এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • পর্বে পর্বে কবিতা - তৃতীয় পর্ব

    pi
    অন্যান্য | ১৭ ডিসেম্বর ২০১১ | ৫৪৬৬১ বার পঠিত | রেটিং ৪.৭ (৩ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pharida | 192.64.34.50 | ০৯ আগস্ট ২০১৩ ০১:২৫508471
  • জয় হিন্দ

    যদি ছুঁতে চাও একটু নামতে হবে
    এইখানে জল - জলের কিনারে পাপ
    ঘাট থেকে পথ ক্রমে সোজা উঠে যাবে
    হলদে বাড়ির দরজায় অনুতাপ।
    কাছাকাছি তার কৈফিয়ত বা ওজর
    ইতঃস্তত থাকছে বসতবাড়ি
    গভীরতর দিনেও যদি খোঁজো
    গাছের নীচে বাতিল মালসা হাঁড়ি।
    তারও বহুদূর যতদুর যাবে তুমি
    মাঠ বরাবর জোছনা হেঁটেছে একা
    এইখানে জল, তার খুব কাছে পাপ
    অবয়ব দেশ নিজেকেই খুঁজে দেখা।
  • pradip naskar | 24.99.179.238 | ১১ আগস্ট ২০১৩ ১০:৪৭508472
  • তেল চাই ?
    প্রদীপ নস্কর

    এ তেল নয় সে তেল
    এর যুরিমেলা ভার
    এ তেল ব্যবহারে
    দারুন চমত্কার।

    তেল দিয়ে তেল মারা
    আমাদেরই কাজ
    তেল যদি কাজে লাগে
    সবারই লাভ।

    ভেসেজ গুন ভরপুর
    পার্সপ্রতিক্রিয়া হীন
    রুগ্ন সর্প জেগে উঠবে
    ক্ষমতা অসীম।

    পৌরসত্ত ফিরে পাবে
    সত্তর উর্ধ বৃদ্ধ
    নব যৌবন আসাধনে
    অন্তঃকরণ সিগ্ধ

    এমন তেল আবিস্কৃত
    যার জুরি মেলা ভার
    এমন তেল হাতে পেয়ে
    বলুন চমত্কার।

    তালে তেলে থাক সুখে
    ভালো রাখো মন
    তলে তলে মাখাও তেল
    দেশের জনগণ।
  • sch | 126.203.180.219 | ১১ আগস্ট ২০১৩ ১১:৪১508473
  • দাদা আপনি বোধহয় ভেষজ, পার্শ্বপ্রতিক্রিয়া এসব বানান লিখতে চেয়েছিলেন। ভালো লাগলো আপনার কবিতা পড়ে - এর আগে কোনো জাপানী তেল ব্যবহারকারীর অনুভব করেছি তাই বলছি জাতীয় লেখা পড়িনি।
  • pi | 118.22.237.164 | ১১ আগস্ট ২০১৩ ২২:৩৩508474
  • অনিমেষ ক্লান্তি কিম্বা অপলক রাত্রি
    যে নামে ডাকি না কেন
    নিস্তব্ধতা ঠিকই ফুরোয়
    শুনি ভোর হয়ে আসে
    ক্রমব্যস্ত শব্দেরা ক্রমে ক্রমে জানিয়ে দেয়,
    না, এমন কিছুই নয়
    এমন কিছু নয় যা না জানলেই নয়
    কিম্বা এমন কিছু যা রোজই জানছিনা।
    শুধু জানায় না আহ্নিক গতি কবে স্তব্ধ হবে।
  • তাতিন | 132.252.251.244 | ১২ আগস্ট ২০১৩ ১৩:৪৫508475
  • বিরাটি
    +++++

    ছানবিন যা করেছি তার সূত্র ধ’রে ভুল
    বিশদ আলোয় হারিয়ে ফেলি মলিন উপকূল
    গাছের পাতায় শ্যাওলা টানে পথ রেখে দ্যায় নুড়ি
    চাকার দাগে প্রকাশ্য সেই সকল ঘোরাঘুরি-
    বাসস্ট্যান্ডের গুমটি ঘরে মেঘডাকে রেডিও
    মাংসভাতের গন্ধ যা তার আজ দুপুরে্র প্রিয়,
    পাশের বাড়ি পিসির বাড়ি পড়শি মেয়ের সাজঃ
    সানাই যেমন, ছোবল মারে বিয়ের কারুকাজ
    কাঁচ ভেঙে যায়, রক্তমলিন মিলাদে উৎসবে
    তোমার সঙ্গে আমার নাকি আবার দ্যাখা হবে?

    বেঞ্চিপাতা, কিঞ্চিদুর্ধ্বে নিশান পলাশ গাছ,
    একটি; কিম্বা থোকায় মোড়া কদমফুলের আঁচ,
    করুণাধার দোকান থেকে জাগের জলে স্নান
    রৌদ্রসিনে সূর্য তখন আগুনে টানটান-
    দালান জুড়ে হলুদ ছায়া বৃষ্টিবিকেল মিশে
    সেইদিনই তো ইন্টারভিউ সরকারি অফিসের।
    বছর পেরোয়, চাকার দাগে কাদার থেকে ধুলো
    বিষাদ মাপে, সবুজ সে ট্রেন স্টেশনটি জুড়োলো

    --- কামরা ঘুরে খুঁজছি আমিঃ আমরা এবং ভুল
    বিশদ ম্যাপে স্টেশন ছেড়ে বিশাল উড়ালপুল
  • শ্ব | 132.172.240.5 | ১৩ আগস্ট ২০১৩ ০৬:০২508476
  • গৃহকর্ম
    ~~~~~
    আমি ক্রমশ টেরাকোটা হয়ে যাচ্ছি গুড়ের বাতাসা হয়ে
    ঝরে পরছি মুখের ভেতরে ,বাতাসে আঙ্গুল রেখে মল্মলের
    চোকলা তোলা হাওয়া গুঁড়ি মেরে এগিয়ে আসছে আর আমি
    আজকাল আমার বাবার বুড়ো বয়েসের মুখের মধ্যে আমার বুড়ো

    বয়েসের মুখ খোঁজার চেষ্টা করে যাচ্ছি ।সবজেটে বাদামী
    পালকে হাত বুলিয়ে বলছি রাত তো শেষ হয়ে এলো ভোরটুকু দেখে যাই ,নাকি !

    কেন এখনো এত দেখতে চাই শুধু দেখে যেতে চাই দেখে দেখে অন্ধ হয়ে যেতে চাই রোজ
    সময় রাখিনি বলে প্রতি পদে বিঁধে যাবে সেকেন্ডের কাঁটা । শুধু ঘন্টা থেমে যাবে ,তাই ?
  • dd | 69.92.193.174 | ১৩ আগস্ট ২০১৩ ১২:৩৯508477
  • শ্চর পদ্যগুলি এতো অদ্ভুত ধরনের আলাদা রকোমের যে স্রেফ ভালো বললেই যথেষ্টো হয় না।

    একেবারে একা একাই এক অক্ষৌহিনী (কোনো হিনী নেই কিন্তু,অক্ষও নেই)
  • pradip | 24.96.0.173 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:১৪508478
  • থানক ইউ SCH, ভুলটাকে ধরিয়ে দিয়েছ।
  • তাতিন | 127.197.72.160 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:৩৮508479
  • তোমার বাড়ি শর্তবিহীন জলের আরেক রূপ
    জিওল কাঠি রাখাই ছিল ঝড়ের মত স্তূপ
    নদীর ধারে তোমার বাড়ি পুকুরে পদ্ম
    সাইকেলে যার প্রদক্ষিণ সে পুজোর অবধ্য
    দুপুর তখন ম্লান হয়ে যায় ক্লান্তি আসে ঘ্রাণ
    তোমার বাড়ি আমার কাছে জলের পরিমাণ
    তৃষ্ণা ভরে শব্দে আমি ডাকছি তোমাকেই
    খিড়কি খুলে আলতো দ্যাখা স্বপ্নেতো থাকছেই
    তোমার বাড়ি পার হয়ে আজ আমরা বহুদূর
    বছর মানে পথ পালটে পথেই সমুদ্দুর
    তোমার বাড়ি সাগরতীরে, চাঁদ ধুয়ে যায় বালি
    চিকচিকে রাত ঝিনুক তোমার জন্মে, বনমালি-
  • san | 113.21.185.62 | ১৩ আগস্ট ২০১৩ ২৩:৪১508481
  • শ্চ এর কবিতা বেশ হাত বাড়ালেই ধরাছোঁয়া যায় ।
  • san | 113.245.14.11 | ১৪ আগস্ট ২০১৩ ০৮:৫০508482
  • শ্ব হবে :-)
  • শ্ব | 132.178.250.250 | ১৫ আগস্ট ২০১৩ ০২:২২508483
  • অবসর
    --------

    সময় কেটেই চলেছি । কেটেই চলেছি
    ডুমো ডুমো ,জিরি জিরি ,ফালা ফালা
    কেটেই চলেছি আর

    কাটতে কাটতে রোজ
    রাত্রি হয়ে যায় ।

    আর তখন কে রাঁধবে সময় ?

    অতএব সময় খাওয়া হয়না ; জমে জমে
    একদিন সমস্ত কোল্ডস্টোরেজে রাখা সময় , মোমিনপুরের
    সাদা হয়ে যাওয়া সময় , অন্ধকারে অক্সিজেন হাতড়ানোর সময়

    একদিন আমাকে ঘিরে ফেলছে স্বপ্নে আর উঠে বসছি জল খাচ্ছি এই সব ।।
  • pharida | 192.64.54.56 | ১৫ আগস্ট ২০১৩ ০৮:০৮508484
  • সমৃদ্ধি কে

    দর চড়ান মরণটাকে ভেংচে দিলি, ও মুখপুড়ি
    এখন কেমন চুপিসাড়ে মুখ লুকোচ্ছে গুটিসুটি
    তাতেই কেমন লাটাই থেকে ছাড়ছে সুতো
    বদলে যাওয়া সংজ্ঞা থেকে উড়ছে ঘুড়ি।

    পাতায় পাতায় লিখেই গেছি সব খাতাতেই
    ভাবছি হঠাৎ - কী হয়ে যায় – কোত্থাও নেই
    দেখতে কেমন – উদয়াস্ত চলতে ফিরতে
    কাজ অকাজের ছবি আঁকতে থমকে গেছি
    ওই বিষয়ে – দাম চড়েছে – রহস্যময়
    কালো বাক্স নামকরণে ঘাবড়ে দিয়ে।
    তোর কাছে সব নস্যি হল – কি দস্যি তুই
    দূর দুরান্তে পাড়া বেড়াস ফুসমন্তর গাছের পাতা
    কুকুরছানা রাজ্যের সব গান সুর লয়
    তোর বুঝি আজ পড়শী হল – এখন তো কেউ
    আটকাবে না - এইটা মানা - ওইটা না, মা –
    দেখনা সবই ফেরত এলো তোর কাছেতেই।

    মরণ এখন মরণদশায় সত্যি সত্যি মুখ লুকালো।
  • sosen | 218.107.178.181 | ১৫ আগস্ট ২০১৩ ০৮:৫০508485
  • ফরিদা -:(
  • dd | 132.167.12.49 | ১৭ আগস্ট ২০১৩ ০০:২৬508486
  • কী যে ভয়ংকর ছিলো সেই রাত্রি,
    জানি তো নিশ্চিত। ভোর হবে বিষাক্তো নীরেট
    রাত আর শেষ হয় না,
    মাথায় ঘুর্পাক খাচ্ছে সাইকোপ্যাথের বজ্রকীট।

    এতো শুধু মষ্করা মাত্রো। কিছু স্টান্টবাজি
    চাইছি কিন্তু এক চিমটে ম্যাজিক

    এক টুসকিতে উড়ে যাবে হিজিবিজি।
    টয়ট্রেন আহ্লাদে ঝিকঝিক

    স্বপ্নের দার্জিলিং থাকবে,কেক পেস্ট্রী
    মিষ্টি পাঁউরুটী।

    .......................................

    কুয়াসাও, হে প্রিয় কুয়াসা।।
  • sch | 126.203.162.118 | ১৭ আগস্ট ২০১৩ ০৫:৪৭508487
  • থ্যাঙ্ক ইউ ডিডি দা - ভালো লাগলো
  • pharida | 192.64.40.129 | ১৭ আগস্ট ২০১৩ ০৭:০৪508488
  • এখনি রচিত হলে বলো
    পাখি নাম আটকে গলাতে
    এর চেয়ে অপেক্ষা ভালো
    যা যা বাকি তোমাকে বলাতে -
    খুঁজে গেছি মুথা ঘাস ধুলো
    যাতায়াতে পথ হয়ে গেছে
    তোমাকে বলার কথাগুলো
    কিছু কিছু রচিত হয়েছে
    বাকি বুঝি খাতার পাতায়
    নদী জল ডাকে “আয় ডুবি”
    ঘুম – ভোরে সাদৃশ্যময়
    তোমাতে রচিত আজগুবি।
  • pharida | 192.64.40.129 | ১৭ আগস্ট ২০১৩ ০৮:২১508489
  • চোখ- বন্ধ দরজা

    অ্যাই চোখ – বন্ধ দরজা
    দেখে কেউ ফিরে গেল বুঝি
    তুই নাকি মূক আজীবন
    এঁকে ফের মুছে দিস ছবি।

    অ্যাই চোখ, এখন বরষা
    গাছের শরীরে মেঘ ধু ধু
    (তুই তো কিছুই বুঝলি না)
    ছোঁয়াতে শিউরে ওঠে শুধু।

    অ্যাই চোখ, তাকাস না কেন
    বহুদিন তোর কাছাকাছি
    শব্দেরা অনেকে এসেছে
    খেলেছে দেদার কানামাছি?

    অ্যাই চোখ, বন্ধই রাখ
    নিজের যেটুকু আছে প্রাণ
    তাতেও পাবি না আমি জানি
    মাটিতে বৃষ্টি পড়া ঘ্রাণ।

    অ্যাই চোখ, কাজ নেই তোর
    শুনে বলে শুঁকে ছুঁয়ে যাওয়া
    যা দেখিস, বাকিরা লিখেছে
    তোর শুধু থেকে যায় চাওয়া।
  • dd | 132.167.45.76 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫১508490
  • একদা ভালোবেসেছিলেম তোমারে নিঃশেষে
    এসব কথা শুনলে তোমার চক্ষু ফাটে জলে
    দরোজা বহু বন্ধো ছিলো আকাশে ছিলো মেঘ
    মেঘ মানে এক ধূসরতা,পাংশু বরণ ক্লেশ

    এখোন ওঠো রথে এবং দিগ্বিজয়ে যাও
    আবেশে ভরো স্বপ্নকলস, গ্রীবায় রাখো অহং
    লালচে চুলে বৃষ্টি পড়ুক,ইনার সিটির রাণী

    কোথাও কেউ গান বেঁধেছে থমকে দিয়ে সময়
    সময় মানে গোলাপ পোড়াঘ্রাণ।

    বিভোর থাকুক আঙুল ছোঁয়া প্রাণ।
  • Sibu | 183.60.205.153 | ১৭ আগস্ট ২০১৩ ২৩:৫৭508492
  • 'ইনার সিটির রানী' কথাটা কোত্থেকে এল ডিডিদা? এটা কি অনুবাদ নাকি?
  • Tim | 12.133.36.251 | ১৯ আগস্ট ২০১৩ ২০:১৭508493
  • কথার শেষে ছড়িয়ে আছে কথার আখর
    পিঠের কাছে দগদগে ঘা, কথার আঁচড়
    কথায় ঢাকছে কথার কথা, কথার মুখ
    বিকল হাওয়ায় ভাসছে কথা, অন্য সুখ
    আনছে এখন কথার আভাস, কথার আকাশ
    বলছে নকল গানের সুরে, এই অবকাশ
    দেখছে কথা চোখের খিদে, কেচ্ছাময়
    দিনের শেষে "আসল কথা" রাষ্ট্র হয়
    দুপুর কাটে কথার আচার, চোষ্য তা-
    মিথ্যে যত কথার ধর্ম, ভ্রষ্টতা।
  • Tim | 12.133.36.251 | ১৯ আগস্ট ২০১৩ ২০:৩০508494
  • দুয়েকটা শব্দ লিখবো বলে, বসেছি এখন
    দুয়েকটা সুখ, দুঃখের চেনা কথা, অচেনার অন্তরালে লেখা হবে
    দুয়েকটা মুখ, আলগোছে ভাসছে একাই?
    দুয়েকটা হাসি, ঝগড়া-ঝামেলাও পড়ে কেন থাকে-
    অবসর সরিয়েছি, ঝেড়ে মুছে তাক থেকে তাকে।
    দুয়েকটা দুঃখ, তামাশায় মোড়া এই নিটোল জীবন
    দুয়েকটা হিসেবের পর স্রেফ জমে থাকা ধুলো
    দুয়েকটা ঘৃণা আর প্রতিশোধস্পৃহা রাখা থাক
    দুয়েকটা অভিমান, অপমান, প্রেমট্রেম সামান্য ক্ষমা
    অবসর কথা বলে, দুয়েকটা খেলো তর্জমা।

    রাতের খাবার দেখো ঢাকা আছে, ফেরার টেবিলে।
  • dd | 132.167.29.126 | ১৯ আগস্ট ২০১৩ ২০:৫৭508495
  • শিবুকে, আরে কুইন অব দ্য ইনার সিটি'র প্রেক্ষিত জেনে লাভ নেই। কিন্তু কিছুতেই বংগানুবাদ হয় না। কি মুশকিল।
  • kahiptasha | 172.136.192.1 | ১৯ আগস্ট ২০১৩ ২২:৩১508496
  • এই দুয়েকটা কথার ভিক্ষে
    বিন্দু বিন্দু সময়ের কাছে
    এই দুয়েকটা কথার শিক্ষা
    ভাষার সকল স্থিতির জাড্য
    গতিক ভালোনা সময়ে মিশেল
    ওয়ালেটে পড়ে পাসপোর্ট ছবি
    সময়ের। তাতে পটভূমিকায়
    সীমানা এবং জনহীন সাদা
    পর্দা টাঙানো দুয়েকটা কথা
    ওড়াউড়ি করে যেমন তেমন উড়ো খই

    শুধু করেছি ভিক্ষা হরতাল পথে
    পড়ে থাকে যেন ধুলোবালি শুধু
    শহরের ছবি, খঞ্জের সাধ।
  • সায়ন | 125.118.110.237 | ২০ আগস্ট ২০১৩ ০১:১৩508497
  • প্রসারিত ঝরনাজলে নৌকা কাউকে বেঁধে রাখেনি
    বাইরে বৃষ্টি ফিরে ফিরে গেছে
    একা একা -
    যদি বিদ্যাবুদ্ধি দূরে রাখো
    যদি শব্দ শুনি চৌকাঠে চঞ্চল
    মিথ্যে উচ্ছ্বলতার এই সমারোহে
    আবার তুমি পরিত্যক্ত হও
  • সায়ন | 127.96.78.181 | ২০ আগস্ট ২০১৩ ০১:৪৮508498
  • আধেক বিষের পেয়ালা, ভ্রষ্ট রাত, নষ্টনীড়গাথা
    তুমি চাও নিরঞ্জন সুরের প্রতিমা, তাল, লয়
    আমি ব্যর্থতার মত সহনীয় যেটুকু সঞ্চয়
    নিয়ে বাস করি, তুমি তাকে বলো সাফল্যের কথা

    তাকে বলো দুঃখের কথা, বলো অভিমান বেদনা
    কৈশোর অবধি সার্থকমূহূর্ত যার নিজস্ব অহঙ্কার
    এমন চেতনা সে অসহায়, খরতর আঁচড়
    তুমি জান স্বকীয়তা, তুমি তার রুক্ষতা চেনো না

    তবে কেন শুদ্ধতা, পিছুটান কী রেখেছ হাতে
    এই যে পরান্নভোজী আধো আধো ক্ষণস্থায়ী গরিমা
    বিপনণযোগ্য তরলরাত, চেয়ে নেওয়া সাফল্যের সীমা
    আমার সত্বারা তাকে চিনে নেয়, বিনীদ্ররাতে

    মনে হতে পারে কয়েকগুচ্ছ স্খলিত অন্ধকারে
    ইঁটের টুকরোগুলোকে বটের শিকড় কুড়োতে পারে
    তবুও এইসব উৎসও প্রার্থিত ছিল সংসারে
  • kahiptasha | 172.136.192.1 | ২০ আগস্ট ২০১৩ ০২:৫০508499
  • ঈশানকোণে অমনোযোগে মেঘের ঝুঁটি ধরেছে রোগে দুমড়ে পড়া প্রবলা শালবন
    চাঁদ উঠেছে অন্তরীক্ষে মনোস্থাপন করি ভিক্ষে তোমার জন্য জুলেখা ডব্সন
    ------------------------------------------------------------------------------
    ------------------------------------------------------------------------------

    সবাই যখন লিখেই ফেলছে সব
    সাজিয়ে দিচ্ছে নিদ্রাকাতর রোদ
    হোঁচট খাচ্ছি শব্দের যোজনায়
    কমতি পড়ছে দৃশ্যের গুণতিতে

    এইতো দেখছো রিপিটিশনের দোষ
    যদিও এসব খসড়া বই তো নয়
    এক হাত হবে পদ্যের ফাইনালে
    তার দেরী আছে, আমরা সেসব জানি।

    কলকাঠি নেড়ে আরো কটা দিন যাক
    কাক পক্ষীতে খুঁটে খায় দিন কাল
    তানানানা করে শারদীয়া কেটে গেলে
    ছাতে পড়ে থাকা রকেট বাজির কালো

    দুয়েকটা শুধু বেয়াড়াপনার কথা
    হাড়ে হাড়ে তারা হারামজাদার মত
    খোঁচা মেরে থাকে ছন্দের গুনতিতে
    ফাঁকতাল বুঝে, দক্ষিণ রেলপথ

    ছ্যাড়াব্যাড়া কথা জং ধরা তলোয়ার
    আলো আঁধারীতে মুখ চেনা ঝকমারী
    ততদিনে শালা আমিও নাহ'ক কবি
    খসড়া খাতায় শনশনে তরবারী।

    তার দেরী আছে,সময় রয়েছে হাতে
    সময়, এখনো সময় হয়নি তার
    সিঁদুরে মেঘের ভয়ে ভয়ে ঘরছাড়া
    ধর্মের কলে, ল্যামপপোস্টের কোণে।

    সময় রয়েছে, ততদিনে সব লেখা
    ফেয়ার কপিতে টুকে নিয়ে রোডব্লক
    এক হাত হবে খাপে খাপ ফাইনালে
    রাস্তা আটকে, ভয়ে কেঁপে ওঠা ঠোঁটে।
  • Ekak | 132.166.153.75 | ২০ আগস্ট ২০১৩ ২২:৩৭508500
  • লব্ধি
    ~~~~

    চিকেন কেবাবের ভিজে দিকটা কেও খাবেন্না বলে
    সবাই উল্টে নিয়ে সেঁকেন ।
    আর আমি চিরকাল ল্যাদ খেয়ে একদিক কাঁচা
    একদিক সেঁকা চিকেন কেবাব
    খেয়ে কাটিয়ে দিলুম ।।
  • শ্ব | 132.166.153.75 | ২১ আগস্ট ২০১৩ ০১:১৩508501
  • তাপস
    ~~~~~
    এক বাল্যবন্ধুর সঙ্গে দীর্ঘক্ষণ ফোন ফাজলামির পরে যা
    দাঁড়ালো তা হচ্ছে আমরা দুজনেই
    এখনো আগের মতই ক্রিং খেলে চলেছি আর ওদিকে সন্ধ্যে হয়ে গেছে ।।
  • swati | 76.135.100.194 | ২১ আগস্ট ২০১৩ ০১:১৭508503
  • ইতি, তোমার --

    কাল রাতের স্বপ্নে একটা চিঠি পেলাম,
    কোথাও লেখা নেই তোমার নাম তাতে
    তবু সেই চিঠি আমাকে ছুঁয়ে দিতেই
    আমি জানি, আমি জানি প্রেরকের নাম।
    চিঠি খুলে দেখি একটাই শব্দ,
    একটাই শব্দ লেখা আছে তাতে-
    আমার নাম লেখা তোমার অক্ষরে।
    অনেক সময় লাগল পড়তে সেই নাম।
    পড়তে পড়তে দুপুর গড়িয়ে গেল,
    বিকেল হল, সন্ধ্যা হয় হয়, তবু,
    তবু শেষ হল না পড়া সেই নাম,
    তার আগেই ঘুম ভেঙে গেল, সেই থেকে
    বসে আছি একটা চিঠির জন্য।
    নাহয় স্রেফ নাম লিখেই পাঠিয়ে দিও
    খালি চিঠি। খুব ইচ্ছে করছে,
    ইচ্ছে করছে আজ ঘুমানোর আগে
    একটা, অন্তত একটাও চিঠি পেতে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন