    ৫০) অর্থ জানো - দেবসেনাপতি (শিশু সাহিত্য সংসদ)
    সপ্তর্ষি, গাংচিল কিন্তু এখনো বাকি। হ্যাঁ, হ্যাঁ মনে আছে। যাচ্ছি তো। ঐ তো গাংচিল। গাংচিল যাচ্ছিস যা, দোয়েলের সবকটা বই আছে কিন্তু তোর অলরেডি, আবর দোয়েলের বই দেখলেই নেশাগ্রস্তের মতন ঝাঁপিয়ে পড়বি না। না, না কক্ষনো না। তবে বলছিলাম কি, স্বর্ণাক্ষর আর চর্চাপদ-ও বাকি আছে কিন্তু! গাংচিলে তো আগে যা, তারপর দেখ, বাড়ি ফেরার জন্য পয়সা থাকে কিনা। পয়সা ফুরিয়ে গেলে কিছু হবে না। সামরান বা মিঠু কারুর থেকে চেয়ে নেব। পাইও তো থাকবে। কেউ না কেউ কি আর বাসভাড়াটা দেবে না! খিক খিক, সাধে তোর হ্যাংলা স্বভাবের জন্য কলেজে তোর নাম হয়েছিল "ফিমেল হর্ষবর্ধন'!! হিহিহি। বাবা রে, গাংচিলে কী ভিড়! সেঁধিয়ে তো যাই। ওমা দোয়েলের এই বইগুলো তো আগে দেখি নি। ""আমাকে দোয়েলের এই বইগুলো একটু দিন না? ওমা, আপনিই অধীর বিশ্বাস না? ভালো আছেন? চিনতে পারছেন? চেহারা এমন হয়ে গেল কী করে? আগের থেকেও রোগা হয়ে গেছেন! ইস, কী সুন্দর এই বইগুলো! প্লিজ দিয়ে দিন না? এই রে ঐ দেখুন আলমারি হেলে বইগুলো ধুপধাপ পড়ে যাচ্ছে। শিগ্গিরি কেউ একজন ঠেকনা দিন, আরেকটু হলেই বাইয়ের তাক উল্টে অধীরবাবুর ঘাড়ে-মাথায় পড়ত! পাশের স্টল থেকে কেউ বোধহয় ধাক্কা মেরেছে, তাই আপনাদের র‌্যাক হেলে গেছে।''
    ৫১) ডাকাতের দল আর গুরুদেব - সুনীল গঙ্গোপাধ্যায় (দোয়েল)
    ৫২) সোনার খড়কুটো - আকিমুন রহমান (দোয়েল)
    ৫৩) ছেলেবেলার ছেলেটি - রামানন্দ বন্দ্যোপাধ্যায় (দোয়েল)
    ৫৪) টিনের ঝাঁপ, কঞ্চির বেড়া - অধীর বিশ্বাস (দোয়েল)
    ৫৫) কথার কী ছিরি - অশোক মুখোপাধ্যায় (দোয়েল)
    ৫৬) হিপনোজেন - সত্যজিৎ রায় (দোয়েল)
    ৫৭) ভুলি - মতি নন্দী (দোয়েল)
    ৫৮) চার শিল্পী ও তাঁদের ছবি - শানু লাহিড়ী (দোয়েল)
    ৫৯) স্কেচের খাতা - সুধীর মৈত্র (গাংচিল)
    ""মা, উড়োজাহাজ সিরিজটা কী আছে তোমার?'' ""উড়োজাহাজ? কই না তো। দেখি একবার? উফ, আপনি যে কী করেন না, এত ভালো ভালো বই ছাপতে আছে! এখন আমার কছে যদি টাকা না থাকে! ওরে বাবা, চারটে খণ্ড!! না: , ছাড়া যাবে না, এই বই, দিয়েই দিন। দেখুন তো, গাংচিলের বইগুলো কিছুইই নেওয়া হল না, কত ভেবে এসেছিলাম এবার দোয়েলের দিকে তাকাবই না, শুধু গাংচিল। কিছুই কেনা হল না। দোয়েলেই টাকা ফুরিয়ে গেল। ''
    ৬০) উড়োজাহাজ (৪খন্ড)

    কত পড়ে আছে রে আর? ঐ খুচরো-টুচরো মিলিয়ে কুড়িটাকামতন! বাঁচা গেল। এইবার তোর পাগলামি বন্ধ হল।
    ইস কত দেরি হয়ে গেল! ""ও ভাই, লিটল ম্যাগাজিনের প্যাভিলিয়নটা কোন দিকে?''
    ঐ তো, সুমেরুর টুপি!
  • byaang | 122.167.217.27 | ১২ ফেব্রুয়ারি ২০১২ ১৮:০৪505461
  • দুটো বইয়ের নাম লিখতে ভুলে গেছিলাম।

    ৬১) হাসির গান - চন্দ্রনাথ দাস (থীমা)
    ৬২) ছোটদের সচিত্র কৃত্তিবাস - কল্যাণী দত্ত / জয়নুল আবেদিন (গ্রন্থজগৎ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন