এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৫৩৮৮ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Tim | 188.89.101.154 | ১৮ এপ্রিল ২০১৩ ১২:৩৮508304
  • এককশ্ব'র কবিতা ভলো লাগছে।
  • pradip naskar | 24.99.60.56 | ১৮ এপ্রিল ২০১৩ ১৪:০২508305
  • sosen দারুন লিখেছ।
  • অনুপম দাশশর্মা | 125.184.190.39 | ১৮ এপ্রিল ২০১৩ ২০:৪৭508306
  • স্পর্শ ।।।।।

    স্পর্শকামী চেতনার কপালে আলোর জয়টিকা
    নিভন্ত ধূসর বিকাল নেহাত পথভ্রষ্ট অভ্যেস
    সংসারের ছেদন দলিলে ফাঁকফোঁকর
    নির্ভার মনসাম্রাজ্যের ছোঁয়া সিক্ত যোগাসন।

    স্পর্শ চায় অনুভুতির পরম আলিঙ্গন
    ভেজা কষ্টের কোঁচকান পাড়
    নির্দিস্ট কক্ষপথে টানটান চতুর্ভূজ।
    অসাম্যের বিকর্ষনে কিংবা সুযোগহারা
    মুখোশহীন সত্যের ফলাফলে
    শান্তির অস্ফুটধ্বনি স্বস্তির মোড়কে,
    সবটাই স্পর্শের ফলকে।

    বিশ্বাসের শেয়ারবাজারে হেঁটেছ অনুপম
    কত নান্দনিক সুগন্ধি রুমাল
    পাওনি সৌহার্দ্যর ডিভিডেন্ডে!
    অস্পর্শা চাহিদার শিখা রাবনের চিতা
    স্বরযন্ত্রে ভুল বুঝেছ রংদার ক্ষারে।

    চেনা পদ্ধতি গৌরবের সরল গিরিপথ
    সারিবদ্ধ তাজের মুখ প্রবাহ সঙ্গীত
    নিভৃত চেতনাও তবে মনের আলিঙ্গন
    কোন স্পর্শে হাসবে সুখ আত্মাই ঠিক জানে।
  • .... | 69.160.210.2 | ১৯ এপ্রিল ২০১৩ ১০:০৯508307
  • কি বাজে !!! {ঃ-(
  • অনুপম | 125.250.90.231 | ১৯ এপ্রিল ২০১৩ ১৯:৪২508308
  • কি বাজে লাগতেই পারে। তা নিজের পরিচয় লুকিয়ে কেন?
    সৎসাহস থাকলে মুখ বের করা হোক।
  • b | 135.20.82.166 | ১৯ এপ্রিল ২০১৩ ১৯:৪৬508309
  • অনুপমবাবু, ওসবে কান দেবেন না। আপনি লিখে যান।
  • .... | 69.160.210.2 | ১৯ এপ্রিল ২০১৩ ১৯:৫৭508310
  • ধুর মশাই, নামের ফিল্ডে ডট ডট এর বদলে গদাধর নস্কর কি বিভীষণ গুছাইত দেখে আপনার কোনো বাড়তি লাভ হবে কি?
  • rangeet | 69.93.200.150 | ১৯ এপ্রিল ২০১৩ ২১:৪৮508311
  • আমাদের বাড়ি আছে বাড়ি নেই-এর মত ;
    গরিবেরা এখানে অপসংস্কৃতি যত ।
    ফিটফাট বৃষ্টিরা পরের যৌনতা কিনতে চায়
    যৌনতা কিন্তু হেবি অভিনেতা
    নেটওয়ার্কিং বিজনেসে পোস্টারে ব্র্যাণ্ড নেম লিখে যায়।
    আর কে যেন কিসব বলে বলে দেয় কে ঠিক কে ভুল
    আসলে জামাটা সোঅফ ওদের শরীরের নর্দমা
    বুন্দেশিয়ার লিগের সাথে বিয়ার প্রবণ
    বিয়ার আমেরিকাগোত্রীয় বলে যারা খায়
    তার গলার কাঁপাস্বর আমি ভাসিয়েছি স্বর্নমুদ্রায়

    রেলপথ এক অবাক সংবাদ হয়ে যায় নেশা আর সজীবতায় ।
  • অনুপম | 125.253.81.241 | ২০ এপ্রিল ২০১৩ ০৯:৪৩508312
  • অন্য সংস্কৃতি .....

    সংস্কৃতির জোড়া চোখ, এক চোখে শিল্প ছাড়িয়ে হাঁটে
    অন্য চোখে বিবর্ণ মাস্তুলে টানে অসংযমের হাত
    শিল্পের কি রং থাকে একবগ্গা? তেমনই
    প্রবাল দ্বীপে সব খাঁজে সভ্যতা থাকে না।

    চন্দ্রকলায় ভাসে অক্ষরডানা,
    নিভৃতে প্রতিপদ চাঁদ ও ধরে রাখে সুস্থযাপন অভ্যেস।
    ছায়া ছায়া আধাকাব্য অসুস্থ মন নিয়ে
    ওঁত পাতে ছিদ্র অন্বেষণে।
    ঔজ্জল্য ফিকে করবার সংস্কৃতি ঝাঁপায় পর্বমধ্যে
    উত্তরনের পথে ঘাড় নীচু হয় প্রজ্ঞারও
    সেই সমঝোতার নক্কারজনক নীরবতায়।
    কাকেই বা দোষ দেবে ?
    আঙ্গুলে সাধনার নাড়াশৃঙ্খল দশক উতরে দিয়েছে
    নান্দনিক সম্মান!

    কোন যাদুবলে রং মেখে নাটকীয় সংলাপ
    সেলোটেপ সাঁটা সৌজন্যবোধ জল ঢালে!
    মনখারাপের সূতিকাগৃহে কাব্য চঞ্চল
    নৈঋতকোণে এক চিলতে কালো মেঘ
    কতোটা আর ওড়াবে নষ্ট মনের বদভ্যাস..!
  • sosen | 125.242.205.136 | ২০ এপ্রিল ২০১৩ ১০:১৪508314
  • ঘুম পড়ছে
    টুপটাপ ঝম ঝম
    টিনের চালে বাঙ্ময় বোল ওঠে
    এক হাতের ওপর ভর দিয়ে
    তোর ক্লান্ত মুখের দিকে তাকিয়ে
    গলে যেতে থাকে সকালবেলার
    অর্জিত মেদ।

    ঘুম পড়ে
    ঠোঁটের পাশ দিয়ে গড়িয়ে নিষ্পাপ এক দেয়ালার মত
    তার আঠা
    আমাকে আটকে রাখে মোহার্পিত
    এই বিবাহপালঙ্কের শিথানে
    এমনকি রাত কেটে গেলে-ও।
  • শ্ব | 125.118.171.164 | ২১ এপ্রিল ২০১৩ ০০:৪৭508315
  • সাংসারিক #২
    ------------------------------

    থাকো , থেকে যাও ।
    তুমি ছাড়া এর অর্থ আর কেও বুঝবেনা ।
    আমার লেখা মানে তো এই পেছনের বারান্দায় ভোট কম্বল গায়ে
    ভয়ে ভয়ে কাশতে থাকা মানুষটা । তুমি ছাড়া কে জানে সেসব ?

    ঐযে যারা হাততালি দিচ্ছে ওরা মিথ্যে নয় ,
    তবে এক আদিম নান্দনিকতা থেকে ভালোলাগা ধার করে সাজিয়ে গুছিয়ে
    নিজেদের মধ্যে খুব একচোট আলোচনা সেরে নিয়ে -
    ভালবাসা নাম দিয়ে বাজারে ছেড়েছে ।

    পড়তে হবে না কিছু বুঝতে হবে না কিছু
    আপনার অমুক লাইনে কী অসম্ভব দ্যোতনা আর ওই শব্দগুলো যেন শার্সির কাঁচ
    হয়ে ঝরে পরছে মাথার ভিতরে এইসব কোনকিচ্ছু বলতে হবেনা -
    শুধু থাকো । শুধু থেকে যাও ।।
  • sosen | 125.241.71.214 | ২১ এপ্রিল ২০১৩ ০১:২৮508316
  • দারুণ লাগলো। শ্ব।
  • কৃশানু | 213.147.88.10 | ২১ এপ্রিল ২০১৩ ০৩:১১508317
  • শ্ব এর পাখা হয়ে যাচ্ছি।
  • Tim | 105.59.84.94 | ২১ এপ্রিল ২০১৩ ১৪:৩২508318
  • শ্ব'র কবিতার বই বেরোনো উচিত। অসাধারণ লাগছে। কিশানু কে ক।
  • sosen | 111.63.195.86 | ২১ এপ্রিল ২০১৩ ১৮:৫৮508319
  • অনুস্বারে বিসর্গে আটকে গেলে
    সোজা পথ খুঁজে নেমে আসা
    মগ্নচৈতন্যের প্রথম অক্ষরে, আর চিত্কার
    ওকেই পালানো বলে তো? কালো ওড়নায় মুখ ঢেকে
    এখন নিরুপায় রাত একটু একটু ভয় পায়
    জলসার মাঝখানে দাঁড়িয়ে
    কোনো গণহত্যার ভয়
    একবার ভুল হয়ে গেলে
    সমে আর ফিরতে না পারার ভয়
    বাড়ি থেকে বেরোনোর আগে
    কেঁদে কেঁদে লাল হয়ে ওঠা
    মেয়েটার মুখ আলতো ছুঁয়ে বেরিয়ে এসেছি
    ছিন্ন মেয়ের কাছে ফিরতে হয় যদি
    যদি গিয়ে দেখতে পাই
    কান্না, সর্দি, নাক, ঠোঁট অন্ত্র সব
    টুকরো টুকরো করে শিশিতে তুলে রেখেছে কেউ
    জুড়তে কি আমাকেই বসতে হবে
    সেই ভয়
    ভয়ে কালো হয়ে থাকি আমি
    সন্ধ্যা, মোমবাতি, মোটা আঙ্গুল,
    তাড়াতাড়ি শেষ হ' রে তোরা, উঠি এইবার

    এগারোটা চল্লিশের লোকাল বাঁশি দেয় দেশকাল জুড়ে
  • অনুপম | 125.250.156.241 | ২১ এপ্রিল ২০১৩ ২২:৪৭508320
  • পুতুল .......

    খেলনা পুতুল হাসছে, ওর যোনী নেই।
    স্যালাইনে বোতলে ওই পুতুলটি
    রক্তাক্ত আতঙ্কে কেঁপে কেঁপে মরছে।
    আমাবস্যার বোবা চাহনি এতটাই নির্মম!

    'পথের ভিখিরি মায়ের' জঠরে ক্ষুধার্ত অমানুষ
    সমাজ বিষ্ঠা কোন আহ্লাদে নরকের কড়ি গোনে!
    আর খ্যামটা নাচা পাপিনীর দল
    হিলিয়াম চোখে আ্যকোরিয়ামে মজা লুটছে
    উর্দির বনেদীয়ানা একঘেয়ে জিভ ষোলআনা
    পাত্রের জলাকারে জমানা জুড়ে মুন্সীয়ানা।

    কতকাল তোরা নিরস্ত্র থাকবি মা
    বিশ্বাসের বীজ পিষে ফেলে নির্বীজ করো
    ভাদরের সব কুত্তা।

    খেলনা পুতুল কাঁদছে, জড় হলেও নারী যে..!
  • sosen | 111.218.219.81 | ২৩ এপ্রিল ২০১৩ ১১:৪৫508321
  • :-(
  • Tim | 188.91.253.11 | ২৩ এপ্রিল ২০১৩ ১৩:০৪508322
  • শহরের ঝকমকে মুখগুলো, ঝকঝকে পোষাকের ছায়াগুলো পেছনে ফেলে এসেছি। এখন নিরন্তর আরাম, বাস ছুটেছে অঘোরে, এসিকাচে চশমার দাগ
    আরেকটু পরেই এক সাদা, চৌকোনো পাথরের করিডোর
    সবিনয়ে দাঁত বের করে ডেকে নেবে। দুপাশে সবুজ ঘাস, কৃত্রিম।
    তারও কিছু পরে এক জান্তব লিফট এসে থামবে - তেত্রিশতলায়
    স্বয়ংক্রিয় দরজাও খুলে যাবে ধীরে, আর
    দরজার ওপাশে দেখা দেবে উর্দিতে ঢাকা কোন মেয়ে।
    আমার আসার আগেই সবকিছু সাফসুফো করে রেখে,
    একান্তে নেমে যাবে বলে, লিফটের দরজায়।
    আজও সব সেরকমই হবে কিনা জানিনা যদিও
    সব দিন সমান কি যায়? সব ঋতু?
    হয়ত কালকেই লিফটের দরজাটা খুলে গেলে, ধীরে
    একপাশে জড়োসড়ো মেয়েটার হাত ধরে অবাক চাউনি মেলে
    হেসে উঠবে এক ফুটফুটে শিশু-
    যেমনটা অনেক অনেকদিন আগে একবার দেখা গিয়েছিলো।
  • কিঙ্কিণী | 127.194.89.51 | ২৪ এপ্রিল ২০১৩ ১৪:২১508323
  • বৃদ্ধ পিতা, শেষ শয্যা ত্যাগ করুন
    সূর্যের দক্ষিনায়ণ শুরু হল।
    তাপমান পরিবর্তিত হচ্ছে,
    ধীরে ধীরে, আরও ধীরে উঠুন,
    জাগ্রত হোন।
    দেখুন, মহাপ্রলয় আসন্ন বুঝি,
    এই উন্নত প্রযুক্তিনির্ভর সভ্যতাও ধ্বংসের মুখে যাবে?

    হ্যাঁ, এই পথে আসুন, সাবধানে –
    না, বিশ্ব উষ্ণায়ণের ফল এটা, নাকি
    ভিনগ্রহবাসীদের চক্রান্ত তা না ভেবে
    বরং দেখুন, কেউ অতিকায় জলযান নিয়ে আসেনি –
    আপনার সন্ততিদের মৃত্যুতে
    কেউ আর উদ্বিগ্ন নয়,
    চরাচর বিনাশের ক্ষণে নেই কেউ
    অজ্ঞাতবাসের ঠিকানা বলে দেওয়ার ।

    পিতা, আসুন বলি, “শৃন্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ...”
    ওকি! অশ্রু কেন আপনার চোখে?
    চলুন বলি, “বাসাংসি জীর্ণানি যথা বিহায়,
    তথা শরীরাণি...”
    রুদ্ধ হয়ে গেল কণ্ঠ আপনার!
    কিন্তু আত্মঅনুকম্পার সময় নয়
    পিতা, এখন প্রায়োপবেশনের কাল উপস্থিত।
  • pharida | 132.161.132.97 | ২৪ এপ্রিল ২০১৩ ২২:৫৪508325
  • ভালো লাগছে পাতাটা - আর ধুলো পড়তে পাচ্ছে না। চলুক......

    ইচ্ছে বড়ো রাস্তা পেরোয় ইচ্ছে নিজের বাড়ি
    পকেট ভরা গড়ের মাঠে ইচ্ছেটা ট্রামগাড়ি।
    নিপাট ইচ্ছে, খাতার ভাঁজে হলদে ইচ্ছে ধুলো
    ইচ্ছে মাটি নিচ্ছে যখন ইচ্ছে নাকে তুলো।

    ইচ্ছে লাগে আগুন শুধু ইচ্ছে একা পোড়ে
    ইচ্ছে ঘরে আনছে আলো নামমাত্র ভোরে -
    ইচ্ছে সে প্রায় অন্ধকারে ইচ্ছে পোড়া ছাই –
    নাছোড় ইচ্ছে চেঁচিয়ে উঠুক ফের তোমাকেই চাই।
  • অনুপম | 125.250.135.250 | ২৬ এপ্রিল ২০১৩ ২১:০৪508326
  • নাতিদীর্ঘ ....

    তেমন করে ভাবিনি আবার ভাবনাটাকেও ভুলিনি
    অজস্র তকমাহীন প্রশস্তিতে ভাসিনি
    হাওয়ার তীরে সুর ভরিয়ে
    কখনও বা জেদের ঘোরে
    সবজে রংয়ে কালি ভরে ছটাক জমি ছাড়িনি।

    কক্ষনো না বিকবো শির
    খোলসটাকে পাশে রেখে যোজন দূরে
    তাকিয়ে দেখো,
    শব্দ আমার একান্ত শিস
    বাধ্য হবার নামতা শেখো।

    মেধার পালিশ ঘষতে চেয়ে এড়িয়ে যাবার
    শপথ নিলে
    আগুনখেকো বর্ণমালা ধরাবে সাপ রাত্রি শেষে।
    ন্যুব্জ তোমার চিন্তাশিখা অস্ত্র ধরাও মিত্রজনে?
    কাব্য গড়ে তুবড়ি ফুঁড়ে জ্বালাব তাপ শুভখ্খনে।
  • অনুপম | 125.250.135.250 | ২৬ এপ্রিল ২০১৩ ২১:০৬508327
  • অভ্রতে কিছুতেই 'খিও' টাইপ হচ্ছে না আমার।
  • pharida | 192.64.36.220 | ২৬ এপ্রিল ২০১৩ ২২:১২508328
  • ক য়ে মুর্ধণ্য ষ - ক্ষ - চেষ্টা হোক :)
  • শ্ব | 125.118.199.108 | ২৬ এপ্রিল ২০১৩ ২৩:২৯508329
  • কৈফিয়ত
    ~~~~~~

    এইসব লিখে রেখে যে কী হচ্ছে জানিনা
    এসব না লিখলেও কী হবে জানা নেই ।

    শুধু দেখছি ,
    ধানক্ষেত কোনাকুনি কেটে দৌড়ে যাচ্ছে যে ছেলেটা
    আমি লেখা থামালেই সে থামে,ঘুরে তাকায় আর প্রশ্ন করে : কী ,লিখছোনা ?

    আমার শুধু ওকে নিয়েই মাথাব্যথা
    সূর্য্য ওঠার আগে ওকে স্টেশনে পৌছতে হবে ।।
  • siki | 132.177.146.255 | ২৭ এপ্রিল ২০১৩ ০০:১০508330
  • অল্টারনেটিভলি অভ্রতে kkh লিখলে ক্ষ হয়ে যায়। pokkh লিখলে পক্ষ হয়।
  • শ্ব | 125.118.199.108 | ২৭ এপ্রিল ২০১৩ ০৩:৩২508331
  • সাংসারিক #৭
    ~~~~~~~~~

    আসলে কী হয়েছে কী
    আমি ; যখন সেই উনপঞ্চাশ টাকা নেভি কাটের প্যাকেট ছিল
    তখন পঞ্চাশ টাকার নোট্ দিলে যাতে ওরা এক টাকা মেরে না দেয় তাই
    এক টাকার চকলেটের বদলে দেশলাই নিতুম ।

    এই করে ,ঘরে ক্রমাগত দেশলাই বাক্স জমা হচ্ছিল কারন
    আমি আগের দিনের দেশলাই নিয়ে বেরোতে ভুলে যেতুম ।এই করে করে এই করে করে
    এই করে করে এই করে করে তিন মাস বাদে একদিন আমার বউ আমাকে হাত ধরে টেনে একটা চেয়ারে বসালো। তারপর বিভিন্ন কোন থেকে আমার সামনে একে একে ১২৩ খানা দেশলাই বাক্স এনে জড়ো করে বলল :নাও ,দায়ীত্ব বুঝিয়ে দিলুম ।

    এহেন চমত্কারের পরেও সেই ১২৩ খানা দেশলাই বাক্স প্রাণে ধরে ফেলতে না পেরে
    এক টা প্লাস্টিকের বড় জামবাটি তে রেখে দিলুম যে যখন যখন দেশলাই দরকার হবে ওখান থেকেই নেব ।
    প্রথম প্রথম কথা দিয়েছিলুম যে আর কোনো নতুন দেশলাই বাক্স এনে জোটাবনা কিন্তু কদিন বাদেই এক টাকা বাঁচাবার লোভে
    নবাগত দেশলাই বাক্স এবং মোট দেশলাই বাক্সের সংখ্যা বাড়তে থাকলো ।এইভাবে বাড়তে বাড়তে একদিন খেয়াল কোর্লুম-

    যে ইদানীম গাঁজা বেশি খাচ্ছি বলে দেশলাই কম আসছে এবং আমি পুরনো দেশলাই বাক্স গুলো
    ব্যবহার করতে শুরু করেছি কিন্তু তারা অনেকেই আর জ্বলতে চাইছেনা মানে আরকী দেশলাই বাক্সে ড্যাম্প ধরে গ্যাছে ।
    তখন আমি সেই কোনো এককালে ১২৩ খানা দেশলাই বাক্স ওয়ালা সেই প্লাস্টিকের জাম বাটি টা ধরে মাইক্রো আভেনের মধ্যে ঢুকিয়ে ফুল পাওয়ারে ৩ মিনিট টাইম সেট করে অন করে দিলুম ।

    তারপর ? আপনি যা যা ভাবছেন তাই তাই হলো ।
    এতক্ষণ ধরে পড়লেন মানে এই নয় যে শেষ লাইনে আলাদা চমক থাকতে হবা ।।
  • Kaju | 69.93.206.75 | ২৭ এপ্রিল ২০১৩ ১৭:৫১508332
  • কী দিলেন স্যার ! পুরো মীরের ধরণ ব্রেক নিতে যাবার আগে ক্যামেরা টেনে এনে !
  • pharida | 132.161.139.77 | ২৮ এপ্রিল ২০১৩ ০৮:৫৪508333
  • অথৈ জল

    এখনো ঘুমের দাগ অমলতাস
    বুকের মাঝে বসা ঘাসফড়িং
    যদিও শব্দফল অলীক স্বাদ
    মনে যা আসতে চায় আসতে দিন।

    না দেখা আবছায়া জোছনাদের
    চিহ্ন প্রকাশিত রাস্তাময়
    অনুসরণ বুঝি দৃশ্যমান
    ছন্দে সাজালেও গদ্যময়

    তবুও ফিসফাস চুপ কথা
    তেরছা আলো দেখা সাতসকাল
    উঠোনময় কিছু জোড় শালিখ
    চেতনা ঘাই দেখে খাপলা জাল –

    ছুঁড়েছি প্রায়, তাই শান্তি নেই,
    কতটা মনে পড়ে চোখের তল
    সকালে বাসী হল আগের দিন
    আবার ডুবিয়ে দিন, অথৈ জল।
  • শ্ব | 125.118.24.139 | ২৮ এপ্রিল ২০১৩ ০৯:২২508334
  • ~~~~~~~~~
    শোকপ্রস্তাব # ৫
    ~~~~~~~~~

    চলমান পথঘাট রক্তস্নাত হাত পায়ে শিকল বাঁধা ক্ষতের দাগ
    ঝরঝর বরষার তিনটি ভিজে কাক আমাকে বলে গ্যালো মুক্তি নাও |
    জমাট অন্ধকার এই কি রূপ তার কোথায় অনিমেষ কে অনাবিল
    মূর্খের সম্রাট তুমি কি জানতেনা সিংহাসনে থাকে রক্তঋণ ?

    অনিবার্য্য কারন বশতঃ নিশানের শরীর পুড়ে গ্যাছে দন্ড সার
    বিবাদ বিসম্বাদ চলেছে তোমাদের কে হবে ঋত্ত্বিক কেবা নিষাদ |
    ভূমিকম্প প্রবণ এলাকা যতগুলি এড়িয়ে চলে এলে বারদুয়ার
    নিরাপত্তা বলয় একেই বলে বুঝি ? একটি দেশলাই সব সাবাড় !

    দিগন্ত শুনশান তুমি হে কে মহান এসেছো জ্ঞান দিতে ঝাঁপির সাপ
    বৃষ্টির মন্তাজ এই শহরে আজ কাদায় মিশে যাও ডাকের সাজ !
    রাংতা শিরস্ত্রাণ কাঠের তরবারি সবটা ফাঁকি ছিল শুধু কেবল
    রক্তপলাশ এর মাংস হিসেবের বাইরে রয়ে গ্যালো জন্মদাগ ||
  • prodip naskar | 24.99.229.117 | ২৮ এপ্রিল ২০১৩ ১৪:২১508336
  • পরিবর্তনের রং ফিকে

    পরিবর্তনের রং ফিকে
    হাহাকার কার চার দিকে
    গরিবের সর্বস্স লুট
    লুটেরা পরিবর্তনের মুখ।

    গরিবের জিইএ রাখতে তহবিল
    বিদ্ধজনে হাসে খিলখিল
    মৌচাকে পরেছে ঢিল
    অঙ্কের হিসাব গরমিল।

    সিগেরেতে দাও টান
    পরিবতনের নতুন আহবান
    গরিবের কর দুআনা দান
    তুমি হবেই হবে মহান।

    অপরাধী পাবেই সাজা
    গড়েছি কমিসন
    আইনের চোখে সবাই সমান
    নিশ্চিন্তে থেকো জনগণ।

    তোমরা করনা রাগ
    মোর প্রতি রাখো বিশ্বাস
    একদিন বাজি হবে মাথ
    যা গেছে তা যাক।

    একদিন ঝর যাবে থেমে
    উন্নয়নের বন্যায় পাপ যাবে ধুএ
    সুজলা সুফলার বঙ্গবাসী
    উঠবে মাথা তুলে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন